![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
প্রায় পুরোদিন কেটে গেছে চক্ষু হাসপাতালের আউটডোরে; বাসায় ফিরছি 'পিক-টাইমে'(কাজের লোকেরা যখন বাসায় ফেরে), ট্রেনে ভীড়। ট্রেনের দরজার দুইপাশে ২টি আফ্রিকান আমেরিকান মেয়ে বাহিরের দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে, মাঝখান দিয়ে একজন করে যাত্রী এঁকেবেঁকে উঠছে; মেয়ে ২টির কানে এয়ারফোন লাগানো, কিছু বললে শোনার সম্ভাবনা নেই। দরজা বন্ধ করার ঘোষণা শুনলাম, আমি কোনভাবে উঠলাম; বামপাশের মেয়েটার গায়ে ধাক্কা লেগেছে, সে আমার মুখের দিকে তাকিয়ে আছে, কিছু বলতে যাচ্ছে; আমি বললাম,
-এক মিনিট অপেক্ষা কর, আমি দাঁড়ানোর ব্যবস্হা করে নিই।
আমি তার সামনে দাঁড়ানোর যায়গা পেলাম। বললাম,
-এবার বলো!
-তুমি উঠার সময় আমাকে ধাক্কা দিয়েছ, স্যরি ম্যরি কিছু তো বললে না, মেয়েটি বললো।
- ঠিক আছে , আমি স্যরি; তুনি দরজা ব্লক করে দাঁড়ায়ে আছ, মানুষ কিভাবে উঠানামা করছে?
- মানুষ ঠিকই উঠেছে, কই কেহ তো ধাক্কা দেয়নি, শুধু তুমি ধাক্কা দিয়েছ!
-আমি ধাক্কা দিইনি, বরং তোমার পেছনভাগে ধাক্কা লেগে আমার কোমরের বামদিকে ব্যথা পেয়েছি, তোমার পেছনের পকেটে শক্ত লোহা টোহা আছে নাকি?
সে নিজের পেছনের পকেট দেখায়ে বললো:
-দেখ আমার পকেটে কিছুই নেই!
-ম্যান, তা'হলে তো বেশ ভাবনার বিষয়; তুমি সম্ভব হলে ঘনঘন ম্যাসেজ পার্লারে যেয়ো ও রুটির সাথে বেশী করে মাখন খেয়ো! না হয়, কারো ভাগে শক্ত কিছু পড়বে!
-হেই, হেই, এটা কিন্তু সেক্সুয়েল এসাল্ট!
-তুমি সিরিয়াস?
আমি বললাম,
-শোন, আমি তোমাকে স্পর্শ করছি না, শুধু কথা বলছি, এতে সেক্সুয়েল এসাল্ট হচ্ছে কিভাবে?
-শোন, তোমরা কোন দেশ থেকে আস কে জানে, আমাকে মাখন খেতে বলা কিন্তু ভালো হয়নি; স্যরি বলো!
-ঠিক আছে, স্যরি। আমি অন্য ওয়াগণে যাচ্ছি, না হয় স্যরি স্যরি চলতে থাকবে।
-কথা কিন্তু শেষ হয়নি!
-কথা শেষ, তুমি অন্য লোক খুঁজতে থাকো।
পরের ষ্টেশনে আমি সামনের একটি ওয়াগণে উঠলাম, ভীড়। মাঝখানে একটা মেয়ের কাঁধে বিরাট ব্যাগ, হাতে আরেক ব্যাগ; সে নড়লো,ব্যগটা আমার মেরুদন্ডে আঘাত করলো। আমি তার দিকে তাকাতে সে বুঝতে পারলো, বললো,
-স্যরি, আজকে তোমার দিনটা ভালো যাচ্ছে না।
-তুমি কি করে জানো?
-আমি কিছুক্ষণ আগে পেছনের ওয়াগণে ছিলাম। তোমার ও এক সুন্দীর ডায়ালগ শুনেছি কিছুক্ষণ।
আমার সামনে একটা সিট খালি আছে; কিন্তু পাশের সীটের মেয়েটি এই সীটের অর্ধেক দখল করে বসে আছে; তার পায়ের বিস্তার ১২০ ডিগ্রির মতো, এবং কোটটি ছড়ায়ে ছিটায়ে আছে। আমি ট্রেনে মোটামুটি বসি না; ব্যাগ-ওয়ালা মেয়েটাকে বললাম,
-এদিকে একটা সীট আছে, বসে পড়, ব্যাগ নিয়ে তুমি সমস্যায় আছ!
-তুমি বয়স্ক, তুমি বস, তাতে কিছুটা যায়গা বাড়বে।
পা-ছড়ানো মেয়েটা কোট টোট সরায়ে আমাকে বসতে দিলো; বসে বুঝলাম, উহার কোটের সামান্য কোণার উপর আমি বসেছি। মেয়েটি বললো:
-সর্বনাশ, তুমি আমার পুরো কোটটা নষ্ট করে দিয়েছ! সে একটু টানতেই কোণটুকু মুক্ত হলো। সে আবার বললো,
-আমার দামী কোটটা একেবারেই শেষ।
-তোমার কোটের একটু কোণার উপর বসাতে পুরো কোট নষ্ট হয়ে গেছে? শোন, এত পুরোনো কোট পরে পাবলিক ট্রেনে উঠাই ঠিক হয়নি!
-তোমার কোটের চেয়ে আমার কোট অনেক দামী! কোট কি তুমি কিনে দিয়েছ?
-আমি যখন কিনে দেবো, সবচেয়ে দামী কোটই কিনে দেবো; এটা ফেলে দিও, না হয় তোমার কোট থেকে মানুষের গায়ে ছারপোকা উঠবে!
-কি বললে? আমার কোটে ছারপোকা আছে? তুমি আমাকে অপমান করেছ।
-ওকে, স্যরি; তোমার কোটে ছারপোকা নেই!
ব্যাগ-ওয়ালা মেয়েটা বললো,
-শোন, তোমার সামনের ওয়াগণে যাবার সময় হয়েছে। স্যরি, আজকে তোমার দিনটা কিছুতেই ভালো যাচ্ছে না।
ট্রেন থামার সাথে সাথে নেমে গেলাম; পরের ট্রেনে যবো!
০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১:০৩
চাঁদগাজী বলেছেন:
প্রমোটের কিছু নেই, যা ঘটেছে সেটাই বর্ণনা করলাম। মেজাজ খারাপ থাকলে, কথা না বলাই হয়তো ভালো।
২| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১:০২
সোহাগ তানভীর সাকিব বলেছেন: হুম, ভালো লেগেছে। ধন্যবাদ।
০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১:০৫
চাঁদগাজী বলেছেন:
জীবন কষ্টকর হয়ে যাচ্ছে!
৩| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১:০৫
বর্ষন হোমস বলেছেন:
বাহ ভাই বাহ।আপনি তো মানুষের সাথে সেইরাম মজা নেন।কিছুদিন আগেও একটা পোষ্ট পড়লাম যেখানে রাস্তায় এক মেয়ের সাথে এমন কান্ড করেছেন।হাসপাতাল থেকে বের হলেই মাথা আর ঠিক নাই।
০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১:১০
চাঁদগাজী বলেছেন:
ভাবছি, পাবলিক ট্রান্সপোর্টে আর ডাক্তারের কাছে যাবো না, অসুস্হতা আর ঝামেলা এক সাথেই আছে।
৪| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১:০৬
শাহিন বিন রফিক বলেছেন: রাজনীতির গুরু জীবন সংলাপে!!!
০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৪৪
চাঁদগাজী বলেছেন:
রাজনীতি নিয়ে আর লিখছি না; যতটুকু লিখেছি, উহার ফলাফল দেখতে চাচ্ছি।
আপনার প্রোপিকটা শাহিন-৯৯'এর সাথে মিল আছে!
৫| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১:০৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আজ আবার চাঁদ কোন দিকে উঠল গাজী ভাই? লিখার ধরণতো অন্যরকম। তবে ভাল লাগছে তা স্বীকার করছি।
০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১:১২
চাঁদগাজী বলেছেন:
বলিয়েন না, শান্তি নেই
৬| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১:১৪
সোহানী বলেছেন: এলিয়ানা সিম্পসন বলেছেন: পোস্ট ভাল লাগে নাই। প্রথম মেয়েটা ঠিকই বলেছে। এই পোস্ট প্রোমোট করা আপনার ঠিক হবে না।
গাজীভাই, আপনার যে একজন পোস্ট প্রোমোট উপদেস্টা আছে তাতো জানা ছিল না...............
ভালো লাগলো শেয়ারিং। আসলেই মেজাজ খারাপ থাকলে সব কিছুতেই ঝামেলা বাধেঁ।
০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১:১৭
চাঁদগাজী বলেছেন:
ব্লগার এলিয়ানা সিম্পসন ঠিকই বলেছেন; মেয়ে কোনটাই দায়ী ছিলো না, আসলে আমার মেজাজ খারাপ ছিলো।
৭| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১:১৮
শাহিন বিন রফিক বলেছেন: আপনার প্রোপিকটা শাহিন-৯৯'এর সাথে মিল আছে!
তাই নাকি!!! হতে পারে। একদিন দেখছিলাম চাঁদপাদী নামে এক ব্লগার। আপনার নামের সাথে মিল।
০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৩৭
চাঁদগাজী বলেছেন:
অনেক ব্লাগার আমার নিকের কাছাকাছি নিক নিয়েছিলেন; সময়ের সাথে, আমার সাথে ইন্টিগেইটেড হয়ে গেছেন সবাই।
৮| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১:২৯
এলিয়ানা সিম্পসন বলেছেন: হ! আমি তো কমেন্ট দেয়ার আগে সোহানী অ্যান্টির কাছে পারমিশান নিয়া কমেন্ট দিমু।
অ্যান্টি অ্যান্টি, আমি কি চাঁদগাজীর পোস্টে এই কমেন্টটা দিতে পারি? নাকি আমাকে একটা তৈলাক্ত কমেন্ট দিতে হবে?
০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৩৮
চাঁদগাজী বলেছেন:
আজকে আপনার অবস্হা কি আমার মতো?
৯| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৩৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভালো। আপনি ছাড়পোকার কথা বলেছেন, ভাগ্যিস তেলাপোকার কথা বলেন নি।
০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৩৯
চাঁদগাজী বলেছেন:
মাঝে মাঝে আমি কি বলি নিজেই জানি না; এটা বলা খুবই খারাপ কাজ ছিলো
১০| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৪৬
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমিও বলি। আমাদের অফিস ব্লিল্ডিংয়ের লিফটে জাপানি ও চায়নিজ মেয়েদের সাথে প্রায়শ দেখা হয়। তাদের কে হাই, হ্যালো, বাংলাদেশ কেমন লাগছে? ভর্তা খেতে কেমন লাগে ইত্যাদি জিঙ্গেস করি। তারা খুব ই আন্তরিক। তারা মাঝেমধ্যে সেলাম মুয়ালাইকুম বলে, অথবা কেমন আছেন?
০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৫১
চাঁদগাজী বলেছেন:
জাপানী মেয়েরা খুবই ভদ্র; আমাদের দেশে যেসব চায়নীজরা আসে সেগুলো কোন দেশ থেকে আসে আমি জানি না। আমেরিকায় বড় হওয়া চাইনীজ মেয়েরাও ভদ্র।
১১| ০৬ ই এপ্রিল, ২০১৮ ভোর ৪:৫৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনিও কী একটা দেশের রাষ্ট্রপতির মত খালি মেয়েদের সামনেই পড়েন নাকি!
০৬ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:৫৩
চাঁদগাজী বলেছেন:
পশ্চিমে মেয়েরাই বেশী একটিভ, বের হলে এদের সাথে কাজে অকাজে দেখা হবেই হবে।
১২| ০৬ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:০৯
ব্লগ মাস্টার বলেছেন: পথে ঘাটে মেজাজ কন্ট্রল করে চলা ভালো।
০৬ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:৫২
চাঁদগাজী বলেছেন:
অসুস্হ হলে বাইরে যাওয়াই ঠিক নয়, মনে হয়।
১৩| ০৬ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:১৩
মিরোরডডল বলেছেন: As usual funny post
কিন্তু আপনি প্রথম মেয়েকে সামান্য বেশী বলেছেন
মৌখিকভাবেও assult করা যায়
যদিও আমি জানি এটা আপনার উদ্দেশ্য ছিল না
আপনি বিরক্ত থেকে বলেছেন
এটা সত্যি আপনি অন্যদের বিভ্রান্ত করে মজা পান :- )
wish you'll get well soon
০৬ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:৫১
চাঁদগাজী বলেছেন:
হাউকাউ চোখের সমস্যা লেগেই আছে, ইহার কিন সুরাহা হচ্ছে না। আমি মাঝে মাঝে লেগে যাই।
১৪| ০৬ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:২৫
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আমি রাশ আওয়ারে সাবওয়েতে আপনার মতো অবস্থায় মাঝে মাঝে পড়ি - অনেক সময়েই মনমেজাজ প্রচন্ড খারাপ হয়ে যায় আপনার মতোই |
আপনার "আমাদের দেশে যেসব চায়নীজরা আসে সেগুলো কোন দেশ থেকে আসে আমি জানি না। আমেরিকায় বড় হওয়া চাইনীজ মেয়েরাও ভদ্র।" মন্তব্য পড়ে অনেকক্ষণ হাসলাম | আসলেই এখানে অনেক চাইনিজ মহিলাদের চরম অভদ্র ব্যবহার দেখে এদের সাথে বাংলাদেশে আসা ভদ্র চাইনিজ মহিলাদের কোনো মিল আমি খুঁজে পাইনা |
০৬ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:৪৬
চাঁদগাজী বলেছেন:
চীনা মেয়ে যেগুলো হংকং থেকে আসে ঔগুলো অমানুষ। মেইনল্যান্ডেরগুলো চোরধোর; এখানে জন্ম নেয়াগুলো বেশ ভালো।
১৫| ০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৬
কাওসার চৌধুরী বলেছেন: আফ্রিকান-আমেরিকান মেয়দের ভাব ভঙ্গিটা খুব সুন্দর করে তুলে ধরেছেন। এটা লন্ডনেও অহরহ হয়। সাদা ব্রিটিশ মেয়েদের চেয়ে আফ্রিকান ব্রিটিশ মেয়েদের ইগো অনেক বেশি। এরা একটু বেয়াদব টাইপের হয়। এমন পরিস্তিতি অসংখ্যবার মোকাবেলা করেছি আন্ডারগ্রাউন্ড ট্রেনে।
০৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৩
চাঁদগাজী বলেছেন:
এখানে ২টি ট্রেনে এই সমস্যা আছে দীর্ঘদিন ধরে, লোকজন অভ্যস্ত হয়ে গেছে।
১৬| ০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১২
রাজীব নুর বলেছেন: মেজাজ খারাপ থাকলে বাইরে বের হবেন না। অসুস্থ অবস্থা কারোই মেজাজ ঠিক থাকে না। আপনি ইচ্ছা করেই ওদের সাথে লাগতে গিয়েছেন।
আসলে মানুষের বয়স বাড়লে, মানুষ রাগ সামলে রাখতে পারে না।
আর একটা কথা বলি কিছু মনে করবেন না, যারা খাটি মুক্তিযোদ্ধা তাদের 'তেজ' বেশি। তারা উলটা পালটা অনেক কিছুই সহ্য করতে পারেন না।
০৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৫
চাঁদগাজী বলেছেন:
অসুস্হ হলে, অজান্তেই মেজাজ খারাপ থাকে মনে হয়।
১৭| ০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার কাঠখোট্টা মনের ভেতর যে কিছু রসের উপাদানও আছে তা বোঝা গেল।
০৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৮
চাঁদগাজী বলেছেন:
কেহ গায়ে পড়ে হাউকাউ কিছু বললে, আমি কিছু একটা বের করার চেষ্টা করি; এতে কাজ হয়।
১৮| ০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৮
নূর-ই-হাফসা বলেছেন: শেষ দুইটা মজার লাগলো ।
আপনি বাস্তবে আর ব্লগে হুবহু এক তাহলে ।
০৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৭
চাঁদগাজী বলেছেন:
আসলে আমি অকারণে কাউকে কিছু বলি না; কেহ আমাকে ধরতে চাইলে আমি কিছু একটা নিয়ে লেগে যাই। আমি অবশ্য কাউকে অপমান করতে চাই না, কিছুক্ষণ হাউকাউ করি মাত্র।
একবার এক দোকানে, এক বাংগালী 'সেলস পারসন' মেয়ে আমাকে একটা বস্তু বদলায়ে না দিয়ে মালিকের পক্ষে কথা বলছিলেন; উনার দাঁতগুলো কিছুটা আঁকাবাঁকা ছিল; উনাকে বললাম যে, আপনার উচিত এমনভাবে কথা বলা, যাতে লোকে আপনার দাঁত না দেখে; বেচারী একেবারেই চুপ; উনি আমার ক্ষতি করছিলেন; বাধ্য হয়েই বললাম। মালিক সেটা বদলায়ে দিয়েছিল।
১৯| ০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫১
প্রামানিক বলেছেন: চাঁদগাজী ভাইয়ের মৃদু ঝগড়া মজা লাগল। ধন্যবাদ
০৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫১
চাঁদগাজী বলেছেন:
কিছু এলাকায় ট্রেনের দরজা ব্লক করে কিছু ছেলেমেয়ে দাঁড়িয়ে থাকে; অনেকে ভয়ে এদের কিছু বলে না।
২০| ০৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৩
তারেক_মাহমুদ বলেছেন: ভাল ছিল ব্যতিক্রমধর্মী পোষ্ট, বোঝা যাচ্ছে আপনি ব্লগে যেমন বাস্তবেও তেমনি।
০৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৮
চাঁদগাজী বলেছেন:
মনে হয়, দৈনন্দিন কিছু না কিছু সবার সাথেই ঘটে, কেহ সেগুলো নিয়ে মাথা ঘামায় না।
২১| ০৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:১০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মজা পেলাম।
০৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৮
চাঁদগাজী বলেছেন:
কিছু লোকজন অল্পতেই এটাসেটা বলতে থাকে, তখন হঠাৎ কিছু একটা বলতে হয়।
২২| ০৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:২২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনি ঠিকই করেছেন। এত ভীড়ের মধ্যে কেও যদি জমিদারগিরি ফলায় তাহলে কিছু বলাই দরকার।
০৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৮
চাঁদগাজী বলেছেন:
আমার মেজাজ খারাপ না থাকলে, কেহ কিছু বললেও চুপ করে বসে থাকি!
২৩| ০৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৬
ধ্রুবক আলো বলেছেন: গাজী ভাই, আপনে পারেনও।
পোষ্টটা পড়ে কতক্ষন হাসলাম। সেই দারুন লাগলো।
০৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪০
চাঁদগাজী বলেছেন:
আমি পরে চিন্তা করি, আমি লেগে গেলে কিছু একটা উল্টাপাল্টা বলি; আমি অবশ্য মেয়েদের সাথে কিছু নিয়ে লাগতে পছন্দ করি না।
২৪| ০৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১২
নতুন নকিব বলেছেন:
এই বয়সে এখন আপনার এগুলোতে যাওয়া মোটেই ঠিক নয়। পথে-ঘাটে সাবধানে চলাফেরা করুন, প্লিজ। ভাল মন্দ লোক সবখানে রয়েছে। বর্ন এবং জাতি বিদ্বেষও ওদের অনেকের ভেতর খুব কাজ করে দেখেছি।
আপনার চোখ দ্রুত সুস্থতা লাভ করুক, দোআ করছি।
০৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৯
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, আশাকরি চোখ এক সময়ে ভালো হবে।
আমি সোজা মানুষ, গন্ডগোল করি না; আমি মেয়েদের সন্মান করি, মাঝে একটু হাসিখুশীর হাউকাউ করার অভ্যাস আছে, এটুকুই
২৫| ০৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৪
টারজান০০০০৭ বলেছেন: শেষ পর্যন্ত কয় নম্বর ওয়াগনে গিয়া থামিয়াছিলেন, কাহু ?
০৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৩
চাঁদগাজী বলেছেন:
সেদিন ২য় ওয়াগণ থেকে নেমে, পরের ট্রেনে এসেছি; আমি ট্রেনে বসি না,পুরো ট্রেন খালি থাকলেও বসি না, এবং প্রায় সময় ওয়াগণ বদলাই।
২৬| ০৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৪
সনেট কবি বলেছেন: লেখার মান ভালো হয়েছে।
০৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৮
চাঁদগাজী বলেছেন:
সাধরণ ঘটনা, তেমন কিছু না
২৭| ০৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৪
ঠাকুরমাহমুদ বলেছেন: এটা সাধারণ একটা ব্যাপার হয়ে দাড়িয়েছে, আমার ছোট ভাইটা বিশাল বডি বিল্ডার হাল্ক, পশ্চিমা দেশে তার খুব কদর, তার সাথে কোথাও গেছি আর মেয়েরা আমাদের তোয়াজ করেনি এমনটি হয়নি, আগ্রহ করে ছোট ভাইকে জিগ্যেস করে তুমি কি ইন্ডিয়ান ছবির হিরো ? আমি কয়েকবার বলেছি বাংলায় “চুপ কর সাদা তেলাপোকা দুরে গিয়ে মর” পার্ডন হোয়াট হি সেইড ? আমার ছোট ভাই হেসে উত্তর দিয়েছে সে ইংরেজী জানে না আরবীতে বলেছে তুমি জিনিয়াস আমাকে চিনে নিয়েছো সহজে হা হা হা হা
০৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
চাঁদগাজী বলেছেন:
আমি সব জাতির মেয়েদের সন্মান করে চলি, মাঝে মাঝে লেগে গেলে, কিছু একটা বলি; অবশ্য ফানী টাইপের কিছু বলি।
২৮| ০৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মেজাজ তো দেখি সবারই চড়া থাকে। আমাদের দেশের মতো কি?
০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:১৬
চাঁদগাজী বলেছেন:
না, এখানে সমস্যা হয় না, স্যরি বললে মোটামুটি কথা শেষ। আমার মেজাজ খারাপ ছিলো হাসপাতালে বসে থেকে, সেটাই আসল কারণ।
২৯| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২৮
জাহিদ অনিক বলেছেন:
হায় হায় !!! আপনাকে দেখি সব সুন্দ্ররী মেয়েদের পছন্দ !!!!!!!!!!
তারপর, আপনার চোখের কি অবস্থা ? কেমন আছেন ?
০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৮
চাঁদগাজী বলেছেন:
অসুস্হ হলে অন্যদের কি অবস্হা কে জানে, আমার মেজাজ ভালো থাকে না; এদিক সেদিক থেকে গন্ডগোল লেগে যায়।
৩০| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৭
শূন্যনীড় বলেছেন: হা হা হা
মানুষ ভালো কথা বললেও মাঝেমধ্যে বিরক্তিকর মনে করে!
অনেক ধরণের মানুষ পৃথিবীপৃষ্ঠে বসবাস করে, কয়েকজন সম্পর্কে ভালো ধারণা তুলে ধরেছেন।
ভালো লাগলো।
আপনার সুস্থতা কামনায়
০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪০
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, আশাকরি ভালো হয়ে যাবো।
আমেরিকার মেয়েরা গায়ে পড়ে গন্ডগোল করে না, এটাই ভালো।
৩১| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৫
ঢাকার লোক বলেছেন: ভাই, নিউ ইয়র্কে থাকেন, মসজিদ আছে নিশ্চ্য় আসে পাশে, জুম্মার সময় হয়ে আসছে, নামাজে যান, আর আগেও মনে হয় একবার বলেছি আপনার স্প্যানিশ ডাক্তার দেখানো পোস্টে, আসা যাওয়ার পথে অপরিচিত মেয়েদের সাথে কথা বার্তা একটু কম করিয়েন ! অনেকদিন আগে নিউ ইয়র্কে থাকে বাংলাদেশী এক ছেলে আমাকে বলেছিলো খুব কম বাংলাদেশিই নাকি আছে যারা আফ্রিকান-আমেরিকান বা স্প্যানিশদের হাতে লাঞ্চিত হয়নি, আল্লাহ আপনাকে হেফাজত করুন !!
০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪১
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ।
আমেরিকার লোকজন খারাপ নয়, এদের সাথে ফান টান করে কথা বলা যায়।
৩২| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কি আর মন্তব্য করবো??
ব্লগের টপ সেলিব্রেটি আপনি। এই ডোডোর মন্তব্য করতে সংকোচ বোধ হয়। তবে আপনি যে অহংকারী নন, এটা আমার ভাল লাগে।
আমার কিছু প্রিয় লেখক, ব্লগে আসছে না। তাই মন খারাপ
রাজনীতি নিয়ে লিখবো? যদি ক্যাচাল বাঁধে? তখন?
০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:৩০
চাঁদগাজী বলেছেন:
রাজনীতি হলো সায়েন্স, এখানে লজিক্যাল বিষয় নিয়ে আলাপ হবে; রাজনী্তিতে কিছু ইমোশানেল ব্যাপারও আছে, সেখানে সামান্য তর্কবিতর্ক হবে; ভয়ের কইছু নেই, লিখুন।
০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:৩১
চাঁদগাজী বলেছেন:
ব্লগারেরা ব্লগ ছেড়ে দীর্ঘদিন বাহিরে থাকার কথা নয়, সবাই ফিরবেন।
৩৩| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৪৭
ব্লগার_প্রান্ত বলেছেন: দেশ থেকে ঘুরে যান, সামনে ধানের দিন মনে হয়।
০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:২৭
চাঁদগাজী বলেছেন:
চোখের সমস্যায় দেশে যাওয়া হচ্ছে না, দেশে যাওয়া দরকার।
৩৪| ০৭ ই এপ্রিল, ২০১৮ ভোর ৪:৫৮
ঠ্যঠা মফিজ বলেছেন: শেষ বয়সে এসে এসব মেয়েদের সাথে ধাক্কা ধুক্কা খাওয়া থেকে নিজেকে একটু দুরে সরিয়ে রাখার চেষ্টা করুন না হলে
ব্লগারদের আপনাকে নিয়ে হার ভাঙা ডাক্তারের পিঁছু পিঁছু দৌড়াতে দৌড়াতে সময় মাটি হয়ে যাবে।
আপনি পারেনো বটে। ওহ আল্লাহ মালুম।
০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:২৭
চাঁদগাজী বলেছেন:
আগে বাজারে হাঁড় ভাংগার তেল বিক্রয় হতো, এখনো আছে নাকি?
৩৫| ০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:৩৮
ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লাগল জীবন বাস্তব গল্পটি ।
০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:৪৪
চাঁদগাজী বলেছেন:
আপনাদের উপর পরীক্ষা নীরিক্ষা চালাচ্ছি
৩৬| ০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:৫৫
ব্লগ সার্চম্যান বলেছেন: পরীক্ষায় পাশের সংখ্যা কেমন বুঝতেছেন ?
০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৩৪
চাঁদগাজী বলেছেন:
পাঠকেরা আমাকে পাশ নম্বর দেয় কিনা, সেটা দেখার চেষ্টা করছি।
৩৭| ০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: লেখা ভালো হয়ছে তবে ঘটনাটা কি আমাদের পিয়ারের ভাবীজান জানে ?
যাই করেন ওস্তাদ ভাবীজানের সাথে সব শেয়ার কইরেন ।
যাইহোক বিপদের হাত পা নেই রাস্তা ঘাটে একটু দেখে শুনে চইলেন।
০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪
চাঁদগাজী বলেছেন:
আমার স্ত্রী আমার পোষ্ট পড়েন।
বেশী ফানী হতে গিয়ে, সেদিন এক ব্লগারের ঘিলুতে তেল ঢেলে দিয়েছিলাম।
৩৮| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:১২
তার ছিড়া আমি বলেছেন: যাই হোক, মজার ব্যাপার।
০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৪
চাঁদগাজী বলেছেন:
আমার মনে হয়, মানুষের জীবনের ঘটনাগুলো আসলে ইন্টারেষ্টিং; এগুলোকে তুলে ধরতে হয়।
৩৯| ২০ শে মে, ২০১৮ রাত ৯:১২
আফরোজা সোমা বলেছেন: পরের ট্রেনে যাবার সময় সব ঠিক ছিল?
২০ শে মে, ২০১৮ রাত ৯:৪৬
চাঁদগাজী বলেছেন:
হ্যাঁ, এরপরে তেমন কিছু ঘটেনি।
আমার যখুব ভালো লাগছে যে, আপনি আমার পোষ্ট পড়ে কমেন্ট করেছেন; আপনি ভালো থাকুন।
৪০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৩
আর্কিওপটেরিক্স বলেছেন: আহা !
আপনার কি মেয়েদের সাথে লাগবেই
৪১| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২১
খায়রুল আহসান বলেছেন: দারুণ অভিজ্ঞতা! শেয়ার করেছেন বলেই না আমরা জানতে পারলাম। হয়তো আপনার এ অভিজ্ঞতাটুকু যে দেশেই থাকি না কেন, স্মরণে রাখলে আমাদেরও কাজে লাগতে পারে। অর্থাৎ, প্রথম প্রতিমন্তব্যটাতে আপনি ঠিকই বলেছেন, "প্রমোটের কিছু নেই, যা ঘটেছে সেটাই বর্ণনা করলাম। মেজাজ খারাপ থাকলে, কথা না বলাই হয়তো ভালো"।
"তার পায়ের বিস্তার ১২০ ডিগ্রীর মত" - এ জ্যামিতিক অনুমানটির কথা পড়ে না হেসে পারলাম না!!
৪২| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০২
চাঁদগাজী বলেছেন:
আপনি আবারও আমার পুরানো পোষ্ট পড়ছেন? আসলেই তো, কোন মেয়ের পায়ের ১২০ ডিগ্রি বিস্তার অনেক হাসির কারণ হতে পারে।
আপনাকে ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১:০১
এলিয়ানা সিম্পসন বলেছেন: পোস্ট ভাল লাগে নাই। প্রথম মেয়েটা ঠিকই বলেছে। এই পোস্ট প্রোমোট করা আপনার ঠিক হবে না।