নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বাংগালীরা এখন ম্যাঁওপ্যাঁও শুরু করবে, আমাদের একজন মাহাথির চাই

১০ ই মে, ২০১৮ রাত ১০:৫৪



মাহাথির যখন মালয়েশিয়া চালায়েছেন (১৯৮১-২০০৩), সেই সময়ে বাংলাদেশে চালায়েছেন এরশাদ(১৯৮২-১৯৯০), বেগম জিয়া(১৯৯১-১৯৬), শেখ হাসিনা(১৯৯৬-২০০১) ও বেগম জিয়া(২০০১-২০০৬); এখন দেখুন, সেই সময়ে মাহাথির মালয়েশিয়াকে এমনভাবে উন্নয়ন করেন যে, ১০/১৫ লাখ শুধু বাংগালীই সেই দেশে কাজ করেছেন।

১৯৮১-২০০৩ সালের মাঝে মাহাথির কি পরিমাণ "চাকুরীর সৃষ্টি" করেছেন যে, লাখ লাখ বিদেশী মালয়েশিয়াতে কাজ পেয়েছেন। একই সময়ে, এরশাদ, বেগম জিয়া ও শেখ হাসিনা দেশ ভরে দিয়েছে বেকারে।

পুরো বাংলাদেশে ৯২ বছর বয়স্ক কতজন মানুষ আছেন? গ্রামে হয়তো কিছু ৯২ বছর বয়স্ক মানুষ পাওয়া যাবে, উনাদের কেহ লেখাপড়া জানার কথা নয়; উনাদের থেকে একজন মাহাথির নিয়ে আসলে কেমন হয়; নারায়নগন্জে শামীম ওসমান, সিলেটে ইলিয়াস আলী, কিংবা বগুড়ায় বেগম জিয়ার সাথে এমপি ভোটে প্রতিদ্বন্দ্বীতা করবেন! ঢাকার মাহাথিররা গাড়ীর ধুয়ায় অক্কা পেয়েছেন বয়স ৯২ বছর হওয়ার বেশ আগেই।

মওলানা ভাসানী ঢাকায় না থাকাতে ৯৬ বছর বেঁচেছিলেন; কিন্তু উনি মাহাথির হওয়ার সুযোগ পাননি; বাংগালীরা ও মোল্লারা উনাকে কম্যুনিষ্ট ফম্যুনিষ্ট নাম দিয়ে উনার বদনাম করে দিয়েছিলেন; গরীবেরা গরীব নেতা পছন্দ করেন না; নেতা আসতে হবে পাঁজারোতে, সাথে ১৬০ খানা গাড়ীর বহর; মওলানা চলতেন রিকসায়।

আইয়ুবের শিষ্য, জেনারেল জিয়াকে উনার শিষ্যরা না সরালে, উনি কি আমাদের মাথাথির হতেন এতদিনে? আজকে উনার বয়স হতো ৮২ বছর, মনে হয়; ৯২ থেকে ১০ বছর কম আর কি, কোনভাবে চালিয়ে দেয়া যেতো! জেনারেলের সঠিক বয়স জানবেন আমাদের ব্লগার নুরু সাহেব; উনি বছরে ২টি পোষ্ট তো দেন, কমপক্ষে! শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেবকে হত্যা করে, বাংলাদেশের মাথাথির হওয়া সম্ভব ছিলো? আসলে, উনি যদি মাহাথিরের মত বুদ্ধিমান হতেন, ১৯৭৫ সালের ৭ই নভেম্বরের পর, মিলিটারীর কাছে মাফ চেয়ে সরে পড়তেন; সেটাই ছিলো উনার বিপক্ষে ১ম বড় ক্যু, সরে যাওয়ার শেষদিন; উনার মৃত্যু যে হবে, সেটা সেইদিনই নির্ধারিত হয়ে গিয়েছিল। উনার সাপোর্টারেরা উনার পক্ষে শ্লোগান দিয়ে গেছেন ১৯৮১ সাল অবধি, আর উনি ভেতরে ভেতর শুধু ক্যু'ই ঠেকাচ্ছিলেন।

আমাদের শেখ সাহেব বেঁচে থাকলে কি হতেন? হয়তো ছোটখাট মাহাথির! উনার দক্ষতা মাহাথিরের মত ছিলো না, কিন্তু বেগম জিয়া থেকে তো বেশী ছিল, তাই না? বেগম জিয়া স্নো-পাউডার মেখে মেখেই তো ৩ বার প্রাইম মিনিষ্টার হয়ে গেলেন? এবার বেগম জিয়া জেল থেকে বের হয়ে, জন্মদিন বদলানোর বদলে হয়তো নাম বদলায়ে মাহাথির নাম রাখবেন?

মনে হয়, তাজুদ্দিন সাহেব ছোটখাট, বা পিকো মাহাথির হতে পারতেন? মিলিটারী লোকেরা ভয়ে আমাদের ভালো লোকটাকে মেরে ফেললো; আমাদের মিলিটারীতে ভয়ংকর লোকজন ছিলো; হয়তো, এখনো আছে! অথচ দেশ জুড়ে এসব মিলিটারীর সমর্থন ছিলো সব সময়, আজো আছে! আজো চায়, আরেকবার আসুক মিলিটারী!

এখন আমাদের আশা কার উপর? আমান উল্লাহ আমান, রিজভী সাহেব, ড: হাছান মাহমুদ, কিংবা নারায়ন গন্জের শামীম ওসমান, কিংবা ইলিয়াস আলী? এটা জানা কথা, আজকে থেকে বাংগালীরা ম্যাঁওপ্যাঁও শুরু করবে, আমাদের একজন মাহাথির চাই ...

মন্তব্য ৯২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯২) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৮ রাত ১১:১৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"এখন বাংগালীরা ম্যাঁওপ্যাঁও শুরু করবে,"

তাহলে, লেখকই প্রথমে শুরু করল। এখন আমি গ্যালারিতে বসে দেখি লেখকের অন্ধভক্ত কতজন জুটে.......;)

১০ ই মে, ২০১৮ রাত ১১:২০

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশকে মিলিটারী এমন যায়গায় নিয়েছে যে, ইলিয়াস আলী, ড: হাছান, হানিফ সাহেব, রিজভী সাহেব,পিন্টুরাই আমাদের মাহাথির

২| ১০ ই মে, ২০১৮ রাত ১১:১৯

পদাতিক চৌধুরি বলেছেন: আমিও ম্যাঁওপ্যাঁও এর দলে। মন্ডল ভাই থাকলুম বসে গ্যালারীতে।

১০ ই মে, ২০১৮ রাত ১১:২২

চাঁদগাজী বলেছেন:


মাহাথির যতদিন বেঁচে থাকবেন, মাথাথির চেয়ে পোষ্ট আসতে থাকবে; মালয়েশিয়া বাংগালীদের ভিসা বন্ধ করলে সেদিন থামবে।

৩| ১০ ই মে, ২০১৮ রাত ১১:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ লি‌খে‌ছেন বস! প‌ড়ে পাগল হ‌য়ে গেলাম। আমরা সবাই মাহা‌থির চাই কিন্তু কেউ মাহা‌থির হ‌তে চাই না। আফ‌সোস!

১০ ই মে, ২০১৮ রাত ১১:২৪

চাঁদগাজী বলেছেন:


আমরা মাহাথির চাই!

এরশাদকে রং টং লাগায়ে মাহাথির বানায়ে দেবো নাকি? উনি বলবেন, উনি স্বপ্ন দেখেছেন যে, এখন থেকে উনি বাংলার মাহাথির!

৪| ১০ ই মে, ২০১৮ রাত ১১:২৩

সোহাগ তানভীর সাকিব বলেছেন: অাধুনিক মালয়েশিয়ার রূপকার বলা হয় ড. মহাথিরকে। মালয়েশিয়ার যত উন্নয়ন বেশির ভাগ মাহাথির এর হাত ধরে।
কারণ তারা পরিচ্ছন্ন রাজনীতি করে বলেই এতো উন্নয়ন সম্ভব হয়েছে।

১০ ই মে, ২০১৮ রাত ১১:২৬

চাঁদগাজী বলেছেন:


সেই কারণেই তো বলছি, আমাদেরও মাহাথির দরকার। সমস্যা হলো, বাংগালীরা তো অতদিন বাঁচে না

৫| ১০ ই মে, ২০১৮ রাত ১১:২৩

সেলিম আনোয়ার বলেছেন: এখন কেন এটা অনেক আগে থেকেই আছে ।মালয়েশিয়ার যে অভূতপূর্ব উন্নয়ন তিনি করেছেন তা অতুলনীয়।তার জনপ্রিয়তা মালয়েশিয়াতে গিয়ে উপলব্ধ হয়েছে। এবারের নির্বাচনে আমার কলিগ বলেছিলেন তিনি নির্বাচণে হারবেন কারণ অন্য দল থেকে নির্বাচন করছেন । আমি শুধু বলেছিলাম লঙ্কাবে তে তিন জিতবেন। তিনি এতই বড় নেতা যে তার কারে বিগত ষাটবছরের ক্ষমতাসীন দল যে তার নিজের আগের দল সেটিই হেরে গেছে তার কাছে। এমন ইতিহাস পৃথিবীতে পাওয়া দুষ্কর হবে । তবে জেলে গিয়ে খালেদা জিয়ার জনপ্রিয়তা বেড়েছে। তার জনপ্রিয়তা বিএনপিকে জিততে সহায়তা করবে দারুন ভাবে ।

১০ ই মে, ২০১৮ রাত ১১:২৭

চাঁদগাজী বলেছেন:



বেগমি জিয়ার জনপ্রিয়তা বেড়েছে, বয়সও বেড়েছে, এখন নাম বদলায়ে রাখলেই হবে।

৬| ১০ ই মে, ২০১৮ রাত ১১:২৪

কানিজ রিনা বলেছেন: একজন মাহাথির চাই তা যদি হয় চাঁদগাজী
না না চাঁদগাজী যদি মাহাথির হয় তাহলে
একলাফে নাম পরিবর্তন করে সুর্যগাজী
হলে কেমন হয়। নাহলে মহাবীর প্লাস্টিকগাজী
হা হা হা ক্যাও ক্যাও প্যাও প্যাও আহারে
বাঙালীরা একজন মাহাথিরের ভাগ্যে নাই।
৬০ টাকা কেজি চাল খাই আর সারা মাসে
শেষে গিয়ে দোকানী বলে চালের দাম আরও
বেড়েছে।
আপনার কৌতুককরে লেখা বেশ অনেক
হাসলাম। হাসিনা খালেদা ছাড়া কোনও উপায়
নাই। কারন দুইদলে সবই দলকানা চোখে
কম দেখে। তাইত একজন মাহাথির চাই।

১০ ই মে, ২০১৮ রাত ১১:২৯

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার বেলায় আমার অন্য ধারণা, উনাকে দলকানারা বানায় নাই; উনি দলের কাঁধে ছড়ে সবাইকে কানা বানায়েছেন।

৭| ১০ ই মে, ২০১৮ রাত ১১:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তারেক রহমানের হওয়ার চান্স ছিল! কারণ, তেনার মা ক্ষমতায় থাকার সময় তিনি বেশ কয়েকবার মালয়েশিয়া ভ্রমণ করেন। তিনি তেনার বক্তৃতায়ও বলেছিলেন মালয়েশিয়ার কিছু ভালো সিস্টেমের কথা। অবশ্য তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ তেনার মালয়েশিয়া ভ্রমণকে ভালো চোখে দেখত না। লীগারদের মতে তারেক রহমান অবৈধ অর্থ মালয়েশিয়া পাচার করতেন। ১/১১ তারেকের ঠ্যাঙ না ভাঙলে এতদিনে তিনিই বাংলাদেশের মাহাতির হয়ে যেতেন!...

১০ ই মে, ২০১৮ রাত ১১:৩৪

চাঁদগাজী বলেছেন:


অবস্হা দেখে মনে হচ্ছে, বৃটিশ উনাকে ছাড়বেন না।

৮| ১০ ই মে, ২০১৮ রাত ১১:২৭

কাওসার চৌধুরী বলেছেন: "ঢাকার মাহাথিররা গাড়ির ধোঁয়ায় অক্কা পেয়েছেন বয়স ৯২ বছর হওয়ার বেশ আগে।".............. চমৎকার একটি বাক্য।

আমি স্যার, শামীম ওসমানের মাঝে মাহাথির হওয়ার বেশ সম্ভাবনা দেখছি! এখন 'আপা' একটু সাইডে গেলেই হয়!! B-)

১০ ই মে, ২০১৮ রাত ১১:৩২

চাঁদগাজী বলেছেন:


শামীম ওসমান ওসমান তো এখনই নারায়নগন্জের মাহাথির

৯| ১০ ই মে, ২০১৮ রাত ১১:২৭

কলাবাগান১ বলেছেন: মাত্র একটা প্লাস এখন অবধি...স্যাটেলাইট কে কিনা ঘুড়ি বলুন দেখবেন....

১০ ই মে, ২০১৮ রাত ১১:৩০

চাঁদগাজী বলেছেন:


আপনি আছেন নাসিরুদ্দিন হোজ্জার গাধা নিয়ে; ছোলা মোলা দিয়ে দেখন, উহা উড়ে কিনা।

১০| ১০ ই মে, ২০১৮ রাত ১১:৩৫

কলাবাগান১ বলেছেন: এটি নিয়ন্ত্রণ করা হবে বাংলাদেশের গাজীপুর থেকে। এ জন্য গাজীপুরের জয়দেবপুরে তৈরি করা হয়েছে গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন।

১০ ই মে, ২০১৮ রাত ১১:৩৮

চাঁদগাজী বলেছেন:


ভালো,
আগে দেখেন উড়ে কিনা!

১১| ১০ ই মে, ২০১৮ রাত ১১:৩৯

ঢাকার লোক বলেছেন: গাজী ভাই , ৯২ হতে কত বাকি আর ,
আসেন না, আপনিই মহাথির হন বাংলার!

১০ ই মে, ২০১৮ রাত ১১:৫২

চাঁদগাজী বলেছেন:



বাংগালী অতদিন বাঁচে নাকি? আমার বাবা মারা গেছেন ৫৬ বছর বয়সে।

১২| ১০ ই মে, ২০১৮ রাত ১১:৪১

কলাবাগান১ বলেছেন: The first "Block 5" Falcon 9 is scheduled to launch the Bangabandhu 1 communications satellite for the government of Bangladesh today at 4:12 p.m. EDT (2012 GMT) from NASA's Kennedy Space Center in Florida. And the two-stage rocket's first stage will attempt to land on a robotic "drone ship" off the Florida coast shortly after liftoff. You can watch the action live here at Space.com and on our homepage, courtesy of SpaceX, or directly via SpaceX's website.
https://www.space.com/40538-spacex-falcon-9-block-5-rocket-debut-webcast.html

১০ ই মে, ২০১৮ রাত ১১:৪৯

চাঁদগাজী বলেছেন:


ভালো।

সরকার হলো ডিজিটেল; সারা দেশে ২২ লাখ শিশু শ্রমিক কাজ করে প্রতিদিন; সমস্যাটা ওখানে; সম্পদ হলো মানুষের, শিশুগুলো মানুষের; ঐ শিশুরা স্যাটেলাইট দিয়ে কি করবে?

১৩| ১১ ই মে, ২০১৮ রাত ১২:০৯

সাইন বোর্ড বলেছেন: অনেকটাই অপ্রয়োজনীয় কথা...

১১ ই মে, ২০১৮ রাত ১২:১৮

চাঁদগাজী বলেছেন:


পড়ে, আপনি হাসেনি, বা কমপক্ষে মন খারাপ করেননি?

১৪| ১১ ই মে, ২০১৮ রাত ১২:২০

কলাবাগান১ বলেছেন: "আগে দেখেন উড়ে কিনা!"

আপনার অবস্হা তো হল- ছেলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না...চান্স পাওয়ার পর.. ছেলে পাশ করবে না... পাশ করার পর..ছেলে চাকরী পাবে না...চাকরী পাওয়ার পর ...ছেলে বেতন পাবে না...বেতন পাওয়ার পর..

এখানে দেখুন সরাসরি ওয়েব কাস্ট স্যাটেলাইট উৎক্ষেপনের

http://www.spacex.com/webcast

১১ ই মে, ২০১৮ রাত ১২:২৮

চাঁদগাজী বলেছেন:



আরো কয়েকবার ফেল করেছিলো; দেখা যাক, এবার উড়ে কিনা।

১৫| ১১ ই মে, ২০১৮ রাত ১২:২৯

কলাবাগান১ বলেছেন: ইন্সুরেন্স করা আছে...

১১ ই মে, ২০১৮ রাত ১২:৩৩

চাঁদগাজী বলেছেন:


সব ঠিক আছে, টাকার অভাব নেই; শুধু শিশু শ্রমিকদের স্কুলে পাঠাবর টাকা নেই। যারা জাতির বাচ্চাদের স্কুলের জন্য টাকা না দিয়ে, এসব কাজে এত টাকা ব্যয় করছে, ওরা বেকুব।

১৬| ১১ ই মে, ২০১৮ রাত ১২:৩৩

প্রামানিক বলেছেন: আমাদের এরশাদ চাচার বয়স কিন্তু মাহাথিরের সমান, এখনও গলফ খেলায় উস্তাত।

১১ ই মে, ২০১৮ রাত ১২:৩৫

চাঁদগাজী বলেছেন:


জানতে হবে, উনাকে স্নপ্নে নির্দেশ দিলো কিনা বাংলার মাহাথির হতে!

১৭| ১১ ই মে, ২০১৮ রাত ১২:৩৬

কলাবাগান১ বলেছেন: প্রাথমিক স্কুলে প্রায় একশ ভাগ বাচ্চা রাই এখন পড়ছে বাংলাদেশে। পথ শিশু রা ছাড়া

১১ ই মে, ২০১৮ রাত ১২:৫২

চাঁদগাজী বলেছেন:


আপনি আসলেই গলাকাটা ক্যাপিটেলজমের সমর্থক।

১৮| ১১ ই মে, ২০১৮ রাত ১২:৪২

সোহানী বলেছেন: ম্যাঁওপ্যাঁও শুরু করলাম............ একজন মাহাথির চাই ই চাই ;)

১১ ই মে, ২০১৮ রাত ১২:৫৩

চাঁদগাজী বলেছেন:


আজকে থেকে শুরু, অনেক পোষ্ট আসবে।

১৯| ১১ ই মে, ২০১৮ রাত ১২:৪৬

কলাবাগান১ বলেছেন: স্পার্টাকাস৭১ বলেছিলেন...একটা মেয়েকে রগ কাটার মিথ্যা অপবাদ এই ব্লগে যারা ছড়িয়েছিল তাদের লজ্জা থাকা উচিত

১১ ই মে, ২০১৮ রাত ১২:৫৬

চাঁদগাজী বলেছেন:


ব্লগারদের মাঝেও কিছু মগজহীন ছেলেপেলে কিছু না জেনে প্রচারণা চালায়েছিলো; তবে, ছাত্রলীগের ব্যাপার হওয়াতে, অনেকেই বিশ্বাস করেছিলো; ছাত্রলীগ আমাদের ইউনিভার্সিটিগুলোকে গরুঘর বানায়ে ফেলছে।

২০| ১১ ই মে, ২০১৮ রাত ১:২৬

বিষাদ সময় বলেছেন: আমার আব্বা (ঢাকায় থেকেছেন আজীবন) গত বৎসর মারা গেছেন ৯০ বৎসর বয়সে। তবে আমার খালু (ঢাকায় থাকেন) তাঁর বয়স ৯৫ বৎসর। তাঁকে ট্রাই করবেন নাকি? :)

১১ ই মে, ২০১৮ রাত ১:২৮

চাঁদগাজী বলেছেন:


উনি আমাদের সবার খালু; আমাদের দেশের পরিবেশ ও অন্যান্য কারণে, মানুষ বেশীদিন বাঁচেন না; উনি দীর্ঘজীবি হউন, সেই কামনা রলো!

২১| ১১ ই মে, ২০১৮ রাত ২:৩৭

নতুন বলেছেন: যেমন মানুষ তার নেতাও তেমনই হয়।

দেশের মানুষ সুবিধাবাদী তারা ভালো মানুষ কে নেতা বানাবেনা।

যেই নেতা ক্ষমতায় গেলে নিজের ভালো হবে সেই নেতাকেই ভোট দেয় দেশের জনগন।

ভালো মন্দ দেখে দেয় না।

ভালো, সত মানুষকে নেতা বানানোর মতন মানুষিকতা এখনো দেশের মানুষের হয় নাই।

১১ ই মে, ২০১৮ রাত ২:৪২

চাঁদগাজী বলেছেন:



সঠিক কথা বলেছেন।

যারা জেনারেকলে ক্ষমতায় দেখতে চায়, তারা বুটেলের লাথির চেয়ে কম কিছু পাবে না।

২২| ১১ ই মে, ২০১৮ রাত ২:৫১

অনল চৌধুরী বলেছেন: ১৯৮১ তে প্রথমবার ক্ষমতায় গিয়ে ২২ বছর মালয়শিয়া শাসন করে ২০০৩ সালে অবসরে যাওয়া ৯২ বছর বয়সী ড: মহাথির মোহাম্মদকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচন করে মালয়শিয়ার জনগণ অাবারো প্রমাণ করেছে,তারা কতোটা সৎ এবং প্রকৃত দেশপ্রেমিকদের কতোটা সম্মান করে।

এথেকে বাংলাদেশের জনগণ কি কিছু শিখবে না আজীবন চোর-দুর্নীতিবাজদের নেতা বানিয়ে তাদের চুরি-লুটপাটের সুযোগ দেবে?

মালয়শিয়ার জনগণ নিজেরা ভালো হওয়ার কারণেই মহাথিরের মতো নেতা পায়।আর বাংলাদেশের বেশীরভাগ লোক নীতিহীন হওয়ার কারণে পায় এরশাদ,সালমান,অব্বাস,ফালু,সাদেক মার্কা নেতা।

কেয়ামত পর্যন্ত এদেশে এই অবস্থাই চলতে থাকবে।

১১ ই মে, ২০১৮ রাত ৩:০৬

চাঁদগাজী বলেছেন:



যেই ধরণের দুস্ট মানুষ, তারা সেই ধরণের দুস্ট নেতা পায়।
বাংলাদেশের অর্ধেকের বেশী মানুষ জেনারেল জিয়াকে ভালোবেসেছিলেন, আইয়ুব খানের লাথি খাবার পরও হুশ হয়নি।

২৩| ১১ ই মে, ২০১৮ রাত ২:৫৯

অনল চৌধুরী বলেছেন: বাংলাদেশের দুর্নীতিবাজ-লম্পট স্বৈরশাসক এরশাদ আর মালয়শিয়ার ড: মহাথির মোহাম্মদ প্রায় কাছাকাছি সময়ে ক্ষমতা লাভ করেছিলেন।কিন্ত সামরিক শাসক,খুনী বিশ্ববেহায়া এরশাদ সারা দেশে চুরি-ঘুষ-দুর্নীতি,স্বজনপ্রীতি,লাম্পট্য,বিদেশে অর্থপাচারের সূচনা করে দেশের রাজনৈতিক ও জনগণকে নষ্ট করেছে।দেশ ধ্বংস করেছে।আর এর ফল হিসেবে সে গণ –আন্দোলনে ক্ষমতাচুত হয়ে দীর্ঘদিন জেল খেটেছে।অন্যদিকে মালয়শিয়ার জনগণ ২২ বছর রাষ্ট্রক্ষমতা পরিচালনা করে ২০০৩ সালে অবসরে যাওয়া ড: মহাথির মোহাম্মদকে পুনরায় রাষ্ট্র পরিচালনার জন্য নির্বাচনে দাড়াতে অনুরোধ করেছে।এরশাদ যদি তাকে অনুসরণ করতো,তাহলে সেও একই ভাবে সন্মানিত হতো।সৎ,নীতিবান ও দেশপ্রেমিক ব্যক্তিরা এভাবেই জীবিত অবস্থাতেই অমরত্ব লাভ করেন।জনগণের ঘৃণা নিয়ে তাদের ক্ষমতা হারাতে হয় না।

১১ ই মে, ২০১৮ রাত ৩:০৮

চাঁদগাজী বলেছেন:



অন্য কোন দেশে হলে, এরশাদ ২/১ বছরের মাঝে জেলে চলে যেতো, আজীবন জেলে থাকতো।

জিয়া বেঁচে থাকলে, শেখ হাসিনার সময় ফাঁসীতে ঝুলতো

২৪| ১১ ই মে, ২০১৮ সকাল ৯:০২

আবদুর রব শরীফ বলেছেন: গরীবের নেতা হতে যোগ্যতা লাগে ইয়ে মানে টাকা পয়সা বাড়ি গাড়ি নারী........!

১১ ই মে, ২০১৮ সকাল ৯:১৪

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা চায়, নেতা ধনী হোক, নেতার বিদেশে বাড়ি থাকুক, ১০ টা বিয়ে করুক, মানুষকে গালি দেক।

২৫| ১১ ই মে, ২০১৮ সকাল ১০:০২

জাতির বোঝা বলেছেন: বাংলাদেেশ তো ঘরে ঘরে মাহাথির । আমাদের আর ভাবনা কি। আমরা বরং নৃত্য করতে পারি।

১১ ই মে, ২০১৮ বিকাল ৪:১৪

চাঁদগাজী বলেছেন:


ঘরে ঘরে ছাত্রলীগ, ছাত্রদল ও শিবির

২৬| ১১ ই মে, ২০১৮ সকাল ১১:১০

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: বাংলাদেশে তো মাহথির আছে ভাই।

১১ ই মে, ২০১৮ বিকাল ৪:১৫

চাঁদগাজী বলেছেন:


মাহাথিরের ছবি আছে হয়তো

২৭| ১১ ই মে, ২০১৮ সকাল ১১:১২

মোস্তফা সোহেল বলেছেন: এদেশে ভাল মানুষের ভাত নাই!

১১ ই মে, ২০১৮ বিকাল ৪:১৭

চাঁদগাজী বলেছেন:


দুষ্টরা মানুষের সম্পদ ও সব সুযোগ দখল করে নিয়েছে।

২৮| ১১ ই মে, ২০১৮ সকাল ১১:১৩

টারজান০০০০৭ বলেছেন: তা কাহু আপনি কাহারে চান ? ট্রাম্প নয়তো ? আমি অবশ্য ট্রাম্পরে বালা পাই ! মার্কিন প্রেসিডেন্টের যে ভাবমূর্তি, রোলসাইন আছিল , ট্রাম্প তাহার সবগুলোরেই বুড়ো আঙ্গুল দেখাইছে, ভণ্ডামি দেখা হইতে সারা দুনিয়ারে বাঁচাইছে !জনগণ নিজেরা আকাম কুকাম কইরা ইবলিশরে পিছনে ফেলিলে সমস্যা নাই, প্রেসিডেন্টরে হইতে হইবে ফেরেস্তা !!! ক্লিনটন শুরু করিয়াছিল, ট্রাম্প ভাবমূর্তি ভাইঙ্গাই ফেলছে ! সাব্বাশ ! মুনাফিকের চেয়ে অবিশ্বাসী ভালো !

আমাগো এরশাদ কাকুরে সবাই লুল কইয়া নিন্দা করে ! সব মাছ গু খায় আর ঘাইড়া মাছের নাম হয় !! এরশাদ কাকুই মহাথির হউক ! এই বয়সে লুলামি করার সামর্থ তাহার নাই ! কলকব্জা ক্ষয় হইয়া গিয়াছে ! সুতরাং জাতীয় প্রেমিকারা নিরাপদেই থাকিবে ! জয় হউক মহাথির মো : এরশাদ ! ঘষেটি বেগমরা নিপাত যাক ! :D

১১ ই মে, ২০১৮ বিকাল ৪:১৬

চাঁদগাজী বলেছেন:



১৯৮২ সালের ক্যু'র জন্য এরশাদের ফাঁসী হওয়া উচিত।

২৯| ১১ ই মে, ২০১৮ দুপুর ১:০২

পবন সরকার বলেছেন: বর্তমান সরকার খারাপ কি করছে?

১১ ই মে, ২০১৮ বিকাল ৪:১২

চাঁদগাজী বলেছেন:


সরকার নিজের মন মতো, নিজের প্রয়োজনে সব করছে, মানুষের প্রয়োজন গৌণ

৩০| ১১ ই মে, ২০১৮ দুপুর ২:০৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: এরশাদ কাক্কু'র মানুষেরা অলরেডি উনাকে মাহতির বানাই ফেলছে। আরো কারো তেমন সুযোগও নাই!

১১ ই মে, ২০১৮ বিকাল ৪:১৩

চাঁদগাজী বলেছেন:


১৯৮২ সালের ক্যু'র জন্য এরশাদের ফাঁসী হওয়া উচিত, সাথে উনার কিছু সমর্থকদেরও ঝুলানো দরকার।

৩১| ১১ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

জাতির বোঝা বলেছেন:
আপনার বক্তব্য আমার খুব ভালো লেগেছে। এমন কি স্যাটেলাইট নিয়ে আপনার বক্তব্য আমারও মনের কথা।

১১ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:১২

চাঁদগাজী বলেছেন:


আমি চেষ্টা করছি সমসাময়িক অবস্হা বুঝতে।

৩২| ১১ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

নতুন বাঙ্গাল বলেছেন: একটা কথা আছে , 'যে দেশে গুনির কদর নেই সেদেশে গুনি জন্মায় না'। আমাদেের দেশের মানুষ গুনির কদর বুঝে না , হয় পুজো করে নাহয় গালি দেয়। তাই এদেশে কেউ মাহথির হওয়ার চেষ্টা করে না কেউ, তাই হবেও না কেউ। থাইল্যান্ডে দেখেছি তাদের রাজার মৃত্যুতে তারা কি পরিমান ভালবাসা ও শ্রদ্ধা দেখিয়েছে , সেটা দেখে যে কোন নেতার ইচ্ছা হবে দেশের জন্য ভাল কিছু করার। আর আমাদের দেশে আপনি যাই করেন গালি খাবেন। তাই কেউ ভাল কিছু করতে চায় না।

১১ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

চাঁদগাজী বলেছেন:


আমার মনে হয়, আমাদের নেতাগুলো খারাপ হওয়াতে মানুষগুলো খারাপ হয়ে গেছে।
ক্যানটনমেন্ট থেকে জেনারেল জিয়া ও উনার বন্ধুরা বের হয়ে, শেখ সাহেবকে মেরে ফেললো; তাজুদ্দিন সাহেবকে মেরে ফেললো; তাদের সমর্থকেরা কেমন হবে?

৩৩| ১১ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

জুন বলেছেন: ম্যাঁওপ্যাঁও এই শব্দটি বাদ দিয়ে একটি নতুন শব্দ আবিস্কার করেন চাঁদগাজী ।
শব্দটির অতি ব্যবহারে আবেদন কমে গেছে মনে হচ্ছে :``>>

১১ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:১১

চাঁদগাজী বলেছেন:


ওকে, ওকে; শব্দটি আমার কাছে বেশ শক্তিশালী মনে হহয়!

৩৪| ১১ ই মে, ২০১৮ রাত ৮:১৫

শাহরিয়ার কবীর বলেছেন: রাজনীতি বুঝিনা.... :)


বিদেশী নির্বাচন নিয়ে বাঙ্গালীর এতো মাথা ব্যথার কারণও বুঝিনা। ;)


১২ ই মে, ২০১৮ রাত ১২:২১

চাঁদগাজী বলেছেন:



বাংগালীদের সকল অধিকার রহিত হয়ে গেছে, মানুষ অন্য জাতির সুখ শান্তি দেখে নিজেদের ব্যাপারে হতাশ হচ্ছেন

৩৫| ১১ ই মে, ২০১৮ রাত ৯:০০

রাজীব নুর বলেছেন: ম্যাও ম্যাও করা তো ভালো। ম্যাও ম্যাও আসলে সমালোচনা।
সমালোচনা সকল কাজের গতি আনে, তবে তা যদি হয় গঠন মুলক।

১২ ই মে, ২০১৮ রাত ১২:২৩

চাঁদগাজী বলেছেন:


জাতি ভয়ংকর এক পরিস্হিতির মাঝে আছে; কমবুদ্ধির লোকেরা জাতির প্রশাসনে ঢুকে গেছে

৩৬| ১১ ই মে, ২০১৮ রাত ৯:১৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আর ইউ রেডি????:)


১. আপনার রাজনৈতিক মতাদর্শ কি?

২. আপনার আদর্শ নেতা কে?

৩. এই বয়সে এত কষ্ট করে, আপনি ব্লগিং করেন কেন??

১২ ই মে, ২০১৮ রাত ১২:১৯

চাঁদগাজী বলেছেন:


১) রাজনৈতিক মতাদর্শ কি ? সোস্যালিজম
২. আপনার আদর্শ নেতা কে? কার্ল মার্ক্স
৩) এই বয়সে এত কষ্ট করে, আপনি ব্লগিং করেন কেন?? তরুণদের বুঝার চেষ্টা

৩৭| ১১ ই মে, ২০১৮ রাত ৯:১৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মাহাথির বিন মোহাম্মদ হতে ৯২ বছরের বুড়ো হতে হয়????

হাসালেন প্রিয়!!
আবারো হোমওয়ার্ক ছাড়া পোস্ট???( তবে, দেশের রাজনৈতিক বিশ্লেষণটা খারাপ হয়নি;))


দেশে দুই দলের হয়ে দুটো কলাগাছ দাঁড় করালেও কয়েক লাখ ভোট পাবে।। আপনি যেমনঃ হ য ব র ল কিছু একটা লিখলেই বেশ কিছু কমেন্ট পাবেন তেমন!!;)

১১ ই মে, ২০১৮ রাত ৯:৫৯

চাঁদগাজী বলেছেন:


ব্লগারের শক্ত মানুষ, উনাদের থেকে সঠিক মতামত পাওয়া যায়; আপনি না বুঝে উনাদের কমেন্টের গুরুত্ব কমাচ্ছেন।

৩৮| ১১ ই মে, ২০১৮ রাত ৯:১৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @নতুন
@অনল চৌধুরী
-- সহমত।।


মাহাথির বিন মোহাম্মদ একবার 'দ্যা ইকোনমিষ্ট' পত্রিকাতে বলেছিলেন, "চিকিৎসা বিদ্যায় প্রশিক্ষণপ্রাপ্ত লোকের জন্য রাজনীতি একটি ভাল পেশা।"

ব্লগের ডাক্তরদের(!!!) নিয়ে টিরাই করে দেখতে পারেন!!!:P


১১ ই মে, ২০১৮ রাত ৯:৫৭

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের ডাক্তারদের যে বদনাম হয়েছে, উনাদের কেহ বিশ্বাস করবেন কিনা কে জানে?

৩৯| ১১ ই মে, ২০১৮ রাত ৯:৫৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শ্রদ্ধেয় দোয়া চাই,


ঘুড়িটা যেন ওড়ে!!:(

১১ ই মে, ২০১৮ রাত ১০:০১

চাঁদগাজী বলেছেন:


বেক্সিমকো'তে, খুলনা পাওয়ারে, ও মিনিষ্ট্র অব টেলিকম্যুনিকেশনে মিলাদ হওয়ার কথা

৪০| ১১ ই মে, ২০১৮ রাত ১০:৫৪

অর্ধ চন্দ্র বলেছেন: ১০৮১-২০০৩ একটানা ২২ বছর! সকল প্রশ্নের উত্তরটা এখানেই পাওয়া যাবে আশাকরি!

১২ ই মে, ২০১৮ রাত ১২:২২

চাঁদগাজী বলেছেন:



গাদাফী আরো বেশী ছিলেন

৪১| ১২ ই মে, ২০১৮ রাত ২:০৭

অনল চৌধুরী বলেছেন: তাজউদ্দিন বেচে থাকলে মহাথির না,ক্যাষ্ট্রো হতেন।তিনি মাঠে থেকে যুদ্ধ পরিচালনা করেছিলেন।তাই তাকে হত্যা করা হয়েছিলো
এ্যামেরিকায় থেকে সোসালিসম সমর্থন করেন!!!
সাহস থাকলে নিজের অাসল নাম অার ছবি দেন তারপর দেখেন সিআইএ-এফবিআই কি করে!! গুয়ানান্তানামো ....

১২ ই মে, ২০১৮ রাত ২:৩১

চাঁদগাজী বলেছেন:


আপনি তাজুদ্দিন সাহেবকে দেখেছিলেন, উনার কথা শুনেছিলেন?

আমেরিকা মিলিয়ন মিলিয়ন সোস্যালিষ্ট মনোভাবের মানুষ বাস করেন।

৪২| ১৩ ই মে, ২০১৮ রাত ২:৫৭

অনল চৌধুরী বলেছেন: আপনি সুভাষ-শেরে বাংলা-ভাসানীকে দেখেছেন? চোখের দেখা দেখে মূর্খরা আর জ্ঞানীরা দেখে ভিতর থেকে তাদের কাজ দিয়ে।
এ্যামেরিকায় এতো ‘‘ মিলিয়ন মিলিয়ন’’ সমাজতান্ত্রিক থাকেত সারা পৃথিবীতে গণহত্যা অার লুটপাট চালায় কি করে?তখন তারা কি করে?

১৩ ই মে, ২০১৮ বিকাল ৫:১৪

চাঁদগাজী বলেছেন:



আমেরিকায় সমাজতান্ত্রিক মনোভাবে লোকেরা ক্ষমতায় যেতে পারেনি কোনদিন; তাদের ভাবনা-চিন্তানুসারে সরকার চলে না।

৪৩| ১৪ ই মে, ২০১৮ রাত ২:৪৮

অনল চৌধুরী বলেছেন: তাহলে আর কেন অর্থহীণ ভাবে এই ‘‘ মিলিয়ন মিলিয়ন’’ গল্প করা?ওখানে এখন আর কোন সমাজতন্ত্রী নাই।

১৪ ই মে, ২০১৮ সকাল ৮:১২

চাঁদগাজী বলেছেন:


গুণীরা অনেক সময় সফল রাজনীতিবিদ নন

৪৪| ১৫ ই মে, ২০১৮ বিকাল ৫:০৪

জাতির বোঝা বলেছেন: বাংলাদেশে শেখ হাসিনা মাহাথির হতে পারেন। কিন্তু তিনি যতি হতে চান। তিনি কি হতে চান??

১৫ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৮

চাঁদগাজী বলেছেন:


মাহাথিরের ভাবনাশক্তি অনেক শক্তিশালী; শেখ হাসিনা শুধু বিএনপি জামাত ঠেকানোর কৌশল রপ্ত করেছেন, এর বাইরে কিছু নেই।

৪৫| ১৮ ই মে, ২০১৮ রাত ৩:৩০

অনল চৌধুরী বলেছেন: .... আর মহাথির !!! হাসবো না কাদবো!!!

১৮ ই মে, ২০১৮ ভোর ৪:০১

চাঁদগাজী বলেছেন:


আমাদের জাতি একজন দয়ালু ও দক্ষ নেতা পায়নি, এটা দু:খের বিষয়

৪৬| ১৯ শে মে, ২০১৮ রাত ২:১৫

অনল চৌধুরী বলেছেন: এইসব নীচরা কোনদিন পাবেও না,যারা ১ টাকা ভিক্ষা পেলে ভালোকে খারাপ বানিয়ে ফেলে অার কালসাপপের মতো উপকারীকে ছোবল মারে।

১৯ শে মে, ২০১৮ রাত ২:৪২

চাঁদগাজী বলেছেন:


জাতি কোনদিন নিজকে বড় ভাবার সুযোগ পায়নি; আমাদের লোকেরা আমাদেরকে দাসের মত ব্যবহার করছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.