নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ক্যাপিটেলিজমের দুষ্টবুদ্ধি সাধারণ মানুষকে পরাজিত করলো

০৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫



কংগ্রেসে ২১৩ ভোটের বিপরিতে, ২১৭ ভোট পেয়ে ট্রাম্পের লোকজন ওবামা-কেয়ার বদলানোর সুযোগ পেলো, বিল সিনেটে যাবে; সিনেটে বিলটা পাশ করলে, প্রাথমিকভাবে সময়ের সাথে, প্রায় ৪ কোটী সাধারণ আমেরিকান বিশালভাবে ক্ষতিগ্রস্ত হবেন, যেখানে শেখ হাসিনা আমেরিকা গিয়ে ডাক্তার দেখাবেন, জন্মসুত্রে একজন আমেরিকান সেই সুযোগ থেকে বন্চিত হবেন। নিউইয়র্কের বাংগালীদের শতকরা ৫০/৬০ ভাগও ক্ষতিগ্রস্ত হবে।

আজ থেকে ৭ বছর আগে, আমেরিকার ইতিহাসে সবচেয় বড় মানবিক স্বাস্হ্য বিল পাশ করা হয়েছিল আমেরিকান কংগ্রেসে, ওবামা কেয়ার; ওবামা বিলটি আনার আগে, ৪২ মিলিয়ন লোকের হেলথ ইন্সুরেন্স ছিলো না; আজকেও হয়তো ১১ মিলিয়ন লোকের ইন্স্যুরেন্স নেই। এই আইন হেরে যাবার পর, কয়েক বছরের মাঝে কমপক্ষে ৪৪ মিলিয়নের ইন্স্যুরেন্স থাকবে না, হয়তো। বিশ্বাস করা যায়, বিশ্বের সবচেয়ে ধনী দেশের ৪ কোটী ৪০ লাখ মানুষ ডাক্তারের কাছে যেতে পারবে না, অনেক ডাক্তারের অফিস তাদের না করে দেবে?

ওবামা-কেয়ার সবাইকে ইন্স্যুরেন্স দেয়ার জন্য হাসপাতাল, ডাক্তার, ফার্মেসী, ফার্মাসিউটিক্যাল কোম্পানী ও প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্সের অসম্ভব ওভার-বিল কমানোর ব্যবস্হা করেছিল; আজ এসব ক্যাপিটেলিস্টের দুস্ট-বুদ্ধির কারণে, রাজনীতিবিদরা ও ট্রাম্প ওবামার আইনকে পরাজিত করছে!

ওবামা-কেয়ারের বড় দিক ছিলো, একটা লোক বড় ধরণের রোগ নিয়েও হেলথ ইন্স্যুরেন্স পেতো, এখন সেই পথ বন্ধ হয়ে যাবে; ক্যান্সার, ক্রোনিক-হার্ট প্রব্লেম, ওপেন হার্টের রোগীরা হেলথ ইন্স্যুরেন্স পেতে চাইলে পাবে না; বিশ্বের সবচেয়ে ধনীদেশে একজন মানুষকে বিনা চিকিৎসায় মারা যেতে হবে।

২১৭ জন কংগ্রেসম্যান, যেগুলো বিএনপি বা আওয়ামী লীগের কলাগাছ নন, তারা কিভাবে এই ধরনের বিলে ভোট দিচ্ছেন? আসলে, বিএনপি ও আওয়ামী লীগের কলাগাছদের থেকে হাজার গুণে দক্ষ এসব আমেরকান কংগ্রেসম্যানদের সাথে বিএনপি ও আওয়ামী লীগের কলাগাছদের সাথে একটা বিষয়ে মিল, দেশে চালাবে ধনীরা; কাজ করবে, খাটবে দরিদ্ররা; তাদের জীবন সাধারণ, মৃত্যুও হবে প্রাকৃতিকভাবে।

মন্তব্য ৬৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পড়তে শুরু করেছি।

০৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

চাঁদগাজী বলেছেন:


আজকের বাংলাদেশে আমেরিকার ক্ষুদ্র ও দরিদ্র সংস্করণ

২| ০৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কংগ্রেসে ২১৩ ভোটের বিপরিতে, ২১৭ ভোট পেয়ে ট্রাম্পের লোকজন ওবামা-কেয়ার বদলানোর সুযোগ পেলো, বিল সিনেটে যাবে; সিনেটে বিলটা পাশ করলে, প্রাথমিকভাবে সময়ের সাথে, প্রায় ৪ কোটী সাধারণ আমেরিকান বিশালভাবে ক্ষতিগ্রস্ত হবেন, যেখানে শেখ হাসিনা আমেরিকা গিয়ে ডাক্তার দেখায়ে পারবেন, একজন জন্মগতভাবে আমেরিকান সেই সুযোগ থেকে বন্চিত হবেন। নিউইয়র্কের বাংগালীদের শতকরা ৫০/৬০ ভাগও ক্ষতিগ্রস্ত হবে।

এতটুকু আপনিই বলেছেন, আর কেউ বলতেও পারবেনা তবে প্রতিবাদ করতে পারবে। এই হলাম আমরা।

আপনার মঙ্গল কামনা করি। তিক্ত সত্য বলা মুখের কথা নয়।

০৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

চাঁদগাজী বলেছেন:


আমেরিকার ধনী ও মধ্য-আয়ের লোকেরাও দরিদ্রদের প্রতি বিমুখ হচ্ছে যাচ্ছে ক্রমেই; ধনীদের ভোটেই কংগ্রেসের লোকেরা নির্বচিত হচ্ছে; দরিদ্রা রাজনীতি থেকে দুরে সরে গেছে; অনেকটা বাংলাদেশের মতো

৩| ০৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

ডঃ এম এ আলী বলেছেন: ২১৭ জন কংগ্রেসম্যান, যেগুলো বিএনপি বা আওয়ামী লীগের কলাগাছ নন, তারা কিভাবে এই ধরনের বিলে ভোট দিচ্ছেন? আসলে, বিএনপি ও আওয়ামী লীগের কলাগাছদের থেকে হাজার গুণে দক্ষ এসব আমেরকান কংগ্রেসম্যানদের সাথে বিএনপি ও আওয়ামী লীগের কলাগাছদের সাথে একটা বিষয়ে মিল, দেশে চালাবে ধনীরা; কাজ করবে, খাটবে দরিদ্ররা; তাদের জীবন সাধারণ, মৃত্যুও হবে প্রাকৃতিকভাবে। খাটি কথা বলেছেন !!!

০৫ ই মে, ২০১৭ রাত ৮:২৪

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশস হ সকল দরিদ্র ক্যাপিটেলিস্টদের জন্য ভয়ানক মডেল সৃস্টি করছে ট্রাম্প ও আমেৈকান ধনীরা; আমেরিকানরা জেনেনিক্যালী ও সম্পদের দিক থেকে শক্ত, মরতে মরতে বেঁচে যাবে; বাংগালীরা বাঁচতে বাঁচতে মরবে।

৪| ০৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কয়েক মাস আগে আমি একটা ভিডিও দেখে সত্যি বিস্মিত হয়েছিলাম। তাদের তুলনায় দেশের মানুষ অনেক ধনী। দুনিয়ায় কী হচ্ছে কিচ্ছু বুঝা যাচ্ছে না।

দোয়া করা ছাড়া আর কিচ্ছু করার নেই। আমি ধেয়ান চিন্তা করে দেখেছি।

০৫ ই মে, ২০১৭ রাত ৮:২২

চাঁদগাজী বলেছেন:


মানুষকে বিদ্যা ও বুদ্ধি দ্বারা ঐক্যবদ্ধ সমাজ গড়তে হয়; সেটাই একমাত্র শান্তির পথ।

৫| ০৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় ধনীদের স্বার্থ সব সময় প্রাধান্য পায়।

০৫ ই মে, ২০১৭ রাত ৮:১৪

চাঁদগাজী বলেছেন:



আমেরিকা যেখানে ইচ্ছা সেখানে যাক, কিন্তু আমেরিকার এই আচরণগুলো বাংলাদেশসহ সব দরিদ্র দেশের জন্য মডেল হয়ে যাচ্ছে।

৬| ০৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পোষ্টের সাথে একশ ভাগ সহমত। অথচ আপনার এ সকল গুন পদ্মপুকুরে তলিয়ে যায়। ব্যপারটা ভাবা যায়?

০৫ ই মে, ২০১৭ রাত ৮:২০

চাঁদগাজী বলেছেন:


ব্লগিং আমার জন্য সব সময় কস্টকর ছিলো; অনেক ব্লগই আমাকে চায়নি; সামুতে ৭ ব্যান; বাংলা ব্লগের সব বড় বড় পথিকৃত, "আরিফ জেবোতিক", অমি রহমান পিয়াল", "গোলাম রসুল", "বেলের কাঁটা", "চোর", "মামুনুর রশিদ", "দিকহারা নাবিক" থেকে শুরু করে, অনেকের একমাত্র কাজ ছিলো আমার ব্লগিং বন্ধ করানো।

৭| ০৫ ই মে, ২০১৭ রাত ৮:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সকলে দেশে এখন স্কুল আছে। আছে মোবাইল। লোভ বেশি।

০৫ ই মে, ২০১৭ রাত ৮:২৫

চাঁদগাজী বলেছেন:


সাদা আমেরিকানরা মোবাইল ব্যবহার করতে জানে, মোবাইলের অপ-ব্যবহার করছে বাকীরা।

৮| ০৫ ই মে, ২০১৭ রাত ৮:২৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমেরিকার এক অংশে এখনও লোকজন পেট ভরে খেতে পারে না।

০৫ ই মে, ২০১৭ রাত ৯:২০

চাঁদগাজী বলেছেন:


এদের সংখ্যা ৫ কোটীর কাছাকাছি

৯| ০৫ ই মে, ২০১৭ রাত ৮:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেদিন না বললেন ট্রাম্প হেরে গিয়েছিল এ বিষয়ে। এখন আবার জিতলো কীভাবে?

০৫ ই মে, ২০১৭ রাত ৯:৩৪

চাঁদগাজী বলেছেন:


সে কনজারভেটিভদের নিজের দলে নিয়ে এসেছে; ভেতরে ভেতরে ফার্মাসিউটিক্যাল, হাসপাতাল, ইন্সুরেন্স ও ডাক্তারেরা কাজ সেরে নিয়েছে।

১০| ০৫ ই মে, ২০১৭ রাত ৮:৫৩

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,




ঠিকই বলেছেন , " ২১৭ জন কংগ্রেসম্যান, যেগুলো বিএনপি বা আওয়ামী লীগের কলাগাছ নন, তারা কিভাবে এই ধরনের বিলে ভোট দিচ্ছেন ? ....................................দেশে চালাবে ধনীরা; কাজ করবে, খাটবে দরিদ্ররা; তাদের জীবন সাধারণ, মৃত্যুও হবে প্রাকৃতিকভাবে।"

০৫ ই মে, ২০১৭ রাত ৯:৩৫

চাঁদগাজী বলেছেন:


আমেরিকান ধনীরা প্রায় ঘোষণা দিয়েই দরিদ্রদের আলাদা করে দিচ্ছে।

১১| ০৫ ই মে, ২০১৭ রাত ৯:০৬

নাগরিক কবি বলেছেন: দেশ যদিও ধনীরা চালায়, মমে রাখবেন গরীবদের তাড়া খেয়ে তারা ঠিক'ই একদিন পালাবে।

০৫ ই মে, ২০১৭ রাত ৯:৩৭

চাঁদগাজী বলেছেন:


রাশিয়া ও চীন আমেরিকার পথ ধরার পর, এখন হিসেবে বদলে যাবে দীর্ঘ সময়ের জন্য

১২| ০৫ ই মে, ২০১৭ রাত ৯:২১

কলিমুদ্দি দফাদার বলেছেন: আরে ভাই আমেরিকা এইসব হেলথ ইন্সুরেন্স থাকলে কি আর না থাকলে বা কি? কেউ ই বিনা চিকিৎসা মারা যাবে না। আমেরিকান সিটিজেন একটা ছেলে হাই স্কুল পাস করলে ব্যংক থেকে খুব সহযে লোন নিতে পাড়ে। এমন কি ব্যংক গুলো লোন দেওয়ার জন্য ফোন করে উৎসাহ দিয়ে থাকে। আমাদের দেশের মত নিজের বাড়ি, জমি জমার কাগজ বন্ধক দিতে হয় না। যদি ভাবেন বাঙালীদের মত ওরা বিনা চিকিৎসা মরবে তাহলে কি কড়ে হয়?

তবে সমস্যা একটা তাদের জীবন ডুবে থাকে এই ব্যংক লোনে। বাপ মরলে তার ছেলের পরিশোধ করা লাগে। তবে যারা আমেরিকা একবারে নিস্য তাদের জীবন যাপনের মান আমাদের দেশের মধ্যবিত্ত পরিবার থেকে ভাল। যেই সব ব্যংকার আমেরিকা চালায় জনগনকে কৃতদাস করে রাখার একটা পলিসি এইটা।

০৬ ই মে, ২০১৭ রাত ২:৩৬

চাঁদগাজী বলেছেন:



ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন আমেরিকার দরিদ্রের ক্রীতদাসে পরিণত করছে।

১৩| ০৫ ই মে, ২০১৭ রাত ৯:২৮

আলোকিত চিন্তা বলেছেন: পুঁজিবাদী গণতন্ত্র নামক আদর্শটি মনে হচ্ছে বিলুপ্তির পথে। পরবর্তী আদর্শের পুনর্জাগরন খুব কাছেই...

০৫ ই মে, ২০১৭ রাত ৯:৩১

চাঁদগাজী বলেছেন:


বলা কঠিন, চীন ও রাশিয়া সবেমাত্র পুরো ক্যাপিটেলিজমে ঢুকছে

১৪| ০৫ ই মে, ২০১৭ রাত ১০:১০

রাতুল_শাহ বলেছেন: গরীব ইতিহাসের সব সময় শোষিত নির্যাতিত।

০৫ ই মে, ২০১৭ রাত ১০:৩০

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের মানুষ এই অবস্হা বদলানোর জন্য চেস্টা করেছিলেন ১৯৭১ সালে; মানুষ শেষে কিন্তু তাজুদ্দিন সাহেব ও শেখ সাহেবের হাতেই তাদের স্বপ্নকে বাতাসে মিশে যেতে দেখেছেন; জিয়া এসে আবার পাকিস্তানের স্তরে নিয়ে গেছে।

১৫| ০৫ ই মে, ২০১৭ রাত ১১:০৫

মিঃ আতিক বলেছেন: @আজকের বাংলাদেশ আমেরিকার ক্ষুদ্র ও দরিদ্র সংস্করণ।

খুদ্র ও দারিদ্রতার চেয়েও বেশি সমস্যা মনে হয় সব কিছু আগছালো।

০৫ ই মে, ২০১৭ রাত ১১:১১

চাঁদগাজী বলেছেন:


যে প্রশাসন বাংলাদেশ চালাচ্ছে, বর্তমান বিশ্বের জন্য তারা অবিশ্বাস্যভাবে অদক্ষ ও মানবতাহীন

১৬| ০৫ ই মে, ২০১৭ রাত ১১:৪৪

নাদিম আহসান তুহিন বলেছেন: দেশে চালাবে ধনীরা; কাজ করবে, খাটবে দরিদ্ররা; তাদের জীবন সাধারণ, মৃত্যুও হবে প্রাকৃতিকভাবে।

০৬ ই মে, ২০১৭ রাত ১:৩২

চাঁদগাজী বলেছেন:


এটাই আধুনিক ক্যাপিটেলিজমের সামাজিক সুত্র।

১৭| ০৫ ই মে, ২০১৭ রাত ১১:৪৮

রাজীব নুর বলেছেন: পড়লাম।

০৬ ই মে, ২০১৭ রাত ২:৩৫

চাঁদগাজী বলেছেন:


আমি লিখছি আপনি পড়ছেন, আপনি লিখছেন আমি পড়ছি; আমরা পরস্পরকে বুঝছি, আমরা নতুন এক জেনারেশন। আমি ড: এমাজুদ্দিনের কিছু পড়লে, মনে হয়, কেন লিখেছেন গরুর রচনা!

১৮| ০৬ ই মে, ২০১৭ রাত ৩:০২

কানিজ রিনা বলেছেন: পৃথিবীর ক্ষমতাধর লাষ্টডন হয়ে ক্ষমতায়
অধিষ্ঠিত। প্রগতিশীল বিজ্ঞান প্রযুক্তি দিয়ে
ধরাকে সড়া বানাচ্ছে। পারমানু বোম এর
বড় উদাহরন। হিরশীমা দিয়েই শুরু হয়েছিল
ভয় দেখানোর প্রযুক্তি।
ক্ষমতাধররা সব সুবিধাই পাবে গরীবত গরীবই
চিকিৎ শিক্ষা বাড়ি গাড়ি রাজনীতি। রাজনীতি
বিদদের ছেলে ছেলে মেয়েরা পড়াশুনা
চিকিৎসা সবই বিদেশে যত সুযোগ সুবিধা।
আর সাধারন মানুষ দেশের জন্য যুদ্ধ করবে
জীবন দেবে।
ম্যারিও পূজার দালাষ্টডন বইটা পড়েছিলাম
বেশ কয় বছর আগে। বিশ্ব চলছে লাষ্টডন
নিয়ম মাফিক।

০৬ ই মে, ২০১৭ রাত ৩:১৫

চাঁদগাজী বলেছেন:


২য় বিশ্বযুদ্ধের পর, মানুষের মাঝে মানবতার উদয় হয়েছিল কিছুটা; আমেরিকা, রাশিয়া ও চীন মিলে পুরোটা মুছে দিচ্ছে

১৯| ০৬ ই মে, ২০১৭ ভোর ৪:১০

তাতিয়ানা পোর্ট বলেছেন: A list of pre-existing conditions lost under Trumpcare: AIDS/HIV, acid reflux, acne, ADD, addiction, Alzheimer's/dementia, anemia, aneurysm, angioplasty, anorexia, anxiety, arrhythmia, arthritis, asthma, atrial fibrillation, autism, bariatric surgery, basal cell carcinoma, bipolar disorder, blood clot, breast cancer, bulimia, bypass surgery, celiac disease, cerebral aneurysm, cerebral embolism, cerebral palsy, cerebral thrombosis, cervical cancer, colon cancer, colon polyps, congestive heart failure, COPD, Crohn's disease, cystic fibrosis, DMD, depression, diabetes, disabilities, Down syndrome, eating disorder, enlarged prostate, epilepsy, glaucoma, gout, heart disease, heart murmur, heartburn, hemophilia, hepatitis C, herpes, high cholesterol, hypertension,rape, hysterectomy, kidney disease, kidney stones, kidney transplant, leukemia, lung cancer, lupus, lymphoma, mental health issues, migraines, MS, muscular dystrophy, narcolepsy, nasal polyps, obesity, OCD, organ transplant, osteoporosis, pacemaker, panic disorder, paralysis, paraplegia, Parkinson's disease, pregnancy, restless leg syndrome, schizophrenia, seasonal affective disorder, seizures, sickle cell disease, skin cancer, sleep apnea, sleep disorders, stent, stroke, thyroid issues, tooth disease, tuberculosis, ulcers, among many others.

০৬ ই মে, ২০১৭ ভোর ৫:০৪

চাঁদগাজী বলেছেন:



pre-existing conditions নিয়ে কেহ ইন্সুরেন্স পাবে না; ট্রাম্প ও ক্যাপিটেলিজম এই ধরণের মানুষগুলোকে মৃত্যদন্ড দিলো।

০৬ ই মে, ২০১৭ ভোর ৫:০৫

চাঁদগাজী বলেছেন:


আপনি পোস্ট লিখুন, আপনার ধারণা পরিস্কার।

২০| ০৬ ই মে, ২০১৭ ভোর ৫:০৭

তাতিয়ানা পোর্ট বলেছেন: Apni Trump supporter.

০৬ ই মে, ২০১৭ ভোর ৫:২১

চাঁদগাজী বলেছেন:



পুরোপুরি সঠিক নয়; আমি হিলারী বিরোধী; হিলারী সিরিয়া ও লিবয়া ধ্বংস করেছে

২১| ০৬ ই মে, ২০১৭ ভোর ৫:৩০

তাতিয়ানা পোর্ট বলেছেন:

০৬ ই মে, ২০১৭ ভোর ৫:৫১

চাঁদগাজী বলেছেন:



উনি বর্তমান বিশ্বের জন্য ও আমেরিকার জন্য খুবই উপযুক্ত লোক।

আপনাকে কেন পরিচিত পরিচিত মনে হচ্ছে! আপনি ভালো আছেন?

২২| ০৬ ই মে, ২০১৭ ভোর ৬:৪০

তাতিয়ানা পোর্ট বলেছেন: No. You?

০৬ ই মে, ২০১৭ সকাল ৮:৩৪

চাঁদগাজী বলেছেন:



আমি মোটামুটি। আপনি পড়ছেন?

২৩| ০৬ ই মে, ২০১৭ সকাল ৭:৫২

সিনবাদ জাহাজি বলেছেন: সহমত।

একজন ক্যাসিনো ব্যাবসায়ি প্রেসিডেন্ট হয়ে যে এমনটাই করবে তা অনুমেয়ই ছিল

০৬ ই মে, ২০১৭ সকাল ৮:৩৬

চাঁদগাজী বলেছেন:



আমেরিকানদের সামনে সমস্যা ছিল, ৩০ বছরের রাজনীতিতে হিলারীর অবদান থেকে আওয়াজ ছিল বেশী।

২৪| ০৬ ই মে, ২০১৭ সকাল ১১:৩১

বিজন রয় বলেছেন: আসলে, বিএনপি ও আওয়ামী লীগের কলাগাছদের থেকে হাজার গুণে দক্ষ এসব আমেরকান কংগ্রেসম্যানদের সাথে বিএনপি ও আওয়ামী লীগের কলাগাছদের সাথে একটা বিষয়ে মিল, দেশে চালাবে ধনীরা; কাজ করবে, খাটবে দরিদ্ররা; তাদের জীবন সাধারণ, মৃত্যুও হবে প্রাকৃতিকভাবে।

গুড।

০৬ ই মে, ২০১৭ বিকাল ৩:১৩

চাঁদগাজী বলেছেন:



এটাই আজকের ক্যাপিটেলিজমের মুলমন্ত্র হয়ে গেছে।

২৫| ০৬ ই মে, ২০১৭ দুপুর ১২:৫০

ধ্রুবক আলো বলেছেন: দেশে চালাবে ধনীরা; কাজ করবে, খাটবে দরিদ্ররা; তাদের জীবন সাধারণ, মৃত্যুও হবে প্রাকৃতিকভাবে।

প্লাস একদম যতার্থ বলেছেন

০৬ ই মে, ২০১৭ বিকাল ৩:১২

চাঁদগাজী বলেছেন:


রাজতন্ত্র থেকেও সোজা সাপ্টা ফর্মুলা

২৬| ০৬ ই মে, ২০১৭ বিকাল ৩:২৯

চানাচুর বলেছেন: আংকেল কেমন আছেন?

০৬ ই মে, ২০১৭ বিকাল ৩:৩৪

চাঁদগাজী বলেছেন:



আমি ভালো; আপনার খোঁজ নেয়া হয়নি; আশাকরি, ভালো আছেন

২৭| ০৬ ই মে, ২০১৭ বিকাল ৪:৫৯

মূর্ক্ষের পিতা হস্তী মূর্ক্ষ বলেছেন: জনাব আপনার লিখা পরতে ভাল লাগে ধন্যবাদ ভাল থাকুন

০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:০০

চাঁদগাজী বলেছেন:



অনেকেই এভাবেই ভাবেন, আমি সেটাকে প্রকাশ করছি।

২৮| ০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:০১

তাজুল ইসলাম নাজিম বলেছেন: ২১৭ জন কংগ্রেসম্যান, যেগুলো বিএনপি বা আওয়ামী লীগের কলাগাছ নন, তারা কিভাবে এই ধরনের বিলে ভোট দিচ্ছেন? আসলে, বিএনপি ও আওয়ামী লীগের কলাগাছদের থেকে হাজার গুণে দক্ষ এসব আমেরকান কংগ্রেসম্যানদের সাথে বিএনপি ও আওয়ামী লীগের কলাগাছদের সাথে একটা বিষয়ে মিল, দেশে চালাবে ধনীরা; কাজ করবে, খাটবে দরিদ্ররা; তাদের জীবন সাধারণ, মৃত্যুও হবে প্রাকৃতিকভাবে।

০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

চাঁদগাজী বলেছেন:


আধুনিক ক্যাপিটেলিজমের নিয়ম কানুন

২৯| ০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বিশ্বের সবচেয়ে ধনী দেশের ৪ কোটী ৪০ লাখ মানুষ ডাক্তারের কাছে যেতে পারবে না বিষয়টা উদ্বেগ জনক!!!

০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

চাঁদগাজী বলেছেন:


আমাদের ঢাকার লোকেরা নিউইয়র্ক গিয়ে ডাক্তারের কাছে যেতে পারে, কিন্ত আমেরিকানরা পারবে না, জঘন্য

৩০| ০৬ ই মে, ২০১৭ রাত ৯:১৪

তাতিয়ানা পোর্ট বলেছেন:

০৬ ই মে, ২০১৭ রাত ৯:৩১

চাঁদগাজী বলেছেন:


সত্যে পরিণত হয়েছে কমেন্টটি

৩১| ০৮ ই মে, ২০১৭ ভোর ৬:০২

তাতিয়ানা পোর্ট বলেছেন:

০৮ ই মে, ২০১৭ ভোর ৬:৫৯

চাঁদগাজী বলেছেন:


ওবামা-কেয়ার আমেরিকান ব্যবসার মালিক, ফার্মসিউটিক্যাল, হাসপাতাল ও ডাক্তার ও ইন্সুরেন্স কোম্পানীরদের অন্যায় লাভের উপর বড় ধরণের কামড় দিয়েছিল, এখন ওরা সবাই সুযোগ পেয়েছে।

০৮ ই মে, ২০১৭ সকাল ৭:০২

চাঁদগাজী বলেছেন:


আপনি কি লেখাপড়া শেষ করেছেন? নাকি এখনো পড়ছেন?

কোথায়ও লিখেন?

৩২| ০৮ ই মে, ২০১৭ সকাল ৯:১৩

তাতিয়ানা পোর্ট বলেছেন:
I am always studying.

০৮ ই মে, ২০১৭ বিকাল ৪:৪৪

চাঁদগাজী বলেছেন:


আপনি কি এখনো স্কুলে, নাকি স্কুল শেষ করেছেন?

৩৩| ০৯ ই মে, ২০১৭ ভোর ৪:১৮

তাতিয়ানা পোর্ট বলেছেন: Graduation in a couple of days.

০৯ ই মে, ২০১৭ ভোর ৪:৪১

চাঁদগাজী বলেছেন:



Wish you the best! What is next?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.