![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
ব্লগিং বাংলাদেশে এত বড় একটা বিবর্তন এনেছে যে, বাংলাদেশে ব্লগ দিবস পালন করা পর্যন্ত সম্ভব হচ্ছে না, এটা বড় মাপের পরিবর্তন; পাকিস্তানী আমলে, রেডিও ও মাইক আসার পর, ভয়ানক পরিস্হিতি ছিল কয়েক বছর; যারা রেডিও শুনতেন ও বিয়ে বাড়ীতে মাইক বাজাতেন, হুজুরেরা তাদের বাড়ীতে দাওয়াত নিতেন না, বিয়ে পড়াতে যেতেন না; রেডিওর মালিক ও মাইকে গান শোনার লোকদের খুবই নীচু চোখে দেখা হতো।
বাংলাদেশে কলেজ ও ইউনিভার্সিটি লেভেলে পড়ালেখার মান নীচের দিকে চলে যাওয়ার শুরু হয়েছিল দেশ স্বাধীন হওয়ার কিছুকাল পরেই; নকল করে পরীক্ষা দিতো সবাই; এখন প্রশ্নফাঁস করে পরীক্ষা দিচ্ছে, ক্লাশে না গিয়েও পরীক্ষা দিয়ে সার্টিফিকেট পাচ্ছে। এসব কারণে, বাংলাদেশের গ্রাজুয়েটদের লেখার হাত ছিলো না, নিজকে প্রকাশ করার সামর্থ ছিলো না, লজিকের আগামাথা ছিলো না; কিছু লিখতে বা বলতে গেলে ঘুরে ফিরে গরুর রচনা হয়ে যেতো।
১৯৮০ সালের পরে লেখা, অনেক গল্প, উপন্যাস, কবিতা ছিল আবর্জনার মতো, অনেক প্রবন্ধ ছিল লেজ ও মাথাহীন; এমনকি ইউনিভার্সিটির শিক্ষকদের লেখাও ছিল এলেবেলে।
পড়ালেখার অবস্হা এখনো ভয়াবহ, ছাত্ররা পড়তে চাহে না, আড্ডা মারে, ফেসবুকে ভালোবাসা করে রাতভর, ইয়াবা খেয়ে ক্লাশে যায়; পরীক্ষার আগে ফাঁসকরা প্রশ্ন যোগাড়ে ব্যস্ত থাকে; তাদের আবার সৌভাগ্য, আমাদের নাহিদ সাহেব শিক্ষামন্ত্রী হিসেবে কাজ করছেন, ৬/৭ বছরে প্রশ্নফাঁস করা বন্দ্ধ করতে পারেননি; এসব জেনারেশনের লোকদের ভাবনাশক্তি সীমিত, লিখার হাত নেই, কথায় লজিক নেই।
যাক, ব্লগ মোটামুটি সবার জন্য একটা বড় সুযোগ করে দিয়েছে, লিখতে লিখতে লেখক হচ্ছেন, কমেন্ট করে নিজকে প্রকাশ করছেন; তর্ক করে লজিক্যাল হওয়ার চেস্টা করছেন; সবার সামনে তো দীর্ঘদিন আবোল তাবোল থাকা যায় না, চাপে পড়ে হলেও শিখছেন; অন্যদের দেখাদেখি নিজকেও ঘুচিয়ে নেয়ার চেস্টা করছেন, সমালোচনা ও ফিডব্যাক থেকে নিজকে রিফাইন করার সুযোগ পাচ্ছেন।
ব্লগিং এক নতুন জেনারেশনের জন্ম দিয়েছে; এঁরা ক্রমাগতভাবে নিজকে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে রিফাইন করছেন, নতুন বিষয়সমুহ বুঝার চেষ্টা করছেন, শিখার চেষ্টা করছেন, নতুন ভাবনাসমুহ তুলে ধরার চেষ্টা করছেন; এঁদের ভাবনা এত আধুনিক যে, এরা ব্লগ দিবস পর্যন্ত পালন করতে পারছেন না; এটা বিশাল ব্যাপার!
১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:০৪
চাঁদগাজী বলেছেন:
শুভেচ্ছা দিলে শুভেচ্ছা পাওয়া যায়, ভালো ব্যপার তো! কেন যে, এতদিন গালি দিয়ে বেড়াচ্ছিলাম, বিরাট মিস!
২| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:০৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ব্লগ নিয়ে খারাপ ধারণা এখনো রয়েই গেছে।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:০৫
চাঁদগাজী বলেছেন:
যেদিন বাংলাদেশে পুনরায় ব্লগদিবস পালন করতে পারবো, বুঝতে হবে যে, ব্লগিং'এর মান কমে গেছে!
৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:০৪
নূর-ই-হাফসা বলেছেন: ব্লগ দিবসে আপনাকে ও শুভেচ্ছা জানাচ্ছি । পোষ্ট টা খুব ভালো লাগলো ।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:০৬
চাঁদগাজী বলেছেন:
শুভেচ্ছা।
আপনার লেখার জনপ্রিয়তা বাড়ছে
৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:০৭
নূর-ই-হাফসা বলেছেন: আর আপনার ব্যতিক্রমী চরিত্র টাও আমাদের দারুন ভালো লাগে । যদিও কোন সময় আপনার ঘুরানো কথা ধরতে পারিনা । তবে মুটামুটি বুঝতে পারি ।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:১৫
চাঁদগাজী বলেছেন:
ব্লগে আমার কথা বলার হাতে খড়ি
৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:০৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মানে আপনি বলতে চাচ্ছিলেন যে এবারে ব্লগাররা সাহস করে ব্লগ দিবস পালন করল না কেন? এরকম কিছু?
১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:১৩
চাঁদগাজী বলেছেন:
না, ব্লগিং যদি পেছনে পড়ে যায়, হেফাজত নিজেই ব্লগদিবস পালন করবে, বেগম জিয়া শুভেচ্ছা বাণী পাঠাবেন।
৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:২৩
নূর-ই-হাফসা বলেছেন: ব্লগ দিবস পালন করলে এখনো নিরাপত্তার অভাব আছে । যারা ব্লগিং করেনা তাদের অধিকাংশ ই মনে করেন ব্লগ খুব খারাপ ।
ধারণা পালটাতে টাইম লাগবে আরো ।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:৩৫
চাঁদগাজী বলেছেন:
যারা বিবিধ ব্লগিং করতে পারছে না, তারা পেছনে পড়ে আছেন, তাদের থেকে একাংশ চাহে যে, আমরাও তাদের মতো পেছনে পড়ে থাকি, এরা লিলিপুটিয়ান
৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:২৫
ডঃ এম এ আলী বলেছেন: ব্লগিং যদি পেছনে পড়ে যায়, হেফাজত নিজেই ব্লগদিবস পালন করবে, বেগম জিয়া শুভেচ্ছা বাণী পাঠাবেন। সহমত
১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:৩৭
চাঁদগাজী বলেছেন:
হেফাজত মেফাজত স্বয়ং বিশ্বের জন্য বোঝা, এরা জাতির জন্য বোঝা; বেগম জিয়াও জাতির জন্য সাদা হাতী
৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:০১
মানিজার বলেছেন: ব্লগিং নিয়ে ঘরের কুনে সবাই বসে থাকলে এইটাই হইপে । কখনুই চেঞ্জ আসব না । পাল্টা আঘাতের সময় অনেক আগেই এসেছে । এটা এখনো আছে । আমি বলতাছি প্রচারণার কতা ।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৩৯
চাঁদগাজী বলেছেন:
কয়েকজন উদ্যোগ নিলে হয়ে যেতো; আমি থাকলে চেষ্টা করতাম; কিন্তু আমি দুরে আছি।
৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:১০
ফেরদৌসা রুহী বলেছেন: কিছু কিছু ব্লগার ব্লগিংটাকে নষ্ট করে ফেলেছিলো, তাই ব্লগ সম্পর্কে কারো কারো মনে ভুল ধারনা।
আস্তে আস্তে এসব ভুল ধারনা ভেংগে গেলে হয়তো ব্লগ দিবস বড় করেই পালন করার সুযোগ আসবে।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৪৩
চাঁদগাজী বলেছেন:
সব ব্লগে মিলে ১০ লাখের থেকেও বেশী ব্লগার রেজিষ্টেশন করেছিলেন; ২/৪ জন এদিক ওদিক লিখে বিশ্বকে বদলাতে পারার কথা ছিলো না; দেশের মুর্খরা বেশী ক্ষমতা পেয়ে গিয়েছিলো।
১০| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৩১
Rezuan বলেছেন: ব্লগ দিবসের শুভেচ্ছা নিবেন। ভালো লাগলো এটা জেনে যে ব্লগ দিবসে আইডি টা ওপেন করলাম । তবে পাচ বছর যাবত সামু পরি।চাদগাজি সাহেব আপনি আমারও প্রি্য় ব্লগার,রাজনিতি আমার ভালো না লাগলেও আপনার বিশ্লেষন ভালোলাগে।বানান ভুলের জন্য মাফ চাই
১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৪৬
চাঁদগাজী বলেছেন:
আপনাকে অভিনন্দন, ব্লগ দিবসে ব্লগে রেজিষ্ট্রেশন করেছেন; লিখুন।
আমি আমার ধারণাগুলোর উপর ফিডব্যাক পাবার জন্য চেষ্টা করে থাকি।
১১| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৫৪
ওমেরা বলেছেন: চাঁদগাজী ভাইয়া ব্লগ দিবসে আপনাকে ফুলেল শুভেচ্ছা ।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৫৫
চাঁদগাজী বলেছেন:
আপনাকে আবারো শুভেচ্ছা
১২| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:০৫
জানা বলেছেন: আপনাকেও বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা, চাঁদগাজী।
চার বছর আগে ব্লগ এবং ব্লগিং নিয়ে নির্দিষ্ট কিছু বিকৃত মানুষ তাদের নোংরা স্বার্থ সিদ্ধির জন্যে যে অপপ্রচার চালিয়ে মানুষের মত প্রকাশের অধিকারকে রুদ্ধ করতে প্রানপণ প্রচেষ্টা চালিয়েছে তার দায়তো তাদের নিতেই হবে অদূর ভবিষ্যতে। আমি বিশ্বাস করি এই অপকর্ম তাদের জন্যে বুমেরাং হবে; প্রকৃতপক্ষে তা হয়েওছে। আরও অনেক বাকী আছে। কারণ তারা বাঙালীর এবং বাংলা ভাষাভাষির যূথবদ্ধতার শক্তিকে অস্বীকার করে ৭১ এ দেশের বিরুদ্ধে তাদের কর্মকান্ড আবারও বিশেষভাবে নতুন প্রজন্মকে/ ব্লগারদের মনে করিয়ে দিয়েছে।
সবাইকে বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:১৭
চাঁদগাজী বলেছেন:
আশাকরি, আমরা ব্লগারেরা আধুনিক বিশ্বমানের তথ্য শেয়ার করে নিজেদের জানার পরিধিকে বাড়াতে সক্ষম হচ্ছি; আমরা জাতির সমস্যা সমুহের সাথে পরিচিত হচ্ছি, এগুলোকে বিশ্লেষণ করছি, বুঝার চেষ্টা করছি, ও এসবের সমাধান বের করার জন্য মত বিনিময় করছি, এই জেনারেশন জয়ী হবে, আশাযকরি। আপনি টেকনিক্যাল সুবিধাটুকু দেয়াতে অনেক কিছু সহজ হয়ে গেছে, আপনাকে ধন্যবাদ।
১৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:১১
অলিউর রহমান খান বলেছেন: ব্লগ এবং ব্লগার সম্পর্কে অনেকের কিছু বিরূপ মনোভাব রয়েছে। কারণ মাঝ পথে অনেক রকম
ঝামেলা হয়েছে ব্লগারদের নিয়ে। আশা করছি সবাই এর থেকে বেড়িয়ে আসতে পারবেন এবং
কেউ যদি ব্লগে যোগ দেয় কিন্তু অনেক কিছু শিখতে পারবে। নিজেকে মেলে ধার সুযোগ পাবে।
শিক্ষা ব্যবস্থা নিয়ে যা বললে ১০০ তে ১০০ সঠিক। এক সময় মানুষ পড়া লিখার বসে থাকতো
দিন রাত; পরীক্ষায় কি আসে বা না আসে।
এখন ছেলেদের পরীক্ষার রাত বাজারে আড্ডায় মিলে। যদি জিজ্ঞেস করা হয় তোমার না কাল
পরীক্ষা?
—কী পরীক্ষা?
—উওর: হ্যাঁ। ইংরেজী পরীক্ষা।
—পরীক্ষার রাতে বাজারে কেন?
—উওর আসে সব রিভিশন দেয়া শেষ।
তাদের নাকি সব রিভিশন। কোন চিন্তা নেই।
এই হলো এখন ছেলে মেয়েদের লেখা পড়া করার সিস্টেম।
আপনার কথায় সহমত জনাব।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:১৪
চাঁদগাজী বলেছেন:
গত ৫/৭ বছরে যারা স্কুল, কলেজ, ভার্সিটিতে শিক্ষক হিসেবে প্রবেশ করছে, তারা যথাসম্ভব তেমন কিছু জানে না; ছাত্রদের মাঝে, যাদের অবস্হা মোটামুটি ভালো, তারা ইয়াবা, পার্টি, গাড়ী, ইত্যাদি নিয়েই ব্যস্ত; ফেসবুক, টেলিফোনে ভালোবাসার পর, তাদের পড়ালেখার কোন সময়ই থাকে না।
১৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৩৯
রূপক বিধৌত সাধু বলেছেন: ব্লগিং পেছনে পড়ে গেছে মনে হয়। ধর্মান্ধদের জয়জয়কার। ব্লগিং সম্পর্বে মানুষের ধারণা নেতিবাচক।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৫
চাঁদগাজী বলেছেন:
ব্লগিং সম্পর্কে সাধারণ মানুষের ধারণা থাকার কথা নয়, আমাদের সাধারণ মানুষ অনেক পেছনে পড়ে গেছেন।
১৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৪২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাংলা ব্লগের কারণে আমরা একজন চাঁদগাজী পেয়েছি। এই বয়সেও কম্পিউটারে বাংলা টাইপ করা আর নতুন নতুন বিষয়ে ব্লগ উপহার দেয়া নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণাদায়ক ও অনুকরনীয়...
১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৬
চাঁদগাজী বলেছেন:
আমি আপনাদের অনুসরণ করছি; ধন্যবাদ পুরাতন ব্লগারদের।
১৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৫৩
এলিয়ানা সিম্পসন বলেছেন: I got banned twice for supporting Chadgazi!
১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৯
চাঁদগাজী বলেছেন:
যাকগে, আপনি আপনার আসল লক্ষ্যে ঠিক আছেন, বাকীগুলো ছোটখাট ব্যাপার! আপনার ক্লাশ কখন থেকে শুরু হচ্ছে?
স্যরি, বলতে গেলে, আপনার ব্লগিং মোটামুটি থেমে গেছে! আবার লেখার শুরু করুন।
১৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৩০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ব্লগ দিবসের শুভেচ্ছা সুপ্রিয় ওস্তাদ। শুভ সকাল।
আমি আপনার কাছ থেকে কিছু শেখার চেষ্টা করছি।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১১
চাঁদগাজী বলেছেন:
আপন সত্বাকে ধরে রাখুন, আমরা সবাই সবার থেকে শিখার সুযোগ পাচ্ছি!
১৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২১
শিখণ্ডী বলেছেন: ফেসবুকে কথায় কথায় একদিন বল্লাম আমি ফেবুতে তেমন একটা থাকি না; ব্লগে বেশি সময় থাকি । পড়ি ও লেখি। ওরে বাবা শুরু হয়ে গেল অশ্লীল গালিগালাজ!আমাদের সমাজের বেশিরভাগ মানুষ সম্পর্কে এখান থেকেই ধারণা মেলে। শুভেচ্ছা চাঁদগাজী ভাই।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১২
চাঁদগাজী বলেছেন:
আপনাকেও শুভেচ্ছা
১৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২১
শিখণ্ডী বলেছেন: ফেসবুকে কথায় কথায় একদিন বল্লাম আমি ফেবুতে তেমন একটা থাকি না; ব্লগে বেশি সময় থাকি । পড়ি ও লেখি। ওরে বাবা শুরু হয়ে গেল অশ্লীল গালিগালাজ!আমাদের সমাজের বেশিরভাগ মানুষ সম্পর্কে এখান থেকেই ধারণা মেলে। শুভেচ্ছা চাঁদগাজী ভাই।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৩
চাঁদগাজী বলেছেন:
শুভেচ্ছা।
ফেবু'তে প্রতিযোগিতা চলছে নিজেদের ছবি অন্যকে দেখানোর
২০| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৬
রাজীব নুর বলেছেন: ব্লগ দিবস মানে একটা উৎসবের দিন।
আসুন আমরা আনন্দ করি। বঙ্গবন্ধুর মাজারে ফুল দিয়ে আমাদের ব্লগ দিবস শুরু করি।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০১
চাঁদগাজী বলেছেন:
ব্লগের বাহিরে, অনেকেই ব্লগিং পছন্দ করছে না; ব্লগে অনেক বিষয়ে আলাপ হচ্ছে
২১| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৯
কানিজ রিনা বলেছেন: ব্লগ দিবসে আপনার শুভেচ্ছা আপনার মত
সাহসী ব্লগার আর নাই। দীর্ঘ আয়ু কামনা
করি রাজনীতি বিদদের চোখে আঙুল দেওয়ার
আরও সাহস রাখুন। ধন্যবাদ।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৮
চাঁদগাজী বলেছেন:
আমাদের দেশে রাজনীতিবিদ নেই, থাকলে ওরা ব্লগে এসে দেখে যেতো, এখানে কি নিয়ে লেখা হচ্ছে; তারা বুঝতে চাইতো কি কারনে, এত তরুণকে প্রাণ দিতে হলো? রাজনীতিবিদ নেই আমাদের দেশে, আছে তথাকথিত রাজনৈতিক দল। ভালো থাকুন।
২২| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৩
আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,
ব্লগিং ও ব্লগারদের উৎসাহিত করে এমন লেখার জন্যে ধন্যবাদ ।
ব্লগ দিবসের শুভেচ্ছা । মিলুক প্রাণ, প্রাণে !
১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২১
চাঁদগাজী বলেছেন:
আশাকরি, ব্লগারেরা নিজদের অবস্হান, জাতির অবস্হান বুঝতে পারছেন; সবকিছু মিলে, ব্লগারেরা নিজদের মাঝে বন্ধন অনুভব করার কথা।
২৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনার ভাষাতেই বলি, সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ। সুস্থ ব্লগিং-এর মাধ্যমে গড়ে উঠুক এক শিক্ষিত সমাজ। নবম বাংলা ব্লগ দিবসে এটাই কামনা।
ধন্যবাদ ভাই চাঁদগাজী।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৮
চাঁদগাজী বলেছেন:
আমাদের জাতির সঠিক অবস্হা বুঝার জন্য, শিক্ষিতদের অনুধাবনকে শেয়ার করার জন্য, নিজেদের ভুল ধারণাকে রিফাইন করার জন্য ব্লগ হচ্ছে কনফারেন্স রুম।
২৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৮
মেটাফেজ বলেছেন: গাজী আংকেলে দেখি ব্লগদিবসরে একেবারে চরমোনাই পীরের ওরসের মত কিছু একটা দিবস বানায়া ফালাইছেন। ভালু, ভালু।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩১
চাঁদগাজী বলেছেন:
শিক্ষিতরা সব পীরের পীর, চরমোনাই'এর পীর যদি ব্লগে আসেন, উনার পৃথিবী বদলে যাবে, নিজকে নতুনভাবে আবিস্কার করতে পারবেন।
২৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৪
ধ্রুবক আলো বলেছেন: আসলে সমস্যা হলো যে, এখন মানুষ শর্টকাট খুঁজে দ্রুত উপরে উঠার।
সবার সামনে তো আবোল তাবোল থাকা যায় না, তাই চাপে পড়ে হলেও শিখছেন। এহেন কথা খানি কিন্তু খুবই ভালো বলেছেন।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৩
চাঁদগাজী বলেছেন:
মানুষের গুণ হলো, মানুষ শিখেন, মানুষ নিজকে সন্মান করেন।
২৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৫
ধ্রুবক আলো বলেছেন: ভাই ব্লগ দিবসের শুভেচ্ছা রইলো।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩২
চাঁদগাজী বলেছেন:
শুভেচ্ছা, ভালো থাকুন, আমাদের দিবস আসবে ফিরে
২৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: ব্লগ সম্পর্কে নেতিবাচক ধারণা দূর হোক ব্লগদিবসে উপলক্ষ্যে এটাই চাই।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪০
চাঁদগাজী বলেছেন:
নেতিবাচিক ধারণাটা দুর করার দায়িত্ব আমাদের উপর পড়েছে; কোনদিন ওরা নাম লিখতে শিখবে, ব্লগে আসতে পারবে, ব্লগ পড়ে বুঝতে যে, এখানে শিক্ষিত বাংগালীরা কনফারেন্স করছেন, লিখছেন, কথা বলছেন, সেই দিন অনেক দুরে; আমাদেরকে ভার নিতে হবে, আমাদের কথা শুনলে যেন ওদের মনে হয়, ব্লগারেরা আধুনিক শিক্ষায় দীক্ষিত বাংগালী সমাজ।
২৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩১
তারেক ফাহিম বলেছেন: আমার ব্লগিং পরিসংখ্যন এখনও এক বৎসর গড়ায়নি,
অনেক কিছুই শিখেছি, সামু ব্লগ থেকে।
নবম ব্লগ দিবসে সকল সহব্লগারদের প্রীতি ও শুভেচ্ছা।
চাঁদগাজী ভাই’র জন্য রহিল স্পেশাল শুভেচ্ছা বিশ্লেষন ভালো লাগলো।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৭
চাঁদগাজী বলেছেন:
শুভেচ্ছা, ভালো থাকুন; সময়ের বিবর্তনে আমাদের সুসময় আসবে।
২৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৫
আবু তালেব শেখ বলেছেন: কিছু গাধা মার্কা মুক্তমনা ব্লগারদের জন্য সকল ব্লগারদের অন্য চোখে দ্যাখে মানুষ। এই গাধাদের জন্যই হেফাযত নামের আকাজের দল জন্ম নিচে।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৫
চাঁদগাজী বলেছেন:
আমরা প্রতিটি ব্লগার নিজকে কন্ট্রোল করতে পারি মাত্র; আমরা অন্যকে সহজে নিজের মতো করতে পারবো না; সমস্যা যখন দেখা দিয়েছে, সেটাকে সমাধানের জন্য কিছু পদক্ষেপ নিতে হবে; মানুষ যা শুনতে চাহে না, সেটা নিয়ে কথা বলার খুব একটা দরকার নেই; আমাদের চিন্তার পরিসর অনেক বড়, আমাদেরকে বুঝতে হবে যে, আমাদের সমাজই শেষ সমাজ নয়, আমাদের বাহিরেও বিরাট সমাজ রয়ে গেছে।
৩০| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৪
সেলিম আনোয়ার বলেছেন: চাঁদগাজী আপনাকেও শুভেচ্ছা ।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৫
চাঁদগাজী বলেছেন:
শুভেচ্ছা, আমরা আমাদের দিবস বুঝে নেবো সামনের দিন গুলোতে
৩১| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৮
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: অদৃশ্য এক খড়গ যেন ঘাড়ের উপর ঝুলে আছে,এই নিয়ে ব্লগ যেন এক দীর্ঘশ্বাস।তারপরও ব্লগ দিবসের সুভেচ্ছা।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৪
চাঁদগাজী বলেছেন:
কুপমন্ডুকেরা চাহে না যে, দেশের তরুণ ও শিক্ষিতরা মত-বিনিময় করুক, জাতিকে বুঝুক, বিশ্বকে সঠিকভাবে জানুক।
৩২| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৭
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:
১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২২
চাঁদগাজী বলেছেন:
শুভেচ্ছা
৩৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৪
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: আপনাকেও শুভেচ্ছা গাজীভাই। আপনার জনপ্রিয়তা বলে দেয় ব্লগে আপনার অবদান কতখানি।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৯
চাঁদগাজী বলেছেন:
শুভেচ্ছা; আপনি ব্লগারদের নিজের কাহিনীর অংশ করে ফেলেছেন; দেখলাম তাঁরা আপনার গল্পকে নিজেদের মতো করে সাজাতে চাচ্ছেন, এটা বড় সফলতা
৩৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপনাকে ও শুভেচ্ছা ভাই !! ভিন্ন স্বাদের মন্তব্য করিয়া আপনি ও বেশ জমিয়ে দিয়েছেন ব্লগ!
১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২২
চাঁদগাজী বলেছেন:
শুভেচ্ছা; সব ব্লগারেরাই আপন মহিমায় দীপ্ত
৩৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৩
Ssqure Ahmed বলেছেন: ব্লগিং জেনারেশনকে অসীম শুভেচ্ছা ও ভালোবাসা।আশা করি সাথেই রাখবেন।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৫
চাঁদগাজী বলেছেন:
শুভেচ্ছা; আমরা আপনার সাথেই আছি
৩৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬
খায়রুল আহসান বলেছেন: কিছু লিখতে বা বলতে গেলে ঘুরে ফিরে গরুর রচনা হয়ে যেত! --
ব্লগিং এবং ব্লগারদের পাশে থেকে নিরন্তর উৎসাহ যুগিয়ে যাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯
চাঁদগাজী বলেছেন:
শুভেচ্ছা নেবেন।
ব্লগারেরা গরুর রচনা লিখলে, ১ মিনিটের ভেতরই বুঝতে পারবেন নিজকে; বাইরের কেহ গরুর রচনা লিখে নিজে গরু হয়ে গেলেও বলার লোক নেই; ব্লগারেরা শিক্ষিতদের ফিডব্যাক পেয়ে, নিজকে যাচাই করার সুযোগ পাচ্ছেন!
৩৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৮
কলাবাগান১ বলেছেন: দিবস উপলক্ষে শুভেচ্ছা জানানো টা হল সবচেয়ে লেইম কমেন্ট...
এর চেয়ে আপনি এক সপ্তাহ চোখ কে রেস্ট দিন....প্রবলেম চলে যাবে....আপনার চোখের কিছু হলে সামু ব্লগের কি হবে???
১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, একটু সমস্যা হয়েছে, দেখছি! ধন্যবাদ
৩৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ব্লগিং যদি পেছনে পড়ে যায়, হেফাজত নিজেই ব্লগদিবস পালন করবে, বেগম জিয়া শুভেচ্ছা বাণী পাঠাবেন। ব্লগিং এগিয়ে থাকা অবস্থায় শেখ হাসিনা কি শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন?
১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯
চাঁদগাজী বলেছেন:
শুভেচ্ছা।
আমার ধারণা, শেখ হাসিনা ব্লগিং পছন্দ করেছেন না, করে থাকলে তিনি এই ব্যাপারে উৎসাহ দিতেন; চরিত্রানুরে, সরকার, প্রশাসন, বিরোধী, কেহ ব্লগিং পছন্দ করার কথা নয়।
৩৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৯
ঠ্যঠা মফিজ বলেছেন: ৯ম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪
চাঁদগাজী বলেছেন:
শুভেচ্ছা।
ব্লগ হোক সাধারণ মানুষের মিলনমেলা
৪০| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩০
কাছের-মানুষ বলেছেন: ৯ম বাংলা ব্লগ দিবসে আপনাকে শুভেচ্ছা।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৩
চাঁদগাজী বলেছেন:
শুভেচ্ছা, আগামী ব্লগদিবসে দেখা হবে।
৪১| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪২
উম্মে সায়মা বলেছেন: ব্লগদিবসের শুভেচ্ছা আপনাকেও চাঁদগাজী ভাই।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৫
চাঁদগাজী বলেছেন:
শুভেচ্ছা। ভালো থাকুন, আগামী ব্লগদিবসে আমাদের সবার দেখা হবে
৪২| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৫
শ্রোডিঙ্গার বলেছেন: আহা: কি পেছনে আমি!! আজ যে ব্লগ দিবস সেটাও জানতাম না। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি!
১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫২
চাঁদগাজী বলেছেন:
শুভেচ্ছা।
মাঝে মাঝে এসে কিছু শেয়ার করবেন; এটাই আপনার এলাকা
৪৩| ২০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:১৩
নিশ্চুপ কবি বলেছেন: "সামুতে আমি একদম নতুন। লেখা পোস্ট করার ক্ষেত্রে করণীয়গুলো কেউ বলবেন দয়া করে?"
(অফ টপিক মন্তব্যের জন্য দুঃখিত)
২০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৫
চাঁদগাজী বলেছেন:
লেখার ব্যাপারে, আপনি যেই বিষয়ে ভালো জানেন, যা লিখতে আপনি উৎসাহ পান, সেই বিষয়ে লিখবেন।
৪৪| ২০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৮
রক বেনন বলেছেন: যাক, অন্তত ৩৬৫ দিনের মাঝে ১টি দিন বরাদ্দ পেয়েছি। আপনাকে ও শুভেচ্ছা আঙ্কেল। আপনার নতুন পোষ্টের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন। শুভকামনা রইল।
২০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৫
চাঁদগাজী বলেছেন:
শুভেচ্ছা রলো।
আমাদের নতুন গ্রাজুয়েটরা ইউনিভার্সিটি থেকে কি শিখছে বলা মুশকিল, তাদের জন্য ব্লগিং খুবই প্রয়োজনীয় ইউনিভার্সিটি
৪৫| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: লিংক
পোস্টটা দেখেন নাই?
২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৩
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, পোষ্টটি চোখে পড়েনি আপনি বলার আগে
৪৬| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩০
প্রামানিক বলেছেন: ব্লগ দিবসের শুভেচ্ছা।
২১ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:০৫
চাঁদগাজী বলেছেন:
শুভেচ্ছা।
একটা দানব শক্তির ভয়ে আমাদের মাঝে দেখা হচ্ছে না; আমরা কতদিন তাদের ভয় করবো?
৪৭| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৯
এলিয়ানা সিম্পসন বলেছেন: I don't have time to entertain others!
২১ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:০৩
চাঁদগাজী বলেছেন:
আপনি অন্যদের ভালোর জন্য কাজ করার দিকে যাচ্ছেন
৪৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৯
ভ্রমরের ডানা বলেছেন:
আপনার লেখায় বিনোদন আছে। আপনার লেখা পড়ে আনন্দবাজার কেনা বাদ দিয়েছি!
২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৭
চাঁদগাজী বলেছেন:
আনন্দ বাজার তো বাজার, এটা হচ্ছে ব্লগ; আনন্দ বাজারের লোকেরা সামুতে আসুক, আনন্দ কাকে বলে, জীবনে ১ম বার টের পাবেন।
৪৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ফেসুকে দেখা ছবিতে "আমিন" না লিখে ব্লগের ভালো লেখায় কমেন্ট করতে পারলে সেটা জ্ঞান চর্চার বিকাশ ঘটাতে পারে।
ব্লগ দিবসের শুভেচ্ছা।
২৩ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৯
চাঁদগাজী বলেছেন:
ফেসবুক প্রমাণ করছে যে, কয়েক কোটি বাংগালী একাকিত্বে ভুগছিলেন, তারা তাদের আশপাশের মানুষজনের চেয়ে অন্যদের সাথে স্বাচ্চন্দ অনুভব করছেন।
৫০| ১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন: চাঁদগাজী ভাই, শুভেচ্ছা।
এই সপ্তাহে আপনার কোন ফ্রি দিনে ৭.৩০টার সময় আপনার একটি সাক্ষাৎকার নিতে পারি আমার লাইভ কনফারেন্সে?
১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:৩৮
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, আমি এই মহুর্তে এই ধরণের কিছু করতে চাচ্ছি না।
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫৮
কুঁড়ের_বাদশা বলেছেন: আপনাকেও ব্লগ দিবসের শুভেচ্ছা রইল, চাঁদগাজী ভাই।