নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

১৫২ সীট, শেখ হাসিনার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় চ্যালেন্জ

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১৬



আওয়ামী লীগ ধরে নিয়েছে যে, আগামী নির্বাচনে তাদেরকে জয়ী হতে হবে; কিন্তু একা শেখ হাসিনা ব্যতিত, নিজগুণে, নিজের চেষ্টায় আওয়ামী লীগের ১ জন এমপিও হয়তো জয়ী হবে না, সবাইকে জয়ী হতে হবে শেখ হাসিনার নামে; শেখ হাসিনার জন্য এটা ভয়ংকর ভয়ংকর এক চ্যালেন্জ; কি করে এই কাজ সমাধা হবে!

গতবার, ১৫২ সীটে ভোট হয়নি, বিনা প্রতিদ্বন্দিতায় আওয়ামী এমপি'রা জিতেছে; সেখানকার ভোটারেরা ভালোভাবেই ক্ষিপ্ত হয়ে আছে বলে মনে হয়; বাংলার ভোটারেরা সেমন মাছের মতো, সেমন ডিম দিতে ৫/১০ হাজার মাইল অতিক্রম করে আসে, ডিম দেয়, তারপর মৃত্যুকে আলিংগন করে; বাংগালীরাও ভোট দিয়ে নিজের ক্ষতি করেছে বারবার; কিন্তু ভোট দিতে না পারলে, তারা ভয়ংকরভাবে ক্ষেপে যায়; সেজন্য ১৫২ এলাকার লোকেরা শেখ হাসিনার উপর ক্ষেপে আগুন হয়ে থাকার কথা। গত ভোট থেকে আজ অবধি, শেখ হাসিনা সেই ১৫২ এলাকায় গিয়ে, বা না গিয়ে কোনভাবে পানি ঢেলেছেন বলে মনে হয় না; এই এলাকাগুলো উনার জন্য ভয়ংকর চ্যালেন্জ হওয়ার কথা। যত কিছুই হোক, বাংগালীরা ভোট দিতে চায়।

গত ভোটের পরপরই উনার উচিত ছিলো এই ১৫২ এলাকাতে গিয়ে, তাদের সান্ত্বনা দেয়ার ব্যবস্হা করা, এমপি'দের সাথে মানুষের সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করা। এখন তিনি কি করবেন এসব এলাকায় বুঝা মুশকিল। যদিও খুবই দেরী হয়ে গেছে, তবুও এখনো চেষ্টা করার সামান্য সুযোগ আছে।

গত ৪৭ বছরের ভোটের রেজাল্ট দেখলে বুঝা যায় যে, ভোটারেরা যত ব্যালট ফেলেছেন ভোটের বাক্সে, সেগুলোকে ক্যান্ডিডেটরা 'ব্যাংকের চেক' হিসেবে ব্যবহার করেছেন; ব্যালটের সামানুপাতিক হারে বিজয়ীরা সম্পদের মালিক হয়েছেন। আমাদের কোন এমপি দেশের জন্য, জাতির জন্য সম্পদ বা সুযোগ সৃষ্টি করে পরিচিত হননি, উনারা পরিচিত হয়েছেন ধনী হয়ে, সম্পদের মালিক হিসেবে।

এখন, যদিও সঠিক কোন কারণ নেই, তবুও দেশে এখনও শেখ হাসিনার জনপ্রিয়তা বেশী; আওয়ামী লীগের একমাত্র ভরসা শেখ হাসিনার জনপ্রিয়তা। শেখ হাসিনার সরকার উন্নয়ন হয়েছে বলে যে দাবী করছেন, তা আসলে তাদের বিপক্ষে যাবার কথা; তাদের কারণে যেভাবে জিডিপি বেড়েছে, সেটা বড় বড় ব্যবসাগুলোর অবদান, এবং সেই উন্নয়নের ফলাফল ওরাই মোটামুটি ভোগ করছে। মধ্যবিত্তের আয়ের কারণে জিডিপি বাড়েনি, নিম্ন মধ্যবিত্তের আয় থেকে ব্যয় বেশী ছিল পুরো সময়।

দেশের অন্য দলগুলো ভোট চাইবে শুধু মাত্র শেখ হাসিনাকে দোষারোপ করে, তাদের নিজস্ব গুনাবলীর তালিকা নেই বললেই চলে; মানুষ কি ক্রাইটেরিয়ার উপর এবার ভোট দেবে বুঝা মুশকিল; এবং একই সাথে শেখ হাসিার জন্যও এই ভোট উনার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় চ্যালেন্জ।

মন্তব্য ৯৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৯৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২৮

ঠাকুরমাহমুদ বলেছেন: প্রধাণমান্ত্রী শেখ হাসিনা কে বাংলাদেশে আজীবন প্রধাণমন্ত্রী হিসেবে গ্রহন করে প্রধাণমন্ত্রী শেখ হাসিনা কে দেশ ও দশের জন্য কাজ করার সুযোগ দেওয়া উচিত ।।

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩১

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা হচ্ছেন 'নাই মামার চেয়ে কানা মামা'; উনি 'দশের' জন্য কাজ করছেন বলে মনে হয় না; দশেরা ছিটেফোঁটা পেয়ে চলে যাচ্ছেন।

২| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩০

কাওসার চৌধুরী বলেছেন: খুব সন্দর রাজনৈতিক এনালাইসিস। আমিও আপনার সাথে একমত। সাধারন মানুষ বর্তমান এমপি/মন্ত্রীদের উপর ভীষণ অসন্তুষ্ট। সুষ্টু ইলেকশন হলে এদের বেশিরভাগই ফেল করবে। অনেক বড় পরীক্ষা শেখ হাসিনার জন্য। তবে ইলেকশন হবে বলে মনে হয় না।

@মন্ডল ভাই কী বলেন?

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩২

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার জনপ্রিয়তা বেশ উঁচুতে, এটাই কি একমাত্র ভরসা?

৩| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনি হলেন ইন্ডিয়ানা জোনসের পাগলাটে প্রফেসর। কিছু সময় আত্মভোলা থাকলেও এখন ট্র্যাকে ফেরত এসেছেন। ওয়েলকাম ব্যাক...

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪০

চাঁদগাজী বলেছেন:


আমি আসলে কোন কিছু প্ল্যান করে লিখি না।

৪| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৫

ব্লগার_প্রান্ত বলেছেন: ভোট মানে মারামারি, খুন খারাপি। সামনে কলেজে উঠবো, আর দেশে অশান্তি শুরু হবে। দেশের মানুষ ভোট চায় না, চায় শান্তি।
@কাউসার ভাইয়ের সাথে একমত_ইলেকশন হবে বলে মনে হয় না

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪২

চাঁদগাজী বলেছেন:


আপনার কলেজের জন্য জাতি থেমে থাকবে না; দেশের অবস্হা এমন যায়গায় এসেছে যে, কিছু মানুষ ভাবছেন, ভোটই হবে না; যা জাতির সবচেয়ে ঘোর দুর্দিন হিসেবে নিতে হবে।

৫| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৭

ব্লগার_প্রান্ত বলেছেন:
মাঝে ছবিটা ভাইরাল হয়েছিল।

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৩

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার জীবনতাই ভাইরাল হওয়ার মত অবস্হা

৬| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪০

শাহ আজিজ বলেছেন: হা হা হা B-) B-) =p~ :-P

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৪

চাঁদগাজী বলেছেন:


জাতি ভয়ংকর সমস্যার সামনে দাঁড়ায়ে আছে, শেখ হাসিনার জন্যও ভয়ংকর চ্যালেন্জ

৭| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪০

ঠাকুরমাহমুদ বলেছেন: আমি তো ইলেকশান ই চাচ্ছি নাহঃ দেশের টাকা নষ্ট হবে, মাঝে মারপিট গন্ডোগল তাছাড়া মাইকিং এ হবে শব্দ দুষন - বাংলাদেশে শেখ হাসিনার মতো প্রধাণ মন্ত্রী পেয়েছে এটা গর্বের বিষয় - আজ শেখ হাসিনা যদি পার্শবর্তী কোনো দেশের বা উন্নত দেশের প্রধানমন্ত্রী হতেন আমরা বাণী চিরন্তন দিতে দিতে ব্লগের পাতা শেষ করে দিতাম !!! নিজের দেশের তো তাই মুল্যায়ন জানি না আর বাঙ্গালী আজীবন নিজ মুল্যায়ন করতে পারে নি বলেই দুঃখগাথা মনে করি।।

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৭

চাঁদগাজী বলেছেন:


উন্নত দেশে উনার মতো মানুষের প্রধানমন্ত্রী হওয়ার কোন সম্ভাবনাই নাই।

উনার সময়ে জাতির সাধারণ মানুষ পেছনে পরে গেছে; সামান্য একটা শ্রেণী জাতির সকল সুযোগ নিজেদের দখলে নিয়েছে।

৮| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আবার কুমিরের ছাও???:(


আমি কয়েকদিন ব্যস্ত থাকবো। ততদিনে আপনি কয়েকজন ছাত্র তৈরী করেন। ফিরে এসে, তাদের সাথে দাবা খেলব।:)


"আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে
জানি নে, জানি নে,
কিছুতে কেন যে মন লাগে না...... "

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৯

চাঁদগাজী বলেছেন:


সময় পেলে ব্লগে আসবেন; এখন প্রতিটি দিন ক্রমেই গুরুত্বপুর্ণ হয়ে উঠবে জাতির জন্য

৯| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৫

ব্লগার_প্রান্ত বলেছেন: লেখক বলেছেন:
আপনার কলেজের জন্য জাতি থেমে থাকবে না।
ঠিক কথা..দেশ ও জাতি সম্পর্কে মন্তব্য নিষ্প্রয়োজন!

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৮

চাঁদগাজী বলেছেন:


জীবন চলতে থাকে, ছাত্রদেরকে অনেক কিছু বুঝতে হবে।

১০| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫১

ব্লগার_প্রান্ত বলেছেন: লেখক বলেছেন:
জীবন চলতে থাকে, ছাত্রদেরকে অনেক কিছু বুঝতে হবে

সহমত।

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৩

চাঁদগাজী বলেছেন:


আমাদের ছাত্ররা এখন দেশের সবার থেকে ভালো পজিশনে আছে।

১১| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫২

শহীদ আম্মার বলেছেন: আপনি চাইলে উনাকে একটি "হাসিনা সনদ" তৈরী করে দিতে পারেন। (আপনার ভাষ্যমতে)"মদীনা সনদ" এর ফলে মদীনা ইহুদী শূন্য হয়ে গিয়েছিলো। সুতরাং "হাসিনা সনদ" এর ফলে বাংলাদেশ অ-আওয়ামীলীগ শূন্য হয়ে যাবে। আর তাতে শেখ হাসিনা এ চ্যালেঞ্জে এ সহজে জিতে যাবেন। তখন এরশাদ কাকুর মত "বিশেষ দূত" নামক চাকুরীটা আপনার জুটে যেতে পারে। আমরাও ব্লগে মিষ্টি বিতরণ করতে পারব।

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৬

চাঁদগাজী বলেছেন:



ব্লগে, এসব ম্যাঁওপ্যাঁও ধরণের মন্তব্যের যুগ ছিলো ১০ বছর আগে; ব্লগিং এখন অনেক উচ্চতায় চলে গেছে।

১২| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ৫ বছর যেভাবে গিয়েছে আরো ৫ বছর গেলেও মনে হয় তেমন কোন সমস্যা হবে না। কারণ, বিএনপি, জামায়াতের তুমুল আন্দোলন করার শক্তি আসলেই নেই। আর উন্নত বিশ্বও কয়েকদিন সমালোচনা করে থেমে যাবে...

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১০

চাঁদগাজী বলেছেন:


জামাতের আন্দোলন তো দুরের কথা, ওরা জামাত বলে পরিচয়ও দিতেও চাইবে না এবারের ভোটে। বিএনপি'র জন্য যা সুযোগ এসেছিল, লন্ডনবাসীকে সভাপতি করায় সব কিছু থেমে গেছে; বাংলাদেশে কা্উকে দায়িত্ব দিলে, দলে উৎসাহ বাড়তো।

১৩| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৭

শহীদ আম্মার বলেছেন: ঠিক তাই। আমিও তাই বলছি আপনাকে। আশা করি আপনিও ব্লগের এই উচ্চতা ধরে রাখবেন। অযথা ১৪০০ বছর আগের মধ্যযুগীয় ম্যাঁওপ্যাঁও এখানে ভুলেও টেনে আনবেন না।

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১১

চাঁদগাজী বলেছেন:


পোষ্ট লিখুন, নিজের ভাবনাচিন্তা থাকলে তুলে ধরুন।

১৪| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৭

বিম্বিসার বলেছেন: ১৫২ আসনের মাঝে আমাদের আসনটাও আছে। জনগন শেখ হাসিনাকে পছন্দ করে, উনি যদি যোগ্য লোককে মনোনয়ন দেন তাহলে আসনটা বিপুল ভোটে
পাবেন। উনার ছেলে মেয়েরা দেশে ডাকাতি করেনা, এটা উনার বিপুল জনপ্রিয়তার প্রধান কারণ।

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১৩

চাঁদগাজী বলেছেন:


উনার কাছে যোগ্য লোক ১ জনই আছেন, উনি নিজেই(যদি উনার যোগ্যতা এই ধরণের দেশের জন্য বিরাট কিছু না)।

১৫| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১০

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: সবার কাছে গ্রহনযোগ্য নির্বাচন উপস্থাপন করাটাই শেখের বেটির বড় চ্যালেন্জ,সারা দেশের মানুষ এমনকি বিশ্বও সেটা দেখার জন্য উদগ্রীব হয়ে আছে।

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১৮

চাঁদগাজী বলেছেন:



বিশ্ব বলতে পাকিস্তান ও ভারত; অন্যেরা বাংলাদেশ নিয়ে মাথা ঘামায় না। উনার রাজনীতিতে সাধরণ মানুষের সম্পৃক্ততা তেমন নেই।

১৬| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১২

ঠাকুরমাহমুদ বলেছেন: শেখ হাসিনার জীবনটাই চ্যালেঞ্জ পূর্ণ, তাঁকে নতুন করে চ্যালেঞ্জ চিনিয়ে দেওয়ার মতো মনে হয় কোনো ব্যাবস্থা নেই, এখন বরং চ্যালেঞ্জকে চিনিয়ে দিতে হবে শেখ হাসিনা কি ? যাতে চ্যালেঞ্জ নিজে সাবধাণ থাকে ।

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১৫

চাঁদগাজী বলেছেন:


উনার শুরু থেকে আজকের সফলতা 'বাংগালী রাজনীতির জন্য' রূপকথার মতো। তবে দৈন্যতাও প্রকাশ পাচ্ছে, উনি জনসভায় হাত তোলায়ে ভোট চাচ্ছেন; ফলে, ফলাফল ও চ্যালেন্জ নিয়ে চিন্তিত হওয়ার কারণ আছে।

১৭| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২২

শহীদ আম্মার বলেছেন: এবার লাইনে আসলেন।ধন্যবাদ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২৪

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, আপনার কারনে লাইন খুঁজে পেয়েছি।

১৮| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন:

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৫

চাঁদগাজী বলেছেন:



হানিফ, ড: হাছান, টুকু, শাহজাহান, মায়া, মতিয়া চৌধুরী, ইনুরা মিলে আওয়ামী লীগের রাজনৈক ইতিহাসকে মুছে দিয়েছে।

১৯| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৪

উম্মু আবদুল্লাহ বলেছেন: "ঠাকুরমাহমুদ বলেছেন: আমি তো ইলেকশান ই চাচ্ছি নাহঃ দেশের টাকা নষ্ট হবে, মাঝে মারপিট গন্ডোগল তাছাড়া মাইকিং এ হবে শব্দ দুষন - বাংলাদেশে শেখ হাসিনার মতো প্রধাণ মন্ত্রী পেয়েছে এটা গর্বের বিষয় - আজ শেখ হাসিনা যদি পার্শবর্তী কোনো দেশের বা উন্নত দেশের প্রধানমন্ত্রী হতেন আমরা বাণী চিরন্তন দিতে দিতে ব্লগের পাতা শেষ করে দিতাম !!! নিজের দেশের তো তাই মুল্যায়ন জানি না আর বাঙ্গালী আজীবন নিজ মুল্যায়ন করতে পারে নি বলেই দুঃখগাথা মনে করি।।"

অাসলে নোবেল প্রাইজ ছিল উনার প্রাপ্য। সেটুকু না হলেও অন্ততপক্ষে আজীবন সম্মাননা দিয়ে উনাকে আজীবন প্রধানমন্ত্রী করে রাখা উচিত।

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:২৬

চাঁদগাজী বলেছেন:


১৯৭৫ সালের ঘটনা, তারপরের অবস্হা জাতিকে বিশালভাবে ভাগ করে ফেলেছে।

২০| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:০৫

পবন সরকার বলেছেন: কথা মন্দ বলেন নাই

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:২৬

চাঁদগাজী বলেছেন:



অবস্হা বুঝার চেষ্টা করছি।

২১| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১:২৩

কাওসার চৌধুরী বলেছেন: অনেকে ভাবছে এই নাম বেচেই পার হয়ে যাবে। এবার মনে হয় হবে না।

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১:৩৬

চাঁদগাজী বলেছেন:


সময়ের সাথে আওয়ামী লীগ পেছনে পড়ে গেছে; তাদের ভরসা শেখ হাসিনা

২২| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ২:৩০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: জয় বাংলা জয় বঙ্গবন্ধু কণ্যা।
আমি সব সময় আওয়ামীলিগকেই সাপোট করবো যদিও আমাদের মত সাধারন মানুষের সাপোটে কিইবা আছে যায়।

৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:২০

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা সাধরণ মানুষকে শুধু ভোটার মনে করেন, নাগরিক মনে করেন বলে মনে হয় না।

২৩| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৩:২০

রাফা বলেছেন: বাংলাদেশের ইতিহাসে অনুকরনীয় একটি নির্বাচন হবে পরবর্তি নির্বাচনটি।হতাশার কোন কারন নেই।আরো এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশের সকল প্রেক্ষাপটই।

৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:২৭

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ বলতে বসুন্ধরা, ওরিয়ন, আলম ব্রাদার্স, খুলনা পাওয়ার, ফালুদের বুঝালে, বাংলাদেশ কয়েক ধাপ এগিয়ে যাবে। শেখ হাসিনা ব্যতিত আওয়ামী লীগের অন্য কোন রাজনীতিবিদ নিজ এলাকায় জয়প্রিয় কিনা সেটা জানার দরকার আছে।

২৪| ৩০ শে এপ্রিল, ২০১৮ ভোর ৪:৪২

অক্পটে বলেছেন: ভালো লিখেছেন। আসন্ন পরিস্থিতি নিয়ে এনালেসিসও ঠিক আছে। আমরা সিড়ি বেয়ে উপরে উঠি আবার সিড়িবেয়েই নামি। কিন্তু শেখ হাসিনা যেভাবে উঠছেন, নতুন একটা সিড়িতে উঠার পরই পেছনের সিড়িটা উধাও হয়ে যাচ্ছে! আমার মনে হয় উনি অনেক সময় পেয়েছেন, বৈধ শাসকও এত সময় পান না। বাংলাদেশের জন্য উনি রাজনীতিকে কঠিন করে দিয়েছেন। এমন কঠিন যে নিজের সেফ এক্সিটটাও বোধ হয় আর নেই। আপনি যে চ্যালেন্জ এর কথা বলেছেন এটা আসলে কার সাথে চ্যালেন্জ কিসের চ্যালেন্জ? ভোটের চ্যালেন্জ তো উনি নেবেন না এটা পরিস্কার হয়েছে। কারাগারগুলোকে মুড়ির টিনের মতো মানুষ দিয়ে ঠেসে ভর্তি করা হয়েছে। তার প্রতিদ্বন্দি হয়ে যারা নির্বাচন করবেন বলে মনে হয় তাদের নির্বাসন নিশ্চিত করে তবেই তিনি ভোট দেবেন মনে হচ্ছে।

"জাতি ভয়ংকর সমস্যার সামনে দাঁড়ায়ে আছে।" কথাটা আপনারই। দারুণ সত্য উপলব্ধি।

৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৩৩

চাঁদগাজী বলেছেন:



১৫২ সীট ও আরো কিছু সীট নিয়ে উনি জনতার সাথে সমস্যায় পড়বেন; উনি যাদেরকে জেলে দিয়েছেন, আসলে ওরা কালফ্রিট হওয়ার সম্ভাবনা ৯৯%; সমস্যা হলো, উনার নিজ দলের কালফ্রিটদের উনি জেলে দিচ্ছেন না।

২৫| ৩০ শে এপ্রিল, ২০১৮ ভোর ৫:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলাদেশের সমস্যা হচ্চে এখানে এলাকা ভিত্তিক পরিবারতন্ত্র। অমুক এলাকায় মফিজ সাহেব সারা জীবন এমপি, মফিজ সাহেব মারা গেলে তার স্ত্রী বা ছেলে এমপি।

মফিজের পরিবার থেকে এলাকাবাসীর রেহাই নেই। প্রতিগতিশীল কোন নেতার জন্ম হয় না। পরিবারতন্ত্র বড্ড বাজে।

৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৩৬

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগে সামান্য রাজনীতি ছিল, এখন রাজনীতির বদলে "টিম ওয়ার্ক" করে দল চলছে। বিএনপি গঠন করা হয়েছিল শক্তি দিয়ে, রাজনীতি দিয়ে নয়, এজন্য শক্তিশালী পরিবারগুলো ওদের দলের অংশ।

২৬| ৩০ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:৪৯

এখওয়ানআখী বলেছেন: এ টার্মে আলীগ উতরে যাবে কারণ সামনে কোনো বিরোধীদল নেই। তবে ইলেকশনের পরপরই আলীগকে ভয়ংকর জঙ্গি ওয়েভ অর্থাৎ মূল ইসলামী চেতনার মোকাবেলা করতে হবে। মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যহত হলে সবাই পরকালমুখী হবে এটাইতো বাস্তবতা।

৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৩৯

চাঁদগাজী বলেছেন:


বিএনপি বিরোধী হিসেবে থাকাতে তাদের জন্য সবকিছু সহজ হয়ে যাচ্ছে; বিএনপি না থাকলে, আওয়ামী লীগকে জনতার সামনে যেতে হতো, সেদিন কারো উপর দোষ চাপানো সম্ভব হতো না; সেই সময়ে সামনে আসছে।

২৭| ৩০ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:৫৫

সোহাগ তানভীর সাকিব বলেছেন: নির্বাচনে জয়লাভের জন্য উন্নয়ন-ই শেষ কথা নয়, প্রয়োজন সুশাসন। বর্তমান সরকার কিছুটা উন্নয়ন করতে পারলেও সুশাসন শূন্যের কোঠায়। আর জিডিবির কথা বলছেন তো? দেশের সাধারণ মানুষ জিডিবি দেখে না দ্যাখে রাস্তা ঘাট। সারাদেশের সড়ক মহাসড়কের অবস্থা অত্যান্ত খারাপ। এসব কারণেও সাধারণ মানুষ বর্তমান সরকারের ওপর অখুশি।
তবে গাজীপুর এবং খুলনা সিটি নির্বাচন হলেই বুঝা যাবে আওয়ামিলীগের জনপ্রিয়তা কেমন।

৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪১

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের ভোটারদের একাংশ বিরোধীদের ভোট দেয়, এটা একটা প্যাটার্ণ, এটা বেশ বড় ধরণের সমস্যাও

২৮| ৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর ব্যাখ্যা দিয়েছেন।সঙ্গে পোষ্টের মন্তব্যগুলিও দেখলাম।দারুণ গঠনমূলক আলোচনা।সত্যিইতো পি.এম. যদি দেশ বা জাতির প্রকৃত উন্নতি করে থাকেন,তাহলে ওনার দুশ্চিন্তা কীসের? আমরা আশাকরি ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন।মাননীয়া নেত্রী সেই পথে হেঁটে নজির সৃষ্টি করবেন, এমনটাই কাম্য।
তবে আপনার গত কয়েকটি পোষ্টে দেখেছি, বিরোধীদের চূড়ান্ত অনৈক্যের চিত্র।সেক্ষেত্রে যদি ধরেই নিই, দেশে আশানুরূপ উন্নতি হয়নি,তাহলেও সরকারের কোনো পরিবর্তন হবে বলে মনে হয়না।

অনেক অনেক শ্রদ্ধা,স্যার আপনাকে।

৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪৪

চাঁদগাজী বলেছেন:

দেশে ৪৭ বছরের ইতিহাসে "সুসম উন্নয়ন" হয়নি; উন্নয়ন যা হয়, সেটার সুবিধা নে্য ছোট একটা গ্রুপ, ওরা সব সুযোগ দখল করে রেখেছে।

২৯| ৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:৫৩

সনেট কবি বলেছেন: এমতাবস্থায় অলৌকিক কিছু না ঘটলে শেখ হাসিনার ক্ষমতা অব্যাহত থাকবে। তারে ব্যবস্থা সে রকমই করা। এ বৃত্ত ভাঙ্গার শক্তি বিরোধীদের মাঝে দেখা যাচ্ছে না।

৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:১৯

চাঁদগাজী বলেছেন:


বিএনপি বিপক্ষে থাকায় আওয়ামী লীগের জন্য অনেককিছু সহজ হবে; একদিন আওয়ামী লীগকে জনতা থামিয়ে দেবে।

৩০| ৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:০৩

কানিজ রিনা বলেছেন: দেশের মানুষ ভোটবীহিন রাজনীতি চায়না।
আর আমাদের দেশের মানুষ এক সরকার
পাঁচ বছরের বেশী থাকুক সেটাও চায়না।
এখন ভোট দখল ছাড়া শেখহাসীনা পুনরায়
প্রধান মন্ত্রী হবেনা। যদি গনতান্ত্রীক ভাবে ভোট
হয়। শেখহাসীনা আর আসবেনা। আওয়ামী
ভোট দখলদার আওয়ামী কলংকীত করেছে।

বাঙালী জাতীর পিতা শেখ মজিবর রহমান
বলেছিলেন আমি চোরের খনি পেয়েছি। সেই
চোরের খনি এখন পর্যন্ত উন্নতি থেকে আরও
উন্নতি হয়েছে। সাধারন জনগন চোর চাঁদাবাজী
বাটপারে অতিষ্ট। আর এই দুই নেত্রীর দলের
চোরেরা চোখে আঙুল দিয়ে চলে।
এখন সরকার এলাকার ভাল লোক
বেছে নোমিনেশন দিলে হয়ত আশা করা
যায় শেখহাসীনা আবার আসবেন। ধন্যবাদ

৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:১৭

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ ধরে নিয়েছে যে, তাদেরকে জিততে হবে; আওয়ামী লীগের কোন ক্যানডিডেট নিজের গুণে জয়ী হবে কিনা, বলা মুশকিল।

৩১| ৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:২২

সৈয়দ তাজুল বলেছেন: শেখ হাসিনা দীর্ঘজীবী হোক, কারণ পরবর্তীতে দেশটা আরো অযোগ্যদের হাতে যেতে পারে।
তবে শেখ হাসিনাকে জনগণের পাশে যেতে হবে।

৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪৭

চাঁদগাজী বলেছেন:


১৯৯৬ সালে, ২০০১ সালে ও ২০০৯ সালে জনতা উনার পাশে গিয়েছিল, উনি জনতার পাশে যাননি; এখন মনে হয় দেরী হয়ে গেছে; উনি নাই মামার স্হলে কানা মামা মাত্র

৩২| ৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৭

ব্লগ সার্চম্যান বলেছেন: আমি যতদিন পযন্ত ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিতে পারবো না ততদিন আমি কাউকেই ভালো বলবো না।

৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৬

চাঁদগাজী বলেছেন:


জয়নাল হাজারী, পিন্টু, খোকা, কাদের মোল্লা, শাীম ওসমান, এরশাদ ভোটে নির্বাচিত হয়েছে; এগুলো অন্য ভোটারদের জন্য ক্ষতিকর হওয়ায়, ক্রমেই ভোট প্রসেস সমস্যায় প্রবেশ করেছে।

৩৩| ৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৩

চোরাবালি- বলেছেন: মন্ত্রী এমপিরা তো এলাকায় গিয়ে জনসভাও করে না; সাধারণ মানুষের সাথে মেশা তো দুরে থাক; নির্বাচনী এলাকায় গেলেও বড় জোর শরের মধ্যে নির্দিষ্ট স্থানে।

৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৭

চাঁদগাজী বলেছেন:


সেজন্য এদেরকে নির্বাচিত করাতে শেখ হাসিনা, কিংবা বেগম জিয়ার দরকার।

৩৪| ৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫০

রাজীব নুর বলেছেন: ঢাকার বাইরে ভোট কেন্দ্র গুলো হয় অনিরাপদ। সেখানে চলে হোলি খেলার মতো বিনোদন হয়। আর টাকা কি পরিমান উড়াউড়ি হয় না দেখলে বিশ্বাস করবেন না।
ভোট কেন্দ্রে যারা থাকে তাদের পুরো টিমকে টাকা দিয়ে কিনে ফেলা হয়।

৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৯

চাঁদগাজী বলেছেন:


যারা কেন্ডিডেট হচ্ছে, তারা ভোটারদের সম্পদ আগেই পকেটে নিয়েছে; ভোটারদের টাকা দিয়ে ভোটিং প্রসেস কিনে নিচ্ছে।

৩৫| ৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৭

বিজন রয় বলেছেন: "জাতি ভয়ংকর সমস্যার সামনে দাঁড়ায়ে আছে।"........ আপনি কি মনে করেন এ জন্য শুধু নির্বাচনই দায়ী?

৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৮

চাঁদগাজী বলেছেন:


দেশের মানুষ অশিক্ষিত হওয়ায়, তাঁদের কাছে "ভোট" দেয়াই হলো একমাত্র গণতান্ত্রিক প্রসেস; তাঁরা সুষ্ট নির্বাচনে জয়লাল হাজারী, শামীম ওসমান, পিন্টু, খোকা, কাদের মোল্লা, এরশাদ, রওশন এরশাদদের নির্বাচিত করে খুশী; কিন্তু তারা জানে না যে, তাদের ভোট জাতির বিপক্ষে কাজ করছে, এটা বিশাল সমস্যা!

এবারের নির্বাচন আগামী ৫ বছরের জন্য সমস্যার সৃষ্ট করবে।

আপনি ভালো আছেন তো!

৩৬| ৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৩

রানার ব্লগ বলেছেন: ভোট !!!! এটা একটা অধিকার এটা নিয়ে ভাবতে গেলে আমার বাকি অধিকার নিয়ে ভবনা গুলও চলে আসে। যাই হোক ভোট হলে ভোট দিব কিন্তু কোন পরিবর্তন বা পরিবর্ধন আর যত বিশেষণ আছে তা আসবে কি না জানি না। ভাই তিন বেলা দুই মুঠ ভাত খেয়ে একটু নিরিবিলি বাঁচতে চাই। জীবনকে নিয়ে উচ্চ আশা ছেরে দিয়েছি কারন ওটা ভোট গ্রহীতাদের দখলে চলে গেছে।

৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩০

চাঁদগাজী বলেছেন:


৪৭ বছর বাংগালীরা ভোট দেননি, উনারা কেনডিডেটদের "ব্যাংক চেক" দিয়েছেন।

৩৭| ৩০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৫

আখেনাটেন বলেছেন: ভালো বিশ্লেষণ। আর এই জিনিস ক্ষমতাসীনেরা ভালোভাবেই জানে। জেনেও প্রতিকারের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪০

চাঁদগাজী বলেছেন:


প্রতিকার না করার মানে হচ্ছে, ষড়যন্ত্র করে কিছু একটা করবে; ওরা বসে থাকবে না।

৩৮| ৩০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৫

ব্লগার_প্রান্ত বলেছেন: click
আমার একটি নতুন লেখা, নিমন্ত্রন রইলো।

৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২০

চাঁদগাজী বলেছেন:


ঠিক আছে; স্যরি, সময়ের অভাবে নিজের থেকে অনেকের লেখা পড়া হয়ে উঠছে না, খারাপ সময়

৩৯| ৩০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৬

তারেক ফাহিম বলেছেন: ঝড়ের দিনে রাজনৈতিক আলাপ ভালো লাগে না গাজী ভাই।

কোন গদ্য দেন পড়ি, আপনার গদ্যও কিন্তু বেশ জমে ।

৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৮

চাঁদগাজী বলেছেন:


সব সময় একই ক্যাচাল শুনতে শুনতে বিরক্ত হওয়া সম্ভব।

৪০| ৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আলোচনা ভালো লাগলো, গ্রহণযোগ্য আপনার এবারের যুক্তি,

৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪১

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনাকে বিশাল বোঝা টানতে হবে।

৪১| ৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৪

বিজন রয় বলেছেন: শারীরিকভাবে ভাল। অনেক ভাল।
মেদ ঝরিয়েছি অনেক।

মনের দিক দিয়ে ফুরফুরে আছি।
তবে পেশাগত ব্যস্ততা অনেক।

৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১২

চাঁদগাজী বলেছেন:


ভালো খবর: শরীর ভালো থাকলে, বাকীটুকু অনুসরণ করবে

৪২| ৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৪

খাঁজা বাবা বলেছেন: শেখ হাসিনার ওপর নির্ভর করবে কি?
ভাল ভোট হলে হাসিনা নিজেই একটার বেশি আসন পাবে না

৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৭

চাঁদগাজী বলেছেন:


এগুলো নিয়ে শেখ হাসিনা নিশ্চয় ভাবছেন।

৪৩| ৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:

যারা কেন্ডিডেট হচ্ছে, তারা ভোটারদের সম্পদ আগেই পকেটে নিয়েছে; ভোটারদের টাকা দিয়ে ভোটিং প্রসেস কিনে নিচ্ছে।

এবারও মনে হয় ভোটার বিহীন নির্বাচন হবে। কারন যে করেই হোক উন্নয়নের ধারা অব্যহত রাখতে আওয়ামীলীগকে ক্ষমতায় থাকতেই হবে।

৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৬

চাঁদগাজী বলেছেন:


অন্য দলগুলোকে টিকে থাকার জন্য রাজনীতি করার দরকার ছিলো; তারা শুধু আওয়ামী লীগের পতনের আশায় বসে আছে।

৪৪| ৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৩

নতুন বাঙ্গাল বলেছেন: কি হবে বলা মুশকিল, তবে এবার আর বিনা ভোটে ক্ষমতায় যেতে পারবে না। প্রশ্ন হল, নির্বাচন দিয়ে জিতে আসার ব্যাপারটা কতটা মসৃন হবে ? বিএনপি কোন ফ্যাক্ট না, জাতির সামনে, তরুন প্রজন্মের সামনে, সর্বোপরি জাতীয় আন্তর্জাতিক পরিমন্ডলে আওয়ামি লিগের একটা আলাদা ইমেজ ছিল, কিন্তু আবার জবরদোস্তির নির্বাচন হলে সেই ইমেজ ক্ষতিগ্রস্থ হবে দীর্ঘমেয়াদে।

৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২০

চাঁদগাজী বলেছেন:


আন্তর্জাতিক পরিমন্ডলে আওয়ামী লীগ, বিএনপি, জাপা ও জামাত নিয়ে ভয়ংকর খারাপ ধারণা আছে! পশ্চিম ও ভারত ধরে নিয়েছে যে, আওয়ামী লীগ এদের মাঝে শাক্তিশালী

৪৫| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১৮

গেছো দাদা বলেছেন: -২ ফরমুলা নিয়ে আর কোনো আলোচনার জায়গা নেই , তাই না ?

০১ লা মে, ২০১৮ রাত ১:১৪

চাঁদগাজী বলেছেন:


কোন ফরমুলার কথা বলছেন?

৪৬| ০১ লা মে, ২০১৮ রাত ২:১৩

গেছো দাদা বলেছেন: -হাসিনা ,-খালেদা ফ্রম বাংলাদেশের রাজনীতি ।

০১ লা মে, ২০১৮ রাত ২:২৭

চাঁদগাজী বলেছেন:




ওহ, সেটা ছিল পাখী-মারা জেনারেল মঈনের প্ল্যান; জেনারেল নিজে মাইনাস হয়ে গেছেন।

শেখ হাসিনা দৈত্যকে বোতলে ঢুকায়েছে; এখন সব কাজ ফেলে বোতল পাহারা দেয়াই শেখ হাসিনার কাজ; এটা হয়তো এক ধরণের "মাইনাস"।

৪৭| ০৬ ই মে, ২০১৮ রাত ১০:০৮

শাহারিয়ার ইমন বলেছেন: ভোট কি আদৌ দেয় এখন মানুষ ,সরকার তো বিনা ভোটে বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী এখন ,সামনেও তো তাই হবে ,সরকারের অধীনের নির্বাচন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.