নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ভুমধ্য-সাগরে বাংগালীর লাশ, রামপালে ভারতীয় বিনিয়োগ

০৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩০



এ বছর, লিবিয়া থেকে নৌকায় করে ৩০০০ বাংগালী ইতালী পৌঁছেছেন; জাতিগত হিসেবে বাংগালীরা অন্য জাতির চেয়ে অনেক বেশী সংখ্যক পৌঁচেছেন। ভুমধ্যসাগর পার হতে গিয়ে ১১০০ জন ডুবে মরেছেন এই বছর; আনুপাতিক হারে বেশী কে মরেছে? যারা পৌঁচেছে, তারা জেল ইত্যাদিতে থাকার পরও, একদিন বাংলাদেশে ইউরো পাঠাবেন, একদিন দেশ-প্রেমিকে পরিণত হবেন। যাদের বউ বিধবা হয়েছেন, যারা ছেলেকে হারায়েছেন, তারা ভাগ্যকে দোষ দিয়ে আরো দরিদ্র হয়ে যাবেন; কারণ, কমপক্ষে ১৫০০০ ডলার ক্যাশ ক্ষতি হয়েছে।

এই সংবাদটা মিডিয়াতে আসার পর, আপনারা প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, বিরোধীদলের নেত্রী, বিএনপি প্রধান, ঢাকা ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর থেকে কোন রিএ্যাকশন দেখেছেন? দেখেননি। এর অর্থ হচ্ছে, এই লোকগুলো এদেশের কেহ নন। আসলে, আপনি, আমি কেহই এ দেশের সরকার, প্রশাসন ও শিক্ষিতদের কাছে কেহ নই।

মৃতদের মাঝে ৩০০ থেকে ৫০০ বাংগালী আছেন; আরো ২০০০ হাজার লিবিয়া ও তার আশে পাশে অপেক্ষা করছেন সাগরে নামার জন্য; এই মানুষগুলো ৯০ থেকে ১০০ মিলিয়ন ডলার খরচ করে দেশ ছেড়েছেন।

এই ঘটনা চলে আসছে গত ২০ বছর ধরে; এটা যে জাতির জন্য বিশাল সমস্যা, সেটি শেখ হাসিনা বা বেগম জিয়া ও তাদের সরকারগুলো বুঝতে পারেনি; বরং, উল্টো, তারা এই মানুষগুলোর জীবনমরণ নিয়ে লাভবান হয়েছেন; সব আদম ব্যাপারী সরকারের লোকদের চাঁদা দেয়; এবং পার্টির প্রচুর লোকজন আদম ব্যবসায় জড়িত।

আপনি ও আমি হয়তো এই মহুর্তে এই লোকগুলো ও তাদের পরিবারের জন্য কিছু করতে পারবো না; তবে, এটা সঠিক যে, এই ধরণের আত্মাহুতি একটি জাতির বেঁচে থাকার সংগ্রামের অংশ হওয়া উচিত নয়, সেটা বুঝতে কস্ট হওয়ার কথা নয়; সেটা যদি বুঝতে পারেন, কমপক্ষে একটা সঠিক ভাবনার অধিকারী হতে পারবেন।

মন্তব্য ৫২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এই সংবাদটা মিডিয়াতে আসার পর, আপনারা প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট, বিরোধীদলের নেত্রী, বিএনপি প্রধান, ঢাকা ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর থেকে কোন রিএ্যাকশন দেখেছেন? দেখেননি। এর অর্থ হচ্ছে, এই লোকগুলো এদেশের কেহ নন। আসলে, আপনি, আমি কেহই এ দেশের সরকার ও শিক্ষিতদের কাছে কেহ নই।

শুধু দীর্ঘশ্বাস।

০৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

চাঁদগাজী বলেছেন:

আমাদেরকেই সমাধান খুঁজতে হবে

২| ০৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি অন্তত চোখে আঙুলি দিয়ে দেখাচ্ছেন। সম্মান করি আপনাকে।

০৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

চাঁদগাজী বলেছেন:


আমরা ব্লগারেরা যা যেভাবে বুঝি, সেটা শেয়ার করার চেস্টা করছি

৩| ০৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

শাহিন-৯৯ বলেছেন: আমি কিছু বলতে চাই কিন্তু পুলিশের ডান্ডার ভয়ে বলি না।

ভাল লাগল।

০৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

চাঁদগাজী বলেছেন:


এখানে ব্লগে বলেন।

৪| ০৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

টমাটু খান বলেছেন: আপনি ও আমি হয়তো এই মহুর্তে এই লোকগুলো ও তাদের পরিবারের জন্য কিছু করতে পারবো না; তবে, এটা যে, একটি জাতির বেঁচে থাকার সংগ্রামের অংশ হওয়া উচিত নয়, সেটা বুঝতে কস্ট হওয়ার কথা নয়; সেটা যদি বুঝতে পারেন, কমপক্ষে একটা সঠিক ভাবনার অধিকারী হতে পারবেন। এসব আপনি যেমন করে বুঝে থাকেন আমাদেরকেও ঠিক তেমন ভাবে বুঝা উচিৎ।

০৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

চাঁদগাজী বলেছেন:


আমি এসব ব্যাপারগুলো বুঝার চেস্টা করছি; এগুলো বুঝতে শিক্ষিতদের কস্ট হওয়ার কথা নয়।

৫| ০৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: কি আর বলবো। চরম সত্য এমন একটি পোষ্টের জন্য আপনাকে ধন্যবাদ আর কৃতজ্ঞতা না জানিয়ে পারলাম না। আসলে দেখার কেহ নেই , ক্ষমতাশীলদের অধিকাংশ ধান্দা নিয়ে ব্যাস্ত। কবে যে আমরা মানুষ হবো?

০৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

চাঁদগাজী বলেছেন:


মনে হচ্ছে, দেশ বৃটিশ কলোনীয়েল যুগের মত চলছে।

৬| ০৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শেখ হাসিনা ও খালেদা জিয়া তো ক্ষমতার রাজনীতি করেন! দেশ সেবার নয়...

০৭ ই মে, ২০১৭ রাত ৮:০৩

চাঁদগাজী বলেছেন:


শেখের থেকে হাজার গুণ নীচে ছিলেন জিয়া; জিয়া থেকে লাখ গুনে অধম ছিল এরশাদ; শেখ থেকে হাজর গুণ নীচে শেখ হাসিনা; বেগম জিয়াকে কোথায়ও স্হান দেয়া সম্ভব নয়; এই হলো বাংলাদেশ সরকারগুলোর গুণাগুণের পরিমাপ

৭| ০৭ ই মে, ২০১৭ রাত ৮:০১

ওমেরা বলেছেন: এই ব্লগে আপনাকেই একমাত্র পেলাম যে দেশ ও দেশের মানুষকে নিয়ে ভাবেন । ধন্যবাদ ভাইয়া

০৭ ই মে, ২০১৭ রাত ৮:০৪

চাঁদগাজী বলেছেন:


ভাবেন হয়তো সবাই; তবে, অন্য কিছু নিয়ে ব্যস্ত আছেন।

৮| ০৭ ই মে, ২০১৭ রাত ৮:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার এক বন্ধুর স্ত্রী মানসিক রোগী। তার শশুর বাড়ি থেকে ইঙ্গিত আছে মেরে ফেললেও তারা কিছু বলবে না। আমাদের সরকারগুলোর কাছেও এসব লোকের কোন দাম নেই। কারণ, নিজ দেশে চাকুরি দিতে পারে না সমুদ্রে গিয়ে যা পারুক করুক তারা , মরলে মরুক...

০৭ ই মে, ২০১৭ রাত ৮:৪৫

চাঁদগাজী বলেছেন:


শুধু মাত্র পার্টির লোকজন, মিলিটারী, পুলিশ ও প্রশাসনকে নিয়ে দেশ

৯| ০৭ ই মে, ২০১৭ রাত ৯:০১

নাদিম আহসান তুহিন বলেছেন:
এই ঘটনা চলে আসছে গত ২০ বছর ধরে; এটা যে জাতির জন্য বিশাল সমস্যা, সেটি শেখ হাসিনা বা বেগম জিয়া ও তাদের সরকারগুলো বুঝতে পারেনি; বরং, উল্টো, তারা এই মানুষগুলোর জীবনমরণ নিয়ে লাভবান হয়েছেন; সব আদম ব্যাপারী সরকারের লোকদের চাঁদা দেয়; এবং পার্টির প্রচুর লোকজন আদম ব্যবসায় জড়িত।

শেখ হাসিনা বা খালেদা জিয়া সরকার গুলো ঠিকই বুঝতে পারে কিন্তু তেনারাও এইদিকে নজর দেন না।

০৭ ই মে, ২০১৭ রাত ৯:৩৫

চাঁদগাজী বলেছেন:


বুঝলেও আপনার লেভেলে বুঝেছেন; আপনি না পড়ে পরীক্ষা দিচ্ছেন, উনাদের একই অবস্হা ছিল, পড়ালেখার আশেপাশে ছিলো না

১০| ০৭ ই মে, ২০১৭ রাত ৯:৪১

খালিদ১২২ বলেছেন: সরকার উদাসীন , সরকা‌রের ক্ষমতা থাক‌লেই হল।

০৭ ই মে, ২০১৭ রাত ৯:৪৬

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী-বিএনপিদের দেশ চালানো একটা ট্রিলিয়ন ডলারের ব্যবসা

১১| ০৭ ই মে, ২০১৭ রাত ৯:৫৩

মিঃ আতিক বলেছেন: কোন রকম পুঁজি বিনিয়োগ না করে টাকা কামানোর রাস্তা হল আদম ব্যবসা। এই লোভ ছাড়া ক্ষমতাসীন দের জন্য কঠিন। কিছু সুযোগ সন্ধানী দালাল তো আছেই;

একটা অসমর্থিত সুত্রে জানলাম এযাবৎ যারা বাংলাদেশ থেকে তুর্কি ও লিবিয়ার উদ্দেশ্যে যাচ্ছে এদের অধিকাংশের বাড়ী সিলেট বিয়ানি বাজার। চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে কোন ভিসা ছাড়াই যাচ্ছে লিবিয়া।

০৭ ই মে, ২০১৭ রাত ১১:২১

চাঁদগাজী বলেছেন:



এতে সরকারের লোকেরা জড়িত; এ ধরণের ফ্লাইট যাচ্ছে

১২| ০৭ ই মে, ২০১৭ রাত ১০:৫৫

বালাম সিটিকে বলেছেন:
জীবনের জন্যে সুখ - নাকি সুখের জন্যে জীবন -
এত শুনার পরও কেন আমরা জীবনকে তুচ্ছ করে প্রবাসে পাড়ি জমাতে চাই ?
দেশের মাটিতে ঘাম ঝরালে অনেক কিছুই করা যায়

সুন্দর পোষ্ট এর জন্যে অনেক ধন্যবাদ

০৭ ই মে, ২০১৭ রাত ১১:২৩

চাঁদগাজী বলেছেন:


যারা বিদেশে যাচ্ছে, তাদের জন্য দেশে কেহ নেই

১৩| ০৭ ই মে, ২০১৭ রাত ১১:০২

ruhul imran বলেছেন: হায়! হায়!! এত্তগুলা ভোটার মইরা গেলো......!!!! আরো ভোটার মরবো...!!??!!?? তাও হাসিনা-খালেদার টনক নড়ে না?
আর কবে?-কতজন মরলে নড়বো?

উল্লেখ্য- যে কোন ধরনের ব্লগে এটাই আমার প্রথম মন্তব্য। বলতে পারেন এই মন্তব্যের মাধ্যমে আমি ব্লগে সক্রিয় হলাম।(মুচকি হাসির ইমোটিকন হবে)।

০৭ ই মে, ২০১৭ রাত ১১:১৭

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা ও বেগম জিয়ার ভাবনার লেভেল এতটুকু উপরে হওয়ার কথা নয়; আপনার কি অবস্হা?

১৪| ০৭ ই মে, ২০১৭ রাত ১১:২৭

ruhul imran বলেছেন: আমি অবস্য দেশের হালহকিকত সম্পর্কে কিছুই জানি না। তাই বুঝে শুনে মন্তব্য করি।
নতুন তো এখানে

০৭ ই মে, ২০১৭ রাত ১১:৩২

চাঁদগাজী বলেছেন:


দেশকে বুঝার দায়িত্ব শিক্ষিতদের, এই যুগে অশিক্ষিতরা কিছু বুঝতে পারনবে না, বিশ্ব ভয়ানক কমপ্লেক্স।

লিখুন, আপনার সময় হয়েছে লিখার।

১৫| ০৭ ই মে, ২০১৭ রাত ১১:৫৮

রাজীব নুর বলেছেন: গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লিখেছেন।

০৮ ই মে, ২০১৭ রাত ১২:১৩

চাঁদগাজী বলেছেন:


আপনার ও আমার কাছে অবশ্যই গুরুত্বপুর্ণ, জাতি আমাদের

১৬| ০৮ ই মে, ২০১৭ রাত ১২:৩৬

আবির ভাইরাস বলেছেন: লেখতে হয় লেখেছেন, পড়লাম কিছু বলার নাই।;)

০৮ ই মে, ২০১৭ রাত ১:২৮

চাঁদগাজী বলেছেন:



লিখতে হয় বলে লিখি নাই, দরকার আছে তাই লিখেছি।

১৭| ০৮ ই মে, ২০১৭ রাত ১২:৪১

আবু মুছা আল আজাদ বলেছেন: "লোকগুলো এদেশের কেহ নন" সহমত।

০৮ ই মে, ২০১৭ রাত ১:২৮

চাঁদগাজী বলেছেন:


সরকার জাতিকে কলোনিয়েল সিস্টেমে চালাচ্ছে

১৮| ০৮ ই মে, ২০১৭ রাত ১:১৮

ডঃ এম এ আলী বলেছেন:



ভুমধ্য সাগরের নৌকা ডুবির বিষয়টি গভীর ভাবনার বিষয় ।
সরকার চাইলে ভুমধ্য সাগর অভিমুখে মৃত্যু পথযাত্রীদের অভিযাত্রা বন্ধ করতে পারে চোখের পলকে ।
ভুমধ্য সাগর অভিমুখীরা দেশ হতে বের হয় বৈধ পথে , তখন তাদের গন্তব্য ও যাওয়ার কারণটি
এয়ারপোর্টের পাশপোর্ট চেকিং এর সময় ধরা পড়ত কেন তারা কোথায় যাচ্ছে ।কিছু দেশীয়
আদম বেপারী ও সংস্লিষ্টদের যোগ সাজসে এরা অতি সহজেই এয়ারপোর্টের প্রয়োজনীয়
চেকিং পাড় হয়ে যায় । এর দায় সরকারের উচ্চ পর্যায়ের লোকজন এড়াতে পারেনা ।
তাই সরকার একটুখানি সচেতন হলেই সহজেই এদেরকে ঠেকাতে পারতো ।
আর যারা মিডল ইস্ট হতে ভুমধ্য সাগর অভিমুখে পাড়ি দিচ্ছে দলেদলে
তাদেরকে আটকানোর বিষয়ে সরকারের করনীয় বিষয়ে আমার কিছু
জানা নাই, তাই যারা সেখানকার বিষয়টি ভাল জানেন তারা কিছু
উপযুক্ত দিক নির্দেশনা দিতে পারেন বাংলাদেশ সরকারকে।


০৮ ই মে, ২০১৭ রাত ১:২৬

চাঁদগাজী বলেছেন:


এটা অর্থনৈতিক ক্রাইসিসের জন্য ঘটছে, সরকার চাইলে আটকাতে পারবে না; তবে সমাধান বের করা সম্ভব।

এখন সরকার চাইছে, তরুণ লোকজন এভাবে টাকা ঢেলে পালিয়ে যাক।

১৯| ০৮ ই মে, ২০১৭ রাত ১:২৯

ধ্রুবক আলো বলেছেন: কথা উত্তম বলেছেন। +++

আসলে, আপনি, আমি কেহই এ দেশের সরকার, প্রশাসন ও শিক্ষিতদের কাছে কেহ নই।
আর কোনোদিন কিছু হতেও পারবো না!! এরা শুধু বুঝে নিজেরটা এদের সন্তান পরিবার বর্গ সবাই থাকে দেশের বাইরে, এরা কিভাবে দেশের মানুষের কষ্ট বুঝবে!? আমরা তো সত্যি তাদের কিছু না, কারণ তারাই তো নিজের এই দেশের নয়!

০৮ ই মে, ২০১৭ রাত ১:৩০

চাঁদগাজী বলেছেন:


প্রশাসনের সবাই বিদেশে একটা পা রাখার জায়গা করে রাখছে।

২০| ০৮ ই মে, ২০১৭ সকাল ৮:১২

পুলক ঢালী বলেছেন: চাঁদগাজী ভাই বুঝতে গেলে উপলব্ধি দরকার, উপলব্ধি আসার জন্য জ্ঞান দরকার, জ্ঞান অর্জনের জন্য শিক্ষা দরকার, আমরা জিপিএ তে আটকে আছি।

০৮ ই মে, ২০১৭ সকাল ১০:২১

চাঁদগাজী বলেছেন:


নতুন জেনারেশনকে সরকার নিজেদের মতো করে গর্দভে পরিণত করছে ।

২১| ০৮ ই মে, ২০১৭ সকাল ৯:২০

আততায়ী আলতাইয়ার বলেছেন: পার্টির প্রচুর লোকজন আদম ব্যবসায় জড়িত

০৮ ই মে, ২০১৭ সকাল ১০:২৪

চাঁদগাজী বলেছেন:


পুরো সেক্রেটারিয়েটও আদম ব্যবসার সাথে জড়িত

২২| ০৮ ই মে, ২০১৭ সকাল ৯:৫২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পোষ্টটি যথাযথ হয়েছে।

০৮ ই মে, ২০১৭ সকাল ১০:২৩

চাঁদগাজী বলেছেন:


আমরা আমাদের প্রেসিডেন্ট ইত্যাদিকে লালন পালন করছি

২৩| ০৮ ই মে, ২০১৭ দুপুর ১২:১৬

নীলপরি বলেছেন: বেদনাদায়ক ও গুরুত্বপূর্ণ বিষয় ।

০৮ ই মে, ২০১৭ বিকাল ৪:৪৮

চাঁদগাজী বলেছেন:


মানুষ ও রাস্ট্রের মাঝে কোন বাঁধন থাকছে না, মানুষ নিজের চেস্টা নিজে করছে।

২৪| ০৮ ই মে, ২০১৭ দুপুর ১২:২০

কানিজ ফাতেমা বলেছেন: ক্ষতিগুলো পারিবারিক আর ব্যবসাটা ক্ষমতাশীলদের .........

কিন্তু এতটা ঝুঁকি নিয়ে কেন লোকজন বিদেশে পাড়ি জমায়, সেখানে যতটা শ্রম দিতে হয় সেটা দেশে দিলে হয়তো অতটা ভাল থাকা যাবে না কিন্তু মোটামুটি তো থাকা যায় । আমাদের দেশে কিছু পরিবারের টেনডেন্সি থাকে বিদেশে পাঠানো । এরা দেশে পড়াশুনা করবে না, কোন কাজ কর্ম করবে না । শুধু একটা বয়সের অপেক্ষা করে । একটু পরিণত হলেই চলে যায় বিদেশে । যারা পড়াশুনা বা চাকরি নিয়ে যায় তাদের ঝুঁকি না থাকলেও মূল ঝুঁকি থাকে শ্রমিক শ্রেণীর । যদিও পুরো বিষয়টা শোনা, সেখানে আমাদের দেশের শ্রমিকেরা কঠোর পরিশ্রম করে এবং যে কাজে বেশী ঝুঁকি বা খুবই নিম্নশ্রেণীর তারা মূলত থার্ড কান্ট্রির নাগরিক । কেন তবে অন্য ঘরে মৃত্যুমুখী এমনতর দাসত্ব ?

০৮ ই মে, ২০১৭ বিকাল ৪:৫৪

চাঁদগাজী বলেছেন:


রাস্ট্র ও সরকার মানুষকে কোন বিষয়ে নিশ্চয়তা দিচ্ছে না।

আবার সাধারণ মানুষের সামনে পার্টির লোকেরা কাজ না করে আয় করছে, এতে মানুষ দেশ অসহায় বোধ করছে।
মানুষ দেশে অবহেলিত হচ্ছে; বিদেশের জাঁকজমক মিডিয়ায় দেখে, বিদেশের প্রতি ঝুঁকে পড়ে। যারা বিদেশে আছে, তাদের কস্টের কথা দেশের মানুষ জানে না।

২৫| ০৮ ই মে, ২০১৭ বিকাল ৩:০৪

ঠ্যঠা মফিজ বলেছেন: সবাই যার যার ধান্দা নিয়ে ব্যাস্ত আছেন ভাই।

০৮ ই মে, ২০১৭ বিকাল ৪:৪৬

চাঁদগাজী বলেছেন:


কিভাবে এদের এক কেন্দ্রের দিকে আকর্ষণ করা যাবে।

২৬| ০৯ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

বৈধ পথে বিদেশে যাওয়ার ব্যবস্থা থাকলে এমন হতো না। এরকম অবৈধ পথের পথিকদের জন্যে বিদেশের শ্রম বাজারে আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে।

আর্‌ শুধু দেশের সরকারকে দোষ দিয়ে কি লাভ! সরকার তো দেশের মানুষই তৈরী করে। যে দেশের বেশির ভাগ মানুষ যে রকম, সে দেশের সরকারও সে রকমেরই হওয়ার কথা।

১০ ই মে, ২০১৭ ভোর ৪:০৭

চাঁদগাজী বলেছেন:


চাকুরী, বেকারত্বের কথা বললে বলতে হয়, সরকার এসব নিয়ে মাথা ঘামাচ্ছে না মোটেই; দেশের ভেতরে প্রতিটি সরকারী চাকুরী বিক্রয় করা হয়েছে নাগরিকার নিকট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.