![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
**** আগামীকাল ও সামনের কয়েকদিন নিজকে ও পরিবারকে নিরাপদে রাখার চেষ্টা করবেন ****
বেগম জিয়া তাঁর ভাষণে জাতিকে বলেননি যে, তিনি জিয়া এতিমখানা গড়ে দেবেন; বিচার হচ্ছে এতিমখানা নিয়ে, এবং ২২ বছর পরও জিয়া এতিমখানা নেই; তা'হলে, জাতির সামনে, মুল বিষয়ের উপর, উনার বক্তব্য কি?
গতকাল, বেগম জিয়া জাতির উদ্দেশ্যে অনেক ক্থা বলেছেন, যেমন, তিনি ন্যায় বিচার পাবেন না, বেআইনী সরকার উনার বিচার করছে, সরকার আগের থেকেই উনার জেলের কথা প্রচার করছে, উনাকে নির্বাচন থেকে দুরে রাখার জন্য এই অপ্রয়োজনীয় বিচার; সবই ঠিক আছে, জাতি জানলো; কিন্তু যেটা নিয়ে বিচার হচ্ছে, সেই এতিমখানা নিয়ে জাতিকে উনি কি জানালেন? এতিমখানা কি আছে, না থাকলে উনি এতিমখানা গড়ে দিবেন কিনা?
একটা চিচকে চোর চুরি করার কয়েকদিন পর ধরা পড়লে, প্রথম কথা সে কি বলে? প্রথমে সে মিথ্যা বলে যে, সে চুরি করেনি; যখন মিথ্যায় কাজ হয় না, সে প্রথমেই চুরির মালামাল ফেরত দিয়ে, কোনভাবে শাস্তি থেকে বাঁচার চেষ্টা করে, কম সাজায় সেরে যেতে চায়। বেগম জিয়ার তো দেখছি, সেটুকু বুদ্ধিও নেই; ইনি ৩৪ বছর বিএনপি চালায়েছেন, ৩ বার প্রাইম মিনিষ্টার হয়েছে, ২ বার বিরোধী নেত্রী, আগামীতে ভোট করতে চান! ইন্টারেষ্টিং চরিত্র! মুল বিষয়ে জাতিকে কিছু বললেন না।
কোর্টে বিচার হয়ে গেছে, যা হবার হবে, তিনি জাতির সামনে এসেছেন, যেই জাতি বারবার উনাকে ৩ সীটে ভোট দিয়েছেন; ওদেরকে তো আসল বিষয়ে বলতে হবে, যেটা নিয়ে বিচার হচ্ছে, জিয়া এতিমখানা; কিভাবে তিনি নিজকে নির্দোষ ভাবছেন, সেটা তো জাতিকে জানাতে হবে; এতিমখানা থাকার পরও কি উনার বিচার হচ্ছে?
তিনি যদি জাতির সামনে নিজকে নির্দোষ দাবী করেন, তা'হলে "জিয়া এতিমখানা" আছে, কিংবা কাজ চলছে বলতে হবে; কাজ চলছে বললে, ২২ বছর পেছনে কেন, সেটার ব্যাখ্যা দিতে হবে। আর না থাকলে, বা কাজ না চললে, জাতির কাছে বলতে হবে যে, তিনি জিয়া এতিমখানা গড়ে দেবেন!
জিয়া এতিমখানা গড়ে দেবেন, সে কথা তো তিনি জাতির সামনে বলেননি; তা'হলে কার মাথামুন্ডু নিয়ে উনি জাতির সামনে কথা বললেন?
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৩
চাঁদগাজী বলেছেন:
উনার গতকালের ভাষনে, এতিমখানা নেই কেন, বা এতিমখানা নিয়ে উনার কি প্ল্যান, সেটা কি বলেছেন?
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩০
আবু তালেব শেখ বলেছেন: এই মামলায় ওনাকে দোষী মনে হচ্ছে
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৯
চাঁদগাজী বলেছেন:
২২ বছরে এতিমখানা নেই; জাতির সামনে এই বিচারের কথা বললে, এই ব্যাপারে একটা ব্যাখ্যা তো আসতেই হবে; হয় উনি বেকুব, না হয়, উনি জাতিকে বেকুব ভাবেন।
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন:
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৫
চাঁদগাজী বলেছেন:
আকারে ইংগিতে কিছু কি বললেন; আমি সঠিক বলছি কিনা?
৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এতিমখানা যদি সরকারী টাকায় হওয়ার কথা থাকে তাহলে না করে থাকলে সেটা অপরাধ হবে। আর যদি ব্যক্তিমালিকানাধীন করার ব্যপার থাকে তাহলে সেটাতে দুর্নীতি হলেও আমরা আমরাইতো ব্যপার। এখন দেখতে হবে কুয়েত বা অন্য দেশ থেকে সাহায্য খালেদা জিয়ার জন্য পাঠানো হয়েছিল নাকি সরকারীভাবে এতিমখানা প্রতিষ্ঠার জন্য জন্য পাঠানো হয়েছিল...
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৫
চাঁদগাজী বলেছেন:
ফান্ডটি উনার অধীনে করা হয়েছিল; এগুলো বাংলাদেশ, পাকিস্তানের মতো দেশে "প্রাইম মিনিষ্টারের" ফান্ড নামে পরিচিত, এগুলো যেকোন ধরণের দান-খয়রাত ধরণের কাজে ব্যবহৃত হয়; উনার ফান্ডটি জিয়া এতিমখানার জন্য করা হয়েছিল।
উনি ১৯৯৬ সালে সরে যাবার সময়, হস্তান্তর করলেও চলতো; ফাণ্ড থেকে টাকা নেয়া হয়েছে, ২২ বছর পর জিয়া এতিমখানা নেই।
৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১২
ট্রাম্প বিন পুতিন বিন হিটলার বলেছেন:
হিটলার বলছেনঃ ক্ষমতায় থাকতে প্রচুর টাকা থাকা সত্বেও এতিমখানার সামান্য কয়েক কোটি টাকা কিজন্য হস্তগত করেছিল সেটা বড়ই ভাবনার বিষয়।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৭
চাঁদগাজী বলেছেন:
উনি চোর ডাকাত পালন করতেন, তাদের কেহ কেহ নিয়ে গেছে; উনি এত কম টাকা নেয়ার মতো ছোট লোক নন।
৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩২
নিরাপদ দেশ চাই বলেছেন: উনি জাতিকে জানিয়েছেন যে সেই টাকা ব্যংকেই আছে এবং এখন সুদে আসলে তিন গুন হয়েছে!!!! কুয়েতের আমির কি তাহলে টাকা ব্যংকে ইনভেস্ট করার জন্য পাঠিয়েছিল?
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৪
চাঁদগাজী বলেছেন:
সেটাই কথা, উনার দরকার ছিলো এতিমখানা বানানো, উনাকে টাকা খাটাতে দেয়া হয়নি।
তিনি জাতিকে বেকুব হিসেবে ব্যব হার করে আসছেন সব সময়; তখন মিলিটারী ও বয়ুরোক্রেটরা ছিলো পেছনে; এখন মিলিটারী উনার সাথে নেই
৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪০
শিখণ্ডী বলেছেন: ১। বিএনপি নেতারা বলেই চলেছেন--অবৈধভাবে/জোর করে/কারসাজি করে/সরকার রায় লিখে দিয়ে খালেদা জিয়াকে জেলে ঢোকাতে চাইছে। কেন তাদের মনে হচ্ছে যে বেগম জিয়ার জেল হচ্ছেই?????!!!!!!!!! চোরের মন পুলিশ পুলিশ
২। বিএনপি উকিলরা মুখে ফেনা তুলে ফেলেছে--বিচার প্রকৃয়া খুব দ্রুত হচ্ছে! আচ্ছা বিচারে ঢিলেমি কারা চায়? বিচারপ্রার্থী না অপকর্মকারী?
৩। খালেদা জিয়া তার গৃহকর্মী ফাতেমাকে প্রস্তুত থাকতে বলেছেন। তাকে জেলখানায় নিয়ে যেতে আবেদন করবেন। কেন এই প্রস্তুতি?
বিএনপি, বেগম জিয়ার কথা-বার্তাই প্রমাণ করে তারা এতিমের টাকা পকেটেস্থ করেছে, তথা অপরাধ করেছে
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৫
চাঁদগাজী বলেছেন:
বেগম জিয়া ও বিএনপি বুঝে যে, তারা আইনের চোখে অপরাধী
৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৯
শামচুল হক বলেছেন: রায় যাই হোক তবে জনগণ দৌড়াদৌড়ির মধ্যে আছে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৩
চাঁদগাজী বলেছেন:
জেনারেল জিয়া, এরশাদ, বেগম জিয়া ও শেখ হাসিনা জনগণকে দেশের মালিকানা থেকে বাদ দিয়েছে; তাদের ১ জনের বিচার হচ্ছে আজ ; এর আগে ২ জনের কিচু বিচার হয়েছে; বাকী থাকবে একজন
৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩০
জাহিদ হাসান বলেছেন: আজকে দেখলাম রাস্তাঘাটে মানুষ রম্য-রসিকতা করে বলছে খালেদা জিয়া লন্ডনে এতিমখানা গড়েছেন। সেই এতিমখানার একমাত্র এতিম তারেক রহমান মানুষের এই মূল্যায়ন খালেদা জিয়া এড়াতে পারবেন না কোনদিন। কলংকটা বাকি জীবন লেগেই থাকবে, মামলার রায়ে উনার সাজা হোক আর না হোক।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৬
চাঁদগাজী বলেছেন:
বেগম জিয়া নিকৃষ্টতম বাংগালী; উহার লজ্জা শরম নেই; উনার বুড়ো বাবা অবধি মানুষের সম্পদ দখলকারী ছিলো, দিনাজপুরে এক সরকারী দীঘি দখল করেছিলো
১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৯
সাইন বোর্ড বলেছেন: এটা দিয়ে খালেদা জিয়ার উপর এ কয় দিনে কয়টা নেগেটিভ পোস্ট দিলেন ? এবার নিশ্চয় সরকারের দু-একজন মাছিমারা কেরানির উপর দু-চার কথা লিখে নিজেকে নিরোপেক্ষ এবং বিচক্ষণ ব্লগার হিসেবে দেখানোর চেষ্টা করবেন ?
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৮
চাঁদগাজী বলেছেন:
যা লিখতে হয়, আমাকেই লিখতে হবে, আপনি লিখলে সঠিক হওয়ার সম্ভাবনা খুবই কম, আমার উপর চাপ পড়ছে।
১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১৭
বিজন রয় বলেছেন: এটা কোন দেশ??
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৯
চাঁদগাজী বলেছেন:
ছিলো বাংলাদেশ; জেনারেল জিয়া, এরশাদ, বেগম জিয়া ও শেখ হাসিনা মিলে ইহাকে মগের মুল্লুক বানায়েছে।
১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩১
খাঁজা বাবা বলেছেন: আপনি কি এই কেইস সম্পর্কে ডিটেইল জানেন?
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৮
চাঁদগাজী বলেছেন:
না, জানি না।
আপনি কি এখন জিয়া এ্তিমখানা থাকেন, সেখান থেকে লিখছেন?
১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৬
রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্যের উত্তর দিয়েই, এই পোষ্টের উত্তর দিলাম।- ''জাতির সামনে দেয়া ভাষনে, তিনি বলেননি ২২ বছর পরেও এতিমখানা নেই কেন, কোন ব্যাখ্যাও দেননি ? বা এই ব্যাপারে উনি কিভাবে নির্দোষ; অথবা এতিমখানা নিয়ে উনার কি প্ল্যান, সেটাও জানাননি।
এদের জন্য মায়াকান্না করা মানে অন্যায়কে প্রশ্রয় দেয়া।''
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৯
চাঁদগাজী বলেছেন:
বেগম জিয়ার জন্ম হয়েছিল চুরি করার জন্য
১৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৬
রাফা বলেছেন: উনি ইনভেষ্ট করেছিলেন টাকা, আরো বৃহৎ আকাড়ে এতিমখানা করার জন্য।কারন উনার ২ছেলের পরিবারকেই এতিম হিসেবে প্রতিষ্ঠিত করার ইচ্ছা ছিলো।এখন আপাতত লন্ডন আর মালেশিয়াতে এতিমখানার ২টি শাখা আছে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০০
চাঁদগাজী বলেছেন:
এখন সরকারের দেয়া ১ টাকার বাড়ীতে এতিমখানা করার দরকার।
১৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৩
এম এম করিম বলেছেন: সেটাই, এতিমখানা কোথায়?
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৭
চাঁদগাজী বলেছেন:
সরকারের দেয়া ১ টাকার বাড়ীতে এতিমখানা করার দরকার।
১৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১০
ইমরান আশফাক বলেছেন: এদের পরিনতি শেষ পর্যন্ত এই হয়ে থাকে। আমার মনে হয় উনার সাম্রাজ্যের ধ্বসটা আমরা দেখতে পারছি। অন্যদের ক্ষেত্রেও আমরা একই পরিনতি আশা করতে পারি। আর আমাদের দেশের কিছু সংখ্যক মানুষের (বিপুল সংখ্যক) নির্বুদ্ধিতা এতটাই চরম পর্যায় পৌছে গেছে যে এদের মাথায় করে নিয়ে জাতীকে এগিয়ে নেয়া খুবই দূরহ ব্যাপার। আমি সকল দল এবং দলের নেতাকর্মীদের ব্যাপারে ইংগিত করে বলছি।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৬
চাঁদগাজী বলেছেন:
যারা বাংগালীদের সম্পদ লুন্ঠন করেছে, সবার অবস্হা বেগমজিয়া, তারেক ও কোকোর মতো অবস্হা হবে।
১৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৫
নূর-ই-হাফসা বলেছেন: রায় হয়ে গেছে ।
অন্যায় করলে কোন না কোন সময় তার শাস্তি পেতেই হয় ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৫
চাঁদগাজী বলেছেন:
উনি একা চুরি করলে হতো, উনি সাধারণ মানুষকে চোরে পরিণত করেছেন
১৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৫
রায়হানুল এফ রাজ বলেছেন: বেগম জিয়া নিজেই সিউর না যে আসলে কি করেছেন।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৯
চাঁদগাজী বলেছেন:
মামলা হওয়ার পর, উনার বুঝার দরকার ছিলো যে, এই টাকায় এতিমখানা চলার কথা; এটুকু না বুঝে জাতিকে ধ্ংস করে, নিজে ধ্বংস হয়েছেন।
১৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৫
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: এই বিচারটাকে আমি প্রহসন বলব।
যে টাকা নিয়ে বিচার তা আমাদের দেশের টাকা না। তা খয়রাতি টাকা। দেশের ক্ষতিও হয় নাই মনে করি। সে টাকার জন্য বিচারে খালেদার সাজা হয়ে গেল। এটা লঘু পাপে গুরু দণ্ড না?
অথচ যারা ব্যাংক লোপাট করে দিচ্ছে, হাজার কোটি টাকা লোন নিয়ে ঋণ খেলাপী হচ্ছে, শেয়ার বাজারে কারচুপি করে হাজার হাজার কোটি টাকা খেয়ে ফেলল, হাজার হাজার মানুষকে পথে বসালো তাদের বিচার তো দূরের কথা, তাদের টিঁকিও ছুঁতে পারে না কোনো সরকার।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৮
চাঁদগাজী বলেছেন:
বিরাট বিরাট অংকের টাকা ডাকাতীর কোন মামলা সামনে আনবে না সরকার; এতে সব বড়দলের ২ লাখ লোক জড়িত; এই ২ লাখই সরকার চালায়, তারা সবকিছুতে আছে। এদের বিচার করতে অন্য ধরণের সরকার লাগবে; এটার বিচার হবে যদি কোন দেশ-প্রেমিক সরকার ক্ষমতায় আসে। সেই ধরণের রাজনৈতিক দল এখনো নেই।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১০
আবু তালেব শেখ বলেছেন: রায় কি হবে এই নিয়ে দেশের জনগন বেশ কৌতুহলী। দেখা যাক কি সাজা হবে