নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বড় বড় গাছ, সুন্দর সুন্দর মুকুল, ফরমালিনযুক্ত পাকা আম

০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১২



৬ দফা, ১৯৭০ সালের ভোট, ৭ই মার্চ, অসহযোগ আন্দোলন, ২৫শে মার্চ, মুক্তিযুদ্ধ, ১৬ই ডিসে্বর, ১০ই জানুয়ারী, সবই বিশাল বিশাল ঘটনা; আজকের ফলাফল: শতকরা ৪০ জন পড়ালেখা জানে না, বেকারের সঠিক সংখ্যা মানুষ জানে না, আগামী ভোটে কি হবে মানুষ জানে না, বেগম জিয়া জেলে, সরকারের সাথে মানুষের কোন যোগাযোগ নেই, ৭ই মার্চের ভাষণ এখন ইউনিসেফের অধীনে বিশ্ব ঐতিহ্য।

যদি কার্যকরী হতো, ৬ দফা পুর্ব পাকিস্তানের অর্থনীতিকে চাংগা করার কথা ছিল; "যদি" কার্যকরী হতো; যাক, কার্যকরী হয়নি। আজকের অবস্হা থেক বুঝা যাচ্ছে যে, ৬ দফা কার্যকরী হলেও সাধারণ বাংগালীদের ভাগ্য বদলাতো না; শেখ সাহেব পাকিস্তানের রাষ্ট্র-প্রধান হয়ে ৫ বছরে কতটুকু করতেন, সেটা বুঝা গেছে উনার স্বাধীন বাংলাদেশে সাড়ে ৩ বছরের সরকার চালনায়।

৭ই মার্চ ফিরে এসেছে আজকে আবার, ঢাকায় আওয়ামী লীগের সভা হয়েছে, যানজট হয়েছে, মানুষকে ডেকে সভাতে নিয়েছে, বাস দিয়েছে, হয়তো খাবারও দিয়েছে। ১৯৭১ সালে, ৭ই মার্চের সভার দরকার ছিলো, মানুষের জানার দরকার ছিলো,পার্লামেন্টের মিটিং বন্ধ করার পর মানুষ কি করবে, আ্ও্য়ামী লীগ কি করবে, মানুষ নিজের থেকেই এসেছে। ৭ই মার্চের সভার পর, অসহযোগ আন্দোলন হয়েছে, ২৫ শে মার্চ এসেছে; আওয়ামী লীগের আজকের সভার পর, যানজট ছাড়া আর কিছু হবে না।

আজকের মানুষের জন্য ৭ই মার্চ শুধু ঐতিহাসিক ঘটনা; সেই সভায় শেখ সাহেবের সেই পুরাতন বক্তৃতা বাজায়ে হইচই করার কোন অর্থ নেই; আজকের সভার বক্তা শেখ সাহেব নন, আজকের মানুষের সমস্যা পার্লামেন্টের বৈঠক নয়; আজকে সমস্যা: জাতিকে লেখাপড়া থেকে বন্চিত করা হয়েছে, পড়ালেখার মান নেই, চাকুরী নেই, সব সুযোগ দখল করেছে সামান্য মানুষ; এগুলো আজকের সভায় আলোচনার বিষয় হওয়ার দরকার ছিল; কিন্তু আওয়ামী লীগ সেই পুরাতন বক্তৃতা নিয়ে সময় কাটায়েছে, অকারণে যানজট করেছে; সভাতে শেখ সাহেব নেই, এই ৭ই মার্চের কোন মুল্য নেই





মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: আজকের সভা আওয়ামীলীগের স্বার্থে। নির্দিষ্ট কোন দল বা গোষ্ঠীর স্বার্থ রক্ষার্থে মানুষ আসবে কেন?!

০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

চাঁদগাজী বলেছেন:


আজকের এই ঐতিহাসিক দিনকে সবার জন্য সার্বজনীন করার দরকার ছিলো; যেহেতু ইয়াহিয়া খান নেই, সেই সমস্যাও নেই, আজকের সমস্যা নিয়ে কথা বলার দরকার ছিলো।

২| ০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

নীল আকাশ বলেছেন: চাঁদগাজী ভাই। আজকে আপনার একটা লাইন পড়ে আমি মুগ্ধ হয়ে প্রথম কমেন্ট করছি। শেখ মুজিব কি ছিল স্বাধিনতার পরে, সেই সত্য আওয়ামী লীগের দালাল রা গোপন করার কোনো চেস্টাই বাকি রাখে নি। সত্য মেনে নিয়ে আপনি যে বলেছেন ৩-১/২ বছর স্বাধিনতার পরের শাষন দেখে বুঝা গেছে উনি কি করতে পারতেন সে জন্য আপনাকে ধন্যবাদ। সত্য মেনে নেয়া টাও একটা বড় গুন যা সবার মধ্যে থাকে না। যারা শেখ মুজিবের স্বাধিনতার পরের শাষন সমম্ধে জানেন না তারা কস্ট কে একটু এ ই লেখা টা পড়বেন। "মুজিবের শাসন: একজন লেখকের অনুভব - আহমদ ছফা"

০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেব যা সাড়ে্ ৩ বছরে যা করেছিলেন, উহা স্বাধীনতার স্বপ্নের তুলনায় কিছুই ছিলো না; মানুষের স্বপ্ন ও সামর্থ ছিল অনেক অনেক বেশী

৩| ০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

নীল আকাশ বলেছেন: শেখ মুজিব তার নিজের কর্মকান্ডের জন্যই শুধু আওয়ামী লীগের হয়ে থাকবেন কখনো পুরো জাতীর হতে পারবেন না। সত্য কখনো চাপা থেকে না। ইতিহাস যতই বিকৃতি করা হোক সত্য একদিন প্রকাশ হবেই।

০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেব পুরো জাতির কেহ হতে চাননি হয়তো, তিনি বরং আওয়ামী লীগের সভাপতি হয়ে থাকতে চেয়েছিেলন

৪| ০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

জুনায়েদ বি রাহমান বলেছেন: কারা করবে? দেশের সমস্যা নিলে কথা বললে নিজেদের পকেট খালি হওয়ার সম্ভাবনা আছে। তিনারা পকেট ভারী করার জন্য রাজনীতি করে, মানুষের জন্য নয়।

০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়ার মতো পকেট ভারী হলে, বেগম জিয়ার সাথে দেসখা হবার সম্ভাবনা আছে

৫| ০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০২

ঢাকার লোক বলেছেন: এ যেন রিয়ার ভিউ মিররে তাকিয়ে থেকে সামনে ড্রাইভ করা! মাঝে মধ্যে পিছনে দেখা ভালো কিন্তু সামনে চলতে হলে দৃষ্টি সামনে নিবদ্ধ করা জরুরি ।

০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

চাঁদগাজী বলেছেন:


যে কিছু করতে পারে না, সে মামার গল্প করে

৬| ০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: তত্ত্বাবধায়ক আইন থাকলে অবশ্য সম্ভাবনা ছিলো। এখন এই ভয় নেই বললেই চলে।

০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

চাঁদগাজী বলেছেন:



কিসের কথা বলছেন?

৭| ০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বেগম জিয়ার মতো পকেট ভারী হলে, বেগম জিয়ার সাথে দেসখা হবার সম্ভাবনা আছে :)
এক নম্বার সত্য কথা ওস্তাদ।

০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

চাঁদগাজী বলেছেন:


সম্ভাবনা আছে, হাজার হলে বাংগালী জাতি, একদিন লেগে যেতে পারে!

৮| ০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: বেগম জিয়ার সাথে জেল দেখা হওয়ার সম্ভাবনার কথা বলছি। বিএনপি ক্ষমতায় গেলে এই সরকারের দুর্নীতিবাজরা জেলে গেলেও, জিয়া বেখসুর খালাস পাবেন।

০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২০

চাঁদগাজী বলেছেন:



বিএনপি ক্ষমতায় যাবার সম্ভাবনা নেই বললেই চলে; ক্ষমতায় গেলে, ওরা কারো বিচার আছার করার লোক নন।

৯| ০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

জুনায়েদ বি রাহমান বলেছেন: বিএনপিকে এখন এতোটা দুর্বল ভাবাটা ঠিক হবে না। আর বর্তমান প্রজন্ম স্বাধীনতা, দেশপ্রেম... উদাসী।
অধিকাংশ মানুষই দুর্নীতির অভিযোগগুলো রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ মনে করছে। এবং বেগম জিয়ার প্রতি সহানুভূতি দেখাচ্ছে। ভোটেও দেখাবে।

০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

চাঁদগাজী বলেছেন:



মানুষ যদি বেগম জিয়ার দুর্নীতিকে না বুঝেন, তা'হলে ভোটের সেন্টার পড়বে "জিয়া এতিম খানায়"।

১০| ০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

শাহিন-৯৯ বলেছেন: আজ এলাকায় দেখলাম জনপ্রতি ২০০-৩০০ টাকা দিচ্ছে সাথে বাসে করে যাওয়া-আসা ফ্রি। বঙ্গবন্ধু কি টাকা দিয়ে লোক নিয়েছিলেন বক্তব্য শুনার জন্য? নিশ্চই না।

০৭ ই মার্চ, ২০১৮ রাত ৮:০৫

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেবকে বক্তব্য দিতে বাধ্য করা হয়েছিল, মানুষ পরিস্হিতি জানতে চেয়েছিলেন; ওয়ায়দুল কাদেরের বক্তব্য শোনাতে বাস দিতে হবে, নগদ টাকা দিতে হবে, এটাই স্বাভাবিক।

১১| ০৭ ই মার্চ, ২০১৮ রাত ৮:০৪

সিফটিপিন বলেছেন: ৭ই মার্চের ভাষণ যদিও আমার প্রিয়, কিন্তু ইদানিং দেখছি কিছু অসময়েও সেই পুরাতন মাইকের ক্যানক্যানানি।

০৭ ই মার্চ, ২০১৮ রাত ৮:০৫

চাঁদগাজী বলেছেন:


উহার আবেদন শেষ হয়ে গেছে

১২| ০৭ ই মার্চ, ২০১৮ রাত ৮:২১

সিফটিপিন বলেছেন: দ্রুত প্রতিউত্তর দেওয়ার জন্য আপনাকে সামু নোবেল দেওয়া হইবে।

০৭ ই মার্চ, ২০১৮ রাত ৮:২৫

চাঁদগাজী বলেছেন:



সামু থাকাতে আমরা আমাদের ভাবনাকে রিফাইন করার সুযোগ পচ্ছেি, এটা বড় ব্যাপার।

১৩| ০৭ ই মার্চ, ২০১৮ রাত ৯:২০

আবু তালেব শেখ বলেছেন: কি হবে জনসভা করে?

০৭ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫৬

চাঁদগাজী বলেছেন:


শক্তি প্রদর্শন, ও নিজের দলের লোকদের বুঝার চেস্টা

১৪| ০৭ ই মার্চ, ২০১৮ রাত ৯:২১

আবু তালেব শেখ বলেছেন: যুদ্ধবিধস্ত একটা দেশ সহজে চালানো কষ্টকর,সময় সাপেক্ষ।

০৭ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫৭

চাঁদগাজী বলেছেন:



আপনি কি সিরিয়ার কথা বলছেন, নাকি বাংলাদেশের কথা বলছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.