নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বেগম জিয়ার প্রতি ড: কামাল হোসেনের সমর্থন, সাধারণ মানুষের জন্য কিছুই নেই

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১০


Dr. Kamal & Begum Zia

পিলখানা-হত্যা বিচারে ১৫৪ জনের ফাঁসীর অর্ডার হয়েছে, ১৫৯ জনের যাবজ্জীবন; ৩১৩ টি দরিদ্র পরিবারকে রাস্তায় নামিয়ে দেয়া হয়েছে; এই পরিবারগুলোকে সমর্থন করে ড: কামাল হোসেনরা কিছু বলেছে? কিছুই বলেনি, কোনদিনও বলবে না। কিন্তু বেগম জিয়ার জন্য সমর্থন প্রকাশ করেছে!

মির্জা ফখরুল ও বেগম জিয়ার আইনবিদরা গিয়েছিল ড: কামালের কাছে, বেগম জিয়ার পক্ষে লড়ার জন্য উনাকে ভাড়া করতে, কৌশলে এড়িয়ে গেছে, উনি ক্রিমিনাল মামলা নেন না, তেলের মামলায় কাজ করেন, কোর্পোরেট আইনবিদ; কর্পোরেট আইনবিদ কিন্তু বাংলাদেশের জন্য সংবিধান তৈরি করে ফেলেছেন! নিজে দেশের সংবিধান নিয়ে খারাপ কিছু বলা উচিত নয়, তাই কিছু বলছি না; আসলে, উনি যে সংবিধান বানায়েছেন, লন্ডনের ১০ শ্রেণীর বচ্চাকে দিলে, ইহার থেকে ভালো সংবিধান তৈরি করে দিতে পারবে ১ সপ্তাহে, উনার লেগেছে ১ বছর।

উনি উষ্মা প্রকাশ করে বলেছেন, শাস্তি হলো কিভাবে? শাস্তি না হওয়ার কথা? এতিমদের জন্য দেয়া টাকায় ২৭ বছরে কিছু করেনি, এবং সেই টাকা ট্রাষ্ট-ফান্ড থেকে ব্যক্তিগত ফান্ডে নিয়ে গেছে, তারপরও শাস্তি হওয়ার কথা নয়? শুধু গরীবের পোলা একটা সেলফোন চুরি করলে, উহাকে মেরে ফেলা যায়! ড: কামালেরা ও বেগম জিয়ারা হলো এক শ্রেণীর মানুষ, বাংলার সাধারণ মানুষ অন্য ধরণের প্রাণী এদের কাছে।

আমার মনে হয়, বেগম জিয়ার জন্য লেগে যেতো কামাল সাহেব, টাকার গন্ধ ঠিকই পেয়েছিল; কিন্তু শেখ হাসিনার কথা মনে করে, কাঁটা-চামচ আর ছুরি প্লেটে রেখে উঠে গেছেন।

বেগম জিয়া প্রাইম মিনিষ্টার হিসেবে টাকা নিয়েছেন; এই টাকা প্রাইম মিনিষ্টারের তহবিলে রেখে দিলেই চলতো, উনি নিজে কিছু না করলে, পরের প্রাইম মিনিষ্টার করতেন; সেটা না করে, ট্রাষ্ট ফাণ্ডে নিয়েছেন, টাকা নাকি আজও ডিম দিচ্ছে। টাকা কিন্তু ডিম দেয়ার জন্য দেয়া হয়নি, দেয়া হয়েছিল এতিমদের জন্য; ১৯৯৫ সালের মাঝে জিয়া এতিমখানা করলে ৫০০০ এতিম জীবনে একটা চান্স পেতো; রাস্তা থেকে উঠে গিয়ে ৫০০০ টোকাই জীবনের মুখ দেখতো। মহিলা দানের টাকাটুকুও ম্যানেজ করেনি, কিন্তু দেশ চালায়েছে ২০ বছরের বেশী। এই মহিলার জন্য ড: কামালের পেট পুড়ছে।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২৮

নূর-ই-হাফসা বলেছেন: সব রাজনীতিবিধ স্বার্থপর ।
মানুষ তো চুরি করলেও কিছু কাজ করে তারপর করে , আর ওনি পুরো টাকা মেরে দিলেন । ওনার ফাঁদেই ওনি পড়েছেন ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৪

চাঁদগাজী বলেছেন:


ড: কামাল হোসেনরা, সাইফুর রহমানরা এই রকম দেশই চেয়েছেন; মানুষ যুদ্ধ করে প্রাণ দিয়েছিলেন একটি সন্মানিত জীবনের আশায়।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বেগম জিয়া মগজহীন, তার দলের সবাই ডাকাত, জানা কথা। তহলে ডাকাতের চুরি করা ২-৩ কোটি টাকা নিয়ে এত হাউকাউ কীসের??

পিলখানার বিচার একটা প্রহসন। লোক দেখানো। ঘটনার আসল ভিলেনরা হাওয়া খাচ্ছে। তাদের বিচার একদিন হলে হতেও পারে???

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৭

চাঁদগাজী বলেছেন:


আমাদের দেশের রাস্তায় এতিম শিশু ঘুমায়, সেই সব এতিমদের জন্য অন্যেরা টাকাটুকু দিয়েছিল; সেটার বিচার হয়েছে, উদাহরণের সৃষ্টি হয়েছে। এর আগে হাজার দুর্নীতির বিচার হয়নি, এরপর হয়তো আর হবে না, তাই বলে এটি হওয়া ভুল হয়নি।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৭

মোস্তফা সোহেল বলেছেন: সব সম্ভববের এই দেশে কত কিছু দেখতে হবে!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৩

চাঁদগাজী বলেছেন:


ড: কামালরা এই দেশের সাধারণ মানুষের সব অধিকার ক্ষুন্ন করেছে, ক্ষুন্নকারীদের সাহায্য করে যাচ্ছে।

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ২-৩ কোটি নিপাত যাক, ৪০০০কোটি ( কিছুই না) মুক্তি পাক। কী বুঝলেন??
"রূপা হতার বিচার হলো, কিন্তু তনুরা তাদের বিচার পেল না। "---এটা একচোখা বিচার, গরিবের উপর নির্যাতন। এটা ফরয বাদ দিয়ে নফল পড়ার মত। জামা- কাপড় ছাড়া টুপি পরার মত।

"যার উপর রাগ তার বিচার হবে, আর রুই- কাতলারা ছাড়া পাবে"। আপনারা কী এই জন্য যুদ্ধ করেছিলেন??

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৭

চাঁদগাজী বলেছেন:


এই দেশে প্রেসিডেন্টকে মেরে, তার হত্যার বিচার বনদ্ধ করা হয়েছিল সাংবিধানিক পরিবর্তন এনে, সেটার বিচার হয়েছে; কিন্তু এই ধরণের সরকারের অধীনে সবগুলো বিচার হবে না; অনেক সাধারণ মানুষও বেগম জিয়ার বিচার চাচ্ছে না, এই সমাজ বিচারহীনতায় ভুগছে।

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৮

রাজীব নুর বলেছেন: ড. কামালের কথার কোনো দাম নাই।
বেগম জিয়া কারাগারে- বি এন পির গুটি কয়েক লোকজন হা হুতাশ করছে। তারা পাগলামো করছেন- গনসাক্ষর নিচ্ছেন। হাস্যকর।
সব মিলিয়ে বি এন পির চেয়ে আওয়ামীলীগ ভালো কাজ করে। মন্দের ভালো আর কি।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৫

চাঁদগাজী বলেছেন:


মানুষ ২ জনের চলে যাওয়া দেখার জন্য উৎগ্রীব, একটা শেষ হয়েছে; সেটাকে ফিরায়ে আনার অপচেষ্টা করছে কিছু ক্রিমিনাল

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০২

খাঁজা বাবা বলেছেন: মানুষ এত লিখল, এত বলল তাও আপনারা কিছু বুঝলেন না।
পিলখানা মামলায় যাদের বিচার হইছে তারা ক্রিমিনাল, বা অই অভিযোগে অভিযুক্ত।
৭৪ টা মানুষ খুন হইছে, তারা কেউ সুইসাইড করে নাই। তাদের জন্য এত দরদ?

খালেদা জিয়ার যে ফান্ড ওইটা প্রাইভেট ফান্ড। সব টাকা ই আছে বরং নিরাপদ ইনভেস্টে টাকা বাড়ছে, তারপর ও ওইটা আপনার লাগে। বাহ বাহ।
ছোট বেলায় দেখছি আমাদের বাড়ির পাশের মাঠে ঘোড়ার রেস হইত, মাঝে মাঝে দুই একটা ঘোড়া আসৎ এক চোখ কানা। রেস শুরু হইলে ওইগুলা যে চোখে দেখে অই দিকে দৌড়াইত, সোজা দৌড়াইতে পারত না।

মনে হচ্ছে আপনাদের ও বুদ্ধির একটা দিক কানা। শুধু একদিকে দৌড়ান। একদিনে ভাবেন। লকিজ বোঝেন না।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৭

চাঁদগাজী বলেছেন:


কানা ঘোড়ার দেশের লোক আপনি; আমাদের একালায় কানা ঘোড়া রাখা হতো না।

৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৭

তারেক_মাহমুদ বলেছেন: ভাল লাগলো,ড.কামাল সাহেবদের আরো আগেই রিটায়ার্ড করা উচিৎ ছিল।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৮

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের শেষ কানাকড়িকে সাথে নিয়ে যাবেন।

৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১১

সাইন বোর্ড বলেছেন: কিছু ঘাড় ত্যাড়াই থাকে, এদেরকে সোজা করা যায় না বা এরা সোজা হয় না । অনেকটা জাত ত্যাড়ার মতো । অাপনার এই সব অাবর্জনা এক সময় অার কেউ পড়বে না কিংবা পড়লেও ধরে নেবে এগুলো ছাগলের প্রলাপ ।

৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০০

বিদেশে কামলা খাটি বলেছেন: বিদেশে অন্যের কারখানায় কামলা দিয়ে মরছি। দেশে আমাদেরকে একটা কাজ দিন। আপনারা তো ইচ্ছে করলেই মালয়েশিয়ার চেয়ে বড় বড় কারখানা বানাতে পারেন। যেখানে আমরা অনেক কম বেতনে কাজ করতে পারব। পরিবারের মুখ দেখতে পারব। বেগম জিয়া আর ১৬ কোটি মানুষ এক নয়। ১৬ কোটি মানুষের জন্য কিছু একটা করা দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.