নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

তারেক জিয়ার কাছে যদি পাসপোর্ট না থাকে, সে কি অন্য দেশের নাগরিক হয়ে যাবে?

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১:৪৪



News Link on Tareq's citizenship

**** এখন জানা গেলো যে, তারেক পাসপোর্ট জমা দিয়ে, ট্রাভেল ডকুমেন্ট নিয়েছে; ট্রাভেল ডকুমেন্ট নিলে নাগরিকত্ব বদলায় না; মন্ত্রী আসলেই বুদ্ধিজীবি। *****

শেখ হাসিনা বিদেশে যাবার সময়, শ'খানে লোক নিয়ে যান সাথে; উনি যখন বিদেশে কোথায়ও মিটিং ফিটিং'এ যোগ দেন, উনার সহযাত্রীরা নিজেদের বউ ও পরিবারের জন্য বাজার টাজার করেন, পার্টির লোকদের সাথে আড্ডা দেন; নিজের এলাকার লোকদের থেকে সংবর্ধনা নেন। এবার, প্রাইম মিনিষ্টার লন্ডন যাবার সময়, দুনিয়ার ম্যাঁওপ্যাওদের সাথে নিয়ে গেছেন; এক মন্ত্রীর নাম, মনে হয় জয়, উহাকে বিএনপি'র লোকেরা লন্ডনে পিটায়েও দিয়েছে; কত বড় বুদ্ধিমান হলে বিদেশে মার খায়!

প্রাইম মিনিষ্টারের সাথে আরও গিয়েছিল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম; মন্ত্রী সাহেব গত শনিবার লন্ডনে এক অনুষ্ঠানে বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বাংলাদেশি পাসপোর্ট লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে জমা দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব ছেড়েছেন৷ তাহলে তিনি কীভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন? "

দেশে ফিরে এসে, সোমবার বিকেলে গুলশানের বাসায় সাংবাদিক সম্মেলন করে আবারো একই কথা বলেছেন মন্ত্রী সাহেব। তিনি বলেন, ‘‘২০১৪ সালের ২ জুন ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তারেক রহমান, তাঁর স্ত্রী ও কন্যার পাসপোর্ট জমা দেন৷ এরপর আর তাঁরা নতুন পাসপোর্টের জন্য আবেদন করেননি৷ ফলে তাঁদের নাগরিকত্ব থাকতে পারে না৷।"

তারেক রহমানের পাসপোর্ট কি কারণে জমা দিয়েছে, সেটা তারেক ও হাই কমিশন জানে; পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে, পাসপোর্ট হারিয়ে গেলে, সরকার যদি পাসপোর্ট বাতিল করে দেয়, দেশের নাগরিক কোনভাবে নাগরিকত্ব হারায় না; এই বুদ্ধিমান মন্ত্রী সেটাও বুঝে না। প্রবাসে থাকাকালীন, প্রবাসে বসবাসের জন্য অনুমতি পেতে বৈধ পাসপোর্ট (মেয়াদসহ) থাকতে হয়; তারেকের বেলায়, বাংলাদেশ কনস্যুলেট কি করছে, সেটা সরকারের উপরতলা ও কনস্যুলেট জানে। তারেকের পাসপোর্ট যদি নব্যায়ন না করা হয়, আটকায়ে দেয়, সেজন্য বৃটিশ সরকার তারেককে "বৃটিশ পাসপোর্ট" দেবে না, কিংবা দেশ থেকে বের করে দেবে না।

প্রবাসে মানুষের পাসপোর্ট হারিয়ে গেলে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে, কনস্যুলেট সেগুলোর দায়িত্ব নিয়ে ঠিক করে দেয়; পাসপোর্ট না থাকা মানে তার নাগরিকত্ব বাতিল নয়; এই মন্ত্রী আসল লিলিপুটিয়ান ডোডো!

মন্তব্য ১০৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১০৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ২:১৭

কাওসার চৌধুরী বলেছেন:


ঠিক বলেছেন। পাসপোর্টের সাথে নাগরিকত্বের কোন সম্পর্ক নেই। এটা নিয়ে মূর্খের মতো তর্ক হচ্ছে। একটা পাগলও বিশ্বাস করবে না যে, তারেক রহমান বাংলাদেশি নাগরিকত্ব বাতিল করতে চান। তিনি তো হাউস করে লন্ডনে থাকেন না, থাকতে বাধ্য হচ্ছেন।

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ২:২১

চাঁদগাজী বলেছেন:



তারেক কি করছে, ঐ মন্ত্রীকে জানায়নি নিশ্চয়! সে যদি পাসপোর্ট নব্যায়ন না করে, বা নতুন পাসপোর্ট না নেয়, তাতে বলা যাবে না যে, তার নাগরিকত্ব নেই; শেখ হাসিনা শীঘ্রই বানর টানরকেও বড় পোষ্ট দিতে পারেন, উনি বড় ধরণের হিউমারিষ্ট!

২| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ২:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আবার এই বেকুবের কথা নিয়ে এত বড় একটা দলের নেতারাও বানরের মত লাফাচ্ছে...

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ২:২৯

চাঁদগাজী বলেছেন:


বানর খুশী হলেও লাফায়, ভয় পেলেও লাফায়

৩| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ২:২৭

জাহিদ অনিক বলেছেন:



ব্যাপারটা ক্লিয়ার হলাম। বাংলাদেশের সব মানুষের পাসপোর্ট নেই, পাসপোর্ট এর সাথে নাগরিকত্বের সম্পর্ক নেই

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ২:৩০

চাঁদগাজী বলেছেন:


সঠিক, যিনি পাসপোর্ট বানাননি, বা যিনি বানায়ে হারায়েছেন, উনার নাগরিকত্ব কি চলে গেছে? হাজার হলেও আ্ওয়ামী কোয়ালিটি!

৪| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ২:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তারেক রহমানকে নিয়ে খবর না প্রচার করার কথা তেনারাই আদালতের মাধ্যমে পাস করাইছেন। এখন তেনারাই তারেক রহমানকে শিরোনামে রেখে শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বী বানিয়ে চলেছেন প্রতিনিয়ত...

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ২:৩৩

চাঁদগাজী বলেছেন:


এগুলো ছাত্র রাজনীতিবিদ, কমনসেন্স নেই, এরা লোক হাসায়

৫| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ২:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েই ছাড়বে মনে হয় আওয়ামী লীগ! এনাকেও কিছু একটা বলতে হবে...

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ২:৩৭

চাঁদগাজী বলেছেন:


ভাবনাশক্তি কম হলে যা হয় আর কি!

৬| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ২:৫৮

ঠাকুরমাহমুদ বলেছেন: *পাসপোর্ট হারানো গেলে বা পাসপোর্ট না থাকলে বাংলাদেশের নাগরিক নয় ???
*বাংলাদেশে এখনো কমপক্ষে ১০ কোটি জনগণ আছেন যাদের পাসপোর্ট নেই !!!
*উল্লেখিত মন্ত্রী মহোদয়ের বাসায় বিদেশী বা রিফিউজি কাজের লোক আছেন - আমি নিশ্চিত মন্ত্রী মহোদয়ের বাসায় যেই কয়জন কাজের লোক আছেন সবার কি পাসপোর্ট আছে - খুবই চিন্তার বিষয় । মন্ত্রী মহোদয় কি জানাবেন তিনি পাসপোর্ট বিহীন কাজের লোক তার বাসায় কোন আক্কেলে আক্কেল সেলামী দেওয়ার জন্য অনাবাদী মজুদ করেছেন ???

তারেক জিয়ার পাসপোর্ট না থাকলেও তার বাংলাদেশে নাগরিক / এন আই ডি কার্ড সহ ব্যাক্তি ট্যাক্স সার্টিফিকেট থাকার কথা !!!

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৩:১০

চাঁদগাজী বলেছেন:


কনস্যুলেটে কেন পাসপোর্ট জমা দিয়েছে, সেটা মন্ত্রী বলেনি! তারেকের পাসপোর্ট না থাকলেও কিছু আসে যায় না। শুধু তারেক যদি বলে যে, সে অন্য দেশের নাগরিকত্ব নিয়েছে, শুধু তখন এই ধরণের ষ্টেইটমেন্ট দেয়া সম্ভব; শেখ হাসিনা আসলে অনেক কিছু লালন পালন করেন।

৭| ২৪ শে এপ্রিল, ২০১৮ ভোর ৪:০৮

এম এ কাশেম বলেছেন: মাস্তান-ক্যাডার, চান্দাবাজ - গলাবাজ, গাধা-ঘোড়া ধরে এনে মন্ত্রী বানাইলে যা হয় আর কি!!!

২৪ শে এপ্রিল, ২০১৮ ভোর ৪:১৬

চাঁদগাজী বলেছেন:



এরাই আজকের বাংলার কৃতিসন্তান, রাজনীতিবিদ

৮| ২৪ শে এপ্রিল, ২০১৮ ভোর ৪:৩৫

পাকাচুল বলেছেন: সব পলিটিক্যাল স্ট্যান্ডবাজী।

২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:০২

চাঁদগাজী বলেছেন:


বেকুব হিসেবে পরিচয় দেয়ার প্রচেষ্টা করেছেন মন্ত্রী সাহেব। তারেক কি কোন দেশের নাগরিকত্ব নিয়েছে, সেটা কেহ জানে না।

৯| ২৪ শে এপ্রিল, ২০১৮ ভোর ৪:৪৮

কাওসার চৌধুরী বলেছেন:


এখনো জেগে আছেন?

২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:০৩

চাঁদগাজী বলেছেন:


না, কিছুক্ষণ ঘুমায়েছিলাম

১০| ২৪ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:০৭

বিদেশে কামলা খাটি বলেছেন: এটা একটা ভুয়া ইস্যু। নাগরিকত্ব পরিত্যাগ করার নিয়ম আছে। যে লোক দেশের প্রধানমন্ত্রী হবার স্বপ্নে বিভোর সে লোক স্বেচ্ছায় বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগ করবে এটা বোকায়ও বিশ্বাস করবে না। আর নাগরিকত্ব জোর করে কেড়ে নেয়া যায় না। গোলাম আজম মহোদয়ের নাগরিকত্ব ১৯৯২-৯৩ সালের দিকে বাংলাদেশে উচ্চ আদালত ফিরিয়ে দিয়েছিল। সুতরাং এই সব ভুয়া বিষয় নিয়ে যে বা যারা গলাবাজি করছেন তাদের বুদ্ধি খুবই কম।

২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:০০

চাঁদগাজী বলেছেন:


মন্ত্রী মনে করেছে যে, যেহেতু তারেকের পাসপোর্ট কনস্যুলেটে পড়ে আছে, তারেক যেহেতু রিনিউয়্যু করায়নি, নতুন পাসপোর্ট নেয়নি, সে আর বাংলাদেশের নাগরিক নয়; এটা বেকুবী ধারণা।

১১| ২৪ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:১৪

রকি বিশ্বাস বলেছেন: ‌

মিথ্যাবাদীরও একটা কোয়া‌লি‌টি থাকা উ‌চিৎ , আমা‌দের দে‌শের মন্ত্রী সা‌হেবরা খুবই কোয়া‌লি‌টিফুল মানুষ , কিন্তু মিথ্যাচা‌রের ব্যপা‌রে নুন্যতম কোয়া‌লি‌টি বজায় রা‌খেন না । এটা আমা‌কে অত্যন্ত হতাশ ও আত‌ঙ্কিত ক‌রে ।

আর দ‌লের একজন য‌দি একটা কথা ভু‌লেও য‌দি মুখ‌দি‌য়ে উচ্চারন ক‌রে ফে‌লেন , সেই কথাটা‌কে সত্য বানা‌নোর জন্য সর্বস্ত‌রের দলকানা লোকগু‌লো আমরন চেষ্টা চা‌লি‌য়ে যায় । বলদা ।

২৪ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:৫৫

চাঁদগাজী বলেছেন:


এটা নলেজের অভাব, এখানে মিথ্যার কিছু নেই; মন্ত্রীর বিদ্যার জোর এতটুকুই

১২| ২৪ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলাদেশের সব মানুষ কি পাসপোর্টধারী। পাসপোর্ট থাকা না থাকা কোন ব্যাপার না।

২৪ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:৫৩

চাঁদগাজী বলেছেন:


সামান্য কমনসেন্স যাদের নেই, তারা এই দেশের কেবিনেটে স্হান পেয়েছে!

১৩| ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:১৪

তারেক_মাহমুদ বলেছেন: এতদিন মন্ত্রী শাহরিয়ার আলমকে বুদ্ধিমান মানুষই ভাবতাম, এখন দেখলাম আসলে একটা বোকার হদ্দ।

২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:২১

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা যাদেরকে কেবিনেটে নেন, এদের কোন না কোন ক্ষমতা আছে, কিন্তু এদের ভাবনাশক্তি ইনার থেকে কম হতে হবে; এটাই এদের যোগ্যতা

১৪| ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৫৭

ইবিএস খাইরুল বলেছেন: ভাই আমার পাসপোর্ট করি নাই, আমার কি হবে?

২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০০

চাঁদগাজী বলেছেন:


মন্ত্রির ক্থানুসারে, আপনার নাগরিকত্ব বাতিল হয়ে গেছে! কমনসেন্সহীন মানুষও কেবিনেটে স্হান পাচ্ছে।

১৫| ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:০২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পোস্ট দেখে তো ভাবলাম, আবার চামচামি শুরু করবেন। কিন্তু বাস্তবে দারুন লিখেছেন।

"" "তারেকের পাসপোর্ট যদি নব্যায়ননা করা হয়, আটকায়ে দেয়, সেজন্য বৃটিশ সরকার তারেককে "বৃটিশ পাসপোর্ট" দেবে না, কিংবা দেশ থেকে বের করে দেবে না।"
--- মাথা মোটারা এটি বুঝলে তো সমস্যাই ছিল না।

মন্ত্রী/প্রতিমন্তীদের কথায় আমি অবাক হই না। ওদের ঘিলুর পরিমান যত, এর বেশী আর কিবা ভাবতে পারে???

শেয়ার বাজার বোঝেন???

২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৩

চাঁদগাজী বলেছেন:


হ্যাঁ, শেয়ার বাজার বুঝি।

১৬| ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৮

খাঁজা বাবা বলেছেন: এই সরকারে হাসিনা ছাড়া বাকি সবার মাথায় গোবর ও নাই। আছে ঘোড়ার গু।

২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৪

চাঁদগাজী বলেছেন:



এসবের জন্য প্রত্যক্ষভাবে শেখ হাসিনা দায়ী, পরোক্ষভাবে বিএনপি-জামাত দায়ী।

১৭| ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:২২

কানিজ রিনা বলেছেন: আপনার পোষ্ট পড়ে হাসতে হাসতে দুর্বলতা
কাটিয়ে উঠলাম হাসা সাস্থের জন্য উপকার।
সত্যি বলেছেন প্রধান মন্ত্রী তারেকের
জনপ্রিয়তা বাড়িয়ে দিচ্ছেন। যেমন দিয়েছেন
খালেদাকে। দেশে বিদেশে সবখানেই খালেদা
তারেকের সিমপ্যাথী বেড়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর
দলের লোক তারী খায় এখন ভেবে দেখার
সময় এসেছে। ধন্যবাদ।

২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৬

চাঁদগাজী বলেছেন:



বেগম জিয়া ও তারেকের জনপ্রিয়তা বাড়লে জাতির জন্য ক্ষতি হবে; বেগম জিয়ার ৩৪ বছর ছিলো জাতির জন্য নরকবাস; তারেক কখনো ক্ষমতা পেলে, এটা পুরোপুরি পাকিস্তানের মত হয়ে যাবে।

১৮| ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩২

রাজীব নুর বলেছেন:

২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৭

চাঁদগাজী বলেছেন:


এইভাবে দেশ চালালে বানরও পার্টির নেতা হয়ে যাবে।

১৯| ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অন্যদেশের নাগরিকত্ব দাবী করলে আবেদন ফরমে নিজেকে রিফিউজি প্রমাণ করতে হয়।

২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১০

চাঁদগাজী বলেছেন:


সরাসরি ইউরোপের কোন দেশে নাগরিকত্ব পাওয়া যায় না; কো না কোনভাবে প্রথমে রেসিডেন্ট হতে হয়, তারপর বেশ কয়েক বছর পর, নাগরিকত্ব পায়; তারেক যদি নাগরিকত্বের জন্য চেষ্টা করে, সে সেটা প্রকাশ করবে না।

২০| ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৯

হাঙ্গামা বলেছেন: জয় বলেছেনঃ "আমার কোন বিদেশী পাসপোর্ট নেই"
আরে ব্যাটা আমার তো কোন দেশের পাসপোর্টই নাই......আমি কোন দেশের নাগরিক?
ভোকচোদ মন্ত্রীমিনিষ্টারগুলা আমজনতারে ও এখন বলদ ভাবা শুরু করছে।

২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১২

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের শিক্ষিতরা নিজেদের ও অন্যদের অধিকারের জন্য সংগ্রাম না করাতে সব দলের লোকেরা মানুষকে বলদ ভাবে।

২১| ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৭

এস. এম. মাহবুব হোসেন বলেছেন: কি করে যে ওইসব মূর্খ লোকগুলো মন্ত্রী হয়ে যায়, বুঝতেই পারিনা।

২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৩

চাঁদগাজী বলেছেন:


ওদের পেশীবল আছে, ক্যাডার আছে; এবং এরা কোন না কোনভাবে দেশের সম্পদ দখল করে টাকার মালিক হয়েছে।

২২| ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৪

উম্মু আবদুল্লাহ বলেছেন: তারেকের পাসপোর্ট মনে হয় এক্সপায়ার্ড। তাতেই ওরা লাফাচ্ছে এই বলে যে তারেকের নাগরিকত্বও এক্সপায়ার্ড।

২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২০

চাঁদগাজী বলেছেন:


খুবই কমবুদ্ধির লোকেরা কেবিনেটে ও প্রশাসনে ঢুকে গেছে

২৩| ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৮

কামরুননাহার কলি বলেছেন: এদেশে শিক্ষার অভাব তাই এরকম অবস্থা। কি আর বলবো ঐ সব মূর্খদের।

২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৩

চাঁদগাজী বলেছেন:


এরা পড়ালেখা করেনি, এরা ইউনিভার্সিটিগুলোকে গোয়াল ঘরে পরিণত করেছে।

২৪| ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৬

পলাশবাবা বলেছেন: জয় তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে বলেন, ‘সবার অবগতির জন্য জানিয়ে রাখি, আমার কোনো বিদেশি পাসপোর্ট নেই। যুক্তরাষ্ট্রে আমার স্থায়ীভাবে বসবাসের অনুমতি আছে। গর্বের সাথে আমার সবুজ বাংলাদেশি পাসপোর্ট দিয়েই আমি যাতায়াত করি।

কিন্তু আমি তো জানতাম যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি অর্থাৎ পি আর ভিসা তারাই পায় যারা ইমিগ্রান্ট অর্থাৎ গ্রিন কার্ড হোল্ডার । গ্রিন কার্ড হোল্ডারদের পাসপোর্ট তো সবুজ হওয়ার কথা না ।

আমাকে আমার ভুল টা একটু ধরায় দেন। এ বিষয়ে আমি কম জানি।

২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৫

চাঁদগাজী বলেছেন:


গ্রীনকার্ডধারীরা আমেরিকার নাগরিক নয়, তার নিজদেশের নাগরিক; তারা আমেরিকায় বাস করতে পারবে, কাজ করতে পারবে, ভোট দিতে পারবে না, ভোটে কেন্ডিডেট হতে পারবে না।

২৫| ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৪

উম্মু আবদুল্লাহ বলেছেন: "গ্রিন কার্ড হোল্ডারদের পাসপোর্ট তো সবুজ হওয়ার কথা না । "

গ্রিন কার্ড হোল্ডাররা বাংলাদেশী সবুজ পাসপোর্টধারী। কিন্তু তাদের ওয়ার্ক পারমিট রয়েছে। কিন্তু গ্রীনকার্ডধারীরা নাগরিক সুবিধা পায় না কারন তারা নাগরিক নন।

২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৬

চাঁদগাজী বলেছেন:



সঠিক

২৬| ২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৪

আমি ব্লগার হইছি! বলেছেন: এইসব তারেক মারেক, জয় ফয় আর ভালো লাগেনা।

২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৭

চাঁদগাজী বলেছেন:


তারেক ও তার সাংগপাংগরা আসলে ডাকাত ছিলো; জয়ের কাহিনী সময়ের সাথে জানা যাবে।

২৭| ২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:২০

এ্যান্টনি ফিরিঙ্গী বলেছেন: চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা যাদেরকে কেবিনেটে নেন, এদের কোন না কোন ক্ষমতা আছে, কিন্তু এদের ভাবনাশক্তি ইনার থেকে কম হতে হবে; এটাই এদের যোগ্যতা।
অসাধারণ বলেছেন।

আরেকটা কথা, এই মন্ত্রী মহোদয় যখন ছাত্র ছিলেন, তখন কি পরিক্ষায় প্রশ্ন ফাঁস হতো?

২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৫

চাঁদগাজী বলেছেন:


এরা পরীক্ষা দেয় বলে মনে হয় না, শিক্ষকেরা ভয়ে এদেরকে পাশ করায়ে দেয়; এদের বোর্ডের পরীক্ষা অন্যেরা দেয় মনে হয়, বা ব্যাপার সেপার আছে; তবে, এরা ক্লাশে যায় না।

২৮| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১০

সাহসী সন্তান বলেছেন: শাহরিয়ার আলমের সার্টিফিকেট যাচাই করা দরকার। প্রশ্ন ফাঁস জেনারেশনের না হইলেও নকল করে পাশ করা হবে নিশ্চিৎ... /:)

=p~ =p~ =p~

"শেখ হাসিনা যাদেরকে কেবিনেটে নেন, এদের কোন না কোন ক্ষমতা আছে, কিন্তু এদের ভাবনাশক্তি ইনার থেকে কম হতে হবে; এটাই এদের যোগ্যতা।"

- এক্সিলেন্ট! B-))

২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৩

চাঁদগাজী বলেছেন:


যারা ছাত্র রাজনীতি করে, তারা এইএসসি'র পর, কোনদিন একা বই নিয়েও বসে না; এরা আমাদের কলেজ ও ইউনিভার্সিটিগুলিকে গরুঘরে পরিণত করেছে।

২৯| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১২

প্রামানিক বলেছেন: এদের নিয়ে চিন্তা করে লাভ নাই, তাতে শুধু এনার্জি ক্ষয় হয় লাভ হয় না।

২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২২

চাঁদগাজী বলেছেন:

৪৭ বছর দেশ চলছে অপথে, কুপথে; এটা বুঝতে না পারলে, সঠিক পথ বুঝা যাবে না; ঐ মন্ত্রী যেভাবে ভাবছে, সেই ভাবনার লোক এই দেশে অনেক অনেক।

৩০| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৪

বিষাদ সময় বলেছেন: প্রতিমন্ত্রী মনে করেছিলেন, যে দেশের জনগণ চাঁদে মানুষ দেখতে পায়, সে দেশের জনগণ মনে হয় ফরেন এ্যফেয়ার্সের মত এত জটিল বিষয় বুঝবে না । তাই বিষয়টা নিয়ে তিনি একটু রাজনীতি করতে চেয়েছিলেন। কিন্তু তিনি এটি বুঝেননি যে সময়ে এ দেশের জনগণ চাঁদে মানুষ দেখতে পেলেও কোন কোন সময় তারা বিজ্ঞান এবং ফরেন এ্যফেয়ার্সের জটিল বিষয়গুলোও খুব ভালভাবে বুঝে।

এই চাঁদগাজী সাহেব যখন তারেক জিয়ার বিপক্ষে লিখেন তখন তিনি একচোখা, বিতর্কিত লেখক আবার তিনি যখন তার পক্ষে লিখেন তখন তিনি যুক্তিবাদী , অথেনটিক ব্লগার।

দুঃখ হলো শুধু নেতারা না আমরা জনগণও প্রচণ্ড দলকানা। দলীয় সংর্কণতার উর্ধে্ব উঠে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলতে আমাদের সাধারণ মানুষেরও খুব বেশি আপত্তি। সে কারণেই আমরা এ রকম মন্ত্রী, নেতা উপহার পাচ্ছি।

২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৯

চাঁদগাজী বলেছেন:


তারেক জিয়া ও তার সাংগপাংরা এই দেশের মানুষের সম্পদ ও সুযোগ ডাকাতী করেছে মারাঠা ও পাকীদের মতো; তারপক্ষে আমি লিখতে পারবো না কোনদিন।

আমি পোষ্ট লিখছি, ব্লগারেরা যেন বুঝেন, কত কমবুদ্ধির লোকজন দেশ চালাচ্ছে, সেটা বুঝার জন্য

৩১| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৬

সানভী সালেহীন বলেছেন: নোংরা রাজনীতির গ্যাঁড়াকল

২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৮

চাঁদগাজী বলেছেন:



এরাই দেশ চালচ্ছে, এবং সেজন্য চাকুরী নেই, শহর ভরে গেছে "টোকাই" নামক হতভাগ্য ছেলেমেয়ে সংখ্যা বেড়ে।

৩২| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১২

রক বেনন বলেছেন: মন্ত্রী সাহেবের তো দেখছি নিজের ঘরের থেকে পরের ঘরের খবর বেশি আছে। মন্ত্রী সাহেবের কাছে তারেক জিয়ার পাসপোর্ট আছে কি নেই সেই খবর রাখার থেকে বরং এই দেশের মানুষের পাসপোর্ট বানাতে কি পরিমাণ ঝক্কি পোহাতে হয় আর কি পরিমাণ ঘুষ দিতে হয় আর বছরে তার মোট পরিমাণ কত হিসাব থাকা জরুরি! ডোডো পাখির ন্যায় এদের ও বিলুপ্ত করে ফেলা উচিত।

২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৫

চাঁদগাজী বলেছেন:


এরা অজগরের মত ভয়ংকর, বানরের মত বুদ্ধিমান।

৩৩| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৪

নতুন নকিব বলেছেন:



এদের অনেকেই রিক্সা থেকে এক লাফে বিএম ডাব্লিউতে চড়ে বসেছেন। নেতা হওয়ার পেছনের ত্যাগ তিতিক্ষা, এমপি নির্বাচনের ঝুঁকি, জনগনের মন পড়ার প্রজ্ঞা, তাদের প্রতি দায়বদ্ধতা, দেশের প্রতি মমত্ববোধ---- কোনো কিছুতেই যাদের যাওয়ার প্রয়োজন হয় না; ভাগ্যগুনে এক চান্সে তোষামোদিতে অটো মন্ত্রী হলে এমনটা হবেই। এতে আর আহামরি এমন কি হল?

২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩১

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, ব্লগারেরা বুঝতেছেন, কারা দেশে চালাচ্ছে, কেন আমাদের মানুষ এত দরিদ্র, বেকার, বিশৃংখল; কেন এত মানুষ বস্তিতে, কেন কাজ করার পরও থাকার ও চিকিৎসার জন্য টাকা নেই মানুষের, কেন ৪৭ বছর পর আজও মানুষ পড়ালেখার সুযোগ পাচ্ছে না।

৩৪| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৭

সৈয়দ তাজুল বলেছেন: চাঁদগাজী ভাই,

এরাই কিন্তু আগামী বাংলাদেশ!

২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৪

চাঁদগাজী বলেছেন:



৪৭ বছরের প্যাটার্ণ দেখলে, আজকে বেগম জিয়া ও তারেকের জনপ্রিয়তা দেখলে, ড: খোন্দকারের বক্তব্য শুনলে, ওবায়দুল কাদেরের ভাবসাব দেখলে, মনে হয়, বাংলাদেশ এদের হাতে থাকবে আরো কিছুদিন।

৩৫| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৯

কাছের-মানুষ বলেছেন: কিছুদিন যাবত এই নিয়ে প্রচুর আলোচোনা হচ্ছে।
আপনি সঠিক কথাই বলেছেন।

২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৬

চাঁদগাজী বলেছেন:


ব্লগে ম্যাঁওপ্যাঁও করা সহজ নয়, এখানে কিছু বলতে হলে, কিছুটা হলেও লজিক্যাল হতে হবে।

৩৬| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
এইভাবে দেশ চালালে বানরও পার্টির নেতা হয়ে যাবে।


ঠিক বলেছেন।

২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪২

চাঁদগাজী বলেছেন:


এখনই ৪ বড় দলে অনেক নেতা আছে, যাদের বুদ্ধিমত্তার লেভেল বানর থেকে কম হওয়ার সম্ভাবনা আছে।

৩৭| ২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

আর্কিওপটেরিক্স বলেছেন: শ্রদ্ধেয় চাঁদগাজী, কাভা ভাইকে আমার নিক চেন্জ এর জন্য তার সর্বশেষ পোস্টে কমেন্টে বলেছি |
আপনি একটু তাকে বলবেন কি আমার কমেন্টের কথা ?
বললে উপকৃত হবো :)

২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

চাঁদগাজী বলেছেন:


স্যরি, আমি আগে কয়েকজনের জন্য অনুরোধ করেছিলাম; সর্বশেষ বার, উনি আমাকে আর অনুরোধ না করার জন্য বলেছেন।

আপনার নিক বদলাবার দরকার নেই; এই নিকেই লিখুন, কোন অসুবিধা হবে না। তখন আমি হিউমার করেছিলাম মাত্র।

৩৮| ২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

উম্মু আবদুল্লাহ বলেছেন: আজকে শাহরিয়ারের আর হাসান মাহমুদের বক্তব্য পড়ে আরো মজা পেলাম। তারেক যে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন সেইটা তো কবে থেকেই জানি। ঠিক এই কারনেই তারেককে ফিরিয়ে আনা কঠিন। কিন্তু পলিটিক্যাল এসাইলামে যারা থাকেন তারা নাগরিক হবেন কেন? তারা তো গ্রীনকার্ডধারীও নন। সেই হিসেবে তারেক জয়ের চেয়ে পিছিয়ে কারন জয় গ্রীনকার্ড নিয়েছেন (সম্ভবত), কিন্তু তারেক শুধু এসাইলামে রয়েছেন। হ্যা, মন্ত্রী প্রতিমন্ত্রীদের এসব কথাবার্তা তারেকের এসাইলামের আবেদনকে আরো জোরালো করবে। বৃটেন মোটামুটি ভাবে বাংলাদেশের বিচার ব্যবস্থার উপরে আস্থাহীন বিধায় তারেককে ফেরত না দেয়ার সম্ভাবনাই বেশী। আর সরকারের কথা অনুযায়ী "নাগরিক" হলে ফেরত দেয়ার তো প্রশ্নই উঠেনা।

২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া জেলে যাবার পর, তারেককে বৃটেন কখনো ইচ্ছার বাহিরে ফেরত দিবে না। বৃটেন বাংলাদেশ সরকারকে সবচেয়ে শিক্ষিত বাংগালী থেকেও বেশী জানে

৩৯| ২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: দেখুন আমি এই নামে নিক খুলেছিলাম শুধু আপনার প্রতি লক্ষ্য রেখে | আর আপনিও আমার নিক দেখেই আমাকে অনুসরণ করছেন :)
যাতে আপনার সম্পর্কে আমি জানতে পারি | আপনি আমাকে হতাশ করেননি :)
কিন্তু প্রখম পাতায় তো আর একই
নিকে লেখা যায় না :(
CAUSE OUR NAMES ARE IDENTICAL :)
SO I WANNA CHANGE MY NAME MAN :)

২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

চাঁদগাজী বলেছেন:



নিক বদলানো প্রায় অসম্ভব, মনে হচ্ছে!

বরং ১ম পাতায় লেখার অনুমতি পাবার চেষ্টা করুন।

৪০| ২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

কাওসার চৌধুরী বলেছেন:


গাজী ভাই, এইমাত্র সেফ হলাম।

২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

চাঁদগাজী বলেছেন:


অভিনন্দন।

যেসব বিষয়ে কথা বলতে ভালোবাসেন, সেসব বিষয়ে লিখুন!
সামু এই কয়েকদিনে অনেক ব্লগারকে ১ম পাতায় লিখার অনুমতি দিয়েছে, উৎসাহের ব্যাপার।

৪১| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কারো ফেইসবুক অ্যাকাউন্ট বা ব্রেইন হ্যাকড হয়ে গেলে হ্যাকাররা ওখানে ঢুকে কতকিছুই তো বলতে পারে। ব্যাপারটা তদন্ত করে খতিয়ে দেখতে হবে কোন উদ্দেশ্যে এই প্রোগান্ডা ছড়ানো হচ্ছে। তেব্র নেন্দা জ্ঞেপন করিতেছি এই অপপ্রচারের।

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০০

চাঁদগাজী বলেছেন:


এটা কি প্রপাগান্ডা, নাকি মিনিষ্টারের মগজের অভাব?

৪২| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৫

ব্লগার_প্রান্ত বলেছেন: একটা বিষয় কি- বাংলাদেশে যে নৈরাজ্য শুরু হয়েছে, ক্ষমতার রদবদল হলেও তার পরিবর্তন হবেনা।
অনেক দিন পর ব্লগে এলাম, কেমন আছেন?

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০১

চাঁদগাজী বলেছেন:



ভালো আছি।
রদবাদল হলে, বানরের যায়গায় হনুমান আসবে।

৪৩| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০৬

শামচুল হক বলেছেন: বিদেশের নাগরিক হলেও তার লাভ জেল খাটতে হবে না।

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৮

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া রাজনীতি থেকে অবসর নিলে, তারেক আর দেশে আসবে না; সে রাজনীতি জানার কথা নয়।

৪৪| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৩

ঢাবিয়ান বলেছেন: আপনি নিজে বিদেশে থাকেন, তারপরেও আপনার এই বিষয়ে জ্ঞান এত কম, ভাবতেও আশ্চর্য্য লাগছে।বাংলাদেশে থাকলে পাসপোর্ট না থাকলেও চলে।কিন্তু বিদেশে থাকলে পাসপোর্ট বিনা কিভাবে থাকবে? লং টার্ম ভিসা কিংবা পার্মানেন্ট রেসিডেন্সির সিল কোথায় মারা হবে? পাসপোর্টেইতো নাকি? তার পাসপোর্ট যদি নবায়ন না করা হয় বা তিনি নিজেই যদি করাতে ইচ্ছুক না হন তার মানেতো দাড়াচ্ছে তার বাংলাদেশ পাসপোর্ট নাই।সে ক্ষেত্রে তারতো লং টার্ম ভিসা বা পার্মানেন্ট রেসিডেন্সিতে থাকা সম্ভব নয়। তাহলে সে ইউকে তে আছে কিভাবে?নিশ্চই সে সেখানকার নাগরিকত্ব নিয়েছে।

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৪

চাঁদগাজী বলেছেন:


আপনি বুদ্ধিমান, সন্দেহ নেই।

বেগম জিয়ার কারনে, বিশ্বের ২০০টি দেশের কুটনীতিবিদরা তারেককে চিনে।

পাসপোর্ট না থাকলে, রিফিউজী হিসেবে থাকার জন্য আবেদন করার নিয়ম আছে।

৪৫| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২১

ঢাবিয়ান বলেছেন: পলিটিকাল এসাইলাম নিয়ে রিফিউজি হিসাবে থাকার সম্ভাবনা আছে। সেটা বিএনপিও বলছে। তবে এটা নিয়ে যে ঝড় উঠেছে সেটার কারন হচ্ছে তারেক বাংলাদেশী পাসপোর্ট রিনাসিয়েশনের আবেদন করেছিল। বিএনপি বলছে যে এই চিঠি ভুয়া। সেটা সত্যও হতে পারে। মিথ্যাও হতে পারে। তবে লন্ডনের মত ব্যায়বহুল জায়গায় দীর্ঘদিন রিফিউজি হিসেবে থাকাটাতো আর সুখকর বিষয় নয়। তার ডাক্তার ওয়াইফ শুনেছি সেখানে এমআরসিপি করেছে। একমাত্র মেয়েও সেখানে পড়াশোনা শেষ করেছে। তাই তাদের পক্ষে এখন নাগরিকত্ব পাওয়াটা সহজ। হতে পারে তারেক বাংলাদেশের এক কালের প্রধানমন্ত্রীর ছেলে কিন্তু ইংলিশদের দৃষ্টিতে তারেক ও তার পরিবার তৃতীয় বিশ্ব থেকে ভেগে আসা একজন অতি সাধারন রিফিউজি। রিফিউজিদের দিকেতো আর কেউ সম্মানের দৃষ্টিতে তাকায় না। সুতরাং তার পরিবার সম্মানের সাথে বিদেশে বাচঁতে চাইতেই পারে। সেতো আর দেশের উপকার করতে গিয়ে লন্ডনে বিতারিত হয় নাই । তাছাড়া দেশে ফেরার সম্ভাবনাও দিনকে দিন ক্ষীন হচ্ছে।। তাহলে কতকাল আর অসম্মানের সাথে বিদেশে রিফিউজি সেজে বসে থাকবে? সুতরাং উপায় থাকলে নাগরিকত্ব না নেয়ার কোন কারন দেখা যাচ্ছে না। তাছাড়া বিএনপি যদি কোনভাবে ক্ষমতায় আসে, তাহলে একখানা বাংলাদেশী পাস্পোর্ট বানিয়ে দেশে আসা এমন আর কঠিন কি!

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৫

চাঁদগাজী বলেছেন:


তারেকের কি প্ল্যান, সেটা আমার, আপনার বা মন্ত্রীর জানার কথা নয়; মন্ত্রী বলেছে যে, সে পাসপোর্ট জমা দেয়ার পর, সেটা না নেয়ায়, সে বাংলাদেশের নাগরিক নয়, যেটা হচ্ছে ভুল।

৪৬| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার বুঝি ফেইসবুক নাই, না? এজন্যই আমার কমেন্ট বোঝেন নাই মনে হয় :(

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৩

চাঁদগাজী বলেছেন:


না, আমার ফেইসবুক একাউন্ট নেই!

আপনি কি বুঝাতে চেয়েছিলেন?

৪৭| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৬

কিরমানী লিটন বলেছেন: এই গার্মেন্টস ব্যবসায়ী পাতি মন্ত্রী পররাষ্ট্রে বসে নিজের শরীর মনে করে পরের শরীর চুলকাচ্ছে। তারেকের পাসপোর্ট রেখে উনি যদি তার নেত্রীর ফরটিন জেনারেশনের কে কেন দেশের নাগরিক শশুরবাড়ী কোনদেশে, কোন দেশের জনপ্রতিনিধি এসব মুখস্থ করতেন তাতে উনার মন্ত্রীত্ব রক্ষা মিশন আরও সহজ হতো।

২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:০৯

চাঁদগাজী বলেছেন:


এত কমবুদ্ধিমানরা দেশের বড় শিল্পখাত দখল করেছে, এজন্য দেশে বিশৃংখলা ও অশান্তি

৪৮| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৪

আখেনাটেন বলেছেন: এক রাজপুত্রর লন্ডনে; আরেক রাজপুত্রর আমেরিকায় বসে রাজনীতির মাঠ গরম রেখেছে।

আর মহারাণীরা দেশে কামড়াকামড়ি করছে। এদিকে খেটেখাওয়া প্রজাদের প্রাত্যহিক জীবন ওষ্ঠাগত।

চলিতেছে সার্কাস। আর কতদিন?

২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:১১

চাঁদগাজী বলেছেন:


ওদের পক্ষে লো আছে। ব্লগে অনেক বলছেন যে, বেগম জিয়ার জেল হওয়ায় উনার জনপ্রিয়তা বাড়ছে।

লন্ডনের মতো যায়গায়, বক্তারা শেখ হাসিনাকে অনুরোধ করেছে, তারেককে দেশে নিয়ে কাবাব করতে; শিক্ষিতদের মাঝে বিশাল সমস্যা আছে।

৪৯| ২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই,
তারেক জিয়ার পাসপোর্ট সংক্রন্ত জটিলতা নামক রিউমার কি অবস্থা তা বলা বাহুল্য আজ ভোরে আমি হবিগঞ্জ গিয়েছলাম কিছু কাজে তারেক জিয়া এখন বাংলাদেশের এক মাত্র খাদ্য ব্যাপারটা ভয়াবহ !!! আপনার পরপর তিনটি পোষ্ট পড়ে আর গ্রাম গঞ্জ নগরে অবস্থা দেখে আমার মনে হয়েছে পুরোটা ব্যাপার সাজানো প্যারাসেটামল !!! আওয়ামিলিগ আছে “হাই পাওয়ার এন্টিবায়োটিক” নিয়ে তাই সাধারণ প্যারাসেটামলের রাজনিতি ধরতে পারেনি - তারেক জিয়া এখন গ্রাম গঞ্জে একমাত্র খাদ্য ।। আমি নিজের মতো কিছু লিখে পোষ্ট দিয়েছি অবস্থাটা আসলেই এই রকম - আপনি আরেকবার মনে করে দেখেন “এখানে একটা খেলা হয়েছে কি না ?

২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ২:২৫

চাঁদগাজী বলেছেন:


না, খেলার কিছু নেই; শেখ হাসিনার মন্ত্রীদের মাঝে লিলিপুটিয়ান আছে

৫০| ২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৭

উম্মু আবদুল্লাহ বলেছেন: পলিটিক্যাল এসাইলাম নিয়ে দেখছি অনেকে প্রশ্ন তুলেছেন। আমেরিকা বৃটেনে পলিটিক্যাল এসাইলাম নূতন কিছু নয়। বিশেষ করে সৌদি প্রিন্সেস কিংবা ইরানী রাজ পরিবার সহ বহু বিশ্বখ্যাত মানুষই এসাইলাম নিয়েছেন। এসাইলামে যারা থাকেন তারা মনে হয় কিছু সুবিধাও পান। তসলিমাও কি এসাইলামে ছিলেন? আমি অবশ্য জানি না তারেকের এসাইলাম ক্যাটেগরি কোনটি।

তারেককে এসাইলাম দেবার মানেই হচ্ছে বাংলাদেশের বিচার বিভাগের প্রতি বৃটেনের আস্থাহীনতা। এইটা বুঝতে দেখি কারো কারো খুব কষ্ট হচ্ছে। এবং সে কারনেই টেরেসা মে যদি বলে থাকেন "তারেক প্রতিহিংসার শিকার" - তা বিশ্বাসযোগ্য।

২৫ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৩

চাঁদগাজী বলেছেন:


তারেক কোন এক ক্যাটেগরীতে রাজনৈতিক এসালাইমে আছে, এবং সরকার তা জানে। তারেকের মায়ের জেল ও তার নিজের জেলের কারণে সে এসাইলাম অনেক দেশেই পাবে।

সাম্প্রতিক সমস্যা হলো, সে বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি হয়েছে! মনে হয়, এখানে ২টি সমস্যা: তার মা ভুল করেছে ও আওয়ামী লীগ তার পেছনে শক্তভাবে লাগবে।

৫১| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৪

রাফা বলেছেন: আপনিও কি বানরের লাফালাফি দেখার জন্য এই পোষ্ট দিলেন নাকি!!
পাসপোর্ট শুধুই বিদেশে গমনের জন্য বৈধ একটি ডকুমেন্ট মাত্র ,যা একজন মানুষের পরিচয় নিশ্চিত করে।শাহরিয়ার আলমের প্রশ্নটা অন্য যায়গায়।সেটা নিতীগত যায়গায়।তারেক,কে সরকার বাধাতো দিচ্ছেইনা বরং সরকার তাকে নিয়ে আসতে চাইছে দেশে।এবং আরো একটি তথ্য সরকার প্রকাশ করতে চেয়েছে ,তারেকের বর্তমান স্টাটাস কি।

২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ২:১৩

চাঁদগাজী বলেছেন:


মন্ত্রী আসলে লিলিপুটিয়ান, আমি এটাই বলতে চেয়েছি।

সরকার তারেককে আনতে চাইলে ভালো; আমার ধরণা, সরকার কোনদিনও ওকে দেশে আনবে না; সরকার খুশী যে, ওর মা বিএনপি'র কাউকে বিশ্বাস না করে ওকে সভাপতি করেছে।

৫২| ২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৬

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: তারেকের একটা ভবিষ্যত ছিলা কিন্তু খাম্বা শেষ করে দিয়েছে। বর্তমানে হাসিনা ও তার মন্ত্রীবর্গ যেভাবে তারেককে হাইলাইট করছে তাতে আগামীতে তারেকই প্রধান মন্ত্রী! গ্রামে গঞ্জে এখন তারেক তারেক রব উঠেছে। জনগন খুবই খাচ্ছে। সহানুভূতি ১০০%। আপনি আমেরিকা থেকে কি দেখছেন?

২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩১

চাঁদগাজী বলেছেন:


আপনার নিজস্ব প্রাইম মিনিষ্টার বানানোর চেষ্টা করেন।

৫৩| ২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: তাহলে তো ভালো হয় দু-এটা সাপ্লাই দিতে পারবে।

২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৫

চাঁদগাজী বলেছেন:


ব্লগারদের বুঝতে হবে যে, অন্যেরা: কৃষক-শ্রমিক, দিননুজুর, এঁরা কোন কিছুই সঠিকভাবে জানতে পারছেন না, তাঁরা নিজের পায়ে কুঠার মেরেছন দুষ্টদের ভোট দিয়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.