নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনার সময়ে না ফিরলে তসলিমা নাসরিন কখন ফিরবে?

১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:০০



১৯৯৪ সালে তসলিমা নাসরিন প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে গেছে; উহা ছিলো বেগম জিয়ার সময়; জামাত-শিবির ও মৌলবাদীদের রাজত্ব ছিল প্রাইম মিনিষ্টারের অফিসে; এখন বেগম জিয়া লালঘরে, শেখ হাসিনার রাজত্ব তুংগে, এখন যদি তসলিমা দেশে না ফিরে, কখন সে ফিরবে? কথাটা এ'কারণে বলছি, বারবার শুনছি সে দেশে আসতে চায়। কেন আসতে চায়, তাও বুঝা মুশকিল; যেখানে ৪০ লাখ টাকা খরচ করে বাংগালীরা পায়ে হেঁটে মেক্সিকো হয়ে আমেরিকা আসছে!

আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া যদি ফ্রি-ভিসা দেয়, ১৭ কোটীর মাঝে কমপক্ষে ১০ কোটী দেশ ছেড়ে পালাবে আগামী কাল; সেখানে তসলিমা কেন দেশে আসতে চায়?

আসলে, বাংগালীরা যেভাবে দেশ থেকে পালাতে চায়, প্রবাসী বাংগালীরা তেমনি প্রতিদিনই দেশে ফিরতে চায়, এটা এক বিচিত্র অনুভুতি; এই কারণেই তসলিম হয়তো দেশে ফিরতে চায়।

তসলিমা নাকি অনেক বই লিখেছেন, অনেক পুরস্কার পেয়েছেন, অনেক দেশে ছিলেন; বর্তমানে তিনি দেশ থেকে পালিয়ে যাওয়াদের মাঝে একটা সিম্বল, যিনি তার সম-নাগরিকদের হাতে প্রাণ হারাবার ভয়ে দেশ থেকে পালিয়ে বেড়াচ্ছে। আমি উনার বই পড়িনি, উনার সম্পর্কে শুনেছি; তিনি আপনার, আমার মতোই, বা যেকোন বাংগালীর মতো বাংলাদেশের নাগরিক যিনি দেশে আসতে পারেন না জামাত-শিবির-বিএনপি, হেফাজত, কিছু ব্লগার, কিছু ইমাম, কিছু মোল্লাদের ভয়ে! ভয়ানক ব্যাপার!

এখন শেখ হাসিনার যুগ, এখন জামা্ত-শিবির বরফের মতো পানির নীচে মুল অংশ লুকিয়ে রেখেছে, বিএনপি বলতে রিজভী সাহেব, হেফাজত বলতে মোল্লা শফি সাহেব, যিনি শেখ হাসিনার সাগরেদ হয়েছেন, এই যুগে কেন তসলিমা দেশে ফিরছে না; এখন না ফিরলে কখন সে ফিরবে?

তসলিমা তার চুলের স্টাইল বদলায়ে, নতুন নামে সুইডিশ পাসপোর্ট নিয়ে, সেলোয়ার কামিজ পরে ভারত হয়ে, ট্রেনে দেশে এলে কেহ তাকে চিনবে না; দেশে কিছুদিন থাকলে, ভয় ভেংগে যাবে। তাকে এই ব্যাপারে সুইডিশ সরকার নিশ্চয় সাহায্য করবে। দেশে এলে, ঘনিষ্ট পরিচিতদের মাঝে থাকলে কেহ জানবে না; পরে জানলেও ক্ষতি নেই, দেশের মানুষ চাইবে না যে, জামাত-শিবির-বিএনপি বা হেফাজতের কেহ তাকে হত্যা করুক; মানুষই তাকে রক্ষা করবেন; দেশে জামাতী ফমাতী, বিএনপি মিএনপি, হেফাজত মেফাজতের বাহিরে কয়েক কোটী আসল বাংগালী আছেন এখনো।




মন্তব্য ৮৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮৬) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:০৬

জেন রসি বলেছেন: দল যার যার, মৌলবাদী চেতনা সবার। ;)

১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:১২

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা ভাবছে যে, উনার সময় তসলিমা ফিরলে উনার বদনাম হবে; মহিলা মানুষ হলো না।

প্রতিটি প্রবাসী প্রতিদিন দেশে ফিরতে চায়

২| ১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:১২

এলিয়ানা সিম্পসন বলেছেন: Eto rate post!

১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:১৭

চাঁদগাজী বলেছেন:


আমি সন্ধ্যা ৮ টার দিকে ঘুমিয়ে পড়েছিলাম; আপনি এত রাতে ব্লগ পড়লে, সেপ্টেম্বরে কি অবস্হা হবে?

৩| ১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:১৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ৪০ লাখ !!!!!!! এত টাকা !!!!!!!

১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:১৮

চাঁদগাজী বলেছেন:


নোয়াখালীর একটা এলাকা আছে, ওখানকার লোকজন গড়ে ৪০ লাখ টাকা দিয়ে প্রতিদিনই আসছে।

৪| ১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:১৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আগের পোসট নাই কেন?

১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৬

চাঁদগাজী বলেছেন:



শেখ সাহেবের ২ জন ভক্ত অনুরোধ করেছেন সরায়ে ফেলতে।

৫| ১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২২

নূর আলম হিরণ বলেছেন: উনি মৌলবাদীদের সাথে সাথে নিজেও উগ্রতা দেখিয়েছেন! তবে আপনার পর্যবেক্ষণ ভুল উনার ফিরার মত পরিস্থিতি সরকার এখনো সৃষ্টি করতে পারেনি! করবেও না!

১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২৬

চাঁদগাজী বলেছেন:



সরকারের কথা বলে লজ্জা দেবেন না, উনারা নিজে থাকার পরিস্হিতি করতেই ব্যস্ত আছেন; হাত তোলায়ে ভোটের ওয়াদা করাচ্ছেন; নাগরিকদের জন্য কি করবেন। তবে, দেশে এখনো অনেক ভালো বাংগালী জীবিত আছেন; ১৯৭১ সালের লোকজন আছেন এখনো ২ কোটী।

৬| ১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২৩

শফিউল আলম চৌধূরী বলেছেন: কিন্তু আমার তো জানা ছিলো ১৯৯৪ সালে বিম্পি-জামাতের সাপে-নেউলে সম্পর্ক ছিলো। বহু জামাত-শিবিরের নেতা-কর্মী ঐ সময় বিম্পির ক্যাডারেরা মেরেছিলো।

১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২৮

চাঁদগাজী বলেছেন:


মাংসের টুকরা নিয়ে শিয়ালে শিয়ালে মারামারি হয়, আবার একই গর্তে থাকে

৭| ১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হঠাৎ করে আপনার মাথায় তসলিমা নাসরিন কেন?:P :P?আপনার লেখার সাথে ছবির কোন মিল নেই।।X( X(

বাংগালীরা যেভাবে দেশ থেকে পালাতে চায়, প্রবাসী বাংগালীরা তেমনি প্রতিদিনই দেশে ফিরতেচায়, এটা এক বিচিত্র অনুভুতি;

কথা সত্য ।।

১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৬

চাঁদগাজী বলেছেন:


ব্লগার বাজীব নুরের সর্বশেষ পোষ্টের সমপুরক পোষ্ট হিসেবে লেখা; উনার পোষ্টে শিরোনামে তসলিমার নাম দেখলাম; সব সময় শুনি বেচারী তসলিমা নিজের দেশে ফিরতে চায়! ফিরতে হলে, এখনি সময়

৮| ১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৮

কানিজ রিনা বলেছেন: তসলিমা আসায় বসে আছে সরকার তাকে
আসার অনুরোধ করবে। প্রটোকল দিবে।
তাহলে হয়ত তসলিমা সাহস পেত আসার।
তবে তেঁতুই সফির সাথে যোগা যোগ করলে
হয়ত ফিরতে পারবে। কিন্তু মৌলানা সফি
তো তাকে বোরখা পড়ে আশার জন্য বলবে।
তাইকি তসলিমা মানবে। সফি হুজুর অনুরোধ
করলে হয়ত প্রধান মন্ত্রীও অনুমতি দিতে
পারেন। এটাই আমার ধারনা শাবানা ববিতারা
বোরখা পড়ে ধার্মীক হয়েছে তসলিমার হতে
অসুবিধা কোথায়? ধন্যবাদ।

১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৬

চাঁদগাজী বলেছেন:


শাবানা, ববিতারা নিশ্চয় লিখতে জানে না; তসলিমার সমস্যা সে লিখতে জানে; যদিও আমি উনার লেখা বই পড়িনি, বা সময় নষ্ট করে পড়ার পক্ষে নই; তারপরও তিনি লেখক ও বাংলাদেশের নাগরিক।

বাংলাদেশে ফিরতে বাংলাদেশ-বিরোধী মোল্লা শফির অনুমতি লাগবে? মোল্লা শফিরা পাকীদের সাহায্য করেছে

৯| ১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:০৮

কানিজ রিনা বলেছেন: কারন জামাতের সাথে সফিও যোগ দেবে।
সরকারের সাথে যখন সফির গাট বাধা তখন
সফি অনুমতি দিলে জামাতরা কিছু বলবে না।
ভুল বলেছি মৌলানা মোহাঃ সফি হুজুর।
আমিও তসলিমার কোনও বই পড়ি নাই।
তয় শুনেছি তছলিমা নাকি ইসলামিক রীতির
বিরুদ্ধে লিখেছে অনেক অশালীন ভাসা ব্যবহার
করে। তসলিমা নাকি বলত ছেলেরা রাস্তায়
প্রস্রাব করতে পারে মেয়েরা কেন পারবেনা।
এধরনের অনেক কথা। তবে বুঝা যায় উনি
ধর্মের বিরুদ্ধে লেখালেখি নিয়ে দেশ থেকে
বিতারিত হয়েছে। যেমন আমাদের প্রধান মন্ত্রী
বলে দিয়েছেন ধর্ম নিয়ে কোনও বাজে উক্তি
ছারলে তাদের জন্য প্রটোকল দায়ীত্ব নিবেনা।
হয়ত তসলিমার বেলায়ও তাই হয়েছে,ধন্যবাদ।

১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:১৬

চাঁদগাজী বলেছেন:



আমাদের দেশ থেকে ২/৩ কোটী হিন্দু পালিয়ে গেছে গত ২০ বছরে; ওরা কি ইসলাম নিয়ে কথা বলতো? বাংগালী মুসলমানদের এখন সবাই ভয় পায়, অবস্হা পাকী বা আফগানীদের মতো হয়ে গেছে।

তসলিমা এই দেশের মেয়েদের কষ্ট দেখেছে; কিশোরীকে চাকরাণী বানাতে দেখেছে, একজন নারীকে বুয়া হতে দেখেছে; তার মনে হয়তো অনেক ক্ষোভ।

১০| ১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২৩

রাজীব নুর বলেছেন: তসলিমা নাসরিনকে জোর করে বিদেশ পাঠানো হয়।
দেশে আসার জন্য তিনি অস্থির হয়ে আছেন।
দেশে আসার ইচ্ছা নিয়ে তিনি একটা কবিতা লিখেছেন, সেটা পড়ে আমার চোখ ভিজে উঠেছে।

১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২৫

চাঁদগাজী বলেছেন:



আমি উনার ব্যাপারে তেমন আগ্রহী নই, আপনার পোষ্টের শিরোনাম দেখে মনে পড়লো, সম্প্রতি কোথায় যেন দেখলাম উনি খুবই চাচ্ছেন দেশে ফিরতে।

১১| ১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: তসলিমার বই পড়েছি। তার লেখা নীচুমানের, অখাদ্য। মোল্লারা হাউকাউ না করলে, তার বইয়ে জায়গা হত উইপোকার পেটে।

১০ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

চাঁদগাজী বলেছেন:


ঘরের যেই ছেলে পড়ালেখা করার সম্ভাবনা থাকতো না, উহাকে মোল্লা বানাতো পরিবার, এটাও সমস্যা

১২| ১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:২২

আকিব হাসান জাভেদ বলেছেন: আপনি দেখছি তার শুধু খবরই রাখেন নি । সে সেলোয়ার কামিজ পড়ে সেই টা ও জানেন। একদিন শুনবো তাসলিমা নাসরিন সাহিত্য পুরস্কার পেয়েছে। সবই সম্ভব।

১০ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

চাঁদগাজী বলেছেন:


সে উচ্চ-শিক্ষিত মহিলা, সে'তো মফিজ মিয়া নয়; পুরস্কার তো অনেক পেয়েছে শুনলাম

১৩| ১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মহাত্মা গান্ধী সেবা আশ্রমে বছরের শেষ পরীক্ষা, জৌরা, ভারত। :)

১০ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

চাঁদগাজী বলেছেন:


উনার ওখানে কি পরীক্ষা টরীক্ষা হতো? কিসের জন্য?

১৪| ১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৩

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার জন্য তসলিমার একটি কবিতা দিলাম।'
'বড় ভয়ে গোপনে গোপনে থাকি'
মানুষের চরত্রই এমন
বসলে বলবে না, বসোনা
দাড়ালে, কি ব্যাপার হাঁটো।
আর হাঁটলে,ছি!বসো।
শুয়ে পড়লেও তাড়া - নাও ওঠো
না শুয়েও স্বষ্তি নেই,একটুতো শোবে।
ওঠবস করে করে নষ্ঠ হচ্ছে দিন।
এখন মরতে গেলে বলে ওঠে বাঁচো।
না জানি কখনও বাঁচতে দেখলে বলে উঠবে -ছি!
মরো,বড় ভয়ে গোপনে গোপনে বাঁচি।

১০ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

চাঁদগাজী বলেছেন:


সে তো চাইলে সামুতে ব্লগিং করতে পারে!

১৫| ১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৫১

কথাকথিকেথিকথন বলেছেন:




এতো বছর বাইরে থাকা মানুষ কী দেশে এসে নিজেকে মানিয়ে নিতে পারবে ! বাইরের দেশের জীবনযাপণে যথেষ্ট স্বাধীনতা আছে ।

১০ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

চাঁদগাজী বলেছেন:



বাংগালী, দেশে থাকলে বিদেশে যেতে চায়, প্রবাসে থাকলে দেশে আসতে চায়, আজব!

১৬| ১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৮

মিরোরডডল বলেছেন: আমি তার অনেক লেখা পড়েছি। কিছু ভাল। কিছু খারাপ।
As a reader its up to me which one I'll accept or not.
no one is 100% perfect. She's a human being too.

প্রত্যেক নাগরিকের দেশে ফিরে আসার অধিকার আছে
এই দেশে এখনও অনেক বড় বড় অপরাধী আছে
যদি তারা থাকতে পারে তবে কেন সে আসতে পারবে না?

লেখক লিখেছেন। এটা তার স্বাধীনতা। পাঠক পড়বে যদি তারা পছন্দ করে।
যদি আপনি না চান পড়বেন না। এটা পাঠক এর স্বাধীনতা।
কিন্তু দেশ ছেড়ে চলে যেতে হবে কেন!!!
Its injustice

১০ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

চাঁদগাজী বলেছেন:


মোল্লা শফির লোকেরাও তসলিমাকে ভয় লাগায়; মোল্লা শফি আসলে আমাদের দেশী মানুষ নন।

১৭| ১০ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

বারিধারা ২ বলেছেন: জার্মানি থেকে তাড়িয়ে দিয়েছে, সুইডেনেও টিকতে পারেনি। ইন্ডিয়াও পার্মানেন্ট ভিসা বা সিটিজেনশীপ কিছুই দিচ্ছেনা। প্রতিবার ভিসার মেয়াদ বাড়ানোর সময় নানা ধরণের ঝামেলা হয়। এখন স্বদেশে ফেরা ছাড়া আর উপায়ই বা কি?

১০ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

চাঁদগাজী বলেছেন:



দেশের মানুষ দেশে থাকবে, এই তো নিয়ম।
কিন্তু কিছু ভয়ংকর বাংগালীর ভয়ে কিছু বাংগালী দেশ ছেড়ে পালিয়ে যেতেছে, আর আমরা এই ভয়ংকরদের পালন করছি, জঘন্য

১৮| ১০ ই মার্চ, ২০১৮ রাত ৮:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শেখ হাসিনা মোল্লাদের বিরাগভাজন হওয়ার সাহস রাখেন না।

১০ ই মার্চ, ২০১৮ রাত ৮:১৪

চাঁদগাজী বলেছেন:



তিনি তাঁর সংগ্রহে একদিন জামাত শিবিরকেও আনার সম্ভাবনা আছে। উনি সুবিধাবাদি

১৯| ১০ ই মার্চ, ২০১৮ রাত ৮:৪৮

কানিজ রিনা বলেছেন: আসলে তো তাই এত কম বুঝলে কেমন
হবে। যখন ইসলামীক ব্যাংক সরকারী
আওতায় চলে যায়। তখন এক কর্মকর্তাকে
বলতে শুনেছিলাম, বিএনপি আমাদের জন্য
কিছু করে নাই আমরাই বিএনপির জন্য
করেছি। আমরা এখন আওয়ামীলীগে যোগ
দেব। কথাটা শুনে থ,হয়েছিলাম। বিপদে
পড়লে বিড়াল গাছে উঠে এই সত্য।

১০ ই মার্চ, ২০১৮ রাত ৮:৫৪

চাঁদগাজী বলেছেন:


ইসলামী ব্যাংকের মুলধন অন্যায়ভাবে এসেছিল, ১৯৯৩ সালে আসা রোহিংগাদের জন্য সব আরবদেশ থেকে মীর কাশেম আলী কয়েক বিলিয়ন ডলার নিয়ে এসেছিল; রোহিংগাদের জন্য ১০০ খানেক অস্ত্র কিনে, বাকী ডলারগুলো বাংলাদেশে অনেক ব্যবসায় লাগায়েছে; সেটা থেকেই ইসলামী ব্যাংকের মুল পুঁজি।

ওরা ডালে ডালে চলে, আওয়ামীরা পাতায় পাতায় চলে; দানের টাকা থেকে আরো কয়েক বিলিয়ন আয় হয়েছে, এখন সবাই ভাগ পাচ্ছে। জামাতও আগে টাকা কিছু সরায়ে নিয়েছে।

২০| ১০ ই মার্চ, ২০১৮ রাত ৮:৫২

সৈয়দ ইসলাম বলেছেন:
দেশের সন্তান দেশে আসুক এটা সবাই চায়, এগা নিতান্তই স্বাভাবিক।

আপনি বললেন তার কোন বই পড়েননি, আবার কানিজ রিনা আপুর প্রতি মন্তব্যে বললেন,
তসলিমা এই দেশের মেয়েদের কষ্ট দেখেছে; কিশোরীকে চাকরাণী বানাতে দেখেছে, একজন নারীকে বুয়া হতে দেখেছে; তার মনে হয়তো অনেক ক্ষোভ।

আসলেই তার মনে অনেক ক্ষোভ। তার বই পড়ুন, অনেক কিছু জানতে পারবেন। হুমায়ুন এমন হুমায়ুন তেমন, এমন অনেক কথাই শুনা যায়, যেহেতু হুমায়ুনের বক আছে তাই হুমায়ুনের বই পড়ে তাকে চেনা যায় সহজে। শুনা কথায় কান না দেয়াই উত্তম।

নিরন্তর ভালো ও সুস্থ থাকুন।
আপনার চোখের কী অবস্থা?

১০ ই মার্চ, ২০১৮ রাত ৯:০০

চাঁদগাজী বলেছেন:


আমি উনার বই নয়, অনেক বিখ্যাত লোকের বইও পড়ি না; আমার চোখে সমস্যা আছে অনেক দিনের থেকে, আমি খুবই দরকারী বই হলে পড়ি।

তবে, তসলিমার উপর লিখিত সামান্য রিভিউ দেখেছি সময়ে সময়ে, অনলাইনে উনার দু'চার লাইন বক্তব্য দেখেছি; আমি উনার ফ্যান নই; আমার বক্তব্য, সরকার থাকতে দেশের এক নাগরিককে কিভাবে অন্যদের ভয়ে পালিয়ে যেতে হয়? যাদের ভয়ে পালিয়ে যেতে হয়, তাদেরকে বের করে দেয়া দরকার জাতির সিকিউরিটির জন্য।

২১| ১০ ই মার্চ, ২০১৮ রাত ১০:৩৮

কানিজ রিনা বলেছেন: আসলে ইউ টিউবে দেখেছিলাম তসলিমা
দেশে ফিরতে চায় বয়স বেড়েছে। দেশে
ফিরতে চায় আগে ভাল মন্দ যাই করুক
লিখুক এখনও তাই করবে বলে আসা
করা যায়না নিজের একটা সন্তান নাই।
ভাবলে মায়াই লাগে দেশের মেয়ে এত একটা
শিক্ষিত মেয়ে কেন ভারতে পড়ে থাকবে
মৃত্যু ঘটলে তো ঠিকই দেশেই আনা হবে
তার আগে মাতৃভূমিতে ফিরলে অসুবিধা
দেখিনা। কতকত অপরাধীরা দেশে বসে
বসে ফায়দা লুটছে। হয়ত ওর হয়ে বলার
কেউ নাই। সরকার বিবেচনা করলে হয়ত
দেশের মেয়ে দেশেই ফিরতে পারত।

১০ ই মার্চ, ২০১৮ রাত ১০:৪৮

চাঁদগাজী বলেছেন:


সেটাই কথা; ওর কেহ নেই, ও আমাদের দেশের নাগরিক; সে অন্যায় করলে তার বিচার হবে। কিন্তু কিছু লোকের ভয়ে যদি নাগরিক দেশে আসতে না পারে, সেসব লোকদের বিপক্ষে ব্যবস্হা নেয়ার দরকার আছে। সে ফিরতে চাইলে তাকে সাহায্য করার দরকার।

২২| ১০ ই মার্চ, ২০১৮ রাত ১০:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: উনার লেখায় সাহিত্যমান তেমন পাই নি। তবে উনি অনেক সাহসী বাণী উচ্চারণ করেছেন। এ সমাজে এমন বাণী উচ্চারণ করা কঠিন।
মৌলবাদীদের উৎপাত এখনও কম না। দেশে এলে বিপদে পড়তে পারেন। সরকারও নিশ্চয় উটকো ঝামেলায় পড়তে চাইবে না।

১০ ই মার্চ, ২০১৮ রাত ১০:৫১

চাঁদগাজী বলেছেন:


সরকার নিজের ঝামেলায় আছে, নাগরিক টাগরিক নিয়ে ভাবার সময় সরকারের কখনো ছিলো না।

আমার পড়ার সমস্যা আছে, আমি আইনষ্টাইনের লেখাও আজকাল পড়ি না।

২৩| ১০ ই মার্চ, ২০১৮ রাত ১০:৫৫

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনার আগের পোস্টটা সরিয়ে ভালো করেছেন। এরকম ফালতু পোস্ট আশা করি নি।

১০ ই মার্চ, ২০১৮ রাত ১১:১৬

চাঁদগাজী বলেছেন:


আরো ২ জন একই কথা বলেছেন; একজন গালিও দিয়েছেন, কি আর করা!

২৪| ১১ ই মার্চ, ২০১৮ রাত ২:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সর্বশেষ কথাগুলো অনেক নির্ভরতার, অনেক স্বপ্ন।

ভালো বলেছেন

১১ ই মার্চ, ২০১৮ রাত ৩:০৪

চাঁদগাজী বলেছেন:


মানুষ সরকারের ভয়ে পালিয়ে যায়; হিন্দুরা মুসলমানের ভয়ে পালিয়ে যায়; তসলিমাকে পালাতে হয়েছে রাজাকার ও তাদের বন্ধু-বান্ধবদের ভয়ে, হতবাক হওয়ার মতো কথা

২৫| ১১ ই মার্চ, ২০১৮ সকাল ৭:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এখন আসলে তেনাকে তথ্য প্রযুক্তি আইন কিংবা ধর্ম অবমাননার মামলায় জেলে যেতে হতে পারে। তাছাড়া শেখ হাসিনা এত কাঁচা কাজ করেন না। উনি যেখানে মন চাইলেও রাষ্ট্রধর্ম ইসলাম কিংবা শুক্রবারের ছুটি এখনো বাতিল করছেন না...

১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৩

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা সঠিক মিশন নিয়ে রাজনীতিতে ঢুকেছিল, উনার মিশন উনি পুর্ণ করেছেন; উনি কারো জন্য কিছু করেন না।

২৬| ১১ ই মার্চ, ২০১৮ সকাল ৮:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রতিটি প্রবাসী প্রতিদিন দেশে ফিরতে চায়, কিন্তু দেশে ফিরে কী করবে এই চিন্তায় আবার বিদেশে ফেরত যেতে হয়...

১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫০

চাঁদগাজী বলেছেন:


গত ৪৭ বছরে এটাকে বসুন্ধরা, বেক্সিমকো, খুলনা পাওয়ার, ওরিয়ন, আলম ব্রাদার্সরা দখল করে নিয়েছে; মানুষের জন্য কিছু নেই

২৭| ১১ ই মার্চ, ২০১৮ সকাল ৮:২৫

তারেক_মাহমুদ বলেছেন: কি যে বলেন গাজী, হাসিনার এখন তসলিমার চেয়ে সফিকে অনেক বেশী প্রয়োজন। সাম্প্রতিক দেশে মোল্লা কোটা চালু করেছেন হাসিনা আপা নিজেকে সাচ্চা মুসলিম প্রমান করার জন্য।
তসলিমার আর আশা নেই দেশে আসার। আমার মনে না আসাই ভাল, আবার অরাজকতা তৈরি হবে ,কি দরকার এসব ঝামেলা দেশে আনার।

১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪০

চাঁদগাজী বলেছেন:



তসলিমা এমন কোন ব্যক্তি নন যে, কারো কাজে লাগবে; কিন্তু সে এই দেশের নাগরিক অন্য নাগরিকেরা তার দেশে আসা বন্ধ করা ঠিক নয়।

২৮| ১১ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৫৫

ধ্রুবক আলো বলেছেন: তসলিমা নাসরিন সরাসরি ইসলাম বিদ্বেষী কথা বলে, কোথাও কোনো দুর্ঘটনা বা হামলা হলে সে সরাসরি বলে, এটা মুসলিমদের কাজ, এমনকি টুইটও করে। আবার যখন প্রমান হয় যে কোনো মুসলিম হামলা চালায়নি তখন সে অনুতপ্ত বা ক্ষমাও চায় না।
আমি হামলা বা আক্রমনের পক্ষে নই। সে দেশে ফিরে আসুক, দেশের সন্তান সে। তবে তার যে ইসলাম বিদ্বেষী মনোভাব সেটা ফেলে রেখে আসুক।
সে ধর্ম পালন না করুক সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার কোনো অধিকার তার নেই। আর সে একজন লেখিকা, লেখকের মন হবে উদার। সার্বজনীন। পারলে সরকারের দুর্নীতির বিরুদ্ধে লিখুক, দেখেন তখন কি হয়!!

১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৩০

চাঁদগাজী বলেছেন:


আমি কখনো এই ধরণের উড়নচন্ডীদের লেখক মেখক কিছু বলি না; সে ধর্মের বিপক্ষে বললে, বাংলাদেশে এখনো "ব্লাসফেমী আইন" চালু আছে; ওর বিচার চাইলে, তাকে জেলে যেতে হবে; তবে, তাকে হত্যা করতে যারা চেয়েছিল, তারা কিন্তু বাংলাদেশ চায়নি, তারা চেয়েছিল পাকিস্তান "এক" থাকুক; ওরা কি করে আরেক নাগরিককে দেশ ছাড়া করে?

যারা প্রবাসে থাকে তারা একদিন দেশে ফিরতে চায়; অবাংগালীরা তাকে দেশে আসতে দিচ্ছে না, এটা সত্যই দু:খজনক।

২৯| ১১ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩০

আছির মাহমুদ বলেছেন: তসলিমা নাসরিন, দাউদ হায়দার কেউই আর দেশে ফিরতে পারবেন না। কারণ প্রতিটি দলই আজ ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি করে। ক্ষমতায় যাবার জন্য হুজুর মোল্লারা বড় শক্তি। লেখক বুদ্ধিজীবীরা কোনভাবেই বড় শক্তি নয়।

১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৫

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ , বিএনপি-জামাত এরা রাজনৈতিক দল নয়, এরা রবার্ট ক্লাইভের জেনারেশন

৩০| ১১ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন: তসলিমা যেভাবে লেখনির মাধ্যমে ধমীয় অনুভূতিতে আঘাত হেনেছে। মানুষ তা ভুলে যায়নি।

বাঙালিরা চায়না সে ফিরে আসুক।

১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৩

চাঁদগাজী বলেছেন:


সে যদি ধর্মের বিপক্ষে বলে, বাংলাদেশে "ব্লাসফেমি আইন" আছে; কিছু নাগরিক অন্য নাগরিককে হত্যা করতে চাইলে তাদের ভয়ানক শাস্তি হওয়ার দরকার।

কোন বাংগালী চাহে না? জামাতী , হেফাজতি আর বিএনপি? ওদের একাংশ বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ করেছে, বাকীরা পাকিস্তানের পক্ষে ছিলো!

৩১| ১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৩

কামরুননাহার কলি বলেছেন: তসলিমা নাসরিন সম্পর্কে আমি জানি না ভালো করে। তবে শুনেছি কোন একটি কারণে তাকে দেশ ত্যাগ করা হয়েছে।
তবে আমি বলবো তসলিমা নাসরিন যে ভুল করেছেন সেটা কোন ভুলই না। কারণ তার থেকেও বড় বড় ভুল অন্যায় এখন দেশের মানুষেরা করছেন। জঘন্য জঘন্য অপরাধ করছে মানুষ আজকে এদেশে। সেই তুলনায় তসলিমা নাসরিন হয়তো কিচ্ছু করেনি।
জানিনা সে কি করেছিলো এদেশের মানুষের সাথে যে তাকে দেশ ত্যাগ করতে হয়েছে। সেক্ষেত্রে আমি বলবো সে যদি কোন অন্যয় করে তাহলে তাকে যে শাস্তি দেওয়া হয়েছে সে একই শাস্তি কেনে এখন বড় বড় অপরাধীদের দেওয়া হয়না?

১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৩

চাঁদগাজী বলেছেন:


ওর বিরু্দ্ধে কোম মামলা হয়েছিল কিনা, জানি না; সে ধর্ম অবমাননা করেছিল; এই দেশে ব্লাসফেমী আইন আছে; দেশে কিন্তু তাকে মেরে ফেলার আইন নেই।

৩২| ১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৮

আবু তালেব শেখ বলেছেন: হঠাৎ করে সরাফ মামার ভাগ্নীর বিষয়ে সবার এতো মায়া কেন? যার কোন দেশে ঠাই হয় না তার মন মানসিকতা ,চরিত্র আগে জানতে হবে।

১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৯

চাঁদগাজী বলেছেন:


কিছুদিন আগে একটি ইংরেজী লেখায় দেখলাম, তসলিমা নাসরিন দেশে ফিরতে চায়, কেহ তার প্রাণ রক্ষার দায়িত্ব নিচ্ছে না; আজকে দেখলাম, রাজীব নুর ওর নামে শিরোনাম দিয়ে পোষ্ট দিয়েছে। আমি ব্লগ পড়ার পর, কিছু চোখে পড়লে উহার উপর পোষ্ট দিই।

৩৩| ১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৩১

আবু তালেব শেখ বলেছেন: যতদুর তার লেখা পড়েছি আক্রমনের লক্ষবস্তু একমাত্র ইসলাম। আপনি তার কিছু লেখা পড়ে দেখলে হইতো বুঝতে পারবেন বা না বোঝার ভান করতে পারেন।
ধন্যবাদ

১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৬

চাঁদগাজী বলেছেন:


বিশ্বে সাড়ে ৫ বিলিয়ন মানুষ ইসলামের বিরোধীতা করে, কিংবা ইসলামকে অপছন্দ করে; পারলে ওদের মাথা কেটে ফেলেন। দেশে আইন আছে, "ব্লাসফেমী আইন"; কিন্তু তাকে হত্যার চেস্টা করলে, রাষ্ট্রের দরকার তাকে রক্ষা করা।

৩৪| ১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৫

আবু তালেব শেখ বলেছেন: রাজিবনুর ভাই শিরোনামটা দিয়েছিল হইতো অন্য কারনে। মূল পোস্টে সে বিষয়ে আলোচনা নেই।
এখন আমি যদি (আগামিকাল প্রধানমন্ত্রী পদত্যাগ করছে) শিরোনাম দিয়ে পোস্ট দি তাহলে ভিজিটর অবস্হা কি হবে বুঝতে পারছেন। আলোচনা যাই থাকুকনা কেন

১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫২

চাঁদগাজী বলেছেন:


এটা রাজীবের ষ্টাইল; ওখান থেকে আমার মনে হলো, আমাদের মানুষ এখনো একটা মেয়ের "রক্ত চায়"; এরা কি মানুষ?

৩৫| ১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৯

আবু তালেব শেখ বলেছেন: এক ধর্মের অনুসারি অন্য ধর্মকে কটু দৃষ্টিতে দেখে (সবাই নয়) । তবে তসলিমা মুসলিম পরিবারের মেয়ে হয়েও তার লক্ষবস্তু একটাই, ইসলাম। ইরানের যেমন লক্ষবস্তু ইসরাঈল

১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৫

চাঁদগাজী বলেছেন:


ইসলামকে আজকের বিশ্বে ৯০ ভাগ (অন্য ধর্মীরা) কটু চোখে দেখে। আমেরিকায় সামান্য বৌদ্ধদের সন্মান করে, কিন্তু ইসলামকে ভালো চোখে দেখে না; সেটা আপনার কাছে পরিস্কার হওয়ার কথা; তবে, কেহ মুসলমানদের বিপক্ষে দাংগায় যাবে না।

৩৬| ১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১:০১

আবু তালেব শেখ বলেছেন: তসলিমা গঠনমুলক সমালোচনা না করে ডাইরেক্ট ইসলাম,মুসলিম,মোল্লা ,নবী, বিরুদ্ধে আক্রমনে সরব ছিল।
যৌনজীবন সম্পর্কে তার ছিল অশ্লীল আলোচনা। যেটা তখনকার সমাজ মেনে নিতে পারেনি বা এখনো মেনে নেবে না।
তখন কিন্তু হেফাযত ছিলো না যে নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলনে নামবে

১২ ই মার্চ, ২০১৮ দুপুর ২:২৮

চাঁদগাজী বলেছেন:


এক নাগরিক, কিংবা নাগরিক-গোষ্ঠী অন্য নাগরিকের বিপক্ষে শুধু মাত্র কোর্টে যেতে পারে; কোন নাগরিকের বিপক্ষে আন্দোলনে যাবার মত ঘটনা ঘটলে, সেখানে সরকারকে হস্তক্ষেপ করতে হয়।

৩৭| ১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৫৪

টারজান০০০০৭ বলেছেন: যাহারা তাসলিমারে সর্বাধিক সমর্থন করিত, তাহার বাক স্বাধীনতার পক্ষে গলা ফাটাইত, 'ক' প্রকাশের পর তাহাদেরই হাইকোর্টে দৌড়াইতে হইয়াছে উহা বন্ধ করিবার জন্য ! আজ যাহারা হাত খুলিয়া তাহারে সমর্থন করিতেছে, তাহার দেশে আসার পক্ষে ওকালতি করিতেছে, সে দেশে আসিলে তাঁহাদেরই 'খ' প্রকাশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দৌড়াদৌড়ি করিতে হয় কিনা ইহা লইয়া জাতি শংকিত !!! :D :) :D

১২ ই মার্চ, ২০১৮ দুপুর ২:২৪

চাঁদগাজী বলেছেন:


নাগরিকের দেশে আসা সরকারও ঠেকাতে পারে না; মানুষ সব সময় যেন আইনের সাহায্য পায়, সেটাই ভালো ভালো রাস্ট্রের নমুনা।

৩৮| ১২ ই মার্চ, ২০১৮ দুপুর ২:০০

মোঃ নুরুজ্জামান (জামান) বলেছেন: উনার ঢাকায় একটা বাড়ি আছে, এইটি আপনি জানেন কি?

১২ ই মার্চ, ২০১৮ দুপুর ২:২১

চাঁদগাজী বলেছেন:


আমি উনার সম্পর্কে তেমন কিছুই জানি না; আমি পত্রিকার হেডিং'এ দেখে আসছি যে, উনি বিদেশে, ভয়ে আসতে পারছে না; যদি কোন নাগরিক অন্য নাগরিকাের হাতে প্রাণ হারানোর ভয়ে থাকে, ধরে নিতে হবে যে, দেশের অবস্হা ভয়ংকর ঝারাপ।

৩৯| ১২ ই মার্চ, ২০১৮ দুপুর ২:০৬

আবু তালেব শেখ বলেছেন: কোথায় গেলেন আপনি

১২ ই মার্চ, ২০১৮ দুপুর ২:১৯

চাঁদগাজী বলেছেন:


আছি, সামান্য ভ্রমন (কাজে) করতে হয়েছিল; ধন্যবাদ

৪০| ১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বিদেশে যারা কামলা দেয় তারা জানে দেশের কি জ্বালা।

১২ ই মার্চ, ২০১৮ রাত ৮:২৬

চাঁদগাজী বলেছেন:


সব প্রবাসী দেশে ফেরার দিন গুণে; শুধু মাী-লন্ডারিং যারা করেছে, তারা তেলেপোকার মত ওখানে লেগে থাকে।

৪১| ১৩ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৫০

আশা প্রত্যাশা বলেছেন: ভাই তাকে ছাড়া তো আবার আপনাদের রাতের বিছানা গরম হয় না। তাই না?

১৩ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

চাঁদগাজী বলেছেন:



সঠিক।
আপনার কি ভায়াগ্রা কিনতে হয়?

৪২| ১৪ ই মার্চ, ২০১৮ ভোর ৫:৩৮

বিদেশে কামলা খাটি বলেছেন: ১৯৯০ সালে শায়খুল হাদিস নামে এক মোল্লা নেতা উনাকে তাহার ৫ম বিবি করিতে চাহিয়াছিলেন। সেই মোল্লা কি জীবিত আছেন? পত্রিকাতে উনার নাম আজকাল আর দেখি না।

১৪ ই মার্চ, ২০১৮ ভোর ৬:৩৪

চাঁদগাজী বলেছেন:


তসলিমা নাসরিনের অপ্রয়োজনীয় কথা বলেছে, তবে জাতির ক্ষতি করেনি

৪৩| ২২ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

বিদেশে কামলা খাটি বলেছেন: ১৯৯০ সালে এরশাদ সাহেব পদত্যাগ করার পর আবার সাপ্তাহিক যায় যায় দিন পত্রিকায় তসলিমা নাসরিনের "নষ্ট কলাম " আমি খুব আগ্রহ নিয়ে পড়তাম। উনার লেখার হাত খারাপ ছিল না। কিন্তু ছাত্র ছিলাম বলে উনার বই অনেক ধার করে পড়লেও কেনা হয় নি।

২২ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩৩

চাঁদগাজী বলেছেন:


মাথামুন্ড কি লিখেছে কে জানে!

তবে, তাকে দেশ ছাড়তে বাধ্য করা ছিল অপরাধ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.