নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

হিজাব পরিহিতা ২ তরুণীকে রক্ষার চেস্টায় প্রাণ হারালেন ২ আমেরিকান

৩০ শে মে, ২০১৭ রাত ২:১৬


উপরে তরুণীদের একজন:

নীচের ২ জন প্রাণ হারায়েছেন:

নীচের জন হত্যাকারী:



গতকাল আমেরিকার ওরিগন রাজ্যের পোর্টল্যান্ড শহরে, লাইট-ট্রেনের ২ হিজাবপরা তরুণী যাত্রীকে আরেক যাত্রী তিরস্কার করে বলে, "হিজাব পরতে হলে সৌদী চলে যাও"; তরুণীদের রক্ষার্থে এগিয়ে আসেন ইরাক যুদ্ধের এক ভেটেরান, এক নতুন গ্রাজুয়েট ও এক তরুণ কবি; দু:খের বিষয় ভেটেরাণ ও নতুন গ্রাজুয়েট তিরস্কারকারীর চুরির আঘাতে ঘটনাস্হলেই প্রাণ হারান; তরুণ কবিও ভয়ংকরভাবে আহত হয়েছেন, তবে হাসপাতালে বেঁচে আছেন। মনে হয়, আমেরিকায় হিজাবের জন্য এই প্রথম ২ জন আমেরিকায় প্রাণ হারান।

ভেটেরান রিক বেস্ট ৪ ছেলেমেয় রেখে গেছেন; নতুন গ্রাজুয়েট মনে হয়, এ বছরই ব্যাচেলর ডিগ্রি করে বের হয়েছেন; কবি মা আজ গর্ব করে বলেছেন যে, কবির মা হিসেবে তিনি গর্বিত, উনার ছেলে মানুষের পক্ষে কথা বলেন, মানুষের অধিকার নিয়ে কবিতা লিখেন, মানুষের জন্য এগিয়ে গিয়েছিলেন; শুধু ভয় করছেন যে, কবি হয়তো পংগু হয়ে যেতে পারে।

২ তরুণীর একজনকে সকাল থেকে দেখাচ্ছেন, সে কাঁদছে, ও মৃতদের পরিবারের প্রতি কৃতজ্ঞা জানায়েছেন; তবে, আজকে তার পরণে টাইট জিনস ছিল ও মাথায় ছিল বেইসবল ক্যাপ; সে বলেছে যে, এরা ত জন প্রাণের ঝুঁকি নিয়ে তাদের ২ জনকে বাঁচায়েছেন। তরুণীকে স্হানীয় আমেরিকান বলে মনে হয়নি।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৭ রাত ২:৪৬

সচেতনহ্যাপী বলেছেন: মানবিকতা আছে বলেই আমরা টিকে আছি।।

৩০ শে মে, ২০১৭ রাত ২:৫৮

চাঁদগাজী বলেছেন:


আমেরিকায় হিজাবের দরকার আছে বলে মনে হয় না; তরুণীদের একজন আজকেই তা প্রমাণ করেছে।

২| ৩০ শে মে, ২০১৭ রাত ৩:০১

সচেতনহ্যাপী বলেছেন: হয় কি না, এটা নিয়ে বিতর্কে যাবো না।। কারন হিজাব একান্তই ব্যাক্তিগত অধিকার এএবং পছন্দের ব্যাপার।।

৩০ শে মে, ২০১৭ রাত ৩:১৫

চাঁদগাজী বলেছেন:


আজকে তরুণীদের একজন টেলিভিশনে ছিল কয়েকবার; সে বেশ টাইট-ফিট জিনস ও বেইসবল ক্যাপ পরিহিত ছিল।

৩| ৩০ শে মে, ২০১৭ রাত ৩:২২

সচেতনহ্যাপী বলেছেন: খুব জানতে ইচ্ছে করছে, এমন পরিস্থিতিতে আর সবাাই কি করতো??

৩০ শে মে, ২০১৭ রাত ৩:২৫

চাঁদগাজী বলেছেন:


কোন পরিস্হিতির কথা বলছেন, যখন মেয়েদের তিরস্কার করছিলো, নাকি তরুণী যখন টেলিভিশনে কথা বলছিলেন?

৪| ৩০ শে মে, ২০১৭ রাত ৩:৩৫

সচেতনহ্যাপী বলেছেন: টোটাল।। তিরষ্কার,প্রতিবাদ, খুন এবং সাক্ষাৎকার।। এগুলো একটা মানুষকে পরিবর্তন করতে যথেষ্ট।।

৩০ শে মে, ২০১৭ রাত ৩:৪৮

চাঁদগাজী বলেছেন:


অবশ্যই, এই ঘটনা বিশাল প্রভাব ফেলছে।

৫| ৩০ শে মে, ২০১৭ ভোর ৪:১৩

শূন্যনীড় বলেছেন: চুরির আঘাতেই মারা গেল!!!

৩০ শে মে, ২০১৭ ভোর ৪:২১

চাঁদগাজী বলেছেন:


চুরির আঘাতেই, ভয়ংকর

৬| ৩০ শে মে, ২০১৭ সকাল ৭:৪৬

আবু মুছা আল আজাদ বলেছেন: নিহত দু জনের আত্বার মুক্তি কামনা করি।
তিরষ্কারকারীর মানষিকতা এরু হবার কারণ যাচাই করে তার সমাধান প্রথ্যাশা করি।

৩০ শে মে, ২০১৭ সকাল ৭:৫৮

চাঁদগাজী বলেছেন:


আমেরিকার বর্তমান অবস্হার পরিপ্রেক্ষিতে এই তরুণীগণ সঠিক সিদ্ধান্ত নেননি; অবস্হা বুঝে বয়বস্হা নেয়া সঠিক।

৭| ৩০ শে মে, ২০১৭ সকাল ১০:০৬

রাজীব নুর বলেছেন: ওস্তাদ হচ্ছে আমাকে সামু ব্লগ থেকে মুছে ফেলা হবে। এবং এর সাথে উরবি মেয়েটার কোনো যোগশাযোস থাকতে পারে। উনি যেদিন আমাকে ফেসবুকে বকাঝকা করলেন তারপর থেকেই সামু তে আমার লেখা প্রথম পাতায় যাচ্ছে না।

৩০ শে মে, ২০১৭ সকাল ১০:২৭

চাঁদগাজী বলেছেন:



আপনি অপেক্ষা করেন; আশাকরি, উনারা দেখবেন। আপনি বলুন সামুকে।

৮| ৩০ শে মে, ২০১৭ সকাল ১১:৪৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মানুষ মানুষের জন্যে।

৯| ৩০ শে মে, ২০১৭ দুপুর ১২:১৫

ঢাকাবাসী বলেছেন: তরুনী দুটির আচরণ সমর্থন করতে পারছিনা। আমেরিকার পরিবেশে জীনস শার্ট পড়েই কাজ করাই সুবিধাজনক।

১০| ৩০ শে মে, ২০১৭ দুপুর ১:০১

কলিমুদ্দি দফাদার বলেছেন: ব্যাপার টা দু:খ জনক হলে এইসব তো আমেরইকায় নতুন কিছু না। তবে দেশটিতে যে এইসব অপরাধের বিচার হয় তা অবশ্যই প্রশংসা করতে হয়।
আর এই নিউজ টা নিয়ে আমেরিকা তে কত আলোচনা করেছে জানি না, আজকে কোন মুসলিম যদি চুরিঘাতে ২ জন মানুশ মেরে ফেলতো
তাহলে এই পানি কতদূর যেত আল্লাহ ভাল জানে?

১১| ৩০ শে মে, ২০১৭ দুপুর ২:৫৯

ধ্রুবক আলো বলেছেন: ফেসবুকে দেখেছিলাম নিউজটা।

আর রাজীব ভাইয়ের লেখা প্রথম পাতায় আসেনা এর জন্য নিন্দা জ্ঞাপন করলাম। দেইখেন গাজী ভাই একদিন আপনারও একি অবস্থা হতে পারে, এইযে আমি কথাগুলা বললাম আমারোও হতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.