নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনার অসফলতার পেছনে একাধিক দায়িত্ব

২২ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০৫



শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল ব্যক্তি, তিনি যা যা চেয়েছিলেন সবই করেছেন, আরো করবেন; উনার সাফল্যের কাছে শেখ সাহেব, তাজুদ্দিন সাহেব, জেনারেল জিয়া, এরশাদ সাহেব, বাংলাদেশ মিলিটারী কিছুই না; সবকিছু ঠিক আছে, শুধু উনার সফলতার ভাগ পায়নি সাধারণ মানুষ। কিন্তু উনি যেই পদগুলো দখল করে বসে আছেন, সেগুলোর সাথে দেশের সাধারণ মানুষের মৌলিক অধিকারের সরাসরি সম্পর্ক রয়েছে।

বাংলাদেশের মানুষ মানসিকভাবে ধরে নিয়েছেন যে, আওয়ামী লীগ মানে উনার দল, এখানে মানুষের বলার কিছু নেই, কোন অধিকার নেই; দল কিভাবে চলবে, সেটা দলের ব্যাপার, এখানে দেশের মানুষের কি? কিন্তু রাজনৈতিক দল দেশের সংবিধান অনুসারে করতে হয়, চলতে হয়; রাজনৈতিক দল সংবিধানকে মানতে হয় বলেই উহাতে জনগণের স্বার্থ জড়িত; যদি কোন রাজনৈতিক দল দেশের বা জাতির ক্ষতি করে থাকে, উহা যতই শক্ত হোক, উহার কার্যকলাপ বন্ধ করা দরকার; যেমনটা ঘটছে জামাতের সাথে।

শেখ হাসিনাকে আওয়ামী লীগের খারাপ সময়ে হাল ধরতে হয়েছে; কথা ছিল উনি হাল ধরবেন, বাকীরা উনার নেতৃত্বে কাজ করবেন; তবে, গণতান্ত্রিক রাজনীতিতে হাল ধরার সুযোগ অন্যদেরও দিতে হয়; তিনি যে হাল ধরেছেন, সেটা ছেড়ে দেননি, আর ছাড়ার সম্ভাবনা নেই; আসলে হাল তো হাল, তিনি নৌকাসহ দখল করে নিয়েছেন। মানুষ ও নৌকার লোকেরা মানসিকভাবে ধরে নিয়েছেন যে, নৌকা উনার!

এরপর, সরকারের সবচেয়ে ২টি বড় পদ, প্রধানমন্ত্রীত্ব ও বিরোধীদকের নেতৃত্ব; এই ২টি ১৯৯১ সাল থেকে উনার; ১৯৯১ সালের পর বিরোধীদলের নেতৃত্বের দায়িত্বও উনি কাউকে দেননি। উনি ২ বার বিরোধীদলের নেতৃত্ব থাকার সময়, বিরোধীদলের একমাত্র কাজ ছিলো সরকারকে ঠেকানো। বিরোধীদলের নেত্রী হিসেবে তিনি সরকারকে কাজ করতে সাহায্য, কিংবা বাধ্য করার চেস্টা না করে, সরকার ঠেকানোর কাজ করেছেন; এতে উনার ও পার্টির পথ পরিস্কার হয়েছে, কিন্তু জাতি সরকার থেকে কিছু পায়নি; সরকার ভয়ে নিজের আখের ঘুটায়েছে।

এত বছর পর, উনাকে বুঝা উচিত, উনি সব কিছু মিলে একজন মানুষ; এবং উনার সব কাজই মানুষের মৌলিক অধিকারের সাথে যুক্ত; উনি যদি ভাবেন পার্টি উনার, সেটা ভুল; উনি যদি ভাবেন যে, উনার দল জয়ী হয়েছে, দেশ চালাবেন পার্টির মতানুসারে, সেটাও ভুল। উনাকে ইতিহাসে টিকতে হলে, আরো বেশী কাজ করার জন্য পদের সংখ্যা কমিয়ে আনতে হবে; এত পদে থেকে, সব পদের দায়িত্ব সঠিকভাবে সুপারম্যানও পালান করতে পারবেন না।

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২২

আমি চির-দুরন্ত বলেছেন: আরো বেশী কাজ করার জন্য পদের সংখ্যা কমিয়ে আনতে হবে;
কিন্তু সেই পদ গুলোর দায়িত্ব কাদের দিবেন??

তিনি ভাল করে জানেন যে তিনি যেই সব গুহা মানব আর কাউয়ার জাত দের সাথে নিয়ে কাজ করছেন তারা অইসব পদের দায়িত্ব নিয়ে জনগন তো দুরের কথা ,পার্টীর হাতেই হারিকেন ধরিয়ে দিবেন।
তাই যতটা সম্ভব পদ আটকে রেখে জনগনের চিন্তা বাদ দিয়ে আপাতত পার্টি ঠিক রাখতে চাইছেন, যদিও বুমেরাং হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।

২২ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

চাঁদগাজী বলেছেন:


উনার বাবা ও উনি এমনভাবে পার্টি চালায়েছেন, যাতে নতুন কেহ পার্টির দায়িত্ব নেয়ার মতো বড় না হতে পারে; সব বাংগালী দলগুলোতে সেটা চলে আসছে।

২| ২২ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

আশিক আশরাফ রহমান বলেছেন: যেটাকে অসফলতার কারণ হিসেবে চিহ্নিত করলেন, সেটাই এই মেয়াদে আওয়ামীলীগের অনেক সফলতারও কারণ। আরেকটা বিষয়, বর্তমান আওয়ামীলীগে ঠিক কাদের উপর আস্থা রেখে কোন কোন দায়িত্ব শেখ হাসিনা ছেড়ে দিয়ে শেখ হাসিনা নিশ্চিন্ত হতে পারবেন বলে আপনি মনে করেন?

২২ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

চাঁদগাজী বলেছেন:



উনি আও্য়ামী লীগকে যেভাবে পংগু বানায়েছেন, আরো নতুন কইছু দায়িত্ব উনাকে নিতে হবে।

আগামীতে নাহিদকে প্রাইম মিনিস্টার বানায়ে,উনি নিজে লীগকে মানুষ করলে জাতি উপকৃ্ত হবে।

৩| ২২ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

প্রোলার্ড বলেছেন: উনি যখন থাকবেন না তখন আওয়ামী লীগের হাল ধরবে কে ?
০ জয়
০ পুতুল
০ রেহানা
০ ববি
০ টিউলিপ
ইনাদের কারোও কি হাসিনার মত একসেপটেনসি আছে সাধারণ মানুষের কাছে? এদের কেউ কি বাংলাদেশে একাধারে বেশ কিছুদিন থেকেছে জনগনের মন জয় করতে ?

২২ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৯

চাঁদগাজী বলেছেন:


উনার পর, আওয়ামী লীগকে রাজনীতি করতে হবে; তখন পরিবারতন্ত্রের অবসান ঘটবে।

৪| ২২ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: পোষ্টে আলোচনায় গেলাম না। কারণ পর পর দুই দিন আপনার দুটি পোষ্ট গুম হয়েছে! এটি যে হবে না তার নিশ্চয়তা কি?

২২ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৭

চাঁদগাজী বলেছেন:


পোস্ট গুম হয়নি, ওগুলোতে ধর্মীয় বিষয় থাকাতে আমি সরায়ে দিয়েছি; ধর্মীয় ব্যাপারে আমি আলোচনা করতে চাই সীমিতভাবে।

৫| ২২ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শেষ বয়সে এসেও যদি উনার বোধোদয় হয় তাহলে জাতির জন্য মঙ্গল। একই সাথে খালেদা জিয়াকেও নেতৃত্ব ছাড়ার কথা ভাবতে হবে...

২২ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৬

চাঁদগাজী বলেছেন:


বিএনপি'র নেতাদের মাঝে থেকে বেগম জিয়ার অবসরের কথা আসা উচিত। শেখ হাসিনা প্রানের ভয়ে হয়তো কিছুই ছাড়বেন না; আরো আগলে ধরবেন, যেটা ভুল।

৬| ২২ শে জুলাই, ২০১৭ রাত ১০:২৬

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: ২ নম্বরে " আশিক আশরাফ রহমান বলেছেন: যেটাকে অসফলতার কারণ হিসেবে চিহ্নিত করলেন, সেটাই এই মেয়াদে আওয়ামীলীগের অনেক সফলতারও কারণ।"

গুরুত্বপুর্ন দায়িত্ব ছেড়ে উনিনিজে একমিনিটের জন্যও নিরাপদ থাকতেন না, তার পরিনতি বঙ্গবন্ধুর মতই হতো এতদিনে। সৈয়দ আশরাফ সাধে বলেননি, বাঙ্গালী যেমন বীরের জাতি, তেমনি বেঈমানের জাতিও।

যদিও ক্ষমতা একহাতে কুক্ষিগত থাকাটা একটা জাতির বিকাশের জন্য বাধাস্বরুপ। তবে হ্যাঁ, উনার পরে আওয়ামীলীগের ভবিষ্যত অন্ধকার। ব্যাক্তিগতভাবে আমার চাওয়া, উনি যত বেশী দিন পারেন সুস্থ্য থেকে '৭৫ এর পর উল্টোভাবে চলা দেশকে যতটুকু পারেন লাইনে উঠিয়ে যান। পরে লাইনে উঠে গেলে নতুন প্রজন্ম ট্রেনকে ঠিকই চালিয়ে নিয়ে যাবে................

২৩ শে জুলাই, ২০১৭ রাত ১২:১৩

চাঁদগাজী বলেছেন:


২০০৯ সালের পর, উনার দরকার ছিল মানুষকে উনার সাথে যুক্ত করা, অনেক মানুষ শেখ পরিবার নিয়ে হতাশ; কিন্তু তিনি তাঁদেরকে সাথে নিলে দেশ বদলে যেতো; বিএনপি মিএনপি থাকতো না।

৭| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১২:১৭

সনেট কবি বলেছেন: আলোচনা ভাল লাগল।

২৩ শে জুলাই, ২০১৭ রাত ১২:২২

চাঁদগাজী বলেছেন:


লোকজন খুব একটা আলোচনা করতে চাচ্ছেন না; একটু সোজা বিষয় নিয়ে লিখতে হবে, মনে হয়।

৮| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১২:২৯

সনেট কবি বলেছেন: ফেস বুকে আমার এটা ধর্মীয় পোষ্ট চলছে অসংখ্য গ্রুপে সেদিকেও সময় দিতে হচ্ছে। তাই সংক্ষেপে সেরেছি। তবে এর জন্য আপনার স্বকীয়তা হারাবার দরকার নেই।

২৩ শে জুলাই, ২০১৭ রাত ১২:৩৮

চাঁদগাজী বলেছেন:


না, আমি যা ভাবি সেটাই লিখি; আমি দেশের অবস্হা নিয়েই লিখতে পছন্দ করি; কিছু ধর্মীয় পোস্টে আমি কমেন্ট করেছি সম্প্রতি, উনাদের লেখার অবস্হা বুঝার জন্য, রিএ্যাকশন বুঝার জন্য, লেখকদের দক্ষতা বুঝার জন্য।

৯| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১২:৪২

ডঃ এম এ আলী বলেছেন: যত কিছুই বলুন শেখ হাসিনা নোবেলের জন্য মনোনীত হতে যাচ্ছেন বলে দেখা যাচ্ছে !!!

২৩ শে জুলাই, ২০১৭ রাত ১২:৫৫

চাঁদগাজী বলেছেন:


ফিজিক্স, কেমেস্ট্রী, ফিজিওলিজী, অর্থনীতি, কোনটাতে?

১০| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১২:৪৩

সনেট কবি বলেছেন: কিন্তু লেখক আপনাকে দক্ষতা দেখাতে পারেনি। আপনি কি চান সেটা অনেকে বুঝেনা সে জন্যই ভুল বুঝে।

২৩ শে জুলাই, ২০১৭ রাত ১২:৫৬

চাঁদগাজী বলেছেন:


ব্লগে আছেন সবাই, এখান থেকে সবাইকে শিখতে হবে, কিভাবে সঠিকভাবে লিখা যায়।

১১| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১:০৪

ডঃ এম এ আলী বলেছেন: লিংকটা ফলো করে দেখে আসুন তাহলে বুঝতে পারবেন

লিংকটা ফলো করে দেখে আসুন তাহলে বুঝতে পারবেন

২৩ শে জুলাই, ২০১৭ রাত ২:০৪

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে সরকারের টাকায় এরা ভুতের মতো বকছে।

১২| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ২:০৮

কানিজ রিনা বলেছেন: মাননীয় প্রধান মন্ত্রীকে আমি খুব শিঘ্রই একটি
প্রস্তাব পাঠাব চাঁদগাজীকে সাথে নিয়ে দেশ
চালালে দেশের অবস্থার আরও উন্নতি হতে
পারে এতে কোনও সন্দেহ নাই। চাঁদগাজী
আপনি হাতে পায় তেল মাখতে থাকুন। তয়
আপনার ভালচনা লেখায় বেশ সারপদার্থ উঠে
আসে। ভাইরে টিভির টকশো গুলতে যত
ভালচনাই হোক রাজনীতি বিদদের এককান
দিয়ে গিয়ে আর এক কান দিয়ে বেড়িয়ে
যায়। ধন্যবাদ।

২৩ শে জুলাই, ২০১৭ রাত ২:৩৬

চাঁদগাজী বলেছেন:


আমি ব্লগারদের কথা মনে রেখে লিখি

১৩| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ২:২১

গেম চেঞ্জার বলেছেন: প্রোলার্ড বলেছেন: উনি যখন থাকবেন না তখন আওয়ামী লীগের হাল ধরবে কে ?
০ জয়
০ পুতুল
০ রেহানা
০ ববি
০ টিউলিপ


এই কয়েকজন ব্যতীত আর কাউকে কি ১৭ কোটির মধ্যে যোগ্য মনে হয় না?

২৩ শে জুলাই, ২০১৭ রাত ২:৩৮

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা যদি তারেককে রাজনীতি করতে দেন, তখন শেখ পরিবারের কেহ আসার সম্ভাবনা আছে।

১৪| ২৩ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৩০

প্রোলার্ড বলেছেন: কামাল , জামাল থাকতে বঙ্গবন্ধুর পর হাসিনার আসার কথা ছিল না । উনি থাকতেন ওয়াজেদ সাহেবের সাথে । ১৫.০৮.১৯৭৫ এ হাসিনা ছিলেন ওয়াজেদ মিয়ার সাথে জার্মানীতে । বঙ্গবন্ধু মারা যাবার পর আওয়ামীলীগের ডাকসাইটে নেতারা উনার জন্য শোক করার চেয়ে মন্ত্রীত্বের ভাগা নিয়ে বা চাচা আপন প্রাণ বাঁচা নিয়ে ব্যস্ত ছিলেন । জিয়া এসে যখন পিলিটিক্স উন্মুক্ত করে দিলেন তখন আওয়ামী লীগ বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে গিয়েছিল । আওয়ামী লীগকে এক রাখতে ডঃ কামাল হোসেনই হাসিনাকে ভারত থেকে দেশে আনিয়ে ছিলেন। সেই পান্ডারা কিন্তু এখনও আওয়ামী লীগে আছে । ১/১১ এ উনাদের দৌড়ঝাঁপ ভালই দেখেছে আওয়ামী লীগের গ্রাসরুট লেভেলের কর্মীরা।

@ গেম চেন্জার : কাকে আপনার যোগ্য মনে হয় উপরোক্ত ৫ জন বাদে : ব্লগার কলাবাগান / হাসান কালবৈশাখী বা তালপাতার সেপাই কে?

২৩ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৪০

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা সবাইকে পালন করেছেন, সবাইকে কন্ট্রোলে রেখে নিজের সব প্ল্যান কার্যকরী করেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.