নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

"ভিশন ২০৩০" এর জন্য বেগম জিয়া ধন্যবাদ পাওয়ার যোগ্য

১৪ ই মে, ২০১৭ বিকাল ৫:৩৮



এ সপ্তাহে, বেগম জিয়ার কল্যাণে ১৭ কোটী বাংগালী নতুন করে, রাজনীতির এক মহা অধ্যায়ের সাথে পরিচিত হয়েছেন, "ভিশন ২০৩০", যা আগামী ১৩ বছর বাংগালীর জন্য স্বপ্ন হতে পারে; এতে ব্লগারদের জন্যও বিরাট ভাবনার দ্বার খুলেছে; খুব অল্প ব্লগার আগামী ১৩ বছরে নিজের জীবনে, জাতির জীবনে, মানব জাতির জীবনে কি কি ঘটতে পারে, কি কি করা সম্ভব, সেটা নিয়ে ভাবেন হয়তো; এখন ভাবার একটা সুযোগ পেয়েছেন। কয়েকজন ব্লগার এ নিয়ে পোস্ট দিয়েছেন। আরেকটা ব্যাপার, বেগম জিয়া আওয়ামী লীগারদের জন্য পুরোদস্তুর একটা ইস্যু সৃস্টি করে দিয়েছেন; ওবায়দুল কাদের, তোফায়েল সাহেব, হানিফ এ নিয়ে মোটামুটি ব্যস্ত হয়ে গেছেন; আগামী ২ বছরে আপনারা শেখ হাসিনা, জয়, ইনু থেকে শুরু করে সিরিয়ার আওয়ামী লীগের সভাপতি থেকে বক্তব্য শুনতে পাবেন।

'ভিশন' শব্দটি বর্তমান ফাইন্যান্স, অর্থনীতি, ব্যবসা, রাজনীতি, সায়েন্স, টেকনোলোজীতে বিরাট ওজন বহন করছে, ভবিষ্যত বাণী, প্ল্যান, পদক্ষেপ; বড় বড় অর্থনীতিবিদরা ও ফাইন্যান্সের লোকজন আগামী বিশ্বে মানুষের জীবনের মান ইত্যাদি নিয়ে ভবিষ্যত বাণী দিচ্ছেন; কোন জাতির কি অবস্হা হবে, সেটা নিয়ে গবেষণা করছে হাজার হাজার সংস্হা; সায়েন্সের ভবিষ্যত নিয়ে লাখ লাখ বিজ্ঞানী তাঁদের 'ভিশন' লিপিবদ্ধ করছেন; কর্পোরেশগুলোর জন্য ভিশন একটি বিশাল ব্যাপার।

বেগম জিয়া ও শেখ হাসিনার ভিশন দেখলে মনে হয়, রাজনীতিতে বাংগালীরা বিশ্বের সবচেয়ে "ভাবুক জাতি"; ২০৩০ কিংবা ২০৪১ সালের মাঝে কি ঘটবে, কি ঘটানো সম্ভব জাতির বড় ২ কন্যা জানেন; আপনি কত সাল সামনে দেখতে পাচ্ছেন?

বেগম জিয়া ও শেখ হাসিনা আসলে বাংগালী জাতির ইতিহাসে রূপকথার মতো প্রবেশ করবেন; উনারা যথাক্রমে ৩৪ ও ৩৬ বছর বাংলাদেশের ২টি বড় দলের সভাপতি, অন্য পদগুলোতে উনারা এর থেকে কম ছিলেন, বা আছেন, সেইজন্য সেইগুলো উল্লেখ করছি না।

"ভিশন ২০৩০" নিয়ে ব্লগে আমি লিখলে গড়ে ৩০০ জন ব্লগার হয়তো দেখতেন; ব্লগার "তালপাতা সেপাহী" লিখলে গড়ে ৬০০০ হাজার ব্লগার দেখতেন; কিন্তু বেগম জিয়া বলাতে ১৭ কোটী শুনতে পেয়েছেন; আগামী ২ বছরে কমপক্ষে আরো নতুন ৪৫ লাখ বাংগালী এই ভিশন সম্পর্কে জানবেন; এটা বিরাট ব্যাপার; আমি উনাকে ধন্যবাদ জানাচ্ছি!

মন্তব্য ৪৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৫:৪৩

ওমেরা বলেছেন: ভাইয়া আপনার সাথে আমার ধন্যবাদটাও যোগ করে দিয়েন । ধন্যবাদ ভাইয়া এটা আপনার জন্য ।

১৪ ই মে, ২০১৭ বিকাল ৫:৫০

চাঁদগাজী বলেছেন:


"ভিশন" নামে যে এক বিশাল প্রসেস আছে, উহা প্রশ্ন ফাঁস-করা বিসিএস'রাও জানবে না কোনদিন; আসলে, ওবায়দুল কাদের সাহেবেরও জানার কথা নয়; কিন্তু বেগম জিয়ার কারণে, উহা এখন ওবায়দুল কাদের সাহেবের ভাবনা হয়ে দাঁড়ায়েছে।

২| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৫:৪৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এই বিষয়ে আমি সত্যি অজ্ঞ :(

১৪ ই মে, ২০১৭ বিকাল ৫:৫৪

চাঁদগাজী বলেছেন:


২০৩০ সালের মাঝে আপনি কিছুটা হলেও জানতে পারবেন; বিডি-নিউজ-২৫'এ ইনু সাহেবের বক্তব্য পড়লে কিছু ধারণা পাবেন। যদি ততদিনে কিছুই বুঝতে পারেন, ২০৪১ সালের জন্য প্ল্যান করবেন, সেটা শেখ হাসিনার সময়; আশাকরি, তখন আপনার অজ্ঞতার অবসান হবে।

৩| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৫:৫১

সিফটিপিন বলেছেন: ১৭ কোটীর একজন বাদ ছিল, সেটা আমি।
আপনার পোস্টেই জানতে পারলুম।

১৪ ই মে, ২০১৭ বিকাল ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:


ইন্টারেস্টিং বাংগালী আপনি

৪| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৫:৫২

সত্যের ছায়া বলেছেন: ২০৩০ বা ২০৪১ এগুলো জাতির সাধারণের মনে থাকে না। তারা এক বেলায় খেয়ে আরেক বেলার খাওয়ার চিন্তা করে। এই ভিশন যে (হাসিনা বা খালেদা) বাস্তবায়ন করতে পারবে তাকে জাতি মনে রাখবে।

১৪ ই মে, ২০১৭ বিকাল ৫:৫৮

চাঁদগাজী বলেছেন:


ভিশন ইংরেজী শব্দ, বেগম জিয়া উহাকে বাংলায় লিখেছেন হয়তো, ইংরেজীতে লিখতে কলম ভেংগে যাবে; শেখ হাসিনার ভিশন ভালো, কানে সমস্যা হয়েছে ২০০৪ সালের গ্রেনেডের ফলে।

৫| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৫:৫৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ততদিন বাঁচলে চিন্তা করে বুঝার চেষ্টা করব।

১৪ ই মে, ২০১৭ বিকাল ৫:৫৯

চাঁদগাজী বলেছেন:


আশাকরি, উনারা ২ জন আপনাকে বাঁচিয়ে রাখবেন; আপনারা না থাকলে উনাদের ভিশনের কি হবে?

৬| ১৪ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:০০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি আসলে উনারদেরকে ভয় পাই। লেখালেখি করিতো, হাতখালি থাকে। আমাকে দিয়ে উনাদের কোনো কাজ হবে না। :D

১৪ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

চাঁদগাজী বলেছেন:


আপনি, আমি ও সবাইকে নিয়েই তো উনারা ৩৪ বছর ও ৩৬ বছর সভাপতি

৭| ১৪ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

ধ্রুবক আলো বলেছেন: শেষের কথাটার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

১৪ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

চাঁদগাজী বলেছেন:


এসব ধরণের ওজনী শব্দ ও প্রক্রিয়া বাংগালী জাতির জন্য কমন বিষয় নয়, উনি এটাকে সামনে এনেছেন; শেখ হাসিনাও এনেছেন; তবে, শেখ হাসিনা ক্ষমতায় থাকার কারণে, অনেকে উহাকে ভালোভাবে নেবেন না।

৮| ১৪ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আসলে কী হয়েছে, আমি কিন্তু দেশেই নেই!

১৪ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

চাঁদগাজী বলেছেন:


দেশে না থাকলে, দেশকে ভালোভাবে দেখা যায়।

৯| ১৪ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:১১

ধ্রুবক আলো বলেছেন: কর্পোরেশগুলোর জন্য ভিশন একটি বিশাল ব্যাপার।
- বেকারত্ব কমবে তো, তারপর, সরকারি চাকুরিতে যে স্বজন প্রীতি তা কমবে কি?!



( গতকাল রাতে একটা পোস্ট দিয়েছিলেন, ডিলিট করলেন কেন?)

১৪ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

চাঁদগাজী বলেছেন:


আমার পরিচিত কিছু মানুষ আছেন, উনারা পার্টি করেন; অনেক সময় অনুরোধ করেন কিছু পোস্ট সরায়ে ফেলতে।

১০| ১৪ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

সিফটিপিন বলেছেন: আপনি কি সিউর এ বিষয়ে ১৭ কোটী শুনতে পেয়েছে?

এখনও অনেক বাংগালী আছে যা হাসিনার ২০২১--৪১ ভিশনই জানে না।

১৪ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

চাঁদগাজী বলেছেন:



এখন টেলিভিশনহীন, টেলিফোনহীন কোন বাংগালী আছে বলে তো মনে হয় না; শিশুরাও টেলিভিশন দেখে; সুতরাং, ধরে নিচ্ছি সবাই শুনেছেন; কিন্তু সবাই বুঝার কথা নয়।

১১| ১৪ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি সত্য বলেছেন।

১৪ ই মে, ২০১৭ রাত ৯:১০

চাঁদগাজী বলেছেন:


যাঁরা দেশে আছেন, তাঁরা এত চাপে থাকেন যে, নিরপেক্ষতা হারিয়ে ফেলেন।

১২| ১৪ ই মে, ২০১৭ রাত ৮:১০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: jokes apart! বেগম জিয়া প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখার যে প্রস্তাব দিয়েছেন সেটা আসলেই দরকার আমাদের দেশের জন্য। অন্তত এই দুই কন্যার স্বাভাবিক জীবনাবসানের পর...

১৪ ই মে, ২০১৭ রাত ৯:০৮

চাঁদগাজী বলেছেন:


পার্টি যখন রাস্ট্রপতি বানায়, উনার পরবর্তী কাজ হলো, পার্টির খুনীদের মৃত্যুদন্ড রহিত করা, ও বিপক্ষেরগুলোকে সামান্য দয়াও না দেখানো।

যেদিন মানুষের ভোটে প্রেসিডেন্ট হবে, সেদিন মানুষ প্রেসিডেন্ট হবেন।

১৩| ১৪ ই মে, ২০১৭ রাত ৮:২২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পরিকল্পনা বিষয়টি আমার মাথায় ধরে না। তাই আমি কিছুই লিখতে পারিনা এই বিষয়ে!

যাক, আপনার পোষ্ট তিনদিন না পেয়ে কেমন যেন লাগছিল, ভালো লাগলো আপনার পোষ্ট পেয়ে।

১৪ ই মে, ২০১৭ রাত ৯:০৫

চাঁদগাজী বলেছেন:


সামনের দিনগুলোতে আমাকে পোস্ট কমায়ে আনতে হবে, হয়তো; কিছু পরিচিত লোকজন পার্টি করেন, তাঁরা মন খারাপ করছেন।

১৪| ১৪ ই মে, ২০১৭ রাত ১০:৩৭

রাজীব নুর বলেছেন: তাহাদের বিশন কখনও বাস্তবে রুপ পাবে না। ক্ষমতায় টিকে থাকার জন্য এবং ক্ষমতায় যাওয়ার জন্য এই ভিশন।

১৪ ই মে, ২০১৭ রাত ১০:৫৪

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়ার ভিশন একজন আর্মি অফিসারের বউয়ের সমান; উহা জাতির জন্য ক্ষতিকর হওয়ার কথা, এবং তাই ঘটেছে; সাধরণ মানুষের ক্ষতি করা হয়েছে, বাংগালী মেয়ে ঘরের চাকরাণী করা হয়েছে আরবদেশে পাঠানো হয়েছে; এগুলো হলো জঘন্যতম ভিশন।

কিন্তু ১৭ কোটী মানুষের অনেকেই এই ধরণের একটা ভারী শব্দ উনার মুখ থেকে শুনলেন, এটা বড় কথা।

উনার মুখ থেকে মানুষ শুনেছে যে, ব্লগারেরা নাস্তিক, এবার বুঝুন উনি কি ধরণের মানুষ!

১৫| ১৪ ই মে, ২০১৭ রাত ১১:৩৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: +++++++

১৫ ই মে, ২০১৭ রাত ২:৪৯

চাঁদগাজী বলেছেন:


ওকে

১৬| ১৫ ই মে, ২০১৭ রাত ২:৩০

ডঃ এম এ আলী বলেছেন:
খালেদার ভিশনে শেখ হাসিনা এত আনন্দিত কেন !!!
খালেদা জিয়া কি হাসিনার পাতা ফাদে পা দিয়েছে!!!



১৫ ই মে, ২০১৭ রাত ২:৪৯

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়াকে বিরোধীদলের নেত্রী বানাবেন, রওশন এরশাদকে অন্য জায়গায় সরাবেন।

১৭| ১৫ ই মে, ২০১৭ ভোর ৪:৩১

ডঃ এম এ আলী বলেছেন: ঠিক কথা বলেছেন । আজকে বিভিন্ন মিডিয়াতে দেখলাম অনেক আওয়ামী এমপিরা খালেদা জিয়াকে ধন্যবাদ জানাচ্ছেন, মওদুদ ফওদুদু দের বাদ দিয়ে নীজে কষ্ট শিষ্ট করে ২ ঘন্টা ধরে জাতির উদ্দেশ্যে তার ভবিষ্যত স্বপ্ন বিবরণ পাঠ করার জন্য । বিষয়টাকে সবাই বেশ পজিটিভ হিসাবে নিয়েছেন । আমরাও আশাবাদী যদিও মওদুদ দেখলাম বলেছেন ভিশনের মুল লক্ষ্য হলো ঝিমিয়ে পড়া দলীয় কর্মীদেরকে আন্দোলনে টেনে আনা। যাহোক অবশেষে তিনি স্বপ্ন দেখিলেন বিকট , সকলে বলুন হি টিং শট । স্বপ্ন মঙ্গলের কথা অমৃত সমান , গৌরনন্দ কবি ভনে শুনে পুণ্যবান !!!

১৫ ই মে, ২০১৭ ভোর ৪:৪০

চাঁদগাজী বলেছেন:


উনার ৩৪ বছরের সভানেত্রীত্ব, প্রধানমন্ত্রীত্ব, বিরোধীদলের নেত্রীত্ব ইত্যাদির সাথে উনার "ভিশনের" কোন মিল নেই; তারপরও জাতি নতুন কিছু শুনলেন তাদের নেত্রী থেকে।

১৮| ১৫ ই মে, ২০১৭ সকাল ১০:৩৩

রক বেনন বলেছেন: ভিশন ২০১৮ তে কি কি আছে?

১৫ ই মে, ২০১৭ বিকাল ৫:১৮

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়ার কোন ভিশন ফিশন নেই, হয়তো শেখ হাসিনার সাথে চেস্টা করছেন তারেককে ফিরিয়ে আনার ব্যাপারে।

১৯| ১৫ ই মে, ২০১৭ সকাল ১১:০৪

সিনবাদ জাহাজি বলেছেন: কিভাবে দেশকে এগিয়ে নেয়া যাবে এ চিন্তা যতদিন তাদের মনে না আাসবে, যতদিন না তারা ব্যক্তিস্বার্থের আগে দেশের স্বার্থ দেখবেন ততদিন ভিশন ২০৩০ বা ২০৪১ সবি গ্যাসভর্তি বেলুন

১৫ ই মে, ২০১৭ বিকাল ৫:২১

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়ার ২ ছেলে ও ফালু যে ধরণের লুটপাট চালায়েছে, কিসের ভিশন, কিসের মিশন উনার?

২০| ১৫ ই মে, ২০১৭ দুপুর ২:১৫

কল্লোল পথিক বলেছেন:
+++++

১৫ ই মে, ২০১৭ বিকাল ৫:২২

চাঁদগাজী বলেছেন:


আপনি সিরিয়াস হয়ে যাচ্ছেন? উনার আবার কিসের ভিশন?

২১| ১৫ ই মে, ২০১৭ বিকাল ৫:১৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ভিশন ৩০ কি আছে আমি জানি না? আপনি জানেন? :)

১৫ ই মে, ২০১৭ বিকাল ৫:২৪

চাঁদগাজী বলেছেন:




আমি জানি, তারেককে ফিরিয়ে আনার শেষ প্রচেস্টা; উনার আবার ভিশন, মিশন কোথা থেকে?

২২| ১৫ ই মে, ২০১৭ বিকাল ৫:৪৩

সাইলেন্স বলেছেন: ভিশন ৩ আসলে কি জিনিস ? কি কাজে লাগে একটু বলবেন। ;)

আ:ট:- কেমন আছেন ?

১৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:০০

চাঁদগাজী বলেছেন:

আশাকরি, আপনি ভালো আছেন। আমি ভালো আছি।

বেগম জিয়াকে নিয়ে বাংলাদেশ মিলিটারী ও ব্যুরোক্রেটরা যে খেলা খেলেছিলেন, উহার অবসান ঘটায়েছেন শেখ হাসিনা; উনাদের ২ জনের খেলার মুল্য দিয়েছেন ১৯৭১ সালের 'সব হারানো" জনতা।

উনাদের ২ জনের আমীর ওমরাহরা দেশ ও উহার সম্পদ দখলে নিয়েছেন, এখন মানুষ বিক্রয় করছেন আরবে ও মালয়েশিয়ায়। বিএনপি নামে মিলিটারীর ভোট মেশিন আবার একটিভ করে, বেগম জিয়া তারেককে ফেরত আনার জন্য শেখ হাসিনার দৃস্টি আকর্ষণ করছেন, সেটাই হয়তো "ভিশন-২০৩০"।

২৩| ১৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

ঢাকাবাসী বলেছেন: ক্ষমতায় যাবার জন্য একধরণের বাস্তবতা বিবর্জিত চাপাবাজী, যা এদেশের সব প্রফেশনাল রাজনীতিবিদরা করে থাকেন।

১৫ ই মে, ২০১৭ রাত ১১:২১

চাঁদগাজী বলেছেন:


আমাদের রাজনীতিবিদ আর নেই, যেগুলো আছেন এগুলো ইস্ট-ইন্ডিয়া কোম্পানীর কর্মচারীবৃন্দ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.