নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

জেরুসালেমে আমেরিকান এম্বেসী আজ থেকে কাজ শুরু করছে, ৪১ জন মৃত

১৪ ই মে, ২০১৮ বিকাল ৫:১৩



ইসরায়েল প্রতিষ্ঠা হয়েছে ১৯৪৮ সালের ১৪ই মে; ইহার রাজধানী ছিল তেল-আবিব শহর। ১৫ই মে ভোরে, ১২টি আরব দেশ সন্মিলিতভাবে উহাকে আক্রমণ করে দখল করে নেয়ার জন্য; শেষমেষ, আরবেরা পরাজিত হয় আমেরকার সরাসির সাহায্যের কারণে; উল্টো, প্যালেষ্টাইনের শতশত গ্রাম দখল করে নেয় ইহুদীরা। ১৯৬৭ সালে আবার ইসরায়েলের সাথে মিশর, সিরিয়া ও জর্ডানের যুদ্ধ হয় প্যালেষ্টাইন নিয়ে; এই যুদ্ধেও মিশর, সিরিয়া ও জর্ডান পরাজিত হয়, এবং নিজেদের এলকা হারায় ইসরেয়েলের কাছে; ইসরায়েলী বাহিনী প্যালেষ্টাইনের বিরাট এলাকা দখল করে নেয়, একই সাথে জেরুসালেম শহরের পুর্ব এলাকা। পুর্ব জেরুসালেম শহরকে ইহুদীরা নিজেদের রাজধানী হিসেবে ঘোষণা দেয়। ইউরোপ ও আমেরিকা সেই সময়ে ইহা মানিয়া নেয়নি।

প্রেসিডেন্ট ক্লিনটন, বুশ, ওবামা ও ট্রাম্প নির্বাচনের সময় ইহুৈিদের সমর্থন পাবার জন্য পুর্ব জেরুসালেম শহরকে ইসরেয়েলের রাজধানী হিসেবে স্বীকার করে নেয়; কিন্তু প্রেসিডেন্ট ক্লিনটন, বুশ ও ওবামা আমেরিকান এম্বেসী তেল-আবিবেই রেখে দেয়; শুধু প্রেসিডেন্ট ট্রাম্প এম্বেসী পুর্ব জেরুসালেমে স্হানান্তিত করার অর্ডার দেয়। গতকাল, ইসরায়েলের স্বাধীনতা দিবসে এম্বেসী চালু করা হয়েছে; চালু করার অনুষ্ঠানে ট্রাম্পের মেয়ে ইভাংকা ও তার স্বামী জেরেড কুশনার উপস্হিত ছিলো।

গতকাল, গাজাতে এই নিয়ে প্রতিবাদ শুরু হয়, আজকেও চলছে, প্রায় মিলিয়ন মানুষ জড়ো হয়েছে গাজা-ইসরেয়েলী সীমান্তে; ইতিমধ্যে ৩৭ জন প্যালেষ্টাইনী ইসরেয়েলী সৈন্যদের হাতে প্রাণ হারায়েছে, ১৫ শতের বেশী আহত; তারা ইসরেয়েলের ভেতরে প্রবেশের চেষ্টা করছে, ইহা ভয়ংকর বেকুরী ও আত্মঘাতী; প্রতিবাদ করার জন্য নিজ এলাকায় সভা করাই উত্তম পন্হা। গাজার প্রশাসন মুলত: হামাসের হাতে; ফলে, এখানে পশ্চিম তীর থেকে বেশী প্রতিবাদ হচ্ছে, ও অকারণে মানুষ মরছে। মনে হচ্ছে, শুক্রবার জুমার পরে জেরুসালেমে পিএলও'র লোকেরা ও সাধারণ মানুষ প্রতিবাদ করবে, ও কয়েকজনের প্রাণ যাবে।

১৯৯৩ সালের ওসলো শান্তি চুক্তি অনুসারে, জেরুসালেম "স্বাধীন শহর" হওয়ার কথা ছিলো; অথবা, চুক্তি কার্যকরী হলে, ২ পক্ষ মিলে এই শহরের ভবিষ্যত নির্ধারণের কথা ছিলো; তখন ইহাকে ২ দেশের রাজধানী করাও সম্ভব ছিলো।

আজকে জেরুসালেম কিন্তু আসলে প্যালেষ্টাইনেরও রাজধানী, কমপক্ষে ফ্রান্স স্বীকৃতি দিয়েছে; কিন্তু সমস্যা হলো, প্যালেষ্টাইন নামে কোন স্বাধীন দেশ নেই, আছে উহার রাজধানী।

ওসলো শান্তি চুক্তিতে ইহুদীরা ও প্যালেষ্টাইনীরা মিলে ২ দেশে শান্তিতে বসবাস করার কথা: ১ দেশ আছে, অন্যদেশ প্যালেষটাইন প্রতিষ্টা করার কথা ছিলো; চুক্তির ১ম শর্ত ছিলো বর্তমান প্যালেষ্টাইন এলাকা থেকে ইহুদী বিরোধী সন্ত্রাস বন্ধ করতে হবে; সেটাকে কার্যকরী করার জন্য প্যালেষ্টানীদের অস্ত্র ত্যাগ করতে হবে। ইয়াসীর আরাফাত কোনভাবেই সন্ত্রাস বন্ধ করতে পারেনি। চুক্তি অনুসারে, ইসরায়েল ১৯৬৭ সালের যুদ্ধে যেসব এলাকা দখল করেছে সেসব এলাকা ও বর্তমান এলাকা নিয়ে হবে নতুন দেশপ্যালেষ্টাইন; দখলকৃত এলাকায় ইতিমধ্যে লাখ লাখ ইদুদীর জন্য "ফ্রি স্যাটেলমেন্ট" গড়েছিল ইসরায়েল; এদের সরায়ে মুল ইসরায়েলের ভেতরে নিয়ে যাবার কথা ছিলো।

যেসব কারণে শান্তি চুক্তি কার্যকরী হয়নি, তার মাঝে বড় ২টি কারণ হচ্ছে, প্যালেষ্টাইনী পুলিশের বাহিরে, পিলএলও ও হামাসের সাধরণ সদস্যদের কাছে অস্ত্র আছে, ইহুদীরা এটাকে সন্ত্রাসে মুল কারণ মনে করে; অন্য কারণ হলো, প্যালেষ্টাইনীরা দাবী করছে ইসরায়েলের ভেতরে যেসব গ্রাম থেকে আরবদের উৎখাত করা হয়েছে, তাদেরকে নিজের গ্রামে ফেরত যেতে দিতে হবে; এদের সংখ্যা পৃথিবীতে ৬ মিলিয়নের কাছাকাছি; এরা যদি ইসরায়েলের ভেতর ফেরত যায়, তা'হলে ইসরায়েলের ভেতরে আরবদের সংখ্যা হবে ৭ মিলিয়ন, আর ইহুদী হবে ৬ মিলিয়ন; এটা ইহুদীরা হতে দিবে না।

মন্তব্য ৭৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৮ বিকাল ৫:২৩

জাতির বোঝা বলেছেন: ইসরাইলের সাথে বাংলাদেশের শত্রতাপূর্ণ সম্পর্কের কারণন কি?
ইসরাইলের সাথে বাংলাদেশের কি কোন ব্যবসাবাণিজ্য কিংবা পর্যটন হবে না?

১৪ ই মে, ২০১৮ বিকাল ৫:৩০

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের পাসপোর্ট ইসরায়েল যাওয়া নিষিদ্ধ; বাংলাদেশের মানুষ বিশ্বে সবার চেয়ে ভালোবাসে প্যালেষ্টাইনীদের; বাংলাদেশ কোন রকমের সম্পর্ক চাহে না। বাংলাদেশে স্বাধীনতার সময়ে, ইসরায়েলের দেয়া স্বীকৃতি অস্বীকার করেছে

১৪ ই মে, ২০১৮ বিকাল ৫:৩১

চাঁদগাজী বলেছেন:


কিছু বাংগালী ইয়াসির আরাফাতের পিএলও'র হয়ে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধও করেছে।

২| ১৪ ই মে, ২০১৮ বিকাল ৫:৩৮

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনি কি ইসরায়েলের জাতীয় সংগীতটি শুনেছেন?
link dilam

১৪ ই মে, ২০১৮ বিকাল ৫:৪৫

চাঁদগাজী বলেছেন:



ইহা নিশ্চয় আমাদের জন্য দরকারী কিছু নয়।

৩| ১৪ ই মে, ২০১৮ বিকাল ৫:৩৯

তারেক_মাহমুদ বলেছেন: পালেস্টাইনের লোকের দূর্ভাগ্য, সমস্যাসংকুল বাংলাদেশে থাকলেও আমরা ওদের তুলনায় অনেক ভাল আছি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া।

১৪ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৮

চাঁদগাজী বলেছেন:


ওদের অবস্হা খারাপের দিকে যাচ্ছে, নাতিয়ানাহু ২ দেশ সমাধান থেকে সরে যাচ্ছে; চুক্তির ২৫ বছর পরও প্যালেষ্টাইনীরা ইহাকে কার্যকরী করতে পারেনি।

৪| ১৪ ই মে, ২০১৮ বিকাল ৫:৪০

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ট্রাম্প গোয়ার্তুমী করছে কোটি মুসলিমের চাওয়াকে অবজ্ঞা করছে। ট্রাম্প একটা পাজিলোক এবং সাম্প্রদায়িকও বটে।

১৪ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৯

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্প ক্ষমতায় আসার আগে, ২৪ বছর সময় ছিলো চুক্তি কার্যকরী করার।

৫| ১৪ ই মে, ২০১৮ বিকাল ৫:৫০

ব্লগার_প্রান্ত বলেছেন: গানের মিনিংটা দেখেন জনাব, গানে east বলতে কি বোঝানো হচ্ছে একটু দয়া করে বলবেন কি?
আপনি অবাক হলে আমাকে জানাবেন, না হলেও জানাবেন। ধন্যবাদ।

১৪ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

চাঁদগাজী বলেছেন:


ওকে, শুনে আপনাকে জানাবো

৬| ১৪ ই মে, ২০১৮ বিকাল ৫:৫২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ট্রাম্প মুসলিম নয় যে এই কারণে ট্রাম্পের কাজের নিন্দা করতে হবে। ট্রাম্প-সালমান/এমবিএস মিলে প্যালেস্টাইনকে একটা ভুমি আর দেশ উপহার দিলেই আর বিতর্ক থাকবে না...

১৪ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

চাঁদগাজী বলেছেন:


এখন অনেক কিছু আরো অশ্চিয়তার দিকে চলে যাচ্ছে।

৭| ১৪ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৭

রাজীব নুর বলেছেন: ভালো খবর।

১৪ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, ভালো কিছু নয়

৮| ১৪ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: স্পেশালি ফর চন্দ্র সাহেবঃ


আপনার সাথে রাজনীতি নিয়ে বিতর্ক প্রতিযোগিতা হবে,
ভাল দেখে একটা দিন, তারিখ ঠিক করুন।।;)


বি. দ্রঃ এই পোস্ট নিয়ে আমার কিছু বলার নাই। :(

১৪ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

চাঁদগাজী বলেছেন:


আমার সাথে আর কার সাথে?

৯| ১৪ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

ঢাবিয়ান বলেছেন: প্যলেস্টাইনিদের বাস্তব হতে হবে । এভাবে আর কতকাল তারা কেবল প্রান দেবে? মুস্লিম বিশ্বে ঐক্য থাকলে নাহয় একটা কথা ছিল। সৌদির কাছ থেকে কি কিছু আশা করা যায়? একটা দেশও তাদের পাশে নাই। এই অবস্থায় ইহুদিদের সাথে সন্ধি চুক্তিই প্যলে্সটাইন সমস্যার একমাত্র সমাধান। ইসরাইলের শর্তানুসারে সেই চুক্তি মেনে নিলে শান্তি প্রতিষ্ঠিত হবে পশ্চিম তীরে। শান্তিকেই প্যলেস্টাইনিদের প্রাধান্য দিতে হবে অহমিকাকে নয়।

১৪ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

চাঁদগাজী বলেছেন:


প্যালেষ্টাইনীরা ২ ভাগ হয়ে আছে; কেহ কেহ দেশ চাহে না, তারা প্রতিশোধ নিতে চায়; মুসলামানেরা ওদেরকে সাহায্য করতে পারেনি; ওদেরকে অস্ত্র ফেলে দিয়ে দেশ চাইতে হবে।

১০| ১৪ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"লেখকবলেছেন:আমার সাথে আর কার সাথে?"

১। আপনার সাথে আমার।
২। দেশী ব্লগারদের সাথে প্রবাসীদের।(দেশীরা হারবে:D)
৩। আরেকটি হলঃ
কোন একটা টপিক (রাজনীতি বা সামাজিক সমস্যা) নিয়ে গঠনমূলক সমালোচনা হবে, দুটি দল করা হবে। আমরা ব্লগের নীতিমালার ভেতর যুক্তি সহকারে নিজেদের পক্ষে কথা বলব।।

উদ্দেশ্যঃ দেশের স্বার্থে সুস্থ চিন্তাধারা তৈরী।।:)


হতে পারে????


আমি রাতে আসবো, আপনি ভেবে চিন্তে প্রতিউত্তর করুন।।:)

১৪ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:২১

চাঁদগাজী বলেছেন:



এগুলো ছেলেমী ধরণের প্রস্তাব! আমি মনে করেছি, আপনি গান টানের মানুষ! আপনার রাজনৈতিক পোষ্ট তো আমি দেখিনি;
আমার চোখে সামান্য সমস্যা থাকায়, আমি কিছু নিয়ে তেমন সিরিয়াস নই এই সময়ে।

১১| ১৪ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

অদৃশ্য বালক বলেছেন: লাখো মানুষের বিক্ষোভে আবারো উত্তাল গাজা, নির্বিচার গুলিতে নিহত ৪০!!!

এদের জন্মই যেন হয়েছে গুলি খেয়ে মরার জন্য!!! :(

১৪ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

চাঁদগাজী বলেছেন:



সাধরণ আরবেরা মোটামুটি ইডিয়ট

১২| ১৪ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

পাকাচুল বলেছেন: গত ২০ বছর ধরেই দেখছি। কিছু হলেই প্যালেস্টানীরা গুলি খেয়ে মরছে। এভাবে দেশ প্রেম দেখিয়ে তো ইসরায়েলীদের সাথে কখনো পারবে না। এটা তারাও জানে।

ইসরায়েল সুযোগ খুজে কখন গুলি চালাবে। প্যালেস্টানীরা কোন ছুতোয় একটা গুলতি মারলেই ইসরাইলিরা গুলি মারে, এটা দেখে আসছি দীর্ঘদিন ধরে।

গুলি খেয়ে প্যালেস্টানীদের সংখ্যা কমবে, তাদের দাবী পূরণ হবে বলে মনে হয় না। তাদেরকে বাস্তববাদী হতে হবে। কূটনৈতিকভাবে এই সমস্যা সমাধান করতে হবে। কিম জং উন যদি বশে আসে তবে ইসরায়েল কেন নয়?

১৪ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

চাঁদগাজী বলেছেন:


প্যালেষ্টাইনীদের সাথে বাংগালীদের মিল আছে; এক সময় শেখ হাসিনা ছিলেন "ভয়ংকর হরতালের মা", অকারণে ৪৮ ঘন্টা, ৭২ ঘন্টা হরতাল দিয়ে দেশের মানুষকে বিশৃংখল করে ফেলেছে; হামাসেরাও অকারণ প্রাণ দিয়ে প্যালেষ্টাইনের মানুষকে ইডিয়ট বানায়ে ফেলেছে।

১৩| ১৪ ই মে, ২০১৮ রাত ৮:২৮

সনেট কবি বলেছেন: প্যালেষ্টাইনিদের সমাধানের পথ খোঁজা উচিৎ।

১৪ ই মে, ২০১৮ রাত ৮:৩৫

চাঁদগাজী বলেছেন:


প্রতিবাদ করা হবে নিজেদের এলাকায়, ইসরায়েলী এলাকায় কেন প্রবেশের চেষ্টা? ইহা আত্মহত্যা ছাড়া আর কিছুই নয়।

১৪| ১৪ ই মে, ২০১৮ রাত ৮:৪৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমেরিকা ঘটনা উস্কে দিয়েছে।

১৪ ই মে, ২০১৮ রাত ১০:০৩

চাঁদগাজী বলেছেন:


সঠিক, কিন্তু ইসরেয়েলের বর্ডার ক্রস করা কি সমাধান?

১৫| ১৪ ই মে, ২০১৮ রাত ৯:৩৮

কাওসার চৌধুরী বলেছেন: এটা আমেরিকার চরম বাড়াবাড়ি।

১৪ ই মে, ২০১৮ রাত ১০:০২

চাঁদগাজী বলেছেন:


আমেরিকানরা সব সময় ইসরায়েলের পক্ষে ছিল, এই হিসেবটা রাখতে প্যালেষ্টাইনের লোকদের পক্ষে সম্ভব কেন হচ্ছে না? তাদেরকে কেন ইসরায়েলের বর্ডার অতিক্রম করতে হবে?

১৬| ১৪ ই মে, ২০১৮ রাত ৯:৪৫

অর্থনীতিবিদ বলেছেন: আমেরিকার কারণে জেরুজালেমে মৃত্যুর মিছিল তো নতুন কিছু নয়। দূতাবাস বানানোর ফলে মৃত্যুর তালিকাটা কিছুটা লম্বা হয়েছে মাত্র। তালিকা আরো লম্বা হবে। ওখানে তো ফিলিস্তিনবাসী মুসলমানদের জীবনের কোন মূল্য নেই। ওদেরকে দিয়ে ইসরায়েলী সৈন্যরা টার্গেট প্র্যাকটিস করে।

১৪ ই মে, ২০১৮ রাত ১০:০৫

চাঁদগাজী বলেছেন:


ইসরায়েলীরা মারার আগে হুশিয়ারী দেয়, সেটা মানার দরকার; কেননা, ইসরেয়েলের সীমানায় প্রবেশ করা কোন সমাধান নয়।

১৭| ১৪ ই মে, ২০১৮ রাত ১০:৫৭

কানিজ রিনা বলেছেন: একটা কি জানেন এই ইসরাইলের হাত ধরেই
ভবিষ্যতে আমেরিকা ইসরাইল মিলে সৌদী
রাস্ট্র দখল হয়ে যাবে। যতই এখন বন্ধু ভাব
দেখাক আমেরিকার বন্ধু যাবে বন্ধু আসবে
সুদূঢ় ভবিষ্যতে একজন সত্রুর হয়ে দখলে
নিবে গোটা আরব বিশ্ব।
যেমন পালেস্টাইন ইহুদীদের বসতে দিয়েছিল,
বন্ধুরুপে খেতে দিয়েছিল তারপর ইহুদীরা
শুয়ার জায়গা করতে করতে আজ অবধি
এতদুর এসে পৌছেছে। মুসলিমরা চিরকাল
বোকার হদ্দ নিজেদের ভিতরে দন্দ রেখে
অপরের হাত ধরে নিজের জাতিকে জব্দ
করতে পারঙ্গম। যা আর কোনও জাতিতে
নাই। ধন্যবাদ।

১৪ ই মে, ২০১৮ রাত ১১:৩১

চাঁদগাজী বলেছেন:


ইসরায়েল সৌদী দখল করবে না; দখল করার জনসংখ্যা নেই; তবে, ইরান ও সৌদী-আরবের মাঝে যুদ্ধ লাগাতে পারে।

মুসলমানদের ভুল ধারণা, আরবেরা ইহুদীদের ফিলিস্তিনে আসতে দিয়েছে, বসতে দিয়েছে; আসলে, আসতে দিয়েছে অটোম্যানদের স্হানীয় প্রশাসন ও বৃটিশ। আরবেরা যা করেছে, সেটা হলো, কম দামের জমি বেশী দামে বিক্রয় করেছে ও বৃটিশের খাস জমি নাম মাত্র ডলারে ইহুদীদের কাছে বিক্রয় করেছে; তবে, ইহুদীরা বসুন্ধরার মত, এক একর কিনে ৫০০ একর দখল করে নিয়ে গেছে।

১৮| ১৫ ই মে, ২০১৮ রাত ১২:১০

কানিজ রিনা বলেছেন: সেটাই আর কি, একদিন আমেরিকা সৌদী
রাস্ট্রকে এই অবস্থা নিয়ে আসবে। যেমন
ইসরাইলকে আমেরিকা সহায়তা দিচ্ছে ওভাবেই
ইসরাইল আমেরিকাকে সহায়তা দিবে কালে
ক্রমে।

১৫ ই মে, ২০১৮ রাত ২:৫৭

চাঁদগাজী বলেছেন:


সারা বিশ্বে ইহুদীর সংখ্যা ১ কোটী ৪০ লাখ; ওরা জনসংখ্যার অভাবে কিছুই করতে পারবে না, সারাক্ষণ আমেরিকার মুখের দিকে তাকিয়ে থাকবে।

১৯| ১৫ ই মে, ২০১৮ রাত ১২:২০

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই,
সমস্যা হচ্ছে নিজেদের মধ্যে, প্যালেষ্ঠাইন ও ঈস্রায়েল একে অপরের শত্রু এমন পর্যােয়ে আছে যা আর বন্ধু হওয়া বা অন্তত সাভাবিক হওয়া আর সম্ভব না, ব্যাখ্যা দিচ্ছি মাত্র নয় মাসের যুদ্ধ পাকিস্তান বাংলাদেশ আগামী ১০০ বছরে এক টেবিলে সুস্থ মস্তিস্ক নিয়ে বসবে না তাছাড়া ভারত ও তা হতে দেবে না, যেমন টা ভারত পাকিস্তান হয়ে আসছে বর্ডার কিলিং ! আমরা পাকিস্তান এর বর্ডারে নেই - থাকলে আপনি ভালোভাবেই জানেন কি পরিমান বর্ডার কিলিং হতো ? তাহলে গত হাফ শতকের ও বেশী সময় ধরে প্যালেষ্ঠাইন ও ঈস্রায়েল যে পরিমান কিলিং হয়েছে তাতে তাদের নিজ নিজ আত্মীয় পরিজন স্বজন হারিয়েছে এটা সমাধান অন্তত আরব দেশের গরম মস্তিস্কের কাছে কল্পনা করা ও অনেক দুরের গল্প, চাঁদগাজী ভাই, প্যালেষ্টাইনে নিজ ভুমিতে ঈস্রায়েলী স্পাই আছে যারা প্যালেষ্টাইনের রন্ধে রন্ধে কাজ করছে যা প্যালেষ্টাইনের পক্ষে বোঝা সম্ভব না তাছাড়া প্যালেষ্টাইনেও রাজাকার আছে । তাছাড়া মধ্যেপ্রাচ্যের দেশগুলো পৃথিবী ধ্বংশের মুল কারণ হবে বলে ইন্টেলিজেন্স মনে করে, তথাপি ইন্টেলিজেন্স রাজনৈতিক ব্যাবসায়ীদের কাছে বস্-পিয়ন সম্পর্ক । রাজনৈতিক ব্যাক্তিদের নিজ সিকিউরিটির জন্য ইন্টেলিজেন্স টিম ব্যাবহৃত হয় - জ্ঞানের অপব্যাবহার বলতে পারেন ।

১৫ ই মে, ২০১৮ রাত ২:৫৫

চাঁদগাজী বলেছেন:


প্যালেস্তাইনের লোকেরা যদি আজকে সব অস্ত্র জমা দেয় নরওয়ে বা কানাডার কাছে, নিজেদের কাজে মন দেয়; সারা বিশ্ব ২ বছরের ভেতরে প্যালেষ্টাইন দেশ করার জন্য লেগে যাবে।

১৫ ই মে, ২০১৮ ভোর ৪:৩৩

চাঁদগাজী বলেছেন:


আপনার পোষ্টগুলো সরায়ে ফেলেছেন?

২০| ১৫ ই মে, ২০১৮ রাত ১:১৯

স্োরনাভ বলেছেন: বাংলাদেশে এত সমস্যা থাকতে ফিলিস্তিন নিয়ে কেন লিখেন?

১৫ ই মে, ২০১৮ রাত ২:৪৬

চাঁদগাজী বলেছেন:



যাতে আপনি সামান্য হলেও কিছু শিখতে পারেন।

২১| ১৫ ই মে, ২০১৮ রাত ১:২৪

স্োরনাভ বলেছেন: ভারত নিয়ে চিন্তা করা বোকামী চিন্তা করতে হবে ফিলিস্তিন নিয়ে চাঁদগাজীর যুক্তি।

১৫ ই মে, ২০১৮ রাত ২:৪৩

চাঁদগাজী বলেছেন:


ফিলিস্তিন নিয়ে প্রতিটি বাংগালী চিন্তিত; আপনি ভারত নিয়ে চিন্তিত নন, ভারতের বদনাম করার জন্য নিবেদিত।

২২| ১৫ ই মে, ২০১৮ রাত ১:৩১

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: প্যালেস্টাইনিদের প্রতি যথেস্ট মায়া রেখেও বলছি, গাধার মত মরাতে কোন বীরত্ব নেই, এই গাধাগুলির জন্মই হয়েছে মরার জন্য।

১৫ ই মে, ২০১৮ রাত ২:৪৫

চাঁদগাজী বলেছেন:


আরবেরা নিজের মাথা কেটে হলেও প্রতিশোধ নেবে; আসলে ওরা প্রতিশোধ নিতে গিয়ে দেশ পাচ্ছে না। এটা সত্য যে তারা ভয়ংকরভাবে অত্যাচারিত।

২৩| ১৫ ই মে, ২০১৮ ভোর ৪:৩০

আরইউ বলেছেন: এই মৃত্যু গুলো অপ্রয়োজনীয়, অহেতুক, নির্দয়।

ল্যানসেট এর এডিটর রিচার্ড-এর সাথে একটা ওয়াকিং মিটিং এ আমরা বলছিলাম কোন ইনভেস্টমেন্ট হেলথ এক্সপিনডিচার ছাড়া আমরা কত মৃত্য কমাতে পারি যদি আমাদের স্বদিচ্ছা থাকে।

১৫ ই মে, ২০১৮ ভোর ৪:৩৬

চাঁদগাজী বলেছেন:


আরবেরা প্রতোশোধপরায়ন ও মগজহীন; সুযোগ পেলে, ওরা প্রত্যকে প্রত্যকের ক্ষতি করে

২৪| ১৫ ই মে, ২০১৮ ভোর ৫:৩৫

জাতির বোঝা বলেছেন: গ্রহণযোগ্য সমাধান দরকার। মারামারি করে কোন লাভ হবে না।

১৫ ই মে, ২০১৮ ভোর ৬:৩৪

চাঁদগাজী বলেছেন:


সমাধান বের করা হয়েছিল ১৯৯৩ সালে, আজও কার্যকরী হয়নি

২৫| ১৫ ই মে, ২০১৮ সকাল ৮:৩১

জুনায়েদ বি রাহমান বলেছেন: ফিলিস্তিনীরা আবেগ'কে প্রাধান্য দিয়ে বোকামি করছে। তাদের বাস্তবতা মেনে নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। এভাবে চলতে থাকলে সমস্যা সমাধান হবে না। বর্তমান সভ্যতা অস্ত্রের কাছে জিম্মি।

১৫ ই মে, ২০১৮ সকাল ১০:১১

চাঁদগাজী বলেছেন:



আমেরিকা ও ইসরায়েলের উচিত, গাজা ও ওয়েষ্ট ব্যাংক দখল করে, সেখান থেকে হামাস ও পিএলও'কে বের করে দিয়ে, সাধারণ মানুষ থেকে একটা সরকার গঠন করে, ফিলিস্তিনকে স্বাধীনতা দিয়ে দেয়া, ১০ বছর পুলিশ বাহিনী ইসরায়েলের হাতে রাখা।

২৬| ১৫ ই মে, ২০১৮ সকাল ১০:০২

রাজীব নুর বলেছেন: আসলে গতকাল পোষ্ট টি মন দিয়ে পড়তে পারিনি। তাই আজ আবার আসালাম পড়তে।

পড়লাম, মন্তব্যসহ। ।

১৫ ই মে, ২০১৮ সকাল ১০:১২

চাঁদগাজী বলেছেন:


ইসরায়েলী বর্ডার ক্রস করা মানে আত্মহত্যা করা

২৭| ১৫ ই মে, ২০১৮ সকাল ১১:২৭

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই,
আমি ব্যাবসার কাজে কিছুদিন দেশের বাইরে ছিলাম, আমি আন্তরিক ভাবে দুঃখিত আমি ব্লগে আসতে পারিনি - বলতে পারেন আমি ব্লগে আসি আপনার আর প্রামানিক ভাই এর লেখা পড়ার জন্য, আর আমার লেখা মুছে দিয়েছি বিরক্ত হচ্ছিলাম খোঁচা দেওয়া কমেন্ট আর সামহোয়ারইনব্লগ ও আমার দুইটা পোষ্ট মুছে দিয়েছে - হোক সত্য তবে রম্য সবাই হজম করতে পারে না, সামহোয়ারইনব্লগ তার লেখক হারাচ্ছেন এটা বাস্তব সত্য। আপনি কেমন আছেন - দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন ব্যাস্ত থাকুন, পরম করুণাময় যেনো আপনার প্রতিটি দিন আনন্দময় করে দেন, আমেন।

১৫ ই মে, ২০১৮ সকাল ১১:৩৯

চাঁদগাজী বলেছেন:



সামহোয়ারইনব্লগ যদি ২/৪টা পোষ্ট সরায়ে দেয়, তাতে মন খারাপ করবেন না; আপনাকে নিজের জন্য ব্লগিং করতে হবে, নিজের ভাবনাকে তুলে ধরার জন্য।

সামু আমার ৬টি "নিক" খেয়ে ফেলেছে; আমি থামিনি কোনদিন। অবশ্য আমার নিকগুলো ব্যান খেয়েছে শুধুমাত্র কমেন্টের জন্য; একটা নিক ব্যান খেয়েছিলো পোষ্টের জন্য।

২৮| ১৫ ই মে, ২০১৮ সকাল ১১:৫৫

জুন বলেছেন: দ্বীতিয় মহাযুদ্ধের পর ইওরোপ থেকে জাহাজ ভরে ভরে ইহুদীরা আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকায় বসত গেড়েছে। আমেরিকার বিভিন্ন স্তরের মাথা থেকে পা পর্যন্ত ইহুদী । ব্যবসা থেকে রাজনীতি সবখানেই তারা । তার আজ আমেরিকার নীতি নির্ধারক। আমরা কি আশা করবো যে আমেরিকা ইজরায়েল বাদ দিয়ে প্যালেষ্টাইনকে সাপোর্ট করবে !

১৫ ই মে, ২০১৮ বিকাল ৫:০৮

চাঁদগাজী বলেছেন:



আমেরিকা তো দুরের কথা, জর্ডান, সৌদীও আজকাল প্যালেষ্টাইন চাহে না; সৌদী ও জর্ডান মনে করে যে, ইহা হামাস, হিজবুল্লাহ ও পিএলও'র আস্তানা হবে।

২৯| ১৫ ই মে, ২০১৮ দুপুর ১২:২২

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই,

প্রসঙ্গ ক্রমাণুসারে দিচ্ছি:
১। ফিলিস্তিন এর সঙ্গে আছে কিছু মানুষের মায়া মমতা করুণা ও সহমর্মিতা - আর ইসরায়েল এর সঙ্গে আছে কিছু দেশের সরাসারি - সরকারী, ডিপ্লোমেটিক, ও সামরিক শক্তি - এখন বলেন ফিলিস্তিনি কেনো মরবে না ?

২। মনে হতে পারে এক এক জন ফিলিস্তিনি জন্ম হয় আজন্ম গুলি খেয়ে মরার বাসনায় তাদের মাঝে সাধারণ শিক্ষা দুরে থাকুক যা আছে তা হচ্ছে কালা জাদু আর কুশিক্ষা এমনিতে আরবরা মাথা গরম ‍ও আত্মহত্যা প্রবনতা তাদের মাঝে বেশী - শুধু মাত্র ফিলিস্তিনিদের আত্মঘাতীর জন্য কি পরিমান বর্হিবিশ্বের লোক মারা গেছে ফিলিস্তিনিদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে ‍দিয়ে এর গণনা কি ফিলিস্তিন কোনো দিন দিতে পারবে ? এরা নিজেরা মরছে আরো কতোজনকে মৃত্যূকুপে ঠেলে দিয়েছে দিচ্ছে এই গণনা ?

৩। এক মসজীদ নিয়ে যেই পরিমান কিলিং হয়েছে তাকে রক্তের মহাসাগর বলাও কম হয় - পৃথিবীতে আর কোনো মসজীদ মন্দির চার্চ আছে কি তার পাশাপাশি দাড়াতে পারে - এই কি পবিত্রতা - হলি মোস্ক ???

৪। চাঁদগাজী ভাই, যতো রক্তপাত ততোই পবিত্র ? তাইকি আর এই কারণেই কি পবিত্র নাম জুড়ে যায় নামের পাশে, পৃথিবীতে পবিত্র নাম যা আছে তার সাথে ভয়ংকর রক্তের ইতিহাস জড়িত নয় কি ?

আমি আপনার কাছে মতামত চাচ্ছি - -

১৫ ই মে, ২০১৮ বিকাল ৫:১২

চাঁদগাজী বলেছেন:


আমার ধারণা, ইসলামের শুরুতে মদীনা থেকে ইহুদীদের উৎখাত করায়, ইহুদী ও মুসলিমদের মাঝে ঐতিহাসিক সমস্যা আছে।

তবে, সভ্যতার বিবর্তনে ইসরায়েলের জন্ম হয়েছে; আরবেরা সেটা ঠেকাতে গিয়ে পরাজিত হয়েছে; পরাজিত হওয়ার পর, কিছু শর্ত মেনে ওরা দেশ পেতে পেরতো; কিন্তু হামাস, পিএলও, হিজবুল্লাহ ও ইরানের কারণে প্যালেষ্টাইনের পক্ষে নেই বড় শক্তিগুলো।

৩০| ১৫ ই মে, ২০১৮ দুপুর ১:১৬

এভো বলেছেন: ভাই আপনার দেওয়া মেইল এড্রেসটা বোধ হয় ভুল কারন বেশ কয়েকবার ট্রাই করেছি এবং মেইল ডেলিভারি হচ্ছে না এবং রিট্রান ইনফরমেশন আসছে বারে বারে । কয়েক মাস আগে করেছিলাম তখন ও ডেলিভারি হয় নি । ধন্যবাদ
[email protected]

১৫ ই মে, ২০১৮ বিকাল ৫:১৫

চাঁদগাজী বলেছেন:


"কাল্পনিক ভালোবাসা" নামের একজন ব্লগার আছেন; উনার পোষ্টে গিয়ে অনুরোধ করেন, আপনাকে সামুর ইমেইল দিতে ও আপনাকে সামনের পাতায় যেতে অনুমতি দিতে।

৩১| ১৫ ই মে, ২০১৮ দুপুর ১:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: গতরাতে ভোট করে বাড়ি ফেরার সময়ে রাত আড়াইটা নাগাদ যে ২৪ জনকে ব্লগে থাকতে দেখেছি তার মধ্যে আপনি একজন। প্রথমেই মনে হল পোষ্ট যাই হোক একটা অন্তরের শ্রদ্ধা থেকে অনুরোধ করবো এতরাত না জাগতে । এবার আসি পোষ্ট প্রসঙ্গে আজকের যে তথ্যটা আপনি দিলেন এটাতো আর নুতন নয়। আরব উপদ্বীপের যুদ্বে যে ভাবে তৎকালীন আমেরিকা ব্রিটেনের সরকার যে ভাবে মুষিকের নামে হস্তি প্রসব করে ইজরায়েল নামক রাষ্ট্রের জন্ম দিয়েছিল তাতে করে ট্রাম্প অ্যান্ড কোং এর এ নীতি অপ্রত্যাশিত নয়। গোটা আরব উপদ্বীপকে আমেরিকা শাসন করছে তার পালিত কন্যা ইজরায়েলকে আধুনিক সমরাস্ত্রে বলিয়ান করার মাধ্যমে।

কাজেই এহেন ইজরায়েলকে দিয়ে আমেরিকা এক সঙ্গে দুটি ঢিল মারছে। ১, আরব উপদ্বীপের যুদ্ধে আরব দেশগুলির সম্মিলিত প্রতিরোধ যে কতটা অসহায় তা প্রমান হওয়ার পর আর নুতন করে যাতে কোন রাষ্ট্র মাথা তুলে দাঁড়াতে না পারে সেটা ইজরায়েলকে দিয়ে প্রতিটি মুহূর্তে নজরে রাখা। অবশ্যই সুদূর ব্রিটেন বা আমেরিকা থেকে এ নজরদারি এত মসৃণ হতনা।

২, এটাতো সর্বজন বিদিত যে ইহুদি ব্যবসায়ীরা সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে আজ পর্যন্ত আমেরিকা আমেরিকা করে রেখেছে। যারা যেকোন সংকটে সরকারকে অর্থ যুগিয়ে এসেছে। আগামীতেও তাদের পাশে পাওয়ার এমন নিশ্চিত আশ্বাস কোনও নির্বোধ রাষ্ট্রপ্রধান বোধহয় করতেন না। সঙ্গত কারনেই ট্রাম্পের এহেন নীতি ।

৩, সবচেয়ে গুরুত্বপূর্ণ কারন অস্ত্রব্যবসা। ইসলামিক দেশগুলিও আমেরিকার অস্ত্রের খরিদ্দার হলেও ইসরায়েল অনেক নিরাপদ খরিদ্দার। এমন কখনও হবেনা যে এমন কোনও মারাত্মক অস্ত্র আমেরিকা ইসরায়েলকে না দিয়ে উপদ্বীপের অন্য কোন দেশকে দেবে। বর্তমানে অবশ্য ভারতের মোদী সরকার ইজরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অনেক উন্নত করেছে। এ বিষয়ে নিরপেক্ষ দেশের নাগরিক হিসাবে আপনার মতামত আমার প্রার্থনা ।

অনেক শ্রদ্ধা আপনাকে। ভাল থাকুন। সুস্থ থাকুন।

১৫ ই মে, ২০১৮ বিকাল ৫:২৬

চাঁদগাজী বলেছেন:



ইসরায়েল হয়েছে আমেরিকা ও বৃটেনের সমর্থনে "বৃটিশের জমিতে"; সেটাকে মেনে নিয়ে, প্যালেষ্টাইনীরাও একটা দেশ পেতে পারতো ১৯৪৮ সালে। তখন তারা সেটা না করে, যুদ্ধ গিয়েছিল; যুদ্ধে পরাজিত হয়েছে।

এখন আমেরিকা, ইউরোপ ও সৌদীদের সাহায্যে তারা দেশ পেতে পারে; তাদেরকে ইরান, হিজবুল্লাহ ও হামাস থেকে বের হয়ে আসতে হবে।

৩২| ১৫ ই মে, ২০১৮ দুপুর ২:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: দীর্ঘদিনের সমস্যা। ব্যাপারটি এমন ইহুদীর দখল বাড়ছে আর ফিলিস্তিনিদের কমছে। সারা পৃথিবী প্রত্যক্ষ করছে। ইসরাইালকে রক্ষা করার জন্য আমেরিকা তাদের পররাষ্ট্রনীতি পর্যন্ত তাদের রক্ষণাবেক্ষণ উল্লেখ করে সম্পাদন করছে। আমেরিকাদের কোন দোষ নাই।আমরা খুঁজি সুবিধাই। #:-S

১৫ ই মে, ২০১৮ বিকাল ৫:২০

চাঁদগাজী বলেছেন:



আপনি কি কোটায়, নাকি মেধাবী হিসেবে চাকুরী পেয়েছেন?

আরবরা সন্ত্রাসের সাথে যুক্ত হওয়ায় প্যালেষ্টাইন দেশ হতে পারছে না; তাদেরকে হামাস, হিজবুল্লাহ ও ইরানের সাথে সম্পর্ক বন্ধ করে, ইউরোপের কাছে সমর্থন চাইতে হবে।

৩৩| ১৫ ই মে, ২০১৮ বিকাল ৩:৪০

নতুন বলেছেন: পাথর নিয়ে ইডিয়টরা বন্দুকের বিরুদ্ধে যুদ্ধ করতে যায়? আর ৫৫ জন শহীদ হয়েছে বলে কান্না করে?

রাজনিতিক ভাবে এর সমাধান করতে হবে.... শক্তি দিয়ে ইসরাইলের সাথে প‌্যালাসটেনিয়ানরা পারবেনা।

১৫ ই মে, ২০১৮ বিকাল ৫:১৭

চাঁদগাজী বলেছেন:


প্যালেষ্টাইনীরা হামাস, পিএলও, হিজবুল্লাহ ও ইরানের সাথে ভুল পথে বেচে নিয়েছে; এখন এটাই তাদের পরিণতি

৩৪| ১৫ ই মে, ২০১৮ বিকাল ৪:৫০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
ইসরায়েলী বর্ডার ক্রস করা মানে আত্মহত্যা করা ।


ধন্যবাদ।

১৫ ই মে, ২০১৮ বিকাল ৫:০৩

চাঁদগাজী বলেছেন:


৭০ বছরের শত্রতা, যুদ্ধ, হত্যা যেখানে চলছে, সেখানে কিভাবে বর্ডার ক্রস করার কথা ভাবে হামাসের লোকেরা?

৩৫| ১৫ ই মে, ২০১৮ বিকাল ৪:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ধর্ম মানুষকে ডুবিয়েছে। ধর্ম কি মানুষকে ভাসাবে না?

১৫ ই মে, ২০১৮ বিকাল ৫:০১

চাঁদগাজী বলেছেন:


ধর্ম আরবেরাই আবিস্কার করেছে, তারা সেটার কারণে ডুবছে।

আরবেরা অন্যদের তুলনায় পড়ালেখায় পিছিয়ে, কিছু সন্ত্রাসে সবার চেয়ে বেশী; প্যালেষ্টাইনে হামাস ও পিএলও যদি সন্ত্রাস বন্ধ করে, ইহিদীদের অবস্হা বুঝা যেতো, পৃথিবী প্যালেষ্টাইনীদের জন্য ছেষ্টা করতে পারতো।

৩৬| ১৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: প্যালেস্টাইনে কিছু ইজরাইলের পক্ষের রাজাকার আছে। সমাধান সদুর পরাহত।

১৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

চাঁদগাজী বলেছেন:



সম্ভব, ইসরায়েল তা করবে; কিন্তু একজন সাধারণ ফিলিস্তিনী আরব, যিনি ইসরায়েলে কাজ করে পরিবার চালান, তিনি কি প্রতিবাদ করতে গিয়ে ইসরেয়েলের বর্ডার ক্রস করবেন?

৩৭| ১৮ ই মে, ২০১৮ দুপুর ২:৫৯

ধ্রুবক আলো বলেছেন: আরবদের বোকামির কারণে আজ ইসরায়েলের এতো শক্ত অবস্থা!

১৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০২

চাঁদগাজী বলেছেন:


হামাস ও পিএলও মানুষকে পুরো ভুল পথে পরিচালনা করছে, তারা মানুষকে বিভ্রান্তির মাঝে রেখেছে ক্রমাগতভাবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.