নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বেগম জিয়ার উচিত ছিল জাতি ও এতিমদের কাছে মাফ চাওয়া

০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:২৪



কোর্টে রায় শোনার পর, বেগম জিয়া কোন স্টেইটমেন্ট দিয়ে ছিলেন কিনা, আমি জানি না; দিয়ে থাকলে, উনার স্টেইটমেন্টের শুরুতেই উনার উচিত ছিলো, জাতি ও এতিমদের কাছে মাফ চাওয়া: উনি পারিবারিক সমস্যা ও রাজনৈতিক চাপে থাকার কথা উল্লেখ করে, বলতে পারতেন যে, তিনি জিয়া এতিম খানার টাকাগুলো সঠিকভাবে ম্যানেজ করতে পারেননি, যার ফলে, আজকে জিয়া এতিমখানা নেই; কিন্তু তিনি তা করে দেবেন, এবং তিনি এতিমদের ভালোর জন্য কাজ করবেন।

এতে তিনি জাতির সিমপ্যাথী পেতেন। তার ফলে যে, উনি আসছে ভোটে যে জয়ী হতেন, তা নয়, উনি যে একজন দায়িত্বশীল মানুষ, সেটা প্রমাণ হতো।

জাতীয় পর্যায়ে, বা সামজিক পর্যায়ে কোন অপরাধ প্রমাণিত হলে, তার জন্য মাফ চাওয়া হলো মানুষের সামনে জবাবদিহিতার প্রমাণ; তিনি তা করতে ব্যর্থ হয়েছেন। অবশ্য, আমাদের দেশের মানুষ, এই ধরণের সংস্কৃতির সাথে তেমন পরিচিত নন, তারা অপরাধ করেও ঘাঁড় উচিয়ে বিচারককে আংগুল দেখায়।

বেগম জিয়া মোটামুটি একজন মিলিটারী অফিসারের স্ত্রী হিসেবে, সমাজে উঁচু শ্রেণীতে ছিলেন; স্বামীর মৃত্যুর পর, তিনি মানুষের অনেক সিমপ্যাথী পেয়েছিলেন; দেশের মানুষের ততকালীন ফাইন্যানসিয়েল অবস্হার তুলনায় উনার পারিবারিক অবস্হা বেশ ভালোই ছিলো; এর উপর তিনি জেনারেল এরশাদের উদ্যোগে জাতি থেকে বিশাল সম্পদ পান: উনাকে ২ টাকায় ২টি বাড়ী, ১০ লাখ টাকার ফিক্সড ডিপোজিট, গাড়ী, চাকর, বাচ্চাদের পড়ালেখার খরচের টাকা দেয়া হয়; সেই টাকায় তিনি সুখে শান্তিতে চলতে পারতেন; উনার সুন্দর একটা পরিবার ছিলো।

তাঁকে লোভ দেখায়ে রাজনীতিতে নিয়ে আসে মিলিটারীর একাংশ ও কিছু দুষ্ট রাজনীতিবিদ; তিনি জানতেন না, তিনি কিসের মাঝে পা দিচ্ছেন ; তবে, তিনি ভয়ংকর লোভী ছিলেন। ৩৪ বছরের রাজনীতি করে, তিনি নিজের এক ছেলেকে অকালে হারায়েছেন, আরেক ছেলে জাতির বিরুদ্ধে ভয়ংকর অপরাধ করে বিদেশে পালিয়ে আছে, তিনি জেলে। উনার ৩৪ বছরের রাজনীতিতে সাধারণ মানুষ বিশালভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে; হাতেগোণা কয়েকজন লোক দুর্নীতির মাধ্যমে সাধরণ মানুষের সম্পদ ও সুযোগ দখল করেছে; ৩৪ বছর একটা জাতির জন্য অনেক লম্বা সময়, একটা জেনারেশন।

মন্তব্য ৭৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩০

আবু তালেব শেখ বলেছেন: আমরা হাজার কোটি টাকা লোপাটের বিচার চাই এবার। ধারাবাহিক ভাবে চলুক বিচারকার্য। ক্ষমতাসীন দলের লিডার গন ও যেন বাদ না পড়ে

০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৫

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশে ক্ষমতায় থাকলে বিচার হয় না, বেগম জিয়া ২০০৮ সালে জয়ী হলে উনার বিচার হতো না। ক্ষমতা হারালে হয়তো হাজার কোটীর বিচারের কথা আসবে।

২| ০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৩

আবু তালেব শেখ বলেছেন: জাতি দুইতিন কোটি টাকার বিচার দেখে তেমন খুশি হতে পারেনি। আরে বড় দুর্নীতির বিচারের প্রত্যাশায় আছে।

০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৬

চাঁদগাজী বলেছেন:


জাতি কাউকে বিচারের সন্মুখীন করার মত অবস্হানে নেই ১৯৭৫ সাল থেকে, কিংবা ১৯৭২ সালে থেকেই

৩| ০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: খালেদাজিয়া নিশ্চয় ভুল করেছেন। কিন্তু জাতির বড় অংশের চোখে এসব ধরা পড়বে না।
সাধারণমানুষ এখন বড়বড় অপরাধও রাজনীতি মনে করে এড়িয়ে যায়।

০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪০

চাঁদগাজী বলেছেন:



সেজন্য সাধারণ মানুষ ভুমধ্যসাগরে নৌকায় ডুবছে, ট্রলারে করে মালয়েশিয়া যাচ্ছে, আর কোকোর মেয়েরা মালয়েশিয়ায় পড়ছে।

৪| ০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৮

নিরাপদ দেশ চাই বলেছেন: আজ পর্যন্ত আমাদের মাফিয়া রাজনীতিবিদেরা জীবনেও কখনও কৃতকর্মের জন্য মাফ চায়নি, চায় না এবং ভবিষ্যতেও চাইবে না। এমন অলীক প্রত্যশা তাই করে লাভ কি?

০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৩

চাঁদগাজী বলেছেন:


এগুলো রাজনীতিবিদ নন, এগুলো রাজনীতির মাফিয়া, যা আপনি বলেছেন; এরা এদেশের মানুষকে মাফ চাওয়ার অবস্হানে রেখেছে। আমি চাচ্ছি যে, ব্লগারেরা পরিস্হিতি বুঝুক; বুঝুক একজন রাজনীতিবিদের আচরণ কেমন হওয়া উচিত।

৫| ০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: সহমত। সাধারণ মানুষদের কানে-মনে এসব চিন্তাভাবনা ঢুকিয়ে দিতে হবে। গুগোল এডসেন্সে এসব বিজ্ঞাপন আকারে বিজ্ঞাপন দিলে কেমন হয়?!

০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৫১

চাঁদগাজী বলেছেন:


পড়ালেখাহীন জাতির পক্ষে রাজনীতি বুঝা সম্ভব হবে না; জাতির সম্পদ প্রথমেই জাতির পড়ালেখার জন্য ব্যবহার করতে হবে, গাড়ীঘোড়া, এয়ারপোর্ট, সেতু এগুলো দ্বিতীয় পর্যায়ে করার কথা ছিলো।

৬| ০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৪

রাজীব নুর বলেছেন: মনে হয় উনি নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন।

০৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

চাঁদগাজী বলেছেন:


রাজনীতি হলো মানুষের জন্য, ক্ষতি হয়েছে মানুষ ও এতিমদের।

৭| ০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৫

সৈয়দ ইসলাম বলেছেন:
কিন্তু তিনি করলেন না, জাতিকে ক কলঙ্কের দিকে ঠেলে দিলেন।
উনার কাছে জাতির আশাছিল এর চেয়ে বেশি। কিন্তু উনি প্রমাণ করলেন, উনি কারও আশার গুরুত্ব দিচ্ছেন না।

আসলে, শিক্ষাও থাকতে হয়!

০৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১০

চাঁদগাজী বলেছেন:


উনি রাজনীতি করে আসেননি; জাতি উনার কাছে কিছু আশা করেছিলেন বলে মনে হয় না; যারা শেখ পরিবার বিরোধী, তারা হয়তো চেয়েছিলেন যে, তিনি শেখ হাসিনাকে বাকসে ঢুকাক; জাতিকে উনি পংগু বানায়েছেন, এটুকুই উনার অবদান।

৮| ০৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

সৈয়দ ইসলাম বলেছেন:
অল্পশিক্ষিতা মহিলার থেককে বিএনপিওয়ালারা একটু ব্যতিক্রম কিছুই আশাকরে। তিনি তার অন্ধ মুরিদদের সে আশাটুকুও রাখতে পারেননি!

০৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

চাঁদগাজী বলেছেন:



বিএনপি'র জন্মই ছিলো বেআইনীভাবে; তারা এই মহিলাকে পুতুল সাজিয়ে সামনে রেখে জাতির সকল সুযোগ নিজেদের মাঝে ভাগ করে নিয়েছে; এরা জাতির ক্ষতি করেছে।

৯| ০৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

জোকস বলেছেন: তলে পরেছি তো কি হইছে, হাত তো উপরেই আছে!

০৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

চাঁদগাজী বলেছেন:


শুধু হাত নয়, নাকও পানির উপরে থাকতে হবে।

১০| ০৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

কানিজ রিনা বলেছেন: দুই নেত্রীই অত্যান্ত জনপ্রিয় নেত্রী। শেখমুজিবর
রহমান, জিয়াউর রহমান এই দুই নেতার মত
আর নেতা আসবে কিনা এ বাংলায়?
এদুই নেত্রীর অবর্তমানে আর এমন নেত্রী
হবে কিনা ভবিষ্যতের চিন্তা করুন।
আমাদের নেতা নেত্রীদের ভুল নাই সেটা
বলব না। তবে প্রতি হিংসা দেশের গনতন্ত্র
ধস নেমেছে।
যদি গনতান্ত্রীক মতাবেক ভোট হয় খালেদা
জয়ী হবে। এই প্রতিহিংসা খালেদা আজ
জেল খাটছে, এটা ক্লাস ওয়ান টুয়ের ছেলে
মেয়েও বুঝে আপনি কেন বুঝেও চোখের
ছানী নিয়ে চলছেন।
খুব ভাল হয়েছে জেলে বসেই খালেদার জন
প্রিয়তা বেড়েছে। অথচ হাজার কোটি টাকার
লোপাট তদন্তে কোনও দূর্নীতি কমিশনে কেস
চলেনা। তাইত বলি দুধের শিশু যা বুঝে
আপনি বুঝেও লুকাতে চান কেন?

০৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

চাঁদগাজী বলেছেন:



"যদি গনতান্ত্রীক মতাবেক ভোট হয় খালেদা
জয়ী হবে। এই প্রতিহিংসা খালেদা আজ
জেল খাটছে, এটা ক্লাস ওয়ান টুয়ের ছেলে
মেয়েও বুঝে আপনি কেন বুঝেও চোখের
ছানী নিয়ে চলছেন। "

-যারা বেগম জিয়াকে ভোট দিয়ে জয়ী করবেন, তারা নিজে ক্ষতিগ্রস্ত হয়ে, সাথে সাথে বাকীদের পায়ে কুড়াল মারবেন; এদের ভোটাধিকার থাকা উচিত নয়।

০৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২০

চাঁদগাজী বলেছেন:


১৯৭৫ সালে জেনারেল জিয়া ক্ষমতায় এসে, দেশকে ভুল পথে নিয়ে গেছে, মুক্তিযোদ্ধাদের ফাঁসী দিয়ে দেশপ্রেমিকদের রাজনীতি থেকে সরায়ে দিয়ে মুসলীম লীগ ও ঝরা রাজনীতিবিদদের নিয়ে বিএনপি করে, দেশের মোড় ঘুরায়ে দিয়েছে; তারপর মানুষ আর রাজনীতিতে ফিরে আসতে পারেনি; বেগম জিয়া জামাতীদের নিয়ে এসেছে, মুক্তিযোদ্ধারা দেশের নামও ভুলে গেছে; এটা সেই বেগম জিয়া। উনাকে এবারেও জিততে হলে উনাকে জামাতের ভোট পেতে হবে।

০৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

চাঁদগাজী বলেছেন:


২৬ বছরে এতিমখানা না করার, বা সেই টাকাগুলো প্রতিষ্ঠিত এতিমখানাগুলোকে না দেয়ার পেছনে আপানর কোন যুক্তি থাকলে বলুন।

১১| ০৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

তারেক_মাহমুদ বলেছেন: নচিকেতার একটা গানের লাইন আছে

'বিজয়ীরা বরাবর ভগবান এখানেতে পরাজিতরাই পাপী এখানে
রাম যদি হেরে যেতো রামায়ণ লেখা হতো রাবন দেবতা হতো সেখানে '

রাজনৈতিক পোষ্টে কমেন্ট করতে ভাল লাগে না, শুধু আপনার পোষ্ট বলেই কমেন্ট করলাম, কারণ আপনার বিশ্লেষণগুলো ভাল লাগে।

০৬ ই মার্চ, ২০১৮ রাত ৮:০২

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া, শেখ হাসিনা, রওশন এরশাদ, এরা রাজনীতিবিদ ছিলেন না; তারা ক্ষমতায় এসে দেশ চালাচ্ছেন বলে, উনারা কিন্তু রাজনীতিবিদ হয়ে যাননি।

১২| ০৬ ই মার্চ, ২০১৮ রাত ৮:১৯

ব্লগার_প্রান্ত বলেছেন: মূলধারার রাজনীতি নিয়ে কোন মাথাব্যথা নেই।
খালেদা হাসিনা যত অপকর্মই করুক না কেন, তাদের দুজনেরই ভালো জনসমর্থন আছে। কট্টরপন্থীরা কখনোই শুধরাবেনা।

০৬ ই মার্চ, ২০১৮ রাত ৮:২৯

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার সমর্থকদের একাংশ অন্যদের অধিকার ও সুযোগ কেড়ে নিচ্ছে; সুযোগ-হারা মানুষ ঋণ করে, জমি বিক্রয় করে কুয়েত, সৌদী, মালয়েশিয়া যাচ্ছে স্ত্রী-পরিবারকে ফেলে; একই ঘটনা ঘটেছে বেগম জিায়র সময়, ফালু আমেরিকান ডলারে বিলিওনিয়ার হয়েছে, আর ঢাকা ইউনিভার্সিটির গ্রেজুয়েট বেকার।

১৩| ০৬ ই মার্চ, ২০১৮ রাত ৮:৪৮

হাফিজ বিন শামসী বলেছেন:
মাফ চাওয়ার প্রশ্ন তো তখনই আসবে যখন সে অপরাধ স্বীকার করবে। তিনি কি অপরাধ স্বীকার করেছেন? তাহলে আপনি কাকে মাফ চাইতে বলছেন?

০৬ ই মার্চ, ২০১৮ রাত ৯:১২

চাঁদগাজী বলেছেন:


বোকারা নিজের অপরাধ টের পায় না, দুষ্টরা নিজের অপরাধ স্বীকার করে না, উনি কোনটা?

১৪| ০৬ ই মার্চ, ২০১৮ রাত ৮:৫৩

কানিজ রিনা বলেছেন: আমি দলকানা নই কোনও বুদ্ধিপ্রতিবন্ধিনই।
আপনি যে যুক্তির কথা বলতে বলছেন
তা এব্লগে অনেকেই যুক্তি দেখিয়ে লিখেছেন
সেটা হয়ত আপনার অজানা নয়। শেখ হাসিনা
খালেদা কোনও রাজনীতিবিদ ছিলেননা তাইত?
তবুও ওনারা দেশ চালাচ্ছেন বা চালিয়েছেন।
জাতীর পিতা রাজনীতিবিদ ছিলেন তবুও
তিনি খুনিদের হাতে সহীদ হয়েছেন তাকে
রাজনীতির জাতাকলেই সহীদ করা হয়েছিল।
কোথায় ছিলেন আপনারা মুক্তি যোদ্ধারা?
কেন দেশটা জিয়াউর রহমান হাতে নিলেন
খন্দকার মোস্তাকের কাছ থেকে। আপনি
বলেছেন জিয়াউর রহমানের সাথে আপনার
ভাল সম্পর্ক ছিল। বঙ্গবীর কাদের সিদ্দিকী
বলেন জিয়াউর রহমান আমাদের মুক্তিযোদ্ধাদের অনেক অনুপ্রেরনা দিয়েছেন
তাহলে তিনি যখন দেশকে ভুল পথে পরিচালনা করেছেন তখন এত এত বড় বড়
রাজনীতিবিদরা কোথায় ছিল? আপনারা মুক্তি
যোদ্ধারা বা কেন আর একবার জীবন উৎসর্গে
নামলেন না? আজ এখনও পুরোনা কাসন্দী
ঘেটে কথা বলেন।
ভুল সবই ভুল এজীবনের পাতায় পাতায় ভুল।
এত বড় বড় রাজনীতিবিদ থাকতে কেন
খালেদা হাসিনার পিছনে সবাই দোড়ায়?
কারন একটাই জাতীরপিতা ও জিয়া অনেক
জন প্রিয় নেতা তা আর আমরা কোনও দিন
ফিরে পাবনা। খালেদা হাসিনা তারই উত্তরশুরি।
ভুল সবই ভুল খালেদা জামাতের সংঙ্গে নিয়ে
হাসিনা সৈরাচার এর সাদের নিয়ে সংগঠন
চালিয়ে যাচ্ছে। এখন আমরা পিছনের ঢোল
পিটিয়ে ভাঙা ঢোলের আওয়াজ আর শুনতে
চাইনা। দেশ কিসে সুখি সম্মৃদ্ধিতে চলবে
সে কথার যুক্তি দেখান। দুইটা দলের দুর্নীতি
বাজদের বাদদিতে পারেন যদি দুই নেত্রী
দেশের বিরুদ্ধে কারা সরযন্ত্রে লিপ্ত তাদের
মুলো উৎপাটন করতে পারলেই একমাত্র
দেশের মানুষ সুখে থাকবে। ভাল থাকুন
চোখের ছানী দেশে এসে চিকিৎসা করান
ভাল চিকিৎসা আমাদের দেশেই আছে।

০৬ ই মার্চ, ২০১৮ রাত ৯:৩১

চাঁদগাজী বলেছেন:



মুক্তিযোদ্ধারা প্রবাসী সরকারের অংশ ছিলেন; ১৮ই ডিসেম্বরের পর, তাজুদ্দিন সাহেব মুক্তিযো্দ্ধাদের অস্ত্র জমা দিয়ে বাড়ী যেতে বলেন, সেই ছিল শেষ বাড়ী যাওয়া।

কাদের সিদ্দিকী অস্ত্র জমা দেয়নি; শেখ সাহেব ফিরে আসার পর, উনার পায়ের কাছে রাইফেল রেখে বিশ্বজোড়া এক ছবি তুলে একটি রাইফেল জমা দিয়েছে। সিদ্দিকী কিন্তু তাজুদ্দিন সাহেবের কথা মানেনি।

তাজুদ্দিন সাহেব পরে, সরকার চালানোর শুরু করলেন মুক্তিযো্দ্ধাদের ছাড়া; আসলেন শেখ সাহেব; তিনিও মুক্তি্যোদ্ধাদের না নিয়ে দেশ চালালেন।

এখন বলেন, অস্ত্রহীন, ঘরে বসে-থাকা মুক্তিযোদ্ধারা কিভাবে শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেবকে রক্ষা করবেন? এরা গরীবের ছেলে, মাঠে ঘাঁটে কাজ করছিলেন, ঢাকায় কি হচ্ছে, ওরা কি জানতেন? তদুপরি, বাদ দেয়ার পর, মুক্তিযোদ্ধাদের সংগঠিত হওয়ার কোন উপায় ছিলো? ভেবে উত্তর দেবেন!

দেশে সামরিক ক্যু হয়েছিল; সেই ক্যু হ্যান্ডলিং করার কথা কার; জিয়ার, নাকি শফি উল্লাহ'র? একটু ভেবে উত্তর দিয়েন!

১৫| ০৬ ই মার্চ, ২০১৮ রাত ৯:৩৪

হাফিজ বিন শামসী বলেছেন:
হয়তো দুইটাই। নয়তো কোনটাই নয়। বিশ্বাস করি কাকে বলুন?

০৬ ই মার্চ, ২০১৮ রাত ৯:৩৭

চাঁদগাজী বলেছেন:


বিশ্বাস করবেন লকিককে! বেগম জিয়া এসএসসি পাশ ছিলেন; বাংলাদেশের বাজেট এখন ৪৫ বিলিয়ন ডলার; উনি এটাকে সংখ্যায়ও লিখতে পারবেন না, আপনারও ৫ মিনিট লাগবে উহা লিখতে, উনার লাগবে ৫ মাস।

১৬| ০৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:৩২

রাজীব নুর বলেছেন: আপনার কাছে একটা আবদার ছিল জনাব-
আপনি একটা কবিতা লিখবেন। প্লীজ প্লীজ।

০৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:৩৬

চাঁদগাজী বলেছেন:


এই কঠিন কাজ আমার পক্ষে সম্ভব নাও হতে পারে!

১৭| ০৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:৩৩

রাজীব নুর বলেছেন: যে কোনো বিষয় নিয়ে। প্রেম ভালোবাসা, দেশ, রাজনীতি, বিচ্ছেদ। কমপক্ষে আট লাইন।
আমি অপেক্ষায় থাকলাম।

০৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:৩৭

চাঁদগাজী বলেছেন:


আচ্ছা, আমি মনযোগ দিয়ে দেখবো

১৮| ০৬ ই মার্চ, ২০১৮ রাত ১১:০৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
এই কঠিন কাজ আমার পক্ষে সম্ভব নাও হতে পারে!


আহ হা তবু চেষ্টা করুন। প্লীজ।

০৬ ই মার্চ, ২০১৮ রাত ১১:৫৩

চাঁদগাজী বলেছেন:



করবো, চেষ্টা করবো

১৯| ০৭ ই মার্চ, ২০১৮ রাত ৩:৪২

রোমিও সবুজ দাস বলেছেন: এদেশের কোন রাজনৈতিক দলই নিজেদের ভুল বুঝে ক্ষমা চাওয়ার মত মানসিক উদারতার অধিকারী নয়। কখনওই এরা নিজের দোসষ স্বীকার করবে না। আওয়ামীলীগ বা বি,এন,পি যেই হোকনা কেন সুস্থ রাজনীতি এরা এ দেশে কখনোই প্রতিষ্ঠা করতে পারবে না।

০৭ ই মার্চ, ২০১৮ ভোর ৪:০১

চাঁদগাজী বলেছেন:



কারণ, ওরা অসুস্হ রাজনীতি করে আসছে।

২০| ০৭ ই মার্চ, ২০১৮ ভোর ৪:০৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুম ।

০৭ ই মার্চ, ২০১৮ ভোর ৪:২১

চাঁদগাজী বলেছেন:



হুম হাম, বুম বাম ছেড়ে রাজনীতি বুঝার চেষ্টা করেন।

২১| ০৭ ই মার্চ, ২০১৮ ভোর ৪:২৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমি সেটাই করছি ওস্তাদ;তবে এই দুই বেটিরে এই দেশ থেইক্কা বাইর কইরা দিয়া নতুন মুখ আনন লাগবো। :)
এরা দুজনেই বুড়ি হইয়া গেছে ।এরা ডেট স্ফায়ার। B-)

০৭ ই মার্চ, ২০১৮ ভোর ৪:৩৩

চাঁদগাজী বলেছেন:



এরা দুজনেই এই দেশের মানুষকে পরাজিত করে, নিজেদের রাজত্ব চালায়েছে; এদের অপ-বাহিনীর সাথে মানুষ পেরে উঠেনি; শুধু মাত্র 'সময়' এদেরকে পরাজিত করবে, মানুষ পারেনি।

২২| ০৭ ই মার্চ, ২০১৮ ভোর ৫:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ক্ষ্যামা করার মালিক তো আল্লাহপাক। মানুষের কি ক্ষমতা আছে ক্ষেমা করার ।

০৭ ই মার্চ, ২০১৮ ভোর ৫:৫৩

চাঁদগাজী বলেছেন:



উনি অপরাধটা করেছেন মানুষের বিপক্ষে, জাতির বিপক্ষে

২৩| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ৯:২৪

মিরোরডডল বলেছেন: I agree with comment 4
বাংলাদেশী রাজনীতিবিদ হাজার ভুল করবে কিন্তু কখনও ক্ষমা চাইবে না
All of them same
অন্য দেশের দিকে তাকান
Few weeks back Deputy Prime Minister of Australia Barnaby Joyce asked for forgiveness for his scandal in national TV and resigned
সম্মান হারানোর আগে পদত্যাগ করা ভাল
আমাদের দেশে দুইজনকে পদত্যাগ করা উচিত এবং নতুন কে সুযোগ দিতে হবে
Enough!!!

০৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২০

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়ার মাফ চাওয়ার সুযোগ ছিলো, তিনি সেই পরিমাণ বিজ্ঞ না হও্য়ায়, সেই সুযোগ চলে গেছে। শেখ হাসিনার উদ্ভব ঘটেছে এক অফুরন্ত ক্ষোভের কারণে, তিনি নিজের লক্ষ্য অর্জন করেছেন, তিনি মানসিকভাবে নিজকে সবার উপরে স্হান দিয়েছেন, উনার ভুল কখনো উনার কাছে ধরা পড়বে না।

২৪| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৪

পদ্মপুকুর বলেছেন: আপনি প্রতিনিয়ত এমন একজনের সমালোচনা করছেন যাঁর এখন আর কোন ক্ষমতা নেই, এমন একজনকে উপদেশ দিচ্ছেন যিনি ভবিষ্যতে এই দেশের জন্য আর কোন ভূমিকা রাখার সুযোগ পাবেন না। এমন সব বিষয় নিয়ে দোষারোপ করছেন যেগুলো অতীত। ভেটেরান লিগারদের মত করে খালি ওই মানুষ এবং তাঁর সাঙ্গপাঙ্গদের উদ্ধার করে যাচ্ছেন।

এই অতীতচারণার মধ্য দিয়ে আপনি বর্তমানকে ক্রমাগত উপেক্ষা করে যাচ্ছেন, সেটা কি ঠিক হচ্ছে? যেটা হয়ে গেছে সেটাতো আর আমরা ফেরত আনতে পারবো না, কিন্তু বর্তমান ঘটনাগুলো, যেগুলো ভবিষ্যৎকে প্রভাবিত করবে, খুব ভালো হতো যদি সেসব নিয়েও জোরালো বক্তব্য দিতেন।

ভালো থাকবেন, শুভ ব্লগিং।

০৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২৪

চাঁদগাজী বলেছেন:



বর্তমানকে ধারণ করার চেষ্টা করবো।

বেগম জিয়া এখনো অতীত হয়নি, উনার জেলে যাওয়াকে কাজে লাগিয়ে এদেশের মানুষকে প্রভাবিত করা হবে, উনার জেলে যাওয়াকে পুঁজি হিসেবে ব্যবহার করা হবে।

২৫| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১৫

হাফিজ বিন শামসী বলেছেন: খালেদা জিয়া একজন অষ্টম শ্রেণী পাস মহিলা এটা আমরা সবাই জানি। সারা দেশবাসী জানে । তার এই কম শিক্ষা দুর্নীতির জন্য কোন লজিক হতে পারেনা । কম শিক্ষিত লোক হলেই যে দুর্নীতি করবে এটা কোন লজিক নয়। দুর্নীতি ভিন্ন জিনিস। উচ্চ শিক্ষিত লোকজন ও দুর্নীতি করে এবং বড় বড় দুর্নীতিবাজরাই উচ্চশিক্ষিত। বড় বড় দুর্নীতি করতে হলে উচ্চ শিক্ষার প্রয়োজন দুর্নীতির জন্য।

০৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৫

চাঁদগাজী বলেছেন:



দুর্নীতি যেকোন স্তরের শিক্ষিত করতে পারে; পুলিশ দুর্নীতি করছে, কেরানী দুর্নীতি করছে; তবে, প্রাইম মিনিষ্টারের দুর্নীতির ফলে কোটী কোটী মানুষ সুযোগ হারায়েছে, ভুগেছে

২৬| ০৭ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৭

আমি ব্লগার হইছি! বলেছেন: কোর্টে হাজিরা দিতে গিয়ে যদি আড়াই ঘন্টা লেট করে তাহলে জাতি উনার কাছে কি শিখবে?

০৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৬

চাঁদগাজী বলেছেন:


জাতি উনার থেকে দুর্নীতি শিখেছে, চুরি শিখেছে

২৭| ০৭ ই মার্চ, ২০১৮ দুপুর ২:১১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আপনি এগুলো বাদ দিয়ে আমেরিকায় কি ভাবে আরো দু-ডলার বেশি ইনকাম করা যাবে সেই চিন্তা করেন। ডলাম কামানোর জন্য গিয়া এগুলো চিন্তা ভালোনা। ভাগ্যিস গ্রীণ কার্ড পেয়েছিলেন!

০৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৩২

চাঁদগাজী বলেছেন:


আয় করতে গিয়ে অনেক বাংগালী দ: আফ্রিকায় প্রাণ হারায়েছে; দেশের বাহিরে আয় করতে যাওয়া ভালো নয়; যারা ১০/১৫ বছর বিদেশে আছে, এবং তাদের পরিবার দেশে, তাদের কি অবস্হা?

২৮| ০৭ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৩১

বারিধারা ২ বলেছেন: নিজামী ক্ষমা চায়নি, কিন্তু মিডিয়ায় এসেছে, তিনি দোষ স্বীকার করেছেন। মুজাহিদ ও সাকা তাদের বিরুদ্ধে চলা অন্য মামলার অগ্রগতি জানতে চেয়ে চিঠি দিয়েছেন, মিডিয়ায় এসেছে, তারা প্রাণভিক্ষার আবেদন করেছেন। এখন আপনিই বলেন, খালেদা জিয়া যদি আপনার প্রেসক্রিপশন অনুযায়ী চলতেন, এখন তাহলে অবস্থা হত কি?

০৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২৯

চাঁদগাজী বলেছেন:



মুজাহিদ ও সাকা বিএনপি চালায়নি, এবং তারা যুদ্ধাপরাধে অপরাধী ছিলো।

বেগম জিয়ার প্রশাসনকাল জাতির জন্য অপমানকর সময়; তিনি মাফ চাইলে, উনাকে গুণী মনে হতো, আমরা সান্ত্বনা পেতাম যে, একেবারে গাধাকে আমরা মাথায় রাখিনি।

২৯| ০৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৫

রাজীব নুর বলেছেন: অনেক ভেবে চিনতে দেখলাম- ক্ষমতায় থাকার সময় খালেদা জিয়া ও তার লোকজন দেশের উন্নয়ন খুব কম করেছে।

০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া এসেছিলেন লোভে, শেখ হাসিনা এসেছিলেন ক্ষোভে

৩০| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ২:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উচিত তো অনেক কিছুই ছিল। তবে দেশের রাজনৈতিক শিক্ষা ও পরিবেশ তেনাকে এসব স্বীকার করতে দেয়নি। যেদিন নেতা নেত্রীরা আয়নাতে নিজের মুখ দেখবেন সেদিন যদি কিছু পরিবর্তন হয় দেশে...

০৮ ই মার্চ, ২০১৮ রাত ২:৩১

চাঁদগাজী বলেছেন:



তিনি কি আসলে রাজনীতি বুঝতেন? উনাকে নিয়ে গেছে, উনি আনন্দ পেয়ে থেকে গেছেন; কখন সরতে হবে বুঝতে পারেননি।

৩১| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ৩:৪৯

অক্পটে বলেছেন: ১৫ হাজার কোটি টাকার বিচারটা যখন হবে তখন কি আপনার মনে হয় আপনার নেত্রী জাতির কাছে ক্ষমা চাইবে? আপনি এক জায়গায় বলেছিলেন দুদকের করা হাসিনার ১৩টি মামলার ভিত্তিগুলো দূর্বল। দূর্বল ভিত্তি সবল করা কি আসলে খুব কঠিন? আপনার কিছু লেখা এবং মতামত ভাল লাগছিলো কিন্তু দুঃখজনক হলো হাসিনার মতো আপনিও সর্বদা খালেদা জ্বরে ভোগেন।
আমরা ব্লগ পড়ি, ভাত টিপে দেখার মতোই আমরা কিন্তু পরখ করি লেখকদের বক্তব্য এবং তাদের নিয়ে অনেক বিশ্লেষণ থাকে পাঠকের মনে। খালেদা জ্বরে আপনার মুখ তেতো হয়ে গেছে, এক চোখা নীতি অবলম্বন করার কারণে আপনি খুব বেশি প্রলাপও বকছেন, অন্য উপসর্গও যোগ হবে যদি এটাকে না সারান। অবশ্য বাঙ্গালী হবার কারণে তা স্বীকার করবেন না জানি। কারণ আমাদের সেই ট্রেডিশান নেই।

০৮ ই মার্চ, ২০১৮ ভোর ৪:১৬

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া ও শেখ হাসিনা বাংলাদেশ চালানোর কথা ছিলো না; অনেক রক্ত দিয়ে এদেশ এনেছিলেন সাধারণ মানুষ; তাঁদের স্বপ্ন গুলোকে পায়ের নীচে দলিত করেছে জে: জিয়া, এরশাদ, বেগম জিয়া ও শেখ হাসিনা।

মানুষ চাচ্ছিল যে, বেগম জিয়া ও শেখ হাসিনাকে রাজনীতি থেকে অবসরে পাঠাতে, মানুষ পারেনি; কিন্তু শেখ হাসিনা পেরেছে বেগম জিয়াকে সরাতে। আমি বেগম জিয়াকে সরাইনি; এখন মানুষ পারলে শেখ হাসিনাকে সরাক; না হয়, উনি নিজকে সরাবেন/

৩২| ০৮ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই জাতির প্রা য় স বাই ই তো এতি ম।

০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৯

চাঁদগাজী বলেছেন:


সরকার হলো ধনীদের জন্য, এতিমদের জন্য ভরসা মাদ্রাসা ও এতিখানা

৩৩| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ১১:৫১

রসায়ন বলেছেন: সহমত

০৯ ই মার্চ, ২০১৮ রাত ১২:৩৫

চাঁদগাজী বলেছেন:


মানুষকে সন্মান করেননি বেগ জিয়া কখনো

৩৪| ১০ ই মার্চ, ২০১৮ ভোর ৪:৫৬

অক্পটে বলেছেন: বাংলাদেশে একমাত্র পুরুষ হলো এরশাদ, যিনি এখনো জিন্দা। ঐ আমি পরধান মন্ত্রী তুই বিরোধীদল বোনে ভাইয়ে মিলে সুখের পরিচালন। আর সবাইত চুড়ি হাতে দিয়ে বসে আছে।

১০ ই মার্চ, ২০১৮ ভোর ৫:৪৮

চাঁদগাজী বলেছেন:


জেনারেল জিয়া এসে, দুষ্টদের রাজনীতিতে আনার পর, সাধারণ মানুষের জন্য রাজনীতি কঠিন হয়ে গিয়েছিল।

৩৫| ১০ ই মার্চ, ২০১৮ ভোর ৬:৩১

অক্পটে বলেছেন: জানিনা অতীত নিয়ে ঘাটাঘাটি করে পুরুষরা আর কতো এড়িয়ে যাবে নিজের অপারগতাকে। আমার দেশ পররাষ্ট্র নীতিতে অ-নে-ক বেশি পিছিয়ে এই কথাকি মানেন?

১০ ই মার্চ, ২০১৮ ভোর ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:



দরিদ্রের আবার পররাষ্ট্র নীতি কি? কে কত রিলিফ দিলো সেটার হিসেব?

৩৬| ১০ ই মার্চ, ২০১৮ ভোর ৬:৪৯

অক্পটে বলেছেন: এই জন্যইতো মায়ানমারের সাথে আমাদের এগুচ্ছেনা। ওরা দিন দিন আমাদের ঘাড়ের উপর ভারি হয়ে যাচ্ছে।

১০ ই মার্চ, ২০১৮ সকাল ৭:৪২

চাঁদগাজী বলেছেন:


মায়ানমার অন্যায় করছে, ওরা আমেরিকাকে ১ পয়সার পাত্তাও দেয়নি কোনদিন, বাংলাদেশ তো নস্যি

৩৭| ১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৬

ঠাকুরমাহমুদ বলেছেন: - বোকারা নিজের অপরাধ টের পায় না, দুষ্টরা নিজের অপরাধ স্বীকার করে না, উনি কোনটা?

খালেদা জিয়া’র মাফ চাওয়ার মতো মন মানষিকতা ক্ষমতায়নের পর পানিতে ভেসে মহাসাগরে আছে তা ফিরিয়ে আনা অন্তত এই্ জীবনে তো সম্ভব না, দেশবাসী কি খালেদা জিয়ার ইন্না - - -ঊণের পর পূর্ণজন্মের জন্য আপীল করবেন !!! খালেদা জিয়ার আজ এই অবস্থার মুল কারণ তার সাঙ্গ পাঙ্গ, স্বাধীণতার পর এখন পর্যন্ত এই দেশে যা লুটতরাজ হয়েছে আমার ধারনা বৃটিশ স্বাসন আমলেও এতো লুটতরাজ হয় নি ! বাংলাদেশের মানুষ আসলেই অভাগা এক জাতী আশা করে অনেক বড় বড় রু্ই কাতল আর পায় পঁচা ময়লা আর্বজণা ভরা ছিচকা চোর, ডিজিটিাল চোর, মিডিয়া চোর ।। দুঃখিত চাঁদগাজী ভাই এদের ডাকাত বলতে পারছি না ডাকাত সে যে বুক ফলিয়ে ছিনা টানিয়ে সামনে এসে দাড়ায়, এরা চোর সিঁদ কাটা চোর, চুরি শেষে আমাদের ঘরের পুরাতন ব্যাবহার করা হাড়ী পাতিল কাথা বালিশ ও নিয়ে গেছে - চোর না তো কি ছেচড়া চোর রাজনিতি তে এসে আমাদের দেশের জীবনের ৪৭ টা বছর নষ্ট করে দিয়েছে - আপনার কাছে আপীলের জন্য রুল ব্যাঞ্চ আশা করছি - কেনো তাদেরকে ডাকাত বলা যাবে না চোর বলে গণ্য করতে হবে ।।

১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩২

চাঁদগাজী বলেছেন:



বিএনপি'র মারাঠারা উনাকে সাজিয়ে গুজিয়ে ডাকাতিতে নামায়েছিল: ওরা সব দখল করেছে, তিনিও ভাগ পেয়েছেন, এখন উনি জেলে, ওরা আনন্দ ফুর্তি করছে, বিনোদনের আন্দোলন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.