নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বেগম জিয়ার অসুস্হতা নিয়ে দেয়া পোষ্টটি ড্রাফট করেছিলাম।

৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬



৩ দিন আগে, বেগম জিয়ার সাথে দেখা করতে গিয়েছিলেন মির্জা ফখরুল সাহেব; উনাকে দেখা করতে দেয়া হয়নি, কারণ হিসেবে বলা হয়েছে যে, বেগম জিয়া অসুস্হ! মির্জা সাহেব ও রিজভী সাহেবের কাজ কারবার, উনারা কোন কিছু না জেনে, না ভেবে দাবী করে বসলেন যে, বেগম জিয়াকে বিদেশে পাঠাতে হবে।

আমার ধারণা, আওয়ামী লীগ বেগম জিয়ার জন্য অন্য কিছু না করুক, বিদেশে পাঠানোর জন্য এয়ার এম্বুল্যান্স নিশ্চয় ঢাকা বিমান বন্দরে রেডী করে রাখবে। আগের প্যাটার্ণ কি বলে, তারেক ও কোকো বিদেশে গিয়েছিল অসুস্হতার কথা বলে, তারা ফেরেনি; এবার বেগম জিয়া গেলে, না ফেরার সম্ভাবনা শতকরা ৬৬ ভাগ। মির্জা কি ভেবে, বেগম জিয়ার সাথে আলাপ না করে, উনাকে বিদেশে পাঠানোর জন্য দাবী জানাচ্ছেন? লোকটার মাথায় কোন ধরণের রাজনৈতিক ইনষ্টিংক্ট নেই! বেগম জিয়া চলে গেলে কারো ক্ষতি হবে না, কিন্তু জাতির ইতিহাসে আরেকটি বদনাম যোগ হবে।

আজকে দেখলাম, আওয়ামী লীগের সেক্রটারী ও আরো একজন বলেছেন যে, বেগম জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সব ব্যবস্হা সরকার করবে, অর্থাৎ আওয়ামী লীগ চাচ্ছে যে, বেগম জিয়া বিদেশে চলে যাক; আওয়ামী লীগে দুনিয়ার নিকৃষ্ট বাংগালীরা স্হান করে নিয়েছে। আওয়ামী লীগের আগ্রহ দেখে, আজকে মির্জা বিদেশে না পাঠানোর কথা বলছে!

৭৩ বছর বয়স্ক বেগম জিয়া এলুশানে কিংবা ডেলুশানে ভুগছেন যে, তারেককে তিনি দেশে আনতে পারবেন। ২০১৫ সালে, উনার সর্বশেষ প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর, উনার একমাত্র পথ ছিলো শেখ হাসিনার সাথে কোনভাবে আপোস করা; এর বাহিরে উনার জন্য কিছু নেই; মির্জা, রিজভী, ড: এমাজুদ্দিন বা আনোয়ার সাহেবেরা আর সাহায্য করতে পারবে না। তারেক যা করতে চেয়েছিল ততটুকু করেছে; আসলে, তারেক বাংলাদেশের প্রাইম মিনিষ্টার থেকেও বেশী কিছু করেছে ২০০১-২০০৬ সালে। বাংলাদেশের ব্যাপারে তারেককের আর চাওয়া-পাওয়া থাকা উচিত নয়। তারক জেনারেল জিয়া নয় যে, মানুষের সহানুভুতি পাবে, কিংবা মিলিটারী তাকে সাহায্য করবে; তারেক জিয়ার চ্যাপ্টার শেষ।

বেগম জিয়াকে নিয়ে টানা হেঁচড়া করলে, উনার জেল ৫ বছর থেকে ১০ বছরে উন্নীত হবে; এটা যদি বেগম জিয়া নিজে না বুঝেন, ফাতেমার সাথে কথা বললে বুঝতে পারবেন; আসলে ফাতেমা কমপক্ষে রিজভী সাহেব, মওদুদ কিংবা মির্জা থেকে ভালো বুঝার সম্ভাবনা আছে!

আমার গতকালের পোষ্টটি ড্রাফ্ট করেছি, ওখানে আমি সন্দেহ প্রকাশ করেছিলাম যে, আওয়ামী লীগ বেগম জিয়াকে বিদেশে পাঠাতে আগ্রহী হবে।

মন্তব্য ৫৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

Hafizur Rahman Babu বলেছেন: হা হা হা!!! বাংলাদেশ

৩১ শে মার্চ, ২০১৮ রাত ৮:০০

চাঁদগাজী বলেছেন:



কুট-চালকে বাংগালীরা নাম দিয়েছে রাজনীতি; রাজনীতি হচ্ছে সবচেয়ে কঠিন সায়েন্স ও আর্টস

২| ৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

দিবা রুমি বলেছেন: রাজনীতি ভাই আমি কম নাড়াচাড়া করি। তবে আপনার লেখা ভাল লাগে। একমত হই বা না হই।

৩১ শে মার্চ, ২০১৮ রাত ৮:০১

চাঁদগাজী বলেছেন:


রাজনীতি বুঝতে হবে, না হয় সালমানরা ও বসুন্ধরারা ১৬ই ডিসেম্বর পালন করবে, আপনি দর্শক হবেন ও সেলফি তুলবেন।

৩| ৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

তারেক_মাহমুদ বলেছেন: Click This Link একটু ঘুরে আসুন আমি ততক্ষণ আপনার পোষ্টটি পড়তে থাকি।

৩১ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৭

চাঁদগাজী বলেছেন:



নুরু সাহেবের কথা বলিয়েন না, উনি যখন কোন গুণী লোকের কথা লিখেন, উনার লেখার ফলে, লোকটার গুণ গুলো ম্লান হয়ে যায়; উনার শুরুর পোষ্টগুলো ও আজকের পোষ্টের মাঝে কোন তারতম্য নেই! উনি আমার উপর সন্তুষ্ট নন।

৪| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৫

তারেক_মাহমুদ বলেছেন: আপনি দুরদৃষ্টি সম্পন্ন, একেবারে আওয়ামীলীগের মনের কথা পড়ে ফেলেছেন।

৩১ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৯

চাঁদগাজী বলেছেন:


না, আসলে এখানে দুরদৃষ্টর কিছু নেই; কিছু নিকৃষ্ট লোকজন আওয়ামী লীগের বেশ উপরের র‌্যাংককে চলে গেছে, দলাদলিই ওদের জীবিকা।

৫| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৫

দিবা রুমি বলেছেন: ভাইয়া, আমি সেলফি তুলি না। আগের বয়সেও তেমন একটা তুলতাম না। তাই, সেলফি তুলার ঝামেলা থেকে মুক্ত বলতে পারেন। B-)

রাজনীতি বুঝি না সেটা কোথাও বলি নি।

ভাল থকুন।

৩১ শে মার্চ, ২০১৮ রাত ৮:১১

চাঁদগাজী বলেছেন:



স্যরি, বুঝতে ভুল হয়েছিল আমার, আপনি বলেছেন যে, রাজনীতি নিয়ে 'কম নাড়াচাড়া করেন'।

৬| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৩

রানা সাহেব বলেছেন: রাজনীতি নয়, অপরাজনীতি চলছে দেশে

৩১ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৫

চাঁদগাজী বলেছেন:


পুরোপুরি অপরাজনীতি।

তবে, উহা পরিপক্ক হয়ে গেছে, নিজের ভারে নিজেই মাটিতে এসে পড়বে।

৭| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩১

সৈয়দ তাজুল বলেছেন: অদক্ষ এ দু'নেত্রি দেশটারে যা করতেছে তা বইলা শেষ করা যাবে না_____পাব্লিকের বাণী।


আপনার এমন লেখাগুলো ভাল লাগে।
আসলে অনেক সময় পাব্লিকের কথাই সত্যি হয়। যেমন, আপনার-আমার।

৩১ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩৫

চাঁদগাজী বলেছেন:


এখন আমার মনে হচ্ছে যে, ১৯৭১ সালে ও ১৯৭২ সালে সাধারণ বাংগালীরা শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেব থেকে বেশী জানতেন। আজকে সাধরণ মানুষ বিভক্ত, ফলে দুষ্টরা অনেক অভিনয় করার সুযোগ পাচ্ছে

৮| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩১

ব্লগার_প্রান্ত বলেছেন: বেগম জিয়াকে না জানি গুম কইরা দেয় B-) :D

৩১ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩৬

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা তার থেকে অনেক বেশী কৌশলী; অবশ্য, এর পেছনে উনার নিজস্ব অনেক কারণ আছে

৯| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ৮:৫৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: যাহ্ পোস্ট করলেন, জানতেই পারলাম না?:(

রাজনীতি বুঝতে হবে, না হয় সালমানরা ও বসুন্ধরারা ১৬ই ডিসেম্বর পালন করবে, আপনি দর্শক হবেন ও সেলফি তুলবেন।


কথা ১০০% সত্য। কিন্তু বেশীর ভাগ লোকের ফেসবুক প্রোফাইলে লেখা রাজনীতিঃ জাস্ট হেট ইট

ক্যাম্পাসে যারা রাজনীতি করতো, তাদের কম হলেও ১০-১২ টা ব্যাকলগ ছিল।

৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:০১

চাঁদগাজী বলেছেন:


"কিন্তু বেশীর ভাগ লোকের ফেসবুক প্রোফাইলে লেখা রাজনীতিঃ জাস্ট হেট ইট "

-এটা এক ধরণের হতাশার উচ্চারণ। তবে, এদের অনেকেই ভাবছেন যে, তারা এমন মেধাবী, সবকিছু পেছনে ফেলে নিজ মেধায় পেরিয়ে যাবেন; সেটা ঘটবে না, ধরা খাবেন।

৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:০৫

চাঁদগাজী বলেছেন:


পাকিস্তানী আমলে ক্যাম্পাসে রাজনীতি সহজ ছিলো, আইয়ুব খানকে কয়েকটা গালি দিলে: ডিক্টেটর, স্বৈরশাসক, সামরিক শাসক, ফেসিষ্ট, সোনার বাংলা শ্নশান কেন, ইত্যাদি বলেই নিজকে রাজনীতিবিদ মনে করতেন।

কম্প্যুটার সব বদলায়ে দিয়েছে: ১৯৭০ সাল থেকে শুরু করে, বিশ্ব ভয়ংকরভাবে বদলাচ্ছে প্রতিদিন, সাথে সাথে রাজনীতি বদলাচ্ছে। এখন অনেক কিছু জানতে হবে, বুঝতে হবে।

১০| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:০৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমার রাজনীতি ভালো লাগতো, কিন্তু ক্যাম্পাসের নেতাদের নোংরামো দেখে পছন্দের ইতি হয়েছে। অবস্য, সুস্থ রাজনীতিতে ওরা কখনোই আমার সাথে পারে নি।

৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:১৩

চাঁদগাজী বলেছেন:


আজকের বাংলায়, ক্যাম্পাসে রাজনীতি করাটা জাতির জন্য খারাপ সংবাদ

১১| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:১০

বিএম বরকতউল্লাহ বলেছেন: গুরুত্বপূর্ণ বিশ্লেষণ।
ধন্যবাদ।

৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:১৪

চাঁদগাজী বলেছেন:


এসব ঘটনা প্রমাণ করছে যে, আমাদের মাথার উপর লিলিপুটিয়ানরা বসে আছে।

১২| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:২০

সৈয়দ তাজুল বলেছেন: সঠিক কথাটাই বলেছেন। কারণ, তাজউদ্দিন সাহেব কলকাথায় বসে তাস খেলায় খুব মনোযোগী খেলোয়াড় ছিলেন।

৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫০

চাঁদগাজী বলেছেন:


ব্যক্তিগত জীবন নিয়ে আমার কোন বক্তব্য নেই; তবে, ৯ মাসের যুদ্ধের ফলে, যেসব পরিবারের লোকজন প্রাণ হারিয়েছেন, ঘরবাড়ী হারিয়েছেন, তাজুদ্দিন সাহেব থেকে একটা সমবেদনার চিঠি ও ক্ষতিপুরণ পাবার দরকার ছিলো।

১৩| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১২:২৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বেগম জিয়ার রাজনৈতিক ক্যারিয়ার আপাত দৃষ্টিতে শেষ বলে মনে হচ্ছে। তবে তারেক ও বিএনপি'র জন্য উহা(খালেদার কারাবাস) একটা ব্যবসা হয়ে যাবে...

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১:১৬

চাঁদগাজী বলেছেন:


তারেক রাজনীতি জানে না; ফলে, তার ভবিষ্যত কি হতে পারে বলা মুশকিল; এটুকু বলা সম্ভব যে, শেখ হাসিনা জীবিত থাকা অবস্হায় তারেক ফিরতে পারবে না। একটা সম্ভাবনা ছিল, জয় যদি আওয়ামী লীগের সভাপতি হতো, তারেকের ফেরার পথ থাকতো; সেটাও অপরিস্কার। বেগম জিয়াকে চেষ্টা করতে হবে, শেখ হাসিনার সাথে আপোষ করে, জেল থেকে বের হয়ে, নিজের বাড়ীতে অবসর নেয়া।

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১:১৭

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া অবসরে গেলে, বিএনপি'র বয়স্করা তারেককে আসতে দেবে না।

১৪| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১:২০

পিকো মাইন্ড বলেছেন: এইসব লুটপাটের রাজনীতি নিয়ে এখন আর কারো মাথা ব্যথা নাই। আগ্রহ ও নাই।

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১:৫১

চাঁদগাজী বলেছেন:


দেশের সাধারণ মানুষ দাসের মত খাটছে, অন্যরা কিছু না করে, এদের শ্রমের সম্পদগুলো দখল করছে; দেশকে সবার জন্য সমান করতে হবে।

১৫| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১:২৮

নূর-ই-হাফসা বলেছেন: কি জটিল রাজনীতি !
খালেদা জিয়া আর রাজনীতি করতে পারবেন বলে মনে হয়না । বিএনপির অবস্থা খুব খারাপ বুঝাই যাচ্ছে ।

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১:৫৩

চাঁদগাজী বলেছেন:



বেগম জিয়া রাজনী্তিতে না এলে, এর থেকে ভালো জীবনের অধিকারী হতেন; উনি যা পেয়েছেন, তার থেকে বেশী হারাবেন, মনে হচ্ছে!

১৬| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১:৪০

শাহিন-৯৯ বলেছেন: তারেক আর জয় এদেশের রাজনীতি না আসলে আমরা মোটামুটিভাবে ভাল মানের গনতন্ত্রের দিকে অগ্রসর হবো। এরা আসলেই আবার পা চাটুয়ারা মাথা চাড়া দিয়ে উঠবে।

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১:৫৪

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা জীবিত থাকাকালে তারেক আসার সম্ভাবনা কম; শেখ হাসিনা সরে গেলে, জয়ের পৃথিবী ছোট হয়ে আসবে।

১৭| ০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৭

কানিজ রিনা বলেছেন: ভোট বিহীন শোসক নীতিকে রাজনীতি বলাই
মুখ নষ্ঠ। আর শোসক নীতির কবলে গনতন্ত্র
ধ্বংশ হয়েগেছে। যেখানে গনতন্ত্র নাই সেইদেশে
একজন বিরোধী দলের নেত্রী ছলে বলে
কৌশলে মৃত্যু ঘটানো বা মৃত্যুর দিকে নির্লজ্জ
ভাবে ঠেলে দেওয়াই শোসনের নীতি।
হ্যা এবার গনতান্ত্রীক ভাবে ভোট হোলে খালেদা
জিতবে আওয়ামীলিগ ১০০% পার্সেন্ট শিওর
হয়েছে বলেই খালেদার এই পরিনতি।
আপনার লেখায় তাই ফুটে উঠেছে সত্যটা
শিয়ার করেছেন তাই ধন্যবাদ।

০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১১:০১

চাঁদগাজী বলেছেন:


গণতন্ত্র বলতে যা বুঝায়, সেই রকম কিছু শেখ সাহেবের আমলেও ছিলো না; বাকীরা ম্যাঁওপ্যাঁও।

বেগম জিয়া লোভ ও ভুল করে এসেছিলেন, মানুষের ক্ষতি করেছেন, নিজেও ক্ষতিগ্রস্ত হয়েছেন। দেশ কোন দিকে যাবে বলা মুশকিল, ধনীরা দেশ দখল করে ফেলেছে।

১৮| ০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৫

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: খালেদা যাবে তারেক আসবে এদেশে আম পাবলিক যা পায় তায় খায়। বিশ্লেষণ মুলক পোস্ট ভালো লাগল।

০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৩

চাঁদগাজী বলেছেন:


৩০ লাখ মানুষের প্রাণের বিনিময়ে অর্জিত দেশ বেগম জিয়া, শেখ হাসিনা, এরশাদ, বা জিয়ায় চালানোর কথা ছিলো না; কিন্তু বাস্তবে তা ঘটে গেছে; তারেক থেকে গ্রামের রাখাল বালক অনেক বেশী বুদ্ধিমান।

১৯| ০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৬

কিরমানী লিটন বলেছেন: শেয়ার বাজার, ব্যাংক ডাকাতি, রিজার্ভ লুট, প্রশ্ন ফাঁস, ধর্ষন মহামারী, করিডোর,ট্রনজিট, রোহিঙ্গা জায়গীর, খুন, গুম, স্বৈরাচারী শাষন- এই সমস্যাগুলি নিয়ে বললে মানুষের উপকার হয়। দালালী, ভারুগীরী করে মীর জাফর, মোস্তাকেরা সিরাজ শেখ মুজিবকে অন্ধ বানিয়েছিল। তার পরিনতিও আমরা জানি। আপনাদের এই ল্যাঙ্কটা নৃত্যে- হেরেমের দৃষ্টি আকর্ষনের প্রচেষ্টা হাসিনাকেও বধির- অন্ধ করে ইতিহাসের পুনরাবৃত্তি ছাড়া আর কিছুই হবে না।

০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৬

চাঁদগাজী বলেছেন:



আমার পোষ্টের কারণে যদি বেগম জিয়ার জেল হয়, আপনার পোষ্টের কারণে শেখ হাসিনার পতন হওয়ার কথা; শেখ হাসিনা কি আছেন, নাকি শেষ?

২০| ০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৯

রোদেলা বলেছেন: বাব্বাহ ! ব্যাপক প্যাঁচ ।তবে আওয়ামীলিগ যা করছে তাতে কিন্তু ভোটার বাড়বে না ,তাই তারা শংকিত হয়েই বিএনপি-এর অনেক নেতাকে জেলে ভরছে ।অ্স্বীকার করার কোন সুযোগ নেই,আইন তারাই নাড়ায়।

০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৪

চাঁদগাজী বলেছেন:


মানুষ ২০০৭ সালে বড় ২ দলের নেতাদের বিরুদ্ধে অভিমত দিয়েছিলেন; তাদের সরানো যায়নি; এখন মানুষ তাদের সরানোর মতো অবস্হানে নেই।

একজনকে সরায়েছেন এক শক্তি, এখন ২টার যায়গায় একটা আছে মাত্র; ২টা সরানোর থেকে একটাকে সরানো সহজ হওয়ার কথা?

২১| ০১ লা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

রোদেলা বলেছেন: সে নিজেই অস্তিত্ব সংকটে ভুগছে। পুরো বাহিনী লাগে এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে।

০১ লা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

চাঁদগাজী বলেছেন:



কারণ এরা মানুষের জন্য নয়, এরা বাহিনীর জন্য সবকিছু করছে; এরা মানুষের জন্য হলে, ২০০৭ সালে মানুষ এদের মাইনাস করতে চাইতো না।

২২| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:০৫

ভবিষ্যত বলেছেন: কারন এরা মানুষের জন্য নয়, বাহিনীর জন্য সব কিছু করছে - চাদগাজী - এক্কেবার মনের কথা বলছেন...

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:১৫

চাঁদগাজী বলেছেন:


আসলে এরা কোব না কোনভাবে দখলদার মাত্র; এরা মানুষের স্বপ্নের দাম দেয়নি কোনদিন।

২৩| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:৪৯

অক্পটে বলেছেন: তারেক জিয়ার চ্যাপ্টার শেষ। খালেদার চ্যাপ্টার শেষ। এবার সব কিছুই হাসিনাময়! মুক্তিযুদ্ধের ব্যবসাটা চালিয়ে গেলে আর ভোটিং নামক হাসিনার এই জলাতঙ্ক রোগটা উঠিয়ে দিলে আর কি লাগে? তারপরতো শুধুই অপার সুখ! সব স্বৈরাচার এবং স্বৈরাচারের দোসরদের স্বপ্ন এমনই হয়। কিন্তু দুঃখের বিষয় হলো সব স্বৈরাচারকে বিদায় নিতে হয়। ভাবছি কল্পনা আর স্বপ্নবিলাস যদি কখনো ভাঙ্গে আপনার আজকের খালেদার পরিস্থিতি যদি হাসিনার হয়, হাসিনাকে জেলে রেখে তখন আপনার লেখার ভোল্ট কেমন হবে।

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১:২৪

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা চাইলে জাতির জন্য এখন অনেক কিছু করতে পারেন, কিন্তু উনার সেই ধরণের ভাবনাচিন্তা চোখে পড়ছে না।
উনি শেখ হত্যার বিচার করেছেন, রাজাকারদের সরকারে যাওয়া থামায়েছেন; এগুলো অর্থৈতিক দিক নেই, কিন্তু মানসিক দিক আছে।

উনার অবসরে চলে যাওয়ার দরকার।

২৪| ০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৯

হাসান জাকির ৭১৭১ বলেছেন: উনার জন্য হয়ত এই একটা পথই খোলা আছে, যদি জীবনের বাকি দিনগুলো জেলে পচে মরতে না চান।

০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৪

চাঁদগাজী বলেছেন:



উনি চাইলে, আওয়ামী লীগ হয়তো বিদেশে উনার ভরণ-পোষণও করবে।

২৫| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:৪২

ঠাকুরমাহমুদ বলেছেন: বেগম জিয়া বিদেশে গেলে কি নিএনপি’র মিজা ফখরুল, ‍রিজভি সহ সাঙ্গ পাঙ্গ হাত ধুয়ে আওয়ামিলীগে জয়েন করবে ? আর কেউ না করুক মির্জা ফখরুল মির্জাফর এর রোল টা করবে মনে হচ্ছে !!!

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৭

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার উচিত, মির্জা সাহেব, ড: মঈন, ড: এমাজুদ্দিনকে নিয়ে, ৫০ জন ভালো বিএনপি'র লোকের সাথে কোয়ালিশন করে, এরশাদকে জেলে পাঠানো।

২৬| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৫

ঠাকুরমাহমুদ বলেছেন: এরশাদ কাহা কি করছে ? কাহা তো জেলে থেকে থেকে পচেঁ গেছেন, এরশাদ খালেদা জিয়া এখন জেলে’র ভাত আর কার ভাওয়ার বাকী আছে তার যাবার পালা, এরশাদ কাহু’রে শান্তিতে মরতে দেন । এমনিতে কাহু’র নামে নামে যমে টানে অবস্থা । অরিজিনালি এরশাদ এর আমলে এতো খুন খারাবী হয় নাই পরবর্তী সরকারী আমলে যা হয়েছে এক ডক্টর মিলন আর রিক্সাওয়ালা নুর হোসেইন্না ( নুর হোসেইন্না সইরাচার নিপাত যাক বলে নাম করে ফেলেছে ) নুর হোসেইন্না সইরাচারের অর্থ জানতো চাঁদগাজী ভাই ???

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৬

চাঁদগাজী বলেছেন:


নুর হোসেনের মৃত্যুর জন্য আওয়ামী লীগ ও বিএনপি দায়ী; দরিদ্রের ছেলের খালি গায়ে লেখা দেখে পুলিশ এই গরীবের ছেলেটাকে টার্গেট করেছিলো।

এরশাদ গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার থেকে ক্ষমতা কেড়ে নেয়ার মত অপরাধ করেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.