নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বিশ্ব পারমানবিক যুদ্ধের বেশ কাছাকাছি

১১ ই আগস্ট, ২০১৭ ভোর ৫:৫৩



নর্থ কোরিয়ার কিম জং অবশ্যই ভাবনা-চিন্তাহীন, কমনসেন্সহীন মানুষ; এই দানবটি পারিবারিকভাবে একটি দেশের মালিক হয়েছে; নর্থ কোরিয়ার মানুষ বিশ্বাস করে যে, আমেরিকা ১৯৫১ সালের মতো আবার যুদ্ধ লাগাবে, ফিরে আসবে, এবং উত্তর কোরিয়ার মানুষকে হত্যা করবে। এই বিশ্বাসটি মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছে কিমের দাদা বুড়ো কিম, রাশিয়া ও চীন। রাশিয়া ও চীন বিশ্বাস করে যে, তারা যদি সঠিভাবে খেলতে পারে, আমেরিকা পারমানবিক যুদ্ধে জড়ায়ে যেতে পারে কোন এক সময়ে; একবার জড়ালে, তারা ধ্বংস হয়ে যাবে। রাশিয়া সোস্যালিস্ট দেশ থাকাকালীন এই খেলায় মেতেছিল, আজও ছাড়েনি; এবং চীনও সোস্যালিস্ট থাকার সময় রাশিয়ার সাথে মিলে এতে যোগ দিয়েছিল।

গত ২ দিন আগে, কিম কং বলেছে, তার দেশ আমেরিকান দ্বীপ গুয়ামের আশেপাশে ৪টি মিসাইল ফেলবে; কোরিয়া থেকে গুয়ামের দুরত্ব ২২০০ মাইল। গুয়ামে ১ লাখ ৩০ হাজার আমেরিকান আছে; এদের মাঝে ৪৫০০০ হচ্ছে সামরিক লোকজন। প্রত্যুত্তরে ট্রাম্প বলেছে, উত্তর কোরিয়া আগুন ও তাপে গলে যাবে।

আজকে ট্রাম্প আমেরিকান মিলিটারীর সিকিউরিটির লোকজনের সাথে কথা বলার পর, প্রেসের সামনে আসে; সেখানে সে বলে যে, কোরিয়া যদি গুয়ামের আশেপাশে মিসাইল ফেলে, বিশ্ব এমন কিছু দেখবে, যা পুর্বে কখনো দেখেনি।

হোয়াইট হাউসে ট্রাম্পের অবস্হা যেই পর্যায়ে গেছে, সেও ভাবতে পারে যে, যুদ্ধ হ্য়তো সবকিছুর সমাধান; ভয়ংকর অবস্হা!

এই প্রেস ব্রিফিং'এর আগেই কোরোয়ান প্রতিরক্ষা মন্ত্রী বলে যে, যারা কোরিয়া আক্রমনের কথা ভাবছে, তাদের কারো রক্ষা হবে না; আমরা যুদ্ধ করে তাদের পরাজিত করবো। তারা আমেরিকাকে পরাজিত করতে পারবে না, তাদের মানুষ মারা যাবে, এবং বিশ্ব ১০/১৫ বছরের জন্য বিকল হয়ে যাবে।

কোরিয়া এই সপ্তাহে বলেছে, মিসাইলে বহনযোগ্য এটম বোমা তাদের কাছে আছে; এটি আমেরিকার জন্য নতুন সংবাদ; আমেরিকা বিশ্বাস করতো যে, এই ধরণের টেকনোলোজী কোরিয়ার কাছে নেই। আসলে থাকার কথা নয়; মনে হয়, এখানে রাশিয়া ও চীনারা খেলছে, ওরাই এই টেকনোলোজী দিয়েছে।

কিম জংএর মানসিক সমস্যা আছে; মানুষ মেরে ফেলা ওর কাছে ভিডিও গেইম খেলার মতো; হয়তো ওর নিজের মৃত্যুও ওর কাছে কিছু না; এই ধরণের পাগল ছাগল পেয়ে চীনারা ও রাশিয়ানরা খেলার সুযোগ পেয়েছে।

এই মাসের শেষের দিকে, দ: কোরিয়া ও আমেরিকা সামরিক এ্যাক্সারসাইজ করবে কোরিয়ান সাগরে ও স্হলভাগে; এবার এই ব্যাপারটি ভয়ানক পরিস্হিতির সৃস্টি করতে পারে।




মন্তব্য ৬৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:৩৬

মোহাম্মদ বাসার বলেছেন: ডি ট্রাম্পের মত মানুষ যদি কোন দেশের প্রেসিডেন্ট হতে পারে সেই ক্ষেত্রে সে দেশের মানুষ ও প্রেসিডেন্টের রুচি নিয়ে প্রশ্ন থেকেই যাবে। তুলনামূলক আলোচনায় অনির্বাচিত কিম ট্রাম্পের চেয়েও অনেক বেশী যোগ্যতা ও চতুর।

১১ ই আগস্ট, ২০১৭ সকাল ৭:২৬

চাঁদগাজী বলেছেন:


এইবার আমেরিকানরা রাজনীতিবিদদের শাস্তি দিয়েছে, সেই সুযোগে ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছে; বেশ পরিচিত রাজনীতিবিদরা তার কাছে সহজে পরাজিত হয়েছে।

ট্রাম্পের ভুল হলে, তার পেছনে লোকজন আছে; কিমের ভুল হলে, ১৯৪৫ সালের জাপানের মতো অবস্হা হবে।

২| ১১ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:২২

মাহবুবুল আজাদ বলেছেন: শক্তি প্রদর্শনের মোহ মানুষ কে মানুষ থেকে বদলে, দাম্ভিকতা ধ্বংসের সুত্রপাত ঘটায়। প্রত্যেক মুহূর্তে বিশ্ব শান্তির মাঝে কিছু অ্যালার্জি থাকে এরা হচ্ছে তাই

১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৮

চাঁদগাজী বলেছেন:


কোরিয়াকে ব্যব হার করছে আমেরিকান বিরোধীরা; উ: কোরিয়ার সামান্যতম ভুল আমেরিকাকে যুদ্ধে টেনে আনতে পারে; তারা যদি গুয়ামে কোন কিছু করার চেস্টা করে, আমেরিকা বসে থাকবে না।

৩| ১১ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৪১

মিঃ আতিক বলেছেন: বিশ্বের যে কোন সামরিক শক্তির সাথে যুদ্ধ করার সামর্থ্য আমেরিকান আর্মি রাখে, নতুন প্রজন্ম কিছু দেখার সুযোগ পাবে বোধয়

১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৯

চাঁদগাজী বলেছেন:


নতুন প্রজন্ম যা দেখবে, সেটা হলো তৃতীয় বিশ্বে দীর্ঘ দুর্ভিক্ষ; বিশ্ব বাণিজ্য বন্ধ হয়ে যাবে।

৪| ১১ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:১০

কানিজ রিনা বলেছেন: আমেরিকার মোড়লগিরি আর কতকাল?
ট্রাম্পের অস্ত্রব্যবসা সৌদীর হাত ধরে
মুসলীম রাস্ট্র গুল ধ্বংশের চালাকী
সবাই বুঝে ফেলেছে। ট্রাম্প বুশের
পদ্ধতী অবলম্বন করে জয়ী হবেনা।
ডাবল বুশ ট্রাম্পের মত উন্মাদ নর্থ
কোরীয়ার কীম জং। ধন্যবাদ।

১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:১১

চাঁদগাজী বলেছেন:


আমরিকা ব্যতিত অন্য কোন দেশের মানুষের ব্যক্তিত্ব নেই যে, বিশ্বকে কোনভাবে সাহায্য করবে; সেটা সমস্যা

৫| ১১ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৬

সূচরিতা সেন বলেছেন: ইরোপের ভিতর মোড়ল আমেরিকা আর এশিয়ার ভিতর মোড়ল হল ভারত । সব কিছুর যেমন শুরু আছে তেমন শেষ ও পতন
আছে । এদের পালাও তাই হবে ধীরে সুস্থে এখন শেষ ও পতনের পালা।

১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:১২

চাঁদগাজী বলেছেন:


বিশ্বে এখন প্রায় ৮০০ কোটী মানুষ; এখন কিছু ঘটলে, এদের কি হবে ?

৬| ১১ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৫১

এ্যান্টনি ফিরিঙ্গী বলেছেন: অন্যায় আর শোষনের প্রতিবাদ করা যদি পাগলের কাজ হয়, তাহলে প্রত্যেকেরই সেরকম পাগল হওয়া উচিত।

১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৪

চাঁদগাজী বলেছেন:



একা বাংলাদেশেই শতকরা ২০ জন মানুষ মানসিক সমস্যায় ভুগছে; বিশ্বের পাগলদের কে দেখবে?

৭| ১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শেষে 'পাটা পুতার ঘষায় মরিচের দফা শেষ'

১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৫

চাঁদগাজী বলেছেন:


আশাকরি কইছু ঘটবে না, বাংলাদেশ ইত্যাদির কি হবে বলা মুশকিল।

৮| ১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৪

রাজীব নুর বলেছেন: আমার শেষ পোস্ট কি দেখেছেন? দেখুন, পরুন। মন্তব্য করুন। আপনার মন্তব্য আমার জন্য অনেক গুরুতেপূর্ণ।

১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৬

চাঁদগাজী বলেছেন:



ওকে, এখুনি দেখবো

৯| ১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৬

জাহিদ অনিক বলেছেন: দুটোই ঘাড়ত্যাড়া ।

১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৭

চাঁদগাজী বলেছেন:


উত্তর কোরিয়া মানুষকে রোবটে পরিণত করেছে, এগুলো যুদ্ধ মেশিন

১০| ১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৫১

নতুন বলেছেন: এটা জনগনের কিছু একটা নিয়ে ব্যস্ত রাখার কায়দা মাত্র। উত্তর কোরিয়ার কিছুই নাই যে সে আমেরিকার মতন দেশের সাথে যুদ্ধ করতে পারে।

এই রকমের খবর জনগনকে ব্যস্ত রাখে... যাতে তারা শাসক গোস্ঠির সমালোচনা কম করে।

১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৪

চাঁদগাজী বলেছেন:


উত্তর কোরিয়াকে সামনে নিয়ে এসেছে চীন ও রাশিয়া।

তাদের কাছে "রোবটের মতো" ৪৭ লাখ সোন্য আছে; তারা আর্টিলারী থেকে শেলিং করে ২/৩ লাখ দ: কোরিয়ানকে হত্যা করতে পারে কয়েক ঘন্টায়। উ: কোরিয়ার লোকজন মনে করে যে, আমেরিকা তাদেরকে হত্যা করবে কোন একদিন।

১১| ১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দুঃসংবাদ

১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৪

চাঁদগাজী বলেছেন:


দুই কোরিয়াকে এক করলে বিশ্বের জন্য ভালো হতো; চীন ও রাশিয়া তা হতে দিচ্ছে না।

১২| ১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৩

জেন রসি বলেছেন: পারমাণবিক শক্তি না থাকলে উত্তর কোরিয়া এবং ইরান দুটোই বহু আগেই আমেরিকার শিকারে পরিনত হতো। যেহেতু আছে তাই আমেরিকা একধরনের মেন্টাল গেমে অংশ নিতে বাধ্য হয়েছে।

১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৮

চাঁদগাজী বলেছেন:


উত্তর কোরিয়া আলাদাভাবে থাকার কোন কারণ নেই; কোরিয়ানরা শান্তিপ্রিয় জাতি, শক্তিশালী কোরিয়া বিশ্বের জন্য সঠিক।

ইরানের কাছে পারমানবিক চুল্লী ছাড়া আর কিছু নেই; তারা তাদের বড় সম্পদ ব্যয় করছে আরবে অশান্তি বজায় রাখার জন্য।

১৩| ১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৬

জেন রসি বলেছেন: উত্তর কোরিয়া বা ইরান ঠিক আছে এটা বলিনি। কিম জং একজন সাইকোপ্যাথ ছাড়া আর কিছুই না। তবে আমি যেটা বলেছি যে সারভাইভ করার মত উইপন তাদের আছে যার কারনে আমেরিকা এদের শিকারে পরিনত করতে পারছেনা।

১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:২০

চাঁদগাজী বলেছেন:


আমেরিকা বাংলাদেশ, আলজিরিয়া, ইন্দোনেশিয়ার সাথে কোনরূপ খারাপ ব্যবহার করছে না; ইরানের সাথে তাদের সম্পর্ক খারাপ। ইরান নিজের ও পাশের দেশের লোকদের ক্ষতি করে বেড়াচ্ছে; ইরান যদি গন্ডগোল বন্ধ না করে, তাকে ক্ষতিগ্রস্ত হতে হবে।

১৪| ১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৫

মোঃ মঈনুদ্দিন বলেছেন: গুরু, কিম জং যেমন দানব বোমার ড্রাম ডোনাল্ড ড্রাম (ট্রাম-বা ট্রেইন) তেমন হিংস্র রাক্ষস আর শার্ক। বিষয়টা এখন সেইম সাইড হলেই বেশ হবে। কিন্তু, একতরফা হলে কিম জং এন্ড কোং ২য় বিশ্বযুদ্ধের হিরোশীমা-নাগাশিকার করুণ অবস্থা ভোগ করবে! আর আমরা হবো মরিচের মতো পিষে পাউডার? সো, প্রার্থনা করি আল্লাহ্‌ এ পাগল দুটোকে বুদ্ধি দান করুন। আমিন।

১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্পকে সময় মতো সরানো হবে; ট্রাম্প যে শুধু প্রেসিডেন্ট তা নয়, সে হয়তো বিশ্বব্যাপী ধনীদেরও কেহ হতে পারে; ফলে, সে ভয়ানক কিছু করতে পারে।

তবে, কিম পরিবারকে ধ্বংস করা না হলে বিশ্ব ওদের কাছে জিম্মি হয়ে পড়ছে।

১৫| ১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: দুই দেশে দুই পাগল, কে জানে কখন কি হয়!

১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

চাঁদগাজী বলেছেন:


২ পাগলে যদি যুদ্ধে যায়, বাংলাদেশ, পাকিস্তান ও পুরো আফ্রিকায় দুর্ভিক্ষ দেখা দেবে।

১৬| ১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

প্রামানিক বলেছেন: আল্লায় জানে দুই পাগলের চিপায় পইরা পৃথিবী কোন দিকে যায়।

১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

চাঁদগাজী বলেছেন:


আমেরিকান পাগলকে থামানোর লোকজন আছে, কোরিয়ারটাকে এটম বোমা ব্যতিত অন্য কেহ থামাতে পারবে না।

১৭| ১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

কানিজ রিনা বলেছেন: কিম জং উন্মাদ হলেও তার ভাবনা ঠিক
আছে। আমেরিকার মোড়ল গিরির উপর
চীন রাশিয়া অনেক রাস্ট্র প্রধানরা ক্ষীপ্ত।
কিমজং আমেরিকাকে মারবে নিজেও মড়বে।
এই প্লানে আছে। অথচ আমেরিকান ডাবল
বুশ ও ট্যাম্পু অপরকে মারবে নিজে মড়বেনা।
বৃটিশদের মোড়লগিরি শেষ হয়েছে অনেক
আগেই ভিয়েতনাম যুদ্ধ দিয়ে। এখন তৃতীয়
বিশ্বযুদ্ধ লাগিয়ে আমেরিকার মোড়লগিরি
শেষ হবে। এশিয়ার উপর মোড়লগিরি এশিয়ার
রাস্ট্র প্রধানরা সয্যের সীমা ছাড়িয়ে গেছে।
মিথ্যা অজুহাতে ইরাক ধ্বংশ ডাবল বুশ
কলংকিত। এখন ট্রাম্পকে নিয়ে সয়ং
আমেরিকারা ভয়ে আছে। ধন্যবাদ।

১১ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০৪

চাঁদগাজী বলেছেন:


আনবিক যুদ্ধ হলে আমেরিকার ক্ষতি হবে, ২ কোরিয়া মানুষ কমে যাবে; বাংলাদেশ, পাকিস্তান ও আফ্রিকায় দুর্ভিক্ষ লাগবে ১০ বছরের জন্য।

১৮| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০৬

ধ্রুবক আলো বলেছেন: মানে আমরা খুব বিপদে পড়তে যাচ্ছি!!

১১ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৪

চাঁদগাজী বলেছেন:


যুদ্ধ হলে গার্মেন্টস ব্যবসা বন্ধ হয়ে যাবে; রেডিয়েশনে চাষবাস করা মুশকিল হবে; আমেরিকানরা চায় করবে কিনা বলা মুশকিল। কোরিয়া, জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় চাষবাস বনদ্ধ হয়ে যাবে।

১৯| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১১

ধ্রুবক আলো বলেছেন: ভাই সোজা সরল কথা কই, এই কিম আর ট্রাম্প একই গোত্রীয় পাগল।
ট্রাম্প একটু উন্নত জাতের এই আরকি।

১১ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৬

চাঁদগাজী বলেছেন:


রাজনীতিবিদরা মানুষের প্রতি অন্যায় করছিলো বলেই ট্রাম্প আসতে পেরেছে; তাকে থামানোর লোকজন আছে; কিন্তু কিমকে তাল দেয়ার জন্য চীন ও রাশিয়া আছে।

২০| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৬

রূপক বিধৌত সাধু বলেছেন: যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা,
যুদ্ধ মানে তোমার প্রতি আমার অবহেলা।" বিশ্ব মোড়লদের বোধোদয় হলেই ভালো।

১১ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২১

চাঁদগাজী বলেছেন:


সবাই চেস্টা করছে; কিন্তু দুস্ট হচ্ছে চীন ও পুটিন

২১| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৪৪

কানিজ রিনা বলেছেন: ধমকি ধামকি আর কি, চীন ও রাশিয়া
শিখিয়ে দিচ্ছে কিমজংকে। তবে যাদের কাছে
পারমানবীক অস্ত্র আছে তারা আর কতদিন
এসব অস্ত্র রেখে দিবে। তাই যেকোনও ভাবে
ইহার ব্যবহার প্রয়োজন। তাই যদি হয় তাহলে
খবর বিশ্ব মানব সভ্যতার।

১১ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০৭

চাঁদগাজী বলেছেন:


গার্ভাচভ চেয়েছিলেন, ওবামা চেয়েছিলেন পারমানবিক অস্ত্রমুক্ত হতে হয়নি; েখন স হজে হবে না। চীন, রাশিয়ার মানুষের মতামতের কোন দাম নেই। সংকটে আমরা ও আফ্রিকা

২২| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কিছু একটাতো অপেক্ষা করছে, প্রকৃতির এখন শোধ নেবার পালা নিয়ে নিবে সময় করে, এখানে আর্শ্চায্য হওয়ার কিছুই নেই। যখন হবে কেহই টের পাবেনা।

১১ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০৮

চাঁদগাজী বলেছেন:


এবারেরটা যদি হয়, সীমিত হওয়ার সম্ভাবনা।

তবে, চীন ও রাশিয়া সুযোগ নিতে পারে।

২৩| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তবু আমার মনে হচ্ছে কিছু হবে না। কারণ, আমেরিকান জনগণ এমনিতে ভিয়েতনাম, ইরাক, আফগানিস্তান নিয়ে অনেক বিরক্ত। তবে উত্তর কোরিয়া কিছু করলে এবং তার জবাবে আমেরিকা কিছু করলে এবার সবাই আমেরিকার পক্ষেই থাকবে। কারণ, উসকানি শুরু করবে উত্তর কোরিয়া...

১১ ই আগস্ট, ২০১৭ রাত ৯:১০

চাঁদগাজী বলেছেন:


উত্তর কোরিয়ার কাছে বেকুব জনবল আছে; ৪৭ লাখ সৈন্য আছে; তবে, মহুর্তে বিলীন হয়ে যাবে।

ইউরোপ আমেরিকাকে পেছনে টানবে; সমস্যা কোরিয়া।

২৪| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: যুদ্ধ লাগার কোন সম্ভাবনা নেই। ট্রাম্প হয়ত কোন দেশের সাথে অস্ত্র বিক্রির চুক্তি করবেন, সেই জন্য গলা একটু ঝেড়ে কাশছেন।

১২ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৫০

চাঁদগাজী বলেছেন:



এখন আরবরা ব্যতিত কেহই আমেরিকা থেকে অস্ত্র কেনে না।

আমেরিকার সাথে প্রতিযোগীতায় নেমেছে চীন ও রাশিয়া; সমস্যা সেখানে।

২৫| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫৪

চিটাগং এক্সপ্রেস বলেছেন: সবই নাটক।

১২ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৩৯

চাঁদগাজী বলেছেন:


নাটকে পিস্তল আর আর্টিলারী নেই, আছে মিসাইল ও এটম বোমা।

২৬| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৪৫

পবন সরকার বলেছেন: এবার আমরা বিশ্ব পাগলের আতঙ্কে আছি।

১২ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৩৭

চাঁদগাজী বলেছেন:


রাশিয়া ও চীন নিজেরাই দুস্ট, তারপর পাগলকে দিয়েছে এটমিক টেকনোলোজী; বিশ্বকে ত্রাসের মাসে রাখছে ৪ দেশ মিলে!

২৭| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ১১:০১

সত্যপথিক শাইয়্যান বলেছেন: যুদ্ধ যুদ্ধ এই খেলায় বিশ্ব মোড়লদের কোন বিশেষ 'অকাজ' ঢাকা দেওয়া হচ্ছে নাতো?!!! ডাইভারশন সৃষ্টি করা হয়ে থাকতে পারে।

১২ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৩৮

চাঁদগাজী বলেছেন:


কিম পরিবার ও ১০% মিলিটারী পরিবার চাহে না যে, ২ কোরিয়া এক হোক। এদিকে ট্রাম্পের অবস্হা খারাপ; সব মিলিয়ে ভয়ংকর অবস্হা

২৮| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ১১:০২

রানার ব্লগ বলেছেন: আমার মনে হয় না যে ট্রাম্প বা কিম কেউই এই ধরনের বোকামি করবে।

১২ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৩৩

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্পও সমস্যায় আছে; তাকে হোয়াইট হাউস থেকে বের করার দিকে এগুচ্ছে স্পেশাল কাউনসেল মুলার; যদি যুদ্ধ করে সব খুন মাফ।
কিমকে রাশিয়াও চীন যুদ্ধ করার জন্য উৎসাহিত করবে।

২৯| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৩১

ব্লগ সার্চম্যান বলেছেন: আমি গতকাল রাতে স্বপ্নে দেখলাম আমাদের বাংলাদেশে পারমানিক বিষ্ফরণ ঘটেছে । বুঝলাম না চাঁদগাজী ভাই আমি হঠাৎ
এই স্বপ্ন দেখলাম কেন ?

১২ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৩৫

চাঁদগাজী বলেছেন:


লক্ষণ তো ভালো নয়, আপনি আবার স্বপ্নে বিশ্বাস করেন! হেটমেট মেলমেট কিনেন।

৩০| ১২ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:২৬

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: বিশ্বের সত্যিকারের বিষফোঁড়া কিম এন্ড কোং। একটা ত্বরিত একশনে শেষ করে দেয়া দরকার। সত্যি যদি আনবিক যুদ্ধ লাগে তাহলে তা স্বল্প পরিসরে হবার সম্ভাবনাই বেশী..................

১২ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৪

চাঁদগাজী বলেছেন:


আমেরিকা নিজেই চীন ও রাশিয়ার ভয়ে আছে; যুদ্ধ লেগে গেলে, তাদের ভুমিকা কি হবে আমেরিকা জানে না; এবং দ: কোরিয়ার মানুষের জন্য এটমিক শেলটার নেই, দ: কোরিয়া সেটার প্রস্তুতি নিচ্ছে

৩১| ১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৩৫

মোঃ নুরুজ্জামান (জামান) বলেছেন: কিম জংএর মানসিক সমস্যা আছে; মানুষ মেরে ফেলা ওর কাছে ভিডিও গেইম খেলার মতো; হয়তো ওর নিজের মৃত্যুও ওর কাছে কিছু না; এই ধরণের পাগল ছাগল পেয়ে চীনারা ও রাশিয়ানরা খেলার সুযোগ পেয়েছে।

আমেরিকান শাসকেরা কি উনার চেয়ে ভাল? আমি মনে করি একটা জাতির উন্নতির জন্য একজন একনায়কের ভুমিকা গুরুত্বপুণৃ। ইরাক লিবিয়ার বর্তমান অবস্থা কি আগের চেয়ে ভাল? নিজের শক্তি যা থাক তার চাইতে একটু বাড়িয়ে বলা তো খারাপ কিছু না। এটম বোমা কিছু আতেলের হাতে থাকা ভাল। পাকিস্তানের থাকলে কোরিয়ান কি পাপ করল। যেখানে দ কোরিয়া আমেরিকার মদদপুষ্ট।

১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৭

চাঁদগাজী বলেছেন:


পাকিস্তানের এটম বোমা নিয়ে সারা বিশ্ব চিন্তিত; তবে, তারা প্রতিদিন সকালে উঠে বলে না যে, বাংলাদেশে, শ্রী লংকা, ভারত ও আমেরিকার হাওয়াইতে বোমা ফেলবো।

উ: কোরিয়ার অর্থনীতি ও বোমার সাথে সংগতি নেই; সেটা সমস্যা; পাকিস্তানও বিরাট সমস্যা

৩২| ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৪

মোঃ নুরুজ্জামান (জামান) বলেছেন: একটা অংশের সুন্দর তথ্য দিয়েছেন। বাকী যা আছে তা্ও দেন।

১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৬

চাঁদগাজী বলেছেন:


আর কি তথ্য চাচ্ছেন?

৩৩| ১৪ ই আগস্ট, ২০১৭ ভোর ৪:৩৭

ফেল কড়ি মাখ তেল বলেছেন: আমেরিকা সারাবিশ্ব পিতা ই নাহ, হার্ট ও বটে?? ভাল খারাপ যাই হোক আমেরিকা আকান্ত হলে সারাবিশ্ব পংগু হয়ে যাবে। খাদ্য, প্রযুক্তি, ব্যবসা সবকিছু আমেরিকা নির্ভর।

কিছু মানুশ চীন চীন বলে নাহ বুঝে ফালাফালি করছে?? চীন আমেরিককে ছুতে আরো ২০ বছর লাগবে??

১৪ ই আগস্ট, ২০১৭ ভোর ৪:৪৩

চাঁদগাজী বলেছেন:



চীনারা নিজের মানুষের ক্ষতি করে; ফলে, ওদের দ্বারা বিশ্বের কেহ কোনভাবে উপকৃত হবে না; আসলে, ওরা পুরোপুরি মানুষও নয়, ওরা নিস্ঠুর অর্ধমানব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.