নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আইনী প্রক্রিয়ার বাহিরে, রাস্তায় বেগম জিয়ার মুক্তি চাওয়া অরাজকতা মাত্র।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮



বেগম জিয়ার বিচারের রায় সঠিক হয়েছে: ২৬ বছর পর, জিয়া এতিমখানা নেই, কারো না কারো জেল জরিমানা হওয়ার দরকার আছে; ঐ টাকাগুলো সন্চয়ে জমা রেখে বাড়ানোর জন্য দেয়া হয়নি, দেয়া হয়েছিল এতিমখানায় দেয়ার জন্য; ২৬ বছরে এতিমরা টাকা পায়নি, বিচারের দরকার আছে!

যাদের কাছে এই ধরণের বিচার গ্রহনযোগ্য নয়, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল নন, তারা রাস্তায় নেমে যদি অরাজকতার সৃস্টি করে, তাদের থামানোর দরকার আছে; তারা যদি জয়ীও হয়ে যায়, এতে জাতির ক্ষতি হবে। জাতির স্বার্থের বাহিরে, কোন ব্যক্তিকে রাজনৈতিকভাবে লাভবান করার প্রচেষ্টা অবশ্যই জাতীর স্বার্থের বাহির।

বেগম জিয়া রাজনীতি করে রাজনীতিতে প্রবেশ করেননি, উনাকে ধরে এনে একটি বড় দলের প্রধান করা হয়েছে; এটা প্রাইভেট ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, এটা রাজনৈতিক দল; রাজনৈতিক দলে কিছু করতে জাতির স্বার্থ দেখতে হবে, বিএনপি'র নেতারা যদি জাতীর স্বার্থ না দেখে, তাদের দরকারে তারা যা ইচ্ছা সেটা করবেন, সেটা জাতীর স্বার্থের বিপরিত; জাতির স্বার্থের বিপরিতে কিছু করা অন্যায়।

শেখ হাসিনাও একইভাবে এসেছেন; উনাকে আওয়ামী লীগারেরা একই পদ্ধতিতে এনেছিল।

একই পদ্ধতিতে ২ জন এসে ২ জনই টিকে গেছে; এবং সেজন্যই জাতি বারবার এই ২ জনের অপসারণ চেয়ে আসছিলো; ২০০৭ সালে, জাতি পরিস্কারভাবে ২ জনের বিপক্ষে অনস্হান নিয়েছিল; বেগম মতিয়া ও দেলোয়ার ভুঁইয়া ব্যতিত সবাই চেয়েছিল যে, উনাদের ২ জনকে অপসারণ করা হোক; যাক, অবশেষে তা ঘটেনি। আজকে, মানুষ কোন অবস্হায় ২ জনকে সরাতে পারবে না, ১ জনকেও সরাতে পারবে না; মানুষ সেই অবস্হায় নেই।

বর্তমান সরকার সঠিক একটা দোষ ধরে ১ জনকে সাময়িকভাবে হলেও অপসারণ করেছে বিচারের মাধ্যমে; জাতির ইচ্ছার অর্ধেক পুরণ হয়েছে; এখন জাতিকে বাকীটুকুর জন্য নিজকেই চেষ্টা করতে হবে।

বাকীজনকে সরানোর কথা না বলে, অপসারিত জনকে যারা ফেরানোর চেষ্টা করছে, তারা জাতির স্বার্থের বিপক্ষে যাচ্ছে; তাদের মাথায় যদি লাঠির আঘাত পড়ে, সেটা সঠিক হবে।






মন্তব্য ৩৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

শাহিন বিন রফিক বলেছেন: আদালতের রায় নিয়ে কিছু বলা মনে হয় ঠিক হবে, যদি ফেঁসে যাই!! উচ্চ আদালত একবার বর্তমান প্রধানমন্ত্রীকে "রং হেডেড" বলেছিলেন, আওয়ামলীগ ঝাড়ু-জুতা মিছিল পর্যন্ত করেছিল আদালতের বিরুদ্ধে। কি ভাগ্য আমাদের সেই রায়ের মানুষটি পরে দুইবার প্রধানমন্ত্রী হয়েছেন আমাদের!!!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

চাঁদগাজী বলেছেন:


উনাদের ২ জনকে টিকায়ে রেখেছে উনাদের দল ও অনেক "রং হেডেড মানুষ", যারা নিজের পায়ে কুড়াল মারছে, সাথে সাথে জাতির পায়েও

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

সৈয়দ ইসলাম বলেছেন:
বর্তমান আইনের প্রতি শ্রদ্ধাশীল না হলে আশাকরি আপনি আমাকে এতিমের মাল ভক্ষণকারীর দঠেকেলঠেলে দিবেন না।

আমি আইনের প্রতি শ্রদ্ধা দেখাতে পারছি না, আইন বাকি দুর্নীতিবাজদের পকেটের টিস্যু হওয়ার কারণে। যে দেশের আইন বিরোধী নেত্রীককে জেলে পুড়তে পারে সে দেশের আইন যখন জনসম্মুখে প্রকাশিত দুর্নীতিবাজদের অপকর্মে কিছু বলে না সে দেশের আইনের প্রতি কিভাবে শ্রদ্ধাশীল হওয়া যায় বলেন? তবে আমি সাধারণ কৃষক ও জনগণের প্রতি নিরন্তর শ্রদ্ধাশীল। যারা ৫০০ টাকার বিনিময়ে ভোট দেয় তাদের প্রতিও।

আইনের এই দুর্বলতা থেকে স্পষ্ট হয় যে, এ দু'নেত্রীই সব কিছু নয়। B:-)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০০

চাঁদগাজী বলেছেন:



বেগম জিয়ার বিচার, একটি বড় প্রোফাইলের বিচার; ইহা সাধরণ ঘটনা নয়; কোটী কোটী মানুষ উনার অপসারণ চেয়ে আসছে, এই ধরণের পরিণতি হওয়ার মত কাজ উনি করেছেন।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৩

পলাশবাবা বলেছেন: চাঁদ গাজী আপনি বাংলাদেশে থাকেন না বিদেশে থেকে দেশে উত্তেজনা তৈরি করেন ?

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৭

চাঁদগাজী বলেছেন:


আমি দেশে ও কাজ উপলক্ষে বিদেশেও থাকি; ব্লগে ২০০ জনের ক্লিকের ফলে উত্তেজনা হয় না, আলোচনা হয়।

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৬

নতুন বলেছেন: হুম বিচারে সাজা ঠিকই্ আছে....

কিন্তু সমস্যা হইলো আয়ামিলীগ এই বিষয়টি ব্যবহার করবে পরের নিবাচনে জেতার কাড` হিসেবে।

এবং আরো অনেক অন্যায় আছে যেই বিচার করা দরকার সেই গুলি ক্ষমতার ব্যবহার করে এড়িয়ে যাবে....

শেখ হাসিনার এই দেশকে দূনিতিমুক্ত করার কাজ শুরু করে উন্নয়েনের শুরুটা করতে পারে...সেই সুযোগ তার আছে... তাতে সে বঙ্গবন্ধুর যোগ্য কন্যা হিসেবে ইতিহাসে স্হান পেতে পারেন... উন্নত বাংলাদেশের স্হপতি হিসেবে...

কিন্তু সেই বুদ্ধিটা দেবার মতন মানুষ তার পাশে মনে হয় নাই.... :(

খালেদা জিয়া ক্ষমতায় আসলে তিনি পারবেনা কারন তাকে দলের মানুষের কথা ভাবতে হবে... এরশাদ তো জোকার...তার আর ক্ষমতায় আসার সম্ভবনা নেই।

হাসিনার হারানোর কিছুই নাই... তিনি যদি এই কাজে হাত না দেন তবে তাকেও খালেদা/এরশাদের মতনই একজন দূনিতিবাজ নেতা হিসেবেই ইতিহাসে থাকবেন।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৭

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা ভাবছেন, তিনি জাতিকে উন্নয়নে ভাসিয়ে দিচ্ছেন; উনার ভুল ধরণা শোধরানো অসম্ভব, তিনি বোবা, কানা ও জমিদারী বুদ্ধির লোক।

তিনি চাইলে ২০০৯ সাল থেকে জাতির জন্য কাজ করে, বিএনপি'কে মুছে দিতে পারতেন; উনার সেই বুদ্ধি নেই; উনার দলের সবার বুদ্ধি উনার থেকে শতগুণে কম; উনি ইডিয়টদের পছন্দ করেন।

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩১

নূর-ই-হাফসা বলেছেন: অন‍্যায় করে শাস্তি মেনে নেয়ার মতো সৎ সাহস সবার থাকে না ।
অন‍্যায় কারীর জন্য আন্দোলন হাস‍্যকর ছাড়া আর কিছুই না। সবকিছুতেই রাজনীতি । জনগন কেবল নীরব দর্শক ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০০

চাঁদগাজী বলেছেন:


যারা বেগম জিয়ার পক্ষে রাস্তায় নামছে, তারা জাতির ক্ষতি করছে, তাদের শাস্তি হওয়া উচিত। যদি তাদের যদি শক্তি থাকে, শেখ হাসিনাকে অপসারণের, সেটা করুক।

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: 'বাংলাদেশের আইন' বলেই বেগম জিয়ার রায় প্রশ্নবিদ্ধ এবং উহাকে বের করে আনার জন্য আন্দোলন মোটেও দোষের কিছু নয়। মিশরে মুরসির রায়ের বিরুদ্ধেও তার সমর্থকরা আন্দোলন করতে গিয়ে অনেক জীবন দিয়েছে। সব রায়ই যথার্থ রায় ছিল এমনটা ভাবার মত অবস্থা কোন কোন স্থানে নেই। আমেরিকার রায় যথার্থ বলেই মাত্র ১ বিচারকের ভেটোতে আল গোর প্রেসিডেন্ট হওয়া থেকে বঞ্চিত হন এবং সেটা নিয়ে ঝামেলাও পাকাননি তিনি...

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৪

চাঁদগাজী বলেছেন:


আল গোর বিচারকের রায় মেনে নিয়েছিলেন; উনাদের সমস্যা ছিল "ডিসপিউট"; বেগম বিপক্ষে "ক্রিমিনাল" মামলা। উনি কোন ট্রাষ্টের প্রধান হিসেবে টাকা নেননি, নিয়েছেন প্রাইম মিনিষ্টার হিসেবে; তিনি টাকা চুরি করেননি, মিস-ম্যানেজ করেছেন, অন্যেরা চুরি করেছে।

উনি মিস-ম্যানেজের দোষ স্বীকার করে ২০০৯ সালের দিকে কোর্টে গেলে ব্যাপার চুকে যেতো; উনি কোন কাজই সঠিকভাবে করেননি।

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৩

সৈয়দ ইসলাম বলেছেন: আপনি আমার উপরের মন্তব্যটি আবার পড়ুন; =p~ B:-)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৫

চাঁদগাজী বলেছেন:


উহা পরীক্ষায় আসবে?

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৮

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে লাখ লাখ রাজনৈতিক অপরাধীদের বিচার হচ্ছে না, শেখ হাসিনার মামলা তুলে নেয়া হয়েছে, আওয়ামী লীগ বেগম জিয়াকে জেলে ঢুকায়ে নিজেদের পথ পরিস্কার করছে; তারপরও বেগম জিয়ার বিচার হওয়া বেঠিক নয়।

৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৭

সৈয়দ ইসলাম বলেছেন: পরীক্ষায় আসার সম্ভাবনা থাকলে মুখস্থ করার কথা বলতাম B:-/

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩০

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে বড় প্রোফাইলের সব বিচার হয়েছে শেখ হাসিনার হাতে; উনার বিচার করার জন্য উনার থেকেও বড় কাউকে দরকার।

৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৪

আবু তালেব শেখ বলেছেন: শেখ হাসিনার মামলা গুলো তাহলে তুলে নেয়া বা খারিজ হল কেন? ওগুলো আবার চালু করা হোক

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৮

চাঁদগাজী বলেছেন:


মানুষ সেগুলো চালুর পক্ষে, কিন্তু মানুষের সেই ক্ষমতা নেই!

১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০১

সাইন বোর্ড বলেছেন: বাঙালী জাতি থেকে অাপনি কত বছর দূরে অাছেন ? জাতির সেন্টিমেন্ট অাপনি বুঝেন নাকি চামচামি করার জন্য এসব লিখেন ?

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৮

চাঁদগাজী বলেছেন:


আমি বাংগালী; আপনি বাংগালী, বিহারী?

১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমরা করলে মাপ আপ্নেরা করলে পাপ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৬

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশ সেই অবস্হায় প্রবেশ করেছে ১৯৭৫ সালে; প্রেসিডেন্টকে মেরে শাসনতন্ত্র অবধি বদলানো হয়েছিল; সেটার ফলাফল পাচ্ছে জাতি

১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৪৯

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: কে রাজনীতিতে থাকবে,থাকবে না তা নির্ধরন করার আপনি কে?জাতি সেটা নির্ধারন করবে ব্যালটের মাধ্যমে।দেশে নির্বচন ব্যবস্থা পোক্ত/নিরপেক্ষ নিশ্চিত হলেই রাজনীতিবিদ সহ সবার জবাবদিহিতার পথ খুলবে।
আপনি হুদাই বেহুদা প্যাচাল পাড়েন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:১৬

চাঁদগাজী বলেছেন:



আমার পোষ্ট পড়ে কেহ এ্যাকশন নেবে না, আমি আমার ভাবনার কথা লিখছি, আপনি পড়বেন, তারপর ভুলে যাবেন; এর বাইরে কিছু ঘটছে না।

১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: ইউথ একটা পোটেনশিয়াল সোর্স হতে পারত।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৮

চাঁদগাজী বলেছেন:


স্যরি, কমেন্ট বুঝতে পারিনি

১৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৩

সিনবাদ জাহাজি বলেছেন: বিএনপি আসন্ন রমজানকে সামনে রেখে অনশন অনশন খেলছে। অনশনো হচ্ছে আবার শান্তিপূর্ণ আন্দোলনো হচ্ছে।
সেখানে পুলিশি বাধা গণতন্ত্রের পথ আরো অধিক সংকীর্ণ করা ব্যাতীত কিছু নয়।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৪

চাঁদগাজী বলেছেন:


বিএনপি গণতান্ত্রিক দল নয়, উহা শেখ সাহেবের কবরের উপর গঠিত দল, শেখ হত্যাকারীদের দল।

১৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: নিজেদের পক্ষের দু-চারটাকে দন্ডিত করতে পারলে আওয়ামীলীগ নিজেদের গ্রহণযোগ্যতা তৈরি করতে পারতো। সে দিকে তো ভ্রুক্ষেপ নেই।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৬

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া জামাতীদের নিয়ে পেশী গঠন করেছিলো, শেখ হাসিনা মাফিয়া, চোর ইত্যাদিদের নিয়ে পেশী গঠন করেছেন; বিচার করে তিনি লোম বাচার তালে নেই

১৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৩

বিলিয়ার রহমান বলেছেন: আদালতের ব্যাপার আদালতেই থাকুক!

তবে বিএনপির আন্দোলন হয়তো আদালতকে মোকাবেলার জন্য নয় বরং পাবলিক সিমপ্যাথি পাওয়ার জন্য!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৩

চাঁদগাজী বলেছেন:


পাবলিকের জন্য আন্দোলন করলে পাবলিক সিমপ্যাথি পাবে; বেগম জিয়ার জন্য আন্দোলন করলে পিগমোদের সিমপ্যাথি পাবে।

আপনাকে দেখালাম অনেকদিন পর; আশাকরি, ভালো আছেন।

১৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪১

কাছের-মানুষ বলেছেন: আন্দলোন করে জনমত সমর্থনের চেস্টা করছে! এতে করে তারা ভাবছে সরকারের উপর প্ররোক্ষভভাবে চাপ প্রয়োগ করতে পারবে, এটা একটা রাজনৈতিক কৌশল! তবে মানুষ এখন ৯০ এর দশক বা এর আগের মত আবেগী না, সরাসরি যারা রাজনিতি থেকে সুবিদা পায় না তারা আন্দোলনে যায় না খুব একটা!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

চাঁদগাজী বলেছেন:


মানুষ শেখ হাসিনাকে সরাতেও আগ্রহী হবে না, মনে হচ্ছে; কারণ, রাজনৈতিক দলগুলোতে কোন বুদ্ধিমান, সৎ নেতা নেই

১৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনি লিখলেন যে, জাতিকেই বাকীটুকু করার জন্য চেষ্টা করতে হবে..

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০১

চাঁদগাজী বলেছেন:



জাতি সব সময় ২ জনকেই সরাতে চেয়েছিল, এখন ১ জনকে সরায়ে জাতিকে সাহায্য করা হয়েছে, বাকী আছে একজন; উনি যদি নিজকে অপসারণ করেন, ভালো; না হয়, জাতিকে চেষ্টা করতে হবে।

১৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৮

বিদেশে কামলা খাটি বলেছেন: অপরাধ করেছে । শাস্তি পেয়েছে। এটা একটা দৃষ্টান্ত। তার মুক্তি চাইলে আপিলের মাধ্যমেই করা উচিত। গণস্বাক্ষরের কাগজ কি বিচারকদের কাছে উপস্থাপন করা হবে? না হলে গণস্বাক্ষর নেয়া, অনশন এই সব হাস্যকর কাজ কেন করছে তারা।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৪

চাঁদগাজী বলেছেন:


গণস্বাক্ষরের কাগজ নাকি জাতিসংঘে যাবে; এ হলো বেকুবদের রাজনীতি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.