![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
কারণ হতে পারে, উনি বেগম জিয়া থেকেও রাজনীতি কম বুঝেন; ৫ বছর অস্হায়ী সেক্রেটারী পদে রেখে উনাকে কিছুটা পাকাপোক্ত করেছেন বেগম জিয়া!
বাংলাদেশ সরকার রোহিংগাদের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে গতকাল বার্মার সাথেএকটা সমঝোতা স্বাক্ষর করেছে; চুক্তি মুক্তি এখনো দিগন্তের মাঝেও নেই; এবং বার্মা যদি এই সমঝোতা সাক্ষর না করতো, বাংলাদেশের কিছুই করার থাকতো না; থাকতো চীন, আমেরিকার কাছে গিয়ে ধর্ণা দেয়া।
এই সমঝোতাকে নিয়ে মির্জা ফখরুল বলছে, "মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তিতে রোহিঙ্গাদের সত্যিকার অর্থে নাগরিকের মর্যাদা দিয়ে ফিরিয়ে নেয়ার ব্যবস্থা থাকতে হবে।" রোহিংগাদের নাগরিকত্ব আদায় করা কি বাংলাদেশের লোকদের দায়িত্বের মাঝে পড়ে? বার্মা তার দেশের বাসিন্দাদের নাগরিকত্ব কেড়ে নিয়ে, সকল মৌলিক অধিকার কেড়ে নিয়েছে; তারপর ভয়ংকরভাবে হত্যাকান্ড চালায়েছে; রোহিংগারা প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে এসেছ.
বাংলাদেশ সাধ্য মতো চেষ্টা করছে এদের বাঁচিয়ে রাখতে ও মানবিক পরিবেশে বার্মায় ফেরত পাঠাতে; বার্মা কলা-কৌশল করছে না নিতে! বাংলাদেশ রোহিংগাদের কখনো গণহত্যার মাঝে ঠেলে দেবে না; কিন্তু বাংলাদেশ দাবী করতে পারে না যে, 'নাগরিকত্ব/পাসপোর্ট' হাতে না দিলে, রোহিংগাদের আমরা যেতে দিবো না।
বর্তমান অবস্হায়, বাংলাদেশকে নির্ভর করতে হচ্ছে বার্মার মর্জি ও বিশ্বের মতামতের উপর; বার্মা বাংলাদেশের ভুমি দখল করে, বাংলাদেশের নাগরিকদের উৎখাত করেনি; ফলে, বাংলাদেশের জন্য বিশ্বের সীমিত সহানুভুতি আছে মাত্র; বার্মা বাংলাদেশকে অকারণে জড়ায়েছে এই সমস্যায়; বাংলাদেশ কোনভাবে এত শক্তিশালী নয় যে, শক্তি প্রয়োগে এই সমস্যা সমাধান করবে। আবার বার্মা ১৯৬২ সাল থেকে আমেরিকাকেও এক পয়সা দাম দেয়নি; কারণ, তারা বাংগালীদের মতো কারো থেকে ভিক্ষা করেনি কোনদিন।
এই অবস্হায় যেই লোকটা একটা বড় দলের সেক্রেটারী হয়ে বলে, "বাংলাদেশ সরকারের চুক্তিতে রোহিঙ্গাদের সত্যিকার অর্থে নাগরিকের মর্যাদা দিয়ে ফিরিয়ে নেয়ার ব্যবস্থা থাকতে হবে", উহাকে কি বলা যায়, এবং সেই দলের কি অবস্হা? এসব হবু গবুদের দল কতদিন এদেশে চলতে থাকবে?
মিলিটারী অফিসারদের স্ত্রীদের সম্পর্কে সাধারণ ধারণা হলো, মিলিটারী অফিসারেরা সুন্দরী নারী বিয়ে করেন, অন্যান্য গুনাগুণ নিয়ে মাথা ঘামান বলে মনে হয় না; এবং বেগম জিয়া কোনভাবেই ব্যতিক্রম নন। বেগম জিয়া যেই লোককে ৫ বছরের প্রভেশানে রেখেছিলেন, সেই লোকের রাজনৈতিক প্রজ্ঞা যে গবুচন্দ্রের কাছাকাছি হবে, এতে সন্দেহ নেই।
http://www.ittefaq.com.bd/politics/2017/11/24/137089.html
২৫ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৩
চাঁদগাজী বলেছেন:
হবু আর গবু মিলে পার্টি চালাচ্ছে!
বার্মা যদি রোহিংগাদের না নেয়, কেহই কিছু করবে না; রোহিংগারা টোকাই হয়ে বাংলাদেশের দরিদ্রদের সাথে মিশে যাবে। এখন বার্মা একদিকে, আরেক দিকে মির্জা, রোহিংগাদের বার্মার পাসপোর্ট হাতে দিলে যেতে দেয়া হবে, না হয়, যেতে দেয়া হবে না; এই অথর্ব'এর ভাত কে রাঁধে?
২| ২৫ শে নভেম্বর, ২০১৭ সকাল ৭:৫৮
জগতারন বলেছেন:
ডঃ এম এ আলী সাহেবের সাথে সহমত পোষন করি।
২৫ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৪
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে থাকতে হলে, মির্জাকে জিজিয়া কর দিতে হবে, এসব পিগমী কে পালন করবে!
৩| ২৫ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:২৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আরও প্রমাণিত হলো বিরোধী দল মানেই বিরোধীতা করা...
২৫ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৫
চাঁদগাজী বলেছেন:
বিএনপি ছাগলের ফার্ম খুলেছে!
৪| ২৫ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৪
রাজীব নুর বলেছেন: ফখরুন লোকটা রাজনীতিতে এসে ভুল করেছে।
তিনি শিক্ষাকতাটা অব্যহত রাখলেই পারতেন।
২৫ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১০
চাঁদগাজী বলেছেন:
এই ডামী আবার শিক্ষকও ছিলো? কোনটা জাতীয় সমস্যা, কোনটা পার্টি লেভেলের এজেন্ডা যে বুঝে না, যে সামান্য বার্মার মগগিরী বুঝে না, সেই ডামী শিক্ষক ছিলো? তা'হলে বলতে হয়, সেক্রেটাৈি হওয়াই ভালো। বর্তমান অবস্হায়, রোহিংগাদের নাগরিকত্ব দাবী করতে পারবে বাংলাদেশ?
৫| ২৫ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৪
নতুন বলেছেন: আমাদের দলের নেতা নেত্রীরা উচিত কথা সহ্য করতে পারবেন? পারবেনা। তাই তারা মেধাবী/আত্নসম্মানবোধ সম্পূন মানুষ কে পাশে পাবেনা।
তেলবাজ, ধামাধরারাই ইসেব বস বলে পাশে থাকবেন।
ভালো নেতার গুন হবে যোগ্য লোক খুজে বের করা। সেটা হাসিনা, খালেদা কেউ ই করতে পারেন নাই। সবাই তেলবাজদ্বারা পরিচালিত হয়।
২৫ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৩
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা, বা বেগম জিয়া দেশ চালানোর কথা নয়, উনারা এসেছে শেখ মুজিব হত্যার লাইন ধরে; উনারা দেশের মানুষের জীবনযাত্রাকে সোমালিয়ার পর্যায়ে নিয়ে যাওয়াতে উনারা টিকে আছেন।
৬| ২৫ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৭
হিট_ম্যান বলেছেন: ভালো লাগল না ।
২৫ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৮
চাঁদগাজী বলেছেন:
ব্যায়াম করেন, কম খাবেন, পরিস্কার যায়গায় হাঁটবেন, ইংরেজী শিখবেন।
৭| ২৫ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৯
আবু তালেব শেখ বলেছেন: মন্তব্যে অনীহা
২৫ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৯
চাঁদগাজী বলেছেন:
মন্তব্য করার দরকার কি, আমি লিংক দিয়েছি, উহা পড়ে পোষ্ট দেন!
৮| ২৫ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমাদের নেতার পড়েন কম, শুনে কম, লেখেন না কিছুই। তারা খালি বলেন। সারশূণ্য কথা বলতেই তারা ওস্তাদ।
২৫ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৭
চাঁদগাজী বলেছেন:
রোহিংগাদের নাগরিকত্ব আদায় করা কি বাংগালী জাতির পক্ষে সম্ভব, নাকি দায়িত্ব? এইসব ডামীকে দেশে গোলযোগ সৃষ্টির কারণে আটকানোর দরকার আছে।
৯| ২৫ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:০২
নূর আলম হিরণ বলেছেন: উনার মেধা প্রজ্ঞা সবই আছে! তারেক জিয়া, বেগম জিয়ার ভয়ে সবসময় তটস্থ থাকেন!
২৫ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৫
চাঁদগাজী বলেছেন:
ভয়ে থেকে রাজনীতি করা যায়? রাজনীতি করে গেছেন মওলানা ভাসানী বৃটিশ, আইয়ুব খান, শেখ মুজিব, জিয়া কাউকে ভয় পেতেন না।
১০| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৪
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আরে উনার ধ্যান, জ্ঞ্যান পুরোটাই সেক্রেটারি পদটা আঁকড়ে থাকা, ৫ বছর অস্থায়ি পদে থেকে ব্যাপক শিক্ষা গ্রহন করেছেন তো, তাই বেগম জিয়া যে লাইনে ভাবেন উনি আগ বাড়িয়ে সেই কথাই বলেন। উনি একথা না বললে মৌদুদু এটা বলতো...........তাতে কি ইতর বিশেষ হতো...............বাংলাদেশের বড় দলগুলির সেক্রেটারি পদটাতে ধামাধরারাই উপযুক্ত.........
২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২১
চাঁদগাজী বলেছেন:
এসব মগজহীন পিগমীরা জাতিকে পুরোপুরি বিভ্রান্ত করেছে গত ৪৭ বছর।
১১| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই লোকটার দরকার ছিল না খামাখা আজাইরা মন্তব্য করার। তার বরং খুশী হওয়ার কথা এই আপদ বি এন পি'র আমলে না হইয়া আওয়ামী লীগ আমলে হইছে। ঝড়, ঝাপটা, ঝামেলা তারাই সামলাক। কিন্তু এই ইস্যুতেও তার বাম হাত ঢোকানো একদম ভালো লাগেনি আমার...
২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৩
চাঁদগাজী বলেছেন:
সে কোন অবস্হায় বার্মার অবস্হান বুঝার মত অবস্হানে নেই; ১৯৬২ সাল থেকে বার্মা কারো কথাকে ১ পয়সার দাম দেয়নি; কারণ, তারা নিম্নমানের জীবন যাপন করে, কিন্তু ভিক্ষা করে না।
১২| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৯
অপ্সরা বলেছেন: ভাইয়া আমার পোস্টে তোমার মূল্যবান মতামত দাও!
২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১:১১
চাঁদগাজী বলেছেন:
আচ্ছা, আমি একবার পড়েছিলাম; কারো নাম দিতে গেলে বাকীরা বাদ পরে যায়, সেজন্য মন্তব্য না করে চলে এসেছিলাম; চেস্টা করবো।
১৩| ২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১:০৬
শাহিন বিন রফিক বলেছেন: আমার কাছে লোকটাকে ভ্দ্রই মনে হয়।
২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১:১৩
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের প্রতিটি চাষী মানুষ খুবই ভদ্র; কিন্তু উনারা তো রোহিংগা সমস্যা ও বার্মা নিয়ে সঠিক সমাধানের পথে বের করতে পারবেন না।
১৪| ২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৩৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: এমন মনে হল কেন তার তা কি রহিঙ্গা প্রীতি না রাজনীতি?
২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৫০
চাঁদগাজী বলেছেন:
উনার প্রজ্ঞার অভাব।
১৫| ২৬ শে নভেম্বর, ২০১৭ ভোর ৫:২৫
উম্মু আবদুল্লাহ বলেছেন: অবশ্যই বাংলাদেশের এটা দেখার অধিকার রয়েছে রোহিংগাদের কি করে প্রত্যাবাসন করা হবে। নইলে ১৯৭৮ এর পর এরা যেভাবে ফিরে এসেছে, ১৯৯২ এর পরে যেভাবে ফেরত এসেছে - এখনও সেইভাবে ফেরত আসবে। অত্যাচার চলতে থাকলে বার বার ফেরত আসবে। সুতরাং মানবিক দিকটি দেখাও বাংলাদেশের দায়িত্বের মধ্যে পড়ে। নতুবা ফেরত পাঠিয়ে কোন লাভ হবে না।
২৬ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৬
চাঁদগাজী বলেছেন:
আপনাকে বিশ্ব সম্পর্কে আরো জানতে হবে; আপনি হয়তো ছাত্র রাজনীতির রাজনীতিদবিদ।
১৬| ২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:২১
গরল বলেছেন: তবে এটা ঠিক যে বাংলাদেশ বার্মাকে একটা কুটনৈতিক চাপে ফেলতে পেরেছে বলেই বার্মা এই চুক্তি করতে বাধ্য হয়েছে। এটা সরকারের জন্য একটা বিজয় নিসন্দেহে কারণ বার্মা এই চুক্তির মাধ্যমে অন্তত স্বীকার করে নিচ্ছে যে রোহিঙ্গারা বার্মার অধিবাসী। এটা স্বীকার করে নিলে নাগরিকত্ব দেওয়াটা জেনেভা কনভেনশন অনুযায়ী বার্মার জন্য একটা বাধ্য-বাধকতা মাত্র এবং এটা তদারকী করা জাতিসংঘের কাজ। অন্য কোন দেশ কখনই কোন রাস্ট্রকে চাপ প্রয়োগ বা কাউকে নাগরিকত্ব প্রদানের অনুরোধ করতে পারে না, এটা কুটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। এই চুক্তির মাধ্যমে এটা কাগজে কলমে প্রতিষ্ঠিত হয়ে গেল যে রোহিঙ্গারা বার্মার অধিবাসী, অতএব ভবিষ্যতে আর এটা কখনই বার্মার সরকার অস্বীকার করতে পারবে না যে তারা বার্মার অধিবাসী না বা বলতে পারবে না তারা বাংলাদেশী। এটা ফকরুলকে কেউ বুঝিয়ে দিলে ভাল হত।
২৬ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৫
চাঁদগাজী বলেছেন:
বার্মার "নেচারালাইজেশন প্রসেস" আমরা কেহ জানি না; বর্তমানে বিশ্বের বেশীর ভাগ দেশে বসবাসকারীদের মাঝে বেশীর ভাগই নাগিরক, কেহ রেসিডেন্ট, কেহ রিফিউজী, কেহ বে-আইনী; বার্মার নিয়ম আমাদের কাছে পরিস্কার নয়।
১৭| ২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৫
মানিজার বলেছেন: গড়ল সাহেব ভাল বলেছেন ।
২৬ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০২
চাঁদগাজী বলেছেন:
সঠিক, উনি বুঝতে পেরেছেন যে, বাংলাদেশ "সমঝোতায়" রোহিংগাদের জন্য "নাগরিকত্ব" চাওয়ার কেহ নয়।
১৮| ২৬ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১৩
নূর-ই-হাফসা বলেছেন: বাহ দারুন বলেছেন । মির্জা ফকরুল এর কথা বার্তার ঠিক নেই ।২ পক্ষের মন্তব্য শুনলে হাসি পায় । কেউ কারো প্রশংসা তো করতেই পারে না উল্টো বাচ্চাদের মতো পিছনে লেগে থাকে
২৬ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯
চাঁদগাজী বলেছেন:
মির্জা ফখরুলের ৫ বছর অস্হায়ী পদে থাকাটা সকল রাজনীতিবিদের জন্য একটা অপমানকর অবস্হা
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০১৭ সকাল ৭:০১
ডঃ এম এ আলী বলেছেন: এটা অাজ প্রমানিত হল কেন তাকে পাঁচ বছর প্রবেশনে থাকতে হয়েছিল । যিনি যেমন তিনি তেমনটি মুল্যায়ন পাবেন এটাই স্বাভাবিক ।