নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ভোটের আগে শেখ হাসিনার ভারত ভ্রমণ প্রশ্নের সন্মুখীন হবে!

০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:২১



মনে হচ্ছে, মাসখানেকের মাঝে শেখ হাসিনা ভারত ভ্রমণে যাচ্ছেন; এই সফর নিয়ে বাংগালীরা অনেকভাবে চিন্তিত হবে, অনেক গুজব ছড়াবে, অনেক প্রশ্ন তুলবে, বিএনপি'র খড়কুটা ধরার চেষ্টা করবে! ভারত নিয়ে বাংগালীরা জেনেটিক্যালী সন্দেহপ্রবন; এবং এর পেছনে কারণও আছে। ভোটের বছর হিসেবে এবারের সফরের সময়টুকু খুবই ক্রিটিক্যাল, বাংগালীমন সন্দেহে ভরে যাবে। শেখ হাসিনার উচিত এই সময়ে ভারত সফরে না যাওয়া।

প্রতিবেশী হিসেবে, ভারতে যেকোন সময়েই যাওয়া যায়; এবং বাংগালীরা প্রতিদিনই যাচ্ছে: কেহ যাচ্ছে ডাক্তারের কাছে, কেহ যাচ্ছে বিয়ের কাপড় কিনতে, কেহ যাচ্ছে ফেনসিডিল কিনতে, কেহ যাচ্ছে গরু আনতে। পানি সমস্যা, তিস্তার পানি চুক্তি, বাণিজ্য ঘাটতি নিয়ে যেকোন সময় গেলে ভালোই হয়; কিন্তু ভোটের আগে শেখ হাসিনা গেলে লোকজন ভয় পাবে।

গতবার ১৫২ সীটে বিনা-প্রতিদ্বন্দীতায় ভোট হওয়ায়, এবারের ভোট নিয়ে মানুষের মনে অনেক শংকা; সময়ের সাথে, ৫ বছর পর মানুষের শংকা কমিয়ে আসার বদলে আরো বাড়ছে; শেখ হাসিনার উচিত, মানুষের মনের শংকা কমিয়ে মানুষের মনে আশার সন্চার করা। ভারত সফর কোনভাবে আশংকা কমাবে না; বরং অনেক বাড়াবে।

সেখ হাসিনা শান্তি নিকেতনে 'বাংলাদেশ ভবন' উদ্বোধন করবেন; আসলে, এসব কাজ করার জন্য সাংস্কৃতিক ও বৈদেশিক মন্ত্রনালয় আছে; শেখ হাসিনা এই সব কাজে দেশ বিদেশ ঘুরে বেড়ালে ভালো দেখায় না। মোদী ক্ষমতায় আসার সময়, বাংলাদেশ ও ভারতে অনেক আশার সন্চার হয়েছিল; মোদীর দল সেই অনুসারে ভালো করেনি, তার দল ভারতে ধর্মীয় প্রভাব বাড়ি্যে দিয়েছে ও মৌলবাদীরা ভয়ের সন্চার করেছে কয়েক রাজ্যে; এই অবস্হায় মোদীর সাথে দেখা করাটা খুব একটা গুরুত্বপুর্ণ কাজ বলে মনে হচ্ছে না।


মন্তব্য ৮২ টি রেটিং +১/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনার সাথে একমত।

০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

চাঁদগাজী বলেছেন:


মানুষ শংকিত; মানুষের মনে কনফিডেন্স বাড়ানো উনার দায়িত্ব

২| ০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এখন মোবাইল ইন্টারনেটের যুগ। সরাসরি যাবার কি দরকার।

০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

চাঁদগাজী বলেছেন:


অকারণ শংকা বাড়বে।

৩| ০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

সনেট কবি বলেছেন: ঠিক বলেছেন।

০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

চাঁদগাজী বলেছেন:


ভারত সম্পর্কে মানুষের ধারণা কিছুতেই ভালো দিকে যাচ্ছে না

৪| ০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সেখ হাসিনা শান্তি নিকেতনে 'বাংলাদেশ ভবন' উদ্বোধন করবেন; আসলে, এসব কাজ করার জন্য সাংস্কৃতিক ও বৈদেশিক মন্ত্রনালয় আছে; শেখ হাসিনা এই সব কাজে দেশ বিদেশ ঘুরে বেড়ালে ভালো দেখায় না।
উনি এমন এমন আন্তর্জাতিক সম্মেলনে গিয়ে হাজির হন, সেখানে অন্য দেশের প্রতিনিধিত্ব করেন প্রতিমন্ত্রিরা ।

০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

চাঁদগাজী বলেছেন:


উনি জাতির সাধরণ মানুষের দু:খ-কষ্ট অনুধাবন করতে পারছেন না সঠিকভাবে।

৫| ০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার মনে হয়না মাননীয় প্রধানমন্ত্রী আপনার পরামর্শে
ভারত সফর বাতিল করবেন!! কারণ তিনি আপনার চেয়ে
বেশী জ্ঞান রাখেন। তা না হলে তৃতীয় বারের মতো
প্রধানমন্ত্রী হবার আশা প্রকাশ করতে পারতেন না।

০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

চাঁদগাজী বলেছেন:


উনি তো উনি, এমন কি আপনিও আমার চেয়ে অনেক বেশী জ্ঞান রাখেন।

উনি ৩ বার প্রধানমন্ত্রী হয়ে গেছেন, আপনি কি ৪র্থ বারের কথা বলতে চেয়েছিলেন?

৬| ০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জ্বিনা পণ্ডিত, আমি বুঝাতে চেয়েছি বিরতীহীন ভাবে তৃতীয় বারের মতো
প্রধানমন্ত্রী হবার কথা !!

০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

চাঁদগাজী বলেছেন:


আচ্ছা, আচ্ছা, "বিরতিহীন" শব্দটা বাদ পড়ে গেছে; ওকে

৭| ০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

নোয়াখাইল্ল্যা বলেছেন: উনি মনে হয় মোদীর মনোভাব বুজার চেষ্টা করবেন।সে অনুযায়ী আগামী নির্বাচনে ব্যবস্থা নিবেন।

০২ রা মে, ২০১৮ রাত ৮:০২

চাঁদগাজী বলেছেন:


সেটাই মানুষের শংকার সৃষ্টি করবে; ৫ বছরে, যেখানে মানুষে শংকা কমানোর দরকার ছিলো, সেখানে বাড়তে গেলে, জাতির "কনফিডেন্স লেভেল" কমে যাবে।

৮| ০২ রা মে, ২০১৮ রাত ৮:০৮

শাহিন-৯৯ বলেছেন: সন্দেহ করার কিছু নাই উনি সর্বদা সত্য কথা বলেন, এ পর্যন্ত যতবার উনি ভারতে গিয়েছেন ততবার ফিরে এসে সাংবাদিক সম্মেলন করে সব কথা মন খুলে বলে দিয়েছেন। সবসময়ের মত এবারও বলবেন শুধুমাত্র ৫% এর বৈধতা বিষয়টি বাদে।

০২ রা মে, ২০১৮ রাত ৮:১৪

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা ভারতকে সন্দঝ, এটাই একটা বড় ফ্যাক্টর

৯| ০২ রা মে, ২০১৮ রাত ৮:১১

ঢাবিয়ান বলেছেন: উনি ভারত না গেলে কেমনে হবে? খালেদা জিয়া যদি আবার ক্ষমতায় আসে, সেটা কি ভাল হবে আপনা্র জন্য? বরং খালি হাতে নয় আরো কি কি সাথে নিয়ে ভারত যাওয়া যায়, সেই পরামর্শ দিন।

০২ রা মে, ২০১৮ রাত ৮:২৫

চাঁদগাজী বলেছেন:


৪ জিয়া ৪ দিকে চলে গেছেন; এটাই ছিলো জেনারেল জিয়ার লোভের ফলাফল।

শেখ হাসিনা দলের জন্য ভাবছেন, উনার দরকার মানুষের কথা ভাবার, মানুষের কনফিডেন্স লেভেল উপরে নেয়ার দরকার।

১০| ০২ রা মে, ২০১৮ রাত ৮:১৯

কানিজ রিনা বলেছেন: যে ভাবেই হোক প্রধান মন্ত্রী হতেই হবে।
রাখঢাক করে লাভ কি। মানুষের শংকায়
কি এসে যায়। দলের লোক খুশি হলেই
যথেষ্ট। এইত কয়েক দিন আগে একদল
গিয়েছিল।

০২ রা মে, ২০১৮ রাত ৮:২৬

চাঁদগাজী বলেছেন:


উনার সব এজেন্ডা পুরণ হয়ে গেছে; উনাকে বুঝতে হবে, এই দেশের মানুষ উনার বাবার পেছনে দৌড়েছিল, তাঁরা কিছুই পাননি

১১| ০২ রা মে, ২০১৮ রাত ৮:২৬

কাওসার চৌধুরী বলেছেন: হ্যা, কথাটি একদম ঠিক। পরে যদি নিরপেক্ষ নির্বাচনও হয় আর আওয়ামীলীগ আবার ক্ষমতায় আসে তাহলে মানুষ ষ্বড়যন্ত্রের গন্ধ খুঁজবে। আর নিরপেক্ষ ভোট হলে কী, আর না হলেই সবই মূদ্রার এপিট ওপিট।

সুন্দর প্রসঙ্গ। ধন্যবাদ, শ্রদ্ধেয় চাঁদগাজী।

০২ রা মে, ২০১৮ রাত ৮:৩০

চাঁদগাজী বলেছেন:


রাজনীতিবিদদের উপর এই দেশের মানুষের আস্হা নেই, উনাকে সেটা বুঝতে হবে; আস্হাহীনতা জাতির জন্য ভয়ংকর অবস্হা

১২| ০২ রা মে, ২০১৮ রাত ৮:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনি এসব কেয়ার করেন না। কারণ উনার আছে পুলিশ, প্রশাসন আর সেনাবাহিনী। এসব কেয়ার করলে ক্ষমতায় থাকতে পারতেন না...

০২ রা মে, ২০১৮ রাত ৮:৩৩

চাঁদগাজী বলেছেন:


সেনা বাহিনী, পুলিশ কাউকে মেন রাখে না, ওরা বেতন দাতাকে মনে রাখে; মানুষ সবকিছু মনে রাখে

১৩| ০২ রা মে, ২০১৮ রাত ৮:৪০

আল ইফরান বলেছেন: ক্ষমতার সমীকরণ মেলানোর জন্য কেউ পশ্চিমা দুতাবাসগুলোতে চা-কফি খেতে যায়, আবার কেউ দালান উদ্বোধন করতে প্রতিবেশী দেশে যায়। আর আমরা জলাবদ্ধতায় আর লোকাল বাসে চাপাচাপি করে জীবনের সমীকরন মেলানোর চেস্টা করি :(

০২ রা মে, ২০১৮ রাত ৮:৪৪

চাঁদগাজী বলেছেন:


রাজনীতি না বুঝে দল করলে যাহা হয়!

মানুষকে দুরে ফেলে বামুনের পায়ে নম নম

১৪| ০২ রা মে, ২০১৮ রাত ৯:১০

রাজীব নুর বলেছেন: বিএনপি সবচেয়ে বেশি ভয় পায় ভারত কে। কেন?? মাঝে মাঝে মনে হাসিনার চেয়ে বিএনপির যেন ভারত কে বেশি ভয়।
নির্বাচনের সময় ভারত থেকে প্রতিনিধি দল আসে। তারা নির্বাচনের কোনো কাজই করে না। খায় দায়। ঘুরে বেড়ায়।

০২ রা মে, ২০১৮ রাত ৯:২১

চাঁদগাজী বলেছেন:


ভারত সরকার বিএনপি'কে পাকীদের ফটোকপি মনে করে।

১৫| ০২ রা মে, ২০১৮ রাত ৯:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল, এই চারমাসে ক্রসফায়ারে ও আইন-শৃঙ্খলা বাহিনীর নির্যাতনে ৭৩ জন নিহত হয়েছে৷ অধিকারের হিসাব মতে, ২০১৭ সালে এই সংখ্যা ছিল ১৫৪, ২০১৬ সালে ১৭৮, ২০১৫ সালে ১৮৬, ২০১৪ সালে ১৭২ এবং ২০১৩ সালে ৩২৯ জন নিহত হয়েছে৷

নির্বাচনের আগে এই হত্যাকাণ্ড কি নির্বাচনের উপর কোন প্রভাব ফেলবে? বিস্তারিত ব্যাখ্যা সহ বুঝিয়ে বলুন!

০২ রা মে, ২০১৮ রাত ৯:২০

চাঁদগাজী বলেছেন:


ক্রস ফায়ার চালু করেছিলেন বেগম জিয়া; শেখ হাসিনা এই জঘন্য সিস্টেমকে অনুসরণ করে, আসলে বেগম জিয়াকেই অনুসরণ করেছেন।
এটা ভোটের উপর প্রভাব ফেলবে না; বাংগালীরা সবকিছুতই "ফাঁসী চায়", জাতি সবকিছুতে মৃত্যদন্ড চায়।

তবে, শেখ হাসিনার উচিত বিনা-বিচারে-হত্যা বন্ধ করা; ও জাতিকে মিথ্যা (ক্রস ফায়ারের গল্প) গল্প থেকে মুক্তি দেয়া

১৬| ০২ রা মে, ২০১৮ রাত ১০:০৪

ঢাকাবাসী বলেছেন: কারো কথা শোনার বেটি না তিনি। আজকাল যেটা তিনি নিজে ভাল বোঝেন সেটাই করবেন।

০২ রা মে, ২০১৮ রাত ১০:১৬

চাঁদগাজী বলেছেন:



অবশ্য ৩৬ বছরের রাজনীতিতে তিনি সবকিছু নিজের মতো করে করেছেন, মানুষের কথা শোনার, মানুষের কথা ভাবার ব্যাপর নিয়ে মাথা ঘামায়েছেন বলে মনে হয় না।

১৭| ০২ রা মে, ২০১৮ রাত ১০:০৭

ঢাবিয়ান বলেছেন: নূর মোহাম্মদ নূরু বলেছেন: নির্বাচনের আগে এই হত্যাকাণ্ড কি নির্বাচনের উপর কোন প্রভাব ফেলবে?

উনি রাজনীতি নিয়ে রম্য লেখেম। রম্যে কি আর এইসব শোভা পায়?

০২ রা মে, ২০১৮ রাত ১০:১৪

চাঁদগাজী বলেছেন:



আপনি হলেন সিরিয়াস রাজনীতির লোক; আপনি পোষ্টে আসবেন জানলে, আমি ভেবেচিন্তে হয়তো ভুল উত্তর লিখে ফেলতাম।

১৮| ০২ রা মে, ২০১৮ রাত ১০:০৮

শামচুল হক বলেছেন: শেখ হাসিনা যা ভালো বোঝেন সেটা তিনি করেই ছাড়েন এতে কেউ হস্তক্ষেপ করেও লাভ নেই।

০২ রা মে, ২০১৮ রাত ১০:১২

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগের উচিত হস্তক্ষেপ করা

১৯| ০২ রা মে, ২০১৮ রাত ১০:১৭

নূর-ই-হাফসা বলেছেন: কারোও কথায় ওনার আর কিছুই হবেনা । মানুষের আজকাল রাজনীতি তে বিরক্তি ধরার কথা ।
মাঝখানে ছিল কোপাকুপির সময় আর এখন চলছে বাস এর সাথে হাত পা কেটে আহত হ ওয়া । খুব দেখা যাচ্ছে এখন এটা ।

০২ রা মে, ২০১৮ রাত ১০:২০

চাঁদগাজী বলেছেন:


জাতি নিজের লোকদের সন্মান করছে না; কে গাড়ীতে উঠছে, কে নামছে, কে চাকার নীচে যাচ্ছে, কারো মাথা ব্যথা নেই; বিশৃংখলা জাতিকে গ্রাস করেছে; ভবিষ্যত নিয়ে জাতী উৎসাহী নয়।

২০| ০২ রা মে, ২০১৮ রাত ১০:৫৪

বেনাম বাদশাহ বলেছেন: জনগণের ভয় শংকার সাথে ভোটের কি সম্পর্ক?

০২ রা মে, ২০১৮ রাত ১১:০০

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে কি কারণে কোন এমপি কেন্ডিডেটকে ভোট দেয়া হয়, সেটার কোন লজিক নেই; বেশীর ভাগ মানুষ ভোট দিয়ে ক্ষতিগ্রস্ত হয়।

যেহেতু, মানুষ ভারত বিরোধী, শেখ হাসিনা ভারতে গেলে, মানুষের মনে শংকা বাড়বে; শংকা বাড়লে অনেকে ভোটে যাবেন না।

২১| ০৩ রা মে, ২০১৮ সকাল ৮:০০

নীলপরি বলেছেন: আপনার বক্তব্যটা যুক্তিযুক্ত বলে মনে হোলো।

০৩ রা মে, ২০১৮ সকাল ৮:২৪

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা মানুষের কথা ভেবেচিন্তে কিছু করছেন না

২২| ০৩ রা মে, ২০১৮ সকাল ৮:০৪

অক্পটে বলেছেন: ভারতে গিয়ে আর বদনাম হবার দরকারও আসলে নেই। ভারতের ব্যপারে বাংলার জনগণের মনে সত্যিই কোন আস্থার বিষয় আর নেই। আ.লীগ ১৫৪ সীটের বদলে ২৫৪টি বিনা ভোটে নিলেও ভারত বলবে নিরপেক্ষ নির্বাচনই হয়েছে। এর চেয়ে ভালো হয় সংবিধানটা আরো একটু কেটে মানে সংশোধন করে শেখ হাসিনাকে আজীবন প্রধান মন্ত্রী করে নিলেই হয়। এতে বাংলাদেশ অন্তত দুটি রিয়েল সুবিধা পাবে, এক হল দীর্ঘ মেয়াদে কোন শাসক দেশ শাসন করলে একেবারে অকারণে হলেও দেশে কিছুনা কিছু উন্নয়ণ হবেই। সরকারের দায়িত্বের মধ্যে পড়ে এমন ২০% কাজ হলেও উন্নয়ণ চোখে পড়ার মতো হবে। অপরদিকে দুর্বল বিরোধী দল আরো দুর্বল হয়ে একদিন অক্কা পাবে। নির্বাচন নির্বাচন খেলারও কোন দরকার পড়বেনা। সরকার এখনই ম্যসেজ দিচ্ছে যে নির্বাচনে কেউ এলো কি এলোনা এতে সরকারের কিছু যায় আসেনা। সত্যিইতো সেধে এনে নির্বাচন করানোর কি এত দরকার। এই খেলাই বাদ দেয়া দরকার। বাংলাদেশ এখনো গণতন্ত্রের জন্য প্রস্তুত নয়। প্রধান মন্ত্রীত্বটা আজীবনের জন্য উইল করে নিলে খামোখা নির্বাচনী খরচটাও বাঁচবে, কিছু মানুষও বাঁচবে যারা নির্বাচনকালীন সহিংসতায় মারা যেত।
সংবিধানের ৪র্থ সংশোধনীর ৩৪ অনুচ্ছেদ মোতাবেক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছিল এবং তিনি কত বছরের জন্য প্রেসিডেন্ট হয়েছিলেন সেটি ঐ সংশোধনীতে উল্লেখ ছিলনা, তার মানে ওটাও আজীবনের জন্যই ছিল। চীনের প্রেসিডেন্ট শি জিন পিংকেও আজীবন প্রেসিডেন্ট করা হয়েছে। আমার মনে হয়ে শেখ হাসিনাকেও আজীবন প্রধানমন্ত্রী করাই যেতে পারে।

০৩ রা মে, ২০১৮ সকাল ৮:৩০

চাঁদগাজী বলেছেন:


চীনের প্রেসিডেন্ট শি জিন পিংকেও আজীবন প্রেসিডেন্ট করা হয়নি; সেখানে একটা অপশন রাখা হয়েছে, শি জিন পিং যতটুকু সময় থাকতে চায়, থাকতে পারবে।

আপনি শেখ হাসিনার বেলায় যেটা বলছেন, ১১ কোটী ভোটারের মাঝে আপনি একজন।

এখন বিএনপি যেভাবে "প্রবাসে অবস্হানরত" একজনকে সভাপতি বানিয়েছে, দলটি ছেলেখেলা নিয়ে মেতে উঠেছে; ইহার বিরুদ্ধে ব্যবস্হা নেয়ার দরকার হয়ে যাচ্ছে।

২৩| ০৩ রা মে, ২০১৮ সকাল ৯:২১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
ভারত সরকার বিএনপি'কে পাকীদের ফটোকপি মনে করে।

বিএনপির সাথে আবার সৌদির সম্পর্ক ভালো।

০৩ রা মে, ২০১৮ সকাল ৯:৩৬

চাঁদগাজী বলেছেন:


সৌদীরা জীবন্ত শয়তান; সৌদী ও ইরানীদের কারনে মিডলইস্টে কয়েক মিলিয়ন আরবের প্রাণ গেছে।
পাকিরা, জামাতীরা ও বিএনপি'র লোকেরা সৌদীতে ভিক্ষা করেছে আজীবন।

২৪| ০৩ রা মে, ২০১৮ দুপুর ১২:২০

প্রামানিক বলেছেন: শেখ হাসিনা যেটা ভালো মনে করেন সেটাই করেন।

০৩ রা মে, ২০১৮ বিকাল ৩:৫২

চাঁদগাজী বলেছেন:



৩৬ বছর সেটাই করে আসছে, বদলানোর সম্ভাবনা নেই।

২৫| ০৩ রা মে, ২০১৮ দুপুর ১২:৪৪

মো: মাসুদ রানা (এম আর) বলেছেন: চাঁদগাজী ভাই এই ক্রস ফায়ার চালু না হলে আমরা পাবনাবাসী এতদিনে বেচে থাকতাম কিনা সন্দেহ।আপনার জন্য যেটা যঘন্য সেটা কারো জীবন বাচানোর জন্য মধুর। আগে সন্ধার পর ঘর হতে বের হতে পারতাম না। মাসের পর মাস রাত জেগে জেগে ডিউটি করেছি ৫০-৬০ জন এর দল করে করে। সন্ত্রাস এর হাত থেকে বাচার জন্য। ক্রসফায়ারে কতগুলো মানুষরুপি কুকুরকে মরতে দেখেছি। আবারও সেইদিন ফিরে আসছে । কথা বলার স্বাধীনতা হারিয়ে ফেলেছি। যে সরকারই নির্বাচিতহোক না কেন আমাদের এই অবস্থার উন্নতি মনে হয় আর কখনোই হবেনা। কারণ আমরা এখন দলে দলে ভাগ হয়ে গিয়েছি। গ্রাম্য পর্যায়ে এখন সেই লেভেলের রাজনিতী চলে।

০৩ রা মে, ২০১৮ বিকাল ৩:৫৭

চাঁদগাজী বলেছেন:


কথার বলার সুযোগ পেয়ে, ওবায়দুল কাদের, ইনু, এরশাদ, টুকু, ড: হাছান মাহমুদ, মির্জা আলমগীর, রিজভী অকারণ ভেঁড়ার মত চীৎকার করে যাচ্ছ! তাই অন্যদের চুপ করে থাকতে হচ্ছে।

পাবনা, যশোর, রাজশাহী, খুলনা, এসব এলাকায় "ক্রস ফায়ার" দরকার, এসব এলাকার লোকজন গড়ে ভালো নয়।

২৬| ০৩ রা মে, ২০১৮ বিকাল ৪:০৫

তারেক_মাহমুদ বলেছেন: শেখ হাসিনা নিজেকে ছাড়া কাউকে বিশ্বাস করেন না তাই নিজে যেটা ভাল মনে করেন সেটাই করেন।এবার ইলেকশন ১০০%ফেয়ার হলেও অবিশ্বাস থেকেই যাবে, তাই কে কি মনে করবে ওসব ভাবার সময় নেই হাসিনা আপার ।

০৩ রা মে, ২০১৮ বিকাল ৪:১১

চাঁদগাজী বলেছেন:


সেটা ঠিক বলেছেন।

বাংলাদেশের ইতিহাসে উনার নাম সুশাসক হিসেবে থাকবে না; এখনও সময় আছে কিছুটা সুনাম কুড়ানোর।

২৭| ০৩ রা মে, ২০১৮ বিকাল ৪:১১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: এখানকার বেশি কমেন্টস হাসিনার বিরুদ্ধে তারপরও কিন্তু হাসিনা আবার ক্ষমতায় আসবে; র-এর যত কূটকৌশল আছে সবই প্রয়োগ হবে হাসিনার ফেভারে যেমন আপনার সব লেখাতেই ফুটে উঠেছে হাসিনার বিজয়গাঁথা। হাসিনা আপনাকে নাকি নির্বাচনী ক্যাম্পের প্রাধান করবেন, আপনি কি রাজি?

০৩ রা মে, ২০১৮ বিকাল ৪:১৪

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা জয়ী হবে দলের কারণে, উনি দলকে সেইভাবে চালাচ্ছেন।

শেখ হাসিনা আমাকে কোন কিছু বানাচ্ছে না, আপনাকেও কিছু করবে না; আসলে, উনি কি করবেন, কেহ জানে না

২৮| ০৩ রা মে, ২০১৮ বিকাল ৪:১৬

তারেক_মাহমুদ বলেছেন: কালকের সাংবাদিক সম্মেলনে যে স্টাইলে কোটা আন্দোলনকারীদের প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন, মৃত রাজীবকে জানলার বাইরে হাত রাখার দায়ে দোষী করেছেন তাতে মনে হয়না উনার সুশাসক হওয়ার কোন ইচ্ছা আছে।

০৩ রা মে, ২০১৮ বিকাল ৪:২৮

চাঁদগাজী বলেছেন:


উনিও ক্রমাগতভাবে সমস্যা বাড়াচ্ছেন, সমাধানের পথ জানেন বলে মনে হয় না।

২৯| ০৩ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

রাখালছেলে বলেছেন: একসময়ে এইদেশে ভোটের রাজনীতি হত কিন্তু এখন আর জনগনকে কোন কষ্ট করতে হয় না । লাইন দিয়ে ভোট দেয়া নামক অশেষ কষ্ট থেকে জনগনকে বাচিয়ে দেয়ার জন্য হাসিনাকে "নুবেল" দেয়া হউক । আর দেখে "বেগম" উপাধি দেয়া হউক ।

০৩ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

চাঁদগাজী বলেছেন:


মানুষের ভোটাধিকার কেড়ে নেয়ার জন্য রাজনীতিবিদদের অনেককেই জেলে যেতে হবে

৩০| ০৩ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:১০

উম্মু আবদুল্লাহ বলেছেন: "সরকার এখনই ম্যসেজ দিচ্ছে যে নির্বাচনে কেউ এলো কি এলোনা এতে সরকারের কিছু যায় আসেনা। সত্যিইতো সেধে এনে নির্বাচন করানোর কি এত দরকার। এই খেলাই বাদ দেয়া দরকার। বাংলাদেশ এখনো গণতন্ত্রের জন্য প্রস্তুত নয়। প্রধান মন্ত্রীত্বটা আজীবনের জন্য উইল করে নিলে খামোখা নির্বাচনী খরচটাও বাঁচবে, কিছু মানুষও বাঁচবে যারা নির্বাচনকালীন সহিংসতায় মারা যেত। সংবিধানের ৪র্থ সংশোধনীর ৩৪ অনুচ্ছেদ মোতাবেক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছিল এবং তিনি কত বছরের জন্য প্রেসিডেন্ট হয়েছিলেন সেটি ঐ সংশোধনীতে উল্লেখ ছিলনা, তার মানে ওটাও আজীবনের জন্যই ছিল। চীনের প্রেসিডেন্ট শি জিন পিংকেও আজীবন প্রেসিডেন্ট করা হয়েছে। আমার মনে হয়ে শেখ হাসিনাকেও আজীবন প্রধানমন্ত্রী করাই যেতে পারে।"

"একসময়ে এইদেশে ভোটের রাজনীতি হত কিন্তু এখন আর জনগনকে কোন কষ্ট করতে হয় না । লাইন দিয়ে ভোট দেয়া নামক অশেষ কষ্ট থেকে জনগনকে বাচিয়ে দেয়ার জন্য হাসিনাকে "নুবেল" দেয়া হউক ।"

অকপটে আর রাখালছেলের মন্তব্যে আমি একমত।

০৩ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:২২

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগের রাজনীতি মানুষকে শংকার মাঝে ফেলছে, এতে জাতি সরকারের উপর আস্হা হারাচ্ছে; শীঘ্রই দেশে, আরো বিশৃংখলা দেখা দেবে।

৩১| ০৩ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

সেলিম আনোয়ার বলেছেন: আসলে অন্য কোন পথ খোলা নেই। #:-S

যা করবেন তা্ই ভুল হবে ।

০৩ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:২১

চাঁদগাজী বলেছেন:


অনেক পথ আছে, উনার সেইদিকে খেয়াল নেই

৩২| ০৩ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

কাছের-মানুষ বলেছেন: বাংলাদেশের রাজনিতির উপর আমার কোন আস্থা নেই।
জনগন সব হুজুগে, দেশের প্রায় অধিকাংশ মানুষ প্রধান দুই রাজনীতি দলের সমর্থক, এরা কেউই বাংলাদেশী নয়!
বাংলাদেশী নয় এর জন্য বললাম কোন অন্যায় হলে প্রথমে বিবেচনায় আনে কোন দল করল, নিজের দল হলে চুপ অন্য দল হলে
প্রতিবাদ, এরা দেশের স্বার্থ নয় দলের স্বার্থ দারা পরিচালিত!!

০৩ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

চাঁদগাজী বলেছেন:


মানুষকে শিক্ষার সুযোগ থেকে বন্চিত করে, পিগমীতে পরিণত করেছে বিএনপি-জামাত ও আলীগ; এখন তারা মানুষের সব সুযোগ দখল করে আনন্দে আছে

৩৩| ০৩ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

অর্থনীতিবিদ বলেছেন: আপনি পোস্টের শুরুতেই লিখেছেন মনে হচ্ছে। তার মানে এটা একদম নির্ভরযোগ্য খবর নয় যে শেখ হাসিনা ভারত যাবে। আর যদি যায়ও তাতে নির্বাচনে তেমন কোনো উনিশ বিশ হবে না। কারণ এই সরকার কাউকে তোয়াক্কা করে চলে বলে মনে হয় না।

০৩ রা মে, ২০১৮ রাত ৮:০৮

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ দলের ভালো জন্য রাজনীতি করছে; আবার আওয়ামী লীগ না থাকলে, জাতি সন্ত্রাসীদের খপ্পরে পড়ার ভয় আছে, শাঁখের করাত

৩৪| ০৩ রা মে, ২০১৮ রাত ৮:০৩

বিদেশে কামলা খাটি বলেছেন: উনার প্রথম টার্গেট ছিল শেখ সাহেবের খুনীদের বিচার করা। তিনি তা করতে পেরেছেন।
আমি মনে করি উনার এখন সময় স্টেটসম্যান বা আদর্শ রাজনীতিক হবার। কিন্তু সেটা করতে হলে একই সাথে উদার আর কঠোর হতে হবে। তিনি নিজের দলের চাটাদের প্রতি কঠোর হতে পারছেন না। ছাত্রলীগ একটা অপ্রয়োজনীয় জিনিস। অথচ এটাকে উনি মাথায় তুলে রাখেন। উনি জানেন না , আ লীগকে ডুবাতে ছাত্রলীগ ই যথেষ্ট। বিএনপি বা বেগম জিয়াকে লাগে না।

শেখ হাসিনা কি আমার কথা শুনতে পাবেন?

০৩ রা মে, ২০১৮ রাত ৮:১৩

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা ব্লগিং করলে আপনার কথা শুনতে পারতেন, রাজনীতিবিদ হয়ে যেতেন; উনি রাজনীতি হয়তো জানেন না, উনি কৌশল জানেন। দলের নামে উনি গাধার খামার খুলেছেন।

৩৫| ০৩ রা মে, ২০১৮ রাত ১০:৫৭

আবু তালেব শেখ বলেছেন: বিচার মানি তালগাছ যেকরেই হোক আমার থাকবে ব্যস

০৩ রা মে, ২০১৮ রাত ১১:৪৩

চাঁদগাজী বলেছেন:


সমস্যা হচ্ছে, তালগাছে পানি দেয়ার লোকজনও নেই।

৩৬| ০৪ ঠা মে, ২০১৮ রাত ১২:০৬

জাহিদ অনিক বলেছেন: প্রিয় চাঁদগাজী, শুনতে পেয়েছি আপনি আমার খোজ করেছেন। ব্লগারদের প্রতি আপনার এই ভাবনাটুকু বেশ ঈর্ষনীয়।
সেদিন একটু ব্যক্তিগত হতাশার কারণে ব্লগে একটা যা তা পোষ্ট করেছিলাম। পরে মনে হল ব্যক্তিগত হতাশার কথা ব্লগে না দেয়াই উচিত। তাই আবার মুছে দিয়েছি। আমারই ভুল। ক্ষমা করবেন অনুগ্রহ করে।


ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওহ হ্যাঁ, আমি পেশায় ছাত্র। আর টুকটাক কিছু করি।

০৪ ঠা মে, ২০১৮ রাত ১২:২৪

চাঁদগাজী বলেছেন:


ব্যাপারটা একটুখানি চিন্তায় ফেলেছিল; পরে ব্লগার মিথী মারজান জানালেন যে, আপনি ভালো আছেন। কোন অসুবিধায় পড়লে, আমাদেরকে জানাবেন, শত ব্লগার আপনাকে ভালোবাসেন।

৩৭| ০৪ ঠা মে, ২০১৮ রাত ১২:২৯

গ্রীনলাভার বলেছেন: ভারত ছাড়া আর কেউ আমাদেরকে ঠান্ডা করতে পারবে না। আমাদের সাইকোলজি, শিক্ষার মান তাদের স্টাডির মধ্যেই আছে। সেদিন বাসে একজন হেলপারকে একজন লোক স্পষ্ট পশ্চিমবঙ্গের ভাষায় বকাঝকা করছিল। শুধু পশ্চিমবঙ্গের ভাষা বলে নয়, গালি ছাড়া এমন কড়া করে আমরা কথা বলতে শিখিনি - এই ব্যাপারটাই আমার দৃষ্টি আকর্ষন করেছিল। বাংলাদেশের হায়ার স্টাডিজের ইন্সটিটিউটগুলোতে এখন শুধু ভারতীয়রা ছাড়া ইংলিশ প্রফেশনালরা প্রায় আসেই না। শুনেছি শেখ মুজিব সাহেব কোলকাতায় তার শিক্ষা সমাপ্ত করেছেন! অক্সফোর্ডের বিপরীতে কোলকাতা! হাস্যকর!! শেখ হাসিনাও সেই পথই ধরেছেন। অবাক হওয়ার কিছু নেই। উপহার হিসেবে পাওয়া যাবে অস্থির আগামী ৬ মাস। উপভোগ করুন।

০৪ ঠা মে, ২০১৮ রাত ১:৩৮

চাঁদগাজী বলেছেন:


দেশের রাজনীতি ও অর্থনীতি শুধু মাত্র শেখ হাসিনার কারণে এখানে আসেনি; তিনি ২০০৯ সাল থেকে জাতিকে সাহায্য করতে পারতেন; তবে, উনার আইডিয়াগুলো যথেষ্ট নয়, মনে হচ্ছে।

৩৮| ০৪ ঠা মে, ২০১৮ সকাল ৭:৫৬

জাহিদ অনিক বলেছেন:


অবশ্যই ব্লগারদের মত এত আপন আর কেউ নেই আমার

০৪ ঠা মে, ২০১৮ সকাল ৮:৫৮

চাঁদগাজী বলেছেন:


ব্লগারেরা যাতে পরস্পরকে বুঝতে পারেন, সাহায্য করতে পারেন, সেদিকে যাবো আমরা

৩৯| ০৬ ই মে, ২০১৮ রাত ৯:৫৮

শাহারিয়ার ইমন বলেছেন: এর পিছনে হয়ত কোন গোপন উদ্দেশ্য আছে

০৬ ই মে, ২০১৮ রাত ১০:৩৯

চাঁদগাজী বলেছেন:


নিশ্চয় ব্যাপার স্যাপার আছে

৪০| ০৬ ই মে, ২০১৮ রাত ১০:৫৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: দেশের কে ককি মনে করবে(?) করলো(?)
তিনি এসব ভাবছেন বলে মনে হচ্ছে না। তিনি ভাবছেন, ক্ষমতা নিয়ে। বিনা লড়াইয়ে ক্ষমতায় থাকার অভিজ্ঞতা অলরেডি আছে। আন্তর্জাতিকমহল হাতে থাকলেই হলো।

০৭ ই মে, ২০১৮ রাত ১২:১১

চাঁদগাজী বলেছেন:



মনে হচ্ছে, আপনার ধারণার পেছনে লজিক আছে।

৪১| ০৭ ই মে, ২০১৮ রাত ১:৫০

কলিমুদ্দি দফাদার বলেছেন: দাদারা পরের বার ক্ষমতায় বসিয়ে দিলে, দাদাদের নিকট চড়া সুদে কত বিলিয়ন লোন নিবে, তারপর ইন্ডিয়ার থ্রাড ক্লাস কোম্পানিগুলো বাংলাদেশে কাজ পাবে, মাদ্দার আমলের সামরিক সরঞ্জাম গুলো ইন্ডিয়া থেকে কিনবে, ভোটের আগে তার একটা হিসাব দিতে হবে নাহ??? তার ভারত ভ্রমণ ভুমিকা অপ্ররীহায্য।

০৭ ই মে, ২০১৮ রাত ১:৫৯

চাঁদগাজী বলেছেন:


আমি জানি না, ভারত কি এই ধরণের কিছু চায়? চাইলে, শেখ হাসিনােক রাজি হতে হবে; উৈ পরাজিত হতে পারবেন না, উনার সেই অপশন নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.