নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

রোহিংগারা গেরিলা যুদ্ধে গেছে; মনে হয়, রোহিংগারা মুছে যাবে

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১২:০১



রোহিংগারা গেরিলা যুদ্ধ শুরু করেছে; মনে হয়, এখানেই এই জাতির শেষ; কারণ, বিশ্বে অস্ত্র হাতে নেয়ার জন্য খুবই খারাপ সময় এখন; আগে যেসব জনগোষ্ঠী স্বাধীনতাকামী মানুষদের পক্ষে কথা বলতো, এখন তারা সবাই ভীত; বিশেষ করে মুসলমানদের ব্যাপারে। এই মহুর্তে, বার্মার মুল পার্টনার হচ্ছে চীন; চীন নিজেই উ: পশ্চিম এলাকায় মুসলমানদের বিপক্ষে অভিযান চালাচ্ছে। এদিকে মুসলমানদের পক্ষে ২/১ টা বাক্য হয়তো ইউরোপ থেকে আসার কথা ছিল, কিন্তু সেটা এখন ঘটবে না; ইউরোপ এখন ফিলিস্তিনের পক্ষেও কথা বলছে না।

রোহিংগারা অস্ত্র পাবে শুধু মাত্র পাকিস্তান ও ফিলিপাইন থেকে; ফিলিপাইনের মুসলিমদের পুরোপুরি জংগী হিসেবে প্রতিষ্ঠিত করেছে ফিলিপাইন ও আমেরিকা; আর পাকিস্তানের জংগী গ্রুপদের বিরুদ্ধে ভারত ও আমেরিকা কথা বলছে দীর্ঘদিন; ফলে, রোহিংগাদের জংগী হিসেবে প্রতিষ্ঠিত করবে।

বাংলাদেশ অবশ্যই এই গেরিলা যুদ্ধের বিপক্ষে কথা বলবে; কারণ, বাংলাদেশে সরকার সমানভাবে ভারত, চীন ও আমেরিকার উপর নির্ভরশীল।

এবারের দাংগা এই গেরিলাযুদ্ধের কারণেই শুরু হয়েছে; গত সপ্তাহে রোহিংগা গেরিলারা ৩০টি পুলিশ ফাঁড়িতে আক্রমণ চালায়, এতে যদিও রোহিংগাদের পক্ষেই বেশী হতাহত হয়েছে, তারপরও বার্মা পুলিশের ১২ জন নিহত হয়েছে।

রোহিংগাদের সমস্যা ২ দিক থেকে, সরকার ও স্হানীয় বুদ্ধরা; স্হানীয়দের সাপোর্ট না পেলে, কেহ গেরিলা যুদ্ধ করতে পারে না। আরাকানের বেলায় স্হানীয় বুদ্ধরা সরকারী পুলিশ ও সৈন্যদের চেয়ে বেশী ভয়ংকর। এখন সরকার স্হানীয় বুদ্ধদের অস্ত্র দেবে। সবচেয়ে বড় কথা হলো, বার্মিজরা ভয়ংকর নিষ্ঠুর, এরা মানুষকে প্রথমে মেরে ফেলে, অন্য কথা পরে।

রোহিংগারা যদি বিশ্বাস করে যে, তারা বিশ্বের দৃস্টি আকর্ষণ করতে পারবে, সেটি না ঘটার সম্ভাবনাই বেশী; কারণ, অস্ত্র হাতে কাউকে বিশ্ব এখন সহ্য করার মতো অবস্হানে নেই।

মন্তব্য ৭৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৪৯

মিঃ আতিক বলেছেন: ৮-১০ টা রোহিঙ্গার হাতে ৬-৭ টা অস্ত্র কে তুলে দিলো আল্লাহ মালুম।

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১:০০

চাঁদগাজী বলেছেন:


ফিলিপাইনী কিংবা পাকিস্টানীরা দেয়ার সম্ভাবনা

২| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১:০৭

মিঃ আতিক বলেছেন: আজকে আমাদের দেশের অবস্থাটা ভালো থাকলে এদের কাজে লাগানো যেত। এক বন্যায় উন্নয়নের মহাসড়ক যেভাবে ধসে পড়েছে কিছু ভাবনার, বলার মুখ বন্ধ হয়ে গেছে।

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১:১৪

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে ১ বছরের মাঝে খাদ্য অভাব দেখা দিবে; দেশের অবস্হা ভালো নয়।

৩| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১:০৭

আবু তালেব শেখ বলেছেন: এমনিতেই মরছে দু একটা মেরে মরলে আত্মা শান্তি পাবে।

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১:১৪

চাঁদগাজী বলেছেন:


সেটাই ঘটতে যাচ্ছে মনে হয়, সময় ওদের বিপক্ষে।

৪| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১:২৪

জাহিদ হাসান বলেছেন: দেয়ালে পিঠ ঠেকে গেলে যা হয় আরকি!
তবে আপনি হয়তো জানেন না মায়ানমারে আরও কোন বিদ্রোহী গ্রুপ আছে। কাচিন, কারেন,শান ইত্যাদি।
এর সাথে এখন আরেকটা বিদ্রোহী গ্রুপ যুক্ত হল মাত্র। এভাবেই চলবে। মায়ানমার তাদের দেশের বিদ্রোহীদের দমন করতে পারেনি । তাই সাধারন মানুষকে নিধন করে। বিদ্রোহী গ্রুপের চুলটাও ছিড়তে পারে না। কারন মায়ানমারের সৈন্যরা ভিতু। কাচিনরা ধরতে গেলে তাদের এলাকায় আলাদা রাষ্ট্র গঠন করে ফেলেছে। সেখানে মায়ানমারের কোন হুকুম-হাকাম চলে না।

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১:৩০

চাঁদগাজী বলেছেন:


আমি কাচিন, কারেন,শানদের গেরিলা যুদ্ধের কথা জানতাম না; তবে, আরাকানে রোহিংগাদের কোন সাপোর্ট নেই, বার্মিজদের কাছে মানুষ হত্যা পান্তা ভাত।

৫| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১:৩৫

জাহিদ হাসান বলেছেন: আপনি ভুল বলেছেন। মায়ানমার সরকারের পক্ষে নেই কোন জাতিগোষ্ঠীই। রাখাইনরা শুধু স্বার্থের কারনে রোহিঙ্গাদের নিধন করে। কোন একদিন দেখবেন রাখাইনরাও মায়ানমার আর্মির ভয়ে বাংলাদেশ সীমান্তে ছুটে আসবে। মায়ানমার হচ্ছে সেই দেশ যেই দেশ যুগ যুগ ধরে বিভিন্ন জাতিগোষ্ঠীকে নিধন করায় লিপ্ত আছে। তাই মায়ানমারে ভারী অস্ত্রশস্ত্রসহ বহু বিদ্রোহী গ্রুপ তৈরি হয়েছে। মায়ানমার সেনাবাহিনী বহু চেষ্টা করেও সেগুলো নিয়ন্ত্রন করতে পারছে না। উল্টো আরও মার খাচ্ছে।

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১:৪৮

চাঁদগাজী বলেছেন:


বিশ্ব যা হচ্ছে, এ সময় কেহ রোহিংগাদের পক্ষে কথা বলবে না; সুতরাং, সবাই ওদের জংগী নাম দিবে; জংগী খেতাব পেলে ভবিষ্যত নেই।

৬| ৩০ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৪৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মায়ানমারের লাল সন্ত্রাসীদের অতীতের খারাপ ইতিহাস রোহিঙ্গাদের সন্ত্রাসী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেনা। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র তারা ভেবে চিন্তে পদক্ষেপ নিবে। কারণ; রোহিঙ্গাদের করুন কাহিনী প্রত্যেক দেশের সাধারণ জনগণের নিকট অজানা নয়। সব দেশের সাধারণ মানুষের রোহিঙ্গাদের প্রতি সমর্থন রয়েছে।

রোহিঙ্গা নিধনের যারা নিরব থাকতে পারে:
রেন্ডিয়া- কাশ্মীরের কারণে।
চীন- তিব্বতের কারণে।

রোহিঙ্গাদের যারা সমর্থন করবে:
সব দেশের শান্তিকামী জনগণ।

এখন পর্যন্ত সহানুভূতির দিক দিয়ে রোহিঙ্গারা এগিয়ে আছে।

তবে,
লক্ষণীয় বিষয় হলো, প্রতিরোধ যুদ্ধের প্রচারণার ফলে মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপের জিহাদিরা মিয়ানমারে ঢোকে পড়লে পরিস্হিতি মারাত্মক আকার ধারণ করবে।

৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৩

চাঁদগাজী বলেছেন:


একমাত্র ফিলিপাইনের লোক ব্যতিত অন্য কেহ ওখানে প্রবেশ করলে, চেহারায় ধরা পড়বে; গেরিলাযুদ্ধ ওভাবে হয় না; আবার ওরা কোন এলাকা দখল করতে পারবে বলে মনে হয় না।

৭| ৩০ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৬

এখওয়ানআখী বলেছেন: রোহিঙ্গাদের ভবিষ্যত আসলেই খারাপ। আর এই সুযোগে বাংলাদেশ-ভারত-মায়ানমার মিলে একটা বড় মুসলিম টেরোরিস্ট গ্রুপ তৈরী হবে আর তাদের সাহায্য করবে আমাদের প্রিয় মেরিকা।

৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৯

চাঁদগাজী বলেছেন:


আমেরিকা এখন (ট্রাম্পের যুগে) নতুন করে কোন মুসলিম গ্রুপকে সাহায্য করবে না; ট্রাম্পের ধরণা মুসলমানেরা সন্ত্রাসী।

৮| ৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৬

ধ্রুবক আলো বলেছেন: অযথা নিরীহ রোহিঙ্গাদের হত্যা করার কোনো মানে হয় না।

৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৪

চাঁদগাজী বলেছেন:


বার্মা ও আরাকানের মানুষএখন ভংকর নিষ্ঠুর; সরকার ও মানুষ রোহিংগাদের মেরে ফেলার ব্যাপারে একমত; রোহিংগারা মানুষের সাপোরট পায়নি।

৯| ৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৪

টারজান০০০০৭ বলেছেন: কুত্তার মতো মরার চাইতে সিংহের মতো হালুম কইয়া মরাও ভালো ! বীর একবারই মরে, কাপুরুষ বারবার ! রোহিঙ্গারা বীর হইয়া মরুক ! বিশ্বের চোখে আঙ্গুল দিয়া দেখাইয়া দিক যে তোমরা তোমাদের ধজঃভঙ্গ মানবাধিকার, মানবতা, সংখ্যালঘু, উপজাতি দেশদ্রোহী, ইহুদি , দার্ফুরের খ্রিস্টানদের জন্য মুখে আর রোহিঙ্গাদের জন্য পশ্চাৎদেশে ভরিয়া রাখিয়াছো !

৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৭

চাঁদগাজী বলেছেন:


আমার মনে হয়, এগুলো বুদ্ধিমানের কাজ নয়; অস্ত্র ধরার পর, ওরা যদি কারো সাপোর্ট না পায়, ওদের কচুকাটা করে ফেলবে।

১০| ৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫২

চিন্তিত নিরন্তর বলেছেন: দির্ঘ মেয়াদে এমন গেরিলা যুদ্ধে বাংলাদেশের ক্ষতি হবে বেশি। আমেরিকা নাক গলাবে বাংলাদেশ নিয়ে। কারন পাশের মুসলিম দেশ বাংলাদেশ। তাদের কথা হবে, বাংলাদেশ ও বাংলাদেশিরা অস্ত্র দিচ্ছে।

৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৬

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের নাম প্রথমে বার্মায়ই তুলবে। এবং গেরিলাদের সাহায্য বাংলাদেশ হয়ে যাবার সম্ভাবনা আছে।

১১| ৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: রোহিংগারা কত আর সহ্য করবে? এবার মার দেয়ার সময় আসছে। তবে আপনি ঠিক বলছেন। সাপোর্ট না পেলে সমস্যাই বটে।

৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৩

চাঁদগাজী বলেছেন:


ওদের প্রতি যে অন্যায় করা হয়েছে, তারা সরকারের বিপক্ষে অস্ত্র নেয়া সঠিক; কিন্তু পরিস্হিতি অস্ত্র নেয়ার পক্ষে নেই।
আরাকানের অবস্হান, রোহিংগাদের চেহারা, আরাকানে রাখাইনদের অবস্হান দেখে মনে হয়, সবকিছুই ওদের বিপক্ষে।

১২| ৩০ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাংলা‌দেশ , ভারত রো‌হিঙ্গা‌দের আশ্রয় দি‌য়ে‌ছে। ভা‌লো। কিন্তু কখ‌নো মায়ানমা‌রের সা‌থে এ‌দের ফি‌রি‌য়ে নেয়ার ব্যপা‌রে কোন ‌জোরা‌লো আ‌লোচনা দে‌খি না। শ‌ক্তি‌তে মায়ানমা‌রের চাই‌তে ভারত, বাংলা‌দেশ অ‌নেক এ‌গি‌য়ে। মায়ানমা‌রের সা‌থে সম্পর্ক না রাখ‌লেও অসু‌বিধা নেই। অথচ তারা মায়ানমার‌কে রাজি করা‌তে পা‌রে না রো‌হিঙ্গা‌দের ফেরত নি‌তে।
রো‌হিঙ্গারা চুপ থাক‌লেও মারা যা‌চ্ছে। তাই মরার আ‌গে ২/৩ টা আ‌র্মি মর‌লেও শা‌ন্তি...

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:০৯

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ আভ্যন্তরিণ সমস্যায় আছে; শেখ হাসিনা কোন বিষয়ে হিসেব করে পদক্ষেপ নেন না, হঠাৎ করে মাথায় যা আসে, তা করেন; ফলে, সাধারণ মানুষের সাথে উনার ভাবনার মিল নেই।

১৩| ৩০ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২০

রাজীব নুর বলেছেন: রোহিঙ্গা পরিচয়ে নয় তাঁরা মানুষ হিসেবে একটু আশ্রয় চায়, মানবতা চায়।

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:০৭

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার কোন বিষয়ে সঠিক কোন প্ল্যান নেই, তাই সবকিছু ইমোশানেলী করে থাকেন, মাথায় যখন যা আসে।

১৪| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩৫

নীলপরি বলেছেন: এই বিশ্লেষণটাও যথাযথ লাগলো ।

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪০

চাঁদগাজী বলেছেন:


আমার ধারণা, ওরা কারো সমর্থন পাবে না; বিশ্ব এখন মুসলমানদের নিয়ে সমস্যায় আছে।

১৫| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আরাকানের বেলায় স্হানীয় বুদ্ধরা সরকারী পুলিশ ও সৈন্যদের চেয়ে বেশী ভয়ংকর।

বক্তব্যটি যুক্তি ও তথ্য নির্ভর নয়।

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪১

চাঁদগাজী বলেছেন:


আমি আপনার তথ্য ব্যবহার করি না; বেশীভাগ রোহিংগারা স্হানীয় লোকদের হাতে নির্যাতিত হয়েছে। স্হানীয়রা এবার অস্ত্র পাবে।

১৬| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তাদের বড় মাপের এক জন নেতা দরকার।
১৯৭১ সালে বাংলাদেশে যেমন বঙ্গবন্ধু ছিলেন।

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০৭

চাঁদগাজী বলেছেন:


১৯৭১ সালে, মানুষের ভুমিকা শেখ সাহেব থেকে বড় ছিলো। রোহিংগাদের মাঝে আদম বেপারী ছাড়া বড় নেতা নেই

১৭| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: রোহিঙ্গাদের উপর অত্যাচার আজকের নয়। গোটা বিশ্ব তাদের পক্ষ নেয়ার কথা । :)

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০৮

চাঁদগাজী বলেছেন:



গোটা বিশ্বে মুসলমানদের পক্ষে এখন কে আছে, খুঁজে বের করতে হবে।

১৮| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৯

ডঃ এম এ আলী বলেছেন:




রোহিঙ্গা সমস্যাটি কারা কেন ও কিভাবে সৃষ্টি করেছে সে বিষয়ে একটু পর্যালোচনা দেখতে পারলে ভাল হত ।
এখন বিষয়টা যে অবস্থায় নিপতিত হয়েছে তাতে করে তার সুফলটা হয়ত এর পিছনের মহল আর নীজেদের ঘরে
তুলতে পারবেনা। নীজেদের ভুলের কারনে বিষয়টি এখন অন্যদিকে মোর নিবে । আজকের একটি বাংলা দৈনিকে
দেখলাম মায়ানমার ও বাংলাদেশ উভয়েই রাশিয়া হতে অত্যাধুনিক মিগ-৩৫ ক্রয়ের জন্য ঊঠে পরে লেগেছে ।
রাশিয়া নাকি শীঘ্রই এব্যপারে তাদের যা করনীয় তা করবে ।

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০৯

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের মিগ দরকার নেই, দরকার বোয়িং ৭৪৭

১৯| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১৬

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,




বাংলাদেশ বুদ্ধিমান ও চতুর হলে উচিৎ হবে বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করা । মুফতে পাওয়া দশট্রাক অস্ত্র তো সরকারের কাছে জমা আছেই .......

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৩৯

চাঁদগাজী বলেছেন:


বর্তমান পরিস্হিতিতে রোহিংগারা গেরিলা যুদ্ধ করতে পারবে না; ওদের হাতে কোন এলাকা নেই, অধিবাসীরা ওদের হত্যা করবে, সৈন্যের দরকার নেই; সবচেয়ে বড় কথা, চীনারা আছে বার্মায়।

২০| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৪২

সনেট কবি বলেছেন:



রোহিঙ্গা ও ঈদ
(সৌজন্যে কবি সেলিম আনোয়ার)

রোহিঙ্গা দূঃখের দাহে ঈদের আনন্দ
কোথায় হারিয়ে গেছে পাইনা তা’খুঁজে
চোখে ভাসে অসহায় মানুষের মুখ
তাদের ঈদের নেই কোনই খবর।
মগের মুল্লুক ফের মগের মুল্লুক
হয়ে আজ পিশাচের হাসি হাসে দেখি
তাদের কেলানো দাঁত রক্তাক্ত রাক্ষুসে
কি বিকট শব্দ করে অসহায় দলে।

পৃথিবী মানব শূণ্য হয়েগেছে নাকি?
শান্তিবাদি সব আজ নাকে দিয়ে তেল
কিশান্তি নিদ্রায় মগ্ন, হতবাক হই।
জানোয়ার রক্তচোষা রক্ত করে পান
আক্রান্ত মানুষ গুলো পায়না আশ্রয়
নিজেরে মানুষ ভেবে লজ্জায় অসাঢ়।

৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১২:০৪

চাঁদগাজী বলেছেন:


রোহিংগা সমস্যা বাংগালীদের ভয়ংকরভাবে ব্যথিত করেছে; বাংগালীদের একই অবস্হা হয়েছিল এক সময়।

২১| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৫২

জাহিদ অনিক বলেছেন: লেখক বলেছেন:


শেখ হাসিনার কোন বিষয়ে সঠিক কোন প্ল্যান নেই, তাই সবকিছু ইমোশানেলী করে থাকেন, মাথায় যখন যা আসে।
- দেশ পরিচালনায় কতটা যুক্তিযুক্ত ?

৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১২:০৫

চাঁদগাজী বলেছেন:


উনার ভাবসাব দেখলে, এটাকে আর দেশ বলে মনে হয় না, এটা জমিদারী স্টাইলে চলছে।

২২| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৩১

সৈয়দ আল ফাহাদ বলেছেন: Vai ekta help koren.. :(
amake 2 diner block kora hoisilo, ekhn block khula hoileo ami post korte partesi na,
Somwhereinbnlog er kono admin er id jana thakle kosto kore amake fb te msg e bolben?? :(
My id : fb.com/syedalfahad.bd
PLEASE HELP ME..
SORRY FOR THIS TYPE OF COMMENT :(

৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১:৪৩

চাঁদগাজী বলেছেন:



[email protected] এ ইমেইল করেন।

২৩| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ২:০১

নতুন বলেছেন: হুম ওরা যুদ্ধ করে কিছু করতে পারবেনা। তাদের দরকার রাজনিতিক সমাধান... তাদের নেতাদের উচিত হবে বিশ্বের সামনে তাদের সমস্যা গুলি তুলে ধরা... ।

জম্গী খেতাব একবার পেলে কোথাও সাহাজ্য পাবেনা।

৩১ শে আগস্ট, ২০১৭ রাত ২:৫৪

চাঁদগাজী বলেছেন:


আমারও তাই মনে হচ্ছে; এখন জংগী খেতাব পাওয়া ১ ২ ৩ এর মতো সোজা।

ওদের নেতা নেই, বাংলাদেশকে সেই ভুমিকায় যেতে হবে।

২৪| ৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৬

রক বেনন বলেছেন: শুধু অস্ত্র দিয়ে কি যুদ্ধ করতে পারবে? যে ট্রেনিং দরকার তা কে দিবে? আর যতদিনে ট্রেনিং নিবে ততদিনে তাদের নিশ্চিহ্ন করে ফেলবে ট্রেনিং প্রাপ্ত মিলিটারিরা।

৩১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৬

চাঁদগাজী বলেছেন:


এরা আগেও একবার অস্ত্র হাতে নিয়েছিল; তখন অস্ত্র দিয়েছিল জমাতের রাজাকার মীর কাশেম আলী। আরাকান গেরিলাযুদ্ধের মতো যায়গা নয়; সর্বোপরি, জনতা ওদের সাথে যুদ্ধে যাবে।

২৫| ৩১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩১

জেন রসি বলেছেন: তাদের হাতে দুটোই অপশন। হয় পালানো নাহয় যুদ্ধ করা। দুটোই তারা করছে।

৩১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

চাঁদগাজী বলেছেন:


ওখানে রোহিংাদের জন্য গেরিলাযুদ্ধের পরিবেশ নেই।

২৬| ৩১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৯

অ্যাপল ফ্যানবয় বলেছেন: There must be something to do.

৩১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১১

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ ২/৪ জন কংগ্রেসম্যান বা সিনেটরকে আনলে ওরা দেখে যেতো

২৭| ৩১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২২

মহসিন ৩১ বলেছেন: টুইন টাওয়ারে আক্রমণের মত নয় রোহিঙ্গারা , এটা বহু পুরাতন সমস্যা বলেই এখন তা জাতিগত সত্তার টইকে থাকার লড়াই। ---পাগলামি করে মুসলিম সন্ত্রাসী এদেরকে না বলাই

৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৫১

চাঁদগাজী বলেছেন:


আরাকানের বাসিন্দারা রোহিংগাদের বড় শত্রু; ফলে, সেখানে গেরিলা যুদ্ধ মোটামুটি অসম্ভব

২৮| ৩১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

মহসিন ৩১ বলেছেন: টুইন টাওয়ারে আক্রমণের মত নয় রোহিঙ্গারা , এটা বহু পুরাতন সমস্যা বলেই এখন তা জাতিগত সত্তার টইকে থাকার লড়াই। ---পাগলামি করে মুসলিম সন্ত্রাসী এদেরকে না বলাই ভাল হবে।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:০৮

চাঁদগাজী বলেছেন:


পরিস্হিতি ওদের বিপক্ষে

২৯| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৮:০৩

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: অাপনি ভুল বলেন নি। তবে এছাড়া তাদের আর কিই বা করার ছিলো। তাদের ভেতরে শিক্ষার হারেরন দৈনতাজনিত কারনে পাকিস্তানের আইএসআই এবং মিডিরইস্টের আইএসআইএস তাদের মগজের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, যেটা তাদের জন্য ততোধিক আত্মঘাতি হলো মনে হয়।

৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৫২

চাঁদগাজী বলেছেন:


এখন ওদের জীবন আরো বিপন্ন হলো, মনে হয়

৩০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২০

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আম্রিকা ভিয়েতনামে অনেক বছর যুদ্ধ চালাইছে। ৭৩/৭৪সালের দিকে(আমি পিচ্চি) মায়ের মুখে ভাইদের মুখে শুনতাম যে, ভিয়েতনামে ১০/১২ বছরের পোলাপানও (ছেলে-মেয়ে) স্টেনগান চালায়। ফায়ার কইরা গুলির বা স্টেনগানের ধাক্কায় মাটিতে পইড়া যায়। পিঠ দেওয়ালে লাগলে আপনা আপনিই প্রতিরোধ তৈরি হয়। রোহিঙ্গাদেরও এখন এই অবস্থা। তাদের ট্রেনিং লাগবে না, আত্মরক্ষায় বাধ্য তাদের হইতেই হবে কোনো এক সময়। ফলে যুদ্ধটাও শিখা ফেলবে।

ভিয়েতনামের মাটিতে এখনও হয়তো আম্রিকান সেনাদের হাড্ডি পাওয়া যাবে।

জোর সমর্থন জানাই- ইন্দুরের মতো না মইরা শিঙ্ঘের মতন মরুক।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৪৫

চাঁদগাজী বলেছেন:


যুদ্ধ নিয়ে আমার সামান্য অভিজ্ঞতা আছে, মরতে যাওয়া মানে যুদ্ধ নয়; যুদ্ধ মানে বিজয়ের আশায় সংগ্রাম

৩১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৩১

উম্মু আবদুল্লাহ বলেছেন: বাংলাদেশ বুদ্ধিমান ও চতুর হলে উচিৎ হবে বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করা । মুফতে পাওয়া দশট্রাক অস্ত্র তো সরকারের কাছে জমা আছেই .......
===========================================================

অসম্ভব। বাংলাদেশের পক্ষে অন্তত পক্ষে এই কাজটি হবে রীতিমত নির্বুদ্ধিতা।
শরনার্থী আশ্রয় দেয়া এক বিষয়, আর বিদ্রোহীদের সমর্থন জোগানো অন্য বিষয়।
বাংলাদেশের যা করনীয় তা হল রাজনৈতিক ভাবে বিষয়টি মোকাবেলা করা। রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে হলে বিশ্বমোড়লদের দ্বারস্থ হতেই হবে।

শরনার্থী সমস্যা অন্যান্য মুসলিমদের দেশগুলোকে নিয়ে সমাধান করা যাবে।

মোদ্দা কথা, এই বিষয়টি এখন আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকেই উদ্যোগ নিয়ে এগিয়ে যেতে হবে।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:০৫

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ কাউকে অস্ত্র দিলে, আমাদের অবস্হা আফগানিস্তানের মতো হয়ে যাবে।

বাংগালীদের সাথে রোহিংগাদের মিল আছে, তাই তাদের রক্ষার দায়িত্ব নিতে হবে; যে কোন জাতির মানুষকে বাঁচানযোর দায়িত্ব নেয়া বাংলাদেশের উচিত

৩২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৫৪

ত্রিকোণমিতি বলেছেন: "অস্ত্র হাতে কাউকে বিশ্ব এখন সহ্য করার মতো অবস্হানে নেই।"

বুঝলাম না ভাউ,
কি বোঝাচ্ছেন এইটা দিয়ে??

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩৪

চাঁদগাজী বলেছেন:



অস্ত্রহাতে কাউকে দেখলেই বিশ্বের সবাই ভয় পাচ্ছে।

৩৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৮

অনল চৌধুরী বলেছেন: বাংলাদেশ যদি বার্মা থেকে আসা পার্বত্য উপজাতি আর বাঙ্গালী হত্যাকারী,চাদাবাজ শান্তিবাহিনীর উপর এরকম অত্যাচার করতো,তাহলে সন্ত্রাসী এ্যামেরিকা মানবাধিকার রক্ষার নামে বিমান হামলা শুরু করে দিত।
বাংলাদেশের উচিত ছিল ওদের অস্ত্র আর প্রশিক্ষণ দিয়ে বর্মীদের বিরুদ্ধে লড়তে সাহায্য করা।রোহিঙ্হারা ক্ষমতা পেলে বাংলাদেশের লাভ হতো।পৃথিবীর সব জাতি স্বজাতির বিপদে এগিয়ে আসে।তবে তাদের স্হায়ীবাবে এদেশে থাকতে দিলে সমস্যা হবে।
মাত্র ৫০০০ শান্তিবাহিনীর সন্ত্রাসী নেতা সন্ত চাকমা পার্বত্য চুক্ত করাতে পেরেছে পশ্চিমা মদদে।এখন পশ্চিমারা মজা দেখছে।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৫৯

চাঁদগাজী বলেছেন:


পার্বত্য চট্টগ্রামের সমস্যা সৃস্টি করেছিল জোনারেল জিয়া, সমাধান এখনো হয়নি।
সন্তুকে পর্বত থেকে ঢাকায় নিয়ে আসর দরকার ছিলো।

রোহিংগারা সাধারণ মানুষের সাপোর্ট পাচ্ছে না, সুতরাং এটির শেষ এখানেই।

৩৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৩

অনল চৌধুরী বলেছেন: আরাকান গেরিলাযুদ্ধের মতো যায়গা নয়-কে বলেছে?১৯৭১ এ বাংলাদেশ কি তা ছিল?গেরিলা যুদ্ধ সমভূমি,মরুভূমি,পার্বত্য অঞ্চল-সব জায়গাতেই করা যায়।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৫

চাঁদগাজী বলেছেন:


১৯৭১ সালে আপনি কি গেরিলা যুদ্ধ করেছিলেন? গেরিলা যু্দ্ধের জন্য আসল পরিবেশ হলো, যোদ্ধাকে সাধারণ মানুষের সমর্থনে পেতে হয়, তাদের মাঝে মিশে থাকতে হয়; সেটা নেই আরাকানে।

৩৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৮

অনল চৌধুরী বলেছেন: সৌদি কুকুররা এ্যামেরিকাকে বলে ইরান আক্রমণ করতে ইয়েমেনে বোমা মেরে হাজার হাজার মুসলিম মারে।কিন্ত ইসরাইল বা বর্মীদের কিছু করেনা।
এ্যামেরিকা যেমন ইচ্ছামতো যেকোন দেশে বিমান হামলা চালায়,তুরস্ক,ইরান আর সৌদিরা মিলেও সেভাবে বোমা মেরে বর্মীদের শেষ করে দিতে পারে।কিন্ত নির্বোধরা কোনদিনও তা করবে না।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:


সৌদিরা মুলত রাজতন্ত্র রক্ষায় সব করছে।

৩৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৯

অনল চৌধুরী বলেছেন: অস্ত্রহাতে কাউকে দেখলেই বিশ্বের সবাই ভয় পাচ্ছে-তাহলে সন্ত্রাসী এ্যামেরিকার মতো অস্ত্র কার কাছে আছে?

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৭

চাঁদগাজী বলেছেন:


আমেরিকা আছে বলে, বিশ্ব কিছুটা কন্ট্রোলে আছে, না হয় বিশ্ব রাজতন্ত্র ফিরে যেতো।

৩৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৩৮

অনল চৌধুরী বলেছেন: এ্যামেরিকার আগে ইংল্যান্ড ছিল।তারও আগে রোমান,গ্রিক,মুসলিমরা।
গেরিলা যুদ্ধের মূল পদ্ধতি হলো হিট এ্যান্ড রান।সাধারণ জনগণকে ঢাল বানানোর তত্ত্ব কোথায় পেলেন?
জ্ঞান অর্জনের জন্য পড়তে হয়,কোন নির্দিষ্ট সময়ে জন্ম নিতে বা কোন জায়গায় যেতে হয়না।
আপনি তো চাদ বা মহাশুন্যে যাননি।এজন্য কি এগুলি সম্পর্কে কিছুই জানেন না?

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:০১

চাঁদগাজী বলেছেন:


হিট করার পর, রান করবেন কোথায়, কোনদিকে? ওখানে কার মাঝে আপনি পালাবেন? রান করার সময় কাদের মাঝ দিয়ে যাবেন, তারা আপনাকে যেতে দিবে কিনা?

৩৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৪

অনল চৌধুরী বলেছেন: অারাকানের প্রকৃতি বাংলাদেশের মতো।ভিতর দিকে পার্বত্য চট্রগামের মতো পার্বত্য।গেরিলা যুদ্ধের সম্পূর্ণ উপযোগী।
আমি নিজে লেখালেখি আর গবেষণার কাজে ২০০৪ এর ডিসেম্বরে নাফ নদী পার হয়ে মন্ডুতে গিয়ে দেখেছি।
পরিস্হিতি শান্ত হলে আপনিও গিয়ে দেখতে পারেন।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:


আপনি গবেষণা করছেন, যুদ্ধ তো করেননি, বা সামরিক ব্যক্তিত্ব নন; আপনার ধারণা থিওরিটিক্যালি ওকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.