![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
বেগম জিয়া ৭৩ বছর বয়স্ক নারী, তিনি জেলে থাকলে, বৈরি পরিবেশে অসুস্হ হতে পারেন; দেশের ৩ বারের প্রধানমন্ত্রী সুচিকিৎসা পাবার অধিকার রাখেন। যেহেতু, বাংলাদেশের রাজনীতি শত্রুতা পর্যায়ে আছে, উনার চিকিৎসা উনার ব্যক্তিগত চিকিসকের হাতে ছেড়ে দেয়া উচিত। উনার বেলায় সরকার ছাড় দিয়েছে, ফাতেমাকে উনার সাথে থাকতে দেয়া হয়েছে, উনার কোন চিকিৎসক উনার সাথে থাকতে চাইলে, চিকিৎসককেও থাকতে দেয়া উচিত।
মির্জা ফখরুল রাজনীতি তো বুঝেন না, ছোটখাট বিষয়ও ঠিক মতো হ্যান্ডলিং করতে পারেন না; তিনি বলেছেন যে, অনেক ডিক্টেটররা তাদের বিপক্ষের লোকজনকে জেলে হ্ত্যা করে, এবং বেগম জিয়ার বেলায় সেটা ঘটতে পারে বলে সন্দেহ করেছেন তিনি, এ নিয়ে মিডিয়ায় তিনি কথা বলেছেন; জনতা যেভাবেই এসব বিষয়কে নিক, এগুলো বলাটা ভয়ংকর বেকুবী!
উনার সবচেয়ে বড় প্রস্তাব হলো, বেগম জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানো হোক! এখনো জাতি জানে না, বেগম জিয়া কি ধরণের অসুস্হতায় ভুগছে: ফ্লু, ডিপ্রেশন, এসিডিটি, চোখের অসুখ, নাকি কঠিন কোন রোগ! জাতিকে কিছুই না জানিয়ে, যদি সরকারকে বলে যে, উনাকে বিদেশে পাঠাতে হবে, এটা কি বুদ্ধিমানের কাজ? বেগম জিয়া কি বিদেশে চিকিৎসা নিতে চাইছেন?
তারেক ও কোকোকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিলো, ওরা ফিরতে পেরেছে? বেগম জিয়ার ক্ষেত্রে কি ঘটবে? উনার বয়স, বর্তমান শাস্তি, জেল, ও অন্য বিচারগুলোর অবস্হা দেখলে, মনে হয়, উনি আর ফিরবেন না; এটাই কি বিএনপি চাচ্ছে? বিএনপি কি উনাকে ব্যতিত একদিনও চলতে পারবে? আমার মনে হয়, বরং আওয়ামী লী চাচ্ছে যে, উনি চাইলে বিদেশে চলে যাক!
আগেরদিনে জমিদারেরা নায়েব রাখতেন একজন; প্রায় গল্পে নায়েদিগকে বেকুব হিসেবে দেখানো হতো! এক জমিদার, একবার পাশের গ্রামে গিয়েছিলেন খাজনা আদায় করতে, সাথে নায়েব ছিলো; দুপুরের আগে, জমিদার সাহেব নায়েবকে বাড়ী পাঠালেন, জমিদার দুপুরের খাবার বাড়ীতে খাবেন, সেটার ব্যবস্হা করতে। নায়েব জমিদার বাড়ী রওয়ানা দেয়ার সময়, জমিদার বললেন,
-নাক বরাবর সোজা চলে যাও বাড়ীতে।
নায়েব সোজাসুজি হাঁটছিলেন, সামনে পড়লো তাল গাছ; গাছের পাশ দিয়ে গেলে, নাক বরাবর সোজা হবে না, তাই নায়েব তাল গাছে উঠলন; ভাবছিলেন অন্য পাশ দিয়ে নেমে যাবেন; কিন্তু উহা গাছ থেকে নামতে জানতো না; গাছের মাথায় বসে রলো। দুপুরবেলা, জমিদার বাড়ী ফিরছিলেন খাবার খেতে, সেই তালগাছের নীচ দিয়ে যেতে, নিজের নায়েবকে দেখলেন, তালগাছের মাথায় বসে আছে।
মির্জা ফখরুল সাহেব আসলে বেগম জিয়ার ভালো নায়েব।
৩০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
চাঁদগাজী বলেছেন:
উনি ৫ বছর 'অস্হায়ী সেক্রেটারী' ছিলেন, এটাই কি বুদ্ধিমানের পরিচয়?
২| ৩০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২১
শামচুল হক বলেছেন: মির্জা ফখরুল এত কম বুদ্ধি নিয়ে বক্তৃতা দেন কিভাবে এটাই মাথাই ঢোকে না।
৩০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
চাঁদগাজী বলেছেন:
উনি বিএনপি'কে জোকারদের ক্লাবে পরিণত করছেন। দেশে ভোট আসছে, উনি বেগম জিয়ার জন্য ১০০% সময় বরাদ্দ করে রেখেছেন।
৩| ৩০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
বেগম জিয়াকে বিদেশে পাঠানো হোক। বেচারি আর কয় বছরই বা বাঁচবে?
৩০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৯
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা যদি আসলে কৌশলী হয়ে থাকেন, এয়ার এম্বুলেন্স ঢাকা এয়ারপোর্টে এনে রাখবেন।
৪| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩৮
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: রাজনৈতিক বক্তিতা।
৩০ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৩
চাঁদগাজী বলেছেন:
মির্জা সাহেব বিএনপি'র পুরোশক্তি বেগম জিয়ার জন্য প্রয়োগ করেছেন; আর অপেক্ষা করছেন, মানুষ শেখ হাসিনার বিপক্ষে গিয়ে উনার দলকে ক্ষমতায় নিয়ে আসবেন।
৫| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শ্রদ্ধেয়??
বাকশাল সম্পর্কে আপনার অভিমত কী???
৩০ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫৪
চাঁদগাজী বলেছেন:
বাকশালই ছিল শেখ সাহেবের একমাত্র বড় ভাবনা; উনি একটা প্লাটফরম করে, সর্বদলীয় সরকার করতে যাচ্ছিলেন, যাতে জাতির সবার অধিকার প্রতিষ্ঠিত।
উনাকে হত্যা করায় বুঝা যাচ্ছে, জাতির জন্য এটা ভালো ছিল; কিন্তু কিছু লোকের দখল ইত্যাদির পথ বন্ধ হচ্ছিল; আমেরিকা বাংলাদেশের মানুষের এত সুখের খবর সহ্য করেনি।
৬| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১০:২৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বলেন কি!! শেখ সাহেব কে হত্যা করা জাতির জন্য এটা ভালো ছিল???? আপনি একথা বলতে পারলেন??
আমি বাকশাল কে সাপোর্ট করি, শেখ সাহেবকে ভালোবাসি। কিন্তু মুক্তিযুদ্ধ বাদে সেনাবাহিনী ও মেজরকে(জিয়া) সহ্য করতে পারি না।।
আপনার কাছে, আমার চিন্তা কী ভুল মনে হয়??
৩১ শে মার্চ, ২০১৮ রাত ১২:৪৭
চাঁদগাজী বলেছেন:
আমি লিখেছি, "উনাকে হত্যা করায় বুঝা যাচ্ছে, জাতির জন্য এটা ভালো ছিল; কিন্তু কিছু লোকের দখল ইত্যাদির পথ বন্ধ হচ্ছিল; আমেরিকা বাংলাদেশের মানুষের এত সুখের খবর সহ্য করেনি। "
-স্যরি, এখানে বাক্য গঠনের কারণে, অর্থ হয়তো বদলে গেছে, "উনাকে হত্যা করায় বুঝা যাচ্ছে, জাতির জন্য এটা ভালো ছিল;" বাক্যে, "এটা" মানে "বাকশাল"।
আমি বুঝাতে চেয়েছিলাম যে, "বাকশাল" জাতির জন্য ভালো ছিল।
৭| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩৫
এলিয়ানা সিম্পসন বলেছেন: খালেদা জিয়া পোস্ট ভাল্লাগেনা।
৩১ শে মার্চ, ২০১৮ রাত ১২:৫১
চাঁদগাজী বলেছেন:
এই ধরণের পোষ্ট আমি নিজেই পছন্দ করছি না; কিন্ত, দেশ এই মহুর্তে 'একটা পরিবর্তনের দিকে যাচ্ছে, এবং এতে অনেককে বুঝা সহজ হচ্ছে'; যেমন, বেগম জিয়ার শাস্তি হওয়ার পর, দেশে ভোটের পরিবেশ আসার পরও, মির্জা নিজের ভুমিকা ঠিক মতো রাখতে পারছেন না; উনি কি করে জাতির জন্য রাজনীতি করবেন?
৮| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: এই না হলে চাঁদগাজী।
ভালো বিশ্লেষণ করেছেন। আপনাকে শুভেচ্ছা।
৩১ শে মার্চ, ২০১৮ রাত ১২:৫৩
চাঁদগাজী বলেছেন:
এই ঘটনাগুলোতে, মির্জা ফখরুল কিংবা বেগম জিয়া কিছু হারাবেন না, হয়তো লাভবান হবেন; কিন্তু জাতিকে অস্হিরতার মাঝে রাখা হচ্ছে।
৯| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩৭
পদাতিক চৌধুরি বলেছেন: স্যর,পোস্ট ও মন্তব্যের প্রতি উত্তরে মুগ্ধতা রেখে গেলাম।
৩১ শে মার্চ, ২০১৮ রাত ১২:৫৫
চাঁদগাজী বলেছেন:
মির্জা রাজনীতি করছেন না, আওয়ামী লীগ সেটাই চাচ্ছে; তিনি সামান্য বিষয় নিয়ে ভীষণ ব্যস্ত
১০| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪৫
সাইন বোর্ড বলেছেন: একটা বয়স্ক মানুষ কতটা মেরুদন্ড বিক্রি করলে এতটা নিচে নামতে পাারে তা ভাবনার বিষয় !
৩১ শে মার্চ, ২০১৮ রাত ১২:৫৬
চাঁদগাজী বলেছেন:
আমার কিছু স্পেয়ার মেরুদন্ড আছে।
বেগম জিয়া অসুস্হ হতে পারেন; উনার চিকিৎসা দরকার; তাই বলে, উনাকে বিদেশ পাঠানোর ব্যাপারটা নিয়ে ভাবার দরকার আছে; তারেক কোকো তো ফিরে আসেনি!
১১| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ১২:১৪
ঠাকুরমাহমুদ বলেছেন: বাংলা সিনেমা এবং যাত্র দলে একজন যোকার থাকে যার কাজ কিছুক্ষন পর পর মঞ্চে এসে কিছু একটা করা পাবলিক হাসুক আর না হাসুক - মির্জা ফখরুল সাহেব সেই দলের একজন গাড়ল ।।
৩১ শে মার্চ, ২০১৮ রাত ১২:৫৮
চাঁদগাজী বলেছেন:
উনি বিএনপি'কে দল হিসেবে সংগঠিত করতে পারতেন এখন; সেটা না করে, বেগম জিয়া বেগম জিয়া করছেন; এটাই হয়তো উনার সবচেয়ে বড় রাজনৈতিক দক্ষতা!
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মির্জা ফখরুলকে আমার তো বুদ্ধিমানই মনে হয়।
উনার চেয়ে বুদ্ধিমান কেউ বিএনপি তে আছে??