নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

৪৭ বছর পর, নেতাহীন অবস্হায়, আমরা নিজেরা কি স্বপ্ন দেখতে পারি?

০২ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬



অবশ্যই পারবো! শেখ সাহেব, মওলানা ভাসানী, তাজুদ্দিন সাহেব নেই; এরশাদ, বেগম জিয়া ও শেখ হাসিনাকে হিসেবে না রেখে, ৪৭ বছর পর, আমরা সাধারণ মানুষেরা কি ভালো থাকার স্বপ্ন দেখতে পারি? আসলেই সবকিছুই সম্ভব। শেখ সাহেব ও মওলানা ভাসানীরা সব সময় আসেন না; কিন্তু সাধারণ মানুষ সব সময় আছে, থাকবে! নেতার দরকার হয় নতুন পথে চলার জন্য; কিন্তু পরিস্হিতি অনেক সময় নেতার আবির্ভাবকে সুগম করে না; তখন সাধারণ মানুষের জন্য একমাত্র পথ হলো, নিজের সর্বাধিক দক্ষতা ও ভাবনাকে কাজে লাগিয়ে সঠিক পথ বের করা।

আমরা স্বাধীন; কিন্তু মৌলিক অধিকারের প্রাপ্যটুকু সবাই নিজের অধিকারের ভিত্তিতে পাচ্ছেন না; যেমন শিক্ষা, শিক্ষা সবার জন্য ফ্রি করা সম্ভব ছিলো, শিক্ষাকে পণ্য বানায়ে, সেই সেক্টরে হাজার কোটিপতি তৈরি করার দরকার ছিলো না; দেখেছেন, বগুড়ার মেয়েটি কলেজে ভর্তি হতে পারলো না, উল্টা দুষ্ট লোকের হাতে নিপীড়িত হলো; মেয়ের পুরো পরিবার নিপীড়িত হলো! আরেকদিকে দেখেন, মোটামুটি অথর্ব মন্ত্রী দিলিপ বড়ুয়ার ৩ মেয়ে বিদেশে ডাক্তার হয়েছে; ওরা কি আওয়ামী, বিএনপি, শিবিরের ক্যাডারদের কাছে গিয়েছিল? এমন কি তারা দেশেও ফেরত আসবে না। প্রতিটি মানুষকে কি আমরা ফ্রি পড়াতে পারবো না? আমাদের সেই সম্পদ নেই? অবশ্যই আছে; শেখ হাসিনা ও নাহিদ সেই সম্পদ বুঝার মতো অবস্হানে নেই; নাকি আপনার অবস্হাও নাহিদ সাহেবের মতো, ত্রা লা লা?

খাদ্যে ভেজাল ও বিষ মেশানো এখন আমাদের জাতীয় দক্ষতা; বিষাক্ত খাবার খেলে মানুষ কতদিন বাঁচবে, তাদের স্বাস্হ্য কেমন থাকবে? ইহুদীরা খাদ্যের ব্যাপারে খুবই হুশিয়ার; ওদের হালালকে বলা হয় "কোশের"; ওদের হালাল সায়েন্টিফিক্যালী হালাল। জেনেটিক্যালী ইহুদীদের অনেক সমস্যা আছে; তারা যদি সুখাদ্য না খেতেন, উনারা বিলুপ্ত হয়ে যেতেন। খাদ্যে বিষ মেশানো, ভেজাল মিশানো কি বন্ধ করা সম্ভব? আমি বলবো, ইহা বন্ধ করা জনতার জন্য ১০ দিনের ব্যাপার। ভালো খাদ্য না হলে আমরা দুর্বল জাতি।

আমাদের লোক সংখ্যা বেশী, এদের শ্রমের মুল্য কম; শ্রমের মুল্য কম মানে জীবনের মান কম, এদেরকে বস্তিতে থাকতে হচ্ছে, বিষাক্ত খাবার খেতে হচ্ছে! এদের দক্ষতা বাড়ালে শ্রমের দাম বাড়বে, জীবনের মান বাড়বে; একজন মানুষের দক্ষতা বাড়াতে গড়ে সময় লাগার কথা ৬ মাস; আমরা একজন মানুষকে ৬ মাস ট্রেনিং দিতে পারবো না? অবশ্যই পারবো, আমাদের সেই সম্পদ ও রিসোর্স আছে।

আমরা শিক্ষিতরা বসে, জাতির জন্য একটা রোডম্যাপ তৈরি করতে পারবো? অবশ্যই পারবো; সেই রোডম্যাপ আমাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করবে।

মন্তব্য ৯৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৯৪) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

বারাক ওসামা বিন পুতিন বলেছেন: আমরা শিক্ষিতরা বসে, জাতির জন্য একটা রোডম্যাপ তৈরি করতে পারবো, অবশ্যই পারবো; সেই রোডম্যাপ আমাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করবে।

শিক্ষিতদের তালিকা করেন তো দেখি , তার মধ্যে কে কে থাকতে পারে? রাষ্ট্র চালনায় জড়িতদের মধ্যে থেকে কে কে আস্তে পারে এই তালিকায়?

০২ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

চাঁদগাজী বলেছেন:


আপনি যদি থাকেন, এখন ২ জন হলো; তালিকা অনেক বড় হবে, অনেক বাংগালী এখন ভালোই শিক্ষিত

২| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:০০

বারাক ওসামা বিন পুতিন বলেছেন: তাহলে এমন একটা উদ্যোগ শুরু করেন যাতে সাধারন মানুষের সপ্ন বাস্তবায়ন হয়। শুরু করে দিলে কেউ না কেউ শেষ করবেই। আমরা না পারি পরবর্তি প্রজন্ম তো এর ফলাফল পাবে। অনেক আছে যারা দেশের জন্য চিন্তিত তাদের একত্রিত করে তাদের সাজেশন্স নেয়ার প্লাটফর্ম তৈরি করলে সাফল্য আসবেই। সামু থেকেই শুরু করে দেই।

০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:০৬

চাঁদগাজী বলেছেন:


এগুলো সামু থেকে করা সম্ভব নয়; শুরু করবো আমরা সবাই মিলে; সময় হয়েছে।

৩| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অবশ্যই সম্ভব। হবে ছাত্রনেতা যারা এখন বয়স্ক নেতা হয়েছেন তারা এটা হতে দিবে না। ফরমালিন মেশানোর জন্য কয়জনের জেল হয়েছিল?

০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:১৬

চাঁদগাজী বলেছেন:



ছাত্রনেতারা ছাত্রনেতা; তারা বর্তমান অবস্হা ধরে রাখতে চাইবে; তবে, তারা সব সময় অসফলতার প্রতীক; ওরা অসফল হবে শীঘ্রই।

৪| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:১৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অবশ্যই সম্ভব। তবে ছাত্রনেতা যারা এখন বয়স্ক নেতা হয়েছেন তারা এটা হতে দিবে না। ফরমালিন মেশানোর জন্য কয়জনের জেল হয়েছিল?

০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:১৭

চাঁদগাজী বলেছেন:


পুলিশ ও বিচারকেরা ঘুষ নিচ্ছে ফরমালিন ও কেমিক্যাল ব্যবসায়ী ও ব্যবহারকারীদের থেকে

৫| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ব্যপারটা মানসিকতা মনে হয়। একই মানুষ বিদেশে গেলে আইন মানে, এখানে মানবে না কেন? একই পুলিশ বাইরে সুনাম অর্জন করে এখানে করে না কেন? একই পুলিশ আর্মির আমলে দক্ষ হয়ে যায় আর হাসিনা খালেদার আমলে অদক্ষ হয় কেন?

০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:৩৪

চাঁদগাজী বলেছেন:

বাংগালী পুলিশ বাইরের দেশে নাম করেনি; ওরা ওখানে ভয়ে চুপ করে থাকে, এটাই নামের কারণ।
বাংগালী পুলিশ লোক্যাল দরিদ্রদের ক্ষতি করেছে, দরিদ্র মেয়েদের উপর সুযোগ নিয়েছে; অনেক অভিযোগ আছে। অন্যদেশ জনশক্তি দিতে পারে না, সেটাই বাংগালীদের নেয়ার কারণ।

বাংলাদেশের পুলিশকে ডাকাত বলাই ঠিক হবে।

৬| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:৪০

রাজীব নুর বলেছেন: ছাত্রলীগ এব্যাপারে ভূমিকা রেখে, তাদের অনেক দোষ কাটান দিতে পারে।

০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:৫৭

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেব জাতির ক্ষতি করেছেন ছাত্রলীগ শুরু করে, এবং ১৯৭২ সালে উহাকে বন্ধ না করে; ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য জনতাকে সংগ্রামে নামতে হবে।

৭| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:৪১

ডঃ এম এ আলী বলেছেন: অসাধারণ গঠনমুলক লেখাটির জন্য অভিনন্দন রইল ।
লেখাটি স্বব্যখ্যাত ।

০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:৫৮

চাঁদগাজী বলেছেন:


শিক্ষিতদের এদিকে নজর দিতে হবে; তাদেরকে সাধারণ মানুষের ভার ও দায়িত্ব নিতে হবে।

৮| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ৯:০৯

ডঃ এম এ আলী বলেছেন: সঠিক কথা বলেছেন ।

০২ রা আগস্ট, ২০১৭ রাত ৯:১৩

চাঁদগাজী বলেছেন:



দেখা যাক আমাদের শিক্ষিতরা কতদিন শামীম ওসমান, হাজী সেলিমের অধীনে থাকতে চায়।

৯| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ৯:২২

প্রোলার্ড বলেছেন:

ইনাকে পছন্দ হয় না ? হাসুবুর যোগ্য উত্তরসূরি হিসেবে উনি গড়ে উঠছেন।

০২ রা আগস্ট, ২০১৭ রাত ৯:৩৬

চাঁদগাজী বলেছেন:


এদের সকল স্বপ্ন পুরণ হয়েছে, কিছুই বাকী নেই; এদের নতুন কোন স্বপ্ন নেই; যাদের স্বপ্ন পুরণ হয়নি, তাদের কথা ভাবতে হবে, তাদের ভার বইতে হবে।

১০| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১২:১০

শাহিন-৯৯ বলেছেন: কিছু দিন পর দেখবেন শিক্ষিত দল আর শিক্ষিত লীগ নামে ভাগ হয়ে গেছে ৷

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১:১০

চাঁদগাজী বলেছেন:


ম্যাঁও প্যাঁও শিক্ষিত, নকলবাজ, প্রশ্ন-ফাঁসরা কোন কাজে লাগবে না; আসল শিক্ষিতরা বিশ্বকে সামনে নিচ্ছে, বাংলাকে নেবে।

১১| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১২:১৩

স্বতু সাঁই বলেছেন: আগে ঘুষ বন্ধের কার্যক্রম হাতে নিয়ে দেখুন কতো দিন লাগে। তারপর বুঝতে পারবেন, সব ঠিক করতে কতোদিন লাগে।

সুইজাল্যাণ্ড নাকি সভ্য জাতি। আবার চোর বাটপারের অবৈধ অর্থ সঞ্চয়ে সহায়তা করে। এ যেন চোরের সাক্ষী গাঁটকাটা। কাকে সভ্য বলবেন, আর কাকে অসভ্য?!

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১:১৯

চাঁদগাজী বলেছেন:



মনে হয়, সুইজাল্যাণ্ডের উপর চাপ সৃস্টি করা সম্ভব।

ঘুষ কঠিন বিষয়, এতা ক্যাপিটেলিজমের একটা বাই-প্রোডাক্ট; তবে, সাধারণ মানুষে চাইলে হ্যান্ডল করা সম্ভব হবে।

১২| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১২:১৫

আবদুল মমিন বলেছেন: অন্তর থেকেই সমর্থন করলাম ।

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১:১২

চাঁদগাজী বলেছেন:



আমাদের নিজের চেস্টা নিজেই করে দেখতে হবে।

১৩| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১২:৩৩

সচেতনহ্যাপী বলেছেন: সাধারন মানুষ বরাবরই ভাল থাকার স্বপ্ন দেখে কিন্তু কথা হলো তাদের ভিতর থেকে কোন নেতা আসে না।। আসতে দেয়া হয় না।। ফলাফল তাদের স্বপ্ন অধরাাই থেকে যায়।

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১:১২

চাঁদগাজী বলেছেন:



এখন নেতা মেলা সহজ হবে না, নিজেদের মাথা খাটাতে হবে। শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেবের অসফলতার পর, নেতার দরকার আছে বলেও মনে হচ্ছে না।

১৪| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১:১৮

সচেতনহ্যাপী বলেছেন: নিজেদের মাথা খাটাতে হবে। খাটাত গেলে যে তাই থাকবে না :-P ।। বলেইছি তো B:-/

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১:২৪

চাঁদগাজী বলেছেন:


বাধা আছে, বাধা থাকবে; চেস্টাও চলতে থাকবে।

১৫| ০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ৭:২৮

ঠ্যঠা মফিজ বলেছেন: অবশ্যই সম্ভব। চেস্টা থাকলে সবই সম্ভব ।

০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ৮:০৭

চাঁদগাজী বলেছেন:



এটাই হয়তো একনাত্র পথ আগামী কিছু সময়ের জন্য।

১৬| ০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ৭:৩৪

ফেল কড়ি মাখ তেল বলেছেন: চাঁদ দাদু অশিক্ষিত দেশে গনতন্ত পারমামবিক বোমার, এর বিস্ফোরণ এখন দেশের সর্বস্তরে।

০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ৮:০৬

চাঁদগাজী বলেছেন:


আপনার কথা পরিস্কার নয়। পোস্ট লেখেন

১৭| ০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ৮:২২

ফেল কড়ি মাখ তেল বলেছেন: আপনি কি কাজ করেন? সারাদিন তো ব্লগে পড়ে থাকেন? ব্লগ লিখে টাকা আয় করেন নাকি?

০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ৮:৩৯

চাঁদগাজী বলেছেন:


পোস্ট লিখে আমি আয় করি না এখন; আমি চাইলে, পোস্ট লিখেও আয় করতে পারবো।

১৮| ০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ৮:৪৬

ফেল কড়ি মাখ তেল বলেছেন: জি আপনি আয় করতে পারবেন আবার পোস্ট পছন্দ নাহ হলে পাবলিকের ধোলাই ও খাইতে পারেন।

০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ৯:২০

চাঁদগাজী বলেছেন:


আপনি পোস্ট লেখার পর আপনার কথার দাম বাড়বে, এখন যা বলছেন, এগুলোর কোন মুল্য নেই!

১৯| ০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ১০:১৭

রক বেনন বলেছেন: সবার আগে কিছু আগাছা উপড়ে ফেলতে হবে চিরতরে। উপড়ে ফেলে রোদে শুকিয়ে আগুনে পুড়িয়ে ফেলতে হবে। তাহলেই বাকি ফসল যেমন রক্ষা পাবে তেমনি ফসলের দাম ও পাওয়া যাবে।

০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৮

চাঁদগাজী বলেছেন:


কিছু শিক্ষিতকে জাতির বেলায় ঐক্যে আসতে হবে।

২০| ০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ১০:২১

রক বেনন বলেছেন: একজন মানুষের দক্ষতা বাড়াতে গড়ে সময় লাগার কথা ৬ মাস; আমরা একজন মানুষকে ৬ মাস ট্রেনিং দিতে পারবো না? অবশ্যই পারবো, আমাদের সেই সম্পদ ও রিসোর্স আছে।

এই কথার সাথে আমিও একমত। কিন্তু এটা এদেশে কোনদিন হবে বলে মনে হয়না।

০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৯

চাঁদগাজী বলেছেন:



সরকার মানুষের সামান্য অধিকারটুকু খেয়ে বসে আছে; পড়ালেখা করতে দেয়নি, সামান্য ট্রেনিংও দিতে চাহে না

২১| ০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ১০:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: রক বেননের সাথে একমত। কিছু ক'রতে হ'লে প্রচলিত অনিয়মগুলো আগে ভাঙতে হবে

০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪০

চাঁদগাজী বলেছেন:



আমাদেরর সামনে সিংগাপুর, হংকং, মালয়েশিয়া উদাহরণ

২২| ০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ১০:৪২

ইঞ্জিন সাবের আসল চেহারা বাইর হয়া গেছেগা বলেছেন:

০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৭

চাঁদগাজী বলেছেন:



নতুন নিক খুলে পোস্টে অপ্রয়োজনীয় কমেন্ট করলে ব্লগের সৌন্দয্য নস্ট হয়; ব্লগ হচ্ছে সভ্যতার অবদান, সেদিকে খেয়াল রাখুন।

২৩| ০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:২২

ধ্রুবক আলো বলেছেন: সেই লোকটাকে দেখতেছিনা কই সে, পোষ্ট প্রিয়তে রাখলোনা এখনোও!!

০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৪

চাঁদগাজী বলেছেন:



কোন ব্লগারের কথা বলছেন?

২৪| ০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৩

বিজন রয় বলেছেন: আমি তো আপনাকে বাংলাদেশে আর কোন স্বপ্ন দেখা ঠিক হবে না।

০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩০

চাঁদগাজী বলেছেন:


আমাদের শক্তি আছে, কাজে লাগানো হচ্ছে না

২৫| ০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৪

ধ্রুবক আলো বলেছেন: ঐযে বললেন জনতার পক্ষে ১০ দিনে সব ঠিক করা সম্ভব। আগে এই জনতাকে ঠিক করবে কে?!
মন্ত্রীর ছেলেমেয়ে সবই বিদেশে লেখা পড়া করে, আর দেশে ফিরে আসে না, মাননীয়া প্রধান মন্ত্রীর ছেলে মেয়ে কিন্তু দেশে থাকে না, আর ফিরবেওনা। তারা তো আর ভেজাল খায় না, ঢাকার জলাবদ্ধ রাস্তায় চলাফেরা করে স্কুল ভার্সিটিতে যায় নাই!!

০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪২

চাঁদগাজী বলেছেন:



সরকার ও প্রশাসনের লোকদের ছেলেমেয়ে ও পরিবার বিদেশের সুযোগ নেয়াতে, সরকার ও প্রশাসন দেশের কথা ভাবাছে না।

২৬| ০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৭

ধ্রুবক আলো বলেছেন: আর গাজী ভাই আপনি সিনিয়র ভাই তবুও একটা ফ্রি পরামর্শ দেই, সব পোস্টে কমেন্ট কইরেন না!!

০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৩

চাঁদগাজী বলেছেন:


ওকে

২৭| ০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:০০

ফেল কড়ি মাখ তেল বলেছেন: সব ব্যপারে পাকনামি আপনার একটা বদ অভ্যাস।

বয়স ৬৫, কথাবার্তা ১৫ বছরের পোলাপানের মত। যুগের সাথে তাল মিলায়ে চলতে শিখেন,বেশি বুঝা, বেশি জানা ভাল নাহ। সক্রেটিস, গ্যলিলিউ তাদের যুগ থেকে বেশি জাইনা পড়ে, মাইর খাইয়া মরতে হইছে। তাই আপনার জন্য বড় চিন্তা হয়????

০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৮

চাঁদগাজী বলেছেন:


আমরা সবাই সবকিছুকে একইভাবে দেখছি না।

২৮| ০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:২৭

ব্লগ সার্চম্যান বলেছেন: আপনার চিন্তা ভাবনা ভালো কিন্ত কাজ হবে বলে মনে হয়না ।
২৮ নং মন্তব্য ধ্রুবক আলো ভাই ফ্রি হলেও পরামর্শটা কিন্ত খারাপ দেয় নাই আপনারে ।
একটু বুঝে চলার চেস্টা করুন ।

০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৪

চাঁদগাজী বলেছেন:


ওকে।

জাতির স্বার্থে শিক্ষিতদের একাংশ যদি ঐক্যে আসেন, অনেক সমস্যার সমাধান পাওয়া যাবে।

২৯| ০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ২:০৮

মিন্টু ভাই বলেছেন: ভালো বলেছেন কিন্ত কে শুনে কার কথা সবাই ক্ষমতা নিয়ে ব্যস্ত ।

০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৫

চাঁদগাজী বলেছেন:


ক্ষমতাহীনদের ঐক্যের দরকার।

৩০| ০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৬

রাতু০১ বলেছেন: আশা নিয়েই আছি আমরা কিন্তু এটা কষ্টসাধ্য।

০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৬

চাঁদগাজী বলেছেন:


শিক্ষিতরা সঠিক পদক্ষেপ নিলে, সব দেয়াল ভেংগে পড়বে।

৩১| ০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৩:১১

ধ্রুবক আলো বলেছেন: ব্রাহ্মণপাড়ায় ৪৩ বছর যাবত পানি ভেঙে স্কুলে যায় শিক্ষার্থীরা

০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৯

চাঁদগাজী বলেছেন:


অবস্হা পুরো জাতির জন্য বেদনাদায়ক; আসলে জাতিও কিছু ভাবাছে না

৩২| ০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: :(

০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৭

চাঁদগাজী বলেছেন:


সম্ভব, অসম্ভব?

৩৩| ০৩ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

সনেট কবি বলেছেন: খুব ভাল লিখেছেন।

০৩ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২০

চাঁদগাজী বলেছেন:


আমাদের দৃস্টিসীমার মাঝে কোন দল বা নেতা নেই; কিন্তু মানুষকে মানুষের মতো বাঁচতে হবে।

৩৪| ০৩ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

জাহিদ অনিক বলেছেন: শিক্ষিত সমাজ কথা বলতে ভয় পায় । ভয় না পাওয়ার কারন নেই । ছত্রিশ ঘা কে খেতে চায় !

০৩ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা চায় যে, সবাই উনার থেকে কম জানুক, কম বুঝুক

৩৫| ০৩ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

সনেট কবি বলেছেন:



চাঁদগাজী

চাঁদের আলোয় মিটে আঁধারের কণা
পেঁচক লাগায় প্যাঁচ সে আলো বিনাশে
তারতো আঁধার পানে চিরন্তন প্রেম
আলোয় অসহ্য লাগে পেঁচক কূলেতে।
মানুষ মরছে যেথা নিরন্ত ক্ষুধায়
সেখানে লোভিরা খায় রাক্ষসের মত,
শয়তান খুশী হয় দুঃখির দুঃখেতে
সেকথা মানুষ কেন বুঝেনা এখনো?

আল্লাহর সন্তুটিতো দরিদ্র সহায়ে
মুসলীম সেকথা কি ভুলেই গিয়েছে?
অথচ এ চাঁদগাজী দারিদ্র তাড়াতে
অবিরাম পথখুঁজে করছে সুকাজ।
ভুল কিছু থাকে সব মানুষের মাঝে
তবে কারো ভাল কাজে অবহেলা নয়।

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৮:৪৯

চাঁদগাজী বলেছেন:


আমরা অনেক দেখেছি, অনেক বুঝেছি; সবকিছু আমাদের নিজেকেই করতে হবে।

৩৬| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৮:১৪

এডওয়ার্ড মায়া বলেছেন: বাংলাদেশ একমাত্র দেশ যারা শিক্ষাকে পন্য বানিয়ে ব্যবসা জমাতে পারছেন না।
সস্তা পন্য কেউ নিতে আগ্রহী না।তাই মালুশিয়া,ইন্ডিয়া চলে যাচ্ছে
আফসোস !

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৮:৪৭

চাঁদগাজী বলেছেন:


আমাদের উচিত ছিলো, সব শহরে, সব উপজেলায়, বড় পাবলিক ইউনিভার্সিটিগুলো ক্যাম্পাসনখোলা

৩৭| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৮:৫৪

এডওয়ার্ড মায়া বলেছেন: আমাদের উচিত ছিলো, সব শহরে, সব উপজেলায়, বড় পাবলিক ইউনিভার্সিটিগুলো ক্যাম্পাসনখোলা

প্রকল্প হাতে আছে শুনেছি -
সেটা করতে আরো ২০ বছর
যেকোন সর্কার দেশের প্রয়োজনটা দেরিতে বোঝে-ফ্লাইওভার,মেট্রোরেল,খাল খোজে বের করা,নতুন নগরায়ন তৈরি ইত্যাদি,ইত্যাদি

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৯:১৮

চাঁদগাজী বলেছেন:


ইউনিভার্সিটির স্যাটেলাইট ক্যাম্পাস করতে ১০ দিন লাগার কথা

৩৮| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৯:২১

শামচুল হক বলেছেন: গঠনমূলক লেখার জন্য অভিনন্দন।

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৯:৪৯

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, ব্লগারেরা যদি কোনরূপ আইডিয়া পেয়ে থাকেন, আমি ভালো অনুভব করবো।

৩৯| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১০:০৫

দেশী পোলা বলেছেন: ভবিষ্যত নেতৃত্বে শিক্ষিতা মেয়েদের আসতে দিলেই ভাল হবে, মহিলা নেত্রীরা গুছিয়ে কাজ করে। ছেলেরা করে মারামারি

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১০:৪৭

চাঁদগাজী বলেছেন:



মেয়েরা কাজের বেলায় দক্ষ ম্যানেজার; তবে, শেখ হাসিনার বেলায় তা ঘটেনি।

৪০| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১১:০২

প্রামানিক বলেছেন: গঠনমূলক লেখা।

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১২:০৭

চাঁদগাজী বলেছেন:


সাধারণ মানুষজন এগুলো পড়ার সম্ভাবনা আছে?

৪১| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১:০৮

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: সহমত জানালাম, তবে বাস্তবতা বড়ই নির্মম। পুঁজিবাদের বাইপ্রোডাক্ট হিসেবে প্রতিটি মানুষের ভিতরে এখন "আমি আর টাকা" এই দুটির বাইরে আর কিছুই নাই...........সমাজ ভাবনাতো অনেক দুর-কি-বাত..........

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১:৩৪

চাঁদগাজী বলেছেন:


বেশীর ভাগেরই অবস্হা খারাপ; ওরা সমানে দেখে না। কিন্তু সব সময় কিছু মানুষ সবার জন্য ভাবে; এদের সংখ্যাও কম নয়

৪২| ০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৫:২২

শায়মা বলেছেন: Click This Link


ভাইয়া উপরের পোস্টের শিরোনাম পড়ে আমি ভেবেছিলাম তুমি ঢাকায় .......

০৪ ঠা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

চাঁদগাজী বলেছেন:


আমিও মাঝে মাঝে ভুল পড়ে ফেলি, সমস্যা

৪৩| ০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৩

সোহানী বলেছেন: হয়তো তাই.... কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে?

০৪ ঠা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১০

চাঁদগাজী বলেছেন:


আপনি এই প্রশ্ন করছেন? আমাদের সব আশা ধুলায় মিশায়েছেন আপনি! আপনার উপর আমাদের আশা আছে

৪৪| ০৪ ঠা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

শায়মা বলেছেন: ০৪ ঠা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৮ ০
লেখক বলেছেন:


আমিও মাঝে মাঝে ভুল পড়ে ফেলি, সমস্যা

কি আর করা ভাইয়া!!!!

সারাক্ষন সকলে তোমার নাম যেমনে জপে!!!!!!!!! হা হা হা হা

০৪ ঠা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

চাঁদগাজী বলেছেন:


হাতে কিছু সময় আছে, ব্লগেই ব্যয় করছি; মাস খানেক পরে, হাতের সময় কমে আসবে।

৪৫| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৮:০০

টারজান০০০০৭ বলেছেন: জাতি বহুবার স্বপ্ন দেখিয়াছে , সব স্বপ্নই সপ্নদোষে পরিণত হইয়া দেশ ভাসাইয়াছে! তাই জাতি আর স্বপ্ন দেখিতে চায় না। জাগিয়াই ভবিষ্যৎ দেখিতে চায়। আপনি বড়োজোর দিবাস্বপ্ন দেখাইতে পারেন , যেন স্বপ্নদোষ না হয় !

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৯:০০

চাঁদগাজী বলেছেন:


আজকের এই বিশ্বে টিকে থেকে, শান্তি চেস্টা করাই মানব সভ্যতার ইতিহাস।

৪৬| ০৫ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:৪৬

সোহানী বলেছেন: হায় হায় এইটা কি বল্লেন গাজী ভাই........ আমি আবার কার আশায় ধুলায় মিশিয়েছি!!!!! কেমনে !!! কিভাবে !!!!!!!!!

০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৩২

চাঁদগাজী বলেছেন:



ভাবছিলাম, ঘন্টার বাঁধার ভারটা আপনি নেবেন

৪৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৩

বিদেশে কামলা খাটি বলেছেন: এবার বাংলাদেশ দূতাবাসে ঢুকতে প্রবেশ ফি!

মালয়েশিয়াতে বাংলাদেশের একটি দূতাবাস আছে। এটা হয়তো আপনারা অনেকেই জানেন। কিন্তু আপনারা অনেকেই যে তথ্যটি জানেন না তা হলো যে, এই দূতাবাসে আপনি কোন কাজের জন্য প্রবেশ করতে চাইলে টিকিট কেটে প্রবেশ করতে হবে। যেমন করে বাংলাদেশে সিনেমা হলে টিকিট কেটে ঢুকতেন। তবে এখানে সিনেমা হলের মতো ডিসি, প্রথম শ্রেণী না থাকায় খুবই সুবিধা হয়েছে। কেননা, সবাইকেই মাত্র ২ রিঙ্গিত দিয়ে টিকিট কাটতে হয়। আজকের বাজার দর অনুসারে, ২ রিঙ্গিত = ৩৮ বাংলাদেশী টাকা।

পৃথিবীর কোন দেশের কোন দূতাবাসে প্রবেশ করতে প্রায় ৪০ টাকা প্রবেশ ফি দিয়ে ঢুকতে হয় এটা আমার জানা নেই। আপনার জানা থাকলে আমাকে জানান প্লিজ। খুব অশান্তি অনুভব করছি ব্যাপারটা নিয়ে।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫২

চাঁদগাজী বলেছেন:



বিদেশ মন্ত্রনালয়ে ডাকাতেরা চাকুরী পেয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.