![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
১৯৮০ সালে, ভারত যখন আমাদের বর্ডারে বেড়া দেয়ার শুরু করলো, আপনি অপমান অনুভব করেছেন, নাকি জেনারেল জিয়ার মতো ইডিওটিক কালো চশমা পরে চারিদিকে তাকাচ্ছিলেন, মাথায় কোন চিন্তা-ভাবনা ছিলো না?
জেনারেল জিয়া অবশ্যই ইতিহাসের কমবুদ্ধিমান বাংগালীদের একজন ছিলো; সে জাতির এই অপমানকে অনুভব করেনি, কোন ব্যবস্হা নেয়নি! কি ব্যবস্হা সে নিতে পারতো? আরেকটা বেড়া দেয়া? অবশ্যই না; তার দরকার ছিলো: প্রথমত, বাংলাদেশের বর্ডার জোয়ানদের সাথে মিটিং করে, প্রত্যেক জোয়ানকে ব্যক্তিগতভাবে নির্দেশ দিতে পারতো, যেন ১ জন বাংগালীও কোনভাবে বেড়ার পার হওয়ার চেষ্টা করতে না পারে; ৪০ হাজার জোয়ানের সাথে হাত মিলায়ে এ কথাটা বলার দরকার ছিল; তারপর, বর্ডারের প্রতি ১০ গ্রামের লোকদের এক মিটিং'এ এনে, তাদের বলার দরকার ছিলো যে, তাদের গ্রাম হয়ে যেন কোন চোরাকারবারী বর্ডারে যেতে না পারে, এবং তিনি বর্ডারের লোকের আয়ের ব্যবস্হা করবেন; কলকারখানা করবেন; বাহিরের লোক এসে বর্ডারের এলাকায় জমি কিনতে না পারে। এরপর, পুরোজাতিকে হুশিয়ার করে দেয়ার দরকার ছিলো, যদি কেহ ওপারে যাবার জন্য বেড়ার কাছে যায়, তাকে জনসমক্ষে ২০ বেত্রাঘাত করা হবে ও জেল হবে। এই লোকের মান সন্মান বলতে কিছুই ছিলো না।
যাক, বেড়া হয়েছে; সেই বেড়াতে আটকাপড়া ফেলানীকে গুলি করে মারা হয়েছে; সেই বেড়ার ফাঁক দিয়ে ৪ বিলিয়ন ডলারের চোরাকারবারী হয় প্রতি বছর; সেই বেড়া পার হতে গিয়ে গড়ে প্রতি সপ্তাহে ২/৩ জন প্রাণ দিচ্ছে ভারতীয়দের হাতে; জাতি মোটামুটি লজ্জাহীন!
ভারত টেকনোলোজীতে ভালো, কম্প্যুটিং'এ ভালো, তারা আর্টিফিসিয়েল ইন্টেলিজেন্সে ভালো, মেসিন-লার্নিং'এ ভালো; তারা আমেরিকা, কানাডা, ইউরোপ, আরব ও আফ্রিকায় কম্প্যুটিং'এ ভালো চাকুরী ও ব্যবসা করছে; তারা এখন বাংলাদেশের বর্ডারে 'স্মার্ট বেড়া' দেবে; বিএসএফ ঘুমাবে, কেহ বে-আইনীভাবে বর্ডার পার হলে, ভিশন-টেকনোলোজীতে কন্ট্রোল-করা রাইফেল থেকে গুলি খেয়ে মরবে; বিএসএফ'রা সকালে মৃতদেহ সংগ্রহ করে, বাংলাদেশের কাছে হস্তান্তর করবে।
এখন জেনারেল জিয়ার যুগ নয়, এখন শেখ হাসিনার যুগ; দেখা যাক, উনি কি করেন, জাতির শিক্ষিত শ্রেণী এই স্মার্ট বেড়া নিয়ে কি বলে! এবং আপনি কি ভাবছেন?
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২০
চাঁদগাজী বলেছেন:
ভারতীয়রা ১৯৮০ সালে বর্ডারে বেড়া দেয়ার সময়, জিয়ার যা করার দরকার ছিলো, উনি একটুও করেননি; আজ জাতি চোরাকারবারী হিসেবে বিশ্বে পরিচিত; প্রতি সপ্তাহে মরছে ২/৩ জন। আমেরিকা কনাডার সীমান্ত বেড়া দেয়নি, দিয়েছে মেক্সিকো সীমান্তে।
এগুলো আপনি বুঝবেন না।
জাতির অপমান জিয়ার বুঝার দরকার ছিলো; বর্ডারের লোকদের জন্য কলকারখানা করে, তাদের আয়ের ব্যবস্হা করার দরকার ছিল, ও তাদের হাতে বর্ডারের দায়িত্ব দেয়ার দরকার ছিলো যেন, বাহিরের লোক বর্ডারে গিয়ে চোরাকারবারী করতে না পারে।
এগুলো আপনার মাথায় ঢুকবে না।
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: সেটাইতো প্রশ্ন করলাম উত্তর না দিয়ে ত্যানা চ্যাপান কেন?
আপনি এত এত বুঝে দেশে জন্য কি করেছেন? জানতে চাই?
আপনার ব্যাক্তিআক্রমন আর বিদ্ধেষভরা কুরুচপিূর্ণ মত প্রকাশেরে কারণটা কি?
তখনোতো আপনি ছিলেন। যেহেতু জেড ফোর্সের একজন সৈনিক ছিলেন -আপনিতো উনার কাছে যাবারও সুযোগ ছিল। গিয়েছিলেন কি?
৩০ বছর পর ভন্ড শেয়ালে মতো মহত ব্যাক্তির নামে কুৎসা চিক্কুর পারছেন কেন?
স্পেসিফিক উত্তর দিবেন আশা করি।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩২
চাঁদগাজী বলেছেন:
আমি দেশের জন্য বড় কিছু করেছি, এখনো করছি।
জিয়া ও বেগম জিয়া মহান কেহ নন, উনারা নিকৃষ্ট বাংগালীদর লিষ্টে আছেন; আপনার মাথায় ওগুলো ঢুকবে না।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪১
চাঁদগাজী বলেছেন:
জাতির এসব সমস্যা নিয়ে ভাবেন, মাথা পরিস্কার হয়ে যাব; তখন দুনিয়ার ফানি ফানি কবিতা আর বের হবে না
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৯
নূর-ই-হাফসা বলেছেন: দেখা যাক ওনি কি করেন । অপেক্ষায় থাকলাম ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৩
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনার কাছে জাতির মান সন্মান জিয়া থেকে কম হওয়ার কথা
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩২
শাহ আজিজ বলেছেন: প্রায় ১ কোটি লোকের বাস বাংলা- ভারত সীমান্তে । দেশ ভাগের পর সর্বোচ্চ ১-২ লাখ লোকের বাস ছিল যাদের বাস্তুভিটা সীমান্তে পড়ে গিয়েছিল । ৭৬ সাল থেকে কিছু লোক সাতক্ষীরা - যশোর- ঈশ্বরদী সীমান্তে খাস জমি বা ক্রয় করা জমিতে বাড়ি ঘর নির্মাণ করা শুরু করল। তারা মুলত চোরাচালান করত। ৮৫ থেকে ৯৫ সরবচ্চ সংখ্যক লোক বাড়িঘর তুলল । সীমান্তে জমির দাম হু হু করে বেড়ে গেল। এদের জীবন নির্বাহ হয় চোরাচালানের প্রাপ্ত অর্থ থেকে। ভারত বেড়া দিতে শুরু করলে অনেক পত্রিকা তার প্রতিবাদ শুরু করল। বাংলাদেশ কিন্তু বেড়া দিতে পারে কিন্তু এই যে চালান নির্ভর জনগনের কি হবে। আমি সব সরকারকে চুপ থাকতে দেখেছি। আইনি পন্থায় বর্ডার ট্রেড করতে পারে উভয় দেশ কিন্তু তাতে এর পেছনের সরকারি/ বেসরকারি ডগফাদারদের বছরে প্রাপ্ত শত কোটি টাকার সুবিধা বন্ধ হয়ে যায়। আপনার বেত্রাঘাত কোন কাজে দেবেনা । ভারত বেড়া দিচ্ছে দিক বরং সরকারের উচিত হবে নতুন বহুমুখি কর্মসংস্থানের । ফেলান পিচ্চি থাক্তেই ৫ বোতল করে ডাইল নিয়ে আসত । তার আত্মীয় স্বজন ওপারে থাকে। নতুন কিছু ভাবুন বেত্রাঘাত বাদে । বেত্রাঘাত কি পিঠে না পাছায় হবে ??
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৮
চাঁদগাজী বলেছেন:
জাতিকে এই ধরণের অপমান থেকে রক্ষা করা ছিলো সরকারগুলোর দায়িত্ব; দু:খের বিষয়, আমাদের সরকারের লোকদের মান সন্মান নেই, তাই জাতিরও মান সন্মান নেই।
মানুষকে এই ব্যাপারটা নিজের হাতে তুলে নিতে হবে।
৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩২
আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,
ঐ কাঁটাতারের বেড়ায় হাসিনা শাড়ী শুকোতে দেবেন , মন্ত্রীরা প্যান্টু, রাজনীতিকরা আন্ডার গার্মেন্টস ও লুঙ্গি আর আমরা আমাদের শেষ সম্বল গামছাখানি শুকোতে দেবো ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৫
চাঁদগাজী বলেছেন:
সেটাই ঘটে আসছে; সপ্তাহে গড়ে ২ জন মানুষ মরলে, জাতির সবকইছু উলটপালট হওয়ার কথা; কিছুই হচ্ছে না; ৪৭ বছর বর্ডারের মানুষের একমাত্র আয় চোরাকারবারী, কলকারখানা নেই, চাকুরী সৃষ্টি হয়নি
৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৯
শাহিন-৯৯ বলেছেন: আপনি আধুনিক চিন্তা-ধারার কথা বললেও বাস্তবে এখনেও মধ্যযুগীয়, আপনার লেখায়, মন্তব্যে তা সুন্দরভাবে ফুটে ওঠে। একটা দেশ পরিবর্তন করতে ৯ বছর কম সময় নয়, এই সময় আপনার শেখ হাসিনা দেশের কি করেছে কি করে নাই, সেইগুলো নিয়ে লেখা উচিত কারণ উনি বর্তমান। অথচ পেঁচায়ে শুধু জিয়ার গুষ্টি উদ্ধার।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৬
চাঁদগাজী বলেছেন:
আমি মধ্যুযুগীয় থেকেও আগের; আসলে, আমি হযরত আদমকে দেখেছি, মনে হয়!
জিয়া আপনার একার কেহ নন, আপনি চাঁদকে বড় আত্মীয় হিসেবে ঘোষনা করছেন।
৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৯
মাহফুজ বলেছেন: এদেশের উন্নয়ন বলি আর এগিয়ে যাওয়ার পথ বলি সবকিছুর মূল অন্তরায় দলান্ধ ব্যক্তিগণ। যারা তাল গাছটার জন্য প্রাণ দিতে দ্বিধা করেননা। সমালোচনা করে যান যুক্তির ধারেকাছে না গিয়ে একতরফা ভাবে আবার সমালোচনা সহ্য করতে পারেননা। যাইহোক মতামত যেহেতু জানানোর অনুমতি আছে তাহলে বলি, আমাদের কোনো বেড়াফেরা দেবার চিন্তা করে লাভ নেই। আমাদের দিক থেকে উন্মুক্ত থাক সব। বন্ধু মানুষ ভারত, বেড়া দিয়ে কেন অভদ্রতা করবো, সম্পর্কে মনোমালিন্য আনবো?
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৮
চাঁদগাজী বলেছেন:
আমাদের মান সন্মান রক্ষাের জন্য চোরাকারবারী বন্ধ করতে হবে; সেটার জন্য সীমান্তের মানুষকে ফ্রি পড়ালেখা করাতে হবে, কলকারখানা করতে হবে সীমান্তে
৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫১
শাহিন-৯৯ বলেছেন: জিয়া ভুলের বাহিরে নয়, তাঁর ভুল আছে, অনেক ভুল, কিন্তু তিনি অতীত, অতীত নিয়ে লিখতে হলে অব্যশই বর্তমান সেই সেক্টরের অবস্থা বর্ণনা করা উচিত, অতীত থেকে বর্তমানে ভাল কি মন্দ তা বলা উচিত ক্লিয়ার করে।
আপনি আদমকে বিশ্বাস করেন!!!! তা কিরে সম্ভব!!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০১
চাঁদগাজী বলেছেন:
আপনি জাতির মান-সন্মান ইত্যাদি কম বুঝেন, জিয়া ফিয়া বড় নয়, জাতি বড়; জিয়া বর্ডারে আমাদের মান সন্মান রক্ষা করার জন্য কিছু করেনি।
হাতে ২ টা ইট নিয়ে কোথাও খালি সরকারী যায়গায়, "জিয়া এতিমখানার" ভিত্তি স্হাপন করেন, তাতে বেগম জিয়া হয়তো জেল থেকে মুক্তি পাবেন।
৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০০
শাহিন-৯৯ বলেছেন: আপনি জাতির মান-সন্মান ইত্যাদি কম বুঝে
কারণ এটা আপনার রেজিষ্ট্রি করা সম্পদ তাইতো, ওকে। আপনি গান গান হাসিনার আর ঘুমান ট্রাম্পের বালিশে, ওকে।
উত্তর ঠিক করে দিলে দিবেন, আগ বাড়ায়ে উপদেশ দেওয়ার দরকার নাই, ওকে। যত্তসব হাদারাম, ওকে।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৩
চাঁদগাজী বলেছেন:
আমি জাতির গান গাই, আর নিজের গান গাই মাত্র; প্রশ্ন-ফাঁস না করলে, আপনি উত্তর মিলাতে পারবেন না।
১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০২
তারেক ফাহিম বলেছেন: অতীতে অতীত মানুসী পার হলো
বর্তমানে ডিজিটাল মনোভাবে কী হয় দেখা যাক।
যার প্রসঙ্গে আলোচনা হবে সে যদি প্রেসিডেন্ট হয় যে সমালোচনা করবে তার মন্ত্রিত্ব থাকাটা আমি মনে করি।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৮
চাঁদগাজী বলেছেন:
জাতির মান সন্মান বুঝতে হলে মহান-ভাবনার অধিকারী হতে হয়; আমাদের সরকারে যারা চাকুরী করেন, তাদের বেশীরভাগ নিজকেই সন্মান করে না; মানুষ ওদের প্রতিদিন গালী দেয়, ঘুষ দেয়।
১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার উত্তর না দেয়াই প্রমাণ করে আপনার বলার মতো কিছু নাই- তাই অন্ত:সারশূন্য বুলিই ভরসা!
যাকগে যা বোঝার বুঝে নিয়েছি।
সাহিত্য নিয়ে আপনার মূল্যায়নে মনে পড়ল সেই কাহাবত- কঁচু বনে শুয়র খুশি! যার যা সীমা তার বাইরে যেত পারে খুব কম লোকই!
যেহেতু আপনি বলতে পারলেন না আপনি কি করেছেন! সো আপনি বাকী সব বাগারম্বরই ধরে নিতে হবে।
ফাঁকা কলসি বাজে বেশী একটা প্রবাদ আছে -তাই আবার মনে পড়ল
ভাল থাকুন।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১১
চাঁদগাজী বলেছেন:
আপনি যেগুলো বুঝেন না, সেগুলো নিয়ে লেগে যান মাঝে মাঝে; আপনি বরং আপনার ফানি কবিতা দিয়ে আমাদের আনন্দ দেন, সেটাই ভালো হবে।
১২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৩
ধ্রুবক আলো বলেছেন: শেখ হাসিনা কিছুই করতে পারবে না, ভারত স্মার্ট বেড়া দিয়ে স্মার্টলি আমাদের সীমান্তের মানুষকে পাকড়াও করতে পারবে, আরো ফেলানির মত লাশ ঝুলবে।
ভারত যত দিক দিয়েই উন্নতি করুক লাভ নেই এদের চরিত্র কোনো দিন মানুষ হবে না।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৬
চাঁদগাজী বলেছেন:
জাতির মান সন্মান বুঝার মত সেনসেটিভ নন শেখ হাসিনা
১৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩১
আবু তালেব শেখ বলেছেন: সীমান্তের বেড়ায় ও জিয়াকে নিয়ে টানাটানি? অতীতের ভুল হল বর্তমানের শিক্ষা। অতীতের ভুল শোধরাতে বর্তমান সরকার কি মহৎ কাজ করেছে শুনি?
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৮
চাঁদগাজী বলেছেন:
আমাদের সবকিছু অতীতের সাথে যুক্ত; প্রশাসক হিসেবে শেখ সাহেব তেমন কিছু করেনি, শেখ হাসিনা তেমন কিছু করছে না; সবকিছুর একটা প্যাটার্ণ থাকে।
বেড়া দেয়ার সময় জাতির সন্মান রক্ষার জন্য জেনারেল জিয়া কিছু করেনি, শেখ হাসিনাও কিছু করবে না; সবকিছুর একটা প্যাটার্ণ থাকে।
১৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৫
প্রজ্জলিত মেশকাত বলেছেন: বিদ্রোহী ভৃগুর চমৎকার মন্তব্যের সাথে সহমত।।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১৮
চাঁদগাজী বলেছেন:
অবশ্যই, প্রজ্জলিত হওয়ার পর যা অবশিষ্ট থাকার কথা, সেটাই ঠিকমত আছে।
১৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০৯
জ্ঞান ক্ষুধা বলেছেন: বাস্তবতা ভিন্ন...
বর্ডার ক্রসিং চলবেই যতদিন না অথনীতি শক্ত হবে আর মুদ্রার মান বাড়বে।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:৫৫
চাঁদগাজী বলেছেন:
যতদিন ইডিয়টরা সরকার চলাবে
১৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:০০
ডঃ এম এ আলী বলেছেন: চোরাচালানীর আসল পথটি কিন্তু কাটাতার ঘেরা সীমান্ত পথ নয় । জল স্থল আকাশ ও হাইওয়ে ধরে সকলের গোচরে চোরাচালান হয় সগৌরবে । কাটাতারের বেড়ার ফাক দিয়ে যা আসে তা মুলত আসে মাথায় বহন করে । তার বেশী কিছু নয় , আগে পায়ে হেটে আসত কিছু গরু এখন সেটাও গেছে অনেক কমে । মুল চোরাচালান হয় ট্রাক , রেলওয়ে ওয়াগন আর জাহাজে করে । শুল্ক ফাকি , কর ফাকি , অভার ও আন্ডার ইনভয়েসিং ইত্যাদি কৌশলে হাজার হাজার কোটি টাকার চোরাচালান হয় রাজধানীতেই বসি, । কাটা তারের বেড়া মানুষকে দেখানোর জন্য শুধু শুধু ফাকিবাজি । একদিকে ভারতের ফুটানী আর দিকে আমাদের জন্য মানহানী এর বেশী কিছু নয় । বাংলাদেশও বলতে পারে আমরাও দিব আরো উচু করে বেড়া , হয় নীজেরা বন্ধ কর, না হয় বুজবে ঠেলা কারে কয় ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:২৮
চাঁদগাজী বলেছেন:
স্বর্ণ, গরু, মাদক, মসলা ট্রাকেই আসে; ভারত বিএসএফ ও বাংলাদেশের বড় বড় স্মাগলারকেদের কন্ট্রোল করার চেষ্টা করছে; কারণ, চোরাকারবারীর ফলে ভারতের সরকার লাভবান হয় না।
বাংলাদেশ সরকার বেড়া দেয়ার মত খরচের কথা ভাবতেও পারবে না; তাদের ভাবনাশক্তি লিলিপুটিয়ানদের থেকেও ছোট।
১৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৩১
জুন বলেছেন: ট্রাম্পের মেক্সিকো বর্ডারে দেয়াল দেয়া কতদুর চাদগাজী ?
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১২
চাঁদগাজী বলেছেন:
৫০ বিলিয়ন থেকে নেমে এসেছে, ২০ বিলিয়ন ডলারের বিল পাশের জন্য ডেমোদের "ড্রিমার্স বিল" ইমিগ্রসন আটকায়ে দিয়েছে।
১৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৯
রাজীব নুর বলেছেন: সহজ সরল সত্য কথা হলো- আমাদের সরকারের লোকজনের বুদ্ধির মান নিম্ন পর্যায়ের। তাদের দ্বারা দেশের উন্নতি সম্ভব নয়।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৪
চাঁদগাজী বলেছেন:
এদের মান-সন্মান নেই
১৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১১
আটলান্টিক বলেছেন: ভারত অনেক কিছুই করবে ভবিষ্যৎ এ।বাংলাদেশ তার কোন প্রতিবেশির সাথেই খাপ খায়িয়ে চলতে পারেনি।আর দশ বছর পরে বার্মিজরাও আমাদের সাথে এমন আচরণ করতে শুরু করবে।আমি ঠিক বলছিনা?
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৬
চাঁদগাজী বলেছেন:
বার্মা কিছুটা খারাপ অবস্হায় আছে আজ, আগামীতে ওরা পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদীদের সাহায্য করবে।
২০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩২
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: বেড়া বেশী পীড়াদায়ক নাকি রাস্তা(ট্রানজিট) বেশী পীড়াদায়ক?আপনি জিয়াকে পছন্দ করেন না,কারন আপনি হচ্ছেন পা-চাটা গোলামী'র দলের একজন!
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২১
চাঁদগাজী বলেছেন:
জিয়ার নাম শুনেছেন, হয়তো জানার সুযোগ পাননি; বেগম জিয়ার এতিমখানার জন্য ২টি ইট দেয়ার চেষ্টা করেন; সেটা জিয়ার প্রতি সন্মান হবে।
২১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৩
নীল আকাশ বলেছেন: আপনার সবাই একটা ভুল করছেন। উনি এসব সস্তা লেখা লেখেন জনপ্রিয়তার জন্য । সবাই মিলে কমেন্ট করবেন আর উনার ব্লগ ভারি হবে। এসব দল কানা লোক দের নিয়ে লেখে সবাই সুধু সময় নস্ট করছেন। উনি আবার এই সব আবর্জন লেখবেন। গালি খেতে উনার খুব ভাল লাগে। উনার পুরো ব্লগ ধেকে আসুন। আওয়ামী লিগের দালালি ছাড়া আর কিছু নেই। কারন আর কিছু লেখার যোগ্যতাও নেই।
নতুন কিছু লেখার আগে উনি বলুক ৭২এ কি উনি কম্বল পেয়ে ছিলেন নাকি উনার কম্বলও গায়েব করে দিয়েছিল। আর সেই কম্বলের জন্য এখনও উনি আওয়ামী লিগের দালালি করে যাচ্ছেন। আগামি ১০০০ বছর দালালি করলেও ওই কম্বল আর আপনাকে দেবে না। আপনার মতো আওয়ামী লিগের পা চাটা দালালের কোনো অভাব নেই দেশে। আপনি চেস্টা করে যান । দালাল দের তো এটাই একমাত্র করার আছে...
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৫
চাঁদগাজী বলেছেন:
ব্লগে অনেক বছরই আছেন, অনেক কিছু লিখেছেন, ব্লগারেরা আপনাকে মুল্যায়ন করেছেন; আমার জন্য সময় কম ব্যয় করে, বরং নিজকে বুঝার চেষ্টা করেন।
২২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নো কমেন্ট। আমাদের কমেন্ট কখনোই নীতি নির্ধারণী পর্যায়ের কেউ পড়েন না।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৩
চাঁদগাজী বলেছেন:
আমি চাচ্ছি ব্লগারেরা জাতির মান-সন্মান বুঝুক; কি করা সম্ভব ছিলো, কি করা সম্ভব সেগুলো নিয়ে আলোচনা।
২৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: এজন্যই রাজনৈতিক পোস্টে মন্তব্য করি না।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৯
চাঁদগাজী বলেছেন:
রাজনীতি হলো, পিলিটিক্যাল সায়েন্স, সোস্যাল সায়েন্স, ইকোনোমি, পিলিটিক্যাল ইকোনোমি, লজিক, ফিলোসফি, অংক, টেকনোলোজীর সন্ময়; মন্তব্য করা একটু কষ্টকর; তবে, অসাধ্য নয়! ইহা নিশ্চয় বেগম জিয়ার জন্য অসাধ্য
২৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সীমান্তের বেড়ায় ও জিয়া?
কুমিরের রচনার পুনরাবৃত্তি !
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১০
চাঁদগাজী বলেছেন:
বেগম জিয়াও হয়তো আপনার থেকে বুদ্ধিমান; জেনারেল জিয়ার সময় থেকে ভারত বেড়া দেয়ার শুরু করেছিল; সেই সময় জাতিকে মানসিকভাবে ও অর্থনৈতিকভাবে প্রস্তুত করার দরকার ছিল এই অপমানের থেকে দুরে রাখার জন্য। আপনারা জাতির মান-অপমান বুঝার স্তরে উঠেননি আজো।
২৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১১
সেয়ানা পাগল বলেছেন: আচ্ছা বুজলাম চাঁদগাজী না হয় আওয়ামী লিগএর ভালো ছাড়া চোখে কিছু দেখেন না, কিন্তু আপনারা গঠনমূলক সমালোচনা না করে ব্যক্তি আক্রমণ করে যাচ্ছেন।
আপনি বা আপনারা বি এন পি , এরশাদ অথবা জামাত নিয়ে যুক্তি সহকারে পোস্ট দিন। নাকি টাইপ করতে হাত বেথা করে বা সেই রাজনৈতিক জ্ঞান টুকু নেই?
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩০
চাঁদগাজী বলেছেন:
ব্লগ সবার জন্য খোলা
২৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২৯
সাহরাব বলেছেন: পরীক্ষা দিতে আসুন , মাল্টিপল চয়েস কোশ্চেন : প্রশ্ন - ভারত জুজু এবং পাকিস্তান জুজু - কোনটি আসলে বাস্তবে আছে ?
[১] গত ৪২ বছরে কোন ভাষা এদেশের উঠতি প্রজন্মের ভেতরে জনপ্রিয়তা পেয়েছে ?
ক) হিন্দি খ) উর্দু
[২] কোন দেশের শিল্পিরা এদেশে ঘনঘন আসে কালচারাল শো করার নামে ?
ক) ভারত খ) পাকিস্তান
[৩] কোনদেশ আমাদের বাজারে বৈধ এবং অবৈধ (চোরাচালানী) ভাবে বাৎসরিক ৫০০০ হাজার কোটি টাকার ব্যবসা করে , বিনিময়ে ওদের মার্কেটে ১০০ কোটি টাকার ব্যবসাও করতে দেয় না আমাদের ব্যবসায়িদের ?
ক) ভারত খ) পাকিস্তান
[৪] কোন দেশের চলচ্চিত্র এদেশে দেশীয় চলচ্চিত্রের ভাত মেরে দিয়েছে ?
ক) ভারত খ) পাকিস্তান
[৫] কোন দেশ ফ্রি করিডোর পেয়েছে বাংলাদেশ থেকে , ট্রানসিট নয় ?
ক) ভারত খ) পাকিস্তান
[৬] কোন দেশের সীমান্তরক্ষি বাহিনীর অফিসাররা ২০১১ 'র ২৫ শে ফেব্রুয়ারিতে ডিনার পার্টি করে ফুর্তি করেছিলো যেই ২৫ শে ফেব্রুয়ারি আমাদের ৫৭ জন বীর অফিসার বিডিয়ার হত্যাকান্ডে শহীদ হয়েছিলেন ?
ক) ভারত খ) পাকিস্তান
[৭] কোনদেশ আমাদের ন্যায্য পাওনা নদীর পানি মাস্তানের মত কেড়ে নেয় , কে বানিয়েছে ফারাক্কা বাঁধ - পদ্মাকে মৃত নদী বানাতে , কে বানাচ্ছে টিপাইমুখ বাঁধ ?
ক) ভারত খ) পাকিস্তান
[৮] পুরো ক্রিকেট বিশ্বে কোনদেশ আমাদের ক্রিকেট দলকে তাদের দেশে সিরিজ খেলতে অস্বীকার করেছে ?
ক) ভারত খ) ইংল্যান্ড গ) অস্ট্রেলিয়া ঘ) পাকিস্তান
[৯] কোনদেশ চোরের মত করে আমাদের জামদানি আর আমের পেটেন্ট নিজেদের নামে করে ফেলে ?
ক) ভারত খ) পাকিস্তান
[১০] কে আমাদের সীমান্তে পাখির মত গুলি করে বাংলাদেশী মানুষ মারে [ গত ১০ বছরে ১০০০+ ] ?
ক) ভারত খ) পাকিস্তান
[১১] আমাদের মিগ-২৯ বিমানগুলোর রক্ষনাবেক্ষনের বর্গা দেয়া থাকে কোন দেশের কাছে ?
ক) ভারত খ) পাকিস্তান
[১২] কে আমাদের সমুদ্রসীমায় আগ্রাসী মাস্তানী করে ? আমাদের খনিজ সম্পদপূর্ণ সমুদ্র ব্লকের মালিকানা জোর করে দখল করতে চায় ?
ক) ভারত খ) পাকিস্তান
[১৩] কোনদেশের সব নিচুমানের গাড়ির জন্য এদেশের মার্কেট খুলে দেয়া হয়েছে জাপানিজ গাড়িতে ট্যাক্স বাড়িয়ে ?
ক) ভারত খ) পাকিস্তান
[১৪] কোন দেশটি যখন তখন আমাদের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নাক গলায় , চোখ রাঙ্গায় ?
ক) ভারত খ) পাকিস্তান
[১৫] ১৯৭৫ পরবর্তী সময়ে কাদের সিদ্দিকিকে অস্ত্র দিয়ে বাংলাদেশে অস্থিরতা তৈরি করতে সাহায্য করেছিলো কে ?
পার্বত্য চট্টগ্রামে শান্তি বাহিনিকে অস্ত্র দিয়ে বাংলাদেশকে অশান্ত করে তোলে কে ?
ক) ভারত খ) পাকিস্তান
[১৬] সমুদ্র সীমান্তে মাছ ধরতে যাওয়া বাংলাদেশী জেলেদেরকে ধরে নিয়ে লুট করে কে ? ওদের কে জেলে পুরে কে ?
ক) ভারত খ) পাকিস্তান
[১৭] কোনদেশের অনুষ্ঠানে আমাদের প্রধানমন্ত্রিকে সম্বোধন করা হয় মুখ্যমন্ত্রী ?
ক) ভারত খ) পাকিস্তান
[১৮] কোনদেশ এবং তার প্রচারমাধ্যম বাইরের বিশ্বে আমাদেরকে জংগি রাস্ট্র হিসাবে প্রচার করে ক্ষতি করতে চায় ?
আমাদের জনশক্তি রপ্তানি আর গার্মেন্টসের মার্কেট দখল করে আমাদের অর্থনীতির মেরুদন্ড ভেঙে দিতে চায় ?
ক) ভারত খ) পাকিস্তান
[১৯] কোনদেশের লোকেরা এসে আমাদের দেশের কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর চিফ বনে যায় যেখানে আমাদের দেশীয় মেধাবিরা যথেষ্ট যোগ্য হওয়ার পরও সুযোগ পায়না ?
ক) ভারত খ) পাকিস্তান
[২০] কোনদেশের রাষ্ট্রদুত আমাদের ন্যায্য পানির দাবিতে সোচ্চার পানি বিশেষজ্ঞদেরকে "তথাকথিত" বলার স্পর্ধা দেখায় আমাদের দেশের ভেতরে বসেই ?
ক) ভারত খ) পাকিস্তান
[২১] কোনদেশের কারনে আমাদের দেশীয় পোল্ট্রি শিল্প ধ্বংসের মুখে ?
ক) ভারত খ) পাকিস্তান
[২২] কোন দেশের স্যাটেলাইট চ্যানেল আমাদের দেশে অবাধে চলে , কিন্তু আমাদের চ্যানেল ওদের আকাশে প্রবেশাধিকার পায়না ?
ক) ভারত খ) পাকিস্তান
[২৩] কোন দেশের টেলিকম কোম্পানীকে [এয়ারটেল] প্রায় বিনাট্যাক্সে একটি মোবাইল কোম্পানীর মালিকানা পাইয়ে দেয়া হয়?
ক) ভারত খ) পাকিস্তান
[২৪] গত ৪০ বছরে কোন দেশ আমাদের সীমান্ত দিয়ে সবচেয়ে বেশি ফেনসিডিল ঢুকিয়েছে ?
ক) ভারত খ) পাকিস্তান
[২৫] কোন দেশ সিডরের সময় আমাদের নাখাভুখা মানুষদের ক্ষুধাকে পরিহাস করে ৫ লাখ টন চাল দেবার নাম করে পোকায় ধরা পচা চাল দিয়েছিলো ?
ক) ভারত খ) পাকিস্তান
[২৬] কোন দেশে আমাদের দেশের মন্ত্রীরা গেলে তাদের সাথে ঐ দেশের সচিবরা ডাইনিং টেবিলে বসে বৈঠক করে এজ লাইক ভিক্ষুক?
ক) পাকিস্তান খ) ভারত।
জাস্ট রাজনীতি মাথা থেকে নামিয়ে প্রশ্নগুলোর উত্তর বেছে নিন।
কাদের কারনে আমরা একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হচ্ছি ?
ভারত জুজু আর পাকিস্তান জুজু - কোনটা আসলেই আছে , কোনটা আসলেই নাই ?
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৭
চাঁদগাজী বলেছেন:
কিছু বলার থাকলে বলুন, ম্যাঁপ্যাঁও কপিপেষ্ট দিয়ে কিছু হবে না
২৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৮
সেয়ানা পাগল বলেছেন: @ সাহরাব
পাকিস্থান হলে যে আপনি খুব খুশী হতেন ! সেটা বোঝা যাচ্ছে।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩২
চাঁদগাজী বলেছেন:
ভাবুন, সস্তা কথা কম বলাই ভালো
২৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৫
সৈয়দ ইসলাম বলেছেন: ভাই চাঁদগাজী, আপনি তো জনবৃদ্ধি নিয়ে চিন্তিত; আপাতত বিষয়টা কিছু হালকা হল।
সরকার ব্যবস্থায় আমাদের যে দলই যাক তারা সবসময় নিজেদের কথাই চিন্তা করে। ফারাক্কা বাঁধ থেকে নিয়ে সব বাঁধগুলো নিয়ে একটু ভাবলেই বুঝা যায়। অবাক হওয়ার অনেক কিছুই করে যাচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো। এখন আর অবাক হই না! দু'আ করি ইশ্বরের কাছে। যেন এই শ্রেণিকে শুভবুদ্ধি দান করুন।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৫
চাঁদগাজী বলেছেন:
দেখেন, আপনার দোয়ায় যদি কারো বুদ্ধি বাড়ে, হয়তো লিলিপুটিয়ান থেকে ওরা পিগমী হবে; যাদের ন্যুনতম আধুনিক রাজনৈতিক ধারণা নেই, তারা ৪৭ বছর দেশ চালাচ্ছে।
২৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৮
মানিজার বলেছেন: ভারত বড় দেশ । ভারতের শক্তি বেশি । কালচারাল টোনও বেশি । কোনক্রমেই ভারতকে পেছনে ফেলার মত অবস্থা নাই । জেঃ জিয়াকে দুষ দিয়া লাভ নাই । আসলে দুষাদুষি করে কুনু লাভ হবে না । জেঃ জিয়া সেনাবাহীনীর শৃংখলা না ফেরালে দেশ আরু বিশ বছর পিছাই যেতু । বংগবন্ধু রাশিয়ার কথায় বাকশাল না করে গণতন্ত্র তৈরি করতে পারতেন । আর ফ্রি এজুকেশন চালু করতে পারতেন দুইজনের যে কেউ । কেহই করেন নি । এই দুষে দুষ্ট সবাই । হাসিনা, এরশাদ, খালেদা, জিয়া, বংগবন্ধু সকলেই ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০২
চাঁদগাজী বলেছেন:
গত ৪৭ বছর, সরকার প্রধানেরা দেশ চালায়েছে কলোনীর মতো।
জিয়া সেনা বাহিনীকে জাতির বিরুদ্ধে ব্যব হার করেছে; সেনাবাহিনী চাকুরীর বাহিরে কিছু চাহেনী, জিয়া আইয়ুব ও ইয়াহিয়ার মতো দেশ দখল করে দেশ চালায়েছে।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩০
চাঁদগাজী বলেছেন:
আপনি পোষ্ট লিখুন।
৩০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৩
ব্লগ সার্চম্যান বলেছেন: পোস্টের চেয়ে মন্তব্যই ভালো জমে উঠছে ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৪
চাঁদগাজী বলেছেন:
পোষ্টে আমার ধারণা, মন্তব্যে অনেকর ধারণা; সেখানেই ব্লগের অবদান।
৩১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪১
পদাতিক চৌধুরি বলেছেন: মাননীয় ব্লগার মশায়কে পজেটিভ ভাবে জগৎকে দেখার অনুরোধ করব।তথ্য ভিত্তিক বক্তব্য হওয়াটাই কাম্য ।প্রতিবেশি দেশের একজন নাগরিক হিসাবে, সীমান্ত এলাকায় থাকার সুবাদে ওনার দাবি যে ভিত্তিহীন তা হলফ করে বলতে পারি।তাছাড়া যেকোন দেশের নিজস্ব বিদেশ নীতি থাকে।একজন দায়িত্ববান নাগরিকের তাকে মান্য করাটা কাম্য।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৪
চাঁদগাজী বলেছেন:
ফেলানীও বর্ডারের মেয়ে ছিল।
বিএসএফ'এর নরাধমদের জন্ম ভারতেই।
বাংলাদেশ ও ভারতের অনেকেই গত কিছু বছর বর্ডার এলাকায় বাড়ী করেছে, আপনারা কত বছর থেকে বর্ডারের কাছে?
৩২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আওয়ামীলীগের সমালোচনা করলে বিএনপি-জামাতের দালাল, বিএনপি-জামাতের সমালোচনা করলে আওয়ামীলীগের দালাল? বেশিরভাগ মানুষ আসলে নিরপেক্ষভাবে চিন্তা করতে পারে না। বেড়াটা দেওয়া শুরু হয়েছিলো জিয়ার সময়; সে হিসেবে জিয়ার নামটা উঠা তো স্বাভাবিক- স্মার্ট বেড়া হচ্ছে শেখ হাসিনার সময়, এবার তো তাঁর নাম উঠাই স্বাভাবিক। এখানে লোকজন দল টানাটানি শুরু করলো কেনো বুঝলাম না।
আত্মসম্মান আমাদের কোন কালেই ছিলো না। দলকানা হয়েই জীবন পার করে দিলাম।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
চাঁদগাজী বলেছেন:
অনেক ব্লগার এখনো লজিক্যালী ভাবছেন না, এখনো গড্ডালিকা প্রবাহে ভাসছেন।
৩৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
পাজী-পোলা বলেছেন: এ ভাবে বললে অনেক কিছুই বলা যায়, হ্যান করলে ত্যান হত ত্যান করলে হ্যান হত। নেতারা যেমন বলে আর কি কিন্তু বরাবরি চোর ডাকাতরাই এ দেশ শাসন করছে। এসব বলে লাভ নাই উন্নতির চিন্তা কারো মাথাতে নেই।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
চাঁদগাজী বলেছেন:
১৯৮০ সালে ভারত যখন বেড়া দেয়ার শুরু করে, বাংলাদেশ সরকার কি করতে পারতো, আপনি নিজের ভাবনা থেকে বলেন!
৩৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৬
পাজী-পোলা বলেছেন: জানিনা, তখন আমি ছিলাম না।হয়তো অনেক কিছুই করতে পারতো যেটা এখনো করতে পারে কিন্তু চাহিদা কখনো কারোই ছিলো না, নেই।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১০
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের মানুষ বেশ অশিক্ষিত; ফলে, তারা স্মার্ট বেড়াও সহজে বুঝবে না; কিন্তু এটা বাংগালীদের জন্য অপমানকর ব্যাপার; এটার সমাধান খোঁজার দরকার।
৩৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৭
পাজী-পোলা বলেছেন: আপনি বোধয় জানেন না বাংলাদেশে হজম ক্যান্ডি পাওয়া যায় যেটা খেলে নাকি অপমানও হজম হয়ে যায়। সহজ সমাধান।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫০
চাঁদগাজী বলেছেন:
সরকারের লোকেরা সেটা খেয়েই বেঁচে আছে
৩৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৭
সোহানী বলেছেন: আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী , ঐ কাঁটাতারের বেড়ায় হাসিনা শাড়ী শুকোতে দেবেন , মন্ত্রীরা প্যান্টু, রাজনীতিকরা আন্ডার গার্মেন্টস ও লুঙ্গি আর আমরা আমাদের শেষ সম্বল গামছাখানি শুকোতে দেবো । B:-)
হাহাহাহাহাহাহাহাহাা............সুপার লাইক জী ভাই
সাহরাব মন্তব্যে হাজারবার সমর্থন করি।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৯
চাঁদগাজী বলেছেন:
আপাতত, তা ঘটেনি; হয়তো ঘটবে; আপাতত যা ঘটেছে, সেটা হলো বেচারা ফেলানী বিয়ে করার সুযোগ পেলো না।
৩৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৭
আহমেদ জী এস বলেছেন: @ সোহানী ।
ওয়াও .................ওয়াও.................. সুপার লাইক দেয়াতে সুপার ডুপার হাসিইইইইইইইই ( এরকম ইমো নেই )
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫১
চাঁদগাজী বলেছেন:
বর্ডার বেড়া দিয়ে ভারত অপমান করেছে, সেটা বুঝার মতো ক্ষমতা শেখ হাসিনা, বেগম জিয়া, এরশাদ বা জেনারেল জিয়ার ছিলো না।
৩৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৯
কানিজ রিনা বলেছেন: বিদ্রোহীভৃগু,ডাক্তার এমএআলির সাথে একমত।
পিছন ফেলে সামনে এগোবার মত বক্তব্য
রাখুন। কে কবে কার থালে ভাত খেয়েছে
তার থালে গুখাওয়া বাদ দিতে হবে।
পিছন নিয়ে চোখের পানি ফেলে চোখে ছানী
ফেলেছেন। এখন ভাবুন আমরা কিভাবে
এগিয়ে যেতে পারি।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:০৬
চাঁদগাজী বলেছেন:
সামনে এগুতে দেবে না বিদ্রোহী ভৃগুরা; বিদ্রোহী ভৃগুদের জীবন শুরু হবে মৃত্যুর পর, এরা ড্রাকুলা
৩৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৬
নয়ন বিন বাহার বলেছেন: দেশের শিক্ষাব্যবস্থাকে আমুল পরিবর্তন করা আবশ্যক। ট্রেডভিত্তিক পড়ালেখায় জোর দেয়া উচিত। লক্ষ লক্ষ মাস্টার্স দরকার নেই। জাতি দশ বছরের মাথায় এমনিতেই চেন্জ হয়ে যাবে।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৪২
চাঁদগাজী বলেছেন:
একটা শ্রেণীর জন্য যে কোন ধরণের পড়ালেখাই সামর্থের বাইরে; সেটার সমাধান হলো ফ্রি শিক্ষা।
৪০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩২
আটলান্টিক বলেছেন: ধর্ম বইগুলো অনুসারে, প্রত্যেক ধর্মের সৃষ্টিকর্তা বেহেশত ও জাহান্নাম সৃষ্টি করেছেন; ফলে, অন্যেরা মুসলমানদের জন্য নির্ধারিত বেহেশতে, বা জাহান্মামে যাবেন কেন?
ব্যাখ্যা করেন
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৫
চাঁদগাজী বলেছেন:
হিন্দুরা ইসলামকে নিশ্চয় ধর্ম হিসেবে মানে না; তাদের স্বর্গ-নরক আছে, সেগুলো তাদের জন্য তৈরি হয়েছে, ভগবান বানায়েছেন; সব ধর্মেই, একইভাবে বেহেশত-দোযখ আছে; সবার নিজস্ব সৃষ্টিকর্তা আছে, তারা তাদের সৃষ্টিকর্তার থেকে বই পেছেয়ে; এটাই ধর্মীয় বইগুলো বলছে!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: তা যা বলেছেন! জেনারেল জিয়া তো কিছুই না! আপনিই ভবে একমাত্র মহান বোদ্ধা!!!
তা জনাব আপনি কে? আপনি কি করেছেন? দেশ-জাতির জন্য আপনার কন্ট্রিবিউশন কি?
একজন বরেণ্য নেতা, প্রয়াত রাষ্ট্রপতি, একজন সশস্ত্র মুক্তিযোদ্ধা নিয়ে অর্বাচীন উক্তির আগে আপনার দশবার ভাবা উচিত ছিল।
তারই নামে গঠিত জেড ফোর্সে নাকি আপনি্ও যুদ্ধ করেছেন!! ধিক আপনাকে! নূন্যতম ভব্যতা বো্ধও হারিয়েছেন বলে।
আপনি কি করেছেন দেশের জন্য? কোন আইকনিক কাজ! কোন্ ব্রান্ডিং আছে আপনার?
অথচ অবলিলায় একজন রাষ্ট্রপতির নামে যা খুশি তাই লিখলেন! যার কোটি কোটি ভক্ত অনুসারী রয়েছে।
আপনার মতো দলান্ধ বিবেকান্ধ জীবনেও দেখিনি! যে কারণে আপনার পোষ্ট দেখলেও ইগনোর করে যাই অধিকাংশ সময়!
পরষ্পরকে সম্মান দেয়া বাঙালীর সংস্কৃতি। সমালোচনা করারও নিদৃষ্ট পথ পদ্ধতি আছে। মিনিমাম ম্যাক্সিমাম মাত্রাবোধ আছে।
আপনি অর্বাচিনের মতো সে সব ভেঙ্গেই চলছেন! এসবকে কি সেন্স অব হিউমার বলে? নাকি সেন্সলেস হিউমার বলে?
নিজেই ভেবে দেখুন।
আর আপনার অতি প্রিয় শেখ হাসিনা গত ৯ বছরে ভারতকে শুধূই দিয়েছে। আনতে পারেনি কিছূই! বানিজ্যিক বৈষম্যে থেকে সকল স্তরে ডাটা ঘেটে দেখুন। পুরা দেশের বুক চিরে ট্রানজিট দিয়েছে! বিনিময়ে কি পেয়েছে?
ওহ আপনিতো দলকানা! কারে কি বলি! দেখেও দেখেন না বুঝেও বোঝেন না!
একরাশ করুনা এ ধরনের মানসিকতার লোকদের জন্য।