![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
কয়েকদিন জ্বর, ডাক্তারের কাছে যাওয়ার ইচ্ছে ছিলো না; ৫ দিনেও জ্বর থামলো না, ভয় পেলাম, যেতেই হবে। সাদা আমেরিকান, বা ইহুদী ডাক্তারদের এপয়েন্টমেন্ট সাথে সাথে পাওয়া যায় না, বাংগালী বা ভারতীয় ডাক্তারের কাছে যাওয়ার ইচ্ছে নেই; এক ফিলিপাইনের ডাক্তারের এপয়েমেন্ট পেলাম, কাছেই মাইল দু'য়েক হবে। জ্বরে শরীর কিছুটা দুর্বল, ভাবলাম হেঁটেই যাই, হাঁটা হবে, লোকজনের সাথে দেখাও হবে। স্পেনিশ এলাকা হয়ে হাঁটছি, মাইলখানেকের মাঝে মানুষতো দুরের কথা কুত্তার দেখাও পেলাম না; ট্রাম্পের ভয়ে মনে হয় রাস্তায় কেহ বের হয় না। একটু ক্লান্তিও লাগছিল, বাস নিলে ভালো হবে; কোন রাস্তা দিয়ে বাস যায় কে জানে! এক স্পেনিশ মেয়ে হনহন করে আমার পাশ দিয়ে একই দিকে হেঁটে যাচ্ছে, বললাম,
-হ্যালো, কেমন আছ! এখানে কোন রাস্তা দিয়ে বাস চলাচল করে?
-ভালো আছি, আমি ইংরেজী জানি না।
-তেমন ইংরেজী জানতে হবে না, আশেপাশে বাস আছে নাকি?
-ইংরেজী জানি না বললাম না! তুমি কি ইংরেজী কম বুঝ? এই বলে সে দ্রুত চলে যাচ্ছিল। আমি বললাম,
-তুমি এভাবে পালিয়ে যাচ্ছ কেন, মানুষ টানুষ মেরেছ নাকি, নাকি কিছু চুরি টুরি করেছ?
-তুমি কি এই সকালবেলায় সমস্যায় জড়াতে চাচ্ছ? মেয়ে মোটামুটি ক্ষেপেছে, এবং তার চোয়ালের হাড্ডি মাড্ডি শক্ত হয়ে উঠেছে।
-সামনে পুলিশের গাড়ী আছে, ওগুলো ট্রাম্প সাপোর্টার, ওরা স্পেনিশ ভালোবাসে না, হুশিয়ারে যাইও।
-চিন্তিত হয়ো না, আমার স্বামী পুলিশে চাকুরী করে; বরং তোমার একটু হুশিয়ার হওয়ার দরকার আছে!
-স্বামী পুলিশে? কত নম্বর স্বামী, নম্বরটা মনে আছে তো?
সে রাস্তা ক্রস করে অন্য পাশে চলে গেলো।
ডাক্তার মনোযোগ দিয়ে দেখলো, শেষে একটু চিন্তিত হয়ে গেলো; ডাক্তারকে চিন্তিত দেখলে ভালো না লাগার কারণ আছে। ডাক্তার বললো নীচে গিয়ে রক্ত দিতে; আমি বললাম,
-তাড়াহুড়ো কেন?
-মনে হচ্ছে, একটা সমস্যা আছে; আজকেই রিপোর্টটা পেলে ভালো হবে।
-মরে টরে যাচ্ছি নাতো?
-হয়তো আজকে মরতেছ না, তবে টেস্টটা জরুরী।
মনটা খারাপ হয়ে গেলো। রক্ত দিলাম। হাঁটার ইচ্ছে ছিলো না আর; ল্যাবের লোকটার থেকে জেনে নিলাম, ২/৩ ব্লকের মাঝে ট্রেন। ৩ ব্লকের পর, আরও এক ব্লক হাঁটলাম, ট্রেনের নাম গন্ধও নেই; আরেকজনকে প্রশ্ন করে জানলাম আরও ৩ ব্লক সামনে; মন খাট্টা হয়ে গেলো। রাস্তাঘাট ফাঁকা; এক দোকানের সামনে এক সাদা মেয়ে টেলিফোন টিপছিলো; কোন হ্যালো মেলো ব্যতিতই প্রশ্ন করলাম,
-ট্রেন কোথায়?
মেয়েটা এদিক ওদিক তাকিয়ে, দিলো দৌড়; দৌড়ে রাস্তার কোণায় গিয়ে পেছনে ফিরে আমাকে দেখলো। পাশে একটা সাদা ছেলে ছিলো, সেও হতবাক। সে আমার দিকে তাকিয়ে বললো,
-তোমার হাত কোথায়?
আমার ডান হাতটা বুক বরাবর কোটের ভেতরে ঢুকানো ছিল; জ্বরে ঠান্ডা লাগছিলো, একটা বোতাম খুলে হাতটাকে কোটের ভেতর রেখে একটু গরম করছিলাম। ছেলেটা বললো,
-মেয়ে মনে করেছে, তোমার হাতে অস্ত্র থাকতে পারে। ছেলেটির অনুমান সঠিক, মনে হলো।
ছেলেটি ট্রেন দেখায়ে দিলো; আমি ১ ব্লক বেশী এসে গেছি, পেছনে যেতে হবে।
ট্রেন ফাঁকা, সকালে কাজের লোকেরা কাজে চলে গেছে, এখন বেকার ফেকাররা ঘুরতে বের হচ্ছে। পুরো ট্রেনে ক্যানের পঁচা টুনা মাছের গন্ধ; আমি জোরে চিৎকার করে বললাম,
-বিড়ালের খাদ্য কে খাচ্ছে?
একটা সাদা মেয়ে মনে হলো বেশ মজা পেয়েছে, সে আংগুল দিয়ে ট্রেনের অন্য প্রান্তের দিকে দেখালো। অবশ্যই, এক চীনা মিয়া সস্তা টুনাকে ২ রুটির মাঝখানে রেখে, তথাকথিত স্যান্ডউইচ খাচ্ছে, পুরো ট্রেনে গন্ধ। চীনা মিয়াকে লক্ষ্য করে বললাম,
-কি ব্যাপার, টুনা কেমন লাগছে?
সে খুশী, মাথা নেড়ে আবার এক কামড় নিলো। এক আফ্রিকান আমেরিকান মেয়ে আমার এই হাবভাব পছন্দ করেনি; সে শক্ত গলায় বললো,
-মিস্টার, ট্রেনটা কি তুমি কিনেছ? ভালো না লাগলে নেমে যাও!
বুঝলাম, বেশী করা হয়ে গেছে, আজকের জন্য যথেষ্ট; সামনের স্টেশনে নেমে অন্য কামরায় চলে গেলাম।
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৩
চাঁদগাজী বলেছেন:
জ্বর টর হলে গন্ডগোল করতে ইচ্ছে হয়, না হয়, হতাশ হয়ে যাই; ভাবছি, ঢাকায়ও গন্ডগোল করে দেখবো।
২| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৯
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মেয়ের আশে পাশে থাকলে আমিও দৌড়িতাম। মাইগো মাই, আইজ কাইলে টেররিস্ট কে কেউ কইতে পারে না।
গল্প হলে ঠিকাছে, বাস্তব হলে চিন্তার বিষয়।
কেমন আছেন?
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৫১
চাঁদগাজী বলেছেন:
বাস্তব, ডাক্তারের ওখান থেকে ফিরলাম কিছুক্ষণ আগে।
৩| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৫০
পাগলা সাইফুল বলেছেন: লেখার স্টাইলটা আমার খুব ভালো লেগেছে
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৪
চাঁদগাজী বলেছেন:
সাধারণ, তেমন কিছু না
৪| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৩
জেন রসি বলেছেন: মনে হচ্ছিল গল্প পড়ছিলাম। আপনি গল্প লেখা ট্রাই করতে পারেন। আপনার সেন্স অব হিউমর অসাধারন। সিরিয়াস প্র্যাকটিক্যাল জোক করতে পারেন মাঝেমাঝে।
জ্বর কি কমেছে? সুস্থ হয়ে যাবেন দ্রুত এই শুভকামনা করছি।
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৭
চাঁদগাজী বলেছেন:
জ্বর নিয়ে সমস্যা, শুরু হলে থামতে চাহে না; টিন সপ্তাহের মাঝে ২ বার জ্বর হয়ে ভয় লাগায়ে দিয়েছে; গতকাল আবার ব্লগার খায়রুল আহসান সাহেবের এক পোস্ট পড়লাম; তখন থেকে মনে হচ্ছিল, ডাক্তারের কাছে যাওয়ার দরকার। ঔষধ খাওয়ার শুরু করেছি, ঠিক হয়ে যাবে।
৫| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৫
ওমেরা বলেছেন: সুইডিশরা বেশির ভাগই ভিতরে ভিতরে রেসিস্ট থাকলেও কোন প্রশ্ন করলে আন্তরিক ভাবে সাহায্য করার চেষ্টা করে ।
লিখাটা বেশ ভাল হয়েছে ।
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১:০৩
চাঁদগাজী বলেছেন:
আমেরিকান সাদারণ মানুষ ভেতরে বাহিরে এক; এরা বিশ্বের মাঝে সবচেয়ে কম রেসিষ্ট
৬| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৭
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন:
অবহেলা করলে অমঙ্গল হবে। ছয় বছর আগে যখন আমাকে বলেছিল আর মাত্র দুই বছর তখন আমার হাত পা ঠাণ্ডা হয়েছিল। কিডনির উন্নতি হয়েছে, ক্যালেস্ট্ররাল কমেছে।
আপনার সুস্থতা কামনা করি।
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১:০৫
চাঁদগাজী বলেছেন:
ভালো খাবার চেস্টা করবেন, কম খাবেন, হাঁটবেন, আড্ডা দিবেন।
৭| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১:০১
মনিরা সুলতানা বলেছেন: আশা করছি এখন ভালো আছেন ;
অবশ্য আপনার ভালো থাকা কে আটকায় হাহাহা !
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১:০৪
চাঁদগাজী বলেছেন:
শেষ ঔষধ খেতে হচ্ছে। ঠিক হয়ে যাব, আশাকরি
৮| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১:০৭
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দোয়া করবেন।
বাঙালির খাবারের দামে বেশি! আর সকল রোগে ভরা। তেল আর তেল! ঘি ছাড়া নাকি খাবার হয় না।
স্ত্রীকে বলেছি, আরেকদিন কিছুতে ঘি দিলে খবর আছে! ভাণ্ডারে আগুন লাগাব!
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১:১৭
চাঁদগাজী বলেছেন:
বাংগালী, পাকিস্তানী, ভারতীয় ও চীনাদের দোকান থেকে কিছু কিনবেন না; এরা কি বেছে পুলিশও জানে না
৯| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১:১৯
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: একদম খাঁটি সত্য কথা বলেছেন। এদেরকে আমিও একানারা বিশ্বাস করি না। আপনিও সুস্থ থাকার চেষ্টা করবেন। সুস্থতা আসল সম্পদ।
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৩২
চাঁদগাজী বলেছেন:
সুস্হ থাকার চেস্টা করছি; সমস্যা হলো, দিনের শেষে বয়স ১ দিন করে বাড়ছে, এটা থামানো গেলো না।
১০| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১:১৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনি মুভি দেখেন না। কিন্তু হলিউডি মুভির মত সুক্ষ্ম জোকস গুলো ঠিকই করতে পারেন। এটা সবাই পারে না, বুঝেও না।
স্বামী পুলিশে? কত নম্বরটা, নম্বর মনে আছে তো?
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১:২৯
চাঁদগাজী বলেছেন:
শরীর ভালো না থাকলে মাঝে মাঝে গন্ডগোল করতে হয়, না হয় ভালো লাগে না।
১১| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১:২০
কলাবাগান১ বলেছেন: বাংগালী ডাক্তার কি দোষ করল?
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৩১
চাঁদগাজী বলেছেন:
দোষের মাঝে একটা, বুঝে কম; ঔষধ দেয় বেশী; অনেকে ক্রাইম করে বেড়াচ্ছে, ওভার বিল করে, বিনা কারণে হার্টে রিং পিং লাগায়ে দিচ্ছে!
১২| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৩৯
মানিজার বলেছেন: শরীর ভালো না থাকলে মাঝে মাঝে গন্ডগোল করতে হয়, না হয় ভালো লাগে না।
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৪০
চাঁদগাজী বলেছেন:
আসলে এটা ভালো কাজ করে।
১৩| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৪১
মানিজার বলেছেন: আমার বাচ্চাটারও খুব জ্বর । কিছুই খাওয়ানো যাচ্ছে না কাল থেকে । এইসব জ্বর টর নিয়া আর বাচা গেল না ।
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৪৮
চাঁদগাজী বলেছেন:
বাচ্ছাদের জ্বর হলে,পুরো পরিবারের অবস্হা বেশ কস্টকর; ভালো যে, বাচ্ছাদের প্রতিরোধ ক্ষমতা ভালো; দেখাশোনা করেন, যা খেতে পছন্দ করে, সেটা দেয়ার চেস্টা করেন; আশাকরি শীঘ্রই ভালো হয়ে যাবে, শুভ কামনা রলো।
১৪| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ২:০৮
কলাবাগান১ বলেছেন: গত উইকএন্ডে সারাদিন জ্যাকসন হাইটস এ ঘুরে বেড়িয়েছি....কাছাকাছি থাকলে দেখা করতে পারতাম....
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ২:১৬
চাঁদগাজী বলেছেন:
স্যরি, বড় ধরণের মিস; আগামীতে এলে জানাবেন। আশাকরি, বাংগালীদের সাথে দেখা হয়েছে!
১৫| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ২:১৮
ভ্রমরের ডানা বলেছেন:
আপনার রসিকতায় মুগ্ধ না হয়ে পারলাম না, জ্বর নিয়েও পারেন বটে...
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ২:২১
চাঁদগাজী বলেছেন:
একটু না নড়লে চড়লে অসুস্হতা পেয়ে বসে।
১৬| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ২:২৫
ভ্রমরের ডানা বলেছেন:
আপনার সুস্বাস্থ্য কামনা করছি, তবে লেখা পড়ে মনে হল জ্বর আপনাকে পায়নি আপনি জ্বরকে পেয়েছেন। এনি ওয়ে কাম রাউন্ড সুন, য়ুই ডোন্ট ওয়ান্ট টু মিস ইউ...
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ২:৩৪
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, ছেড়ে যাওয়া মুশকিল হবে; বিড়ালের ৭ প্রাণ
১৭| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:৩৯
ফেরদৌসা রুহী বলেছেন: সুস্থ হয়ে উঠুন।
যে অবস্থা চলছে আসলেই ভয়ের ব্যাপার। আমেরিকা বেড়াতে আসার কথা মনে হলেই এখন ভয় লাগে।
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:৪১
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, মন শক্ত আছে, ভালো হয়ে যাবো। না, ভয়ের কিছু নেই; কিছু সাধারণ নিয়ম মেনে চললে মোটামুটি নিরাপদ।
১৮| ১১ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:০৩
ডঃ এম এ আলী বলেছেন:
জ্বর নিয়েও লিখছেন ভাল ।
জ্বর নিয়ে হাটতে পারলেন সেটা কম কথা নয়
ডাক্তারের যে ভাব সাবের কথা বললেন
তাতে এম্বোলেন্স ডেকে সুজা হসপিটালের
জরুরীতে গিয়ে তাদের মেহমানদারীতে
দিব্বি সপ্তাহ খানেক কাটিয় সুস্থ হয়ে
ফেরাটাই মনে হয় ভাল হত ।
যহোক সুস্থ হয়ে উঠোন এ কামনাই করি ।
১১ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:১৮
চাঁদগাজী বলেছেন:
হাসপাতাল নিয়ে আমার সমস্যা আছে, আমার ভালো লাগে না। জীবনে একবার ছিলাম।
আমি ভালো অনুভব করছি, আশাকরি, শীঘ্রই সেরে উঠবো।
১৯| ১১ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:৪৭
ডঃ এম এ আলী বলেছেন: শুনে আশ্বস্থ হলাম । দোয়া করি শিঘ্রই সেরে উঠুন ।
১১ ই অক্টোবর, ২০১৭ ভোর ৫:০২
চাঁদগাজী বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ।
২০| ১১ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:৫৪
ডঃ এম এ আলী বলেছেন: শুনে আশ্বস্থ হলাম । দোয়া করি শিঘ্রই সেরে উঠুন ।
২১| ১১ ই অক্টোবর, ২০১৭ ভোর ৫:১২
রুরু বলেছেন: চাঁদগাজী সব ধরনের লেখাই লিখতে পারে।
১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৩৩
চাঁদগাজী বলেছেন:
জাস্ট ব্লগে আড্ডা দেয়া
২২| ১১ ই অক্টোবর, ২০১৭ ভোর ৬:২৭
এলিয়ানা সিম্পসন বলেছেন: @কলাবাগান১, ami apnea bashar pash diye majhe majhe jai. Apni dekha korte chan na.
১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:০৭
চাঁদগাজী বলেছেন:
প্রতিবেশী?
২৩| ১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫৬
মিরোরডডল বলেছেন: Excellent writing
You are a very fun loving person no doubt
You should write more this kinda story. Loving it.
Wish you'll get well soon
১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:০০
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, ভালো অনুভব করার শুরু করেছি।
মাঝেমাঝে একটু হাউকাউ করতে হয়, না হয় মনে হয়, বয়স বেশী বেড়ে যাচ্ছে
২৪| ১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এখন আপনার জ্বর কেমন?
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:০২
চাঁদগাজী বলেছেন:
ভালোর দিকে; আমার জ্বর হলে অনেকদিন থাকে; তবে, আমার মনোবল শক্ত থাকে, আমি নিয়মিত কাজকর্ম চালিয়ে যাবার চেস্টা করি।
২৫| ১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শেষমেছ সুন্দরীর কথা মত ট্রেন থেকে নেমেই গেলেন।আপনিতো পুরুষ জাতিকে নারীদের কাছে হারিয়ে দিলেন।
১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:০০
চাঁদগাজী বলেছেন:
মেয়েদের কথা শুনতে হয়, আমি ছোটখাট গন্ডগোল করলেও, কোন মেয়ে যদি মনের থেকে আমাকে কিছু বলে, আমি সব সময় মেনে নিই।
২৬| ১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:০২
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ভালো লেগেছে লেখাটি।
১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৩
চাঁদগাজী বলেছেন:
তা'হলে আছি
২৭| ১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৫
করুণাধারা বলেছেন: আমারও জ্বর। অপশন কেবল বাংগালী ডাক্তার। গেলেই একগাদা টেস্ট ধরাবে।
আপনার মেজাজ খারাপের বর্ণনা পড়তে পড়তে অবশ্য আমার মেজাজ বেশ হালকা লাগল। ধন্যবাদ তাই।
১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৬
চাঁদগাজী বলেছেন:
জ্বর ইত্যাদিতে একটু হালকা হলে আমার ভালো লাগে।
২৮| ১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৭
সামিয়া বলেছেন: সুন্দর লিখেছেন, নিজের সত্তা কিংবা ব্যক্তিত্ব সাবলীল ভাবে তুলে ধরেছেন।।
অনেক অনেক ভালো থাকুন আপনার সুস্থতা কামনা করছি।।
১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪০
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, আশাকরি সুস্হ হয়ে যাবো শীঘ্রই
২৯| ১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৪
কানিজ রিনা বলেছেন: এসেছি যখন যেতে হবে, এটাই সত্য জীবনটা
শুধু মাত্র সাঁকো পাড় হওয়া। ওপারটা বিশ্বাস
করি। যেমন মায়ের উদর থেকে বেড় হয়েছি
মনে রাখিনাই সৃষ্টি কর্তা সে ক্ষমতা আমাকে
দেন নাই মায়ের উদরের জগৎটা ঠিক তেমনই ওপারে গেলে এজীবনের কথা আর মনে থাকবে না।
জীবনটা একটা গোলক বৃত্ত শিশু থেকে শুরু
গোলক ঘুরতে ঘুরতে জীবন শেষে এসে আবার শিশু
তারপর পরপার।
শুভ কামনা সুস্থতা আশা করি।
১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৯
চাঁদগাজী বলেছেন:
বিনা প্ল্যানে চলে গেলে রোহিংগাদের মত অবস্হা হবে; সব ঠিকঠাক, থাকা খাবার ব্যবস্হা হোক; আগে গিয়ে রিফিউজী হলে সমস্যা হবে।
৩০| ১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: পরে কি হয় জানায়েন। অসুখ হলে শুয়ে থাকতে খুব বিরক্ত লাগে।
১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৪
চাঁদগাজী বলেছেন:
শুয়ে থাকা কস্টকর, চলাফেরা করলে হাতে পায়ে শক্তি থাকে; সেজন্য, জ্বর হলে আমি বাসায় জানাতে চাহিনা সহজে
৩১| ১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৯
কানিজ রিনা বলেছেন: আপনি প্লান করুন পরপাড়ে রহিঙ্গা না হতে
হয়। রহিঙ্গাদের শিশুরা প্লান করার সময়
পাই নাই। ধন্যবাদ।
১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৩
চাঁদগাজী বলেছেন:
সবকিছুতে এতো সিরিয়াস হলে কেমনে হবে, মাঝে মাঝে একটু হালকা হতে হয়
৩২| ১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৪
মোস্তফা সোহেল বলেছেন: আপনার সুস্থতা কামনা করছি।
১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪০
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, এত লোকজন এত শুভ কামনা করলে অসুস্হ থাকাই অসম্ভব।
৩৩| ১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৬
কানিজ রিনা বলেছেন: আপনি বুঝার চেষ্টা করুন শিশু থেকে
জীবন শেষে আবার শিশু পর্যন্ত পৌছানো
শিশুর মত পবিত্র হয়ে যেতে পারব?
১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৩
চাঁদগাজী বলেছেন:
লিও টলস্টয় এক গল্লে বলেছিলেন যে, ওপারে যাবার সময় শিশুর মতো নিস্পাপ হলে ভালো হবে; নিস্পাপ থাকার চেস্টা করার দরকার।
৩৪| ১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রিয় চাঁদগাজী ভাই, দ্রুত সুস্থ হয়ে উঠুন। আপনার লেখার ভেতরে নিঃসঙ্গতার অস্বস্তিকর ছায়া আছে।
১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৬
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, আগের থেকে ভালো অনুভব করছি।
জীবন বিচিত্র, নিজের অজান্তেই এটা সেটা জীবনের অংশ হয়ে যায়।
৩৫| ১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঃ হাঃ হাঃ। অসুস্থ শরীরে সবাই রসিকতা করতে পারে না। যাই হোক, দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই কামনা করছি।
ধন্যবাদ ভাই চাঁদগাজী।
১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৮
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, অবস্হা ভালোর দিকে। প্রবাস বিচিত্র, সেটার সামান্য শেয়ার মাত্র
৩৬| ১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪২
নীলপরি বলেছেন: দারুণ লিখেছেন ।
এখন কেমন আছেন?
শুভকামনা।
১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৯
চাঁদগাজী বলেছেন:
ভালো লাগছে, ধন্যবাদ।
জ্বর ছিলো, তাই শেখ সাহেব, জেনারেল জিয়া ও ট্রাম্পকে ছুটি দিলাম, কয়েকদিন রেস্ট নিক।
৩৭| ১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৯
মোহাম্মদ জন চক্রবর্ত্তী বলেছেন: @ চাচা, "বাংগালী বা ভারতীয় ডাক্তারের কাছে যাওয়ার ইচ্ছে নেই"। আপনের ইচ্ছা কেন নেই যদি একটু জানতে পারতাম । লক্ষ লক্ষ বাংলাদেশী দেখি ভারতে চিকিৎসা করাতে যায়। যাইহোক ভাল থাকবেন। শুভ কামনা রইল।
১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৪
চাঁদগাজী বলেছেন:
২ বাংগালী ডাক্তার ও ২ ভারতীয় ডাক্তার, ১৯৯৩ সালে আমার উপর এক অপারেশন চালানোর কথা বলেছিল, আমি নিজেই নাকচ করে দিয়েছিলাম; পরে দেখা গেলো যে, আমি সঠিক। তখন থেকে আমি অন্যদের কাছে যাবার চেস্টা করি।
৩৮| ১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২০
রক বেনন বলেছেন: স্বামী পুলিশে? কত নম্বর স্বামী, নম্বরটা মনে আছে তো? হা হা হা!! এই লাইনগুলো খুব মজা লেগেছে। এখন কেমন আছেন? জ্বর কমেছে তো? শুনেছি জ্বর হলো কোন অসুখের পূর্ব লক্ষণ। আপনি ভাল মতো চিকিৎসা করিয়ে ওষুধ খান। আশা করি দ্রুত ভালো হয়ে উঠবেন। আপনার জন্য শুভ কামনা রইল।
ভালো থাকবেন। চমৎকার লিখনীর জন্য ধন্যবাদ।
১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৬
চাঁদগাজী বলেছেন:
মেয়েটা সাহায্য করতে চাহেনি, তাই একটু বিব্রত করার চেস্টা করলাম, তেমন কিছু না।
ধন্যবাদ, আগের থেকে ভালো অনুভব করছি।
৩৯| ১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০২
সাাজ্জাাদ বলেছেন: জ্বর হলে অনেকের বকুনি বেড়ে যায়।
আমরা বকি ঘরে
আর আপনি বকছেন বাইরে
একা থাকেন নাকি?
১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১২
চাঁদগাজী বলেছেন:
না, একা নই।
আমার স্ত্রীও বলেছে, অসুখের সময় আমি বেশী কথা বলি, সমস্যা; কথা বন্ধ করার জন্য আবার কোনদিন গলা টিপে ধরে, কে জানে!
৪০| ১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৫
হাসান কালবৈশাখী বলেছেন:
মেডিকেইড সুবিধা নিছিলেন?
১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৯
চাঁদগাজী বলেছেন:
না, আমার কাজের ইন্স্যুরেরেন্স আছে এখনো
৪১| ১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৪
গেম চেঞ্জার বলেছেন: সাধারণত রিলাক্স থাকলে এই টাইপ রসিকতা করা যায়, কিন্তু অসুস্থ অবস্থায়!! আপনার হিউমরটা চরম লাগলো!!
১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২২
চাঁদগাজী বলেছেন:
শরীর খারাপ থাকলে আমি আড্ডা পাড্ডা মারি, তাস মাস খেলি, রিলাক্স করার চেস্টা করি
৪২| ১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৬
মো: নিজাম গাজী বলেছেন: প্রিয় চাঁদগাজী ভাই আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই কামনা করি। ভাই দয়া করে আপনার মোবাইল নম্বরটি একটু দিবেন?
১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৩
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, ভালো অনুভব করছি। ফোন আপনাকে জানাবো।
৪৩| ১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৯
কথাকথিকেথিকথন বলেছেন:
চারপাশে উত্তাপ দেখছি ভালোই বিলিয়েছেন! জ্বর তো মনে হয় নিজেই কনফিউজ হয়ে গেছে, সে গরম না আপনি গরম!
আপনার জন্য শুভ কামনা। সুস্থ হয়ে উঠুন।
১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৫
চাঁদগাজী বলেছেন:
অসুস্হ থাকলে আড্ডা দিতে হয়, তা'হলে মনটা চাংগা থাকে; ধন্যবাদ, ভালোর দিকে।
৪৪| ১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৭
ৎঁৎঁৎঁ বলেছেন: আপনার লেখা আগে পড়া হয়নি, খুব ভালো লাগলো লেখনী। আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৭
চাঁদগাজী বলেছেন:
আপনি আমার লেখা আগে পড়েননি? যাক, বেশী কিছু একটা মিস করেননি।
ধন্যবাদ, ডাক্তার বলেছে, ভয়ংকর কিছু নেই; তাতেই এখন ভালো লাগছে।
৪৫| ১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০১
জাহিদ অনিক বলেছেন: জেন রসি বলেছেন: মনে হচ্ছিল গল্প পড়ছিলাম। আপনি গল্প লেখা ট্রাই করতে পারেন। আপনার সেন্স অব হিউমর অসাধারন। সিরিয়াস প্র্যাকটিক্যাল জোক করতে পারেন মাঝেমাঝে।
আমিও সেটাই বলতে চাচ্ছি। আবুহেনা ভাই ভাল রম্য লেখেন। আজ আপনার লেখাতেও মারাত্মক হিউমার পেলাম।
মনিরা সুলতানা বলেছেন: আশা করছি এখন ভালো আছেন ;
অবশ্য আপনার ভালো থাকা কে আটকায় হাহাহা !
- সেটাই আপনার ভাল থাকা কে আটকায়, এত অসুখ নিয়েও যে এইভাবে লোক হাসানোর গল্প লিখতে পারে।
বাংলাদেশী ডাক্তারদের নিয়েও ভাল বলেছিলেন, এরা বোঝে কম, টেস্ট দেয় বেশি। বেশি বাড়াবাড়ি করলে হার্টে অযথ রিং টিং ও বসিয়ে দেয়।
গত সপ্তাহে আমার বাবাকে নিয়ে একটা প্রাইভেট হস্পিটালে গিয়েছিলাম, সামান্য কাশি জ্বর নিয়ে। মোটামুটি ৬ হাজার টাকার টেস্ট ধরিয়ে দিল। রিপোর্ট টিপোর্ট দেখে, মাথা নেড়ে ভাবগাম্ভীর্যতার সহিত বলল, - নাহ ! সব ঠিক আছে।
ভাবখানা এমন, যেন রিপোর্টে সবকিছু ভাল এসেছে এটাই এখন ওনার জন্য টেনশনের বিষয়।
আপনার দ্রুত সুস্থতা কামনা করছি।
১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩০
চাঁদগাজী বলেছেন:
আমার মনে হয়, অনেক বাংগালী ডাক্তারের পার্সোনেলিটি ডাক্তারের মতো নয়, এবং এরা রোগীর সাথে "কানেকশান" খুঁজে পায় না।
আমি ভালো অনুভব করছি; কোন বিষয়ে হতাশ হতে আমার সময় লাগে।
৪৬| ১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার সুস্থতা কামনা করছি। লিখাটিও ভাল লাগলো এই অসুস্থতায়ও রম্য!
১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪০
চাঁদগাজী বলেছেন:
শরীর খারাপ হলে গন্ডগোল করার সময় পাওয়া যায়, এটা একটা সুবিধা; ধন্যবাদ, ভালোর দিকে
৪৭| ১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪০
কাছের-মানুষ বলেছেন: আপনি সুস্থ হয়ে উঠুন। আপনার সুস্থতা কামনা করছি।
অফটপিক :
কিছুদিন আগে আপনাকে জেনারেল এরশাদ বানিয়ে রাখা হয়েছিল, সমাধান কি হয়েছে?
১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৪
চাঁদগাজী বলেছেন:
জেনারেল থেকে বেরিয়ে এসেছি, অন্য জেনারেলদের জন্য খারাপ লাগে; আমি প্রতিদিন কয়েকবার করে, স্টেটাস চেক করতাম, ব্যাপারটা হতাশ হওয়ার মতো।
আপনি তো ভাবনায় ফেলে দিলেন, আমার জ্বরের পেছনে "জেনারেলের" প্রভাব টভাব আছে নাকি?
৪৮| ১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৮
রানা আমান বলেছেন: চমৎকার লেখার জন্য ধন্যবাদ।
১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৮
চাঁদগাজী বলেছেন:
সব সময় ব্লগারদের মাথায় ভারী বোঝা তোলার অভ্যাস ছাড়ার চেস্টা করছি
৪৯| ১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩২
পদ্মপুকুর বলেছেন: আপনার লেখা পড়তে পড়তে ধারণা হয়েছিল, আপনি বুঝি শুধুমাত্র উপসম্পাদকীয় ধরণের লেখা্ই লিখতে পারেন। আজ মনে হচ্ছে, না গদ্যও লিখতে পারেন। ভালো লাগলো।
ভালো থাকবেন, শুভ ব্লগিং।
১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৬
চাঁদগাজী বলেছেন:
এমন কিছু না, নিজকে প্রকাশ করা; ব্লগে, নিজেদের লোকজন, এখানে ফ্রি হওয়া যায়।
৫০| ১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৬
এলিয়ানা সিম্পসন বলেছেন: Na
Wish me luck! I have a very important interview next week
১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৩
চাঁদগাজী বলেছেন:
আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রল.
" ঐ জাতীয় ইন্টারভিউ যারা দিয়েছেন, গুগল থেকে তাদের লেখা ও প্রশ্নগুলো দেখার শুরু করেন"।
ইন্টারভিউ'এর বিল্ডিং'এ ১০ মিনিট আগে পৌঁছবেন, সেক্রটারীকে জানাবেন আপনি এসেছেন; ইন্টারভিউয়ারদের আগে চেয়ারে বসবেন না; চেয়ারে হেলান দেবেন না, নিজের কোনকিছু টেবিলে রাখবেন না, কলম কাগজ রাখবেন পোর্টফোলিও'র ভেতরে; পোর্টফোলিও রাখবেন নিজের কাছে, টেবিলের উপর নয়; ই্টারভিউ'এর সময়, চা-কফি, পানি না নিলে ভালো, টেবিলে পড়ে যেতে পারে; যার সাথে কথা বলবেন, কানেকটেড থাকবেন, কোম্পানী বা অর্গেনাইজেশন সম্পর্কে গুগল থেকে আগেই জেনে যাবেন; কেহ কথা বললে, তাকে থামাবেন না। ড্রেস কোড যেন ঠিক থাক।
আবারো অনেক অনেক শুভ কামনা ও শুভেছ্ছা।
৫১| ১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৭
এডওয়ার্ড মায়া বলেছেন: মানুষ হিসেবে কাঠখোট্রা,রসকষ নাই মনে করছিলাম
আপনার অসুস্থতা আমাদের ভিন্ন কিছু উপহার দিল তাই বলে আপনার অসুস্থ কামনা করতে পারি না।
সুস্থ হয়ে উঠুন।
১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২০
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, গতকাল থেকে ভালো অনুভব করার শুরু করেছি; আমি ব্লগে হাসিখুশীর পোস্টগুলো পড়ি সব সময়, কিছুটা প্রভাব তো পড়ছে, নিশ্চয়ই।
৫২| ১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪১
টারজান০০০০৭ বলেছেন: "শরীর ভালো না থাকলে মাঝে মাঝে গন্ডগোল করতে হয়, না হয় ভালো লাগে না।"
ব্লগেও মনে হয় একারণেই........
যাইহোক, আল্লাহ সুস্থ করুন। শরীরকে, মনকে ! আমিন !
১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৫
চাঁদগাজী বলেছেন:
আমাদের শিক্ষা, মিডিয়া, রাজনীতি, অর্থনীতি, সমাজ ইত্যাদি অন্য অনেক জাতির তুলনায় পেছনে; ব্লগিং'এ আমরা এগুলো নিয়ে আলোচনা করি, তর্ক-বিতর্ক করি, এনালাইসিস করি ; ফলে, এগুলো সম্পর্কে আমাদের ধারনা পরিস্কার হয়।
ধন্যবাদ, আমি ভালো অনুভব করছি। ব্লগিং'এর সিরিয়াস বিষয়সমুহে আমি সিরিয়াস থাকার চেস্টা করি!
৫৩| ১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: দ্রুত সুস্থ হয়ে উঠুন। শুভকামনা।
১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৪
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, ভালো অনুভব করার শুরু করেছি।
৫৪| ১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৮
কানিজ ফাতেমা বলেছেন: অনেকদিন পর ব্লগে ঢুকে আপনার ভিন্নধারার লেখাটি চমৎকার লাগলো । দারুন উপভোগ্য রশিকতা ।
আপনার সুস্থতা এবং দীর্ঘায়ূ কামনা করছি । ভালো থাকুন সতত ।
১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৭
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, ব্লগ থেকে দুরে থাকলে আমাদের মিস করবেন, সিউর।
ভালো অনুভব করছি।
৫৫| ১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩২
রাতু০১ বলেছেন: আপনার সুস্থতা কামনা করছি।শুভকামনা।
১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৫
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, ভালো অনুভব করছি; নিজে নিজে চা বানিয়ে খাচ্ছি, ব্লগিং করছি, চলছে
৫৬| ১১ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭
নায়না নাসরিন বলেছেন: আমার বাড়ি শহরের বাইরে। সেই বিধায় আমাদের এলাকার ডাকতাররা এখোনো এত টেস্ট দেওয়া শিখে নাই ভাইয়া মজার অভিগ্গতা +++++++
১১ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭
চাঁদগাজী বলেছেন:
শহরের বাহিরে আবর্জনা কম জমে
৫৭| ১১ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭
কলাবাগান১ বলেছেন: স্বর্না=এলিয়ানা সিম্পসন???
৫৮| ১১ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬
আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,
ওয়াও ................ মনে হয় ট্যাট....ট্যাট.........ট্যাররররররররররররররররররররররর করে হিউমারের এস-এম-জির ব্রাশ ফায়ার করে গেলেন ।
অনেক অনেক বছর আগে সে ব্রাশ ফায়ারে শত্রু মেরেছেন আর এবার এই ব্রাশ ফায়ারে শত্রু-মিত্রকে হাসিয়ে মারলেন ।
লেখায় ও মন্তব্যগুলিতে আপনার ভাবসাব দেখে মনে হচ্ছে, আজকেই বোধ হয় " মার ঝাড়ু মার , ঝাড়ু মেরে ঝেটিয়ে বিদায় কর .." ষ্টাইলে শরীর খারাপকে ঝেটিয়ে বিদায় করে শেষদিন দেখিয়ে দিলেন !
জ্বরটাকে ঝড় বানিয়ে ছাড়লেন ................
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০০
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ।
৩ সপ্তাহে২ বার জ্বর হওয়াতে ডাক্তারের কাছে যেতে হলো; আজকে ডাক্তার বলেছেন যে, বড় কোন কারণ নেই; তাই সামান্য জ্বর টর নিয়ে ভাবনার কিছু নেই; ভালো অনুভব করছি।
৫৯| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২৪
আমার আব্বা বলেছেন: আমার খুব ভাল লেগেছে লিখাটি
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০৪
চাঁদগাজী বলেছেন:
তাই, আরেকদিন বের হতে হবে, কিছু করার দরকার!
৬০| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২৪
সুমন কর বলেছেন: দ্রুত সুস্থ হয়ে উঠুন। মজা করে লেখুন আর সিরিয়াসলি লিখুন, লেখা পড়ে ভালো লাগল।
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০৬
চাঁদগাজী বলেছেন:
ব্লগাররা হলেন সাথের লোকজন, তাঁদের সাথে অনেক কিছুই শেয়ার করা সম্ভব
৬১| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৫
দয়িতা সরকার বলেছেন: দোয়া করি আপনি দ্রুত সুসথ হোন। অসুসথ এতো টেসট দিবে ,সেই ভয়ে ডা. কাছে যাচছি না। বানান-মোবা।
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৯
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, সবার শুভ কামনা, দোয়ায়, ভালো অনুভব করার শুরু করেছি। ডাক্তারের কাছে যেতে, মোটামুটি নিজের সাথে যুদ্ধ করতে হয়।
৬২| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৩
মহসিন ৩১ বলেছেন: ভাবীকে ভয় পাচ্ছেন কেন চাঁদ গাজী ভাই !! আমার তো মনে হচ্ছে যে আপনার হৃদয়ের সমস্যা দেখা দিছে; হার্টের কোন কিছুই না। ---- আমি তো আমার বিবিকে বলি কথা কম বলতে; কিন্তু সে তো মোটাই মানতে চায় না। ভয় পাওয়া তো দুরের কথা।
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০২
চাঁদগাজী বলেছেন:
না, স্ত্রীকে নিয়ে ভয়, বা ভাবনা নেই; জ্বর টর হলে একটু নাড়াচাড়া দিয়ে উঠতে হয়।
৬৩| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০৬
মহসিন ৩১ বলেছেন: ভাল থাকবেন ; আপনার ব্লগ পড়তে, মন্তব্য পড়তে পছন্দ করি আমরা ।
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০৭
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, আমি জাস্ট সবার সাথে আলোচনা ইত্যাদি করে আনন্দ পাই।
৬৪| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৮
এলিয়ানা সিম্পসন বলেছেন: @কলাবাগান১, ha.
৬৫| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৫
সোহানী বলেছেন: হাহাহাহাহাহা........ পড়ে মজা পেলাম।
আম্রিকার অবস্থাতো ভয়াবহ মনে হচ্ছে....... আগে তো মনে হয় মুসলিম/কালো চামড়া ভয় পেতো এবারের স্যুটিং এর পর মনে হয় সবাইকেই ভয় পায়।............
আর আম্রিকা কানাডার ডাক্তাররা তিলরে তাল বানায় আবার কাঁঠালকে বরই বানায়.............হাহাহাহাহা
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৩
চাঁদগাজী বলেছেন:
আমেরিকার ডাক্তার, হাসপাতাল, ফার্মাসিউটিক্যাল, ডায়াগোনেস্টিক, সরকারের বাজেটের অর্ধেক খেয়ে ফেলছে। নিউইয়র্ক শহরে ইহুদীরা ও রাশিয়ানরা এমন সব রোগীকে চিকিৎসা করছে ও বিলিং করছে যারা মারা গেছে ১০ বছর আগে
৬৬| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৭
উম্মে সায়মা বলেছেন: হাহাহা চাঁদগাজী ভাই, আপনি পারেনও
দোয়া করি শিঘ্রই সেরে উঠুন ।
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৪
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, ভালো অনুভব করছি
৬৭| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪০
ধ্রুবক আলো বলেছেন: সার্বিক সুস্থতা কামনা করছি। জ্বর নিয়ে এতো ভালো লিখেছেন। দারুন হয়েছে।
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৫
চাঁদগাজী বলেছেন:
জ্বর কমেছে, ভালো অনুভব করছি, ধন্যবাদ।
৬৮| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভিন্ন স্বাদের লিখা লিখেছেন।
না , এত তাড়াতাড়ি মরা যাবেনা , দ্রুত সুস্থ্য হোন এই কামনা,
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:১৮
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, ডাক্তার বলছে বড় কিছু না, এতে কিছুক্ষণ ঘরে গান টান গাইলাম; অবস্হা ভালো।
কিছুক্ষণ আগে আপনার কথা ভাবছিলাম, ফেনীর লোকজনকে দেখা যাচ্ছে না কিছু সময়!
৬৯| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৩
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: এখন একটু ভাল আছেন জেনে ভাল লাগলো। আজকের লেখার ধরনটাও আসলেই মজার.................কিপ ইট.........শুধুই রাজনীতি নয়................
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:১৪
চাঁদগাজী বলেছেন:
মনে হচ্ছে, মাঝে মাঝে মানুষ সাধারণ হালকা বিষয় পড়ে একটু হালকা হতে চায়; বাংলাদেশের রাজনীতির লেজ মাথা খুঁজতে গিয়ে সবাই ক্লান্ত
৭০| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪০
তারছেড়া লিমন বলেছেন: আপনার লেখা পড়ে আর অপেক্ষা না করে লগ ইন করলাম। দ্রুত সুস্থ হয়ে উঠুন ভাই ............... পুরাতন সবাই হারিয়ে গেছে আপনাকে হারাতে চাই না<<<<<<<<<<<<
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৮
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, আপনাদের ছেড়ে ওপারে টারে যাবার কোন ইচ্ছা এখন নেই; আমি ভালো অনুভব করছি; আপনি ভালো থাকুন।
৭১| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:২০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা
আমার হাসতে হাসতে পেট ব্যথা অবস্থা (স্যরি আপনার জ্বরে শরীর পুড়ছে আর আমার হাসি চাপতে কষ্ট হচ্ছে)
আচ্ছা, আপনি মেয়েটিকে জিজ্ঞেস করলেন, কত নম্বর স্বামী, সংখ্যাটা মনে আছে? আপনার ভয় লাগলো না!! ফাঁকা রাস্তা আবার বয়স্ক মানুষ, মেয়েটি যদি ঘুষিটুষি দিত....!!!
ট্রেনের মধ্যেও তো কম বলেন নি, হয় তো চায়নাটা বুঝেনি, যদি বুঝতো....!!
আপনি খুব রসিকতা করেই দিন পার করেন, বুঝতে পারছি। খুব ভালো।
আল্লাহ্ আপনার মঙ্গল করুক,
তাড়াতাড়ি সুস্থ হোন কামনায়....
খুব সুন্দর লাগলো লেখাটি, প্রিয়তে থাকুন।
১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৬
চাঁদগাজী বলেছেন:
মেয়েটা ইংরেজী জানতো, সে কোন কারণে সাহায্য করতে চায়নি; যখন সে আমার সাথে কথা বলছিল, সে নিজের কাছে নিজেই হয়তো দোষী হয়েছে; ফলে, সে আমাকে বেশী চাপ দেয়ার পজিশনে ছিল না মানসিক দিক থেকে; সেই কারনে, সে রাস্তার অন্য পাশে চলে গেছে।
এদেশে জোক পোক করা যায়, অবস্হা বুঝে স্যরি বলে, কেটে পড়া সহজ।
আমি ভালো অনুভব করছি, ধন্যবাদ। সবার দোয়া, শুভেচ্ছা কাজ করছে
৭২| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৩০
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: গল্পটা পরে বেশ ভাল লাগল।
ভাল লাগার বিশেষ কারণ হল আপনার গল্প বলার স্টাইলটা বেশ চমৎকার।
সহজ সাবলীল ভাবে গল্পটা বলে গেছেন।
কয়েকটা ছোট সংলাপের ভিতর দিয়ে স্প্যানিশ মহিলার চরিত্রটা বেশ ফুটে উঠেছে।
সাদা মেয়েটার দৌড়ের ঘটনার মাঝে ফুটে উঠেছে ওদের ফোভিয়া বা আতঙ্কের মধ্যে বসবাসের চিত্র।
ট্রেনে চীনা মিয়া খাবারের মধ্যে চীনাদের জীবনযাপন।
ছুটো এই গল্পের ভিতর অল্প কথায় অনেক কিছুই জানার আছে।
ধন্যবাদ, এই রকম আরো গল্প লেখতে থাকুন।
সৃষ্টি করেন বাংলা সাহিত্যে নতুন এক গল্প ধারা।
১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৪
চাঁদগাজী বলেছেন:
সারছেন, আমি গল্প মল্প জানি না; আমি খেয়াল করেছি, আপনি ধৈয্যের সাথে আমেরিকার রাজনীতি, আইন, সমাজ নিয়ে লিখে যাচ্ছেন; ভালো। অনেকেই আমেরিকা সম্পর্কে সঠিক তথ্য জানে না।
৭৩| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:২৪
প্রামানিক বলেছেন: চাঁদ গাজী ভাই, আপনি কি আসলেই অসুস্থ্য না কি গল্প লিখেছেন? আপনার গল্পটা কিন্তু ভালো লেগেছে।
১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৮
চাঁদগাজী বলেছেন:
গত ৩ সপ্তাহে ২ বার জ্বর হয়ে গিয়েছিল; সেজন্য একটু চিন্তিত ছিলাম; ডাক্তার বলেছে পেছনে বড় কোন কারণ নেই; ফলে, এখন ভালো অনুভব করছি।
৭৪| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ২:৫০
জীবন সাগর বলেছেন: অসুস্থতার মাঝেও আপনি সবাইকে হাসিয়ে ছাড়লেন,
শুধুশুধু মেয়ে টারে দৌড়াইলেন! যদি গাড়ির নিচে পড়তো!
৭২ নং আকন্দ ভাইয়ের মন্তব্যটা খুব অনুভব করলাম।
আপনার ছোট গল্পে আসলে অনেককিছুর জানান দিয়ে গেছেন শ্রদ্ধেয়।
এখন ভালো অনুভব করায় আমারও ভালো লাগছে।
শুভকামনা রইল, তাড়াতাড়ি পুরোপুরিভাবে সুস্থ হোন প্রার্থনা স্রষ্টায়
১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:০৫
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, এই পোস্ট দেয়ার পর, ব্লগারেরা আমার সুস্হতা কামনা করে আমার মানসিক বল অনেকগুণে বাড়ি্যে দিয়েছেন; ষকাল থেকে খুবই ভালো লাগছে, বিকেলে জ্বর ছিলো না; নিজে চা ইত্যাদি বানিয়ে খাচ্ছি, এটা সেটা পড়ছি; খুবই ভালো লাগছে।
৭৫| ১২ ই অক্টোবর, ২০১৭ ভোর ৫:১৯
কলিমুদ্দি দফাদার বলেছেন: বড় কোন রোগ বালাই হোলে সামুকে বলবেন। ওনারা আপনার চিকিৎসার স্পন্সর করবেন। কারন আপনি বিছানায় শুয়ে থাকলে সামু অর্থননৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। দেখুন নাহ কাল্পনিক ভালবাসা ব্লগে রির্জাব থাকলে ঠিক আপনার খবর নিতে চলে এসেছে।
আর আমাদের দেশের বয়স্ক নানা দাদাদের সাথে আড্ডা দিতে আমার এমনিতে ও বিরক্ত লাগে, গল্পে মেয়েদের সাথে ফ্লাট করার ধরন দেখে, আপনার ব্যক্তিত এখনো টগবগে যুবকের মত ই মনে হলো।
১২ ই অক্টোবর, ২০১৭ ভোর ৬:০১
চাঁদগাজী বলেছেন:
আমার বয়স হয়েছে মোটামুটি; ২০১২ সাল থেকে কিছুটা সমস্যা হচ্ছে; কিন্তু আমি স্বাভাবিক জীবন যাপন করছি, অসুবিধা হচ্ছে না; আপনাদের শুভ-কামনা আছে আমাদের জেনারেশনের জন্য, সেটা উৎসাহের ব্যাপার।
আপনারা তরুণ, এখন দায়িত্ব আপনাদের উপর আরোপিত হয়েছে, শক্তিশালী হতে হবে আপনাদরকে।
৭৬| ১২ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৫
রানার ব্লগ বলেছেন: গাজী ভাই তারাতারি সুস্থ হয়ে যান !!!!!!!
১২ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৮
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, ভালো অনুভব করছি; আপনারা সব সময় ভালো থাকুন।
৭৭| ১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৩
নূর আলম হিরণ বলেছেন: ভালো হয়ে উঠুন। শরীরের প্রতি যত্ন নিন।
১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০১
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, আমি ভালোর দিকে; সমস্যা হলো কিছু ঔষধ খেতে হবে। আশাকরি, কোন অসুবিধা হবে না! বড় সমস্যা, চা কমাতে হবে!
৭৮| ১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৩
ফয়সাল রকি বলেছেন: ব্লাড টেস্টের রিপোর্ট পেয়েছেন?
লেখায় প্লাস।
১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৪
চাঁদগাজী বলেছেন:
হ্যাঁ, পাওয়া গেছে; বড় কোন সমস্যা নেই, ছোটখাট এটা সেটা; ধন্যবাদ, অবস্হা ভালোর দিকে
৭৯| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৯
বর্ষন হোমস বলেছেন:
আপনার সুস্থতা কামনা করছি
১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:০৪
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, অবস্হা ভালোর দিকে!
৮০| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:১৫
নাজমুল ০৭ বলেছেন: দেশে থাকলে অবশ্যই আপনাকে দেখতে যেতাম, এত মানুষের আপনার সুস্থতার জন্য কামনা, সুস্থতা অবশ্যই আপনাকে রেখে দূরে থাকতে পারবে না।
ছোট-খাটো একটা ব্লগ লিখেছিলাম, সুস্থ হলে একবার দেখেন ।
১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:২৫
চাঁদগাজী বলেছেন:
অনেক ধন্যবাদ; ব্লগে থাকলে, হাজার বন্ধু থাকে, শিক্ষিত, গুণী বন্ধু।
সবার শুভকামনা ও দোয়ায় মোটামুটি ভালো হয়ে গেছি।
৮১| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:০৭
অপর্ণা মম্ময় বলেছেন: কেমন আছেন তা আর জিজ্ঞেস করলাম না।এক বছর পর ব্লগে আইসা টের পাইলাম আপনি সেলিব্রেটি হয়ে গেছেন। ফেসবুকে আপনার নামে একটা আইডি পেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছিলাম। তা আইডিটা কী আপনার নাকি ব্লগে যারা আগে আপনাকে জ্বালাতো তারা বানিয়েছে আমি বুঝি নাই অবশ্য। হা হা।
আপনার পোস্ট গতকালই পড়লাম।
ভালো থাকবেন।
১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৯
চাঁদগাজী বলেছেন:
ফেসবুকে আমার কোন একাউন্ট নেই; কিছু পিগমী আমার নিক ব্যবহার করছে; ৩ বার অনুরোধ করার পরও একাউন্ট টা মুছে দেয়নি লিলিপুটিয়ানদের দল!
ভালো যে, আপনি আবার সময় করে এসেছেন; আমরা আপনাকে মিস করছি, আমরা আপনার পাঠক।
ব্লগে ও ফেইসবুকে সেলেব্রিটি মিটিদের আমার ভালো লাগেনি কোনদিন; তবে, ব্লগারদের এক নতুন জেনারেশন বলে আমি মনে করি।
স্বাগতম আবারো, লিখুন।
৮২| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:১৪
আখেনাটেন বলেছেন: যে রাঁধে, সে চুলও বাঁধে।
গল্প-টল্প লিখলেও আপনার পাঠকের অভাব হবে না।
আপনার সেন্স অব হিউমার মারাত্মক।
সুস্থ হয়ে উঠুন তাড়াতাড়ি।
১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৫২
চাঁদগাজী বলেছেন:
মনে হচ্ছে, গল্পকারদের দলে প্রবেশের চেস্টা করার দররকার আছে; সমসাময়িক ঘটনার উপর মতামত প্রকাশ করতে গেলে, মাঝে মাঝে ২/৪ জনের সাথে তর্ক-বিতর্ক হয়, গল্পের ভুবনে তা হওয়ার সম্ভাবনা কমে আসবে।
ধন্যবাদ, আপনাদের শুভকামনার ফলে আজকে জ্বর নেই।
৮৩| ১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫২
নাইম রাজ বলেছেন: ভালো লিখছেন ।
১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৬
চাঁদগাজী বলেছেন:
নিজকে প্রকাশ করার চেষ্টা
৮৪| ১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৩
জুন বলেছেন: ইদানীং সব দেশের ডাক্তারই মনে হয় খুব প্রফেশনাল । মজার লেখায় বাস্তবতা ফুটিয়ে তুলেছেন দারুন ভাবে । আমার এপলোর ডাক্তার দুদিন পরে গেলেও আমাকে হাজার দশেক টাকার টেষ্ট করতে দেয় আবার ছয় মাস পরে গেলেও তাই । সুতরাং আমি ছ মাস পর পরই যাই
আশাকরি আপনার জ্বর এতদিনে ভালো হয়ে গেছে ।
+
১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৯
চাঁদগাজী বলেছেন:
জ্বর শেষ, ব্লগারেরা এত শুভকামনা করেছেন যে, জ্বর পালিয়ে গেছে! বেশীর ভাগ ডাক্তারেরা মানুষের আস্হা হারাবেন, মনে হচ্ছে।
৮৫| ১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৯
পবন সরকার বলেছেন: আপনার রোগ মুক্তি কামনা করি।
১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫০
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, আমি এখন মোটামুটি ভালো।
৮৬| ১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৮
বিলিয়ার রহমান বলেছেন: ভার্চুয়াল জগতের আপনি আর বাস্তব জগতের আপনার রসবোধের তাহলে খুব একটা ফারাক নেই দেখছি!
পোস্টে আসা আপনার বেশ কিছু রসবোধ আমায় হাসিয়েছে খুব! অনেকেই মেনশন করেছেন তাই আমি আর নতুন করে সেসব বললাম না!
আপনার দ্রুত আরোগ্য কামনা করছি!
১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৮
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, আমি মোটামুটি ভালো এখন।
আমি মোটামুটি হাসিখুশী থাকার চেস্টা করি, মানুষের সাথে কথা বলি
৮৭| ১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৪
আল ইফরান বলেছেন: আশা করি আল্লাহর রহমতে এখন ভালো আছেন।
সেইদিন আপনার এই পোস্ট দেখেও ব্যস্ততার জন্য লগিন করতে পারি নি।
আমার ভাই আপনার মতই বাঙ্গালী ডাক্তারদের কাছে সহজে যেতে চায় না।
এজ আ ম্যাটার অফ ফ্যাক্ট, লাস্ট টাইম ইন্স্যুরেন্সের কুযুক্তিতে তাকে আরেকজন স্পেশালিস্ট এর কাছে পাঠাতে চায় নাই যে জন্য মোটামুটি মাস ছয়েক বেশী আমার ভাইকে এলার্জিক রিএকশ্যানে ভুগতে হইছে।
আপনি তো মার্কিন সিস্টেমের সাথে ভালো পরিচিত, মাইকেল মুরের 'Sicko' ডকুমেন্টারিতে আপনার এক্সপেরিয়েন্সের কিছু রিফ্লেকশান আছে। না দেখে থাকলে দেখার অনুরোধ রইলো।
ভালো থাকবেন ও নতুন নতুন চিন্তা উদ্রেককারী পোস্ট দিবেন এই আশা রইল।
১৩ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, আমি ভালো অনুভব করছি।
বাংগালী ডাক্তারেরা বিদেশকেও ঢাকা বানিয়ে ফেলেছে। ডকুমেন্টারীটা দেখার চেস্টা করবো
৮৮| ২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৮
নিমচাঁদ বলেছেন: বহুদিন পরে ব্লগে এসে মন ভালো হয়ে গেলো । লোকজনের মাঝে তাহলে হিউমার টিউমার আছে এখনো
২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪০
চাঁদগাজী বলেছেন:
অবশ্যই হিউমার আছে! মাঝে মাঝে খোঁজ নেবেন, আমি চেস্টা করবো।
৮৯| ১০ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৭
শায়মা বলেছেন: ভাইয়া এটা কি নিয়ে নেবো????
১০ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৭
চাঁদগাজী বলেছেন:
প্লীজ।
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৮
সচেতনহ্যাপী বলেছেন: মিস্টার, ট্রেনটা কি তুমি কিনেছ? ভালো না লাগলে নেমে যাও[/sb!
।।