![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
আমাদের শুভেচ্ছা রলো সিদ্দিকুরের জন্য; ভারতে উনার চিকিৎসা সফল হোক, সিদ্দিকুরের দৃস্টিশক্তি ফিরে আসুক, এই আশাবাদ করছি আমরা! সিদ্দিকুরকে ভারতে নেয়া হয়েছে; জনগণ তার খরচ বহন করছে; শুনে ভালো লাগলো যে, উনি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র; মনে হয়, রাস্তায় প্রেকটিক্যাল ক্লাশ করার চেস্টা করছিলেন তিনি।
সিদ্দিকুর পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হয়েও বুঝতে পারেননি যে, জাতি উনার খরচ বহন করছেন; সংবাদপত্রে যতটুকু দেখেছি, উনি জাতিকে এজন্য কোনভাবে ধন্যবাদ দেননি; উনি মনে করেছেন, টাকাটা প্রাইম মিনিস্টারের পকেট থেকে দিচ্ছেন; তাই তিনি ভারত থেকে এসে প্রাইম মিনিস্টারের সাথে দেখা করার অভিপ্রায় ব্যক্ত করেছেন! এটা যদি পলিটিক্যাল সায়েন্সের ছাত্রের অবস্হা হয়ে থাকে, শামীম ওসমানের অবস্হা কি?
উনি পলিটিক্যাল সায়েন্সে এ যাবত কত সেমিস্টার শেষ করেছেন কে জানে! তবে, দেশের সামগ্রীক অবস্হা উনি বুঝেন বলে মনে হয় না; আগামীতে ভোট, তাই সরকার নিজের ইমেজ ধরে রাখার জন্য সিদ্দিকুরকে ভারত পাঠাচ্ছে মানুষের টাকায়; সামনে ভোট না থাকলে, সিদ্দিকুরের চিকিৎসা পংগু হাসপাতালেই শেষ হতো।
শেখ হাসিনা মানুষের টাকায় উনাকে ভারত পাঠায়েছে ভালো হলো; সিদ্দিকুরের সাথে চক্ষুমিয়া হাসপাতালের বড় ডাক্তার, এসিসট্যান্ট ডিরেকটরও যাচ্ছে ভারতে; ভালো হলো বউ'এর জন্য জামদানী শাড়ী কেনার সুযোগ পাবেন। কিন্তু শেখ হাসিনা চক্ষুমিয়া হাসপাতেলের ডাক্তারদের প্রশ্ন করেনি, ৪৬ বছরে বাংলাদেশের ডাক্তারেরা ভারতের ডাক্তারদের সমান কিছু শিখতে পারলেন না কেন?
২৭ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮
চাঁদগাজী বলেছেন:
প্রেসিডেন্ট তো সিংগাপুরেই থাকে।
জাতিকে ভয় লাগিয়ে অজাতিতে পরিণত করে দিয়েছে সরকারগুলো; ওরা প্রশাসনের ভয়ে দেশ ছাড়ছে
২| ২৭ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭
আমি চির-দুরন্ত বলেছেন: সিদ্দিককে মারছে পুলিশে, চিকিৎসা করাইবে জনগনের টাকা দিয়া। মাজখান থেকে নির্বাচনের বাজারে ভালো বিজ্ঞাপন দেওয়া হয়ে গেছে।
২৭ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪০
চাঁদগাজী বলেছেন:
এই ধরণের সরকারগুলো মানুষকে জিম্মি করে রাখে; সিদ্দিকুরের অবস্হা দেখে, দরকারেও সহজে কেহ রাস্তায় যাবে না।
৩| ২৭ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অল্প কয়েক দিনের ব্যবধানে আপনার তিনটি পোষ্ট ব্লগ থেকে সরে গেছে! আপনার ব্লগ থেকে সাময়িক বিরতি নেয়া দরকার।
২৭ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮
চাঁদগাজী বলেছেন:
ওগুলো আমি নিজে সরায়েছি, আমার পোস্টগুলো আমার নিজের কাছে ভালো লাগছিো না; আগামীতে আমার পোস্টের সংখ্যা কমে আসবে।
৪| ২৭ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: যে প্রশ্ন করার জন্য চেয়েছিলাম, তা দেখি প্রথম মন্তব্যেই নতুন ভাই করে গেছেন।
কেন আমাদের দেশে তেমন ডাক্তার তৈরি হয়না আজো!! এই প্রশ্ন আমারও অনেক দিনের।
ভালো লাগলো পোষ্ট।
২৭ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৭
চাঁদগাজী বলেছেন:
এখন ডাক্তার হতে লাখ লাখ টাকা লাগছে; ধনীর ছেলেমেয়েরা ডাক্তার হচ্ছে; ওরা লেখাপড়া করে না; বাংলাদেশে যারা ধনী এখন, এদের ৯০% অসৎভাবে ধনী হয়েছে।
৫| ২৭ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৩
তারেক ফাহিম বলেছেন: নির্বাচনী বিজ্ঞাপন
২৭ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৮
চাঁদগাজী বলেছেন:
চোখের বিনিময়ে
৬| ২৭ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৩
সনেট কবি বলেছেন:
চাঁদগাজী
গল্প আর রাজনীতি গাজীর বয়ান
কিছুক্ষেত্রে মন্তব্যের ঝালেতে বেঁহুস
পাঠকেরা ফোঁস ফাঁস করেন অনেকে
তেড়ে ফুড়ে আসে কেহ ধরতে আঁকড়ে।
চাঁদগাজী এসবের থোড়াই কেয়ার
কোনকালে করেছে কি? কেহ কি দেখেছে?
ধর্ম মর্ম বুঝে কম, বিজ্ঞানে অজ্ঞান
গাজীহীন ব্লগপাড়া নিতান্ত শীতল।
ছোট বড় গন্য নেই গাজীর বচনে
ধুয়ে দেয় সকলেরে কথায় কচলে
মহামান্য গুণীজন গাজীতে ‘বেকুব’।
গাজী দেখে বিশ্ব জোড়া বেকুব সাম্রাজ্য
বেকুবের সমারোহে ভরেছে জগত
গাজী বাক্যে বেকুবেরা কি ক্রুদ্ধ যে হয়!
২৭ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৫
চাঁদগাজী বলেছেন:
এখন সনেটের মুল্য বুঝলাম।
আপনি দেশের সাধারণ মানুষকে আপনার কবিতায় বড় স্হান দিন; মানুষগুলোর উপর আলোক পড়ুক। ধন্যবাদ
৭| ২৭ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৪
সনেট কবি বলেছেন: ৪ নং এবং এটি মুছে দিয়েন।
৮| ২৭ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১২
তারেক ফাহিম বলেছেন: চোখের বিনিময়ে না, জনগণের টাকার বিনিময়ে।
২৭ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৬
চাঁদগাজী বলেছেন:
সুন্দর পদ্ধতি, নাগরিকের ছোখ নস্ট করার মতো পুলিশ পালন, ভোটের আগে চিকিৎসা, ভোটের পরে লাথি
৯| ২৭ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৭
সনেট কবি বলেছেন: পোষ্ট খুব ভাল লেগেছে।
২৭ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২১
চাঁদগাজী বলেছেন:
ছেলেটা সামান্য বিষয়ে সঠিকভাবে না ভেবে এত বড় রিস্ক নিলো; এখন যদি দেখতে না পায়, কে ওকে সাহায্য করবে?
১০| ২৭ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৮
কাউয়ার জাত বলেছেন: প্রধানমন্ত্রীর অনেক আচরণই আমাদেরকে "সাপ হইয়া দংশন কর, ওঝা হইয়া ঝাড়ো" গানটির কথা মনে করিয়ে দেয়।
২৭ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৩
চাঁদগাজী বলেছেন:
উনি অনেক ভালো করতে পারতেন, বেকুবদের দেশে উনি অনেক লম্বা সময় পেয়েছিলেন; তেমন কিছু করতে পারেননি, সাপের ভয়েই ছিেলন আজীবন।
১১| ২৭ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২০
বেনামি মানুষ বলেছেন: টাকাটা প্রাইম মিনিস্টারের পকেট থেকে দিচ্ছেন; তাই তিনি ভারত থেকে এসে প্রাইম মিনিস্টারের সাথে দেখা করার অভিপ্রায় ব্যক্ত করেছেন।
টাকাটা আমাদের, জনগণেরই কিন্তু প্রধানমন্ত্রি না বলে দিলে সিদ্দিকুর এটাও পেতো না।
২৭ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৫
চাঁদগাজী বলেছেন:
প্রধানমন্ত্রী না দিলে পাওয়ার ক্থা নয়, সঠিক; মানুষের টাকা কিভাবে খরচ করতে হয়, অতটুকু দক্ষতা আমাদের কোন আমাদের প্রাইম মিনিস্টারের ছিলো না
১২| ২৭ শে জুলাই, ২০১৭ রাত ৮:১৭
ঢাকার লোক বলেছেন: আমাদেরো কিছু দোষ আছে, বিদেশী মাল না হলে পসন্দ হয় না, সেই গল্পের মতো, ডাক্তার যখন বললো লোকাল এনেস্থেসিয়া দিয়ে ফোড়া কাটা হবে তো পয়সাওয়ালা রুগী জিজ্ঞেস করলো "কেন বিদেশী এনেস্থেসিয়া নাই?"
২৭ শে জুলাই, ২০১৭ রাত ৮:২৫
চাঁদগাজী বলেছেন:
এগুলো ১দিনে এই রকম হয়নি; দেশী এনেস্হেসিয়া কিসের থেকে কি বানায়েছিল বুঝা মুসকিল; কারণ, এসব ব্যবসায়ের সাথে যুক্তরা সৎ ছিলো না।
১৩| ২৭ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩৩
জাহিদ হাসান বলেছেন: উনি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র; মনে হয়, রাস্তায় প্রেকটিক্যাল ক্লাশ করার চেস্টা করছিলেন তিনি।
এই লাইন পড়ে বুঝলাম চাদঁগাজী সাহেব আপনি আর মানুষ হলেন না। আফসোস। একটা রাজনৈতিক বিষয়কে কিভাবে রাজনীতির সাথে মিশিয়ে হরলিক্স বানালেন। ছি:
২৭ শে জুলাই, ২০১৭ রাত ৮:৪৩
চাঁদগাজী বলেছেন:
ডাক্তারীতে পড়ানো হয় রোগ নির্ণয় করে ঔষধ দেয়া, বা অন্য যথাযথয় ব্যবস্হা নেয়ার জন্য; সোস্যাল সায়েন্স পড়ানো হয়, সমাজকে বুঝে পদক্ষেপ নেয়ার দক্ষতা বাড়ানোর জন্য; পলিটিক্যাল সায়েন্স পড়ানো হয়, চলমান রাজনীতি বুঝে চলার জন্য।
আপনি সঠিকভাবে বুঝতেছেন কিনা দেখেন, নাকি সিদ্দিকুরের মত অবস্হা?
১৪| ২৭ শে জুলাই, ২০১৭ রাত ৮:৪২
ঢাকার লোক বলেছেন: দেশেও যে ভালো ডাক্তার নেই সবসময় তা নয়, রোগীকে বিদেশে চিকিৎসা করানো এখন একটা সামজিক স্টেটাস সিম্বল হয়ে দাঁড়িয়েছে, It shows you care! অন্যথায় আত্মীয় স্বজন পাড়ার লোক বলবে কেন ভারত নিলে না? কেন সিঙ্গাপুর নিলে না? ইত্যাদি!
২৭ শে জুলাই, ২০১৭ রাত ৯:০০
চাঁদগাজী বলেছেন:
মেডিক্যাল কলেজ, ডাক্তারী পড়ালেখা, হাসপাতাল চলে গেছে অসৎ পরিবারগুলোর হাতে; ষাধারণ মানুষের ছেলেমেয়েরা ওখানে আর নেই
১৫| ২৭ শে জুলাই, ২০১৭ রাত ৯:২৩
ডঃ এম এ আলী বলেছেন: আমাদের দেশের ডাক্তারগনও দক্ষ তবে তারা দেশের বাইরে গেলে সে দক্ষতা ভাল দেখাতে পারেন । মানুষ দেশের বাইরে চিকিৎসার জন্য যায় বিবিধ কারণে , একটি হলো রাজনৈতিক কারণ যেমনটি ঘটেছে সিদ্দিকুরের বেলায় , আর কিছু হলো
টাকা পয়সা ও ক্ষমতার বড়াই ও বিদেশে ঘুরাফেরা এবং সরকারী খরচায় কেনাকাটার সুবিধা নেয়া ।
২৭ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩৪
চাঁদগাজী বলেছেন:
আমেরিকায় বাংগালীরা ডাক্তারেরা ভালো করেনি; সরকারের ভুল কাজে লাগিয়ে পয়সার মালিক হয়েছে।
১৬| ২৭ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কিন্তু শেখ হাসিনা চক্ষুমিয়া হাসপাতেলের ডাক্তারদের প্রশ্ন করেনি, ৪৬ বছরে বাংলাদেশের ডাক্তারেরা ভারতের ডাক্তারদের সমান কিছু শিখতে পারলেন না কেন? দারুন বলেছেন !!!
২৭ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৭
চাঁদগাজী বলেছেন:
কিছু পরিবার মেডিক্যাল কলেজ, হাসপাতাল দখল করে নিয়েছে; ওদের ছেলেমেয়রাই ওগুলোর ডাক্তার
১৭| ২৭ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪৭
সোহানী বলেছেন: ভালো বলেছেন....
২৭ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৯
চাঁদগাজী বলেছেন:
ভাবনা চিন্তাহীন জেনারেশন, চোখ হারায়ে এখন প্রাইম মিনিস্টারকে দেখতে চায়।
১৮| ২৭ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মেডিক্যাল কলেজ এখন প্রায় ৭০ টি...
২৭ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৮
চাঁদগাজী বলেছেন:
বহু জাতীয় বেয়াদব বানাচ্ছে!
১৯| ২৭ শে জুলাই, ২০১৭ রাত ১১:০৭
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: পলিটিক্যাল সায়েন্সে পড়লেও এদেশের সিদ্দিকুর'রা কি অতটা বোধশক্তিসম্পন্ন হয়ে বড় হয়েছে যে, তার এই চিকিৎসার টাকা কোথা হতে এসেছে তা বুঝে ?
আচ্ছা শুনেন, অপটপিকে অন্য একটা কথা বলি, প্রায় বছরখানিক আগে ঢাবি এলাকায় কোন একটা এক্সিডেন্টজনিত কারনে কিছু ঢাবি স্টুডেন্ট কয়েকটা প্রাইভেট কার ভাংচুর করছিলো। দুর্ঘটনাবসত আমিও তখন সেখানে উপস্থিত ছিলাম। পুলিশ এসে ভাংচুর বন্ধ করে সবাইকে সেখানথেকে সরানোর জন্য ব্যাস্ত হয়ে পড়ে। উত্তেজিত স্টুডেন্টদের ভাংচুর একটু স্তিমিত হবার পরে আমি উপস্থিত পরিচিত একজন ছাত্রকে প্রশ্ন করলাম, আচ্ছা বলোতো এই যে গাড়ীগুলি তোমরা যে ভাংলে তাতে কার ক্ষতি হলো বলে মনে হয় ? ছাত্রটির তখনও উত্তেজনার রেশ শেষ হয়নি। সে তড়িৎ উত্তর দিলো গাড়ীওয়ালা টাকাওয়ালাদের। আমি বললাম, যে অন্যায় করেছে তার টিকিটিও তোমরা ছুঁতে পারোনি। তবে নিরপরাধ অন্য গাড়ীগুলি তোমরা ঠিকই ভাংলে। তবে গাড়ীর মালিকের কোন ক্ষতিই হবে না, ক্ষতিটা যা হলো তা হলো তোমার আমার। সে সুধালো, কিভাবে ? বল্লাম গাড়ীর মালিককে ইন্সুরেন্স কোম্পানী ক্ষতিপুরন দিবে। আর এই মালিক সেই টাকায় আমার দেশের শ্রমিকের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রায় আবার নতুন গাড়ী বিদেশ থেকে কিনবে। আর সরকারী বিআরটিসির গাড়িী যদি তোমরা ভাঙ্গো অনেকসময়, সেটি আমাদের ট্যাক্সের টাকায় সরকার আবার কিনে। তার চোখে হতবিহবলতা ও অবিশ্বাসের ছায়া দেখে হতাশা বোধ করছিলাম। দেশের সর্ব্বোচ্চ বিদ্যাপিঠের ম্যাথম্যাটিক্স এ পড়া ছাত্রটির চিন্তার কোয়ালিটি দেখে হতাশা ছাড়া আমার আর কিই বা করার ছিলো বলেনতো........ এই হলো ওভারঅল ছাত্রদের শিক্ষার কোয়ালিটি...........
২৭ শে জুলাই, ২০১৭ রাত ১১:২২
চাঁদগাজী বলেছেন:
আপনার ঘটনা নিশ্চয় প্রমাণ করছে যে, আমাদের ছাত্ররা বাস্তবতার সাথে পরিচিত না; সরকারী অর্থনীতি, ফাইন্যান্স সম্পর্কে এদের কোন ধারণাই নেই।
আমাদের শিক্ষা ব্যবস্হা মানুষকে জীবনমুখী শিক্ষা দিচ্ছে না; সিলেবাস অনুসারে পরীক্ষামুখী করে তুলেছে।
২০| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ১২:৩৯
গেম চেঞ্জার বলেছেন: সিদ্দিকুর যেটা জানে সেটা হলো- প্রধানমন্ত্রীর টাকায়/দয়ায় সে চিকিৎসা পাচ্ছে। জনগণের টাকায় না।
২৮ শে জুলাই, ২০১৭ রাত ২:১৫
চাঁদগাজী বলেছেন:
পিএইচডি থেকে ইডিয়ট, পুরো জাতির একই অবস্হা; সরকারের ডেফিনেশনটাই মগজে ঢুকলো না।
২১| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ১:৪২
ধ্রুবক আলো বলেছেন: আমারও মনে অনেক প্রশ্ন জাগে, কিন্তু এখন আর জিজ্ঞেস করতে ভালো লাগে না।
৪৬ বছরেও আমরা ১৪৬ বছর পেছনে।
সিদ্দিকুর পিলিটিকাল সায়েন্স এর ছাত্র কত সেমিস্টার আর শেষ করবে,? উনি চোখ খুলেই প্রধানমন্ত্রীকে দেখতে চান, এরকম তো খাদিজাও বলেছিলো, নিশ্চই মনে আছে ভাই।
কি আর বলবো!?
২৮ শে জুলাই, ২০১৭ রাত ২:১৮
চাঁদগাজী বলেছেন:
পিএইচডি থেকে প্রফেশানেল, ছাত্র থেকে ইডিয়ট, মনের দিক থেকে কেহই দেশকে জনতার বলে বুঝলো না; ভেবে এসেছে দেশ শেখ হাসিনার, কিংবা বেগম জিয়ার।
২২| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ১:৫০
শৈবাল আহম্মেদ বলেছেন: এসব অবুঝ ছাত্ররা ধর্মান্ধ মানুষগুলোর কপি থেকে,কপি-কপি হয়ে আসছে এবং এদের অনুভূতি শক্তি খুবই কম বা শ্লো।
ধর্মের মূল অর্থটুকু যদি, সৎ পথে চলা-অপরাধ না করা ও নিজের মঙ্গলের পাশাপাশি অন্যের মঙ্গল করা,এভাবেই বুঝে নিত তাহলেও ক্ষতি হত না। কিন্তু ধর্মটাকে যে উল্টো করে নিজেদের সুভিদা মত বুঝে নিয়ে চলছে,সেটাই চরম ভূলের মূল হয়ে দাড়িয়েছে আজ।
২৮ শে জুলাই, ২০১৭ রাত ২:১৯
চাঁদগাজী বলেছেন:
এই ছেলে কি ধর্মীয় রাজনীতির?
২৩| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ৩:৩৮
লেখা পাগলা বলেছেন: ভালো বলেছেন আপনি ভাই ।
২৮ শে জুলাই, ২০১৭ ভোর ৪:০২
চাঁদগাজী বলেছেন:
নিজের নাগরিক অধিকার বুঝতে হবে, মানুষকে, জাতিকে বুঝতে হবে; না হয়, মারাঠারা আমাদের মাথার উপর সব সময় বসে থাকবে।
২৪| ২৮ শে জুলাই, ২০১৭ সকাল ৮:১৮
সাদা মনের মানুষ বলেছেন: এখন দেখছি কথা বলতে হবে খুব মেপে মেপে, কোন কথায় কে কি ব্যখ্যা করবে সেটা তোবলা যায় না। প্রাইম মিনিস্টারের অনিচ্ছা থাকলে জাতির টাকায় উনি বিদেশ যেতে পারতেন না এটা নিশ্চিৎ।
২৮ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৩১
চাঁদগাজী বলেছেন:
মানুষের মনে থাকতে হবে যে, দেশ ও সরকারী প্রতিস্ঠানগুলো জাতীর; নির্বাচিত সরকার হলো সাময়িকভাবে নিযুক্ত পরিচালক; মানুষ দেশের মালিকানা হারায়ে ফেলেছে, মানসিকতা হচ্ছে, আমরা শেখ হাসিনা, কিংংবা বেগম জিয়ার দেশে বসবাস করছি।
২৫| ২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১১:২৭
মোঃ মঈনুদ্দিন বলেছেন: সময়োপযোগী পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনার প্রশ্নটা আমারও। দেশ স্বাদীন হবার এত বছর পরও কেন আমাদের দেশে ইন্ডিয়ার মতো চিকিৎসা দিতে পারে না। অথবা আমাদের দেশের ডাক্তারদের উপর কোন আস্থা নেই। কেন এই আস্থাহীনতা। এর নিরসনে কী কোন পদক্ষেপ নেয়া হয়েছে? কে নিবে? সত্যিইতো। সুতরাং কোন বড়লোক বা মন্ত্রী মিনিস্টারের চিকিৎসা যেন বিদেশের মাটিতে না হয় তা থামাতে পারলেই সব ঠিক হয়ে যাবে। ভালো থাকুন।
২৮ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০১
চাঁদগাজী বলেছেন:
মেডিক্যাল কলেজগুলো ও হাসপাতালের মালিকানা সাধারণ মানুষের হাতে আনার দরকার।
২৬| ২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৪১
টারজান০০০০৭ বলেছেন: সিদ্দিক বুদ্ধিমানের কাজ করিয়াছে ! চাকরির বাজারের যে অবস্থা, যা হওয়ার তাতো হইছেই, চাকরিটা নিশ্চিত করিতে পারিলে গরু মাইরা জুতা দান হইলেও জীবনতো চালাইতে হইবে ! চাঁদগাজী কাকু তো আর সিদ্দিকরে চাকুরী দিবে না !
ধর্মে যাহাদের চুলকানি আছে সেইসব বালেরা যে কইথেকে আসে !
২৮ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০৪
চাঁদগাজী বলেছেন:
আমার মতো সব সাধারণ মানুষকে সবকিছু থেকে বন্চিত করা হয়েছে; আমাদের হাতে চাকুরী নেই। সিদ্দিকের চোখ ঠিক হোক, তার ভবিষ্যত অনিশ্চিত।
ধর্মের প্রভাব পৃথিবীতে বাড়ছে, নাকি কমছে?
২৭| ২৮ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:২২
প্রোলার্ড বলেছেন: যেখানে বাংলাদেশের রাষ্ট্রপতিরাই বাইরের দেশে গিয়ে চিকিৎসা করান একটু হাঁচি কাশি দিলেই সেখানে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা উন্নতি করবে কিভাবে ? কারণ যেখানে উনাদেরই উচিত ছিল দেশেই চিকিৎসা করিয়ে নজির স্থাপন করা সেখানে উনারা চলে যান দেশের বাইরে চিকিৎসা করাতে ( একমাত্র ব্যতিক্রম দেখেছি ওয়াজেদ মিয়াকে)? উনারা দেশেই নিজেদের চিকিৎসা করালে বড় বড় ডাক্তাররা সহ ২য় , ৩য় ও ৪র্থ শ্রেনীর কর্মকর্তা কর্মচারীরা ফাঁপড়ের উপর থাকতো , টাইমলি কাজে আসতো টাইমলি যেত , টাইমলি এটেন্ড করতো।
উনাদের উচিত ছিল জনগনের জন্য সবকিছুর সুবন্দোবস্ত করা সেখানে দেখা যাচ্ছে যে উনারা সবকিছু রেডিমেট পেতে চান।
২৮ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৮
চাঁদগাজী বলেছেন:
সরকার ও দলের বড় বড় নেতা মরেছে বিদেশে; এরা দেশের ডাক্তারদের বিশ্বাস করেনি, সমস্যার সমাধানও করেনি। মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মালিকানা মানুষের হওয়ার দরকার।
২৮| ২৮ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৪
বর্ষন হোমস বলেছেন:
লাস্ট লাইনের প্রশ্নের উত্তর টা আপনার জানা আছে???
২৮ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৬
চাঁদগাজী বলেছেন:
পাকী আমলে যারা ডাক্তার ছিলো, তাদের পরিবারগুলো অনেক টাকার মালিক হয়েছিল; এখন তারা মেডিক্যাল করেজ ও হাসপাতালের মালিক; এরা বিশালভাবে অসৎ; অসতারা কিছু শিখতে চাহে না। এরা নতুন ধনীদের ছেলেমেয়েকে ডাক্তারী পড়ার সুযোগ করে দিচ্ছে, যাদের টাকার অভাব নেই; এদের অনেকেই কাজই করতে চাহে না।
২৯| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪১
মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: জীবনমুখি শিক্ষা অতিব প্রয়োজন রহিয়াছে, তবে গাজী সাহেব, আপনার লেখার খুবই স্পষ্ট হয়েছে, আপনাকে ধন্যবাদ।
২৮ শে জুলাই, ২০১৭ রাত ১১:৩৪
চাঁদগাজী বলেছেন:
এখন বিশ্বের বিশাল প্রতিযোগীতায় টিকে থাকার জন্য জীবনমুখী ও টেকনোলোজীক্যাল শিক্ষার দরকার।
৩০| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ১২:১১
রাজীব নুর বলেছেন: এত বড় একটা ধাক্কা খেয়ে, সিদ্দিক ঘোরের মধ্যে আছে।
যাই হোক, যে পুলিশটি এই কাজ করেছে- তার খবর কি?
২৯ শে জুলাই, ২০১৭ রাত ১:১৬
চাঁদগাজী বলেছেন:
৮০ হাজার পুলিশ বাহিনীটা ডাকাত থেকে বেশী ভয়ংকর
৩১| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ১২:২১
blogermassud বলেছেন: কিছু বলার শুধু দেখে যান, বাইসকুপ,আর ডিস্কো নাচ । আপনি ইদানিং পোস্টের মান ভালো ধলছেন ।
২৯ শে জুলাই, ২০১৭ রাত ১:১৭
চাঁদগাজী বলেছেন:
পোস্টর বক্তব্যের মানের জন্য বলগারদের মতামতের উপর নির্ভর করছই।
৩২| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ১:২০
আবদুল মমিন বলেছেন: শেখ হাসিনা মানুষের টাকায় উনাকে ভারত পাঠায়েছে ভালো হলো; সিদ্দিকুরের সাথে চক্ষুমিয়া হাসপাতালের বড় ডাক্তার, এসিসট্যান্ট ডিরেকটরও যাচ্ছে ভারতে; ভালো হলো বউ'এর জন্য জামদানী শাড়ী কেনার সুযোগ পাবেন। কিন্তু শেখ হাসিনা চক্ষুমিয়া হাসপাতেলের ডাক্তারদের প্রশ্ন করেনি, ৪৬ বছরে বাংলাদেশের ডাক্তারেরা ভারতের ডাক্তারদের সমান কিছু শিখতে পারলেন না কেন
২৯ শে জুলাই, ২০১৭ রাত ১:৩৭
চাঁদগাজী বলেছেন:
ডাক্তারদের মানুষ ভয় পায়, ইন্জিনিয়ারেরা পদ্মাসেতু বানাতে পারে না; ব্যুরোক্রেটরা ইংরেজীতে কথা বলতে পারে না; সব ডোডগুলো নীচু মানের
৩৩| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ১:৫৯
ব্লগ মাস্টার বলেছেন: এসব বলে লেখে ব্লগে কোন লাভ নাই । কারন প্রধান মন্ত্রী দেশ নেত্রী শেখ হাসিনা এসব লেখা পড়েন না ।
২৯ শে জুলাই, ২০১৭ রাত ২:০৪
চাঁদগাজী বলেছেন:
পড়েন না, এটাই ভালো। পড়লে বুঝতেন না; তখন নতুন সমস্যা দেখা দিতো
৩৪| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ১:৫৩
এম আর তালুকদার বলেছেন: অসংখ৽ ধন৽বাদ এই সুন্দর পোস্টটির জন৽।
৩১ শে জুলাই, ২০১৭ রাত ৮:১১
চাঁদগাজী বলেছেন:
চেস্টা করছি বুঝার জন্য
৩৫| ৩১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
সিদ্দিকুর পলিটিক্স সায়েন্সের ছাত্র তবে সে পলিটিক্সের প ও বুঝেনা।
এর মূলে আমাদের নাবালক শিক্ষাব্যবস্থা ও শিক্ষকরাই দায়ী।
৩১ শে জুলাই, ২০১৭ রাত ৮:১১
চাঁদগাজী বলেছেন:
সে নিশ্চয়ই প্রশ্ন-ফাঁসের জন্য অপেক্ষায় ছিলো।
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪
নতুন বলেছেন: কিন্তু শেখ হাসিনা চক্ষুমিয়া হাসপাতেলের ডাক্তারদের প্রশ্ন করেনি, ৪৬ বছরে বাংলাদেশের ডাক্তারেরা ভারতের ডাক্তারদের সমান কিছু শিখতে পারলেন না কেন?
এই প্রশ্নটা জাতি কেন করছেনা।
সকল নেতা/সরকারী লোকের বাইরে চিকিতসা বন্ধ করলে... ৫ বছরেই সব ঠিক হবে।