নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

মগের মুল্লুক, মিলিটারী দেশ চালালে জাতি ক্রমেই পংগু হয়ে যায়

২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫১



রোহিংগা হত্যাকান্ড, তাদের বার বার পালিয়ে যাওয়া; বৌদ্ধ ভিক্ষুদের নর-পিশাচে পরিণত হওয়া; অগাধ সম্পদ থাকার পরও বার্মিজ মেয়েদের আরবদেশে যাওয়া, সবকিছুর মুলে হলো বার্মার ৫৫ বছরের (১৯৬২-২০১৮) মিলিটারী শাসনের ফল। শুধু রোহিংগা নয়, আরো ৪/৫টা জংগোষ্ঠীকে বার্মার মিলিটারী শাসন নিশ্চিহ্ন করে দিয়েছে। বাংলাদেশকে যে ২ জন জেনারেল পংগুত্বের দিকে ঠেলে দিয়েছিল, তাদের ১ জন এখনো লিলিপুটিয়ান নাগরিকদের ভোটে নির্বাচিত হয়ে, "বিশেষ দুত" হয়ে জাতীর কাঁধে আরব্য উপন্যাসের দৈত্যের মতো বসে আছে। আরেকজনকে উনার ভ্রাতারা সরানোর পর, ড: এমাজুদ্দিন, ড: মইন খান, ব্যুরোক্রেট আনোয়ার সাহেব, ডা: বদরুদ্দোজা, একাউন্টটেন্ট সাইফুর রহমানেরা এখনো কাঁদে; এসব পিগমীরা রোহিংগাদের জন্যও কাঁদে!

গত আগষ্ট থেকে, আরাকানে যুদ্ধ করার জন্য লাখ লাখ বাংগালী ফেইসবুকে পোষ্ট লিখেছেন; সামুতেও যু্দ্ধের ব্ল-প্রিন্ট এসেছিল; কিভাবে যুদ্ধ থেমে গেছে, বুঝা যায়নি; যাক, তলায়ে দেখলে দেখা যাবে যে, এদের অনেকেই বাংলাদেশের ২ জেনারেলের সমর্থক ছিলেন, ও আছেন; এরা জানে না যে, এরা কি বলছেন, কি করছেন; জাতি কোথা থেকে কোথায় পোঁছেছে, এবং ভবিষ্যত কি!

বার্মা আয়তেনের দিক থেকে বাংলাদেশ থেকে সাড়ে ৪ গুণ থেকে বেশী, মাত্র ৬ কোটী লোক বসবাস করে; তেল, গ্যাস, মুল্যবান পাথর, কয়লার মত খনিজে ভরপুর দেশটি; মুল্যবান গাছ, ধানের জমি, ঘাসের মাঠ, মাছ সবই আছে; তারপরও বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান থেকে বার্মার মানুষের জীবনযাত্রার মান অনেক নীচে। বার্মার সম্পদ, মানুষের সামাজিক জীবনের বিবর্তনের ইতিহাস দেখলে বুঝা যায় যে, এরা মালয়েশিয়া থেকে ভালো থাকার কথা। কেন হচ্ছে না? একমাত্র সমস্যা মিলিটারী শাসন।

বার্মার সামরিক শক্তি বাংলাদেশ থেকে আড়াই গুণ বেশী।

আমাদের জাতির বড় অংশ মানুষ, পাকিস্তানী মিলিটারীর হাতে নিজ পরিবার, কিংবা বর্ধিত পরিবারের কাউকে না কাউকে হারায়েছে; আইয়ুব ও ইয়াহিয়ার বিপক্ষে সংগ্রাম ও যুদ্ধই বাংগালী জাতির ইতিহাস; এরপরও এদের এক বড় অংশ আমাদের ২ জন জেনারেলকে ভোট দিয়ে, সাপোর্ট দিয়ে ১৯৭৫ সাল থেকে আজ অবধি ক্ষমতায় রেখেছে; এরা নিজেরা ক্রীতদাসে পরিণত হয়েছে, সাথে পুরো জাতিকে বিশালভাবে পেছনে নিয়ে গেছে।


মন্তব্য ৪৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৮

তারেক_মাহমুদ বলেছেন: গণতন্ত্র মানে বিশ্ব বেহায়া মুক্ত বাতাসে কবিতা লেখে
আর দেশপ্রেমী জনতা নব্বইয়ের ইতিহাস ভুলেই গেছে।

২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৪

চাঁদগাজী বলেছেন:


বাংলার ৬০ ভাগ মানুষ বারবার ভুল করেন। বার্মার মানুষও ভুল করে দৈত্য পুষেছে।

২| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৯

আবু তালেব শেখ বলেছেন: তাদের ১ জন এখনো লিলিপুটিয়ান নাগরিকদের ভোটে নির্বাচিত হয়ে, "বিশেষ দুত" হয়ে জাতীর কাঁধে আরব্য উপন্যাসের দৈত্যের মতো বসে আছ

উনি তো নির্বাচিত হন ওনাকে নির্বাচিত করা হয়েছে। নির্বাচন কে বৈধতা দেওয়ার জন্য একটা বিরোধি দলের প্রয়োজন ছিল সেটা উনা কে দিয়ে পুরন করা হয়েছে।
আওয়ামী বিএনপি মনে উনার কাধে চড়ে ক্ষমতায় যেতে চায়

২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৭

চাঁদগাজী বলেছেন:


৪ দল মিলে বাংলাকে উপনিবেশে পরিণত করেছে।

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১২

আবু তালেব শেখ বলেছেন: বার্মার রাজনীতি জেনারেল সাহেব দের কব্জায় থাকলেও বাংলাদেশের রাজনীতির মত অদ্ভুত নয়।

২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪০

চাঁদগাজী বলেছেন:


বাংলার রাজনীতিতে ক্যানটনমেন্টের দৈত্যরা ঢুকে সব তছনছ করে গেছে।

৪| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৬

আবু তালেব শেখ বলেছেন: বৌদ্ধ ভিক্ষুুদের দ্বারা হাজার হাজার রোহিংগা হত্যার পর ও কেন তাদের জংগি বলা হচ্ছে না?
নাকি জংগি শব্দটা শুধু মুসলমানদের বেলায় প্রযোজ্য?

২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৩

চাঁদগাজী বলেছেন:


রার্মা এখন বিশ্বের মাইক্রোস্কোপের নীচে আছে; মুসলামানেরা কাজটা অনেক আগেই শুরু করেছে: পাকিস্তান, আফগানিস্তানে হিন্দু নেই; ইরানে ইহুদী ও খৃষ্টান নেই; বাংলাদেশে হিন্দু কমছে; সবাই এগুলো লক্ষ্য করছে।

৫| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৩

সোহানী বলেছেন: তারেক মাহমু৩২৮ বলেছেন: গণতন্ত্র মানে বিশ্ব বেহায়া মুক্ত বাতাসে কবিতা লেখে আর দেশপ্রেমী জনতা নব্বইয়ের ইতিহাস ভুলেই গেছে।

কঠিনভাবে সহমত আর আপনার লিখায় বরাবরের মতই সহমত।

২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৯

চাঁদগাজী বলেছেন:


বার্মা ও বাংলাদেশের রাজনীতি বিভিন্ন সময়ে কাছাকাছি ছিল; পার্থক্য হলো বাংলার মানুষ মগদের চেয়ে কিছুটা ভালো।

৬| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দেশের মানুষ এখন সরকারের নজরবন্ধীতে আছে।

২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৫

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ বিএনপি'র ভোয় ব্যাংকের ভয়ে সবকিছু উল্টা পাল্টা করছে; শেখ হাসিনা বিএনপি'র ভোট ব্যাংককে নিজের করার চেষ্টা করে দেখনি, শুধু ট্রিকস করে টিকতে চাচ্ছে

৭| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:২২

নূর-ই-হাফসা বলেছেন: এই মিলিটারী শাসন কি কখনো সরানো যাবে না , মানুষ গুলো কি কষ্ট ই না পাচ্ছে ।
রোহিঙ্গা রা ফেরত গেলে এই খুনাখুনি হয়তো আবার হবে ।

২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৯

চাঁদগাজী বলেছেন:


বার্মিজরা মিলিটারীকে সরানোর সংগ্রাম চালিয়ে যা্চ্ছে; তারা গত ভোটে জয়ী হওয়ার পরও মিলিটারী রয়ে গেছে।

আমাদের ২ জেনারেলকে সরানোর পর, এখনো তাদের কোটী কোটী সাপোর্টার তাদের পক্ষে রয়ে গেছে; বর্তমান সময়ও কোটী কোটী বেকুব মিলিটারীর পক্ষে আছে।

৮| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৯

ইফতেখার ভূইয়া বলেছেন: মগদের সাথে ভদ্র আচরণ করার কোন মানে নেই। এর বুলেটের ভাষা বোঝে। সেভাবেই উত্তর দেয়া হোক।

২৫ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৫:০১

চাঁদগাজী বলেছেন:


মগদের সামরিক ক্ষমতা বাংলাশের আড়াই গুণ।

৯| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩২

আবু তালেব শেখ বলেছেন: ইফখার ভুইঞা আপনি কয়টা বুলেট সংরক্ষন করেছেন যুদ্ধে যাওয়ার জন্য?

২৫ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৫:০৩

চাঁদগাজী বলেছেন:


কয়েকলাখ বাংগালী লিখেছেন যে, বাংলাদেশের উচিত যুদ্ধে যাওয়া; এদের বিশ্ব সম্পর্কে সঠিক ধারণা নেই।

১০| ২৫ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৪:৩৬

হাসান কালবৈশাখী বলেছেন:
বিশ্ব বেহায়া কবিতা লিখলেও সে কখনওই হাসিনার উপকারে আসেনি, আসবেও না।

তাকে বেধে রাখা হয়েছে যাতে সে অন্য কোথাও যোগ দিয়ে ভ্যাজাল না করতে পারে।
আবার বাড়াবাড়ি শুরু করলে হাত পা বেধে CMH এ নিয়ে পাছায় লবনযুক্ত ডান্ডাট্রিটমেন্ট দেয়া হবে।

২৫ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৫:০৫

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা মোটামুটি অপরাধ করে বেড়াচ্ছেন এখন এরশাদকে রেখে; ২০০৮ সালে দরকার ছিলো, এখন তাকে বাদ না দিয়ে উনি বাংগালীদের ছোট করেছেন এরশাদের কাছে।

১১| ২৫ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৫:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলাদেশের মানুষ সেনাদের ডান্ডার বাড়ি খেয়ে ঠান্ডা থাকতে চায়। তারা ব্যক্তিগত ভাবে সৎ নয়। তাই সেনাদের তাদের বড় প্রিয়।

২৫ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৮

চাঁদগাজী বলেছেন:


অনেক বাংগালী ভয়ংকরভাবে পেছনে পড়ে আছে, তারা নিজ পায়ে কুড়াল মারে, সাথে সাথে পুরো জাতিকে পেছনে টানে।

১২| ২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:

মমিয়ানমার এক নরকপপুরী- এই রাবনের চিতায় কত কি যে জ্বলে! জেনারেল থিন সেইন মিয়ানমারে রোহিঙ্গা নাগরিকত্ব বাতিল করে বলেছিলেন দে আর নট ফ্রম আওয়ার এথিনিক রেইস।রাজ্যহারা বুদ্ধ রাজা নরমেখলার আত্মা বিগত ৬০০ বছরের ইতিহাস জানানোর জন্যে সমাধিবেদীতে মাথা ঠুকছে!

২৫ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

চাঁদগাজী বলেছেন:


গত শতকে অনেক দেশই মিলিটারীর কারনে ভয়ংকরভাবে পেছনে পড়ে গেছে, বাংলাদেশ ১৮০ ডিগ্রি উল্টা পথে চলে গেছে জেনারেল জিয়ার কারণে।

এদের কারণে, পাকিস্তান, বাংলাদেশ, বার্মার মানুষ ক্রীতদাস হয়েছে আরবে।

১৩| ২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৬

জাহিদ হাসান বলেছেন: You are right

Alexandro Do Rosa
Belmopan,Belize

২৫ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

চাঁদগাজী বলেছেন:


মিলিটারী বাংলাদেশকে ভুল পথে নিয়ে গেছে

১৪| ২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৪

ঠ্যঠা মফিজ বলেছেন: লেখা বরাবরের মতই ।

২৫ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

চাঁদগাজী বলেছেন:



বার্মার মিলিটারী শাসন ভালো নয়, এই ব্যাপারে এখন সব বাংগালী এক; কিন্তু এরাই জেনারেল জিয়া ও এরশাদকে সাপোর্ট করেছে।

১৫| ২৫ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

ওয়াজেদ বিপ্লব বলেছেন: মাহাথির বলেছিলেন, বর্তমানে যা চলছে সে অনুযায়ী তৃতীয় বিশ্বের দেশগুলোর উন্নতির জন্য প্রয়োজন একজন সামরিক শাসক যে দেশের জন্য কাজ করবে। আমার কাছে, তার এই জেনারালাইজড থিওরিটা ভালোই লেগেছিলো। বিশেষ করে, মাহাথির যেখানে তার তত্ত্ব দিয়ে সফল।

২৫ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২২

চাঁদগাজী বলেছেন:


মাহাথির নিজে তো সামরিক ব্যক্তি নন। বার্মা ৫৫ বছরে কোথায় গেছে দেখেছেন?

বাংলাদেশ সোনার বাংলা না হয়ে কয়েকজনের বাংলায় পরিণত হয়েছে জিয়ার কারণে।

১৬| ২৫ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

শামচুল হক বলেছেন: সামরিক শাসনের কারণে বার্মার সামরিক শক্তি বেড়েছে অন্যান্য উন্নয়ন অনেক পিছনে পড়েছে।

২৫ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

চাঁদগাজী বলেছেন:


ওদের যেই পরিমান তেল, গ্যাস, গাছ, জমি আছে, তাতে মাথাপিছু আয় ২০ হাজার ডলার হতে পারতো; কিন্তু ওদের মেয়েরা আরবদেশে ক্রীতদাসের কাজ করছে; মগ জেনারেলরা লজ্জাহীন

১৭| ২৫ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

ওয়াজেদ বিপ্লব বলেছেন: (জিয়া সম্পর্কে) "তিনি এমন একজন মানুষ ছিলেন, যিনি এক হাতে হত্যা এবং অন্য হাতে আহার করতে পারতেন।"-- চট্রগ্রামে মুক্তিযুদ্ধ চলাকালীন জিয়ার এক সহকর্মী।

২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৩

চাঁদগাজী বলেছেন:


জিয়া ৩০০ মুক্তিযোদ্ধাকে ফাঁসি দিয়েছিল, ১১০০ মুক্তিযোদ্ধা চাকুরী হারায়েছে, জেল খেটেছে; বাংলাকে তছনছ করে গেছে এই অজগর

১৮| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৮

ধ্রুবক আলো বলেছেন: সমর্থন জানালাম। মিলিটারিরা তো শুধু ঐ লেফট রাইট করাই শিখছে, আর এটাই জানে। এরা দেশ রক্ষার জন্য ঠিক আছে, দেশ চালানোর জন্য না।

২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৫

চাঁদগাজী বলেছেন:


স্পেন ইউরোপে কমপক্ষে ফ্রান্সের অনস্হানে থাকার কথা ছিলো; জেনারেল ফ্রান্কো উহাকে পংগু করে গেছে; জিয়ার হাতে বাংলাদেশ পংগু হয়েছে; বার্মায় মিলিটারী ক্ষমতা হারাবে, হয়তো সামনের দিনগুলোতে ভালোর দিকে যাবে।

১৯| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৭

অর্ধ চন্দ্র বলেছেন: তারেক মাহমু৩২৮ #
ভাই আপনি যে মাকসুদ ভাইয়ের নিষিদ্ধ ক্যাসেটে ভক্ত,দারুন ব্যপার, ধন্যবাদ

২০| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪২

অর্ধ চন্দ্র বলেছেন: তারপরেও আমরা যে ঘুরে দাঁড়িয়েছি, তবে অনেক কিছুই মনে রাখিনি

২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৪

চাঁদগাজী বলেছেন:


আমরা ঘুরে দাঁড়াতে পারিনি কখনো

২১| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৩

ভ্রমরের ডানা বলেছেন:


একশ আশি ডিগ্রি! উরি বাপস...... যার ধন তার নয় নপেয় মারে দই!

২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:১২

চাঁদগাজী বলেছেন:


মানুষ যুদ্ধ করে প্রাণ দিয়েছিলেন, কারণ তাঁরা ভেবেছিলেন যে, তাদের একটা দেশ হচ্ছে! কে জানতো যে, সেটা হবে সালমান, বসুন্ধরা, প্রাণ, আলম ব্রাদার্স, আর ওরিয়ন'দের জন্য মাত্র!

২২| ২৬ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৫:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার মনে হয়, কোন এক দিন, সেটা হতে পারে ৫০০ বছর পর। পৃথিবীতে সেনাবাহিনী নামক কোন জানোয়ার বাহিনী থাকবে না। সবাই ভদ্র হয়ে যাবে। এতো ভদ্র যে যুদ্ধ বিগ্রহই থাকবে না।

২৬ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৬:২৯

চাঁদগাজী বলেছেন:


সেনা বাহিনী আফ্রিকা ও এশিয়ায় অনেকদিন থাকবে; তদুপরি, আফ্রিকা ও এশিয়ার অনেক ািভিলিয়না সেনা বাহিনী থেকেও এক ডিগ্রি উপরে ডিক্টেটর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.