নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

মির্জা ফখরুল রাজনীতিতে ফেল, বিদায়ের সময় হয়েছে?

০২ রা মে, ২০১৭ বিকাল ৫:৩৫



জেনারেল জিয়া প্রথমে ক্ষমতা দখল করেছিলেন, ৩ বছর দেশ চালানোর পর বিএনপি গঠন করেছিলেন; উনি রাজনীতি করে ক্ষমতায় যাননি; ক্ষমতায় গিয়েও রাজনীতি করেননি, যারা তথাকথিত রাজনীতি করতেন, দল তৈরি করে, তাদেরকে রাজনীতি করতে দিয়েছিলেন, তিনি তাদের চালনা করেছেন; জিয়ার নামে ২০০৬ সাল অবধি বিএনপি দেশ চালায়েছে; বেগম জিয়া স্বাধীনতার ঘোষণা পড়েননি, আবদুর রহমান বিশ্বাস মুক্তিযু্দ্ধ করেননি, ডা: বদরুদ্দোজা বাংলাদেশ চাননি, নিজামীরা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে; তারপরও তারা ক্ষমতায় ছিল জিয়ার নামে; সেটার অবসান হয়তো ঘটায়েছে শেখ হাসিনা।

এখন হয়তো জিয়ার নামে আর ক্ষমতায় যাওয়া সম্ভব হবে না, সেই চেইন আর নেই; সুযোগ সব সময় থাকে না; তা'হলে বিএনপি কি আর ক্ষমতায় যাবে না? ভয়ংকর কোন দুর্যোগ না ঘটলে বিএনপি আর ক্ষমতায় যাচ্ছে না। বিএনপি যেভাবে দেশ চালায়েছিল, শেখ হাসিনা তার থেকে হাজার গুণে ভালো চালাচ্ছেন; সমস্যা হচ্ছে, বাংলাদেশ এভাবে চলার জন্য স্বাধীনতা চায়নি, এর থেকে হাজারগুণ ভালো থাকার জন্য স্বাধীনতা চাওয়া হয়েছিল।

শেখ সাহেব পারুক, না পারুক, ৬ দফা দিয়ে রাজনীতি করেছিলেন, মানুষকে স্বপ্ন দেখায়েছিলেন; বিএনপি কিংবা শেখ হাসিনা মানুষকে স্বপ্ন দেখান না, তারা তাদের নিজস্ব স্বপ্ন পুরণ করেছেন মাত্র। যাক, শেখ হাসিনা এখন নিজের স্বপ্নকে বাস্তবায়ন করে চলেছেন; ওখানে বেগম জিয়ার জন্য তেমন কিছু আর নেই; হয়তো শেখ হাসিনা উনাকে আবার বিরোধীদলে আসতে দেবেন, রেশন কার্ডের পাওনা!

মির্জাকে নিয়ে বিএনপি'র কিছু লোকজনে আশা ছিল, দলকে রাজনীততে নেবেন, জাতিকে নতুন কোন স্বপ্নের মাঝে নেবেন; তা ঘটেনি, তিনি বিএনপি'র আগের নীতিতে আছেন, ক্ষমতায় গিয়ে দেশ চালানো; সেটা উনার আমলে ঘটছে না আর। উনি ৪ বছরের বেশী অস্হায়ী সেক্রেটারী ছিলেন, বেগম জিয়া উনাকে পরীক্ষা করে দেখেছেন; উনি পরীক্ষায় পাশ করে চাকুরী পেয়েছেন; নতুন চাকুরীতে এসে উনি ক্লান্ত হয়ে গেছেন, বিএনপি'র আগের নীতিতে ফিরে গেছেন: আওয়ামী লীগের পতনই উনাকে সুযোগ এনে দেবে! সেটা হয়তো ঘটবে, তবে উনার সময়ে ঘটবে না।

দেশে রাজনীতি করার সুযোগ ছিলো, বিএনপি'র রাজনীতি ছিলো না, ছিলো ভোট ব্যাংক, সেটাকে উনি কাজে লাগাতে পারেননি; সেইসব মানুষকে স্বপ্ন দেখাতে পারেননি; উনি চেস্টা করছেন কোনভাবে ঠিকে থাকতে, একদিন শেখ হাসিনার বয়স আরো বাড়বে, শেখ হাসিনার পর যদি সুযোগ আসে!

সুযোগ তো আসবে না, বরং বিএনপি'র কাজ বেড়েছে, উনাকে সরানোও একটা নতুন কাজ হবে বিএনপি'র জন্য।




মন্তব্য ৪৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৭ বিকাল ৫:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মিথ্যা ব্যবহার করে রাজনীতিতে টিকে থাকাটা ভাগ্যের ব্যাপার।

০২ রা মে, ২০১৭ বিকাল ৫:৪৬

চাঁদগাজী বলেছেন:


হয় রাজনীতি, না হয়, মিথ্যার সাথে শক্তি, কোন একটা থাকতে হবে।

২| ০২ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: যখন শক্তি ছিল, তখন ছিলই, তখন অপব্যবহার করেছে।
তাই এখন এমন অবস্থা। বিশ্বাসহীনতায় ভোগছে।

০২ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

চাঁদগাজী বলেছেন:


রাজনীতি না করে দেশে চালানোর ক্ষমতা পাওয়ায়, বিএনপি রাজনীতি করার কথা ভাবেনি কোনদিন।

৩| ০২ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: তারা ক্ষমতাকেই প্রাধান্য দিয়েছিল বেশি, বেশি বলতে ৯৫%। কিন্তু ক্ষমতার বাহিরেও একটা রাজনৈতিক দলের যোগ্যতা গ্রহণযোগ্যতা থাকার প্রয়োজন, তা তারা ভাবেনি। সেজন্য তারা বিশ্বাস ধরে রাখতে পারেনি। তারা একসময় ভালই ছিল।

০২ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:


তারা ভালো ছিলো বলতে, এটুকু বুঝায় যে, তারা জাতির সম্পদ দখল করছিলো ও জাতিকে আজকের বিশৃংখল জীবনের দিকে ঠেলে দিয়েছিল; এটুকুই তাদের দক্ষতা ছিলো

৪| ০২ রা মে, ২০১৭ সন্ধ্যা ৭:১১

জাহিদ হাসান বলেছেন: বিএনপির নিজেরই আর রাজনীতি করার ইচ্ছা নাই :D
মির্জা ফখরুলের আর কি দোষ ? :D :D

০২ রা মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

চাঁদগাজী বলেছেন:


বিএনপি একটি প্রতিষ্ঠান, উহা রাজনীতি করবে, নাকি ক্ষমতার জন্য অপেক্ষা করবে, সেটা নির্ভর করে নেতৃত্বের উপর; বেগম জিয়া রাজনীতি বুঝেন না, রাজনীতি করার দায়িত্ব এখন মির্জা খরুল ও ড: মইন খানের উপর; বাকীরা শকুন, কিছু অবশিস্ট থাকলে উহা নিয়ে থাকবে।

৫| ০২ রা মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

জাহিদ হাসান বলেছেন: কয়েকটা দিন ওয়েট করেন। এরশাদ কাকু সংসদের উত্তর-পূর্ব কোনা থেকে বিরাট জোট এর দলবল নিয়া রাজনীতি মাঠে নামতেছে। খালি খেলা দেখবেন, খেলা্।
নির্বাচন করবো, করবো না। নির্বাচন করবো, করবো না। নির্বাচন করবো, করবো না। নির্বাচন করবো, করবো না। নির্বাচন করবো, করবো না। নির্বাচন করবো, করবো না। নির্বাচন করবো, করবো না। নির্বাচন করবো, করবো না। নির্বাচন করবো, করবো না। নির্বাচন করবো, করবো না। নির্বাচন করবো, করবো না। নির্বাচন করবো, করবো না। নির্বাচন করবো, করবো না। নির্বাচন করবো, করবো না। নির্বাচন করবো, করবো না। নির্বাচন করবো, করবো না। =p~ =p~ =p~

০২ রা মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

চাঁদগাজী বলেছেন:


এরশাদকে বিশেষ দুত বানানো, রওশন এরশাদকে বিরোধীদলের নেত্রী বানানো মানে জাতির সাথে বিশ্বাসঘাতকতা করা, নুর হোসেনের মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করা।

৬| ০২ রা মে, ২০১৭ রাত ৮:২১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তত্ত্বাবধায়ক সরকার বা শেখ হাসিনার আন্ডারে নির্বাচন না দিলে মির্জা ফখরুলের জায়গায় কলাগাছ থাকলেও বি এন পি জিতবে। বিডি পাবলিক কাজ দেখে না, মার্কা দেখে। তবে শেখ হাসিনা জীবিতাবস্থায় নয়...

০৩ রা মে, ২০১৭ রাত ২:০১

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা বিএনপি'র কলাগাছে পানি ঢালবে না, উনার নিজের মান্দার গাছ আছে।

৭| ০২ রা মে, ২০১৭ রাত ৮:৩৪

রাজীব নুর বলেছেন: আমি একদিন মীর্জা ফকরুলের বাসায় গিয়েছিলাম। আমাকে পায়েশ খেতে দিয়েছিল।

০৩ রা মে, ২০১৭ রাত ২:০২

চাঁদগাজী বলেছেন:


খাবার পর, পেট ভালো ছিলো তো?

৮| ০২ রা মে, ২০১৭ রাত ১১:২৮

ধ্রুবক আলো বলেছেন: বিএনপি কিংবা শেখ হাসিনা মানুষকে স্বপ্ন দেখান না, তারা তাদের নিজস্ব স্বপ্ন পুরণ করেছেন মাত্র।
এটা খুব ভালো বলছেন এরা আমাদের স্বপ্ন ধ্বংস করছে।

মির্জা ফখরুল সাহেবের কথা আর বলতে চাইনা।

০৩ রা মে, ২০১৭ রাত ২:০৪

চাঁদগাজী বলেছেন:


স্বপ্নের ধ্বংস শুরু হয়েছে তাজুদ্দিন সাহেবের আমলের থেকে; জিয়া নিয়ে গেছে সিআইএর'র ফ্যাক্টরীতে।

৯| ০৩ রা মে, ২০১৭ রাত ১:০৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বিশ্লেষনের চমৎকার দক্ষতা। একেবারে বাস্তবটা তুলে এনেছেন।

০৩ রা মে, ২০১৭ রাত ২:০০

চাঁদগাজী বলেছেন:


জিয়া গাছ লাগায়ে গেছেন, উনি ফল খাবেন; আসলে, শেখ হাসিনাই জিয়ার বড় শিষ্য, গোলেমালে ক্যাপিটেলিজম

১০| ০৩ রা মে, ২০১৭ রাত ১:২২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: তাইতো যদি হয় তবে যারা আছেন তারাই থাকবেন চীরদিন?

০৩ রা মে, ২০১৭ রাত ১:৫৭

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ দেশ থেকে পার্টিকে উপরে রাখে, বিএনপি সম্পদ দখলকে উপরে রাখে; বিএনপি আওয়ামী লীগের বিকল্প নন; আওয়ামী লীগের বিকল্প হলো দেশ-প্রেমিক লোকজন, যাদের কোন পার্টি নেই।

১১| ০৩ রা মে, ২০১৭ রাত ১:৫৬

নাইম রাজ বলেছেন: ভালই বিশ্লেষন দিয়েছেন ভালো লাগল।

০৩ রা মে, ২০১৭ রাত ১:৫৭

চাঁদগাজী বলেছেন:


ভালো যদি লেগে থাকে, ইহার উপর ভাবেন।

১২| ০৩ রা মে, ২০১৭ ভোর ৪:১০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বিএনপি যেভাবে দেশ চালায়েছিল, শেখ হাসিনা তার থেকে হাজার গুণে ভালো চালাচ্ছেন; সমস্যা হচ্ছে, বাংলাদেশ এভাবে চলার জন্য স্বাধীনতা চায়নি, এর থেকে হাজারগুণ ভালো থাকার জন্য স্বাধীনতা চাওয়া হয়েছিল।


স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে?

০৩ রা মে, ২০১৭ ভোর ৪:৩২

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, সাধারণ মানুষের স্বপ্ন পুরণ হবে সহজে।
স্বপ্ন পুরণ করতে পারেন অসাধারণ মানুষ; আওয়ামী লীগে ঐ ধরণের কেহ ছিঅ না।

১৩| ০৩ রা মে, ২০১৭ ভোর ৫:০৫

ডঃ এম এ আলী বলেছেন: বিশ্লেষন ভাল হয়েছে ।

০৩ রা মে, ২০১৭ ভোর ৫:১০

চাঁদগাজী বলেছেন:


আমার মনে হয়, মির্জা একজন অথর্ব রাজনী্তিবিদ

১৪| ০৩ রা মে, ২০১৭ ভোর ৫:১৯

ডঃ এম এ আলী বলেছেন:
বি এন পি কে যারা চালায় তারা আছে পর্দার অন্তরালে
ফকরুল সাহেবরা কোন ফেকটর না । সিদ্ধান্ত গ্রহন
ও বাস্তবায়নে তার ক্ষমতা আগাগোড়াই ছিল জিরো!!

০৩ রা মে, ২০১৭ ভোর ৫:৪৫

চাঁদগাজী বলেছেন:


উনি জিরো থেকে হিরো হতে পারবেন বলে মনে হচ্ছে না; কিন্তু লম্বা সময় পেয়েছিলেন, মানুষের ভাগ্যন্নোয়নে রাজনৈতিক আইডিয়া নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারতেন।

১৫| ০৩ রা মে, ২০১৭ ভোর ৫:৩৬

ডঃ এম এ আলী বলেছেন: সেটাতো তার চেপি ( চেয়ার পারসন ) ও সিভি (সিনিয়র ভাইস চেয়ানম্যান) হতে দিচ্ছেনা !!!
নাহলে কি তা্কে ৪ বছর ভার করে রাখত !!!

০৩ রা মে, ২০১৭ ভোর ৫:৪৭

চাঁদগাজী বলেছেন:



যেই দল উনাকে ৪ বছর ঝুলায়ে রেখেছিল বাদুরের মতো, সেখানে থাকা কি উচিত ছিল?

১৬| ০৩ রা মে, ২০১৭ ভোর ৫:৫১

ডঃ এম এ আলী বলেছেন: কোথায় আর যাবে বলুন , এই ভার কে বইতে চাইবে !!!

০৩ রা মে, ২০১৭ সকাল ৭:৪৪

চাঁদগাজী বলেছেন:


তাও ঠিক!

১৭| ০৩ রা মে, ২০১৭ সকাল ৯:১৩

আততায়ী আলতাইয়ার বলেছেন: জিয়া আর যাই করুক দুধ কলার উচ্ছিষ্ট দিয়ে পাবলিক পলিটিক্স করা কিছু আওয়ামী বাম রাজাকার রাজনীতিবিদ কে দলে ভিড়িয়েছিলেন যা রাজনৈতিক দল হিসাবে বিএনপিকে পাবলিকের মাঝে নিয়ে গিয়েছিলো আইডলজিকাল বেজ না থাকার সত্তেও জনপ্রিয় দলে পরিনত করেছিলো। কিন্তু খালেদা জিয়া সচিব জেনারেল ব্যাবসায়ী দিয়ে দল ভরিয়ে রেখেছে

০৩ রা মে, ২০১৭ সকাল ৯:২৬

চাঁদগাজী বলেছেন:


জিয়া কি সিআইএ'এর ফাঁদে পা দিয়ে, আটকে গিয়েছিল, নাকি আইয়ুবের সুপুত্র হিসেবে এসব শিখেছিল, কখনো জানা গেলো না। তবে, লাখ লাখ মানুষের রক্তের ১ পয়সা মুল্যও রলো না।

১৮| ০৩ রা মে, ২০১৭ সকাল ৯:৩৪

মূর্ক্ষের পিতা হস্তী মূর্ক্ষ বলেছেন: Ecosystem

০৩ রা মে, ২০১৭ বিকাল ৪:১১

চাঁদগাজী বলেছেন:


ইকো-সিসটেম নিজেই রিসাইকেল করবে।

১৯| ০৩ রা মে, ২০১৭ বিকাল ৩:৪৩

অর্ধ চন্দ্র বলেছেন: সহি কথন!

০৩ রা মে, ২০১৭ বিকাল ৪:১২

চাঁদগাজী বলেছেন:



মনে হচ্ছে, উনি রাজনীতি বুঝেন না।

২০| ০৩ রা মে, ২০১৭ বিকাল ৪:৫৪

কলিমুদ্দি দফাদার বলেছেন: জনগন খুব আশানিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছে। গত আট বছরে লোকদেখানো কিছু উন্নতি ছাড়া তার দল সেই অতীতের পথে হেটেছে। আর বাংলার মানুষ একমুখ বেশীদিন দেখতে পছন্দ করে না। হয়তো ক্ষমতাশীনরা শেখ সাহেবের নাম বেচে আর বেশিদিন খেতে পারবেন না। দেশে দল আছে দুইটা। তাই আপাতত বি এন পি কোন বিকল্প নাই।

০৩ রা মে, ২০১৭ বিকাল ৫:১০

চাঁদগাজী বলেছেন:


১৯৭৫ সালের হত্যাকান্ড বাংলাদেশের গতি বদলায়ে দিয়েছে; এতে প্রমাণিত হয়েছে যে, আওয়ামী লীগ আসলে শক্তিশালী দল নন; কিন্তু বিএনপি গঠন করার সময় খেয়াল করা হয়েছিল, যারা বাংলাদেশের সাধারণ মানুষের স্বপ্নের বিপক্ষে ছিল, তাদেরকে বিএনপি'র উপরের স্তরে স্হান দেয়া হয়েছিল; তারা এই দেশের মানুষকে ভুল পথে নিয়ে গেছে।

দু:খের বিষয় যে, শেখ হাসিনা নিজেই জেনারেল জিয়ার পথ অনুসরণ করে চলছেন; আসলে ভালো বিএনপি'ই ক্ষমতায় আছে এখন।

২১| ০৩ রা মে, ২০১৭ বিকাল ৫:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: এখন যারা রাজনীতিতে আছেন সবাই বুইড়া
নতুনদের এগিয়ে আসা উচিত

০৩ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

চাঁদগাজী বলেছেন:



নতুনদের জন্য সুযোগ অপেক্ষা করছে।

২২| ০৩ রা মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,




"বেগম জিয়া স্বাধীনতার ঘোষণা পড়েননি, আবদুর রহমান বিশ্বাস মুক্তিযু্দ্ধ করেননি, ডা: বদরুদ্দোজা বাংলাদেশ চাননি, নিজামীরা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে; তারপরও তারা ক্ষমতায় ছিল জিয়ার নামে..."
এসবই হয়েছে জিয়ার কারনে । আমরা ছাগল জনগণ বগল বাজিয়েছি তাতে ।
আর এখন বিএনপির যে ভরাডুবি , তাও জিয়ার কারনে । জিয়াই তো দম্ভ ভরে বলেছিলেন , " আমি রাজনীতিকে কঠিন করে দিয়ে যাবো । " নিয়তির নিষ্ঠুর পরিহাস ! রাজনীতি এখন বিএনপির জন্যে কঠিন হয়ে গেছে ।

৬নং মন্তব্যের প্রতিউত্তরে এটা বেশ ভালো বলেছেন ---" শেখ হাসিনা বিএনপি'র কলাগাছে পানি ঢালবে না, উনার নিজের মান্দার গাছ আছে।"

০৬ ই মে, ২০১৭ বিকাল ৩:২৩

চাঁদগাজী বলেছেন:



এসাব লোককে দেখতে শুনতে মনে হয় বুদ্ধিমান; কিন্তু এদের কমনসেন্স খুবই কম, নিজে কি করছে, সেটাও বুঝে না

২৩| ০৬ ই মে, ২০১৭ সকাল ৯:২৬

জাহিদ অনিক বলেছেন: মির্জা ফখরুল সহ আরও অনেকেরই সময় হয়েছে পলিটিক্স ছেড়ে পোয়েট্রিতে মন দেয়ার

০৬ ই মে, ২০১৭ বিকাল ৩:২১

চাঁদগাজী বলেছেন:


ব্লগে এসে নিজকে তুলে ধরুক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.