![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
না, সম্ভাবনা নেই; একাধারে ৩৬ বছর আওয়ামী লীগের সভাপতি থাকায়, তিনি বিবেচনা থেকে বাদ পড়ার সম্ভাবনা অনেক বেশী।
গতকাল, শেখ হাসিনার নোবেল পাওয়া, না পাওয়া নিয়ে, সামু ব্লগের ডান কিংবা বাম প্যানেলে, ডয়েচে ভেলেতে একটি আলোচনা ছিল; আপনারা অনেকেই হয়তো পড়েছেন, আলোচনাটা আজকে নেই। যাক, ওখানে একজন শেখ হাসিনার নোবেল পাওয়ার যোগ্যতা নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন যে, শেখ হাসিনার আসল যোগ্যতা নোবেলের থেকেও অনেক অনেক বেশী, পাওয়া তো উচিতই, এবং না পেলে কোন অসুবিধা নেই; কারণ, নোবেল উনার জন্য খুবই ছোটখাট ব্যাপার। সাথে কয়েকজনের মতামত দেয়া হয়েছিল, যারা বলেছেন যে, শেখ হাসিনা কোন অবস্হায়ই নোবেল পাবেন না।
এখন আপনার কি ধারণা? আপনার ধারণা যদি হয়, শেখ হাসিনা শান্তিতে নোবেল পাবেন, শতকরা ৯০ ভাগ সম্ভাবনা, আপনি ভার্চুয়াল লিলিপুটের বাসিন্দা। আমার ধারণা, শেখ হাসিনা একাধারে ৩৬ বছর আওয়ামী লীগের সভাপতি থাকার ফলে, পশ্চিমের গণতান্ত্রিক বিশ্বের কোন বিচারক উনাকে এই পুরস্কার দেয়ার পক্ষে ভোট দেবেন না। গতকালের আলোচনায়, যারা বলছিলেন যে, শেখ হাসিনা নোবেল পাবেন না, বুঝা যাচ্ছিল যে, তারা শেখ হাসিনা-বিরোধী; কেন শেখ হাসিনা নোবেল পাবেন না, সেই সম্পর্কে তারা যেসব যুক্তি দেখায়েছেন, সেগুলো বিতর্কিত। আসলে, একটা বিষয় অবিতর্কিত যে, উনি ৩৬ বছর একাধারে আওয়ামী লীগের সভাপতি, যা পশ্চিমের কোন বিচারকই পছন্দ করবেন না।
শান্তিতে নোবেল প্রাইজ পেয়ে আসছেন রাজনীতিবিদরা, মানবাধিকার কর্মীরা, মানব সেবায় নিয়োজিত ব্যক্তিরা ও মানবসেবায়, শান্তিতে নিয়োজিত প্রতিষ্ঠানসমূহ। এসব গুণাগুণের অধিকারী লোকজন, কিংবা সংস্হার সংখ্যা, একই সময়ে বিশ্বে অনেক ঠাকে, ফলে এখানে যোগ্য ব্যক্তি, বা সংস্হার নাম অন্তর্ভুক্ত হওয়া ও বিবেচিত হওয়া বেশ কঠিন ব্যাপার। একই সময়ে ফিজিক্স, কেমিষ্ট্র, মেডিসিন, বা ইকোনোমিতে যে কয়জন সায়েন্টিষ্টস রিসার্চে সামনের সারিতে আছেন তাঁদের ব্যাপারে সায়েন্টিষ্টরা সম্পুর্ণভাবে অবগত; ফলে, সেখানে ওদিক হওয়ার সম্ভাবনা খুবই সামান্য। কিন্তু শান্তিতে এত বেশী লোক ও প্রতিষ্ঠান যোগ্য যে, না পাওয়া অবধি বলা কঠিন, কে পাবেন।
নিবেদিত-প্রাণ আওয়ামী লীগাররা জনসমক্ষে সব সময় বলে আসছেন যে, শেখ হাসিনা নোবেল পাবার যোগ্য, ও একদিন পাবেন; আবার শেখ হাসিনার বিরোধীরা বলছেন যে, শেখ হাসিনা পাবেন না; দ্বিতীয় পক্ষ বলছেন শুধুমাত্র অপছন্দের কারণে। যাক, আমার মনে হয়, কারো পছন্দ বা অপছন্দের কারণে নয়, ৩৬ বছর একাধারে আওয়ামী লীগের সভাপতি থাকার কারণে উনার বিবেচিত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে!
২১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭
চাঁদগাজী বলেছেন:
এতে কোন সন্দেহ নেই। আমাদের ইুনিভার্সিটিগুলোতে "ছাত্র রাজনীতি"র কারণে, আমরা ফিজিক্স, কেমেষ্ট্রী, মেডিসিন ও ইকোনোমিক্সে কোনদিন নোবেল পাবার সম্ভাবনা নেই; আমদের জন্য বাকী আছে "শান্তির নোবেল", সেটা যেই পাক, শেখ হাসিনা, বেগম জিয়া, তারেক, কোকো, জয়, কিংবা মহি্উদ্দন চৌধুরী
২| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬
একটি বালুকণা বলেছেন: বাঙালি আজন্ম এমনই।
এরা পেলে ঢোল বাজায়।না পেলে আরো বেশি বাজায়।
২১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯
চাঁদগাজী বলেছেন:
এটার ভালো দিক হলো, আপনি তোফায়েল আহমেদ, হানিফ, মতিয়া চৌধুরীর মত মানুষকে মাপতে পারছেন সহজেই
৩| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লিলিপুটিয়ান চিন্তা ভাবনা
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০১
চাঁদগাজী বলেছেন:
এর ফলে রাজনীতিবিদদের মাপাটা বেশ সহজ হয়েছে
৪| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৩
ধুতরার ফুল বলেছেন: নোবেল পাওয়ার আগে ঊনার উচিত হবে আওয়ামীলীগ থেকে কিছু গর্ধভ,কিছু গুহা মানব আর কিছু নাচানাচি করা আদমি কে বনবাসে দেওয়া, তারপর তাদের স্থান গুলো তরুন , শিক্ষিত, এবং চিন্তা ভাবনা করার মত মগজ আছে মাথায় এরকম লোক দিয়ে পুরন করা। সব শেষে নিজেকে অবসরে নিয়ে যাওয়া। আওয়ামীলীগ এম্নিতেই জনপ্রিয়, এরপর যদি আগাছা মুক্ত করে যেতে পারেন, বি এনপি কিংবা জামাত এম্নিতেই বিলুপ্ত হয়ে যাবে।
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৮
চাঁদগাজী বলেছেন:
কিছু রাজনৈতিক ঘটনার পরিপ্রেক্ষিতে হয়তো, উনি পার্টিকে এভাবে সাজিয়েছেন; এখানে রাজনীতি কাজ করেনি, অন্য কিছু কাজ করেছে। এখন চাইলে, উনি পার্টিকে সঠিকভাবে সাজাতে পারেন; আগেও উনার অন্য অপশন ছিলো
৫| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৬
শকুন দৃিষ্ট বলেছেন: এক্কেবারে মূল পয়েন্টটা তুলে ধরেছেন।
তবে, আওয়ামীলিগ মনে করছে নোবেল কমিটিতেও দুর্নীতি আছে, সো, আওয়ামী কায়দায় যদি আদায় হয়।
প্রামানিক বলেছেন: আরেকটা নোবেল আসলে বাংলাদেশের জন্য লাভ - ভাই, এরকম ১৪টা নোবেল আসলেও বাংলাদেশের জন্য খুব একটা লাভ নেই - ইউনূস সাব ত পেয়েছেন ১টা। পরিবর্তন কি কিছু টের পান - এক নোবেল ল'রিয়েট দেশ তকমাটা ছাড়া?
একটা দেশের সার্বিক উন্নয়ন নির্ভর করে সেই দেশ কতটা প্রযুক্তিনির্ভর, দূর্নীতিমুক্ত, গনতান্ত্রিক ও নিয়ম-শৃঙ্খলা তান্ত্রিক তার উপর - যেমন একটা ট্রেনকে সঠিক লাইনে তুলে দিলে গন্তব্যে পৌছে তেমন।
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৫
চাঁদগাজী বলেছেন:
পশ্চিমের বিচারকরেরা যদি দেখেন উনি ৩৬ বছর একাধারে পার্টির সভাপতি, উনাকে বিবেচনায় নেবেন না।
৬| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৭
তারেক ফাহিম বলেছেন: লিলিপুটিয়ান ওয়ার্ড ছাড়া ব্লগেই জমেনা
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪২
চাঁদগাজী বলেছেন:
গালিভার ১মবার খুলনা পোর্টেই এসেছিলেন, বাংলাদেশের একাংশ লিলিপুট রাজ্যের অংশ
৭| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩০
কৃষ্ণ কমল দাস বলেছেন: রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার মত কাজ করেছেন ......শান্তিতে নোবেল পেতে মানব সেবা খুব গুরুত্ব দেওয়া হয় । যদি পায় তো এই বিষয় টা তাকে এগিয়ে রাখবে।
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৩
চাঁদগাজী বলেছেন:
রোহিংগাদের জন্য যদি নোবেল দেয়া হয়, বাংলাদেশ পাবে, শেখ হাসিনা পাবেন না।
৮| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৩
ধুতরার ফুল বলেছেন: জয়কে নিয়ে আমার ক্ষোভ। কেনো জানি মনে হয় যোগ্যতার থেকে একটু বেশি এগিয়ে গেল। ফলে গ্যাপ একটা থেকেই যাছে। আর উনি যেসকল পদক্ষেপ এর কথা বলেন কিংবা ভবিষ্যৎবানী করেন সেগুলো লোক হাসানো ছাড়া আর কিছু না।
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪১
চাঁদগাজী বলেছেন:
জয়ের সন্মান থাকতো, যদি সে বোবা হতো
৯| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০২
সনেট কবি বলেছেন: এক নং মন্তব্যের সাথে এক মত।
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৫
চাঁদগাজী বলেছেন:
আরেকটা নোবেল এলে জাতির সুনাম হতো, ঠিক; কিন্তু সেটা শেখ হাসিনার হাত হয়ে আসার সম্ভাবনা নেই বললেই চলে, ৩৬ বছর একই পদে থাকার কারণে।
১০| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: 'রাজনীতি' দিয়ে নোবেল পাওয়ার মত অবস্থানে নেই উনি। তবে 'রোহিঙ্গা' ইস্যুর কারণে একটু আলোচনায় এসেছেন বিশ্ব মিডিয়ায়। আবার বর্তমানে গুম নিয়ে আর বিরোধী দমন নিয়েও আলোচনায় আছেন। সবচেয়ে বড় কথা তেনাকে আমেরিকান সরকার ও মিডিয়া ড.ইউনুস বিরোধী হিসেবে জানেন...
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৭
চাঁদগাজী বলেছেন:
বিশ্ব জানে যে, উনি রোহিংগাদের নিতে চাননি, মানুষের চাপে ২দিন পরে নেয়ার শুরু করেছেন।
১১| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪১
ট্রাম্প বিন পুতিন বিন হিটলার বলেছেন:
হিটলার বলছেনঃ পেলে তা হবে অতিরঞ্জিত, জাতির পক্ষে বিব্রতকর, দৃষ্টিকটু।
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫২
চাঁদগাজী বলেছেন:
পেলে অবশ্যই ভালো হবে; কারণ, জাতি অন্যগুলোতে পাবেন না; ছাত্রলীগ, ছাত্রদল, শিবির মিলে ইউনিভার্সিটিগুলোকে মাদ্রাসা ও স্কুলে পরিণত করেছে।
১২| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৬
আমি তনুর ভাই বলেছেন: ভাই নোবেল পেলেই কি না পাইলেই কি! রিকশাচালক রিকশাওয়ালাই থাকবো, জনগণের লাভ হবেনা এক পয়শাও
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫০
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা নোবেল পাইলে, আওয়ামী লীগারেরা প্রমাণ করবেন যে, নেত্রী জ্ঞানী; এমনিতে ওদের কথা সবাই বিশ্বাস করছে না
১৩| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৯
আখেনাটেন বলেছেন: পেলে ভালোই হতো। এতে খুশিতে যদি দেশের অনিয়ম-অনাচারের বিরুদ্ধে মন থেকে কিছু করে। তাহলে বেসিক ব্যাংক খেকো বাচ্চু-টাচ্চুদের মতো লোকদের দেখা যেত না।
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৪
চাঁদগাজী বলেছেন:
পেলে ভালো হতো; আমার মনে হয়, ৩৬ বছর সভাপতির পদ একটা বড় ধরণের বাধা।
১৪| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৩
আবু তালেব শেখ বলেছেন: আপনার অল্প কথায় মহা ক্যাচালের সমাধান দেন এজন্যই আমি আপনার একান্ত ভক্ত । এই বিষয় নিয়ে আমিও দ্বিধায় ছিলাম যেটা পরিস্কার হল।
,,,,,,,,
গালিভার ১মবার খুলনা পোর্টেই এসেছিলেন, বাংলাদেশের একাংশ লিলিপুট রাজ্যের অংশ
এই যদি একটু শানে নুযূল দিতেন।
এই গালিভার কে এবং খুলনার সাথে কি সম্পর্ক?
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০১
চাঁদগাজী বলেছেন:
আমাদের পোর্ট তো ২টি, চিটাগং'এর লোকজনকে একটু চালাক মনে হয়, এরা ব্যবসায়ী ও অতীতে চট্টগ্রামে কোনদিন দুর্ভিক্ষ হয়নি।
আওয়ামী লীগ অকারণ আশা করে, অনেক কষ্টে আছে!
১৫| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৬
সাইন বোর্ড বলেছেন: অনেকে বলে, শেষ রাতে স্বপ্ন দেখলে তা সত্য হয়, গাজী সাহেব কখন দেখেছিলেন তা অবশ্য বোঝা যাচ্ছে না ।
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৫
চাঁদগাজী বলেছেন:
অনেকের মতো আমিও সুন্দর সুন্দর স্বপ্ন দেখি; তবে, খোয়াবনামা নিয়ে কোনদিন ব্যস্ত হইনি
১৬| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৪
কানিজ রিনা বলেছেন: প্রধানমন্ত্রী এবারও যদি ভোট ছাড়া গদীতে
আসেন। তাহলে হয়ত যে ভাবেই হোক
নোবেল ছিনিয়ে আনবেন। বিশেষ করে
রহিঙ্গাদের সুষ্ঠ ভাবে দেশে ফেরত দিতে
পারেন।
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৮
চাঁদগাজী বলেছেন:
১০% এর মতো রোহিংগা ফেরত যাবে, আরো ২/১ লাখ আসবে ৩/৪ বছরের মাঝে
১৭| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: শেখ হাসিনা নোবেল পেলে তো আম্লিগ দেশে হুলূস্থুল কাণ্ড ঘটায় ফেলবে। এমনেই তো গর্বে ওদের মাটিতে পা পড়ে না।
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৫
চাঁদগাজী বলেছেন:
সম্ভব, ১ বছরের কর্মসুচী দিতো হয়তো; যাক, জাতি রক্ষা পেয়ে যাবার কথা
১৮| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: তেঁতুল ফল টক।।।।।
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৬
চাঁদগাজী বলেছেন:
মনে হয়, আপনি লেখাটা পড়েছেন?
১৯| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৯
নূর-ই-হাফসা বলেছেন: ওনার পুরস্কার এর তো অভাব নেই। শান্তি তে না হয় নাই পেল ।
৩৬ বছর একাধারে আওয়ামী লীগের সভানেত্রী থাকার কারন টা সবচেয়ে শান্তি পূর্ণ কারন । এতে কোন ঝামেলা হওয়ার সম্ভাবনা নেই।
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৩
চাঁদগাজী বলেছেন:
৩৬ বছর একাধারে সভাপতি পদে থাকা বাংগালীদের জন্য সমস্যা নয়, পশ্চিমের কোন বিচারকের জন্য বড় সমস্যা হতে পারে।
২০| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: পড়েছি।
তেঁতুল দেখলে জিবে জল আসে। আর না খাইতে পারলে সে জল ঢোক গিলে (গলধ: করণ করে)।
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১১
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা বিরোধী একজন 'আংগুর ফল টক' কথাটা যুক্ত করেছিলেন, আমি ডিটেইলস'এ যাইনি
২১| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৫
প্রশ্নবোধক (?) বলেছেন: অং সান সুচি যদি নোবেল পেতে পারেন, তবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কেন নয় (!)
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৪
চাঁদগাজী বলেছেন:
উনি পাবেন না; কারণ, উনি পার্টির সভাপতি পদে একাধারে ৩৬ বছর ছিলেন।
২২| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৭
শাহিন-৯৯ বলেছেন: লেখক প্রথম মন্তব্যের প্রতিউত্তরে বলেছেন- এতে কোন সন্দেহ নেই। আমাদের ইুনিভার্সিটিগুলোতে "ছাত্র রাজনীতি"র কারণে, আমরা ফিজিক্স, কেমেষ্ট্রী, মেডিসিন ও ইকোনোমিক্সে কোনদিন নোবেল পাবার সম্ভাবনা নেই; আমদের জন্য বাকী আছে "শান্তির নোবেল", সেটা যেই পাক, শেখ হাসিনা, বেগম জিয়া, তারেক, কোকো, জয়, কিংবা মহি্উদ্দন চৌধুরী
মৃত্য ব্যাক্তি কি নোবেলের জন্য মনোনীত হতে পারে?
শান্তিতে নোবেল প্রাইজটা অনেকখানি আমেরিকার দয়ার উপর নির্ভর করে,
বারাক ওবামা প্রেসিডেন্ট হওয়ার ৬ মাসের মধ্যে এই ফ্রেরাইজ পেয়েছিল, উনি ৬ মাসে এমন কি শান্তি এনেছিল পৃথিবীতে?
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৯
চাঁদগাজী বলেছেন:
বারাক ওবামা ৬ মাসে বড় কোন কাজ করেনি; নোবেল দেয়ার পক্ষে যুক্তি ছিলো যে, উনি যুদ্ধ না বাড়ায়ে, ইরাক ও আফগানিস্তান থেকে সৈন্য উইথড্র করার ঘোষণা দিয়েছিলেন।
২৩| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১০
ঢাকার লোক বলেছেন: কাকে ছেড়ে দিবেন সভাপতির পদ? দলের ভিতর আর কেউ একজন আছেন যাকে সবাই মানবে?
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৫২
চাঁদগাজী বলেছেন:
দলের ভেতর যদি মাত্র ১ জন লোকই যোগ্য থাকে, সেই দল দেশবাসীর জন্য ক্ষতি ব্যতিত ভালো করার কথা নয়।
২৪| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৩
হাসান কালবৈশাখী বলেছেন:
রহিংগা আপদ আনা কোন ভাল কাজ হয়নি।
ওনার একটা কৃতিত্ব পিটিয়ে হরতাল নৈরাজ্য কে নির্বাসনে পাঠানো।
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:১২
চাঁদগাজী বলেছেন:
রোহিংগাদের আসতে দেয়ায়ে জাতির মান সন্মান বেড়েছে। বেগম জিয়ার ১ দফা কিছু উ্ইথড্র করা হয়নি আজো!
২৫| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৮
শিখণ্ডী বলেছেন: শান্তিতে নোবেল দেয়া নিয়ে সব সময় রাজনীতি চলে, তাই নোবেল না পাওয়া পর্যন্ত কোনও হিসেবই মিলবে না।
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:০০
চাঁদগাজী বলেছেন:
আমার মনে হয়, হিসেবটা ছোট হয়ে এসেছে, ৩৬ বছরের কারণে পাবেন না।
২৬| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৩
শাহিন-৯৯ বলেছেন: লেখব বলেছেন - বারাক ওবামা ৬ মাসে বড় কোন কাজ করেনি; নোবেল দেয়ার পক্ষে যুক্তি ছিলো যে, উনি যুদ্ধ না বাড়ায়ে, ইরাক ও আফগানিস্তান থেকে সৈন্য উইথড্র করার ঘোষণা দিয়েছিলেন।
জি উনি নিজেদের কিছু সৈন্য উইড্র করেছিল কিন্তু মুসিলিদের মধ্যে ভালভাবে ঝগড়া বাঁদিয়ে।
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:৩৩
চাঁদগাজী বলেছেন:
বর্তমান পৃথিবীতে মুসলমানদের মাঝে ঝগড়া লাগানোর জন্য ইসলাম ধর্ম নিজেই দায়ী; আমেরিকা শিয়া, সুন্নী, ওয়াহাবী, আহমেদীয়া তৈরি করেনি; মুসলমানদের মাঝে মিল থাকলে তারা খৃষ্টানদের মতো উন্নতি করতে পারতো
২৭| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার আলোচনার থেকে মন্তব্যের ঘরগুলো বেশি আলোচনা করেছেন।
এটাও ভালো, অনেককিছু বোঝা সহজ।
আপনি যে ইস্যু তুলে ধরেছেন ৩৬ বছর সেটা পশ্চিমা মোড়ল'রা ভেবে দেখবেন গভীরভাবেই, যখন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করবেন, তখন শেখ হাসিনার ৩৬ বছর সভাপতিত্ব করাটা যৌক্তিক হয়ে দাঁড়াবে।
দুর্নীতি এইদেশে সবসময় ছিল, এখনো আছে। তবে কমবেশি তারতম্য অনেকটা বিবেচ্য দেশের জন্য। সবচেয়ে বড় যে ব্যাপারটা আপনে দেখবেন, সেটা হল, সারা দুনিয়া খুঁজেও শেখ হাসিনার কোন দুর্নীতি পারবেননা। একজন প্রধানমন্ত্রীর জন্য এটা বিশেষ একটা দিক। তাছাড়া, সারা বিশ্ব এখন বাংলাদেশকে দ্রুত উন্নয়নশীল দেশ হিসেবে শুধু দেখছে না, বিশ্বাসও করছে। আমরা বাংলাদেশিরা দাঁত থাকতে দাঁতের মর্ম তেমনটা বুঝি নাই কোনদিন। কিন্তু, বিশ্ববাসী ঠিকই বোঝেন। তলাবিহীন ঝুড়ি এখন ১৬'শ কোটি ডলার রিজার্ভ রাষ্ট্র। যে যাই বলুক, শেখ হাসিনা বর্তমান বিশ্বে একজন 'উন্নয়ন ব্র্যান্ড'-এর নাম।
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:২৯
চাঁদগাজী বলেছেন:
" তলাবিহীন ঝুড়ি এখন ১৬'শ কোটি ডলার রিজার্ভ রাষ্ট্র। "
-স্যরি, এখন রিজার্ভ আরো অনেক বেশী, ৩২/৩৩ বিলিয়ন ডলার হবে।
আমার মনে হয়, আপনার ফাইন্যান্স বিষয়ক ধারণায় বড় ধরণের সমস্যা আছে; মনে করেন, এক চাষীর হাতে ছেলের পড়ালেখার জন্য দরকারী টাকা আছে; চাষার ছেলে, ঢাকা মেডিক্যালে চান্স পেলো, বাবা তাকে সেখানে না পড়ায়ে, লোক্যাল কলেজ বিএসসি'তে ভর্তি করালেন; এতে মাসে ১০ হাজার টাকা করে বেঁচে যেতে লাগলো; এখ চাষীর হাতে ২/৩ লাখ টাকা জমা হলো; ছেলেটা বিএসসি পাশ করলো; চাষী বোকামী ও অন্যায় করেছে।
রিজার্ভ জাতির টাকা, যা থেকে জাতি ভাগ পাচ্ছে না সঠিক মতো; দেশে ২০০৯ সাল থেকে বাড়তে বাড়তে আজ অবধি ৩৩ বিলিয়ন ডলার রিজার্ভ জমেছে; একই সময় ২০ লাখ বাচচা "টোকাই " হয়েছে; অপ্রয়োজনীয় রিসার্ভ রাখার জন্য মুহিত সাহেব জেলে যাবেন, শেখ হাসিনার নাম বাতাসে মিশে যাবে।
২৮| ২২ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:২১
এম এ কাশেম বলেছেন: ডিগ্রী বেচাকেনা হয়। জন গণের পয়সা খরচ করে অনেক তাই ১০/১২ টা ডিগ্রী ও কিনেছে। তবে নোবেল এখনো বাজারে উঠেনি, যে দিন উঠবে সে দিন থেকে বাংলাদেশের রাজনৈতিক নেতারা গণহারে নোবেল পাবে বলে আশা রাখি, তার আগে নয়।
আর যে দিন বাংলাদেশের রাজনৈতিক নেতারা নোবেল পাবেন - সে দিন নোবেলের কোন ইজ্জত আর অবশিষ্ট থাকবে না।
২২ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:০৮
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশ যেভাবে আছে, যেই গতিতে এগুচ্ছে( নাহিদ সাহেবের গুণে, প্রশ্নফাঁস করে যোবে পেছেন যাচ্ছে), আগামী ৫০ বছরে কোন নোবেল'এর ভার বাংলাদেশকে বইতে হবে না।
২৯| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২৩
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: নো-বেল আপাতত আমাদের জনমে আর দেখার সম্ভাবনা নেই।
২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৬
চাঁদগাজী বলেছেন:
ছেলেমেয়েরা ইয়াবা খেয়ে ক্লাশেও যাচ্ছে, ক্লাশে না গিয়েও পরীক্ষা দিচ্ছে ফাঁসকরা প্রশ্নপত্রে, জঘন্য অবস্হা
৩০| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা আমার ভুল হয়েছে, ক্ষমা করবেন, ১৬'শ ১০ ডলার মাথাপিছু আয় হবে।
২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৩
চাঁদগাজী বলেছেন:
ওকে, অসুবিধা নেই।
৩১| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ২৮ নং মন্তব্যে কাশেম ভাইয়ের কথা শুনে তো চিন্তায় পড়ে গেলাম গাজী ভাই! খালেদা জিয়া এত বোকা কেন!! এতটাকা পাচার করলো অথচ ১০/১২ নয় নাই পারলো ১টাও কিনতে পারলো না ডিগ্রী!!! তারেক নেতাই বা কেন বোকামি করছে ডিগ্রী না কিনে বুঝতেছি না!!
২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০২
চাঁদগাজী বলেছেন:
তারেকের জীবনী, রাজনীতি নিয়ে ৪ খানা বই(কিংবা পায়খানা) বের হয়েছে।
বেগম জিয়ার ফাউন্ডেশন নেই, ওখানে ডিগ্রী তো দুরের কথা, পড়ালেখার নাম নেয়ারও উপায় নেই!
৩২| ২২ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাংলাদেশী এক চোর নাকি রবি ঠাকুরের নোবেল চুরি করেছিল। (বিষয়টা সন্দেহাতিত ভাবে প্রমাণিত নয়)
চোরা বেটা যদি সেইখান আমাদের প্রধান মন্ত্রীরে দিয়া দেয় , তাইলে তিনি একখান নোবেল পাইলেও পাইতে পারেন
২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫
চাঁদগাজী বলেছেন:
আমার ধারণা, উনার ৩৬ বছরের সভাপতির পদ জাতীয় ও বিশ্বের গণতন্ত্রের জন্য একটা বড় ধরণের সমস্যা।
রবী ঠাকুরের নোবেল চুরিতে বাংগালীর নাম যুক্ত হওয়ার পর, সরকারের উচিত ছিলো এই বাংগালীর ব্যাপারটা তদন্ত করে সঠিক ঘটনা বের করা; জাতীয় সন্মান রক্ষা করা সরকারের দায়িত্ব, তা বুঝানোর জন্য হয়তো বিদেশী কনসালটেন্ট লাগবে।
৩৩| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬
কাছের-মানুষ বলেছেন: আপনার যুক্তিতে ধার আছে !
বিজ্ঞান প্রযুক্তি, অর্থনৈতিতে নোবেল পুরস্কার যোগ্য হাতেই যায় !
তবে আপনি হয়ত ভুলে গেছেন শান্তিতে নোবেল পুরস্কারটা অনেক সময় রাজনৈতিক হয় যেমন ওবামার নোবেল পাওয়াটা অনেকেই অবাক হয়েছিলেন !! সেই ফাক ফোকর বিচার করলে আপনার যুক্তি অনেকটাই ম্লান হয়ে যায় !
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৪
চাঁদগাজী বলেছেন:
ওবামার নোবেল পাওয়ার পক্ষে যুক্তি কম ছিলো, ডিকোয়ালীফাইড হওয়ার মতো কিছু ছিলো না; শেখ হাসিনার ৩৬ বছরের সভাপতি পদ একটা বড় সমস্যা
৩৪| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬
অর্ধ চন্দ্র বলেছেন: নোবেল পাওয়া না পাওয়া নিয়ে, আমার মনে হয় শেখ হাসিনার কিছু আসে যায় না! তবে হ্যা একটানা ৩৬ বছর দলের প্রধান থাকাটা নোবেল পাওয়ার ক্ষেত্রে একটা বড় অন্তরায়িত চিহ্নিত সমস্যা।
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩২
চাঁদগাজী বলেছেন:
আওয়ামী লীগই চায় যে উনি নোবেল পাক, আবার আওয়ামী লীগই উনার সম্ভাবনাকে শেষ করে দিয়েছে, উনাকে একই পদে ৩৬ বছর রেখে।
৩৫| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শান্তির নোবেল বরাবরই বিতর্কিত। কখনো সঠিক লোক তার অসীম অবদানের জন্য নোবেল পেয়েছেন এমন নজির নেই। যেমন--- মালালা,
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩০
চাঁদগাজী বলেছেন:
মালালাকে লিলিপুটিয়ান নোবেল দেয়া হয়েছিল; পশ্চিমের মানুষজন মাঝে মাঝে ইমোশানেল হয়ে যায়।
৩৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২৬
শামচুল হক বলেছেন: বাংলাদেশ আরেকটা নোবেল পেলে মন্দ না ভালই হবে।
২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৪
চাঁদগাজী বলেছেন:
সেটা সহসা ঘটছে না
৩৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪৭
গরল বলেছেন: ইয়াসির আরাফাত কিন্তু গেরিলা নেতা ও অনেক সন্ত্রাসি কার্য্যক্রম সহ জঙ্গী হামলা, হত্যা, গুপ্ত হত্যা, হাইজ্যাক এর রেকর্ড থাকার পরও নোবেল পেয়েছিল। উগান্ডার একনায়ক ইদি আমিনকেও নোবেল প্রইজ দেওয়ার প্রস্তাব করা হয়েছিল যদি সে ইসরায়েলি বিমান অপহরণকারীদের আমেরিকার হাতে তুলে দেয়। অতএব ৩৬ বছর সভাপতি পদে থাকা অজুহাত মাত্র। আর শুধুমাত্র রোহিঙ্গাদের জন্য যদি নোবেল দেয় তাহলে ৭১ সালের জন্য ইন্দিরা গান্ধী, জার্মান ও কানাডার প্রধানমণ্ত্রীও নোবেল পেতে পারতেন।
২৩ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৭
চাঁদগাজী বলেছেন:
ইয়াসীর আরাফাত ও একই সাথে ইসরায়েলের প্রাইম মিনিষ্টার রবীনকে দেয়া হয়েছিল ঐতিহাসিক অসলো চুক্তির জন্য, ২ জন লোক বিশ্বের একটি বড় সমস্যাকে সমাধানের পথে নেয়ার জন্য, প্রথমবার এই ২ জন ২ রাষ্ট-সমাধানে স্বাক্ষর করার জন্য।
পশ্চিমের লোকেরা গণতন্ত্রে বিশ্বাস করে।
৩৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪৮
গরল বলেছেন: দু:খিত, জার্মান ও কানাডার প্রেসিডেন্ট হবে।
২৩ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৯
চাঁদগাজী বলেছেন:
বুঝেছি।
মার্কেল কোন এক সময় পাবে, মনে হয়।
৩৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৬
রক বেনন বলেছেন: নোবেল কি কারণে?? রোহিঙ্গাদের জায়গা দেয়ার কারণে? এখন তাদের অবস্থা কি? আর স্থানীয়দেরই বা কি অবস্থা?
২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৬
চাঁদগাজী বলেছেন:
রোহিংগাদের কারণে উনার নোবেল পাবার কথা নয়, বাংলাদেশ হয়তো পাবার কথা উঠতে পারে। রোহিংগাদের সামান্য অংশ নিজের থেকে ফেরত যাবে, বাকীরা যেতে চাইবে না
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪১
প্রামানিক বলেছেন: আরেকটা নোবেল আসলে বাংলাদেশের জন্য লাভ।