![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
আপনারা ইতিমধ্যে জেনেছেন যে, একজন বাংলাদেশী তরুণ নিউইয়র্কে সুইসাইডেল বোমা বিস্ফোরণ ঘটায়েছে গতকাল; এখন পুরো আমেরিকায় বাংলাদেশ নিয়ে আলাপ হচ্ছে! বোমাটি মোটামুটি বাংগালী দক্ষতার ফসল হওয়াতে সবদিক রক্ষা হয়েছে, শুধু বোমারুমিয়ার ক্ষতি হয়েছে যে, উনি বেহেশতে না গিয়ে ভালো হাসপাতালে আছেন।
উনি জানা্যেছেন যে, ইহুদীরা জেরুসালেমকে রাজধানী করাতে, ও ট্রাম্প উহাতে স্বীকৃতি দেয়াতে উনি আক্রমণ চালায়েছেন। উহার লজিকে সামান্য সমস্যা যে, উনি বোমা বিস্ফোরণ ঘটায়ে যাদের হত্যা করতে চেয়েছিল, তাদের বেশীর ভাগই উহার মতই ট্রাম্পের সিদ্ধান্তের বিপক্ষে হওয়ার সম্ভাবনা ৯০%; শতকরা ১০ জনের কম আমেরিকান ট্রাম্পের এই সিদ্ধান্তের পক্ষে।
বাংলাদেশে ইসলামের বিবর্তন ঘটছে দ্রুতভাবে; এখন প্রতিটি বাংগালী চাইলে একখানা কোরান শরীফ সংগ্রহ করার মত অবস্হানে আছেন; ২ কোটীর বেশী বাংগালী আরবীতে কথা বলতে পারেন; এরা কোরানের সুরা থেকে, আয়াত থেকে রেফারেন্স দেন; কোরান শরীফকে ব্যাখ্যা করেন। কিন্তু এদের অনেকেরই সামজিক জীবন খুব একটা স্বাভাবিক নয়, যুগের সাথে, অর্থনীতির সাথে, টেকনোলোজীর সাথে এদের সমন্ময় নেই তেমন।
১৯৬০ সালের দিকে মাদ্রাসার ছেলেরা মোটামুটি আরবীতে কথা বলতে পারতো না; তারা বরং উর্দু ও পার্সীতে কোরানের ব্যাখ্যা পড়তেন, এবং প্রচুর বয়স না হওয়া অবধি ধর্মীয় সভা সমিতিতে ওয়াজ ঐত্যাদি করতেন না। এখন ১৫/১৬ বছর বয়সেই সবাই আরবীতে রেফারেন্স দিচ্ছেন, ধর্ম নিয়ে মতামত দিচ্ছেন; ১৫/১৬ বছরের তরুণদের কর্মকান্ডে সাধারণত তারুণ্য জড়ি্যে থাকার কথা, কিশোরের প্রভাব থাকার কথা; ধর্ম, জীবন, রাজনীতি, প্রফেশান কোনটাই তাদের মাঝে পুরোপুরি পরিপুর্ণতা পাবার কথা নয় সেই বয়সে।
আমেরিকায় ৬ লাখের বেশী বাংগালী আছেন, আগামীতে ১০ বছরের মাঝে সমপরিমাণ বাংগালী এই দেশে আসবেন; বাংগালীদের শতকরা ২/৪ জন ব্যতিত, সবাই এখানে জীবিকার সন্ধানে এসেছেন, ভালো জীবনের সন্ধানে এসেছেন, এবং চেষ্টা করছেন এই দেশের মানুষের সাথে মিশে ভালো থাকার জন্য। এই দেশে থেকে, এই দেশের সাধারণ মানুষের থেকে উপকৃত হয়ে, এই দেশের মানুষকে হত্যা করার মত অপরাধী মনোভাব যাদের তারা নিশ্চয়ই ধর্মকে ঠিকভাবে বুঝেনি।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:০৯
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশ, পাকিস্তান, আফাগানিস্তান, ইরান, উজবেকিস্তানের মানুষ যত বেশী ধর্মপালনে মন দেয়, সামানুপাতিকভাবে লজিকহীন হয়ে যায়, দেখা যাচ্ছে
২| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:২১
মলাসইলমুইনা বলেছেন: কি সর্বনাশ এই লোকতো মনে হয় ব্লগের লেখাটা পড়ে সেটা সত্যি প্রমানের জন্য একদিনও আর দেরি করেনি ! কি যে যন্ত্রনা এই সব লোকদের নিয়ে ! পুরো একটা দেশের মানুষের মুখে চুনকালি মাখালো !
১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৩
চাঁদগাজী বলেছেন:
এর আগেও ২ জন চেষ্টা করেছে; বাংগালীদের সম্পর্কে মানুষের খারাপ ধারণা বাড়ছে।
৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:২৫
শাহিন-৯৯ বলেছেন: গঠনমূলক আলোচনা খুবই ভাল লাগলো।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৪
চাঁদগাজী বলেছেন:
ভালো লাগলে ভালো, আমি চেষ্টা করে যাচ্ছি
৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩১
ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লাগল আলোচনা।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৫
চাঁদগাজী বলেছেন:
আশাকরি, ব্লগারদের কাছে ব্যাপারটা পরিস্কার হবে কিছুটা
৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৭
কানিজ রিনা বলেছেন: এইসব জঙ্গীরা আর বুশ ট্রাম্পের চাপিয়ে
দেয়া যুদ্ধ মরন ফাঁদগুল একই উগ্রতা।
ওপেন আর গোপন নিরীহ জনগন এর
দায় বহন করে। মস্তিস্ক বিকৃত শিক্ষিত
অশিক্ষিত মূদ্রার এপিট ওপিট।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১৫
চাঁদগাজী বলেছেন:
সমস্যা হচ্ছে, বুশের ২ টি মেয়ে বাংলাদেশে থাকার জন্য আসবে না; বর্তমানে ৬ লাখ বাংগালী আমেরিকায় বসবাস করছেন, এবং প্রতিদিনই নতুন কিছু আসছেন।
৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৮
রাজীব নুর বলেছেন: ওই গাধা কোনো দিনই বেহশতে যাবে না। এই মুসলিম আর ধার্মিক গুলো আসলেই নির্বোধ। এই গাধা আর নির্বোধেরাই দেশের নাম দোবাবে। সফি হুজুরের মতো লোকজন থাকলে এর চেয়ে ভালো কিছু আশা করা আমাদের ভুলই হবে।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১৩
চাঁদগাজী বলেছেন:
আসলে যাদের ভাবনাশক্তিতে লজিক নেই, তাদের জন্য কোন কিছু থাকার কথা নয়; থাকলে সামান্য অশান্তিই থাকার কথা
৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১৫
জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন: আপাতত ব্লগে ও ব্লগের বাইরে জেরুজালেম নিয়া ট্রাম্প-প্রশাসনের যে গুষ্টি হুজুরেরা উদ্ধার করিয়াছেন, ইহার পরে এমন ফলাফল আশা করাই স্বাভাবিক।
মক্কা-মদীনার আলেমদের চেয়ে আমাদের বঙ্গদেশীয় মোল্লাদের ফিলিস্তিন প্রীতি বেশী হওয়ার কারণেই এমন জিহাদ সম্ভব হইয়াছে। এবার ট্রাম্প মামার লিস্টে বাংলাদেশ যুক্ত হইলে দ্বীন ইসলামের ও দেশীয় হুজুরদের কি কি সুবিধা হইবে সে বিষয়ে লেখা উচিৎ।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২০
চাঁদগাজী বলেছেন:
বেশীর ভাগ হুজুরই কোন বিষয়ে তেমন দক্ষ নন, উনাদের পৃথিবীটা অনেকটা রূপকথাব মতো, বাস্তবতার সাথে মিল নেই। ট্রাম্পের বিপক্ষে সঠিক অবস্হান নিয়েছে ইউরোপ ও কানাডা; হুজুরদের অবস্হানের দাম নেই।
৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১৫
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কিছু পাব্লিক এখনও বলে যাবে ধর্ম এসব সমর্থন করে না, এ সহিহ মুসলমান না, আমরা তীব্র নিন্দা জানাই অথবা ট্রাম্পের মূর্খতাই এ ঘটনার কারণ!
এখন ট্রাম্প যদি সকল বাংলাদেশীকে নিষিদ্ধ করে দেয়, তাহলে কেমন হবে? পারিবারিক ও ধর্মীয়ভাবে সোচ্চার হওয়া জরুরি। কিছু কিছু দুর্বৃত্তের কারণে গোটা সম্প্রদায়কে ভোগান্তিতে পড়তে হবে হয়তো।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৩
চাঁদগাজী বলেছেন:
ট্রাম্প সেটাই বললো, এসব "সমস্যাযুক্ত জাতি" থেকে কেন মানুষ আনা হচ্ছে!
মুসলমানেরা ভুল দায় নেয়ার পজিশনে এখনো নেই; যেজন বেঠিক করে, উহাকে অস্বীকার করে যাচ্ছে আপাতত
৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৫
তার ছিড়া আমি বলেছেন: আপনার আলোচনাটা গঠন মূলক হয়েছে। এখানে আবেগ দিয়ে কোন কাজ হবে না। আবেগের সাথে লজিক থাকতে হবে।
আসলে যুদ্ধটা আমার না। যুদ্ধটা ট্রাম্পের সাথে OIC র, বিশেষ ভাবে আরব দুনিয়ার রাষ্ট্র প্রধানদের। সমস্ত মুসলিম বিশ্বের রাষ্ট্র প্রধানদের। লজিস্টিক রাষ্ট্র প্রধানদেরও মাথা ব্যাথা হ্ওয়া উচিৎ, অন্যায়ভাবে একটি ক্ষুদ্র হিংস্র জাতিকে পাগলা ট্রাম্প কিভাবে একটি বৃহৎ জাতি গোষ্ঠির বক্ষে জোর করে বসিয়ে দিলো। আমরা জনগণ চিল্লা পাল্লা করে কোন লাভ হবে না। লড়াইটা হাতিতে হাতিতে হওয়া উচিৎ। হাতিতে মাছিতে হতে পারে না। শুধুই পাগলামী।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৫
চাঁদগাজী বলেছেন:
প্যালেষ্টাইনে মুসলিম রাষ্ট্র হওয়াটা নির্ভব করছে প্যালেষ্টাইনী সিদ্ধান্তের উপর।
১০| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এই শয়তানটারে অনেক কষ্ট দিয়া মারলে ভাল হবে।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৩
চাঁদগাজী বলেছেন:
যে আইনে সে আটকা পড়বে, জীবন কষ্টকরই হবে, সেটা তার নিজস্ব সিদ্ধান্ত ছিল।
১১| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৮
রক বেনন বলেছেন: এই রকম ঘটনা আর দুই চারজন বাঙালি ঘটালেই কম্ম সাবার। আমেরিকার বাঙালিদের বারোটা এইসব নিকৃষ্ট বাঙালিরাই বাজাবে।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪১
চাঁদগাজী বলেছেন:
বাংগালীদের সম্পর্কে আমারিকানদের ধারণা বদলানোর পথে!
১২| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৩
আটলান্টিক বলেছেন: বাঙালিদের সম্পর্কে আমেরিকানদের ধারণা কি?
১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৯
চাঁদগাজী বলেছেন:
এখনো ভালো; তবে, কতদিন ভালো থাকে বলা মুশকিল; অনেক বাংগালী তরুণ পাকিষ্তানীদের সাথে চলাফেরা করে, আরবদের সাথে চলাফেরা করে।
১৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৪
নতুন বলেছেন: আহাম্মক সবার জন্যই ক্ষতিকর। দেশ জাতী ধম` সবাইকেই ক্ষতি করে।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২০
চাঁদগাজী বলেছেন:
এই ধরণের লোকজনের ভাবনা-শক্তি সীমিত
১৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪১
ধ্রুবক আলো বলেছেন: আলোচনা খুব গুরুত্বপূর্ণ।
হামলাটা পূর্ব পরিকল্পিত। ট্রাম্পের নিজস্ব প্লান বা ট্রাম্পের কূটনৈতিক এই কাজটা করেছে। তবে এই হামলার সাথে বাঙালি জড়িয়ে যাওয়াটা মেনে নেয়া যায় না, এটা তার মূর্খতা। এখন বাঙালিদের দিকে সবাই আড় চোখে তাকাবে।
বাংলাদেশে যারা সেক্যুলার প্রগতিশীল আছে তারা মসজিদ ও মাদ্রাসা বন্ধের জন্য মিটিং ফিটিং করে যাচ্ছে, অস্বাভাবিক কিছু না। যাক এদের কথা বলে লাভ নেই, কারণ পাগল নিয়ে কথা বলা ঠিক না।
এই ট্রাম্প একজন অসুস্থ লোক, মানসিক ভাবে অসুস্থ, তার চেয়ে বেশি অসুস্থ পুরো ইহুদি জাতিটা। এরা মানুষের সুখ দেখতে পারে না।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৪
চাঁদগাজী বলেছেন:
আমি ব্যক্তিগতভাবে ইহুদীদের সাথে চলি না, তবে তাদের সাথে কাজ করেছি ২০ বছরের বেশী, ওদেরকে খারাপ বললে, মুসলমানদের গড়ে খারাপের চেয়ে অনেক নীচের কিছু বলতে হবে, তুলামুলক অবস্হাটা এই রকমই।
১৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৩
পবন সরকার বলেছেন: এখন সেখানে বাঙালিদের কি?
১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৮
চাঁদগাজী বলেছেন:
নতুন ইমিগ্র্যান্ট হিসেবে বাংগালীরা ভালো করছে; তবে, বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপি ও জামাত করে, নিজেদের মাঝে একতাকে কবর দিয়েছে; জালিয়াতীতে ৩ নং স্হানে আছে; ১ম স্হানে নাইজেরিয়া, ২য় স্হানে পাকিষ্তান
১৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫১
তারেক ফাহিম বলেছেন: ফাউল বেটা, গুটি কয়েকজনের জন্য পুরো জাতি সমালোচনার মুখে।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৯
চাঁদগাজী বলেছেন:
আমেরিকার আইনে এটি ভয়ংকর অপরাধ
১৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪৭
কানিজ রিনা বলেছেন: আমেরিকায় এই জঙ্গী সন্ত্রসী হামলা নতুন
নয়। এবার একজন বাঙালী জড়িয়েছে।
আন্তরজাতীক জঙ্গীগোস্টীর উত্থান সারা
বিশ্বে ছড়ান ছিটানো। আফগান ইরাক যুদ্ধই
বেপরওয়া উত্থান। এবার ফিলিস্তিনি
সমস্যায় কোন দিকে মোড় নেয় ভাব্বার বিষয়।
উজবুক অজ্ঞ ট্যাম্পু কি বুঝবে? যেমন বুঝে
নাই ডাবল বুশ প্রশাসন।
বুঝা উচিৎ তাদের মত উজবুক অজ্ঞ জঙ্গীরাও
ধ্বংসাত্বক হয়ে উঠেছে কেন কি কারনে।
নতুন করে বাঙালী জড়ানো বাংলাদেশীদের
এক চেটিয়া দোশ চাপানো অজ্ঞতার সামিল।
আমাদের দেশও জঙ্গী ততপরতা মোকাবেলা
করছে।
পুড়া বিশ্ব ট্রাম্পুর নীতির উপর থুতু ছিটাচ্ছে।
এখন একজন অজ্ঞ বাঙালী জঙ্গীর অজ্ঞতায়
গোটা আমেরিকার বাঙালীর দারভার দেওয়াও
অজ্ঞতার পরিচয় আর সে পরিচয় ট্রাম্পুই
দিবে। ধন্যবাদ।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৭
চাঁদগাজী বলেছেন:
ফিলিস্তিন সমস্যার মুলে বাধা হচ্ছে কিছু প্যালেষ্টাইনী লোকজন, ও ইরান, যারা ইসরায়েলকে মানে না, ও ভাবে যে ইসরেয়েল এখানে থাকতে পারবে না; ২ দেশের সহ-অবস্হান বিশ্বের সবাই চাচ্ছে
১৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০১
গরল বলেছেন: এতই যদি ধর্মকর্ম মানে তাহলে আমেরিকা যায় কেন এগুলা, সৌদি গেলেইতো পারে। এগুলা এইটাও জানে না যে যে দেশে ধর্ম পালনে বিধিনিষেধ আছে বা যে দেশে গেলে কোন না কোন ভাবে হারাম উপার্জন এর উপর জিবীকা নির্বহ করতে হবে সে দেশে হিজরত করাও হারাম। কট্টর মুসলিম বুঝা যায় দাড়ি আছে কিন্তু মোচ নাই দেখে। এইগুলারে ধরে ধরে বের করে দিবে কয়দিন পরে। আর এদের জন্য বাংলাদেশ নিষেধাজ্ঞায় পড়বে।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১২
চাঁদগাজী বলেছেন:
ইউরোপ ও আমেরিকা এদের বের করে দেবে, সময়ের ব্যাপার
১৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২০
জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন:
এই ঘটনার পরে ফিষিস্তিন নিয়ে মায়াকান্না করা লোকগুলো হঠাৎ চুপ মেরে গেছে।
কে যেন বলেছিলেন, "বাংলাদেশে কোনও কট্টরপন্থী নেই।"
এই ভাইটি কি তবে পাকিস্তান থেকে এসেছেন?
১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১১
চাঁদগাজী বলেছেন:
এই লোক যদি প্যালেষ্টাইনের ইতিহাস ও বর্তমান সমস্যাকে সঠিকভাবে বুঝতো, তা'হলে মরতে ও মারতে যেতো না; লোকটা ভয়ংকর লিলিপুটিয়ান, মোটামুটি মগজহীন।
২০| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৫
নূর-ই-হাফসা বলেছেন: প্রকৃত ধর্ম জ্ঞান না থাকার কারনে এই বোকামি টা করলো । আর আমাদের দেশের বদনাম ছড়ালো ।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩২
চাঁদগাজী বলেছেন:
সাধারণ মানুষকে হত্যার চেষ্টা করা ভয়ংকর অপরাধ
২১| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫২
নিরাপদ দেশ চাই বলেছেন: এইটা কেন যেন ঠিক জঙ্গী হামলা মনে হয়নি। এইটা হতাশা থেকে হয়েছে বলে মনে হল। পেপারে যতটুকু পড়েছি তাতে মনে হল এই লোকের পরিবার খুব একটা সুবিধাজনক অবস্থানে আমেরিকায় নেই। মা বাবা, বড় বড় বিবাহিত ভাই বোন সবাই এক বাড়িতে থাকত। সবাই খুব সম্ভবত অড জব করে সারভাইভ করত।নিকট প্রতিবেশি জানিয়েছে যে ঘটনার দুই দিন আগে থেকে ঐ বাড়ি থেকে মারামারি, চিৎকার ও কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছিল।হয়ত আত্মহত্যা যদি করতেই হয় তবে সাথে কিছু মানুষ নিয়ে মরি এই জাতীয় ভাবনা থেকেই এই ঘটনার উৎপত্তি।
মধ্যপ্রাচ্য থেকে আইএস মোটামোটি নিশ্চিহ্ন। তেল বিক্রির টাকা এখন আর দেশ বিদেশে ছড়িয়ে পড়ার সম্ভাবনা নাই। তাই সঙ্গবদ্ধ জঙী হামলার সুযোগও বলতে গেলে আর নাই। বিচ্ছিন্ন যেসব সন্ত্রাসী হামলা ঘটছে তার বেশীরভাগই হতাশা থেকেই ঘটছে।শেতাঙ্গ 'লোন উলফ'দের সন্ত্রাস আর এই জাতীয় সন্ত্রাসের মধ্যে তেমন কোন পার্থক্য নাই।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৭
চাঁদগাজী বলেছেন:
শুনেছি, বড় ভাই আমেরিকায় পড়া ইন্জিনিয়ার, ব্যবসা করে। ফলে, ভালো অবস্হানেই থাকার কথা।
এই তরুন দেশে শিবির করতো।
২২| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২১
নিরাপদ দেশ চাই বলেছেন: আমাদের দেশের পুলিশ জানিয়েছে যে দেশে আকায়েদের জঙ্গি কর্মকাণ্ডের প্রমাণ মেলেনি।সে শিবির করত সেটাও কোথাও আসেনি। তাও পারিবারিক অবস্থাও সুবিধার ছিল না বলেই পত্রিকায় এসেছে। বাংলাদেশের পুলিশ তাকে আমেরিকায় গ্রোন সন্ত্রাসী আখ্যা দিয়েছে।বাংলাদেশী হিসেবে আমাদেরও উচিৎ সেটাই হাইলাইট করা। অযথা তাকে শিবির ট্যগিং করা বা জঙ্গী আখ্যা দেয়াটা বাংলাদেশীদের ইমেজের জন্য ভাল নয়।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৭
চাঁদগাজী বলেছেন:
আমি বাংলাদেশের খবর অনুসারে কিছু লিখি না, আমি আমেরিকান মিডিয়া অনুসরণ করছি।
২৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৯
অলিউর রহমান খান বলেছেন: কেনরে ভাই তোমরা এসব করো?
তোমরা তো মরে যাও ঠিকই কিন্তু আমাদের জন্য রেখে যাও অভিশাপ।
সাধারণ জনগন কি করছে যে তাদের মারতে হবে?
২/৪ জনরে মরতে পারলেই কি সফল?
বেহেস্ত নিশ্চিত? বেহেস্ত কি এত সহজ?
মহান আল্লাহ্ বলেন, "এই কারণেই বনি ইসরাইলিদের এই বিধান দিলাম যে নরহত্যা অথবা পৃথিবীতে ধ্বংসাত্মক কার্যকলাপ করার কারণ ব্যতীত যদি কেউ কাউকে হত্যা করে সে যেন দুনিয়ার সকল মানুষকেই হত্যা করল। যদি কেউ একটি প্রাণ রক্ষা করে সে যেন সকল মানুষের প্রাণ রক্ষা করলো। অতপর যদিও তাদের নিকট আমার রাসূলগণ স্পষ্ট প্রমাণসহ এসেছিল এরপরও তাদের মধ্যে অনেকেই সীমালঙ্ঘনকারীই থেকে গেল।"
১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৯
চাঁদগাজী বলেছেন:
এসব তরুণ যা শিখেছে, যোগ বিয়োগ করলে, পুরোটাই ভ্রান্ত
২৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৯
আবু তালেব শেখ বলেছেন: এমনিতেই মুসলমানরা ট্রাম্পের চোখের কাটা তারপর এই বাংগালি নির্বোধের জন্য ছয় লাখ বাংগালি অসুবিধায় পড়বে।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১০
চাঁদগাজী বলেছেন:
প্যালেষ্টাইন যেই অবস্হানে আছে, তার জন্য আমেরিকান হত্যার চেষ্টা ভয়ংকর অপরাধের কাজ।
২৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হাসলাম।
এখন প্রায়ই আনন্দহীন হাসি হাসতে হয়।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৪
চাঁদগাজী বলেছেন:
জাতিতে আগাছা বাড়ছে।
২৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৬
ইলি বলেছেন: বোমারু মিয়া ৭০ হুরের সাথে দেখা করতে পারলোনা আফসুস। কিন্তু সে বাংলাদেশেকে ডোবালো।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৪
চাঁদগাজী বলেছেন:
বাংগালীদের ক্ষতি করেছে প্রচুর; বাংলাদেশে ইসলামের ভুল ব্যাখ্যা হচ্ছে সম্প্রতি
২৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: জীবনের বেশীরভাগ সময় বাংলাদেশে থাকার পরও কীভাবে এরকম একটা পরিবর্তন হলো সেটাও গবেষণা করা দরকার। আপনি সবসময় বলেন, বি ডি আর মিউটিনির জন্য ফাঁসি না দিয়ে কেন মিউটিনি হলো সেটা খুঁজে বের করা দরকার। এর আগে আপনি ব্লগ লিখেছিলেন, জঙ্গিদের না মেরে জঙ্গিদের মানসিকতা নিয়ে গবেষণা করা উচিত। তাহলে আকায়েদরা কেন এই পথে চলে যায় সেটাও গবেষণা করতে হবে...
১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৪
চাঁদগাজী বলেছেন:
সরকারের সমাজ উন্নয়ন, শিক্ষা উন্নয়ন মন্ত্রনালয়গুলো সব সময় এই ধরণের গবেষণা করার কথা।
২৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫১
মানিজার বলেছেন: বলদটারে গে ক্লাবে সার্ভেন্ট হিসাবে নিয়োগ করা হউক । ওর নাড়ী ভুড়ী ওরা ফাটায়ে দেক ।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০০
চাঁদগাজী বলেছেন:
ওর বাকী জীবন হয়তো জেলেই কেটে যাবে; আমেরিকা যদি তাকে কোনদিন সুযোগ দেয়, হয়তো সে ভাবার সুযোগ পাবে!
বাংলাদেশে ওর স্ত্রী ওন পুত্র আছে; ওদেরকে কে ভরণ পোষণ করবে?
২৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৪
মানিজার বলেছেন: আমার মত হইল জেলে কাউরে সারাজীবন রাখার দরকার নাই । যাবজ্জীবন কারো সাজা হইলে ১০ বছর হয়ে গেলে কঠোর পাহারায় রাখা কোন বিশেষ জোনে(আইল্যান্ডে) নিয়ে আজীবন কাজ করানো যায় বিনা বেতনে ।
১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৬
চাঁদগাজী বলেছেন:
আমেরিকার শাস্তি মোটামুটি অনেক দেশ থেকে সহজ
৩০| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৪
ওমেরা বলেছেন: অন্যায় করে একজন আর ভুক্তভুগি হয় শত শত ।
১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৯
চাঁদগাজী বলেছেন:
এ ধরণের অন্যায়গুলো করা হচ্ছে এক বায়বীয় ধারণা থেকে, যেখানে কোন লজিক নেই
৩১| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৪
আরজু পনি বলেছেন: ধর্মকে ভালো করে বুঝতে হবে প্রথমে।
ঠিক বলেছেন।
১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৮
চাঁদগাজী বলেছেন:
যারা সামান্য পদার্থবিদ্যা (যা লেখা হয়ে গেছে, ও প্রমাণ করা সম্ভব) যারা বুঝে না, তারা ধর্মকে( যাহার লজিক নেই, আছে বিশ্বাস) নিয়ে কি করছে, কেহ বুঝার কথা নয়।
৩২| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৩
প্রামানিক বলেছেন: এরকম মগজহীন লোকের কারণে একেক সময় একেক জাতি বিপদে পড়ে।
১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৭
চাঁদগাজী বলেছেন:
এরা পুরোজাতিকে সমস্যার মাঝে সটেনে নিতে পারে।
৩৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৭
ফেরদৌসা রুহী বলেছেন: যারা এসব করে এদের ধর্ম জ্ঞান নাই।
১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৯
চাঁদগাজী বলেছেন:
যাদের সাধারণ জ্ঞান কম, তারা কেমনভাবে ধর্মীয় জ্ঞানের মালিক হয়ে যায়!
৩৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৪৬
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: এই হারামজাদা অনেক বড় ক্ষতি করলো আমাদের তরুণদের.............
১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৪৮
চাঁদগাজী বলেছেন:
জাতির মান-সন্মান কমায়েছে, জাতিকে হেয় করেছে
৩৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৪৮
মিঃ আতিক বলেছেন: জন্ম থেকে আজ অব্দি রাজনৈতিক দুর্ঘটনা ঘটাতে গিয়ে জামাতি শিবিরের লোক মারা গেলো ওদের নেতারা বড় সমাবেশ করে দাবী করেছিলো তারা বেহেস্তি, আজো জামাত শিবির তাদের প্রত্যেকটা সভা সমাবেশে নিজেদের শহিদি কাফেলা পরিচয় দিয়ে থাকে, যে দেশে শিখানো হয় শিবিরের পক্ষ হয়ে রাস্তায় গারি ভাঙলে হরতালে মারা মারি করে মরে গেলে শহিদ হয়ে নামায রোজা ছাড়া শর্টকাটে বেহেস্তে যাওয়া যাবে সে দেশে দু চার হাজার আকাএদ এর জন্ম হওয়া অসাভাবিক নয়। আমাদেরকে সমসস্যার মুলে যাওয়া উচিৎ।
১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৪৭
চাঁদগাজী বলেছেন:
আমাদের কোন সরকার জাতীয় ঐক্যের চেষ্ট করেনি; মানুষের নিজের মতো করে, বা গ্রুপ হিসেবে নিজেদের টিকিয়ে রাখার চেষ্টা করছে।
৩৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৩১
হাসান কালবৈশাখী বলেছেন:
আমেরিকায় বাংলাদেশিরা অনেকটাই দ্বৈত জীবন যাপন করেন।
অল্প ব্যতিক্রম ছাড়া মূলধারার মার্কিন স্থানীয় সমাজে বাংলাদেশীরা সম্পৃক্ত হয়না, চেষ্টাও করেনা।
বংলাদেশীরা প্রথমে এসেই হালাল মাংশের দোকান খোজাখুজি সুরু করেন, অতচ বাপের ঘুশের টাকায় প্লেন ফেয়ার, নো প্রবলেম, হালাল।
এই অবস্থাটা শুধু আমেরিকাতেই নয়, বহির্বিশ্বের ইউরোপ কানাডা যেখানেই বাংলাদেশীরা আছে, সেখানেই অনেকটা একই রকম চিত্র।
সেটার জন্য যতটা না স্থানীয় নিয়ম কানুন দায়ী, তার চেয়ে বেশী দায়ী বাঙ্গালীদের অন্তর্মুখী স্বভাব, ধর্মান্ধতা, অদক্ষতা, অশিক্ষা ইত্যাদি।
১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৪৫
চাঁদগাজী বলেছেন:
বাংগালী ১ম জেনারেশনের সমস্যা হলো আমেরিকার মতো দেশে সারভাইভ করা; অনেকে ধর্মকে অবলম্ব হিসেবে নিচ্ছেন।
৩৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৫০
মিরোরডডল বলেছেন: shame for all of us!!!!!!
১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০৮
চাঁদগাজী বলেছেন:
পুরো জাতিকে হেয় করার ব্যবস্হা করেছে ছেলেটি
৩৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০২
জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন: এটি নিউইয়র্কের একটি ইসলামী সম্মেলনের ছবি। দেখা যাচ্ছে, আমেরিকায় ধর্মীয় স্বাধীনতায় তেমন কোনও বাধা নেই। অর্থাৎ ধর্মীয় পরিবেশ থেকে দূরে থাকার ফলে পদস্থলন হয়েছে আকাইদের এমন বলা যাবে না।
তবে সমস্যা হচ্ছে, যেখানে হুজুর থাকবেন, সেখানে জিহাদ-রক্তগঙ্গা নিয়ে ওয়াজ-নসীহত হবেই। আকায়েদ নাকি পাঁচ-ওয়াক্ত নামাজ পড়তেন। কোন মসজিদে? মসজিদের ঈমাম কি বলতেন? আকায়েদের কাছে ধর্মীয় বইটই ছিলো না? কি লেখা আছে ওগুলোতে? আকায়েদ কি আর দশজন মুসলমানের সাথে চলতেন না? নিজেদের মধ্যে আলোচনা হতো কি নিয়ে?
মুসলমানদের সমাজের মধ্যেই কিছু বড়সড় গোলযোগ আছে। নীচের ছবিটা দেখুন।
সমস্যাগুলো খুঁজে বের করতে হবে। লন্ডনেও কিছুদিন আগে একজন বাংলাদেশী বংশোদ্ভুত তার পাকিস্তানী বন্ধুর সাথে মিলে থেরেসা মে-কে আক্রমণের প্রস্তুতি নিচ্ছিলেন। এমন চলতেই থাকবে যতক্ষণ না হুজুরেরা নিজেদের ভুল সংমোধন করতে রাজী হবেন।
১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৭
চাঁদগাজী বলেছেন:
নিউইয়র্ক শহরে একটি ছোট ব্যবসা থেকে একটি বড় ধর্মীয় প্রতিষ্ঠান ( যে কোন ধর্মের) গড়ে তোলা সহজ; বাংগালীরা অসংখ্য ধর্মীয় প্রতিষ্ঠান গড়েছেন; যারা এগুলো চালাচ্ছেন, এদের ভেতর সমস্যা আছে।
৩৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৫
জাহিদ অনিক বলেছেন:
এই আহাম্মকের দল কবে একটু বুদ্ধিশুদ্ধি অর্জন করবে !
১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৩
চাঁদগাজী বলেছেন:
মনে হয়, এদের সংখ্যা এখনো বেড়েই চলেছে
৪০| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: এই তরুণের ধর্ম জ্ঞানের যথেষ্ট অভাব। অভাব কমন সেন্সের ও...
১৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫২
চাঁদগাজী বলেছেন:
ধর্ম এমন একটি জ্ঞান যাহা মাপা হবে মৃত্যুর পর।
৪১| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১১
সোহানী বলেছেন: এইসব ছাগলগুলা কোথ্থেইকা যে জ্ঞান নেই........ মগজেতো শুধু গোবরে ভরা।
১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৬
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে এগুলোর সংখ্যা বাড়ছে
৪২| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫০
রন৬৬৬ বলেছেন: জেরুজালেম ইস্যুতে মাহমুদ আব্বাস যদি ট্রাম্পের সিদ্ধান্তকে আন্তর্জাতিক আদালতে চ্যালেঞ্জ করতেন তাহলে তা বিচক্ষণের মতো কাজ হতো। কিন্তু ফিলিস্তিনের এই নেতা এতই অনুৎসাহী ও দুর্নীতিপরায়ণ যে, এমন পদক্ষেপের কথা স্বপ্নেও ভাবেন না তিনি। আর সমস্যাটা এখানেই। কারও বিপরীতে যদি ট্রাম্পের মতো একজন দাম্ভিক প্রেসিডেন্ট থাকে, তাহলে মধ্যপ্রাচ্যের জনগণের সুরক্ষার জন্য তার দরকার অন্তঃপ্রাণ কিছু যুবক, আন্তর্জাতিক আইনজীবী, মধ্যস্থতাকারী ও অভিজ্ঞ কূটনীতিক।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯
চাঁদগাজী বলেছেন:
পিএলও ও হামাস প্যালেষ্টাইনকে "এই অবস্হায়" শাসন করতে বেশী আগ্রহী; তারা প্যালেষ্টাইনকে দেশ বানানোর চেয়ে রিফিউজী ক্যাম্প হিসেবে চালু রেখে শান্তি পাচ্ছে; মুল সমস্যা তারা বুঝতেছে না, ও নিজেদের মানুষের জন্য তাদের কোন ভাবনা নেই।
৪৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৫
পথে-ঘাটে বলেছেন: পোস্টটি গুরুত্বপূর্ণ ছিল। আশা করি সচেতনতা বাড়বে।
আচ্ছা ভাই, এই পোস্টের সাথে তুরস্কের পতাকা এবং কামাল পাশা আতাতুর্কের সম্পর্ক কি বুঝলাম না।
১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৯
চাঁদগাজী বলেছেন:
আতাতুর্ক প্রথম গণতান্ত্রিক দেশ গঠন করেছিলেন, মুসলমানেরা তখনো গণতন্ত্র পছন্দ করতো না
৪৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০১
হাতুরে গোয়েন্দা বলেছেন: ভয় একটাই এসব ঘটনায় বড় শয়তান এর কুনজর যেন আবার না পড়ে।
২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৬
চাঁদগাজী বলেছেন:
বারবার ঘটলে বড় শয়তানের ঘুম থেকে জেগে উঠবে
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:২৪
রোকসানা লেইস বলেছেন: সব সমস্যার মূলে তা হলে ইহুদি আবার।
দ্বিতীয় প্যারাটা কঠিন বাস্তব। এভাবে এত অল্প বয়সে কেন সমস্যার ভিতর ঢুকছে কিশোর তরুন?
৫০০ মানুষের উপর কর্নসাটে গুলিকরা বিকার গ্রস্তর মতনই আরেক মানসিক রোগী উন্মাদ এই বোমা ফাটানো লোক।
এমন উন্মাদের জন্য কখনো কেউ শাস্তি পায় না কখনো পুরা জাতি শাস্তি পায়।