নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

গণতন্ত্রও চান, বেগম জিয়াকেও চান, এটা কি রাজনীতি?

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১১



মির্জা ফখরুল সাহেবের কথা বলছি; তিনি আদি রাজনীতিবিদ ওলি আহাদের স্মরণসভায় কথা বলছিলেন; তিনি বলেছেন যে, বাংলাদেশে গণতন্ত্র নেই; এ ব্যাপারে উনি সঠিক; তিনি গণতন্ত্র চান, এবং চান যে, বিদেশীদের দ্বারা চাপিয়ে দেয়া গণতন্ত্র নয়; এখানে উনি ভারতের কথা বুঝাতে চেয়েছেন; তিনি সাথে সাথে বলেছেন যে, আপোসহীন নেত্রী, বেগম জিয়া গণতন্ত্রকে মুক্ত করতে পারবেন! যেই আপোস হীন নেত্রী উনাকে ৫ বছর অস্হায়ী সেক্রেটারী করে রেখেছিলেন, যিনি ৩৪ বছর বিএনপি'র সভাপতি, তিনি গণতন্ত্র প্রতিস্ঠা করবেন? এগুলো কি লজিক্যাল কথা, এগুলো কি রাজনীতির কথা? এসব কথার পর, উনার রাজননৈতিক ধারণা সম্পর্কে আমাদের কি ধারণা হবে?

জেনারেল জিয়ার মৃত্যুর পর, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন বিচারপতি সাত্তার সাহেব; বেগম জিয়া পার্টির মেম্বারও ছিলেন না; সেই মহিলা সবাইকে ডিংগিয়ে যদি পার্টির প্রেসিডেন্ট হয়ে থাকেন, এবং ৩৪ বছর একই পদে থাকেন, তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন? এগুলো কথা হলো?

জেনারেল জিয়ার মৃত্যুর পর, জেনারেল এরশাদ বেগম জিয়াকে ২টি বাড়ী, গাড়ী, ১০ লাখ টাকার ডিপোজিট(১৯৮৩ সাল), চাকর-চাকরাণী, বাচ্চাদের পড়ালেখার জন্য টাকা দেন; জেনারেল জিয়ার ২টি পেনসন (জেনারেল ও প্রেসিডেন্ট হিসেবে), ঢাকায় ও ঢাকার পাশে ২টি প্লট থাকার পরও বেগম জিয়া এ ধরণের সুবিধা নিয়েছেন। ২ বার প্রাইম নিনিস্টার ও বিরোধী দলের নেত্রী থাকার পরও, তিনি এসব সম্পদ ফিরায়ে দেননি। উনার বড় ছেলে বিরাট শিল্পপতি, ছোট ছেল বিরাট ব্যবসায়ী হওয়ার পরও তিনি জাতিকে বাড়ী ২টি ও টাকাগুলো ফেরত দেননি; এই মহিলা গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন, আপনি বিশ্বাস করেন? ফালুর সাথে উনার হাজার কোটীর ব্যবসা আছে এখনও, উনি একটা বাড়ী এখনও ভাড়া দিয়ে রেখেছেন, এই মহিলা জাতির জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন?

বেগম জিয়া আসলে মির্জা ফখরুল সাহেবকে বুঝতে পেরেছিলেন, সেইজন্যই ৫ বছর প্রোবেশানে রেখেছিলেন; উনাকে আসলে ৫৫ বছর প্রোবেশানে রাখলেও উনি রাজনীতি শিখতে পারার কথা নয়; এই লোকগুলো কোন কিছুই শিখতে পারেন না, এরা কি বলেন নিজেও বুঝেন না।

মন্তব্য ৭৯ টি রেটিং +৭/-০

মন্তব্য (৭৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৩

শিখণ্ডী বলেছেন: লোকগুলো কোন কিছুই শিখতে পারেন না, এরা কি বলেন নিজেও বুঝেন না। বেশি বুঝতে গেলে কাদের সিদ্দিকীর মত গামছা পিন্দা ঘুরতে হবে।

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০২

চাঁদগাজী বলেছেন:


কাদের সিদ্দিকী রাজনীতি বুঝার কোন সম্ভাবনা নেই; মুক্তিযুদ্ধে উনার অবদান ছিলো; টাংগাইলের অর্ধেক দখল করে নিয়েছিলেন; এখনো অনেক কইছু দখল করে রেখেছেন।

ফখরুল সাহেবের যে অবস্হা, এগুলো নবার সিরাজের উজির হওয়ার মতো যোগ্যতাও নয়।

২| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৭

বানেসা পরী বলেছেন: এদেশের প্রতিটা রাজনীতিবিদই রাজ (গোপন) চক্রান্ত নীতি তে এক্সপার্ট। আর গণতন্ত্র মানে এদের কাছে গণ হারে দেশ ও জনগণের সম্পদ তন্ত্র মন্ত্র করে হলেও নিজেদের অন্ত্রে নিয়ে আসা।
যে কোন একদলকে নির্দিষ্ট করে বললে আমার পাপ হবে।
দল, লীগ, পার্টি যেটাই বলি না কেন ডার্টি মেন্টালিটি।

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০৩

চাঁদগাজী বলেছেন:


এরা আধুনিক বিশ্বের জন্য বোঝা

৩| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১০

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,



ওয়াও .............. ফান্টাসটিক !
বাংলাদেশে কারো কাছ থেকেই গণতন্ত্র চাওয়ার কিছু নেই । সবাই কোনও না কোনও ভাবে স্বৈরতান্ত্রিক । তাদের কাছে গণতন্ত্র মানে --- ফর মি, বাই মি , অব মি ।

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১৬

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন বলে উনি নিজকে হাসির পাত্র বানালেন; উনি নিজের কথা বলতে পারতেন, কিভাবে তিনি নিজে ও দল মিলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান, কিসব গণতান্ত্রিক অধিকার মানুষ পাবেন, কিভাবে প্রশাসন ও সরকারকে গণতান্ত্রিক করবেন, ইত্যাদি মিত্যাদি।

উনি মরা ঘোড়া বিক্রয় করতে চাচ্ছেন!

৪| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১২

আবু তালেব শেখ বলেছেন: আওয়ামীলীগ, বিএনপি যে দলই ক্ষমতার আসনে বসে জনগন তখন করুনার পাত্রে রুপান্তর হয়।
গনতন্ত্র নাম গন্ধ যেন মুছে যায়।

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২২

চাঁদগাজী বলেছেন:


বিএনপি ও আওয়ামী লীগ তাদের মন মতো এক ধরণের গণতন্ত্র চালু করেছেন, যা কলোনিয়েল প্রশাসনের মতো; আমাদেরকে পক্ষে নরওয়ে বা ইসরায়েলের মতো কিছু করার জন্য চেস্টা করতে হবে।

আইয়ুব খান নিজেও এক ধরণের গণতন্ত্র দিয়েছিলেন, নাম দিয়েছিলেন "বেসিক গণতন্ত্র"।

৫| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: যত যাই হোক, এরশাদ এত কিছু করেও ধরা ছোয়ার বাইরে। এখন রাজার হালেই আছে। লোক একখান। =p~

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২৮

চাঁদগাজী বলেছেন:


আমাদের গণতন্ত্রে এরশাদ, ফালু, বসুন্ধরা, জয়নাল হাজারী, পিন্টু, ইয়াবা এমপি বদিরা ভালো করার কথা; আর সাধারণ মানুষ আরবে উট চরানোর কথা; আরবে অনেক বাংগালী আজকাল বেকার, খাবার খেতে হয় ভিক্ষা করে।

৬| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৫

আবু তালেব শেখ বলেছেন: নতুন নেত্রিত্ব আনতে হবে।
বংশ পরম্পরা রাজতান্ত্রিক ভাবে ক্ষমতার চর্চা বাদ দিতে হবে।

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৭

চাঁদগাজী বলেছেন:


বিএনপি'র একজন নেতাও তো বলেননি যে, উনি ৩৪ বছর পার্টি চালায়েছেন, এখন অন্য কেহ চালাক; এখন বেগম জিয়া ক্ষমতায় নেই, উনি তো হজম করতে পারবে না।

আওয়ামী লীগারেরা জানে যে এখন খারাপ সময়, নেত্রীই ভরসা

৭| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৯

বিলুনী বলেছেন: হায় হায় কি লিখিলেন । অনেকের অজ্ঞান হয়ে যাওয়ার কথা!!!
তবে কোরামিন আছে , সেটা হলো খালেদার সাথে হাছিনাকে জড়িয়ে কিছু কথা বলা ।
অবশ্য সে কাজ দেখা যায় অলরেডি শুরু হয়ে গেছে , যদিও খালেদার কেইস এর
কাছে তা একেবারেই নস্যি নস্যি ।

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫১

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা ও বেগম জিয়ার মাঝে পার্টির পদ নিয়ে মিল থাকলেও, অনেকগুলো গরমিল আছে; শেখ হাসিনা ব্যুরোক্রেট থেকে শুরু করে সবাইকে নিজের মতো করে চালায়ে থাকেন; যদিও এতে নাগরিকদের কোন লাভ নেই; কিন্তু বেগম জিয়াকে ব্যুরোক্রেটরা চালায়ে ছিলেন; বাংগালী ব্যুরোক্রেট ও বৃটিশ ব্যুরোক্রেটদের মাঝে কোন পার্থক্য আছে কিনা বলা মুশকিল।

৮| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৬

সাহাবুব আলম বলেছেন: সবার একই চরিত্র

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০১

চাঁদগাজী বলেছেন:


এগুলো ডাইনোসর

৯| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ফখরুলের জায়গায় একটা রোবট থাকলেও একই রকম বলতো। বাংলাদেশে কোন নেতার সাহস হবে না নেত্রীকে অবসরে যাওয়ার কথা বলার। যতদিন গণতান্ত্রিকভাবে নেতা নির্বাচন না হবে ততদিন এভাবেই চলবে...

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩০

চাঁদগাজী বলেছেন:


২০১৫ সালের ১ দফা আন্দোলনে পরাজয়ের পর, বেগম জিয়াকে অবসরে যাওয়ার জন্য প্রস্তাব দিলে, এতদিনে বিএনপি রাজনীতির কথা ভাবতে পারতো; ফখরুলেরা ইতিহাসের পাতায় স্হান পাবেন না।

১০| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১৮

অপর্ণা মম্ময় বলেছেন: আর কত বছর থাকলে তারা উভয়েই দলের হেড মাষ্টার থাকবেন বুঝা মুশকিল। হাসিনার চিকন বুদ্ধির যোগ্যতা আগামি দশ বছর খালেদা বাঁচলেও হবে কিনা সন্দেহ। ক্ষমতায় আসছেন আর গেছেন কিন্তু কৌশলী বুদ্ধি বিএনপির নাই এইটা প্রমাণিত

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩১

চাঁদগাজী বলেছেন:


বিএনপি'কে যারা ক্ষমতায় আনতেন, আজকে তাদের সুদিন নেই।

১১| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বিদায় সামু পরিবার থেকে। ধন্যবাদ সবাই কে।
সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রইল।

সবাই আমার জন্য দোয়া করবেন।

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৫

চাঁদগাজী বলেছেন:


একি বলছেন?
আপনার চোখ ও শরীর ভালো তো?
কোন সমস্যা?
বিদায় বলার দরকার কেন?

১২| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এর জন্য দায়ী মইন আর ফখরুদ্দিনও। তারা মাইনাস টু শুরু করে বাস্তবায়ন করতে না পারার কারণেও এই দুই নেত্রীকে আরো সাহসী করে দিয়েছে...

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫০

চাঁদগাজী বলেছেন:


বিএনপি'র সময় অনেক পাখী-মারা জেনারেল জন্ম নিয়েছিল, জেনারেল মইন উহাদের একজন; আর ফখরুদ্দিন সাহেব কিভাবে ওখানে এসেছিল কে জানে, অর্ডার নাকি সন্মান, বলা মুশহকিল।

১৩| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: @চাঁদগাজী,
আমি ভালো আছি।

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৩

চাঁদগাজী বলেছেন:


আমি মনে হয়, কারণ বুঝেছি।
শক্ত হয়ে থাকেন; সামুতে আমার ৬ নিক ব্যান খেয়েছে; আরো ২ ব্লগ আমাকে একেবারে তাড়িয়ে দিয়েছে; আপাতত, আমি কিছু মনে করিনি; অবশ্য, এজন্য আমাকে অনেকে বেহায়া বলে থাকেন!

১৪| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৬

জাহিদ অনিক বলেছেন: বেগম জিয়া আসলে মির্জা ফখরুল সাহেবকে বুঝতে পেরেছিলেন, সেইজন্যই ৫ বছর প্রোবেশানে রেখেছিলেন - তাহলে তো বেগম জিয়াকে তার দূরদর্শীতার জন্য বাহবা দিতেই হয়!

২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০২

চাঁদগাজী বলেছেন:


অবশ্যই, না'হলে উনার ২ ছেলে কি করে শিল্পপতি হলেন, বিলিওনিয়ার, মিলিওনিয়ার; ২ ভাই শিল্পপতি, বোন ও বোনের ছেলে ডিউক, নাকি পিউক মিলিওনিয়ার?

মির্জা সাহেবের মান সন্মান থাকলে, উনি অস্হায়ী পদে ১ মাস থাকতেন।

১৫| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০৩

জাহিদ অনিক বলেছেন: তো এই দূরদর্শী মহিলার এখন কি প্লান ? বা তার কি করা উচিত ? কি তার হাবভাব ?

২৪ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:২২

চাঁদগাজী বলেছেন:


উনার উচিত অবসরে যাওয়া ও জাতির দেয়া যেই বাড়িটি উনার কাছে আছে, উহা ফেরত দেয়া।

১৬| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:২০

নাইম রাজ বলেছেন: =p~

২৪ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:৩৯

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া ও গণতন্ত্র বিপরিতমুখী শব্দাবলী

১৭| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৬

ধ্রুবক আলো বলেছেন: এরা কি বলেন নিজেরাও বুঝেন না!

হাসিনা আপা ও খালেদা ম্যাডাম কেউই গণতন্ত্র ফিরিয়ে দিতে পারবেন না!

২৪ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:২৬

চাঁদগাজী বলেছেন:


মানুষ গণতন্ত্র চাহেনি, কিছুই চাহেনি; মানুষ চেয়েছিল পাকিস্তান থেকে বেরিয়ে সুখী একটি দেশ গড়তে; সেটা কিভাবে গড়তে হবে, সেটা হয়তো কেহ জানতো না; কিভাবে সবার সুযোগ কেড়ে নিয়ে কয়েকজন ভালো থাকতে পারে, সেটা কিছু লোক জানতো, তারা সেটাই করেছে।

১৮| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অবস্থা এমন যে, তেনারা প্রাকৃতিকগত ভাবে বিদায় নিলেও সমাধান হবে না। কারণ, এদের বংশ রয়ে গিয়েছে। আবার চামচাদের বংশও সমান তালে রয়ে গিয়েছে...

২৪ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:৪১

চাঁদগাজী বলেছেন:


চামছাদের খবর হয়ে যাবে, ওরা এদেশে থাকবে কিনা দেখার বিষয়

১৯| ২৪ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:৪৫

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সরকারী দলের চামচারা দেশে থাকবে। সরকার পরিবর্তন হলে দেশ ছাড়বে...

২৪ শে অক্টোবর, ২০১৭ ভোর ৫:০০

চাঁদগাজী বলেছেন:


সরকার পরিবর্তন তো হবে, সময়ের ব্যাপার।

২০| ২৪ শে অক্টোবর, ২০১৭ ভোর ৬:৪৩

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আমার মনে হয় বাংলাদেশের জনগণ হাসিনা-খালেদার চাইতে ভালো নেতৃত্ব কোনোদিনই পাবে না | :D
আমার মনে হয় বাংলাদেশের জনগণ হাসিনা-খালেদার চাইতে ভালো নেতৃত্ব কোনোদিনই পাবে না | আর যদি তারেক বা জয় আসার সম্ভাবনা থাকে, তবে তো কথাই নেই | সেই ক্ষেত্রে যতদিন এই দুই নেত্রী বেঁচে থাকেন (তারা দীর্ঘজিবি হউন ) পালাক্রমে এদের ক্ষমতায় আসার চিরস্থায়ী বন্দোবস্ত করার কোনো উপায় খোঁজা যেতে পারে | লর্ড কর্নওয়ালিস আজ যদি বেঁচে থাকতেন তবে তিনি খালেদা-হাসিনার পালাক্রমে ক্ষমতায় থাকারই "চিরস্থায়ী বন্দোবস্ত" করে যেতে পারতেন এবং ইতিহাসের খাতায় লক্ষলক্ষ বছর চিরস্মরণীয় হয়ে থাকতেন | :D

২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৪

চাঁদগাজী বলেছেন:


স্বাধীনতার পর, বিশাল কিছু না ঘটাতে মানুষ হতাশ হয়ে গেছে; তারা ধারাবাহিকভাবে কোনদিন কিছু চাহেনী; সাধারণ মানুষ যদি বলতো যে, কোন "এমপি একাধিক স্হান থেকে দাঁড়াতে পারবে না, সেই লোক যেই হোক না কেন" এটা ঘটতো! সাধারণ মানুষ যদি বলতো, "১০ বছরের বেশী কোন মানুষ পার্টির সভাপতি থাকতে পারবে না, সেটা ঘটতো"; মানুষ রাজনীতি থেকে সরে গেছে! মানুষকে রাজনীতিতে আনার জন্য চেস্টা করতে হবে।

২১| ২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:১২

খায়রুল আহসান বলেছেন: রাজনীতি করতে সাহসের প্রয়োজন হয়। মেধাবী লোকেরা সাধারণতঃ ভীরু প্রকৃতির হয়ে থাকেন, অবশ্য কিছু ব্যতিক্রমও আছে। মেধাবী লোকদের ভীরুতা এবং রাজনীতিবিমুখতার কারণে আমাদের দেশে আজকের রাজনীতির এই করুণ দশা। আমলা আর টক-শো বিশারদদের দিয়ে রাজনীতি করা মানে ছাগল দিয়ে হাল চাষ করা। আর মাস্তান ও সন্ত্রাসী পুষে কিছুদিন হয়তো রাজত্ব করা যায়, কিন্তু পট পরিবর্তন হলে ওরা যে নিমেষে পুচ্ছ পরিবর্তন করে নতুন দলে কত সহজে ভীড়ে যেতে পারঙ্গম, তার প্রমাণ তো প্রতিটি আমলেই রয়ে গেছে।

২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৫

চাঁদগাজী বলেছেন:

সঠিক বলেছেন, পেশী বল দিয়ে দেশ চালানো হচ্ছে।

৬ দফা বিরাট স্বপ্ন দেখায়েছিল, ৩০ লাখ মানুষকে প্রাণ দিতে হয়েছিল; সেই ৬ দফার কিছু লোক আজকের ছাত্রলীগও, এরা শিক্ষা ব্যবস্হাকে পংগু করে দিয়েছে, সেখানে এখন "প্রশ্নফাঁস হচ্ছে"। জাতির সবাইকে যেখানে ফ্রি শিক্ষা দেয়ার সম্ভব হতো, সেখানে আজকে সবচেয়ে লাভজনক ব্যবসায় পরিণত করা হয়েছে।

ভালো শিক্ষিতদের স্হান হয়নি কোন রাজনৈতিক দলে, শিক্ষিতরা ভীতু আজীবন; তদুপরি, ওরা ক্যাডারদের মাঝে নিজদের দেখতে চায়নি; এতে রাজনৈতিক অংগনে শুন্যতার সৃস্টি হয়েছে, ক্যাডারেরা সেটা পুরণ করেছে, ৪৭ বছর ক্যাডারদের রাজত্ব চলছে, ওরা সবকিছু দখলে রেখেছে।

২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৭

চাঁদগাজী বলেছেন:


টক শো'গুলোতে তর্কের খাতিরে তর্ক হয়; সমস্যা নিয়ে কথা হয়, সমস্যা সমাধান করার মতো "একজনকেও" আমি কথা বলতে দেখনি; রাজনৈতিক সমস্যা নিয়ে কথা এনালািটিক্যাল কথা বলার লোক আমার চোখে পড়েনি।

২২| ২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৩

ভ্রমরের ডানা বলেছেন:



দিল মে মেরে হে দারদে ডিস্কো...

২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৫

চাঁদগাজী বলেছেন:



এটা কি কোন গান, টান? আমি হিন্দু ও উর্দু মোটেই বুঝি না

২৩| ২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৯

শাহেদ খান বলেছেন: এই দেশে শিক্ষাপর্যায়েও গবেষণা'র চর্চা খুব একটা দেখা যায় না। দেশবাসী স্বভাবতই 'থিওরি' এবং 'প্র্যাক্টিক্যাল' মিলিয়ে অভ্যস্ত না – হোক সেটা গৃহস্থালীর দরকারে বা সংসদীয় সরকারে। তাই তত্ত্বীয় গণতন্ত্রের সাথে বাস্তবের রকম-সকম মেলে না জেনেও সবাই কেমন উদাসীন হয়ে বসে তামাশা দেখছি।

আপনি যে রাজনীতিবিদদের উদ্দেশ্যে এই মৌলিক প্রশ্নটি করলেন, তারা কিন্তু স্রেফ সেই কাজটাই করছে যেটা করলে তাদের টিকে থাকার সম্ভাবনা প্রবল হয়। জনগণ শুধু অদ্ভুত ‘এই ব্যবস্থা’ মেনেই নেয় নি, ‘এই ব্যবস্থা’র বিরুদ্ধস্রোতে কেউ দাঁড়ালে তাদের পালে হাওয়া দেয়ার জন্যও মনে হয় না কেউ প্রস্তুত আছে।

তাই এইসব নিউজ দেখে বাধ্যতামূলক বিনোদিত হই।

পরিবর্তনের পথ নিশ্চয়ই আছে। সিস্টেম সর্বশক্তি দিয়ে দাঁড়িয়ে থাকার চেষ্টা করবে, তবু উপায় অবশ্যই আছে। বিশ্বরাজনীতির প্রেক্ষাপটে আমার পড়াশোনা এখনও অদ্দূর নয় বলে আমি জানি না উপায়গুলো কেমনতর। তবু নিশ্চিত, এখন আমরা অনেকেই জানতে চাই, “এ খাঁচা ভাঙবো আমি কেমন করে?”

ধাক্কা দেয়া অব্যহত রাখবেন, চাঁদ্গাজী।

সবসময়ের শুভকামনা।

২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৫

চাঁদগাজী বলেছেন:


নকলের পর, এখন চালু হয়েছে "প্রশ্ন ফাঁস", এসব ছেলেমেয়ারা কি নিয়ে গবেষণা করবে, ইয়াবা নিয়ে? শিক্ষা ব্যবস্হা ঠিক করার দরকার ছিলো ১৯৭২ সালে, প্রথমত: সবার জন্য কমপক্ষে ব্যাচেলার অবধি, বা সমমানের শিক্ষা ফ্রি ও বাধ্যতামুলক করার দরকার ছিলো, সেটা ঘটেনি।

পরবর্তীতে, যারা পড়ালেখা বাদ দিয়ে ক্যাডার হয়েছে, আজকে তারা সবদলের কর্ণধার।

এখন যারা শিক্ষার সুযোগ পাচ্ছেন, তাদেরকে নিজস্ব রাজনৈতিক দল গঠন করতে হবে।

২৪| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৭

টারজান০০০০৭ বলেছেন: যেই লংকায় যায় , সেই রাবন হয় ! ইহাই চিরন্তন সত্য ! এমনকি আপনারে লংকায় পাঠাইলেও ! আমরা ম্যাংগো পিপল এতসব বুঝিনা ! আমাদের হাতে কর্ম, পেটে ভাত, আর চলাফেরার নিরাপত্তা রাখিয়া হাড্ডি লইয়া তাহারা কামড়াকামড়ি করুক , কিছু যায় আসে না ! এইসব গনোরিয়া গণতন্ত্র, ধজঃভঙ্গ সমাজতন্ত্র, আর ভিতরে সদরঘাট একনায়কতন্ত্রের যাত্রাপালা দেখিতে দেখিতে ম্যাংগো পিপলের হাই উঠিয়া গিয়াছে ! ক্ষমতায় না থাকিলে এইসব নেতানেত্রীদের পিছনে এমনকি নেড়িকুত্তারাও ঘুরিবে না ! এইসব পুরানা প্যাচাল বাদ দিয়া জাতির দিকনির্দেশনামূলক কিছু লিখুন, মুক্তিযুদ্ধ নিয়ে লিখুন ! বস্তাপচা রাজনীতি নিয়ে মগজের অপচয় না করিয়া বিশেষ করিয়া তরুণ প্রজন্মের শিক্ষা , ক্যারিয়ার নিয়া লিখুন ! রাজনীতি নিয়া হাজার বছর লিখিলেও তরুণ প্রজন্মের আস্থা আর ফিরিবে না ! আমাদের দেশের উন্নতি সরকার আর রাজনীতি বাদ দিয়াই হইয়াছে ! জাতিকে সরকার আর রাজনীতি বাদে কিভাবে উন্নতির দিকে নেওয়া যায় সেটা লিখিতে পারেন ! সবার সব যোগ্যতা থাকেনা ! আপনার আছে !

২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৯

চাঁদগাজী বলেছেন:


কেহ লংকায় যায়নি, বিএনপি চেয়ারম্যান ইডিয়ট খুঁজতেছিলেন সেক্রেটারী পদের জন্য, সেজন্য উনাকে ৫ বছর পরীক্ষা করা হয়েছে; উনার যদি নিজের প্রতি সামান্য সন্মানও থাকতো, উনি ৬ মাস পরে সরে যেতেন।

আমি যেগুলো বলছি, এগুলো আপনার সাথে মিলার সম্ভাবনা নেই।

মুক্তিযুদ্ধ নিয়ে লেখার দরকার হয়নি, যুদ্ধ মানে যুদ্ধ। মুক্তিযুদ্ধের পেছনে যে স্বপ্ন ছিল, তাজুদ্দিন সাহেবের ভুলে সেটা হারিয়ে গেছে!

২৫| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৬

বিলিয়ার রহমান বলেছেন: উনি রাজনিতিবীদ হিসেবে কেমন সেটা হয়তো ভালো বলতে পারবো না তবে লোক হিসেবে উনি কিন্তু মন্দ না!

(আপনি সম্ভবত আমার সাথে দ্বিমত পোষণ করবেন!!!)

২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৩

চাঁদগাজী বলেছেন:

ভালো লোকতো দেশে ৪/৫ কোটি আছে, পদেরকে ২ দলের সেক্রেটারী বানালে কেমন হয়?

রাজনৈতিক দলের সেক্রেটারীকে ভালো রাজনীতিবিদ হতে হয়, শিক্ষিত হতে হয়, ভালো হতে হয়, দেশপ্রেমিক হতে হয়; একা একটি গুণ, "ভালো লোক", সেক্রেটারী হওয়ার জন্য কিছুই না, হাউকাউ গুণ মাত্র!

২৬| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৩

তারেক ফাহিম বলেছেন: উনার পরিবর্তে রাজনিতিবীদ হিসেবে যে কেউ থাকলে একই আচরন করতো। তাছাড়া উনি ব্যক্তি হিসেবে আমার কাছে ভালোই মনে হয়।

২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৪

চাঁদগাজী বলেছেন:


গ্রামের যেকোন সাধারণ চাষী মানুষ উনার থেকেও ভালো মানুষ; তবে, উনাদের দিয়ে দেশ চালানোর কথা ভাবা ঠিক হবে না; বড় দলের সেক্টেটারীকে ভালো রাজৈিতিবিদ হতে হবে; এটাই উনার জন্য ১ম ক্রািটেরিয়া।

২৭| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কিছু কমু না এখানে, সব আপনিই বলে দিয়েছেন।

২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৭

চাঁদগাজী বলেছেন:


বড় দলের সেক্রেটারীর এই পংগু অবস্হা, দলের বাকীদের কি অবস্হা?

২৮| ২৪ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

শাহিন-৯৯ বলেছেন: আমার মনে হয় আপনি অনেক পন্ডিত মানুষ, আপনি বলেন তো কে এই দেশকে শাসন করার ক্ষমতা রাখে।

আমার মনে হয় আপনি যদি আমাদের শাসনভার নেন তাহলে আমেরিকার মত হওয়ার সপ্ন দেখা শুরু করতে পারব আমরা।

২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০৭

চাঁদগাজী বলেছেন:


এখনো, জীবিত মুক্তিযোদ্ধা ও ১৯৮০ সালের পরের শিক্ষিত জেনারেশন মিলে দেশ চালনার ভার পেতেন, এঁরা দেশকে সঠিক যায়গায় নিয়ে যেতে পারটেন।

২৯| ২৪ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বড় দলের সেক্রেটারীর এই পংগু অবস্হা, দলের বাকীদের কি অবস্হা?
আপনার কি মনে হয় ওবায়দুল কাদের উনার চেয়ে ভালো আছেন?

২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪১

চাঁদগাজী বলেছেন:


ওবায়দুল কাদের কখনো গণতন্ত্রের কথা বলেছে বলে আমার মনে হয় না; উনি বুঝেন, উনারা কোন তন্ত্রে আছেন।

৩০| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই ধরনের বিষয় বাংলাদেশের আরো ৫০০০ নেতার বেলায়ও প্রযোজ্য হবে।

২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৯

চাঁদগাজী বলেছেন:


অবশ্যই; তবে, বাকীরা এি মহুর্তে এতবড় পদে নেই!

৩১| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪২

প্রবাসী দেশী বলেছেন:

২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০৯

চাঁদগাজী বলেছেন:


বুঝার পর, উত্তর দিলে, সিদ্ধান্ত নিলে, সেগুলোই শুদ্ধ হওয়ার কথা

৩২| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৭

জীবন সাগর বলেছেন:



এগুলো কি লজিক্যাল কথা, এগুলো কি রাজনীতির কথা? এসব কথার পর, উনার রাজননৈতিক ধারণা সম্পর্কে আমাদের কি ধারণা হবে?
ব্যক্তি স্বার্থে রাজনীতির সাথে সম্পৃক্ত,
দেশের স্বার্থ তো নাই'ই
মনের মধ্যে একেবারেই নাই গণতন্ত্র।

২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৮

চাঁদগাজী বলেছেন:


১৭ কোটীর সামনে এসব উল্টাপাল্টা বলে উনি কতটুকু যাবেন, কে জানে!

৩৩| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:
সরি, হিন্দি গানের কলি গাওয়া ঠিক হয়নি। বাংলা গানের কলি গাই-

"বন্ধু তুই লোকাল বাস
বন্ধু তুই লোকাল বাস
আদর কইরা ঘরে তুলস
ঘাড় ধইরা নামাস" - শিল্পী মমতাজ

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৫০

চাঁদগাজী বলেছেন:


বুঝা যাচ্ছে, দুরপাল্লার বাস ভালো, দুরের ঢোলের আওয়াজ ভালো, দুরগগণের তারা ভালো, দুরের বন্ধুর ভাবনা ভালো।

৩৪| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ২:২০

সচেতনহ্যাপী বলেছেন: আমাদের দূর্ভাগ্য এমন এক দেশের নাগরিক আমরা, যেখানে গনতন্ত্র শুধুই বুলি মাত্র!! ফখরুল সাহেব মুখস্ত বুলি না আউড়ে কি আমু,নাসিম,তোফায়েলদের পরিনতি এড়াতে চেয়েছেন!! উনারা ঝানু বলে স্রোত ডিঙ্গিয়ে তীর পেয়েছেন।। সুতরাং নৈবঃ নৈবঃ চঃ।।
লেখাটির বিশ্লেষন কিন্তু ভাল লেগেছে।। এমন কিছু সত্যি কথা আমি সত্যই ভালবসী।। কারন আমি বলতে পারি না।। বাস্তবতায়।।

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৪৭

চাঁদগাজী বলেছেন:


এই ডাইনোসর জেনারেশন গণতন্ত্রের ডেফিনেশন না জেনে রাজনীতি করে গেলেন।

৩৫| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:০৯

নূর আলম হিরণ বলেছেন: আপনি কি মনে করেন মির্জা সাহেব এই সহজ ব্যাপার বুঝেন না! বুঝে সবই কিন্তু গোলামি করা ছাড়া রাজনীতিতে টিকা যায় না অন্তত এই দেশে!

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:৪৯

চাঁদগাজী বলেছেন:



গোলামী অনেক কিছুতে করতে হয় বাধ্য হয়ে, কিন্তু বাধ্য হয়ে রাজনীতি করার মতো অবস্হানে মির্জা সাহেব ছিলেন না, সেটা উনি বের করতে পারেননি এ জীবনে।

৩৬| ২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:০৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: রাজনীতিকরা যে কী বলে তেনারা নিজেই তা বুঝেননা।





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২০

চাঁদগাজী বলেছেন:



রাজনীতির মুল উদ্দেশ্য না বুঝে এরা দল করে ক্ষমতায় যাচ্ছে, এবং নিজেদের ব্যবসা চালু রেখেছে।

৩৭| ২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৭

সেলিম আনোয়ার বলেছেন: আপনি কেমন রাজনীতিবিদ পছন্দ করেন এই দেশের জন্য। একটার নামও কি বলতে পারবেন???? মরা মানুষ বাদ । #:-S

২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৯

চাঁদগাজী বলেছেন:



রাজনীতিবিদ হিসেবে আমরা এদেশে যাদেরকে বিভিন্ন পার্টিতে দেখেছি, এরা আধুনিক রাজনীতির মুলমন্ত্র জানে না, এরা মানুষের মৌলিক অধিকারের জন্য রাজনীতি করে না; এদের অনেককেই জাতিকে পেছনে নিয়ে গেছে; বেগম জিয়া তার মধ্যে একজন।

৩৮| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৮

নীলপরি বলেছেন: দারুণ ।

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১:২৮

চাঁদগাজী বলেছেন:


এরা কি বলে, নিজেই বুঝেন না।

৩৯| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১:০১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কি খবর আপনার?

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১:২৮

চাঁদগাজী বলেছেন:


ভালো আছি, ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.