নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বেগম জিয়াকে নিশ্চয় রাজনীতি থেকে অবসর নিতে হবে

২৩ শে মার্চ, ২০১৮ সকাল ৭:৫০



বেগম জিয়া বাংলাদেশের ৩ বারের প্রাইম মিনিষ্টার ছিলেন শুনলে অনেক কষ্ট হয়; ২২ হাজার মুক্তিযোদ্ধা প্রাণ দিয়েছিলেন এই জাতির স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য; ৩০ লাখ মানুষ প্রাণ হারায়েছেন এই দেশের স্বাধীনতা চেয়ে; তাঁদের স্বপ্নের কোন অংশে বেগম জিয়া ছিলো প্রাইম মিনিষ্টার হিসেবে? তাঁদের স্বপ্নে এসব নেতানেত্রী ছিলো, নাকি দু:স্বপ্নে ছিলো?

কতবার প্রাইম মিনিষ্টার হওয়ার পর, কতবার এমপি হওয়ার পর, কত বার বিরোধীদলের নেত্রী হওয়ার পর, বেগম জিয়া অবসরে যাবার কথা ভেবেছিলেন? আসলে, উনি হয়তো অবসরের কথা ভেবেছিলেন ২০১২ সালের পর; ২০০৭ সালে উনি প্রেসিডেন্ট হওয়ার প্ল্যান করেছিলেন; সেটা ঘটেনি। ২০০৯ সালে বুঝা গেছে যে, সেটা আর ঘটবে না; কিন্তু তিনি আশা ছাড়েননি; উনার আশা ছিল তারেক বিএনপি'র হাল ধরবে, সময়ে বাংলাদেশের প্রাইম মিনিষ্টার, প্রেসিডেন্ট হবে।

এখন কি উনি ব্যাপারটা বুঝতেছেন? মনে হয়, এখন অনেক কিছু উনাকে একাএকা ভাবতে হচ্ছে; উনি যদি ফাতেমার সাথে বুঝেন, ফাতেমা হয়তো উনাকে সঠিক বুদ্ধি দিতে পারবেন, অবসরে যাবার সময় হারিয়ে গেছে, এখন বাধ্য হয়ে সরে যেতে হবে।

বেগম জিয়াকে এখন সরে যাবার পথ খুঁজতে হবে। আমরা ব্লগে যা নিয়ে আলাপ করছি, মিডিয়ায় বেগম জিয়া সম্পর্কে যা আসছে, এর বাহিরেও অনেক কিছু ঘটছে। বেগম জিয়া যে, জেলে আছেন সেটা পাকিস্তান, ইউরোপ, আমেরিকা, কানাডা জানে। ওরা একেবারে বসে নেই; যদিও ওরা সামু ব্লগে লিখছে না, ওরা বেগম জিয়ার এই পরিস্হিতিতে চুপকরে বসে নেই।

বিদেশী সরকারগুলো অবশ্যই বাংলাদেশ সরকারের সাথে এ নিয়ে আলাপ করছে; তারা কোন না কোনভাবে সরকার ও বেগম জিয়ার মাঝে একটা আপোষের চেষ্টা করছে। সেই আপোষের ফলে বেগম জিয়া একদিন জেল থেকে বের হবেন; তবে, উনাকে হয়তো রাজনীতি থেকে সরে যেতে হবে।



মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৮ সকাল ৮:০৫

পলাশবাবা বলেছেন: মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছিলেন দেশে বাকশাল গঠনের জন্য।

উত্তেজনার বসে আপনে ২ ং প্যারার ২ নং লাইনে ২০১২ সালের পরিবর্তে ১০১২ লিখে ফেলেছেন।

উত্তেজনা কমান। ইহা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।

উত্তেজনার বসে হার্ট এট্যাক করে মারা যাবেন।

আমরা আপনার মত পিস হারাতে চাই না।

২৩ শে মার্চ, ২০১৮ সকাল ৮:২০

চাঁদগাজী বলেছেন:


ধন্যাবাদ, ঠিক করে দিচ্ছি।

দেশে এখন বাকশাল আছে? আপনি সিওর যে, উত্তেজনা হার্ট এট্যাকের কারণ হতে পারে? সারছেন...

২| ২৩ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৪৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: বেগম জিয়ার সাথে শেখ হাসিনা ও অবসরে গেলে জাতি অন্তত রাজনীতি-নেতৃত্ব নিয়ে ভাববার সুযোগ পেতো।

২৩ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৫৭

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা মনে হয়, তারেক ও বিএনপি'র কুলকিনারা করার আগে সরবেন না।

৩| ২৩ শে মার্চ, ২০১৮ সকাল ৯:০৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সকাল শ্রদ্ধেয়।
বেগম জিয়াকে কয়েকদিন খুব ঝেড়েছি। সকালবেলা উনাকে নিয়ে কিছু বলতে ইচ্ছে করছে না।

জাতী এখন সুস্থ গণতন্ত্র ও কার্যকর সংসদের প্রতীক্ষা করছে। কিন্তু পরিবার তান্ত্রিক রাজনীতি যতদিন থাকবে, এর সুফল কি পাওয়া যাবে??

২৩ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৩৬

চাঁদগাজী বলেছেন:



জাতির কেহ বেগম জিয়াকে নিয়ে কিছু করছে না; আমি উনাকে জেলে দিইনি; আমার ইচ্ছায় উনাকে জেলে নেয়া হয়নি; উনাকে জেলে নেয়ার জন্য অন্যেরা কাজ করেছে। উনাকে মুক্ত করার জন্য বিদেশীরা কাজ করছে।

৪| ২৩ শে মার্চ, ২০১৮ সকাল ৯:০৫

ঢাবিয়ান বলেছেন: সব কিছু বাদ দিয়ে আপনি কেন যে খালেদা জিয়াকে পড়ে আছেন, বোঝা দায়। শোনেন এই দুর্ভাগা দেশের দুই পরিবারের হাত থেকে রেহাই নাই। কাজেই এক দল , এক শাষকের পরিবর্তে পালা বদল করে এই দুই দলের ক্ষমতায় আসাটাই জাতির জন্য মঙ্গলজনক। সোজা কথায় গনতন্ত্রের মুক্তি চাই। সুষ্ঠু নির্বাচন চাই। ভোটাধিকার নিশ্চিত হলে একদিন জনগন ঠিকই সঠিক ক্যন্ডিডেটদের ভোট দেবে।

আপাতত বিএনপির পরিবর্তে নতুন কোন রাজনৈতিক দলের উত্থান ঘটা সম্ভব নয়। সরকার ঘটতে দেবে না। এই অবস্থায় দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির ওপড়ই সবাই ভরসা করে আছে।

২৩ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৩১

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের মানুষ এই ২ পরিবার থেকে মুক্তি পেতে চেয়েছিলেন; মনে হচ্ছে, এক পরিবার বিদায় নিবে চাপের মুখে। তবে, অনেক মানুষ তাদের আগের অবস্হান থেকে সরে গেছে, তারা এখন জিয়া পরিবারের সরে যাওয়াকে গ্রহন করতে পারছেন না।

৫| ২৩ শে মার্চ, ২০১৮ সকাল ৯:২৯

পলাশবাবা বলেছেন: বাকশাল নামে নাই। হীরক রাজা নামে আছে।

২৩ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৩৪

চাঁদগাজী বলেছেন:


বাকশাল না করাতে শেখ হাসিনা টিকে আছে।

হয়তো, উনার মনে বাবার সেই স্বপ্নটি মাঝে মাঝে আসে, কিন্তু তিনি জানেন, বাংগালীরা শ্রেণী পছন্দ করে: তারা ধনী, দরিদ্র, চাকরাণী, বুয়া, রিকসাচালক, দিন মুজুর, গৃহভৃত্য চায়।

৬| ২৩ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২০

আবু তালেব শেখ বলেছেন: দুই মহিলাই সরুক। খালেদা একা সরবে কেন শুনি?

২৩ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩১

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়াকে আপনি বা আমি সরাইনি; সেখানেই সমস্যা, আমরা পারলে ২ জনকেই সরায়ে দিতাম।

৭| ২৩ শে মার্চ, ২০১৮ দুপুর ১:১৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: শেখ হাসিনাকে তারেক আর বেগম জিয়ার কুলখানি করাতে জাতি ক্ষমতায় বসায়নি। জনগণের কথা না ভেবে- ক্ষমতায় যাবার সাথে সাথে কোটি টাকা নষ্ট করে তিনি নাম পরিবর্তন, এটা সেটা করে চলছেন। শেষে, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছেন।
এখন জাতি উনাকে এবং বেগম জিয়াকে এক পাল্লায় মাপতে বাধ্য হচ্ছে। বঙ্গবন্ধুর নাম, আর মুক্তিযুদ্ধের শক্তি বেচে আর বেশিদিন ক্ষমতা ধরে রাখতে পারবেন বলে মনে হচ্ছে না।

২৩ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৩

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনাকে আমি বা আপনি, আমরা কেহই ক্ষমতায় আনিনি; উনি কৌশলে এসেছেন; উনার নিজস্ব মিশন আছে।

৮| ২৩ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৪৯

নাইম রাজ বলেছেন: শেখের বেটি কি বাল ফালাইছে দেশের জন্য ? যতটুকো বালচুল ফালাইছে ওভার ব্রিজত্রিজ বানাইয়া তার বেশি পরিমান টাকা
জনগনের পকেটের গোড়া থেকে কেটে নিয়েছে সরকার।
শেখের বেটিরে বিএমপির গতিবেগ নিয়ন্ত্রণ করা জন্য জনগণ তাকে ভোট দিয়ে ক্ষমতায় আনে নাই । তাকে ভোট দিয়ে ক্ষমতায়
আনা হয়েছে জনগণের সেবার জন্য। মাননীয় প্রধান মন্ত্রী শেখহাসিনার মনে রাখা উচিৎ উনি নামে মাত্র প্রধান মন্ত্রী উনি আসলে
সাধারন জনগণের চাকর।আর এই কথা ভুলে গেলে ক্ষমতা কেউ চির স্থায়ী না একদিন উনাকেও ক্ষমতা ছাড়তে হবে আর সেদিন
তার অবস্থা বিএমপির চেয়েও ভয়াবহ রূপ নিবে। :(

২৩ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩০

চাঁদগাজী বলেছেন:



উনার রাজনীতিতে আসার ইতিহাসটা আপনার ভাবনার সাথে মিলছে না; উনাকে রাজনীতি থেকে দুরে রেখেছিলেন উনার বাবা।

৯| ২৩ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:০৪

পদাতিক চৌধুরি বলেছেন: স্যর,আপনার পোস্টটিি পড়ে আমাদের এখানেও লালু প্রসাদ যাদবের কথা মনে পড়লো। পশুখাদ্য কেলেঙ্কারীতে মিঃ যাদব হাজার কোটি টাকা খেয়ে ফেলেছিলেন।এখন উনিও অবশ্য জেলে আছেন।তবে রাজনীতি সম্পর্কে জর্জ অ্যাক্টনের কথায়, "Power trends corrupt, absolute power corrupt absolutely. " আজও সমান প্রাসঙ্গিক।
ধন্যবাদ,ভাল থাকুন নিরন্তর।

২৩ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:২৮

চাঁদগাজী বলেছেন:


আমি কোনদিন স্টিফেন হকিং'এর কোটও ব্যবহার করি না, ব্লগারদের বক্তব্য ও আমার বক্তব্যই শেষ কথা।

১০| ২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২০

বিদেশে কামলা খাটি বলেছেন: মিসেস জিয়া ও মিজ রহমান উভয়েরই অবসর নেয়ার সময় হয়েছে। তারা এখন জাতির কাধের বোঝা। তাদের এখন আল্লাহ খোদার নাম নেয়া উচিত। নাতি-নাতনীদের সাথে সময় কাটানো উচিত। জটিল রাজনীতি থেকে বের হয়ে সহজ সরল জীবনে চলে যাওয়া প্রয়োজন।

২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

চাঁদগাজী বলেছেন:


উনারা রাজনীতি করেননি, জাতির ক্ষতি করেছেন; উনারা মনে করেছেন যে, সাধারণ মানুষ এভাবেই বাঁচা উচিত।

১১| ২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

রোকনুজ্জামান খান বলেছেন: সব আল্লাহ্‌ র ইচ্ছা।

২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

চাঁদগাজী বলেছেন:



আল্লাহ বাংগালীদের পরীক্ষা করছেন; বাংগালীরা প্রশ্নফাঁস করে পরীক্ষা দিচ্ছেন।

১২| ২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

বিদেশে কামলা খাটি বলেছেন: আল্লাহ সোবাহানা তায়ালা উনাদের হেদায়েত দান করুন। সবাই বলুন- আমিন।

২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:



বেগম জিয়া জীবনেও বুঝবেন না, কোত কোটী মানুষের জীবনকে উনি ভয়ংকর কষ্টকর করে দিয়েছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.