নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

শেখ সাহেবকে নিয়ে পলিটিক্যাল কার্টুন দিলে কি ঘটতে পারে?

২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫২



নর্থ কোরিয়ার কিম জং'কে নিয়ে যদি নর্থ কোরিয়ান নিউজ-পেপার, "চেইউক সিনমুন" একটা পলিটিক্যাল কার্টুন প্রকাশ করে, সেই নিউজ-পেপারের সম্পাদকের কি কি হতে পারে? সোভিয়েত ইউনিয়ন হওয়ার পর, লেনিনের বা স্টানিলেন কোন পলিটিক্যাল কার্টুন প্রকাশ করা হয়নি; প্রথমে ব্রেঝনেভের সময় থেকেই সোভিয়েতে নিজেদের পার্টির লোকজনের কার্টুন প্রকাশ শুরু হয়েছে; সাথে সাথে তারা লেনিন ও স্টালিনকে নিয়েও কার্টুন প্রকাশ করেছে!

চীনে, মাও জীবিত থাকা কালে উনার কোন কার্টুন প্রকাশ করেনি; মাওয়ের মৃত্যুর পর, মাওয়ের কিছু কার্টুন প্রকাশ করা হয়েছিল, যেগুলোতে মাওকে মানুষের চেয়েও বড় করার চেস্টা করা হয়েছে। ফিডেল কাস্ট্রো নিজের কার্টুন পছন্দ করতেন, কিউবানরা উনার ক্ষমতা নেয়ার পর থেকেই কার্টুন প্রকাশ করে আসছে।

পলিটিক্যাল কার্টুন খুবই জোরালোভাবে কোন চরিত্রকে তুলে ধরতে সমর্থ হয়; ওবামার লাখ লাখ কার্টুন করা হয়েছে; ওবামা নিজের কার্টুন নিয়ে হোয়াইট হাউসের সাংবাদিকদের ডিনারে জোকও করেছেন। ট্রাম্পকে নিয়ে হয়তো সবচেয়ে বেশী কার্টুন প্রকাশ হবে; এখনো আমেরিকা শ'কে আছে, ট্রাম্পের হ য ব র ল অবস্হা দেখে কার্টুনিস্টরা হয়তো হতবম্ব, তাই তেমন বেশী কার্টুন এখনো বাজারে আসেনি।

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই । :)

২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০২

চাঁদগাজী বলেছেন:



ব্লগারেরা লিখতে না পারলে অনেক কষ্ট পেয়ে থাকেন।

২| ২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

মিঃ মটু বলেছেন: বঙ্গবন্ধু তো এখন নাই, তাঁকে নিয়ে কেন কার্টুন হবে !!!? কার্টুন তো রানিং পলিটিক্যাল পার্সনদের হতে পারে। শেখ হাসিনার অনেক কার্টুন পত্রিকায় দেখেছি।

২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০১

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা বেশ মডারেট, আওয়ামী লীগে আরো মানুষজন আছে; তারা উনার মতো অত মডারেট নন।

৩| ২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০২

সনেট কবি বলেছেন: শেখ সাহেবকে নিয়ে পলিটিক্যাল কার্টুন দিলে অনেক সমস্যা হতে পারে, এটা ভেবে হয়ত কেউ এটা করবেনা।

২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ নিজেই শেখ সাহেবকে কিম জং'এর কাছাকাছি নিয়ে যেতে পারে; কিন্তু শেখ সাহেব হাসিখুশী লোক ছিলেন।

৪| ২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

মিঃ মটু বলেছেন: ভালো কইছেন, আছা কথা। দেশে বর্তমান নেতা একজনই, সে শেখ হাসিনা। আল্লাহ্ তাঁরে দীর্ঘায়ু করুক।

২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

চাঁদগাজী বলেছেন:


উনি জাতিকে কোথায় নিচ্ছেন, সেটা যেন উনি বুঝতে পারেন; আজ থেকে ১০ বছর পর, জাতি কোন অবস্হানে থাকবেন, সেটা যেন অনুমান করতে পারেন, সেটার জন্য দোয়া করে দেন।

৫| ২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

উম্মে সায়মা বলেছেন: এক ছবি আঁকা নিয়েই যে অবস্থা, কার্টুন আঁকলে না জানি কী হবে!

২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ ক্রুসেড ঘোষণা করবে

৬| ২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনি যদি আমেরিকায় বসে কার্টুন দেন তাহলে কোন সমস্যা নেই। আপনার বিরুদ্ধে দেশদ্রোহী মামলা হবে। তবে পুলিশ আপনার নাগাল পাবে না বলে ক্রুশ ফায়ারের নাটক থেকে বেঁচে যাবেন। সাথে দুই একটি বেআইনি অস্ত্র উদ্ধার কম হব!

তবে আপনার না করাই উচিৎ। কেননা বাংলাদেশ তাকে নিয়ে কার্টুন গ্রহণ করার মত অবস্হানে নেই। এর জন্য আওয়ামীলীগ দায়ী। তারা বঙ্গ বন্ধুর চিন্তা-চেতনা কে একমুখী করে রেখেছে।

২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

চাঁদগাজী বলেছেন:


উপরের যে কার্টুন দেখছেন, উহা জর্জ ওয়াশিংটনের

৭| ২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

মিঃ পাতলু বলেছেন: মরহুমদের কার্টুন না করাই ভালো

২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২০

চাঁদগাজী বলেছেন:


প্রয়োজন নেই; আমি আওয়ামী লীগারদের বুদ্ধির লেভেল বুঝার চেস্টা করছি।

৮| ২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২২

মিঃ পাতলু বলেছেন: সবাইকে কি আওয়ামী লীগ বলবেন !!

২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

চাঁদগাজী বলেছেন:


সবাই তো আওয়ামী লীগের নন; কিন্তু আওয়ামী লীগ একটা আছে। আসলে, দলটাকে "বংগবন্ধু লীগ" কেন নামকরণ করছে না, চিন্তার বিষয়!

৯| ২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

ফেল কড়ি মাখ তেল বলেছেন: একটা অপ্রয়োনীয় বিষয়। বিভ্রান্তি ছড়ানো ছাড়া কোন আর কোন দরকার আছে কি এইসব কার্টুন ফার্টুন নিয়ে লেখার।

২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

চাঁদগাজী বলেছেন:



সাংবাদিকতায় পলিটিক্যাল কার্টুন একটি শক্তিশালী ভাষা

১০| ২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

ভুয়া মফিজ বলেছেন: শেখ সাহেবকে নিয়ে পলিটিক্যাল কার্টুন দিলে কি ঘটতে পারে?
নিউজ আসবে, ''সন্ত্রাসী মার্কিনী চাঁদগাজী ক্রসফায়ারে নিহত''। আমরা পড়ে দীর্ঘনিঃশ্বাস ফেলে বলবো, ''বড় ভালো লোক ছিল''!

২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

চাঁদগাজী বলেছেন:


সম্ভব, সবই সম্ভব

১১| ২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

ওমেরা বলেছেন: ভাইয়া এভাবে কি বুঝা যাবে কার্টুন এঁকে প্রকাশ করেন তখন বুঝতে পারবেন কি হয় ।

২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

চাঁদগাজী বলেছেন:



আমি কার্টুন আঁকতে পারি না। জানতে চাচ্ছি, আঁকলে কি ঘটতে পারে!

১২| ২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এটা কেমন আলোচনা বসাইলেন শ্রদ্ধেয় প্রিয় ভাই!!!

২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

চাঁদগাজী বলেছেন:



দেখছি, ব্লগারদের কি ধারণা

১৩| ২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

আমি চির-দুরন্ত বলেছেন: ইউএনও’র বিরুদ্ধে মামলাকারী সেই আ’লীগ নেতা দল থেকে বহিষ্কার অবশেষে।

২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

চাঁদগাজী বলেছেন:


যাক, সুমতি হয়েছে। বেগম জিয়ার বিপক্ষে একবার আলুমিয়া, পটল মিয়া, সুরুষ মিয়া সবাই মামলা করার শুরু করেছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.