নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

মুসলিম-প্রধান জাতিগুলো ঐক্যবদ্ধ হতে পারবে না এখন, মনে হয়

২৩ শে মে, ২০১৭ বিকাল ৫:৩৭



সৌদীতে সেইদিন ৫০ "মুসলিম জাতিকে" সমবেত করা হয়েছিল; উপরে বলা হয়েছিল, উদ্দেশ্য হচ্ছে, " ঐক্যবদ্ধভাবে জংগী দমন"; জংগী হামলা তো শুধু মুসলিম দেশে হচ্ছে না; গতকাল হলো ইংল্যান্ডের ম্যনচেস্টারে, ২২ জন মৃত, শতশত আহত, এখনো অনেকের খবর পাওয়া যাচ্ছে না; তা'হলে ইংল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, রাশিয়া, আমরিকা, স্পেন ইত্যাদিকে আসতে বলা হয়নি কেন?

সোদীতে মুসলিম রাস্ট্রের সরকারদের ডাকার কারণ বিবিধ ছিল; তার মাঝে একটি ছিল, জংগি সমস্যা; তবে যেভাবে ৫০ জাতিকে ডাকা হয়েছে, পরোক্ষভাবে বলা হয়েছে যে, "বর্তমান জংগী সমস্যাতে এই ৫০ জাতি যুক্ত"।

ইয়েমেনে সৌদী সমর্থিত সরকারের বিপক্ষে যারা যুদ্ধ করছে, তাদেরকে সৌদী ও ইয়েমেনের সরকার "জংগী" উপাধী দিয়ে হত্যা করছে; বাশার সুন্নি মিলিশিয়া ও সাধারণ সুন্নীদের জংগী বলছে। আসলে, ইয়েমেন ও সিরিয়ায় জংগী হামলা হচ্ছে না, এগলো "মুসলিম সিভিলওয়ার"; এই দুইটি চলমান যুদ্ধ, ২য় বিশ্বযুদ্ধের স্টালিনগ্রাডের যুদ্ধের থেকে অনেক ভয়ানক।

৫০ জাতি মিলিত হওয়ার পর, সেখানে মুলত: আলাপ হয়েছে কিভাবে "হোলি আর্টিজান, ম্যানচেস্টার এরেনা, প্যারিস আক্রমণ ধরণের জংগী আক্রমণ যাতে বন্ধ করা যায়; কিন্তু সিরিয়া, ইয়েমেন, আফগানিস্তান, ইরাক যুদ্ধের অবসান করার জন্য কোন আলোচনা হয়নি; ৫০ জাতির কেহ ট্রাম্পকে প্রশ্ন করেনি কিভাবে সিরিয়া, আফগানিস্তান, ইরাকে যুদ্ধ বন্ধ করা যায়; কেহ সৌদী বাদশাহকে প্রশ্ন করেনি কিভাবে ইয়েমেনের হত্যাকান্ড বন্ধ করা যায়।

৫০ জাতিকে ডাকা হয়েছে মুসলিম জাতি হিসেবে, তাদের মাঝে ধর্মীয় মিল থাকার কারণে। ভালো, ধর্মীয় মিল যদি থাকে, তা'হলে সৌদী কেন হুতি শিয়াদের উপর বোমা ফেলছে, এবং আরো ১১০ বিলিয়ন ডলারের অস্ত্র কিনেছে; ধর্মীয় মিল থাকলে বাশারের মুলযুদ্ধ কাদের বিরুদ্ধে?

ধর্ম মানুষকে আর ঐক্যবদ্ধ রাখতে পারবে না; ইউক্রেন ও রাশিয়ানদের ধর্ম এক, ইয়েমেনী ও সৌদীদের ধর্ম এক; এরা যুদ্ধ করছে অর্থনৈতিক কারনে, ও এলাকায় আধিপত্য রক্ষার জন্য; ধর্মীয় মিলের জন্য কিছু জাতির মাঝে কিছু ব্যাপারে মিল আছে, তবে ঐক্য এখন নির্ভের করছে জাতিগুলোর অর্থনীতি ও রাজনীতির উপর। নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড এর মতো দেশগুলো উন্নত রাজনীতি ও অর্থনীতির মাধ্যমে অন্যদের সাথে ঐক্য গড়ে তুলেছে, ধর্ম মুল শক্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে না আর; যারা ধর্মকে ঐক্যের জন্য ব্যবহার করতে চাইবে, সেখানে সমস্যা বাড়বে।

ধর্ম যদি ঐক্যবদ্ধ করতে পারতো, সোদী ১১০ বিলিয়নের অস্ত্র না কিনে ডলারগুলো দরিদ্র ইয়েমেনকে দিয়ে দিতো; ইরান এটম বোমা না বানায়ে ডলারগুলো দিয়ে প্যালেস্টাইনে কলকারখানা করতো।




মন্তব্য ৭৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৭ বিকাল ৫:৪৮

মূর্ক্ষের পিতা হস্তী মূর্ক্ষ বলেছেন: U 100% right

২৩ শে মে, ২০১৭ বিকাল ৫:৫০

চাঁদগাজী বলেছেন:

ধর্ম যদি ঐক্যবদ্ধ করতে পারতো, সোদীরা ১১০ বিলিয়নের অস্ত্র না কিনে ডলারগলো ইয়েমেনকে দিতো; ইরান এটম বোমার জন্য তেলের পয়সা ব্যয় না করে প্যালেস্টাইনে কারখানা গড়ে তুলতো।

২| ২৩ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

নাদিম আহসান তুহিন বলেছেন: শেষের প্যারাটায় যেটা লিখছেন সেটা যদি হতো তবে মুসলিম দেশগুলোতে এত অশান্তি থাকতো না।

২৩ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

চাঁদগাজী বলেছেন:

ইয়েমেনে যুদ্ধ বন্ধ করার জন্য নরওয়েকে আসতে হবে, বাংলাদেশ বা মিশর যাবে না; ফিলিস্তিনে রিলিফে ময়দা দিচ্ছে রেডক্রস, ইরান দিচ্ছে রকেট।

৩| ২৩ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

কানিজ রিনা বলেছেন: এখন পুতিন ইরানের প্রেসিডেন্টর সাথে হাত
মিলাইলে সাথে থাকবে উত্তর কোরিয়া। সাথে
থাকবে আরও রাষ্ট্র। তখন ৫০ দেশের
রাস্ট্র প্রধানরা আমেরিকা থেকে অস্ত্র কিনতেই
থাকবে। এই হোল ট্যম্পু নানার চাইল।
আপনার লেখাটা খুব সত্যটা উঠে এসেছে
বলে ধন্যবাদ।

২৩ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

চাঁদগাজী বলেছেন:


আমেরিকা এই ৫০ মুসলিম দেশকে টার্গেট করেছে, এরা ইডিয়ট, এরা অস্ত্র কিনবে, এরা যুদ্ধ করবে; ট্রাম্প সবাইকে একসাথে একই রুমে দেখে ওদের বুঝার চেস্টা করেছে, এবং বিশ্বকে দেখায়েছে যে, এগলোই জংগীদের দেশের লোকজন।

৪| ২৩ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় খুব সুন্দর লিখেছেন। একেবারে আমার মনের কথা গুলো লিখেছেন। আপনার পোষ্টের কিছু অংশ নিয়ে আমি ফেসবুকে স্টাটাস দিলাম- আশা করি রাগ করবেন না। আমি জানি আপনি রাগ করবেন না। আপনি অন্য সবার মতো না।

২৩ শে মে, ২০১৭ রাত ৮:৩২

চাঁদগাজী বলেছেন:


ফেসবুকে দিয়ে থাকলে ভালো হলো, আমিও ফেইসবকে আইডি খোলার কথা ভাবছি

৫| ২৩ শে মে, ২০১৭ রাত ৮:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমরও তাই মনে হচ্ছে !!

এতে কি ধর্মগুরুদের কোন...

২৩ শে মে, ২০১৭ রাত ৮:৩৫

চাঁদগাজী বলেছেন:


এতে কিছু কিছু বিষয়ে মানুষকে নতুন করে ভাবার শুরু করতে হবে; সময়ের সাথে সভ্যতা যেদিকে যায়, সেটার সাথে তাল মিলাতে হবে।

ধর্ম ধর্মের স্হানে থাকবে, ইহার রাজনৈতিক প্রভাব হ্রাস পাচ্ছে!

৬| ২৩ শে মে, ২০১৭ রাত ৮:২৯

রুরু বলেছেন: আপনি বরাবরই যুক্তি নির্ভর কথা বলেন।
ভালো লাগলো।

২৩ শে মে, ২০১৭ রাত ৮:৩৭

চাঁদগাজী বলেছেন:


চেস্টা করছি, ধর্ম ঠিকই নিজের অবস্হানে থাকবে, শুধু ধর্মীয় রাজনীতির প্রভাব কমছে; সেটা অনুধাবন করে পদক্ষেপ নিতে হবে।

৭| ২৩ শে মে, ২০১৭ রাত ৮:৪১

সত্যপথিক শাইয়্যান বলেছেন: ইবলিসের পাঁচ ছেলে রয়েছে, যাদের মাঝে দুজনের নাম হচ্ছে- থাবড় এবং দাসিম

এই দুই জনের একজনের কাজ হচ্ছে মানুষকে ধংসের সাথে সম্পর্কিত বিষয়ে নির্দেশ দেওয়া।

আরেকজন দু'টি মানুষের সম্পর্কের মাঝে ঢুকে গিয়ে তার বারোটা বাজিয়ে দেয়।

২৩ শে মে, ২০১৭ রাত ৮:৪৯

চাঁদগাজী বলেছেন:



রূপকথার দিন চলে গেছে, এসব রূপকথা বহু আরবকে ইডিয়টে পরিণত করেছে, তারা বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে অস্ত্র কিনে দরিদ্র আরবদের হত্যা করছে।

৮| ২৩ শে মে, ২০১৭ রাত ৮:৫৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আমি কি আর শুধু আরবদের কথা বললাম! এখন তো বাঙালীদের মাঝেও এদের প্রভাব চোখে পড়ে। ব্লগে তো হরহামেশা এমন হচ্ছে আজকাল।

২৩ শে মে, ২০১৭ রাত ৮:৫৮

চাঁদগাজী বলেছেন:


আপনি প্রাগৈহাসিক মানুষ, ব্লগ ইত্যাদি আপনার জন্য সমস্যা হবেই

৯| ২৩ শে মে, ২০১৭ রাত ৯:০৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন: ব্লগ তো সমস্যা নয়, সমস্যা তার কিছু অপব্যবহারকারীকে নিয়ে। ব্লগের পূরানো ইতিহাস কলুষিত করে নতুন ইতিহাস যারা লিখতে চান, প্রাগৈহাসিক মানুষ হিসেবে তাদের প্রতি কিছু প্রতিবাদী হতেই হয়!

২৩ শে মে, ২০১৭ রাত ৯:১০

চাঁদগাজী বলেছেন:


ব্লগারেরা নতুন এক জেনারেশন, এঁরা নতুন ভাবনার মানুষ; ২/১ জন সমস্যাযুক্ত মানুষ আসেন মাঝ মাঝে, পরে তারা বুঝতে পারেন যে ব্লগ উনাদের জন্য নয়, তখন নিজেদের কক্ষপথে চলে যান ধুমকেতুর মতো

১০| ২৩ শে মে, ২০১৭ রাত ৯:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধর্ম ঐক্যবদ্ধ করতে পারে না। আবার স্থিতিশীল ঐক্যবদ্ধ মুসলিম জাতির জন্য সৌদি আরবের দরকার আছে। বিশেষ করে ইরান তো মুসলিম জাতির মধ্যে বিবেধই ঘটিয়ে দিবে যদি সৌদির পতন হয়...

২৩ শে মে, ২০১৭ রাত ৯:১৫

চাঁদগাজী বলেছেন:


মানুষ এমন যুগের মাঝে প্রবেশ করেছে যে, অর্থনীতি, রাজনীতিই ইউনিয়ন/ব্লক গড়ে তুলছে; ধর্ম ধর্মের যায়গায় থাকবে, হয়তো ধর্ম-ভিত্তিক বড় ধরণের ঐক্যের সৃস্টি হবে না আর; ইয়েমেনের ঘটনার পর, সৌদী ভয়ংকর বিপদে পড়ার সম্ভাবনা

১১| ২৩ শে মে, ২০১৭ রাত ৯:২৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আমি রাজতন্ত্রের সমর্থক নই.........একই সাথে একনায়কতন্ত্র সরিয়ে ইরাক, লিবিয়া, মিসর, আফঘানিস্তান আর পাকিস্তানের মতো তথাকথিত গণতন্ত্রের ধ্বজাধারী নতজানু সরকারপন্থারও বিরোধী।

আজ পর্যন্ত, গত ১০০ বছরে যত মুসলিম দেশ তৈরী হয়েছে, তার মাঝে একমাত্র সৌদি আরবই পশ্চিমা কোন দেশের উপর ছড়ি ঘোরাতে পারে।

আপনি হয়তো বলবেন, সেটা তাদের তেল আর টাকার কারণে। তেল আর টাকা তো মিসর আর নাইজেরিয়ারও রয়েছে। তবু তারা কেন পারলো না একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে নিজেকে গড়ে তুলতে?

তাই, আরব এলায়েন্সের বিকল্প এখনো তৈরী হয়নি। যারা এই বিপ্লবের কথা বলছে, তারা মানুষের ভালো চায় না।

২৩ শে মে, ২০১৭ রাত ৯:৩৯

চাঁদগাজী বলেছেন:


মিশর আমেরিকার ৩ বিলয়ন ক্যাশ ও রিলিফের পর বেঁচে আছে; জেনারেল সিসি'র মুখ ওয়াশিংটনে, ওখানে খায় আর পিরামিডের উপর পায়খানা করে।

সৌদী রাজ পরিবার টিকে আছে আমেরিকা, বৃটেন ও ফ্রান্সকে রয়েলটি দিয়ে, ইহাকে আপনার ভাষায় "ছড়ি ঘুরানো" হলে ছড়ি ঘুরাচ্ছে!

" আরব এলায়েন্স " কাজ করছে, ৪ মিলিয়ন সিরিয়ান গ্রীক থেকে শুরু করে ইউক্রেন, গ্রীকের রাস্তায় ভিক্ষা করছে, ইরাকের সুন্নী গ্রাম থেকে যুবকদের ধরে নিয়ে কর্দীরা মাটির নীচে পুতে ফেলছে; ইয়েমেনের সাধারণ মানুষের পর সৌদী পাইলটা বোমা ফেলছে; আপনি মনে হয় চাঁদে থাকেন?

১২| ২৩ শে মে, ২০১৭ রাত ৯:৫০

সাওরন বলেছেন: কী খবর প্রাক্তন বামপন্থী ?বাঁ হাতের কারবার এখনও চলে ?

২৩ শে মে, ২০১৭ রাত ১০:০৩

চাঁদগাজী বলেছেন:

চলছে।
আপনার খবর তো ভালো দেখছি, আমি ভাবছিলাম যে, ভাবনাহীনরা ভালো নেই; কিন্তু আপনি ঠিকই ভালো আছেন দেখছি, আরো সুখে থাকুন।

১৩| ২৩ শে মে, ২০১৭ রাত ৯:৫৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
৪ মিলিয়ন সিরিয়ান গ্রীক থেকে শুরু করে ইউক্রেন, গ্রীকের রাস্তায় ভিক্ষা করছে

যারা নিজ দেশ থেকে পালিয়ে যায়, তারা তো ভিক্ষা করবেই! সেটাই তো নিয়ম। তাদের খাওয়া-পড়ার ব্যবস্থা কি গ্রীসের মতো মধ্য আয়ের দেশ করতে পারবে? আর, নিজেদের কর্ম দোষেই তাদের যদি এমন অবস্থা হয়, সৌদি আরব কেন তাদের খাওয়া-পড়ার ব্যবস্থা করবে? তবুও তারা তা করে যাচ্ছে, জর্ডানের জ্লাতান ক্যাম্পে সাহায্য দিয়ে।

ইরাকের সুন্নী গ্রাম থেকে যুবকদের ধরে নিয়ে কর্দীরা মাটির নীচে পুতে ফেলছে

এটা ভুল তথ্য হতে পারে। ইবলিসের অনুসারীরা মুসলমানদের মাঝে বিভেদ তৈরী করার জন্যে এমন খবর ছড়াতে পারে।

ইয়েমেনের সাধারণ মানুষের পর সৌদী পাইলটা বোমা ফেলছে

এটাও ভুল তথ্য হতে পারে। সাধারণ মানুষের উপর ইচ্ছে করে কারো বোমা ফেলার কথা না।

২৩ শে মে, ২০১৭ রাত ৯:৫৮

চাঁদগাজী বলেছেন:


সবাই সবকিছু দেখে, বা কমপক্ষে শোনে; কিন্তু সমানভাবে বুঝে না।

১৪| ২৩ শে মে, ২০১৭ রাত ১০:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো আমাকে দেয়া প্রতিউত্তর। আমি সেরকমটাই চাই।

২৩ শে মে, ২০১৭ রাত ১০:১৩

চাঁদগাজী বলেছেন:


সব মানুষের ভাবনার নিজস্ব ডোমেইন আছে, এবং অনেক মানুষের ভাবনায় অনেক, বা কিছু মিল থাকার কথা

১৫| ২৩ শে মে, ২০১৭ রাত ১০:১৫

প্রবাসী দেশী বলেছেন: Saudis And The UAE Will Donate $100 Million To A Fund Inspired By Ivanka Trum।

এটাও ভুল তথ্য হতে পারে ! তবুও তারা তা করে যাচ্ছে। তাই, যারা বিপ্লবের কথা বলছে, তারা মানুষের ভালো চায় না।সবাই সবকিছু দেখে, বা কমপক্ষে শোনে; কিন্তু সমানভাবে বুঝে না।

২৩ শে মে, ২০১৭ রাত ১০:২৯

চাঁদগাজী বলেছেন:


সৌদী ও আরবের আমীরেরা আমেরিকাকে খুশী করার জন্য বিলিয়ন বিলিয়নে ডলার ঢেলে চলেছে; এগুলোর শেষ কোথায় বলা মুশকিল।

১৬| ২৩ শে মে, ২০১৭ রাত ১০:১৫

হাসান কালবৈশাখী বলেছেন:
৫০ "মুসলিম জাতিকে" ঐকবদ্ধ করার কথা ভাবেন কিভাবে?

১ দেশেও পারবেন না।
সুধু একটা দেশের ২ জন আলেম পাশাপাশি বসান।
ওরা কখনোই একমত হবেনা।
১৪ রকম ফ্যাত্না আর ৬৪ রকম বাইর করবে।

২৩ শে মে, ২০১৭ রাত ১০:৩০

চাঁদগাজী বলেছেন:



এসব কারণেই এখন থেকে ব্লক/ইউনিয়ন গড়ে উঠবে রাজনীতি ও অর্থনীতির উপর ভর করে।

১৭| ২৩ শে মে, ২০১৭ রাত ১১:২০

ধ্রুবক আলো বলেছেন: আপনার এই লেখার একটা মোরাল হলো- সুখে থাকলে ভুতে কিলায়!
আসলে অতিরিক্ত টাকা আর সুখ অনর্থের মূল, অর্থের গরম বড় গরম।
শিরোনামে যা বলেছেন তাহা সত্যই।

২৪ শে মে, ২০১৭ রাত ১:০০

চাঁদগাজী বলেছেন:


শুধু ইসলাম নয়, খৃস্টিয়ানিজমেও একই অবস্হা; বর্তমান ঐক্যগুলো রাজনৈতিক ও অর্থনীতির পর গড়ে উঠছে। বরং ইসলামের শিয়া, সুন্নী, কুর্দী ও ওয়াহাবী বিভক্তি ভয়ংকরভাবে অনৈক্যের কারণ হয়ে গেছে।

১৮| ২৩ শে মে, ২০১৭ রাত ১১:২২

ধ্রুবক আলো বলেছেন: ইরান এটম বোমা না বানায়ে ডলারগুলো দিয়ে প্যালেস্টাইনে কলকারখানা করতো।
কথা ঠিক আছে। তবে মুসলিম দেশ তাদেরও তো প্রয়োজন, না হলে আমেরিকা হামলা চালালে দেখেন না অন্য মুসলিম দেশ হামলা চালিয়ে জি অবস্থা করেছে।

আমেরিকাও তো বোমা না বানিয়ে গরিব দেশ গুলোকে ডলার দিতে পারে! তাই না?

২৪ শে মে, ২০১৭ রাত ১:০৯

চাঁদগাজী বলেছেন:


আমেরিকা বোমা টেকনোলোজিতে গিয়েছে ২য় বিশ্ব যুদ্ধের কারণে; বর্তমানে আমেরিকা এই অবস্হানে এসেছে অন্যদের অনৈক্যের কারণে; ইরাক আক্রমণ করতে পেরেছে ইরানের পরোক্ষ সমর্থনে, আফগানিস্তান আক্রমণ করেছে পাকিস্তানের প্রত্যক্ষ সমর্থনে।

১৯| ২৪ শে মে, ২০১৭ রাত ১২:১৯

এইচ তালুকদার বলেছেন: অসাধারন লিখেছেন ভাই।আসল কথা হচ্ছে স্বার্থ,স্বার্থই একেক সময় এক এক লেবাস পড়ে।

২৪ শে মে, ২০১৭ রাত ১:০৬

চাঁদগাজী বলেছেন:


৫০ জাতিকে এক যায়গায় ডাকার ফলে বরং জাতিগুলো জংগিবাদের সাথে যুক্ত বলেই প্রচার পেয়েছে; ট্রাম্পের সাথে এভাবে না বসলেই চলতো; কারণ, মুসলমানদের বড় সমস্যা হচ্ছে, সিরিয়া, ইয়েমেন, ইরাক ও আফগানিস্তানের যুদ্ধ , সেটা বন্ধের কোন পদক্ষেপের কথা আলাপ হয়নি

২০| ২৪ শে মে, ২০১৭ রাত ১২:৫৪

টুনটুনি০৪ বলেছেন: ধর্ম জাতিগুলোকে আর ঐক্যবদ্ধ করতে পারবে না এখন আমারো তাই মনে হয়।

২৪ শে মে, ২০১৭ রাত ১:০২

চাঁদগাজী বলেছেন:


রাজনীতি ও অর্থনীতিই এখন জাতিগুলোর ঐক্যের মুলে কাজ করছে; ফলে, ৫০ মুসলিম জাতি হয়তো কোনভাবেই এক হবে না।

২১| ২৪ শে মে, ২০১৭ রাত ১:১৩

সচেতনহ্যাপী বলেছেন: ক্যাথলিক/প্রটেষ্টানদের মতই।। শুধু দুঃখ ওটা নিয়ে বোঝা/লেখার লোক খুবই কম!!

২৪ শে মে, ২০১৭ রাত ১:১৯

চাঁদগাজী বলেছেন:


সমস্যা বড় আকারেই দেখা দিয়েছে, সবাই দেখছেন। ইয়েমেন সৌদীর অকারণ আক্রমণ সবাই দেখছে; পাশের দেশ হিসেবে, বিশেষ করে ইয়েমেনের সমস্যা শান্তিপুর্ণভাবে সমাধানে সৌদীর হাত থাকা দরকার ; তারা যেই ধরণের সমাধান দিচ্ছে, এতে শীঘ্রই লাখ মানুষের প্রাণ যাবে।

২২| ২৪ শে মে, ২০১৭ রাত ১:২২

সচেতনহ্যাপী বলেছেন: আর আফগানীস্তান, ইরাক,সিরিয়ায় এ পর্যন্ত কতজন মারা গেছে??!!

২৪ শে মে, ২০১৭ রাত ১:২৬

চাঁদগাজী বলেছেন:


এই ৩ দেশে মিলে মৃতের সংখ্যা হয়তো ৩০ লাখের উপরে চলে গেছে, এতে মুলত আমেরিকা সরাসরি দায়ী; ইরাকের এই অবস্হা হবে ইরান ও সৌদী জানতো; আফগানিস্তানের এই অবস্হা হবে, পাকিস্তান জানতো; সিরিয়ায় যে এই অবস্হা হবে, সেটা ইরান জানতো।

২৩| ২৪ শে মে, ২০১৭ রাত ১:২৭

সচেতনহ্যাপী বলেছেন: আর "বসন্ত বিপ্লবে"র ফলে!! যতোদোষ নন্দঘোষ।। আমি কিন্তু সৌদি পক্ষে একথা বলি নি।। বলেছি আন্তর্জাতিক রাজনীতির প্রক্ষাপটে।। বুঝেছেন নিশ্চয়ই।। (সো আলতু ফালতু উত্তর দেবেন না।। ওগুো আমার চেয়ে কেউ ভাল বুঝে না)।।

২৪ শে মে, ২০১৭ রাত ১:৩১

চাঁদগাজী বলেছেন:



আপনি যদি সঠিক ত্তর জানেন, আমার উত্তর ভুল হয়ে যাবে।

কুয়েত দখলের পর, সৌদী চেয়েছিল যে, ইরাক যেন মাটির সাথে মিশে যায়; আমেরিকা তাই করেছে; সৌদী যদি চাইতো যে, শুধু সাদ্দামকে সরাতে আমেরিকা তাও করতে পারতো। ইরানও চেয়েছিলো যে, আমেরিকা ইরাককে শেষ করে দেক।

২৪| ২৪ শে মে, ২০১৭ রাত ১:৩৫

সচেতনহ্যাপী বলেছেন: তাহলে মানবসমাজের এত বড় বিপর্যয় সৃষ্টিকারীদের নিয়েই তো বলা উচিৎ।। না কি??
আজ যদি আমি ভিন্ন দৃষ্টিতে দেখে বলি, সৌদিরা আমেরিকানদের নিজস্ব বুদ্ধি দিয়েই কিনে নিল কারন ওই মূর্খগুলি অন্ততঃ এটা জানে "কে কিসে সন্তোষ্ট!!"।

২৪ শে মে, ২০১৭ রাত ১:৪২

চাঁদগাজী বলেছেন:


সৌদী রাজ-পরিবার ব্যতি্ত বাহিরের কেহ জানবে না, আমেরিকা সৌদীকে পালন করছে, নাকি সৌদী আমেরিকাকে পালন করছে!

সৌদী রাজ পরিবার যেভাবে আরবদের সম্পদ লকায়ে ফেলছে, আরবেরা আগামীতে আবারো তাঁবুতে যাবে।

২৫| ২৪ শে মে, ২০১৭ রাত ১:৪০

সচেতনহ্যাপী বলেছেন: লেখক বলেছেন,কুয়েত দখলের পর, সৌদী চেয়েছিল যে, ইরাক যেন মাটির সাথে মিশে যায়; আমেরিকা তাই করেছে; সৌদী যদি চাইতো যে, শুধু সাদ্দামকে সরাতে আমেরিকা তাও করতে পারতো। ইরানও চেয়েছিলো যে, আমেরিকা ইরাককে শেষ করে দেক। জবাব প্রথমপক্ষ এবং দ্বিতীয় পক্ষ অবশ্যই তাড়া ছিল না।। ছিল ছাগলের তিন নম্বর বাচ্চা।।

২৪ শে মে, ২০১৭ রাত ২:০১

চাঁদগাজী বলেছেন:


মিডল--ইস্ট এক সময় ইংরেজদের সাথে ছিল; তখন অবস্হা ভালো ছিলো, তারা টেকনোলোজী দিচ্ছিল; সৌদীরা টেকনোলোজীর চেয়ে বড় কইছু চেয়েছিল, রাজ পরিবারের সিকিউরিটি, রাজতন্ত্রের সিকিউরিটি; আমেরিকা সেটা দিয়েছে।

আমেরিকার মিডল ইস্টে প্রবেশ সহজ করে দিয়েছে ইরানের ভুল নীতি।

২৬| ২৪ শে মে, ২০১৭ রাত ১:৪৬

সচেতনহ্যাপী বলেছেন: আগের মন্তব্যে তারা হবে।। স্যরি।।আজ ব্লগে বড্ড নিঃসঙ্গ বোধ করছিলাম।। ভল লাগলো লোচনা করে । সময় হয়ে এলো বিদায়ের।। ভল এবং সুস্থ থাকবেন, এই কামনায়।।

২৪ শে মে, ২০১৭ রাত ১:৫৭

চাঁদগাজী বলেছেন:


ওকে

২৭| ২৪ শে মে, ২০১৭ সকাল ৮:১১

ডঃ এম এ আলী বলেছেন:
একমাত্র ধর্মই পারে সমগ্র মানবজাতিকে ঐক্যবদ্ধ করতে , তবে সকলকে সঠিকভাবে ধর্ম পালন করতে হবে , আর যদি সঠিকভাবে ধর্ম পালন না করে বেশি বাড়াবাড়ি করে তা হলে সকলেরই ক্ষতি, সে জন্য অআল্লাহ বলেন অতীতে বহু জাতি ধ্বংস হয়ে গিয়েছে শুধু তাদের বাড়াবাড়ির কারণে , আল্লাহ সকলকে বিপদের হাত হতে রক্ষা করুন এ কামনাই করি এই ক্ষনে ।

২৪ শে মে, ২০১৭ সকাল ৯:২০

চাঁদগাজী বলেছেন:


কোন ধর্মটা সবাইকে এক করবে, ইসলাম, জুডাইজম, খৃস্টানিজম? বরং উল্টোটা ঘটছে, জেরুযালেম নিয়ে এখন নতুন করে নীরব ক্রুসেড চলছে!

কোন ধর্মীয় কারনে শিয়াদের উপর বোম্বিং হচ্ছে ইয়েমেন? ৪ মিলিয়ন সুন্নী কেন সিরিয়া ছেড়ে পালালো?

২৮| ২৪ শে মে, ২০১৭ সকাল ৮:৪৫

আবু মুছা আল আজাদ বলেছেন: "বর্তমান জংগী সমস্যাতে এই ৫০ জাতি যুক্ত" সব যদি এরাই করে তবে ইংল্যাান্ড, ফ্রান্স, বৃটেন কি জংগীর+জংগী জোটের কাছে অরক্ষিত দেশ?

২৪ শে মে, ২০১৭ সকাল ৯:১৪

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্পের সামনে ৫০ জাতিকে আনা সঠিক হয়নি; পরোক্ষভাবে বুঝা গেছে যে, জংগীবাদ এই জাতিগুলোর সমস্যা

২৯| ২৪ শে মে, ২০১৭ সকাল ৮:৫৩

সিনবাদ জাহাজি বলেছেন: যারা ধর্মকে ঐক্যের জন্য ব্যবহার করতে চাইবে, সেখানে সমস্যা বাড়বে।

ব্যাপারটা আমরা সেই ৪৭ এই টের পেয়েছিলাম।

২৪ শে মে, ২০১৭ সকাল ৯:১৬

চাঁদগাজী বলেছেন:


টের পাওয়ার পরও, সেটার সমাধান হয়নি, আজো ধর্মীয়রা শিক্ষা থেকে সবকিছুতে হস্তক্ষেপ করছে বাংলাদেশে

৩০| ২৪ শে মে, ২০১৭ সকাল ৮:৫৮

সাহাবুব আলম বলেছেন: ক্ষমতার লোভ যতদিন থাকবে ততদিন এভাবেই চলবে

২৪ শে মে, ২০১৭ সকাল ৯:১৩

চাঁদগাজী বলেছেন:


ক্ষমতার লোভের সাথে সম্পদও যোগ হয়েছে; মুসলিম দেশগুলোকে আমেরিকা ডেকেছিল ঐক্যবদ্ধ হতে, সেটা ঘটবে না।

৩১| ২৪ শে মে, ২০১৭ সকাল ৯:৪৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ধর্ম এখন না পারার যে কথা বল্লেন, সেটা ধর্ম কখনো পেরেছিল কি?

২৪ শে মে, ২০১৭ বিকাল ৪:৩৯

চাঁদগাজী বলেছেন:


রাজতণ্ত্রে কিছুটা পেরেছিল।

তাই, " ৫০ জাতিকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করতে" বলে লাভ কি? রিয়াদে ৫০ জাতিকে কেন ডাকা হলো?

৩২| ২৪ শে মে, ২০১৭ দুপুর ১২:২৪

নাগরিক কবি বলেছেন: বড়ই চিন্তার বিষয়।

২৪ শে মে, ২০১৭ বিকাল ৪:৪১

চাঁদগাজী বলেছেন:



ধর্মীয় হানাহানী বাদ দিলে, সৌদী ও ইরানের সমস্যা থাকবে না; মিডল ইস্ট বদলে যাবে; জংগীদের কেহ সাহায্য করবে না।

৩৩| ২৪ শে মে, ২০১৭ দুপুর ১২:৩২

রক বেনন বলেছেন: ধর্ম জাতিগুলোকে আর কখনোই এক করতে পারবে না কারণ ধর্ম নিজেই কয়েক ভাগে বিভক্ত হয়ে আছে মানুষের হাতে আর উপর থেকে সৃষ্টিকর্তা সব দেখে মুচকি হাসছেন। যেমনটি - আমার চার ছেলে। আর তারা নিজেদের মাঝে মারামারি কাটাকাটি করে প্রমাণ করার চেষ্টা করছে আমি তাদের প্রত্যেকের একমাত্র পিতা, অন্য তিনজনের না!!

২৪ শে মে, ২০১৭ বিকাল ৪:৪৪

চাঁদগাজী বলেছেন:


ইরান সরকারের মাথা হচ্ছে ধর্মী নেতা; ইরানী ধর্মীয় নেতা সৌদীদের মতে মোটামুটি বিধর্মীর চেয়েও নীচু স্হানে।

৩৪| ২৪ শে মে, ২০১৭ দুপুর ১২:৪৩

ধ্রুবক আলো বলেছেন: ডঃ এম এ আলী বলেছেন:
একমাত্র ধর্মই পারে সমগ্র মানবজাতিকে ঐক্যবদ্ধ করতে , তবে সকলকে সঠিকভাবে ধর্ম পালন করতে হবে , আর যদি সঠিকভাবে ধর্ম পালন না করে বেশি বাড়াবাড়ি করে তা হলে সকলেরই ক্ষতি, সে জন্য আল্লাহ বলেন অতীতে বহু জাতি ধ্বংস হয়ে গিয়েছে শুধু তাদের বাড়াবাড়ির কারণে , আল্লাহ সকলকে বিপদের হাত হতে রক্ষা করুন এ কামনাই করি এই ক্ষনে
। ভাইয়ের সাথে একমত, খুব সুন্দর কথা বলেছেন।
বর্তমানে এটাই সমস্যা হচ্ছে যে আমরা না বুঝে বাড়াবাড়ি করছি। আল্লাহ তায়ালা হেদায়াত নসিব করুক সবাইকে।

২৪ শে মে, ২০১৭ বিকাল ৪:৩৭

চাঁদগাজী বলেছেন:

সবাই বলছেন যে, মানুষ ধর্ম থেকে সরে যাওয়াতে সব দরণের সমস্যা হচ্ছে; ড: আলীও বলছেন, " তবে সকলকে সঠিকভাবে ধর্ম পালন করতে হবে , আর যদি সঠিকভাবে ধর্ম পালন না করে বেশি বাড়াবাড়ি করে তা হলে সকলেরই ক্ষতি"

-"তবে ", যোগ করলে তো হবে না; সাধারণ প্রবাহ দেখতে হবে।

৩৫| ২৪ শে মে, ২০১৭ দুপুর ১:১৫

এডওয়ার্ড মায়া বলেছেন: ধর্ম জাতিগুলোকে আর ঐক্যবদ্ধ করব ক্যাম্নে ???
যুগ যুগ ক্ষমতায় টিকে থাকার যাদের অভ্যাস হয়ে গেছে তাদের গদি হারনোর ভয় থেকেই যাচ্ছে।

২৪ শে মে, ২০১৭ বিকাল ৪:৩২

চাঁদগাজী বলেছেন:


মুসলিম দেশগুলোতে ছদ্মবেশে পরিবর্তিত রাজতন্ত্রই বিরাজ করছে।

৩৬| ২৪ শে মে, ২০১৭ বিকাল ৪:৩২

নীলপরি বলেছেন: খুব সুন্দর বিশ্লেষণ করেছেন । ভালো লাগলো ।

২৪ শে মে, ২০১৭ বিকাল ৪:৩৪

চাঁদগাজী বলেছেন:


শুধু মুসলিম দেশগুলো ধর্মীয়ভাবে পরিচিত থাকছে অন্যদের কাছে।

৩৭| ২৪ শে মে, ২০১৭ বিকাল ৫:৫৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন: কিসে যে এক করতে পারবে, সেটাও বোধগম্য হচ্ছে না, চাঁদগাজী ভাই। মাঝে ভেবেছিলাম, আর্ট বা শিল্প যদি করতে পারে। কিন্তু, সেটাও তো করতে পারছে না!

ব্লগের সীমিত পরিসরেও ধুন্ধুমার কান্ড ঘটে যাচ্ছে।

২৪ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

চাঁদগাজী বলেছেন:


অর্থনীতি ও সুস্হ রাজনীতি মানুষের মাঝে ঐক্য আনতে পারবে।

৩৮| ২৪ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

সেলিম আনোয়ার বলেছেন: ধর্মহীনতা আরো পারবে না । :)

২৪ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

চাঁদগাজী বলেছেন:


ধর্ম কোথায়ও যাচ্ছে না; ধর্মের সামর্থ আছে, উহা অসীম নয়।

৩৯| ৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:১৬

গরল বলেছেন: নবিজীর সবচেয়ে বিশ্বস্ত সাহাবীরাই তার মৃত্যুর পর এক হতে পারে নাই, এমনকি চার খলিফাও না। চার খলিফার প্রত্যেক্যেই আততায়ীর হাতে নিহত হতে হয়েছে। অতএব পুরো মুসলিম বিশ্ব এক হবে এটা ভাবাটাই আসলে আহম্মকি ছাড়া আর কিছু না।

৩১ শে মে, ২০১৭ বিকাল ৫:৪৪

চাঁদগাজী বলেছেন:


এই দেশগুলো বাসিন্দাদের মাঝে কিছুটা মিল থাকার ফলে, এদের উন্নয়নের জন্য পরস্পরের সাহায্য নেয়া যেতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.