নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বেগম জিয়ার দেশ শাসনের ভাবনা, "ভিশন ২০৩০"

১০ ই মে, ২০১৭ রাত ১১:৪৭



২০৩০ সালে, বাংলাদেশের অবস্হা কি হবে: লোক সংখ্যা কত হবে, মাথাপিছু আয় কত হবে, শিক্ষার হার (নাম লিখা অবধি) কত হবে, শিক্ষিত বেকারের হার কত হবে, কত পরিমাণ মেয়ে আরবে কাজ করতে যাবে, জাতির ঋণ কত বিলিয়ন ডলার হবে, বাংলাদেশের বাজেট কত হবে, ঢাকার রাস্তায় গাড়ীর সংখ্যা কত হবে, ঢাকা শহর কতদুর বিস্তৃত হবে? আপনি যদি উত্তর না জেনে থাকেন, বেগম জিয়ার জানার কথা? আপনি যদি এগুলোর সবগুলোর উত্তর জেনে থাকেন, তারপরও বেগম জিয়ার জানার কথা নয়; তা'হলে কিসের ভিশন, কিসের ফিশন?

একটা বিষয় পরিস্কার যে, ২০৩০ সালে বেগম জিয়ার বয়স হবে ৮৫ বছর; তিনি যদি ততদিন বিএনপি'র সভাপতি থাকেন, সভাপতি হিসেবে উনার ৪৭ বছর পুরণ হবে।

উনি ৩৪ বছর বিএনপি'র সভাপতি হিসেবে আছেন; এক গণতান্ত্রিক দেশের ২য় বৃহত্তম দলের সভাপতি হিসেবে আপনি উনাকে ৩৪ বছর চেয়েছিলেন, বা এখনো চান? যদি না চেয়ে থাকেন, তা'হলে উনার "২০৩০ ভিশন" দিয়ে আপনি কি করবেন? মনে হয়, আব্রাহাম লিংকন কিংবা কিং ডেভিডও এতদিন ক্ষমতায় থাকার জন্য চেস্টা করতেন না।

২০১৯ সালে শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবে, বেগম জিয়া বসে বসে ভিশন দেখবেন। বিএনপি'র ভিশন ছিল, "জেনারেল জিয়া"; সেই পথ বন্ধ করে দিয়েছে শেখ হাসিনা।

শেখ হাসিনার ভিশন এত ছোট নয়, উনি দিয়েছেন "ভিশন ২০৪১"; একটু দুরে হলেও দেখা যায়, মাত্র ২৩ বছর পর; ভয়ের কিছু নেই, এগুলো "আলোক বর্ষ" নয়; যেসব নাগরিকের এখন বয়স ৬২(সবচেয়ে কনিস্ঠ মুক্তিযোদ্ধা) তাঁদের অনেকেই বেহেশতে বসে "ভিশন ২০৪১" পালন করার সুযোগ পাবেন; ওখানে হয়তো শহীদ মিনার থাকবে না, কিন্তু বাংলাদেশ দিবস পালনের ব্যবস্হা নিশ্চয়ই থাকবে।

যাক, উনাদের ভিশন আছে, মিশন আছে, ফিশন আছে; আপনার কি আছে বলেন! এখন থেকে ১৩ বছর পর, বাংলাদেশের জন্য কঠিন সময় আসছে, সেটা জন্য তৈরি হোন; যারা আগের থেকে ব্যবস্হা নেবেন, তারা টিকবেন, বাকীদের একাংশ মানসিক রোগীতে পরিণত হবে, যদি দেশ এভাবে আরো ১৩ বছর চলে।

মন্তব্য ৪৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৭ রাত ১২:২২

ইএম সেলিম আহমেদ বলেছেন: এটা কি আপনি নিজে পড়া জন্য লিখেছেন???

১১ ই মে, ২০১৭ সকাল ১১:৩২

চাঁদগাজী বলেছেন:



হ্যাঁ, নিজে পড়ার জন্য; সাথে আপনার মতো ডোডোর জন্যও।

২| ১১ ই মে, ২০১৭ রাত ১২:২৩

ইএম সেলিম আহমেদ বলেছেন: এটা কি আপনি নিজে পড়ার জন্য লিখেছেন???

৩| ১১ ই মে, ২০১৭ রাত ১:০৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আসলে ভিশন, মিশন, গোল... এসব উন্নত বিশ্বের মানুষদের জন্যে। আমাদের দেশের জনগণের কতজন এগুলো বুঝে!

১১ ই মে, ২০১৭ সকাল ১১:৪৭

চাঁদগাজী বলেছেন:




জনগণের মাঝে আমি বুঝি

৪| ১১ ই মে, ২০১৭ রাত ১:৩২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:


২০১৯ সালে শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবে, বেগম জিয়া বসে বসে ভিশন দেখবেন। বিএনপি'র ভিশন ছিল, "জেনারেল জিয়া"; সেই পথ বন্ধ করে দিয়েছে শেখ হাসিনা।"- বলো বলেছেন। অবিশ্বাস করার কিছুই নাই।

তিনি ভীষণে বলেছেন, বাংলাদেশকে ডিজিটাল করবো!!! অথচ ভুলেছেন সে, তার সরকার ফাইবার অপটিক নেটওয়ার্কে যুক্ত হওয়া থেকে বাংলাদেশকে বঞ্চিত করেছিল!!! এতদিনে সুবুদ্ধি হইছে!!!

১১ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

চাঁদগাজী বলেছেন:


উনি ডোডো ছিলেন, জেনারেলরা উনার থেকে প্রাইম মিনিস্টার বানায়েছিল।

৫| ১১ ই মে, ২০১৭ রাত ২:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনি একটা কাঁচা কাজ করলেন। পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুতি (যদিও জিতবেন না) না নিয়ে ২০৩০ - এর কথা বলেছেন। জনগণ খুবই বিরক্ত এসবে। এখন কী মেনিফেস্টো পড়ার সময়? উনার এখনই দায়িত্ব ছাড়া উচিত...

১১ ই মে, ২০১৭ সকাল ১১:৪২

চাঁদগাজী বলেছেন:


আমি যদি ড: মইন খান হতেম, উনাকে মুক্তি দিতাম

৬| ১১ ই মে, ২০১৭ সকাল ৭:৫৭

ঠ্যঠা মফিজ বলেছেন: বলার কিছু নাই।

১১ ই মে, ২০১৭ সকাল ১১:৫৬

চাঁদগাজী বলেছেন:


উনি আমার দেখা মতো একজন অপদার্থ

৭| ১১ ই মে, ২০১৭ সকাল ১০:২১

ডঃ এম এ আলী বলেছেন: উনার তিন টারামের রাজত্ব কালে দেশের গড় প্রবৃদ্ধিহার শতকরা ৫ থেকে ৬ এর মধ্যে উঠানামা করেছে । এখন বর্তমানের মাথাপিছু আয় ১৪০০ ডলার হতে ২০৩০ সনে ৫০০০ ডলারে উন্নীত করতে হলে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির হার শত করা ১০ হতে হবে !!! বিষয়টি যে বাংলাদেশের প্রেক্ষিতে একেবারেই অসম্ভব একটি বিষয় যা আকাশ কুসুম কল্পনার সমতুল্য তাকি তার দলের ডক্টর মুয়ীন বা এমাজ উদ্ধিনরা একটু ভেবে দেখে নাই যারা তাকে এই ভিশনটা লিখে দিয়েছেন । তাছাড়া তিনি বলেছেন ক্ষমতায় গেলে সবকিছু বাতিল করে দিয়ে তিনি যেখানে রেখে গিয়েছিলেন সেখান থেকে শুরু করবেন । তার মানে ৩৫০০ মেগাওয়াট বিদ্যুত আর বিশাল খাদ্য ঘাটতি সাথে আর আর কিছু বিষয় নিয়ে তাকে শুরু করতে হবে । সেরকম ক্ষেত্রে ভিশন টাত ভীষন ভাবে মার খেয়ে যেতেও পারে । আরো আছে তিনি ক্ষমতায় গেলে আর আওয়ামী লীগ বিরোধী দলে গেলে উনার মত গুলশান কার্যালয়ে বসে থাকবেনা, হরতাল মরতাল দিয়ে উনার ৫০০০ ডলারের মাথা পিছু আয়ের ভিশনকে মাথাপিছু ৫০০ ডলার দেখা তখন বিচিত্র কিছু হবেনা !!! আওয়ামীরা ক্ষমতায় থাকার চেয়ে বিরোধী দলে থাকলেই রাজপথে বেশী চাঙ্গা থাকে , এ ব্যপারে তারা উস্তাদ !!! তিনি তার ভিশনে বলেছেন দেশে দিবেন পুর্ণ গনতন্ত্র , প্রতিপক্ষ রাজনৈতিক দলের জন্য থাকবেনা কোন জুলুম নির্যাতন । তাই রাজনৈতিক নির্যাতন মুক্ত পরিবেশে তিনি আওয়ামী ঠেকাবেন কি ভাবে , এই ভিশন তখন ভীষন হয়ে যাবেনাত !!!!

১১ ই মে, ২০১৭ সকাল ১১:৫০

চাঁদগাজী বলেছেন:


উনার নাম হওয়ার দরকার ছিলো ডোডো পাখী।

৮| ১১ ই মে, ২০১৭ সকাল ১০:৩১

নাইম রাজ বলেছেন: বেগম জিয়ার দেশ শাসনের ভাবনা, "ভিশন ২০৩০" B:-)

১১ ই মে, ২০১৭ সকাল ১১:৫৩

চাঁদগাজী বলেছেন:


উনার ভিশনকে বলতে হবে, "ভিশন ডোডো"

৯| ১১ ই মে, ২০১৭ দুপুর ১২:০৩

ধ্রুবক আলো বলেছেন: আরে ভাই আমাদের আর কি করার মানে জনগণের আর কি করার আছে ওদের ভিশন/ফিশন দেখা ছাড়া। কেউ কি কিছু করতে পারছে ইহ জনমে এই দেশে ?!
২০৪১ সালের ভিশন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৩০ সালের ভিশন খালেদা জিয়ার আর দেশের ধনী, শিল্পপতিদের ভিশন আরও টাকা কমানো! মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত মানুষের ভিশন কিভাবে সংসার টিকিয়ে রাখবে।
১৭ বছর পর কি হবে খুব বড় কোনো ব্যক্তিকে মাথায় এই চিন্তা 2 মিনিট এর জন্য কাজ করেনা, বিশেষ করে যারা বিত্তশালী মানুষ।

রাজনৈতিক দল গুলো জানে শুধু নির্বাচনে কিভাবে পাশ করবে, কখন ক্ষমতায় যাবে এই!!

সোজা কথা এনাদের ভিশন মানে আমাদের শনির দশা!!

১১ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২২

চাঁদগাজী বলেছেন:


উনাদের ভিশনের ফলে সৌদীতে মেয়ে পাঠানো হয়েছে।

১০| ১১ ই মে, ২০১৭ দুপুর ১:৪৮

জেন রসি বলেছেন: হাহাহা.....জনগণ এনাদের মিশন, ফিশন, এবং ভিশনের জন্য আত্মত্যাগ করে যেতে থাকবে! আত্মত্যাগে মিলায় ভিশন, তর্কে বহু আলোকবর্ষ দূর! ;)

১১ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

চাঁদগাজী বলেছেন:


ইডিয়টদের দু:সবপ্ন থাকে ভিশন থেকে না; ড: এমাজুদ্দিনরা শব্দ জোড়া দেয়ার কলকারখানা খুলেছে

১১| ১১ ই মে, ২০১৭ বিকাল ৩:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রতিউত্তরে মুগ্ধতা রেখে গেলাম ভাই।

১২| ১১ ই মে, ২০১৭ বিকাল ৪:২৪

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: তাও ভাল বেগম জিয়া ভিষন নিয়ে ভাবেন না কেবল পাঠ করেন নয়ত তার রাডারেও অসংগতি গুলো ধরা পড়ত। আরেক বার গুলশান অফিস ছাড়া হতে হত এমাজউদ্দিন গংদের।

১১ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২০

চাঁদগাজী বলেছেন:


দ: এমাজুদ্দিন ফেমাজুদ্দিনরা বাংলাকে লিলিপুট বানায়েছে

১৩| ১১ ই মে, ২০১৭ বিকাল ৪:২৬

মূর্ক্ষের পিতা হস্তী মূর্ক্ষ বলেছেন: Tunisia.Sudan.library.hithi.Congo. Syria. Bangladesh

১১ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

চাঁদগাজী বলেছেন:

এক আসাদ ও হিলারীর কারণে আধুনি সিরিয়া ধুলার সাথে মিশে গেছে; বেগম জিয়া ও শেখ হাসিনার কারণে বাংগালীরা ক্রীতদাসে জাতিতে পরিণত হয়েছে।

এই ২ জনের সামনে বাংগালী মেয়েদের সৌদী পাঠায়েছে।

১৪| ১১ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

সিনবাদ জাহাজি বলেছেন: শেখ হাসিনার ভিশন এত ছোট নয়, উনি দিয়েছেন "ভিশন ২০৪১"; একটু দুরে হলেও দেখা যায়, মাত্র ২৩ বছর পর; ভয়ের কিছু নেই, এগুলো "আলোক বর্ষ" নয়; যেসব নাগরিকের এখন বয়স ৬২(সবচেয়ে কনিস্ঠ মুক্তিযোদ্ধা) তাঁদের অনেকেই বেহেশতে বসে "ভিশন ২০৪১" পালন করার সুযোগ পাবেন; ওখানে হয়তো শহীদ মিনার থাকবে না, কিন্তু বাংলাদেশ দিবস পালনের ব্যবস্হা নিশ্চয়ই থাকবে।


এরশাদ না জানি তার জোট নিয়া কত সালের ভিশন দেখায়

আম পাবলিক শুধু দেখেই যাই।
লিখাতে +

১১ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

চাঁদগাজী বলেছেন:


বাংলার মানুষেরা ১৯৭১ সালে মানুষ ছিলেন, এরপর সবাই ওঁদের ইডিয়ট বানানোর প্রকল্প চালু করেছে।

১৫| ১১ ই মে, ২০১৭ রাত ৯:৫৩

রাজীব নুর বলেছেন: আমি এত চেষ্টা করি, একবার হলেও যেন আপনার পোষ্টের সাথে আমার মতের মিল না হয়।
তারপরও আমি তর্ক করবো, লজিক দেখাবো।

কিন্তু সেই সুযোগ একেবারেই পাচ্ছি না।

১২ ই মে, ২০১৭ রাত ১২:৪৭

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে কমপক্ষে ২ জন মানুষ কাছাকাছি মতের আছি, ভালো লক্ষণ।

১৬| ১২ ই মে, ২০১৭ রাত ১২:২৩

পুলক ঢালী বলেছেন: এই 'ভিশন' ধারীদের ফিউশন ফার্নেসে ঢুকালে জাতী বোকা বনার হাত থেকে বেঁচে যেতো।

১২ ই মে, ২০১৭ রাত ১২:৫১

চাঁদগাজী বলেছেন:


এরা দক্ষতার দিক থেকে গুহা মানবের সমান, দখলের দিক থেকে মারাঠাদের মতো।

১৭| ১২ ই মে, ২০১৭ রাত ১২:৩৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমাদের কথা যদি আপনিই বলেদেন তবে আমাদের আর কি বলার থাকে?

১২ ই মে, ২০১৭ রাত ১২:৪৯

চাঁদগাজী বলেছেন:


লাখ লাখ মানুষ এগুলো নিয়ে ভাবছেন, সবারই বক্তব্য আছে।

১৮| ১২ ই মে, ২০১৭ দুপুর ১২:১০

বিলিয়ার রহমান বলেছেন: যাক, উনাদের ভিশন আছে, মিশন আছে, ফিশন আছে; আপনার কি আছে বলেন??

আমাদের ভীতু মন আছে! আমাদের দুর্বল বিশ্বাস আছে! আমাদের পালিয়ে বেড়ানোর অভ্যেস আছে! আমাদের মিথ্যা অহংকার আছে!আমাদের প্রভু ভক্তি আছে! এমন কি লোক দেখানো গনতন্ত্র আছে!!!

আমাদের অসহায়ত্ব আছে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

১২ ই মে, ২০১৭ বিকাল ৫:০৬

চাঁদগাজী বলেছেন:



বেগম জিয়ার দক্ষতা ছিল সরকারী অফিসের কেরানী হওয়ার মতো; সেটা নিয়ে প্রায় ৩৪ বছর বিএনপি ও বাংলাদেশ চালালেন।

১৯| ১২ ই মে, ২০১৭ রাত ১০:৪২

নাগরিক কবি বলেছেন: আমি মানে আমি
এই যে আমি।
বলবো কি আসলে ভাই
রাজনীতি বুঝি না তাই,
থাকি দূরে দূরে
পড়ি আমি নিরবে।

মাথা করে ভনভন
আমি নাচি ঢং ঢং B-)

১২ ই মে, ২০১৭ রাত ১১:১১

চাঁদগাজী বলেছেন:


রাজনীতি হচ্ছে, আপনার সন্মিলিত ভাবনার সমস্টি, যা সমাজ ও দেশের কল্যানে আপনি ভাববেন।

২০| ১৩ ই মে, ২০১৭ রাত ১২:১০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দেশে হয়তো আর আসাই হবে না।

১৩ ই মে, ২০১৭ রাত ১২:৪৭

চাঁদগাজী বলেছেন:


দেশ কিছুটা ভালোর দিকে গিয়েছিল, কিন্তু জাতিকে বিশৃংখল করে ফেলেছে সরকার ও প্রশাসনগুলো

২১| ১৩ ই মে, ২০১৭ রাত ১:২৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দেশের কথা ভাবলে সত্যি বোকা বনে যাই।

১৩ ই মে, ২০১৭ ভোর ৬:২৩

চাঁদগাজী বলেছেন:


বোকা তেমন সমস্যা নয়; ওরা মানুষকে ভেঁড়া বানায়ে ফেলেছে

২২| ১৩ ই মে, ২০১৭ দুপুর ১২:০০

বর্ষন হোমস বলেছেন: দলটা ভেঙে পড়েছে তো।তাই ভিশন ফিশনের নামে একটু মজবুত করার চেষ্টা করছে।এর বেশি কিছু না।আর তিনি যা বলেছেন এই ভিশন নিয়ে সেগুলো অনেক কিছুই শেখ হাসিনা ২০২১ এর মধ্যে হয়ে যাবে বলেছেন।

১৩ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:২১

চাঁদগাজী বলেছেন:


উনি দলের দরকারী যায়গা দখল করে বসে আছেন, ওটাকে মুক্ত করে দেয়াই উনার ভিশন হওয়ার দরকার ছিলো।

২৩| ১৩ ই মে, ২০১৭ বিকাল ৪:৫৩

রক বেনন বলেছেন: ভিশন তো সব 'উনাদের', আমাদের না! ভয় হয় সর্বদা যে 'উনাদের' ভিশন আমাদের জন্য 'ভীষণ' না হয়ে দাঁড়ায়!!

১৩ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

চাঁদগাজী বলেছেন:


যারা এসব ভিশন মিশনের কথা বলছেন, এরা এদেশের অদক্ষদের দলে আছেন; এদের ভিশন ৪৬ বছর জাতিকে পেছেন টানছে।

২৪| ১৩ ই মে, ২০১৭ রাত ১০:১৩

বিলুনী বলেছেন: উনার ভিশন দেখে মনে হল
রোগী মারা যাওয়ার পরে ডাক্তার এসে হাজির হলেন ।

১৪ ই মে, ২০১৭ রাত ১:২০

চাঁদগাজী বলেছেন:


উনি জীবনেও জানবেন না যে, উনার জন্য জাতিকে কত পেছনে চলে যেতে হয়েছে, কত মেয়েকে সৌদীতে কাজ করতে যেতে হয়েছে।

২৫| ১৪ ই মে, ২০১৭ সকাল ৮:১৫

ডঃ এম এ আলী বলেছেন:
বিষয়টাকি এত লম্বা গেপতো হওয়ার কথানা,
নাকি ভিশন ২০৩০ এর পরে নতুন লেখা দিবেন !!!

১৪ ই মে, ২০১৭ সকাল ৯:৪০

চাঁদগাজী বলেছেন:


উনাদের ভিশন-২১০০ 'এর জন্য অপেক্ষা করছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.