![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
এসএসসি পরীক্ষা শেষ, বেশ হালকা লাগছে; ভাবছি, দু'চারদিন অলসভাবেই কাটিয়ে দেবো। বাজার বার, লোকজন বাজারে চলে গেছেন, সুর্য হেলিয়ে পড়েছে, আমি কাছারীতে শুয়ে শুয়ে রূপকথার একটা বই পড়ছিলাম। হঠাৎ কাছারীর পাশ থেকে, অনেকটা মেয়েলী গলায় কে একজন অনেকটা সুর করে বলছে,
-মাসী, পিষিরা, কথা শোন, বাড়ীর লোকজনের অমংগল হবে, বাড়ীতে ভুজংগ আছে। আমি মা মনসাকে বলে ভুজংগ তাড়িয়ে দেবো।
শুনতে ভালোই লাগলো; সে আবারো একই কথা বললো। আমি কাছারী থেকে বের হয়ে এলাম; ধুতিপরা একটা কিশোর, খালি গা, মাথায় টিকি, গায়ে পৈতা; ঘাঁড় থেকে কাপড়ের ব্যাগের মতো কি একটা ঝুলছে। আমাকে দেখে বললো,
-আদাব কাকা।
-আদাব, তুমি কোন গ্রামের ছেলে?
-কাকা, আমি দাস গ্রামের ছেলে, নাম নরেন্দ্র চক্রবর্তী, বারীন্দ্র চক্রবর্তীর ছেলে।
-দাস গ্রাম? সে তো অনেক দুর!
-হ্যাঁ, রমেশ কাকার কাছে এসেছিলাম; উনি বাবার বন্ধু, বাবা পাঠায়েছিলেন, বাবার অসুখ, ঘরে কিছু নেই। রমেশ কাকা পরিবারসহ শহরে গেছেন, দেখা হয়নি।
ইতিমধ্যে, আমার মা, চাচীরা এসে যোগ দিয়েছেন। নরেন্দ্র তার মুখস্হ করা সেই বাক্যটি আবার বললো। আমি প্রশ্ন করলাম,
-ভুজংগ কি জিনিষ?
-সর্প
-বাড়ীতে তা'হলে সর্প আছে?
-আছে কাকা; গৃহস্তের বাড়ীতে শস্য থাকে, শস্য থাকলে ইঁদুর থাকে, ইঁদুর থাকলে সর্প থাকে।
আমার মা নরেন্দ্রকে বললেন, "বেলা তো পড়ে গেছে বাবু, তোমাকে তো বাড়ী ফিরতে হবে?"
-হ্যাঁ পিষিমা, ফিরতে হবে। পিষিমা, আমাকে খাবারের জল দেন।
আমি বললাম, "তুমি দুপুরে খেয়েছ?"
-না কাকা, খাওয়া দাওয়া হয়নি!
-তুমি ঠাকুরের ছেলে, মুসলমান বাড়ীতে খাওয়া যাবে?
-খাওয়া কি ঠিক হবে?
-মনে হয়, ঠিক হবে!
আমার মায়ের পছন্দ হয়নি; তিনি বললেন, "ঠাকুরদের ছেলেকে খাওয়ানো কি ঠিক হবে, ওর মা বাবা যদি মন খারাপ করে?"
-মা, সে এখনো বাচ্চা মানুষ, না খেয়ে আছে, খাওয়া দরকার।
মা গিয়ে খাবার নিয়ে এলেন: ভাত, মাছ, ডাল। নরেন্দ্র হাতমুখ ধুয়ে, কাছারীতে আমার টেবিলে বসে খেলো। মা ও চাচীরা চাল, ডাল ও কয়েকটা পাকা কলা নিয়ে আসলেন।
আমি বললাম, "নরেন্দ্র, ভুজংগের কি হবে?"
-এখন মা মনসার মন্ত্র পড়ে দেবো, সব সর্পগুলো বাড়ী ছেড়ে চলে যাবে।
আমি হাসলাম; মা ইশারা দিলেন চুপ করতে। নরেন্দ্র চোখ বন্ধ করে সংস্কৃতে কি একটা মন্ত্র পড়লো, তারপর বললো,
-মা মনসা তাঁর সর্পদের এ বাড়ী থেকে নিয়ে যাবেন।
মা বললেন, "বেলা বেশী পড়ে গেছে, নরেন্দ্র তুমি রওয়ানা হয়ে যাও।"
নরেন্দ্র চাল, ডাল, কলা ব্যাগে নিয়ে প্রস্তুত হলো।
-আদাব কাকা, মাসী, পিষিরা।
আমি বললাম, "পথে তো রাত হয়ে যাবে, নরেন্দ্র !"
-মা মনসা থাকবেন সাথে।
মা বললেন, "এখানে রাতে থেকে যাও, কাল ভোরে যেও।"
-না পিষিমা, মা চিন্তিত হবেন, তিনি ঘুমাবেন না
১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:১৭
চাঁদগাজী বলেছেন:
গল্প নয়, জীবনে ঘটে যাওয়া মুল্যবান ছোট ঘটনা
২| ১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:১৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর হয়েছে গল্প, ভালো লাগলো এবারো। খুব খুশি হয়েছি আমি।
আপনি তো ভাই জাত গল্পকার হয়ে যাচ্ছেন ভাই! পাঠক ধরে রাখার গুণাগুণ ভালই রাখতে জানেন লেখায়।
শুভকামনা আপনার জন্য সবসময়।
১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:২৬
চাঁদগাজী বলেছেন:
লোকজন রাজনীতির কুইনাইন খেয়ে মুখ তেতো করে ফেলেছেন।
৩| ১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:১৯
মোস্তফা সোহেল বলেছেন: শিরোনামে টাইপো হয়েছে মনে হয়।
তিনি ঘুমানবেন না < তিনি ঘুমাবেন না।
ঠিক করে দিয়েন। লেখা ভাল লেগেছে।
১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:২৭
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, ঠিক করে দিয়েছি
৪| ১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:২০
মিঃ মটু বলেছেন: খুব সুন্দর গল্প, ভালো লাগলো
১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:২৬
চাঁদগাজী বলেছেন:
সেইদিনের গ্রাম বাংলার জীবন
৫| ১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:২৯
ভ্রমরের ডানা বলেছেন:
গল্প না স্মৃতি মশাই। তবে বেশ ভালই লিখেছেন। ভুজঙ্গ নিয়ে রাজশাহীতে বেশ তোলপাড় চলছে... সবি মনসা দেবীর কৃপা মনে হচ্ছে....
১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৪
চাঁদগাজী বলেছেন:
রাজশাহীর ঠাকুরেরা ভয়ে পালিয়ে গেছে, মনসা ক্ষেপেছেন।
৬| ১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৪
শূন্যনীড় বলেছেন: সুন্দর গল্প দিয়েছেন ভাই, ভালো লাগলো এবারো
১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৬
চাঁদগাজী বলেছেন:
ওকে, ব্লগারেরা শুনতে চান, মনে হচ্ছে!
৭| ১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৭
সিঙ্গাম স্যার বলেছেন: সুন্দর গল্প লিখেন আপনি বুঝতে পারছি, ভালো লাগলো।
এই মার্ক জুকারবার্গ আপনি মটু পাতলুকে কান দিতে চাইলেন কেন? এটি ইমপসিবল, সিঙ্গাম হাজির।
১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৮
চাঁদগাজী বলেছেন:
বিকেলে চা খেয়ে রিলাক্স করেন, রূপকথা মুপকথার বই পড়েন।
৮| ১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৮
ভ্রমরের ডানা বলেছেন:
রাজশাহীরর নরেন্দ্রদের কি হবে? বরেন্দ্র হতে ভুজঙ্গ মুক্তির উপায় কি? যজ্ঞ নাকি বাশুলী মারিয়া ঠান্ডা করে দেওয়া? মুসিবতে আছে বহু নরেন্দ্রনারায়ণ!
১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৩
চাঁদগাজী বলেছেন:
আমি কিছু একটা মিস করছি, মনে হয়! কিছু একটা ঘটছে?
৯| ১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন: প্যাপার খুললেই সাপ ধরার গল্প।
সামুতেও দেখি একই খবর!
১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৬
চাঁদগাজী বলেছেন:
আপনার সর্প রাশি
১০| ১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪০
মিঃ পাতলু বলেছেন: মটু কইরে, জুকার মামু কি কয়তাছে হোন
১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৫
চাঁদগাজী বলেছেন:
ব্লগ আমাদের সবার, এখানে হিউমার মিউমার করা যায়, কিন্তু ঠোকাঠুকি করা ঠিক নয়।
১১| ১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪২
মিঃ মটু বলেছেন: আপনার কথা ফিরাই নেন জুকার মামু, এক ঘুষিতে চেপ্টা কইরা বাতাসে উড়ামু
ধন্যবাদ গাজী ভাই, সুন্দর প্রতিউত্তর করেছেন তাতে
১২| ১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৫০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা না না ভাই, আমি রাজনৈতিক কুইনাইন খাইনি, আমার মুখ তেতু নয় মিষ্টি থাকে সবসময়। তবে মাঝেমধ্যে তেতু হয় কিছু অতি ম্যালেরিয়া ছড়ানো কথাবার্তায়।
আপনার গল্প সবসময় আমি চাই, বেশি বেশি চাই। সত্যি দারুণ লিখেন আপনি
১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৫
চাঁদগাজী বলেছেন:
গল্প চলবে।
বাংলার মানুষ রাজনীতি বুঝতে, সঠিকভাবে এনালাইসিস করতে সক্ষম হচ্ছেন না; সেজন্য অন্যদের সৃস্ট অনেক কষ্টের বোঝা বইছেন
১৩| ১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৫০
আমি চির-দুরন্ত বলেছেন: মি।মটু, মি পাতলু , সিংগাম স্যার, জুকারবার্গ সবাই মনে হয় এক জনের হাতেই তৈরি।
স্মৃতিচারণ ভালো লেগেছে। অল্প লেখায় অনেক কিছু প্রকাশ পেয়েছে।
১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৬
চাঁদগাজী বলেছেন:
আমি সবকিছুতে কম শব্দের ব্যবহার পছন্দ করি।
১৪| ১৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কোনো কারণে আজ সারাদিন আমার মন বিষণ্ণ। ব্লগে এসে আপনার লেখাটাই সবার আগে পড়লাম। মনটা আরো আর্দ্র হয়ে উঠলো কিশোর ছেলেটার জন্য। ছেলেটা দুপুরে খায় নি, সে খাবার না চেয়ে খাবারের জল চেয়েছে। খাবার খেতেও তার সঙ্কোচ- খাওয়া কি ঠিক হবে? অথচ সে জানে তার খিদে পেয়েছে, খাওয়া দরকার। তারপর দূরে নিজ গাঁয়ে ফিরে যেতে হবে- রাত হয়ে যাবে। ছেলেটা কি ঠিকঠাক মতো পৌঁছুতে পেরেছে?
গল্প বা স্মৃতিকথা যাই হোক না কেন- আমাকে খুব ভাবিয়েছে এবং ভাবাচ্ছে। হায় অসহায় কিশোর- জীবিকার সন্ধানে তাকেও নামতে হয়েছে পথে।
শুভেচ্ছা রইল চাঁদ্গাজী ভাই।
১৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৫
চাঁদগাজী বলেছেন:
শুভেচ্ছা, ব্লগ মন ভালো করে দিক!
আমার সামান্য স্মৃতিচারণ বড় ছায়া ফেলেছে, দেখছি
১৫| ১৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮
ধ্রুবক আলো বলেছেন: গল্পটা দারুন লিখেছেন। ভালো লাগলো
১৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪
চাঁদগাজী বলেছেন:
আপনার সাম্প্রতিক-পড়া গল্পগুলোর মাঝে এই প্লটের কোন স্হান থাকবে আপনার মনে?
১৬| ১৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০১
তাতিয়ানা পোর্ট বলেছেন: Good.
১৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০২
চাঁদগাজী বলেছেন:
পরীক্ষা কি সামনে?
১৭| ১৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৩
তাতিয়ানা পোর্ট বলেছেন: Ha, 28 tarikh.
১৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৯
চাঁদগাজী বলেছেন:
আবারো, উইস ইউ দ্যা বেস্ট; সময় নিয়ে প্রেপারেশন নিন।
১৮| ১৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১০
তাতিয়ানা পোর্ট বলেছেন: Ammu boleche ami apnar lekha pore nastik hocchi!
১৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৮
চাঁদগাজী বলেছেন:
উনার জন্য সন্মান রলো, উনাকে বলবেন, আমি নাস্তিক নই! আমি সবকিছুকে লজিক্যালী দেখতে, বুঝতে চাই, এটুকুই
১৯| ১৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৪
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার লেখা গাজীভাই!!
আপনার অভিজ্ঞতা গুলো সত্যিই দারুন।
শুভ কামনা।
১৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৭
চাঁদগাজী বলেছেন:
আপনার জন্যও শুভ কামনা, জীবনের সামন্য স্মৃতিগুলো ব্লগারদের সাথে শেয়ার করা
২০| ১৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫১
ব্লগ সার্চম্যান বলেছেন: আগের মতই সুন্দর ও আটেম গল্প পড়ে ভালো লাগল।
১৮ ই জুলাই, ২০১৭ রাত ৮:১৩
চাঁদগাজী বলেছেন:
চেস্টা করছি, দেখা যাক; ব্লগারেরা পছন্দ করলে, অন্যদেরকে পড়তে দেবো। ব্লগারদের মতামত সঠিক হলে, আমি উপকৃত হবো।
২১| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ৮:২৭
মৌমুমু বলেছেন: চমৎকার শিরোনামে খুব সুন্দর স্মৃতিচারন।
পড়ে ভালো লাগলো।
ভালো থাকবেন চাঁদগাজী ভাইয়া।
১৮ ই জুলাই, ২০১৭ রাত ৮:৩৩
চাঁদগাজী বলেছেন:
শুভেচ্ছা রলো; প্লটটা ভালো কিনা নিরীক্ষা করছি।
২২| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ৮:৪২
জাহিদ অনিক বলেছেন: যাক ! অন্নপাপ হয় নি !
রাজশাহী সিলেটে আজকাল সাপের উপদ্রব বেশি । মনসার মন্ত্র পাঠ করে দেয়া উচিত ।
১৮ ই জুলাই, ২০১৭ রাত ৯:১২
চাঁদগাজী বলেছেন:
রাজশাহী ও সিলেটের লোকজন সাম্প্রদায়িক, মনসা ফনসা শুনতে তেড়ে আসবে
২৩| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ৯:০১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: খুব সুন্দর স্মৃতিচারন।
১৮ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪৭
চাঁদগাজী বলেছেন:
এই ধরণের কয়েক লাইন, মানুষের দৃস্টি আকর্ষণ করতে পারবে?
২৪| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ১০:০৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমি অনেক সাপ ধরেছি (চাপা নয় বাস্তব) আবার এগুলো কে মেরেও ফেলেছি। কারণ এই জীবিত সাপ নিয়ে আমি বাবা-মায়ের জন্য বাড়িতে নিতে পারতাম না। আর ছাত্রবস্হায় সাপ পালার মত টাকা পঁয়সা আমার ছিলনা। মা বাবা চায়নি আমি সাপ ধরি। কারণ আমার মায়েকে দুই দুইবার সাপে কেটেছে! সেটা আমার সাপ ধরার জন্য নয়, অন্য কারণে হতে পারে, মা ভাল বলতে পারবেন। তবে তিনি প্রতি মাসে একটি নির্দিষ্ট সময়ে নদীতে কলার গাছের বাকল দিয়ে নৌকা বানিয়ে দুধ কলা দেন।
শত মানা করার পরেও তিনি এই কু-সংস্কার পালন করে যাচ্ছেন। আমরা এখন তাকে এই সম্পর্কে কিছু বলিনা।
১৮ ই জুলাই, ২০১৭ রাত ১১:২০
চাঁদগাজী বলেছেন:
অনেকেরই নিজস্ব কিছু ভাবনা থাকে, এটাতে সমস্যা থাকার কথা নয়।
২৫| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ১০:৪৯
মূর্ক্ষের পিতা হস্তী মূর্ক্ষ বলেছেন: Madness but brilliant post. Give up political post.
১৮ ই জুলাই, ২০১৭ রাত ১১:২২
চাঁদগাজী বলেছেন:
পলিটিকস ফিনিস, শেষ, ফিনিতো, কাপুত, লা ফেঁ
২৬| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ১০:৪৯
মূর্ক্ষের পিতা হস্তী মূর্ক্ষ বলেছেন: Madness but brilliant post. Give up political post.
২৭| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ১২:০১
সুমন কর বলেছেন: ভালো লাগল।
বাজার বার, লোকজন < এখানে কি বন্ধ হবে ?
১৯ শে জুলাই, ২০১৭ রাত ১২:৩৯
চাঁদগাজী বলেছেন:
স্যরি, আপনি কিছু একটা ঠিক করার জন্য, সাহায্য করতে চেয়েছেন, আমি বুঝতে পারিনি।
২৮| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ১২:৩৬
নতুন বিচারক বলেছেন: আপনিতো খুব ভালো গল্প লিখেন পড়ে বেশ মুগ্ধতা হোলাম।
১৯ শে জুলাই, ২০১৭ রাত ১২:৫৩
চাঁদগাজী বলেছেন:
আপনি কি আপনার পোস্টগুলো সরায়ে ফেলেছেন?
সামুকে অনুরোধ করেন, আপনাকে জেনারেল থেকে, "সেইফ স্ট্যাটাসে" নিতে; বুঝিয়ে বলেন যে, আপনি জেনে শুনে নিয়মের বাহিরে যাননি; স্যরি, আপনি অপেক্ষা করেন, আমি আপনার হয়ে অনুরোধ করে দেখবো।
আমি আপনার শিরোনামের কাছাকাছি একট পোস্ট দিয়েছিলাম, সেটা সরায়ে দিয়েছি।
২৯| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ১২:৫২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লাগে নাই আপনার গল্প
১৯ শে জুলাই, ২০১৭ রাত ১২:৫৯
চাঁদগাজী বলেছেন:
অনেকেই বলছেন ভালো লাগছে, ভালো লাগছে; সঠিক মতামত পাচ্ছি কিনা কে জানে! আপনারটা যে সঠিক, এতে সন্দেহ নেই।
৩০| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ১:০৫
নতুন বিচারক বলেছেন: আমি আসলে অতন্ত দুঃখীত এবং লজ্জিত,আসলে আমিও আপনাকে নিয়ে যে পোস্ট দিয়েছিলাম,
সেটা অন্য কিছু মনে করে দিয়ে ছিলাম, আপনাকে ছোট বা হেয় করার কোন উদ্ধেছে নয় ।
আমি আসলে সরি ।
১৯ শে জুলাই, ২০১৭ রাত ২:৫০
চাঁদগাজী বলেছেন:
সামান্য কিছু নিয়ে চিন্তিত হবেন না; আমাদের সবাইকে টিকে থাকতে হবে, ব্লগারদের সংখ্যা বাড়লে আমাদের দল ভারী হবে।
৩১| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ১:১০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: গাজী ভাই আমার লেইগাও একটু বইলেন মডু মামারা যেন আমাকেও প্রথম পাতায় লেখার সুযোগ দেন ।
বুঝেনিতো আর জেনারেল ফেনারেল ভালো লাগে না ।
১৯ শে জুলাই, ২০১৭ রাত ২:৫২
চাঁদগাজী বলেছেন:
মড়ুদের কাছে অনুরোধ করা হবে, সৈন্য নেই সামন্ত নেই, বেতন নেই, আয় নেই, আর কতদিন জেনারেল হয়ে বসে থাকা!
৩২| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ১:৫৬
প্রামানিক বলেছেন: গাজী ভাই কি তাহলে রাজনীতি ছেড়ে গল্পে চলে এলেন?
১৯ শে জুলাই, ২০১৭ রাত ২:৪৮
চাঁদগাজী বলেছেন:
লোকজন বিরক্ত হয়ে গেছে; আপনিও পালিয়ে গেছেন; ভাবলাম, এই এলাকায় একটু চেস্টা করি।
৩৩| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ২:২৭
ডঃ এম এ আলী বলেছেন: অভিজ্ঞতালব্ধ গল্প ভাল লেগেছে ।
গল্পের গাথুনী ও রচনাশৈলী খুবই সুন্দর হয়েছে ।
উত্তরোত্তর সাফল্য কামনা করি ।
১৯ শে জুলাই, ২০১৭ রাত ২:৪৭
চাঁদগাজী বলেছেন:
ভালো লাগলো যে, আপনার কাছে ভালো মনে হয়েছে।
৩৪| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ২:৩০
গেম চেঞ্জার বলেছেন: ভাল, তবে ছোটগল্পের এন্ডিংটা এইভাবে হলে পাঠকদের গালি খাবার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
১৯ শে জুলাই, ২০১৭ রাত ২:৪৪
চাঁদগাজী বলেছেন:
শেষে আপনি আমার সিক্রেট আউট করে দিচ্ছেন; আমি আসলে, ছোট গল্পের শেষ, বা শুরু কোনটাই খুব একটা বুঝি না; লিখছি, লোকজন পড়ছেন, গ্রামার গ্রুমার ধরলে আমি নেই!
৩৫| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ২:৫১
গেম চেঞ্জার বলেছেন: গ্রামার এর ধার ধারি না আমি। এমনকি কথা বলায় জাস্ট ফলো করি প্রাকটিক্যাল ভাষাকে। যাইহোক, আমি মিন করেছি- আপনার গল্পের ব্যাপারে পাঠকের ফিল করতে পারার ব্যাপারটা। সেখানে পাঠক একটা সমাপ্তি চায়। মাঝপথে গাড়ি থেকে ওকে নামালে সে মাইন্ড করবেই। ব্যাপারটা ওমন। এই গল্পের এন্ডিংটা এভাবে হতে পারত-(আমার মত, গুরুত্ব দেবার তেমন কারণ নেই।)
মা বললেন, "বেলা বেশী পড়ে গেছে, নরেন্দ্র তুমি রওয়ানা হয়ে যাও।"
নরেন্দ্র চাল, ডাল, কলা ব্যাগে নিয়ে প্রস্তুত হলো।
-আদাব কাকা, মাসী, পিষিরা।
আমি বললাম, "পথে তো রাত হয়ে যাবে, নরেন্দ্র !"
-মা মনসা থাকবেন সাথে।
মা বললেন, "এখানে রাতে থেকে যাও, কাল ভোরে যেও।"
-না পিষিমা, মা চিন্তিত হবেন, তিনি ঘুমাবেন না।
+
নরেন্দ্র চলে গেল। আমি তাকে নিয়ে আর ভাবিনি। পড়াশোনা শেষ করে ভাল চাকরি পেয়েছি। আমার এখন পরিবার আছে, বৌ আছে, বাচ্চা আছে। নরেন্দ্রের কোন খবর আমি রাখিনি। হয়তো সে এখন মা মনসা'র কথা বলে লোক ঠকানোর নিত্য নতুন ধান্দায় ব্যস্ত!
১৯ শে জুলাই, ২০১৭ রাত ২:৫৫
চাঁদগাজী বলেছেন:
আপনার দেয়া অংশ পেছনে যোগ করে দেবো।
কিন্তু সমস্যা হলো, আমি শেষটুকু জানি; সে এখন কলকাতায়, ভালো আছে; বাংলাদেশে আসে, আসলেই আমাকে খোঁজে; আমাকে নাকি সে খুবই কাছের ভাবে।
৩৬| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ২:৫৬
গেম চেঞ্জার বলেছেন: নতুন বিচারক আপনাকে নিয়ে পোস্ট দিয়ে জেনারেল হয়েছেন। দেখলাম সব পোস্টও সরানো। কি হয়েছিল??
১৯ শে জুলাই, ২০১৭ রাত ৩:০৫
চাঁদগাজী বলেছেন:
বলবেন না, সামান্য ব্যাপারে বেচারাকে বড় মুল্য দিতে হচ্ছে; আশাকরি, সামু উনাকে আবার উনার স্ট্যাটাস ফেরত দেবেন, এটা সামুর কাছে আমার অনুরোধ। উনি "কেয়ামতের" উপর একটা পোস্ট দিয়েছিলেন; আমি কিছু লজিক্যাল ( আমার মতে) মন্তব্য করেছিলাম; এরপর উনি আমাকে নিয়ে একটা পোস্ট দিলেন, সাধারণ পোস্ট, যেখানে বক্তব্য ছিল যে, আমি ধর্মীয় ও লজিক্যাল মিশায়ে ফেলছি, ইত্যাদি ইত্যাদি; সেখানে অন্যেরা না বুঝে উল্টা পাল্টা কমেন্ট করে বেচারার পোস্টকে ভারী করে ফেলেছিল।
৩৭| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ৩:১৯
কানিজ রিনা বলেছেন: ছেলেটা ক্ষুদার্থ ছিল। ক্ষুদা লাগকে ধর্মের
জাত যায়না। আপনার গল্পে মা দারুন
মা বল্লো রাতটা নাহয় থেকে যাও। ওদিকে
ঘুমাবে না। মা রা সব সময় সন্তানের
মঙ্ল চায়। ভাল লাগল ধন্যবাদ।
১৯ শে জুলাই, ২০১৭ রাত ৩:২৫
চাঁদগাজী বলেছেন:
মায়েরা পৃতিবীতে মানব জাতিকে টিকিয়ে রেখেছেন।
৩৮| ১৯ শে জুলাই, ২০১৭ ভোর ৬:২৭
তাতিয়ানা পোর্ট বলেছেন: Ami likhbo, exam er por.
১৯ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৩৮
চাঁদগাজী বলেছেন:
ভালো, আমরা অপেক্ষা করবো
৩৯| ১৯ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৪৫
নতুন নকিব বলেছেন:
গল্প ভাল হয়েছে।
চাঁদগাজী সাহেবের একটি অনন্য গুন প্রায়শই আমাকে বিমোহিত করে! প্রায়ই তাকে ব্লগারদের হয়ে মডারেটরদের কাছে Entreat (অনুনয় বিনয়) করতে দেখি। কঠিন কথায়ও তিনি অস্বাভাবিকতা প্রদর্শন না করে সাধারন Patience (ধৈর্যশীলতা) বজায় রেখে চলার চেষ্টা করেন। এই পোস্টে দেখলাম 'নতুন বিচারক' কে নিয়ে তার উদ্বিগ্নতা।
কবির কথা মনে পরে যায়-
''সকলের তরে সকলে আমরা,
প্রত্যেকে মোরা পরের তরে।''
''প্রীতি ও প্রেমের পূন্য বাধঁনে যবে মিলি পরস্পরে,
স্বর্গ আসিয়া দাড়ায় তখন আমাদেরি কুঁড়ে ঘরে।''
এটাইতো হওয়া উচিত আমাদের প্রকৃত মানবিক শিক্ষা। এই গুনগুলো কি আমাদের প্রত্যেকের ভেতরেই থাকতে পারতো না?
ধন্যবাদ প্রিয় ভাই চাঁদগাজী। বেঁচে থাকুন দীর্ঘ কাল। আশায় ভালবাসায় মানবিকতা মর্যাদায়।
১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৩
চাঁদগাজী বলেছেন:
সহ-অবস্হানের নিজস্ব কিছু নিয়ম আছে, মনে হয়।
৪০| ১৯ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৫৫
তাতিয়ানা পোর্ট বলেছেন: Bangla font likhte parina.
১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২৭
চাঁদগাজী বলেছেন:
ডিফল্ট ফন্ট হচ্ছে, বাংলা; প্রথমদিকে সমস্যা হবে। ব্লগের "সহযোগীতা" ট্যাবে (ডানে উপরে ) "বাংলা লিখা শিখুন" সাব-মেন্যু সাহায্য করবে। প্রথম দিকে কস্ট হবে; তারপর, অভ্যস্ত হয়ে যাবেন।
৪১| ১৯ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৪২
রক বেনন বলেছেন: সেই অব্দি এখনও পর্যন্ত কিশোর কিশোরীরা সাপ তারিয়ে, সাপের খেলা দেখিয়ে, তাবিজ কবজ বিক্রি কিংবা দাঁতের পোকার ওষুধ বিক্রি করে চলেছে। ৫০-৬০ টাকা দরে চালের কেজি কি তাদের জন্য??
১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৫
চাঁদগাজী বলেছেন:
মানুষের পুরো আয় চলে খাবার কিনতে, এগুলো অসুখী জীবনের চিহ্ন
৪২| ১৯ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৪৭
আসিফ ইকবাল তােরক বলেছেন: বাস্তবধর্মী লেখা। পড়ে ভালো লাগলো।
১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৯
চাঁদগাজী বলেছেন:
অন্যেরা পছন্দ করবেন?
৪৩| ১৯ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:১০
মোঃ খুরশীদ আলম বলেছেন: পড়লাম, ভাল লাগল। এখনও সাপ নিয়ে আমাদের সমাজে অনেক সুসংস্কার প্রচলীত আছে।
১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৪১
চাঁদগাজী বলেছেন:
একটা বড় সমস্যা হলো, সাপ দেখলেই অনেক মানুষ তাকে না মারা অবধি শান্তি পায় না।
৪৪| ১৯ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:১৩
মামুন ইসলাম বলেছেন: চমৎকার গল্প ।মায়েরা সব সময় তাদের সন্তানের জন্য চিন্তায় থাকেন ।
১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩০
চাঁদগাজী বলেছেন:
মায়েরা সাধারণ মানুষ থেকে আলাদা দায়িত্ব পেয়েছেন, মানব সভ্যতাকে চালু রাখার দায়িত্ব
৪৫| ১৯ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:১৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: আরো ভাল ভাল স্মৃতিকথা চাই। মটু, পাতলুরা কার্টুনের জগৎ থেকে ব্লগের জগতে চলে এসেছে, তাদেরকে স্বাগতম।
১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২১
চাঁদগাজী বলেছেন:
মানুষেের জীবনের অতীতটাই স্মৃতি, আরও লেখা সম্ভব।
৪৬| ১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৫২
রাতু০১ বলেছেন: গ্রামের যাপিত জীবন। কিন্ত দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে।
১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১৭
চাঁদগাজী বলেছেন:
শহরমুখী অর্থনীতি, বিদেশে চাকুরী, গ্রামের মানুষকে টেনে নিয়ে গেছে শহরে কিংবা সৌদীর মরুভুমিতে।
৪৭| ১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২৬
সামিয়া বলেছেন: সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপট নিয়ে লেখা
১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২৯
চাঁদগাজী বলেছেন:
সবার জীবনে কিছু ঘটনা স্মরণীয় হয়ে থাকে, সেগুলো নিয়ে মানুষ ইমোশানেল হয়ে থাকেন।
৪৮| ১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩২
সামিয়া বলেছেন: কিন্তু গেম ভাইয়ার শেষের লাইন গুলো এখানে ছেলেটাকে ভণ্ড বানিয়ে দিলো না? ও আসলে তো তা নয়, ও আছে এক অন্ধ বিশ্বাসের মধ্যে।
১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৭
চাঁদগাজী বলেছেন:
আসলে তাই হচ্ছে ব্যাপারটা, আচ্ছা ঐ অংশটুকু আড়ালে নিয়ে যাচ্ছি! স্যরি, গেমু
৪৯| ১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৪
টারজান০০০০৭ বলেছেন: এহ হে ! আপনার দেহি ছুডু কাল থেইক্কাই মাইনষের জাত মারার স্বভাব ! আফনের কাছ থেইক্কা মুক্তিযুদ্ধের গোপন কথাগুলান জানিতে চাহিয়াছিলাম ! তাহা যখন জানাইবেন না , তখন স্মৃতিকথা বা গল্পই লিখেন !
১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৭
চাঁদগাজী বলেছেন:
যুদ্ধএর কথা মনে হলে, মনে ক্ষোভ ও রাগের সন্চার ঘটে; সেজন্য তেমন লেখা হয়নি; যুদ্ধের কথা মনে হলে, আমি শেখ সাহেব, তাজুদ্দিন সাহেব, বেংগল রেজিমেন্টের উপর ক্ষেপে যাই, ক্ষেপে যাই আওয়ামী লীগ ও জামাতের উপর। ফলে, লেখা হয় না।
৫০| ১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৪১
কলিমুদ্দি দফাদার বলেছেন: গ্রাম বাংলার গল্প কেমন যেন রুপকথার মত লাগে, পড়তে বেশ মজা লাগ। বিশ্বয়নের ফলে এখনকার বাস্তবতার সাথে আগেরকার গ্রাম বাংলার চিএ বুজতে একটু কঠিন লাগে। তবে মনে হয় আগের দিনের মানুশ ই বেশি সুখি ছিল।
১৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০৪
চাঁদগাজী বলেছেন:
মনে হয়, বাংলার মানুষ সুখের মুখ দেখেননি কোনকালে; এখানে জীবন সব সময় কঠিন ছিলো। মানুষ সুখের আশায় তেমন কিছু করেননি।
৫১| ১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৩
হয়ত তোমারই জন্য বলেছেন: গাজী ভাইয়ের লেখায় যাদু আছে মনেহয় ৷ঐ দিনকার গল্পের মত এটাও অসাধারন সুন্দর লিখেছেন৷শুভ কামনা নিরন্তর ৷
১৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০২
চাঁদগাজী বলেছেন:
সব ব্লগারের অনেক স্মৃতি কথা আছে নিশ্চয়ই; আশাকরি, আমরা জীবনের মুল্যবান মহুর্তগুলোকে জানার সুযোগ পাবো।
৫২| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩২
এ.টি. নূর শেখ লিটা বলেছেন: গল্প তো বেশ লিখেছেন কিন্তু ভুজংগ তাড়ানোর মন্ত্র তো নরেন্দ্র শিখিয়ে গেলেনা। এ কেমন বিচার!
২০ শে জুলাই, ২০১৭ রাত ১২:২৩
চাঁদগাজী বলেছেন:
মন্ত্র ছিলো না কোনকালে, বেচারা কি করবে?
৫৩| ২০ শে জুলাই, ২০১৭ রাত ১২:১১
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: ভুজংগ শব্দটির সাথে আজই প্রথম পরিচিত হলাম। দারুন লেগেছে স্মৃতিকথা
২০ শে জুলাই, ২০১৭ রাত ১২:২৪
চাঁদগাজী বলেছেন:
এ ধরণের লেখার পাঠক পাওয়া যাবে?
৫৪| ২০ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৫৬
বাবুরাম সাপুড়ে১ বলেছেন: গল্প লেখায় আপনার এলেম আছে। আপনার হবে --আমি বলছি --মানে রতনে রতন চেনে কিনা!
২০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৮
চাঁদগাজী বলেছেন:
আলরাইট, আমি আছি!
৫৫| ২০ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪৬
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: পাঠকের কথা ভেবে যখন একজন লেখক লেখেন, তখনই তার লেখক সত্বার মৃত্যু ঘটে। লেখক তার কলম চালাবেন তার তার ভেতরের তাগিদ থেকে , পাঠক সেখানে গৌণ।
২১ শে জুলাই, ২০১৭ রাত ১২:১৪
চাঁদগাজী বলেছেন:
আমি তো লেখক নই; তাই কাঁপছি
৫৬| ২১ শে জুলাই, ২০১৭ সকাল ৭:৫৯
জুন বলেছেন: আপনার ছোট লেখা যেটা আপনার জীবনের ক্ষুদ্রতম একটি অংশ পড়ে মনটা খুব ভার হয়ে উঠলো । যে মন্তব্যটি করবো ভেবে নীচের দিকে নামছিলাম দেখি ছাই ভাই সেটাই লিখে গেছেন ।
জীবিকার তাগিদে জাত পাতের সীমানা ডিংগিয়ে ছোট ছোট বাচ্চারা কত দুস্তর পথ পাড়ি দেয় ভাবতেও কষ্ট হয় ।
অনেক ভালোলাগা রইলো।
+
২১ শে জুলাই, ২০১৭ সকাল ৯:২৭
চাঁদগাজী বলেছেন:
আমাদের অতীত ও বর্তমান, কষ্টের ইতিহাস।
©somewhere in net ltd.
১|
১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:১১
মিঃ পাতলু বলেছেন: ভালোই তো গল্প লেখেন!! খুশ হুয়াথা