নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বেগম জিয়ার নতুন খেতাব, "মাদার অব ডেমোক্রেসী"

১০ ই মার্চ, ২০১৮ রাত ৯:৩২


News Link

এতদিন গ্রীকের রিপাবলিক ও গণতান্ত্রিক দার্শনিক সক্রেটিসকে "ফাদার অব ডেমোক্রেসী" বলা হচ্ছিল; একটা খালি যায়গা ছিল, "মাদার অব ডেমোক্রেসী"; অনেক শতাব্দী অবধি উহা পুরণ হয়নি, কাউকে পাওয়া যায়নি; যাক, সভ্যতার এই শুন্যস্হান গতকাল আমাদের দেশের এক নারী পুরণ করেছেন, তিনি হলেন আমাদের আপোষহীন নেত্রী, বেগম জিয়া; কাজটা নারী দিবসে হলে আরো ভালো হতো, শেখ হাসিনা উনার নারী দিবসের বক্তব্যে নামটা উল্লেখ করতে পারতেন। ( গ্রীকেরা আসলে "ক্লেইথেনেস"কে ফাদার অব ডেমোক্রেসী বলে থাকেন; সক্রেটিসকে আমি বানিয়েছি, উনাকে একটু বেশী সাহসী মনে হয়েছে, বাপের বেটা বিষ খেয়ে ফেলেছে শরবতের মতো )।

বেগম জিয়া জেলে যাবার পর, মির্জা সাহেব আমাদের রিজভী সাহেবের মত মগজ হারায়ে ফেলেছেন; বেগম জিয়া বুঝেছিলেন যে, মির্জা আসলে লিলিপুটিয়ান; সেইজন্য উনাকে ৫ বছর ঝুলায়ে রেখেছিলেন পরীক্ষায় করার জন্য, যখন পুরোপুরি নিশ্চিত হয়েছেন যে, মির্জা নির্ভেজাল লিলিপুটিয়ান, তখন উনাকে স্হায়ী পদ দিয়েছেন।

বেগম জিয়া ও শেখ হাসিনার মাঝে একটি মিল আছে, উনারা যখন বুঝেন যে, একটা লোক মোটামুটি উনাদের থেকে কম জানে, তখন তাকে বড় পদ দেয়; যখনি দেখেন যে, লোকটা শিক্ষিত, ভালো, উহাকে আর পদ দেন না।

পার্বত্য চট্টগ্রামের চুক্তির পর, আওয়ামী লীগের ২ জন নেতা শেখ হাসিনাকে বোধ হয়, বাড়ীতে তৈরি নোবেল পুরস্কার দিয়ে দিয়েছিলেন; মির্জা সেই সুযোগ কিছুতেই পাচ্ছিলেন না, বেগম জিয়া চুক্তিমুক্তি কিছুই করে না; যাক, এবার কমপক্ষে লালঘরে গেছেন; মির্জার জন্য এটা একটা সুযোগ। আজ সন্ধ্যায় মির্জা সাহেব আমাদের মাদার অব নেশনকে "মাদার অব ডেমোক্রেসী" বানায়ে দিয়েছেন ; মনে হয়, বিএনপি'র নেতারাও হতবাক হয়ে যাবেন।

আজকের রাতটা অপেক্ষা করেন, কালকে বড় কিছু একটা ঘটতে পারে; মির্জা নিশ্চয় ওবায়দুল কাদেরকে বড় চাপের মাঝে ফেলে দিয়েছেন; "গ্রান্ড মাদার অব ডেমোক্রেসী" পদটাও হয়তো বাংগালী জাতির ভাগ্যে আছে, দেখা যাক!





মন্তব্য ৫৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৮ রাত ৯:৪৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এরা দেখি গোপাল ভাঁড়ের বুদ্ধি যে পরিমাণ; ঠিক সেই পরিমাণ বলদ !

১০ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫০

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া আর শেখ হাসিনার ফরমুলা হলো, বলদের খামার করো

২| ১০ ই মার্চ, ২০১৮ রাত ৯:৪৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কি সব ম্যাওপ্যাও করলেন???
বেশি পোষ্টের ফলে আপনার লেখার মান কমে যাচ্ছে।। :):):)

১০ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫৪

চাঁদগাজী বলেছেন:


তাই মনে হচ্ছে, কমেন্টও আগের থেকে কমে যাচ্ছে! আপনাকে "ব্রাদার অব ডেমোক্রেসী" দিয়ে দেবো?

আপনারা তো কিছু লেখেন না, আপনারা লিখলে আমার লেখার দরকার হতো না; যে বিষয়ের উপর অন্য ব্লগারেরা লেখেন, সেগুলোর উপর আমি মোটামুটি লিখি না।

৩| ১০ ই মার্চ, ২০১৮ রাত ১০:০৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: প্রতিদিন অনেক লেখা পোষ্ট হচ্ছে। (একেক জন ৩/৪টি করে)। ব্লগাররা লিখছে বেশী, পড়ছে কম, আর ভাবছে/মন্তব্য করছে তার চাইতেও কম। একই বিষয়ে একাধিক পোষ্ট হচ্ছে। লেখকরা মন্তব্যে কোন উত্তর দিচ্ছে না। তাতে গঠনমূলক আলোচনা বা সমালোচনা কোনটাই হচ্ছে না। ফলে লেখকরা দিনদিন আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে।।

১০ ই মার্চ, ২০১৮ রাত ১০:২০

চাঁদগাজী বলেছেন:


ব্লগিং হলো (আমাদের) জাতির মনোভাবের প্রতিফলন; এখন যা দেখছেন, তা অনেকদিন থেকে চলে আসছে, আরো কিছুদিন এভাবে যাবে।

তবে, সমসাময়িক বিষয়কে বুঝতে হয়, জানতে হয়, সেগুলো উপর আলাপ করতে হয়। সিন্ধাবাদের কাহিনী সব সময়ই একই রকম; কিন্তু সমসাময়িক ঘটনাগুলো আমাদের উপর প্রভাব ফেলে।

৪| ১০ ই মার্চ, ২০১৮ রাত ১০:১৪

সৈয়দ ইসলাম বলেছেন:
'গ্রেন্ড মাদার অব ডেমুক্রেসি' কে হতে পারে?

শেখের মেয়ে তো মাদার অব হিউমনিটি নিয়ে আছেন!

১০ ই মার্চ, ২০১৮ রাত ১০:২১

চাঁদগাজী বলেছেন:


আরো পাঁছ, দশটা উপাধি দিলে অসুবিধা হবে না, উনি মনে রাখতে পারবেন।

৫| ১০ ই মার্চ, ২০১৮ রাত ১০:৫৩

আবু তালেব শেখ বলেছেন: একজনের তো আছে উপাধিটা আরেকজনের হলে সমস্যা কোথায়??

১০ ই মার্চ, ২০১৮ রাত ১১:০০

চাঁদগাজী বলেছেন:


আমার কোন সমস্যা নেই, শুধু বেগম জিয়া এত লম্বা ইংরেজী মনে রাখতে পারলেই হলো।

৬| ১০ ই মার্চ, ২০১৮ রাত ১১:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: মরে পঁচে যাওয়া সক্রেটিস বলতে কী বোঝালেন? সক্রেটিসদের কি মৃত্যু হয়?

১০ ই মার্চ, ২০১৮ রাত ১১:০৩

চাঁদগাজী বলেছেন:



আমি জানি না, উনাকে কি বাংলাদেশী বিষ দেয়া হয়েছিল?

১০ ই মার্চ, ২০১৮ রাত ১১:০৪

চাঁদগাজী বলেছেন:


আপনার কথা ভালো লাগেনি, বদলায়ে দিলাম

৭| ১০ ই মার্চ, ২০১৮ রাত ১১:১৬

দয়িতা সরকার বলেছেন: দেশের এই সব রাজনীতি আর ভালো লাগে না। আবার গ্যাসের দাম বাড়বে, বিদ্যুৎ বিল দিতে হয় এতো টাকা, বাসা ভাড়া, বাজারে গেলে সবজি কিনতে ই টাকা শেষ। একজন মানুষের ২০,০০০/= মাস যায় না। আপনার শেখ হাসিনার উন্নয়নের জোয়ারে এখন সবচেয়ে ব্যয় বহুল শহর হবে ঢাকা।

আমার ব্লগে একবার ঘুরে আসবেন।

১০ ই মার্চ, ২০১৮ রাত ১১:১৮

চাঁদগাজী বলেছেন:


গ্যাস নয়, সবকিছুর দাম বাড়বে, সরকার ভোটে যাচ্ছে, আপনাদের জন্য উনাদের টাকা খরচ করতে হবে।

৮| ১০ ই মার্চ, ২০১৮ রাত ১১:৫৮

উম্মু আবদুল্লাহ বলেছেন: বাংলাদেশে ডেমোক্রেসি কখনই ছিল না। বাংলাদেশ সম্ভবত একনায়কদের জন্যই।

১১ ই মার্চ, ২০১৮ রাত ১২:২০

চাঁদগাজী বলেছেন:


গণতন্ত্র বাংলাদেশে কখনো ছিলো না, এটা সঠিক; কিন্তু এখন গণতন্ত্রের মা আছেন; আশাকরি তিনি আমাদেরকে গণতন্ত্র দেবেন

৯| ১১ ই মার্চ, ২০১৮ রাত ১২:৪৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালোই - নেতাখ্যাতারা ভাষণে বাক্য'টা ব্যবহার করতে পারবেন।

১১ ই মার্চ, ২০১৮ রাত ২:৫৫

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ জমিদারী প্রথা চালু করার জন্য দেশের স্বাধীনতা চেয়েছিলো; আর মির্জারা ধরে নিয়েছে যে, দেশে ১৭ কোটী ইডিয়ট বাস করে।

১০| ১১ ই মার্চ, ২০১৮ রাত ১২:৪৭

উম্মু আবদুল্লাহ বলেছেন: "গণতন্ত্র বাংলাদেশে কখনো ছিলো না, এটা সঠিক; কিন্তু এখন গণতন্ত্রের মা আছেন; আশাকরি তিনি আমাদেরকে গণতন্ত্র দেবেন"

আগে ছিলেন গনতন্ত্রের মানস কন্যা - তিনি শেখ হাসিনা। এখন গনতন্ত্রের মা হলেন খালেদা জিয়া। তাহলে এরশাদ আর বাকী রইলেন কেন?

১১ ই মার্চ, ২০১৮ রাত ২:৫৬

চাঁদগাজী বলেছেন:


জাতি আসলে রবার্ট ক্লাইভের বংশধরদের হাতে বন্দী হয়েছে।

১১| ১১ ই মার্চ, ২০১৮ রাত ১:২৭

শাহিন-৯৯ বলেছেন: উম্মু আবদুল্লাহ বলেছেন- আগে ছিলেন গনতন্ত্রের মানস কন্যা - তিনি শেখ হাসিনা। এখন গনতন্ত্রের মা হলেন খালেদা জিয়া। তাহলে এরশাদ আর বাকী রইলেন কেন? এরশাদ হল গনতন্ত্রের রাক্ষস।

১১ ই মার্চ, ২০১৮ রাত ২:৫২

চাঁদগাজী বলেছেন:



এরশাদ ও রওশান এরশাদ হলো আসল রাজনীতিবিদ, যারা সবাইকে ইডিয়ট বানায়ে ভালো জীবন যাপন করে গেলো।

১২| ১১ ই মার্চ, ২০১৮ রাত ২:০৪

ঠাকুরমাহমুদ বলেছেন: একটি টাইটেল মন্ত্রনালয় এখন জরুরী কারণ পেটেন্ট রেজিট্রেশন করতে হবে যাতে একজনের টাইটেল আরেকজন মাঝরাতে রোজাদার হওয়ার বাসনায় সেহরী না করেন । চাঁদগাজী ভাই টাইটেল মন্ত্রনালয় হলে মন্ত্রি এমপি সহ চামচ বেলচা দের কর্মসংস্থান হবে । আমাদের দেশ তো আবার চামচ আর বেলচা অভাব নাই ।

১১ ই মার্চ, ২০১৮ রাত ২:৫০

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগের আর বিএনপি'র নিজস্ব টাইটেল আছে, মনে হয়; এখন দরকার জাতিগতভাবে।

১৩| ১১ ই মার্চ, ২০১৮ রাত ৩:২৫

কলাবাগান১ বলেছেন: আলোচিত পোস্টের আর একটা পূর্ন করলেই আপনার পোস্ট দিয়েই পুরা আলোচিত ব্লগ হবে
"সর্বাধিক লাইক প্রাপ্ত"
তাই লাইক দিলাম

১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১৩

চাঁদগাজী বলেছেন:


লোকজন তেমন লিখছে না আজকাল; আপনি সায়েন্টিফিক বিষয়ে লিখছিলেন, লোকজন পড়ছিলো, সেটা চালু রাখেন।

১৪| ১১ ই মার্চ, ২০১৮ ভোর ৬:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই লোক গুলোর জন্যই হাসিনা, খালেদা মজায় মজায় দুনিয়াদারি শেষ করছে। কী এমন ক্ষতি হত উনার শেষ বয়সে যদি এই চামচামিটা না করতেন? জীবনে তো মন্ত্রী, এম পি, সভাপতি সবই হয়েছিলেন। আর কী চাই উনার?

১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১৫

চাঁদগাজী বলেছেন:



বেগম জিয়াকে হাসির পাত্র বানায়েছে, এটুকুই; বেগম জিয়া কোন বুদ্ধিমান মানুষকে সাথে রাখেননি

১৫| ১১ ই মার্চ, ২০১৮ সকাল ৭:১৪

রাফা বলেছেন: কে দিলো খেতাব ? ওসামা বিন লাদেন /নাকি আল জাওয়াহেরি ?

১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১৮

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া বেকুবদের সাথে চলাফেরা করেন; দলে কিছু বুদ্ধিমান লোক রাখতে হয়।

১৬| ১১ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০২

বারিধারা ২ বলেছেন: আপনাকে আমি 'ফাদার অব ব্লগারস' খেতাব দিলাম। খুশি তো?

১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১৬

চাঁদগাজী বলেছেন:


ব্লগিং'এ দীর্ঘ স্হায়ী হবে সাহিত্য; আমি যা বলছি, সময়ের সাথে এগুলোর কোন দাম থাকবে না।

১৭| ১১ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১৬

রাজীব নুর বলেছেন: আমারও কিন্তু বেশ কয়েকটা উপাধি আছে- 'টাইগার' ফোটোফাইটার।

১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১২

চাঁদগাজী বলেছেন:



বেগম জিয়াকে হাসির পাত্র বানায়েছে লিলিপুটিয়ান মির্জা

১৮| ১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: উপাধি পেলে মানুষ খুশি হয়। এখন আর কেউ কাউকে উপাধি দিতে হয়না নিজে নিজেই নামের সাথে লাগিয়ে নেয়।
আমার এক ফেবু ফ্রেন্ড আছে নাম মরহুম ------(অমুক)
জিজ্ঞাস করলাম মরহুমের শানে নুজুল কি ? কয় উপাধি লাগাইলাম। :P

১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৬

চাঁদগাজী বলেছেন:


এখন যাই ঘটুক, বেগম জিয়া বাংলাদেশের ইতিহাসের অংশ; উনাকে এভাবে হাসির পাত্র বানানো হচ্ছে মাত্র।

১৯| ১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৭

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আমাদের প্রধান মন্ত্রীর যদি এক-দেড়শো ডিগ্রী ও উপাধি থাকে তাহলে খালেদার দ-চারটে থাকলে দোষ কোথায়?

১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৭

চাঁদগাজী বলেছেন:


অনারারী ডিগ্রি আর টাইটেল এক জিনিষ নয়; এই ধরণের টাইটেল দিতে হয় কোন জাতীয় প্রতিষ্টান থেকে।

২০| ১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১:১৪

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: একটা প্রতিষ্ঠানে ক'টা টাকা দেলেই তো ল্যাঠা চুকে যায়। :(

১২ ই মার্চ, ২০১৮ দুপুর ২:০৯

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে যারা কাউকে খেতাব দেয়ার ক্ষমতা রাখে (ঢাকা ইুনিভার্সিটি সিনেট, বাংলা একাডেমী) এরা বেগম জিয়া, এরশদ বা শেখ হাসিনাকে কোন খেতাব দেয়নি।

২১| ১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৩৬

সাইন বোর্ড বলেছেন: অাপনার লেখায় এখনো যারা মন্তব্য দিচ্ছে তারা মোটামুটি ধরে নেওয়া যায় সবাই অাপনার মনোভাবের কাছাকাছি, তার মানে বাকীরা অাপনার এই সব অাবর্জনার দূর্গন্ধ অার নিতে চায় না ।

১২ ই মার্চ, ২০১৮ দুপুর ২:১১

চাঁদগাজী বলেছেন:


ধরে নেয়ার কিছু নেই, আপনি আমার পাঠক সবগুলোই নিয়ে গেছেন! আপনার পোষ্টগুলো এভাবে পাঠক নিয়ে গেলে, আমার ব্যবসা শেষ, আপনি দায়ী থাকবেন।

২২| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ১১:০৬

নীল আকাশ বলেছেন: আপনার নেত্রীর যে গনতন্ত্রের মানষ কন্যা উপাধি দেয়া হয়েছিল সেটা সর্ম্পকে কিছু বল্লেন না! গনতন্ত্রের মানষ কন্যা উপাধি ধারি হয়ে ৫% ভোট নিয়ে জোর করে ক্ষমতায় থেকে জনগনের সাথে তামাষা করে । এটা আপনার চোখে পরে না। আর কতো দিন চোখে ঠুলি পড়ে কানা হয়ে বেঁচে থাকবেন ?

১২ ই মার্চ, ২০১৮ দুপুর ২:১৩

চাঁদগাজী বলেছেন:


কোন সালে, শেখ হাসিনাকে ঐ খেতাব দেয়া হয়েছিল? আমি কি তখন সামুতে ছিলাম? থাকলে, পোষ্ট থাকতো

২৩| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৪৯

নীলপরি বলেছেন: আমি সহব্লগার গিয়াস উদ্দিন লিটন এর মন্তব্যের সাথে একমত ।

১২ ই মার্চ, ২০১৮ দুপুর ২:১৫

চাঁদগাজী বলেছেন:


ধরে নিন, আমিও একমত! বের করতে হবে, গিয়াস উদ্দিন লিটন কার সাথে একমত!

২৪| ১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৩২

টারজান০০০০৭ বলেছেন: চামচামি, তৈলবাজি আমাদের জাতীয় বৈশিষ্ট্য হইয়া দাঁড়াইয়াছে ! এমনকি অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সর্বত্রই ইহার ব্যাপক ব্যবহার ! চাকুরীর ক্ষেত্রে ইহা বিশেষ গুন হিসেবে দেখা হয় ! আমাদের রাজনীতি এখন প্রধান প্রধান দলপতি ও দলনেত্রীদের ব্যবসা হইয়া দাঁড়াইয়াছে !বাকিরা চাকুরীজীবি ! তাই চাকুরী টিকাইয়া রাখা ও প্রোমোশনের বাসনায় তাহাদের অধিনস্তরা সকলেই তৈলবাজি , চামচামি করিতেছে ! গুড জব ! মনে রাখিতে হইবে, আমাদের দেশে রাজনীতিবিদ নাই, সবই ব্যাবসায়ী ও চাকুরীজীবি ! ইহারা গাধা বা কমবুদ্ধির নহে ! জানিয়া শুনিয়া , বিশেষ ধান্ধায় তাহারা এই তৈলবাজি করে !

সব মাছ ইয়ে খায়, ঘাইরা মাছের নাম হয় ! আপনি শুধু ঘাইরা মাছের দুর্নাম করিতেছেন ! বাকি মাছেরা নিশ্চিন্তে ইয়ে খাইতেছে !

(আপনিতো আমারে আবার জিয়ার মাজারে জিয়ারত করিতে যাইতে বলিবেন ! আমি রাজনীতি পছন্দ করিনা, তবে মুসলমানের কবর সে বঙ্গবন্ধু হউক, জিয়াউর রহমান হউক, জিয়ারত করিতে অসুবিধা নাই !)

১২ ই মার্চ, ২০১৮ দুপুর ২:০৭

চাঁদগাজী বলেছেন:


ব্যুরোক্রেট, সাধারণ সরকারী অফিসারেরা যদি বেগম জিয়া, বা ষহেখ হাসিনাকে অকারণ সুনাম করে লাভবান হতে চায়, মানুষের চোখে তা পড়বে না; কিন্তু মির্জা, ওবায়দুল কাদের, মতিয়া চৌধুরী, মুহিত কি করছে, মানুষ খেয়াল রাখে; এরা অনেকভাবেই নিজেকে লিলিপুটিয়ান বানাচ্ছে।

২৫| ১২ ই মার্চ, ২০১৮ দুপুর ২:২৫

টারজান০০০০৭ বলেছেন:
হ্যা, সেই জায়গাতেইতো সমস্যা। মানুষ ভাবিতেছে , ইহারা বুঝি রাজনীতিবিদ ! বাস্তবে ইহারাও বুরোক্র্যাট মাত্র ! চাকুরীতে না রাখিলে ইহারাও ড. কামাল বা বদরুদ্দোজার মতন বাণী ছাড়িবেন ! চাকুরী রাখিতে তাই তৈলবাজি !

১২ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৪১

চাঁদগাজী বলেছেন:


এরা তেলবাজি করার ফলে, দেখতে পায়নি যে, বেগম জিয়া জেলে যেতে পারেন; ২০১৫ সালের পর, ড: এমাজুদ্দিন, ফখরুল সাহেব, বা ড: খোন্দকার মোশারফ দেশের যেকোন কোণায় ১ একরের উপর একটা ঘর তুলে, ১০০ এতক বাচ্চাকে রাখার ব্যবস্হা করতো, এই মামলায় বেগম জিয়াকে জেল দিতে পারতো না।

২৬| ১৩ ই মার্চ, ২০১৮ ভোর ৫:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মাদার হতে চাইলে তো ফাদারের সংস্পর্শে আসতে হবে। এটাই তো বায়োলজির নিয়ম।

১৩ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৫৮

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়ার লোভ তাঁকে সুণ্দর জীবন থেকে বন্চিত করেছে, জাতিকে ধ্বংস করেছে।

২৭| ১৩ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৪৪

নীল আকাশ বলেছেন: সামু কি তখন তো ইন্টারনেট ই ছিল না......সময় মনে হয় ১৯৮৭-১৯৯৩
চাঁদগাজী ভাইয়ের অনুরোধে বইয়ের নাম..
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, Author: আসলাম সানী
অনলাইনে কিনতে পারেন। সূত্র: Click This Link



১৩ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪২

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা সম্পর্কে কে কি লিখেছে ( গার্বেজ মার্বেজ) কে জানে; আমি উনাকে দেখছি ১০৮১ সাল থেকে। আমি উনার উপর ২ পাতা লিখলে আওয়ামী লীগাররা আমাকে বাস্পীভুত করে দেবে।

২৮| ১৪ ই মার্চ, ২০১৮ ভোর ৫:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমরা এখন অপেক্ষা করতে পারি ব্রাদার অব ডেমোক্রেসি উপাধি কে পান সেটা দেখার জন্য। তারপর আসবে সিস্টার অব ডেমোক্রেসির সুরাহার প্রশ্ন।

১৪ ই মার্চ, ২০১৮ ভোর ৬:২৯

চাঁদগাজী বলেছেন:


মির্জা ফখরুল মগজহীন বাংগালীদের একজন।

২৯| ২২ শে মার্চ, ২০১৮ রাত ৯:২৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Aunty of democracy.

২২ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫৫

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, রাজনীতি ছাড়বেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.