নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনা কি "সুষ্ঠু নির্বাচন" দিতে বিএনপি-জামাতের কাছে দায়বদ্ধ?

১৫ ই মে, ২০১৮ রাত ১০:০৫



মোটেই না। শেখ হাসিনা "সুষ্ঠু নির্বাচন দিতে" দায়বদ্ধ শুধুমাত্র এই দেশের জনতার কাছে।

বিএনপি-জামাতের লোকেরা একটা বিষয় ভুলে যেতে চায়, সেটা হলো, শেখ সাহেব নামে এক নির্বাচিত প্রেসিডেন্টকে উনার পরিবারসহ হত্যা করা হয়েছিল ১৯৭৫ সালে; সেই পরিবারের যে ২ জন দৈবচক্রে বেঁচে গেছেন, তাদের ১ জন এখন ক্ষমতায়, ইনিই শেখ হাসিনা; এবং উনি বিশ্বাস করেন যে, বিএনপি-জামাত উনার বাবার হত্যাকান্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, বা কমপক্ষে খুশী; এবং নির্বচিত প্রেসিডেন্ট হত্যার বিচার বন্ধ করা হয়েছিল সংবিধান সংশোধন করে।

শেখ সাহেবকে হত্যা করার পর, জেলে আটকানো অবস্হায় শেখ সাহেবের সরকারের ৪ জন মন্ত্রীকে হত্যা করা হয়েছে, যার মাঝে মুক্তিযুদ্ধ চলাকালীন প্রাইম মিনিষ্টারও আছে।

বিএনপি এই দেশের সরকারে জামাতকে কেবিনেটে এনেছিল, যেই জামাত এই দেশে পাকী বাহিনীর গাইড হয়ে গণহত্যা চালিয়েছিল ও সরাসরি যুদ্ধ করেছে মিলিশিয়া বাহিনী হিসেবে।

শেখ হাসিনার বাবার মৃত্যু দিবসে এই দেশে পরিচিত একজন মানুষ মিডিয়ার সামনে কেক কেটে ভুয়া জন্মদিন পালন করে, শেখ হাসিনাকে মনোকষ্ট দিয়েছেন।

২০০৪ সালে, গ্রেনেড হত্যায় অংশ গ্রহনকারীদের লুকিয়ে রাখার জন্য, অজ-গ্রামের ১ জন লোককে (জর্জ মিয়াকে) গ্রেফতার করে বিচার চালু করা হয়েছিল।

ধরে নিলাম, শেখ হাসিনা বাবার চেয়েও অদক্ষ, সরকার চালিয়ে জনপ্রিয়তা হারিয়ে ফেললো; তারপর, "সুষ্ঠু" নির্বাচন দিলো; ক্ষমতায় এলো বিএনপি-জামাত; যাদের সরকারের আমলে উনার উপর গ্রেনেড আক্রমণ হয়েছে, তারা উনাকে কি করবেন? এই ব্যাপারে উনি বিএনপি-জামাতকে কতটুকু বিশ্বাস করেন?

যাদেরকে উনি নিজের জীবনের জন্য বিশ্বাস করেন না, তাদেরকে ক্ষমতায় আনার জন্য তিনি কি ইচ্ছুক? শেখ হাসিনা কিন্তু এই দেশের জনতার কাছে "সুষ্ঠু নির্বাচন দিতে" দায়বদ্ধ।

মন্তব্য ৮৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৮ রাত ১০:২৭

হাফিজ বিন শামসী বলেছেন:
তার মানে ক্ষমতা বিএনপি-জামাতের হাতে চলে যাওয়ার ভয়ে সুষ্ঠু নির্বাচন না দিয়ে জাতির সাথে মস্করা করতে হবে?
বর্তমানে উনি যে সব করছেন সেগুলো সংবিধানের কোন অনুচ্ছেদ দ্বারা হালাল করবেন?

১৫ ই মে, ২০১৮ রাত ১০:৩০

চাঁদগাজী বলেছেন:


আমার মনে হয় উনি মশকারা করছেন না, উনি উনার বাবার মত মরতে চান না। সংবিধানের যেই অনুছ্ছেদ অনুসারে ১৫ই আগষ্টের হত্যাকান্ড চালানো হয়েছিল, উনি মনে হয়, ঠিক সেই অনুছ্ছেদ নির্বাচনে ব্যবহার করছেন।

২| ১৫ ই মে, ২০১৮ রাত ১০:৩৮

কানিজ রিনা বলেছেন: বাঃ চাঁদগাজী তাহলে ভোট দখলে করে
দেশের গনতন্ত্র ভুলুন্ঠিত জোড় পূর্বক
ক্ষমতায় এসে বলতে হবে বিএনপি জামাত
শিবিরের কাছে দেশ দেওয়া যাবেনা।
তাহলে সুষ্ট নির্বাচন জনগনের কাছে
দায় কি করে। জনগনের দায় থাকলে
সুষ্ঠ নির্বাচন দিয়ে বুঝুক অনাদায় দায়
জনগন ৃকোন দিকে যায়।
আর কতকাল জামাত বিএনপির দোশ
চাপিয়ে চলবে।

১৫ ই মে, ২০১৮ রাত ১০:৫৪

চাঁদগাজী বলেছেন:


উনার স্হানে আপনি থাকলে কি করতেন? উনি বিএনপি-জামাতকে খুবই কম দোষারোপ করেন; কারণ, উনি ওদের পালন করেন।

উনার উচিত হবে, সাধারণ মানুষের সাথে একটা সর্বদলীয় সরকার গঠন করা; সেটাই উনাকে বর্তমান বিষচক্র থেকে বের হতে সাহায্য করবে।

৩| ১৫ ই মে, ২০১৮ রাত ১০:৪১

পদাতিক চৌধুরি বলেছেন: আাহা! এই না হলে গনতন্ত্র? আমি দেখছি আপনার জন্য একটি আধুনিক গনতন্ত্রের নমুনা যেটা আমাদের রাজ্যে গতকাল সম্পর্ন হল তুলে ধরবো।

১৫ ই মে, ২০১৮ রাত ১০:৫৫

চাঁদগাজী বলেছেন:



আপনি কি গণতন্ত্রের উদ্ভাবক?

৪| ১৫ ই মে, ২০১৮ রাত ১০:৪৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সংবিধানের ৫ম সংশোধনী করে করে মেজর ফাউল কাজ করেছে। আর নির্বাচন সুষ্ঠভাবে না করলে শেখের বেটি ফাউলের তালিকাভূক্ত হবে।।

আপনি কি হাসিনা আপার উপর ক্রাশড্???:P

১৫ ই মে, ২০১৮ রাত ১০:৫৬

চাঁদগাজী বলেছেন:


আমি শেখ হাসিনার সমর্থক নই, আমি উনার অবস্হানটা অনুমান করার চেষ্টা করছি।

৫| ১৫ ই মে, ২০১৮ রাত ১০:৫৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বিশ্লেষণ ঠিক আছে বলা যায়।

১৫ ই মে, ২০১৮ রাত ১১:০১

চাঁদগাজী বলেছেন:



আমি এতটুকু অনুমান করছি; বাকীটুকু উনি জানেন। উনি যা করেন, তা কাউকে জানতে দেন বলে মনে হয় না।

৬| ১৫ ই মে, ২০১৮ রাত ১১:১০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শ্রদ্ধেয়!

@"শেখ হাসিনা "সুষ্ঠু নির্বাচন দিতে" দায়বদ্ধ শুধুমাত্র এই দেশের জনতার কাছে।"
-- বি এন পি জনতার বাইরে কেউ নয়। আপনি, আমি সরাসরি সরকারকে জবাবদিহি করতে পারবো না। কিন্তু একটা দল তা পারবে।

আপনি ভুলে যান কেন? বিম্পি একটা সাংবিধানিক দল! আপনি, আমি তাদের সাপোর্ট না করলেও দেশের একটা বৃহৎ অংশ তাদের সাপোর্ট করে। শেখের বেটি নিজেই গনতন্ত্র বোঝে না!!!X( আপনি আর কি বুঝবেন??:(

এখন বলেন, যারা বিম্পি করে তারা সবাই রাজাকার!!!:P

বিতর্কে আপনি আমার সাথে পারবেন না।
আমি অফ গেলাম।

১৫ ই মে, ২০১৮ রাত ১১:৩২

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেবকে হত্যা করে (সংবিধান অনুসারে?), জিয়া সাহেব মিলিটারী এডমিনিষ্টরেটর (সরকারী চাকুরে) থাকাকালীন মিলিটারী, ব্যুরোক্রেট ও প্রশাসনকে নিয়ে, ষড়যন্ত্র করে বিএনপি তৈরি করা হয়েছে ক্যানটনমেন্ট; ইহা বে-আইনী দল। মিলিটারীকে নিয়ে রাজনৈতিক দল করার জন্য জিয়ার আজীবন জেল হওয়ার কথা ছিল; মরে গিয়ে বেঁচে গেছেন; না হয়, শেখ হাসিনা জিয়াকে ফাঁসীতে ঝুলাতেন।

৭| ১৫ ই মে, ২০১৮ রাত ১১:৪১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"জিয়া, সাহেব"!!!!
মেজর আবার সাহেব হল কবে থেকে??

জিয়া একটা হারামি! তার নামের পেছনে ওসব না লিখলেও চলবে!!

পুরান কাঁসুন্দি বাদ দিন,
শেখের বেটি রাজনীতিতে এসেছিল প্রতিশোধ নিতে, সেটা হয়েছে। আপা বিম্পি, জামাতকে নিয়ে যতটা ভাবে দেশকে নিয়ে সেরকম ভাবলে, স্যাটালাইটের বিরুদ্ধে কারোর ম্যাওপ্যাও করতে হত না।।

১৬ ই মে, ২০১৮ রাত ৩:৪৫

চাঁদগাজী বলেছেন:


উনি রাজনীতিবিদ নন, উনি কোন বিষয়ে দক্ষ নন; কিন্তু ড: এমাজুদ্দিন, ড: খন্দকার মোশারফ, ড: মঈনকজান থেকে কৌশলী

৮| ১৫ ই মে, ২০১৮ রাত ১১:৪৮

নূর আলম হিরণ বলেছেন: বিএনপির কোন আন্দোলনই জনগণমুখী নয়। উনারা ক্ষমতায় গেলে কোন ছাড় দেবেন না, পাই পাই করে বুঝিয়ে দিবেন, গোপালগঞ্জের নাম বদলে দিবেন, এগুলি বলে শেখ হাসিনাকে আরো ভয় পাইয়ে দিয়েছে! ভয় থেকে বাঁচতে শেখ হাসিনা যা যা করার দরকার তা করে যাচ্ছেন।

১৬ ই মে, ২০১৮ রাত ৩:৪৬

চাঁদগাজী বলেছেন:


ওরা ভয়ানক লোকজন, এটা শেখ হাসিনা বুঝেছে।

৯| ১৫ ই মে, ২০১৮ রাত ১১:৫৩

পদাতিক চৌধুরি বলেছেন: আমাকে গনতন্ত্রের উদ্ভাবক হিসাবে জিজ্ঞাস করায় খুশি হলাম। আমার মত এমব নিকৃষ্টকে যে কেউ এমন প্রশ্ন করে সেটা আনন্দের বৈকি। তবে আমি যেটা বলতে চেয়েছিলান বাংলাদেশের নির্বাচনের আগে ভারত থেকে বিশারদদের নিয় যাওয়া হয়। আফ্রিকার দেশগুলিও ভারতীয় বিশারদদের সেদেশে নিয়ে যায়। আমি যেহেতু এমনই অনুকরনীয় নির্বাচনের একজন কর্মী হিসাবে প্রত্যক্ষ করেছি অবাধ সুষ্ট শান্তিপূর্ণ নৈরাজ্যের নির্বাচন। সেটাকে আমি তুলে ধরতে চেয়েছি।

তবে আপনাকে দিলে আপনি ওটা যে নেবেন না, সেটা জানি। তাই বলে আমার এই মডেল ওখানে চালান করতে অসুবিধা হবে না। আমি ঠিক ম্যানেজ করে নেব।

অনন্ত শ্রদ্ধা আপনাকে। ভাল থাকুন। সুস্থ থাকুন।

১৬ ই মে, ২০১৮ রাত ৩:৪৮

চাঁদগাজী বলেছেন:



আমি দলের বা গণতন্ত্রের কেহ নই, আপনার মতো একজন ব্লগার মাত্র; আমার সবকিছু সামুতে

১০| ১৬ ই মে, ২০১৮ রাত ১২:৩৩

কাছের-মানুষ বলেছেন: লেখাটা যুক্তিযুক্ত। আলোচনা ভাল হয়েছে।

১৬ ই মে, ২০১৮ রাত ৩:৫৫

চাঁদগাজী বলেছেন:


আমারো তাই মনে হচ্ছে; আমি আপনাদের মতই একজন, সামুর থিওরিটিসিয়ান

১১| ১৬ ই মে, ২০১৮ রাত ১২:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সংখ্যাগরিষ্ঠ জনগণ যাকে চাইবে তাকে তো ক্ষমতা দিতেই হবে। আজ হোক আর কাল। উনি যে চিন্তা করে বিএনপি জামায়াতকে আসতে দিচ্ছে না সেটা উনি যদি মনে করেন(এমনকি আপনিও) ঠিক আছে তাহলে উনার পিতার মত বাকশাল করে দেখতে পারেন। কিন্তু গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র বেশীদিন টিকবে না। তাছাড়া উনার বয়স এখন ৫০ বছর না ৭০+ বছর...

১৬ ই মে, ২০১৮ রাত ৩:৫৮

চাঁদগাজী বলেছেন:


উনি আমাদের মত (ব্লগারদের মতো) উদার নন, উনি দেখেছেন; উনার বাবা ও তাজুদ্দিন সাহেবকে হত্যার পরও জনতা মিলিটারীর জেনারেলদের ভোট দিয়েছেন; তাই উনি জনতাকেও ভোট প্রসবে বাধা দিচ্ছেন, মনে হয়।

১২| ১৬ ই মে, ২০১৮ রাত ১:০৬

হবা পাগলা বলেছেন: প্রায় অনেক বছর যাবত আপনার ব্লগ পড়ি, আপনাকে আমার অঙ্কিত একটি তৈলচিত্রকর্ম উৎসর্গ করিলাম

http://www.somewhereinblog.net/blog/hobapagla/30240486

১৬ ই মে, ২০১৮ ভোর ৪:০০

চাঁদগাজী বলেছেন:



আমার মনে হয়, আপনি বড় মাপের কেহ একজন। আপনার আরো সাফল্য কামনা করছি

১৩| ১৬ ই মে, ২০১৮ রাত ১:২৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: সরকার জনগণের ভোটাধিকার খর্ব করে জনপ্রিয়তা হারাচ্ছে। দেশে খাবার সংকট, বেকারত্ব তিরতির করে বাড়ছে... চারদিকে অশান্তি। মানুষ শান্তি চায়।
দশ টাকা কেজিতে চাল খাওয়াবেন- ব্যর্থ হয়েছেন। তাছাড়া এখন কিছু হলেই ইন্টারনেটে ভাইরাল হয়ে যাচ্ছে- বিশেষ করে অঘটনগুলো, দেখে দেখে সাধারণ মানুষ....

এভাবে চলতে থাকলে, শেখ হাসিনার বিপক্ষের দল ভারী হবে।

১৬ ই মে, ২০১৮ রাত ৩:৫৪

চাঁদগাজী বলেছেন:


জনতা একাংশ ইতিমধ্যেই উনার বিপক্ষে চলে গেছেন; তবে, জনতা নিজেদের "মৌলিক অধিকার রক্ষার জন্য, বা ভালো জীবনের আশায় উনার বিপক্ষে যায়নি; জনতা গিয়েছে, উনি একাধারে ২ বার থাকায়; উনি ২ বার থাকায় জনতা গতবার স্নো-পাউডারকে ভোট দিতে পারেনি, এটাই বড় দু:খ

১৬ ই মে, ২০১৮ ভোর ৪:০৩

চাঁদগাজী বলেছেন:


মিলিটারী ও স্নো-পাউডারকে থামাতেই উনার ৩৬ বছর চলে গেছে; এই সময়ে, জনতা তলায়ে গেছে: বেকারত্ব, শিক্ষাহীনতা, বিশৃংখলা, দুর্নীতি, প্রশাসনের ডাকাতী আফ্রিকার থেকেও বেশী হয়ে গেছে; আমরা মোটামুটি মগের মুল্লুকে নিজের বেঁচে চেষ্টায় আছি।

১৪| ১৬ ই মে, ২০১৮ রাত ২:৩৫

নতুন বলেছেন: উনি ক্ষমতায় থাকার জন্য নিবা`চন দখল করতে পারেন না।

দেশের জনগনের মাঝে যদি উনি নিজের জনপ্রিয়তা বাড়াতে না পারেন তবে তার দেশে থাকার দরকার নাই। নিরাপদ কোথাও যেতে পারেন।

ছাত্রলীগ এবং আয়ামীলীগ কে তিনি সেই ভাবে পরিচালনা করতে পারেনাই যাতে দেশের মানুষ তাকে ভালো জানে.... কারন এরা দূনিতি,টেন্ডারবাজী,সন্ত্রাস ছাড়া ভালো কাজ খুব একটা করেনাই।

হাছিনা যদি তার আয়ামীলীগের প্রাথি`কে নিদেশ দিতেন যে কেউ ভোট কাটবেনা, কারচুপির চেস্টা করবে না। তবে অবশ্যই মেয়র নিবাচনে এই সব কাটাকাটির কাহিনি ঘটতো না।

শেখ হাসিনাকে যারা পরামশ` দেয় তারা তাকে শুধুই ক্ষমতার চাবুক দিয়ে দেশ পরিচালনার পরামশ` দিচ্ছেন.....

তারা তাকে বঙ্গবন্ধুর মতন জনগনের নেতা হবার পরামশ` দিচ্ছেন না।

১৬ ই মে, ২০১৮ রাত ৩:৫০

চাঁদগাজী বলেছেন:



উনার বাবা, একজন নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন, উনাকে হত্যা করে যদি জল্লাদেরা দেশ চালাতে পারেন, উনিও পারার কথা; আসলে, উনি জিয়া, এরশাদ ২ জনের চেয়ে অনেক বুদ্ধিমান; কিন্তু মাহাথির নন।

১৫| ১৬ ই মে, ২০১৮ ভোর ৪:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: আপাত দৃষ্টিতে ধারণা হৈতেছে তিনি দায়বদ্ধ নরেন্দ্র মোদীর কাছে। এখন চেহারা দেখে তাঁরে খুব খুশি খুশি লাগি তেছে কমেন্ট ও আউড়া কাউড়া করিতেছে। তার সঙ্গে আমিও ওরকম করিতেছি। কেউ বুঝতে পারে নাই আমার মুই কি হনু রে টাইপ কমেন্ট এর শানে নজুল কি। বিশেষ করে যারা আপাকে তার দাম্ভিকতা কে পছন্দ করেন তারা আমাকে অপছন্দ করা শুরু করে ছেন। এবার ভাবেন শেখ হাসিনার গ্রহণ যোগ্যতা কোথায় আছে। তার সন্ত্রাসী বাহিনী স্বৈরাচারী তার এক মাত্র জারজরাই পছন্দ করিবে। শয়তানের উপাসনা তো আর ভালো লোক করে না। বিএনপি সন্ত্রাসী দল আর তার তুলশি পাতা। কোকো ২কোটি টাকা দূর্ণীতি করেছিল।তারেক ও নাকি। এখন লীগের গ্রাম পর্যায়ের লোকেরা ও ২ কোটি টাকা লুটপাট করিতেছে। রাঘব বোয়ালেরা যে পরিমাণ লুট করিতেছে তার হিসাব আপনি করতে পারবেন না অত মেধা আপনার নাই। শেখ সাহেব কত লোক হত্যা করিয়েছে তার হিসাব কি আছে? ৪হাজার কোটি টাকা বছরে খুব সামান্য!!!! সাদ্দাম সাহেব কে আমেরিকা হত্যা করিয়াছে। কেউ তার পথ অনুসরণ করিলে তার ভাগ‍্য বরণ করিতে হইবে। এটাই স্বাভাবিক। কবিতা কি আর সাধে লিখি?
হাওয়া ভবন ভীতি অতটা প্রকট না। ভীতি এখন শেখ হাসিনা। যে গণতন্ত্র হত্যাকারী।

১৬ ই মে, ২০১৮ ভোর ৪:৫৮

চাঁদগাজী বলেছেন:


উনার আসার পথ করে দিয়েছিল আমাদের মিলিটারী, শেখ সাহেবকে হত্যা করায় যে শুনততার সৃষ্টি হয়েছিল, তিনি সেই শুন্য পুরণের সুযোগ নিয়েছেন। শেখ সাহেবকে হত্যা করে, যে ফলগাছ রোপন করেছিলো, যারা ফল খাচ্ছে, তাদের সাথে শেখ হাসিনার কাজ কারবার; মাঝখানে আমরা অদক্ষদের হাতে শাসিত।

১৬| ১৬ ই মে, ২০১৮ ভোর ৪:৩৮

হাফিজ বিন শামসী বলেছেন:
১৫ আগস্টের মত ঘটনা জাতির জন্য লজ্জার। নূন্যতম বিবেকবান মানুষ তাকে সমর্থন করতে পারে না।যারা সেই নিকৃষ্ট ঘটনাকে সমর্থন করে তাদের বিবেক তাদেরই মত পায়ের তলায় যেমন বর্তমান পরিস্থিতকে যে বা যারা সমর্থন করে।

১৬ ই মে, ২০১৮ ভোর ৫:০০

চাঁদগাজী বলেছেন:


১৫ই আগষ্টে যে গাছ বপন করেছে, উহার ফল নিয়ে মারামারি চলছে, আমরা মাঝখানে সব হারায়েছি।

১৭| ১৬ ই মে, ২০১৮ ভোর ৫:০৭

এম এ কাশেম বলেছেন: শয়তানে কোনো যুক্তির অভাব নাই।
অবশেষে সে শয়তানই থেকে যায়।

১৬ ই মে, ২০১৮ ভোর ৫:৩০

চাঁদগাজী বলেছেন:


আপনারা ব্লগিং'এর জন্য উপযুক্ত নন, ব্লগ ওয়াজ মাহফিলের যায়গা নয়।

১৮| ১৬ ই মে, ২০১৮ ভোর ৬:৫৩

এম এ কাশেম বলেছেন: হ্যাঁ , বুঝতে পেরেছি - ব্লগে শয়তান ভর করেছে।

১৬ ই মে, ২০১৮ সকাল ৭:১৫

চাঁদগাজী বলেছেন:


ব্লগ হচ্ছে আধুনিক শিক্ষিত জেনারেশনের জন্য; মোল্লা শফির লোকজনের জন্য ওয়াজ মাহফিল চলছে কোথায়ও না কোথায়ও

১৯| ১৬ ই মে, ২০১৮ সকাল ৮:০৫

ঢাবিয়ান বলেছেন: আপনি যদি গনতন্ত্রে বিশ্বাস করেন তবে আপনাকে জনগনের ভোটে বিএনপি /জামাত নির্বাচিত হলেও সেটা মেনে নিতে হবে। আপনি গনতন্ত্রে বিশ্বাস না করলে অন্য কথা।

১৬ ই মে, ২০১৮ সকাল ৮:৩৯

চাঁদগাজী বলেছেন:



আমি গণতন্ত্রে বিশ্বাসী; তবে, শেখ হাসিনার কৌশল মৌশল দেখে মনে হচ্ছে, উনি জেনারেলদের গণতন্ত্রে তেমন বিশ্বাসী নন, উনি নিজের গণতন্ত্রে বিশ্বাসী।

২০| ১৬ ই মে, ২০১৮ সকাল ৮:২০

ঢাবিয়ান বলেছেন: আপনি দেশের কথা ভাবেন, দেশের মানুষের কথা ভাবেন।কিন্তু একতরফা ঘৃনা আপনার নিরপেক্ষতা কেড়ে নিয়েছে। দয়া করে জনগনের দৃষ্টি দিয়ে দেশকে বোঝার চেষ্টা করুন। এই সরকার যদি বিএনপি জামাতকে বিনাশ করে জনবান্ধব সরকার হত তাহলে আপনার শিরোনাম যৌক্তিক হত। কিন্তু আদতে এই সরকারের প্রতিটা পদক্ষেপ জনগনের স্বার্থের বিরুদ্ধে। তাহলে আপনি কার হয়ে সাফাই গাইছেন?

১৬ ই মে, ২০১৮ সকাল ৮:৪৩

চাঁদগাজী বলেছেন:


আজকে যে খুলনায় ভোট হলো, উহা আমার ইচ্ছায় হয়নি; আমি খুলনার ভোট দেখে এই কয়েক লাইনের পোষ্ট লিখেছি; আমার ধারণা, আমি শেখ হাসিনা সম্পর্কে যা ভাবছি, তা হয়তো আংশিকভাবে সঠিক; আপনি ইহা পড়েছেন, ব্যাপার এর থেকে বড় কিছু নয়; আপনি বেশী ভেবে ফেলেছেন।

২১| ১৬ ই মে, ২০১৮ সকাল ৯:৩৫

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: বিএনপি-জামাত-জনগন কারো কাছেই উনি দায়বদ্ধ নন উনি দায়বদ্ধ বিশেষ একটি দেশের কাছে; আরো কতভাবে সেই বিশেষ দেশকে সুবিধা দেওয়া যায় দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে।

১৬ ই মে, ২০১৮ বিকাল ৩:১৪

চাঁদগাজী বলেছেন:


উনার বাবাকে হত্যা করার পর, উনাকে দেশে আসতে দেয়া হয়নি; ইন্দিরা গান্ধী উনাকে থাকতে দিয়েছেন, খেতে দিয়েছেন, রাজনীতি শিখায়েছেন, যেন আরেকটা পাকিস্তান না হয়।

২২| ১৬ ই মে, ২০১৮ সকাল ১০:১৯

সোহাগ তানভীর সাকিব বলেছেন: গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা সুষ্ঠ নির্বাচন দিতে রাজনৈতিক জোট বিএনপি-জামায়াত বা অন্যান্য দলের কাছে দায়বদ্ধ কিনা জানি না। তবে তিনি দেশের জনগণের কাছে দায়বদ্ধ।
আমরা জানি গণতান্ত্রিক রাষ্ট্রের মালিক হলো জনগণ। আর সরকার হলো জনগণের সেবক মাত্র।
সুতরাং সেবক তো মালিকের কাছে দায়বদ্ধ থাকবে এটাই স্বাভাবিক।

১৬ ই মে, ২০১৮ বিকাল ৩:১৬

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা যদি সাধরণ মানুষের সাথে মিলে একটি "সর্ব-নাগরিক" একটি সরকার গঠন করেন, তিনি বর্তমান সমস্যার সমাধান দিতে পারবেন।

২৩| ১৬ ই মে, ২০১৮ সকাল ১০:২৯

ক্স বলেছেন: সুষ্ঠু নির্বাচন দিতে শেখ হাসিনা জনগণের কাছেও দায়বদ্ধ নয়। জনগণের ভোটে সে প্রধানমন্ত্রী হয়নি - জনগণের ভোট তার প্রয়োজনো নেই। দাদাবাবুদের আশীর্বাদ থাকলে জাতিসঙ্ঘ বা আমেরিকা কেউই কিছু বলতে পারবেনা।

১৬ ই মে, ২০১৮ বিকাল ৩:২০

চাঁদগাজী বলেছেন:


জেনারেল জিয়া, এরশাদ ও বেগম জিয়া বাংলাদেশ ও পাকিস্তানের মিলিটারীর হয়ে বাংলাদেশ দখল করে দেশ চালায়েছে; এই শক্তিকে পরাজিত করা শেখ হাসিনার জন্য সোজা ছিলো না; আপনারা অনেকে বাংলাদেশ ও পাকী মিলিটারীকেই সমর্থ করে আসছেন ১৯৭৫ সাল থেকে।

২৪| ১৬ ই মে, ২০১৮ সকাল ১০:৪৪

হবা পাগলা বলেছেন: আমি বড় মাপের কেউ না, সাধারন শৌখিন চিত্রশিল্পী, তৈলচিত্রটি কপি করা অর্থাৎ প্রতিরূপ তৈলচিত্র।
আশা করি আপনি আমার প্রথম ব্লগ টি পড়ে মন্তব্য করবে.

বিস্তারিত

১৬ ই মে, ২০১৮ বিকাল ৩:২৬

চাঁদগাজী বলেছেন:



আপনি এক বিশাল ভুবনে প্রবেশ করেছেন।

২৫| ১৬ ই মে, ২০১৮ সকাল ১১:০৬

রাজীব নুর বলেছেন: ৩১১ সীট ? ওয়াও । এত দেখি হিমালয় । ডিঙ্গাবে কিভাবে ? আর গনতন্ত্র আনবে কি করে ?

১৬ ই মে, ২০১৮ বিকাল ৩:৩০

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনাকে সাধরণ মানুষের সাথে, "সর্ব-নাগরিক" সরকার গঠন করতে হবে; এটা হবে সাধরণ আসল গণতন্ত্র, সাধরণ মানুষের ক্ষমতায়ন; মিলিটারীর প্রসব-করা বিএনপি নিয়ে মাথা ঘামাতে হবে না, সৌদীও পাকীদের জামাতও পেছনে পড়ে যাবে।

২৬| ১৬ ই মে, ২০১৮ সকাল ১১:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 'সুষ্ঠু নির্বাচন'-এর জন্য দায়বদ্ধতার প্রশ্নটাই অবান্তর। নির্বাচন সুষ্ঠু হতে হবে, এটাই হলো গণতন্ত্র। তবে, নির্বাচন সুষ্ঠু না হলে, বা অবৈধ হলে, তার দায়ভার হলো নির্বাচন পরিচালনাকারীদের- সরকার বা কমিশনের। সুষ্ঠু নির্বাচনে কে বিজয়ী হবে, তা জনগণই ঠিক করে নেবে।

১৬ ই মে, ২০১৮ বিকাল ৩:৩১

চাঁদগাজী বলেছেন:



নির্বাচন করবে নাগরিকেরা, মিলিটারীর প্রসব করা দল, কিংবা গণ-হতয়াকারীদের নির্বাচনের বাহিরে রাখার দরকার।

২৭| ১৬ ই মে, ২০১৮ দুপুর ১২:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন:
উনি রাজনীতিবিদ নন, উনি কোন বিষয়ে দক্ষ নন; কিন্তু ড: এমাজুদ্দিন, ড: খন্দকার মোশারফ, ড: মঈনকজান থেকে কৌশলী

আপনার কি মানসিক সমস্য আছে?
অত্যচার গুম, খুন মিথ্যা, প্রতারণাকে কৌশল বলছেন?
যেই ইনডেমনিটি নিয়ে আওয়ামীলীগ সারা জীবন সোচ্চার ছিল আজ তারাই বিদ্যুতে নিজেদের অবৈধ লুটপাট থেকে বাঁচতে
ইনডেমনিটি অদ্যাদেশ করে!
নির্বচাতি প্রেসিডেন্টকে কারা হত্য করেছিল? কেন করেছিল?
সার্বিক বিশ্লষন না করে আবেগে ঠেলায় অন্ধ হলেই কি প্রলয় বন্ধ হবে?
চলমা সময়ের মতো বা তারচে বেশী শ্বাসরুদ্ধকর অবস্থা হয়েছি ৭২-৭৫ এ। বাকশাল, রক্ষী বাহিনীর কথা আপনি কাকের মতো চোখ বুঝে অস্বীকার করলেও ইতিহাস থেকে মুছে যাবে না।
৪টি পত্রিকা ছাড়া সকল ভিন্নমত দলনের ইতিহাস মিথ্যা হবে না।
একই ষ্টাইলে বর্তমান বিরোধী দলকে কোন ধরনের সভা সমাবেশ করতে যে ক্রমাগত বাধা দিচ্ছে তাও মোছা যাবে না।

অন্ধ্ত্ব পরিহার করুন। আখেরে নিজের আত্মার কাছে মুক্ত থাকতে পারবেন।
আর যদি হালুয়া রুটির বিষয় থাকে তবে চালীয়ে যান। মীর জাফররাতো এই দেশেরই জন্ম ছিল।
যুগে যুগে তারা ভিন্ন রুপে ভিন্ন নামে বিরাজ করে।
যারা আমজনতা, দেশ, স্বাধীনতা, সার্বভৌমত্বকে দলীয় স্বার্থে কিছূ মনে করে না।
মিথ্য, প্রতারণা, গুম, খুন, জুলুম, অত্যাচারকে কৌশল মনে করে। কিন্তু দূর্ভাগ্য ইতিহাসে তারা ঘৃনিতই রয়ে যায়! যেমন আজো আছে মীরজাফর, হিটলার, মুসোলিনি, ইমেলদা মর্কোস!!! সহ বহু বহু জনা!

১৬ ই মে, ২০১৮ বিকাল ৩:৩৪

চাঁদগাজী বলেছেন:


সবচেয়ে বড় হত্যা হয়েছে ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট ও ৪ই নভেম্বর; আমি ওগুলোতে অংশ গ্রহনকারীদের মুখপাত্র।

২৮| ১৬ ই মে, ২০১৮ দুপুর ১২:২৭

শাহাদাত নিরব বলেছেন: তার মানে শেখ হাসিনা নিজের এবং তার পরিবারের জীবন বাঁচাতে ১৬ কোটি মানুষ কে মৃত্যুর মুখে ঠেলে দিতে দ্বিধা সংকোচ করবে না ?

১৬ ই মে, ২০১৮ বিকাল ৩:৩৬

চাঁদগাজী বলেছেন:


উনি বাংলাভাইদের প্রজনন ঠেকাচ্ছেন, ও মিলিটারীকে রাজনীতি থেকে মুক্তি দিচ্ছেন; ১৯৭৫ সালের হত্যাকারীরা ভালো ভোটার নন।

২৯| ১৬ ই মে, ২০১৮ দুপুর ১:৩৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কথা ঠিক আছে তবে এভাবে কতদিন ? :)

১৬ ই মে, ২০১৮ বিকাল ৩:৩৯

চাঁদগাজী বলেছেন:


উনার বুদ্ধি ও দক্ষতা কম; উনার ৩৬ বছর লেগে গেছে, দেশের মানুষ বেকারত্ব, অশিক্ষা ও দারিদ্রতায় ভুগছেন। ন মানুষের দিকে নজর দেয়ার দরকার ছিল ২০০৯ সাল থেকে। বাবার মৃত্যু উনাকে ভয়ের মাঝে রাখে সারাক্ষণ।

৩০| ১৬ ই মে, ২০১৮ দুপুর ২:১৪

সনেট কবি বলেছেন: রাজনীতি যদি রাজত্ব দখল করা ও রাজত্ব টিকিয়ে রাখার নীতি হয়ে থাকে তবে শেখ হাসিনা ঠিক আছেন। কারণ এ ধরনের রাজনীতিতে জনগণ কোন বিষয় নয়।

১৬ ই মে, ২০১৮ বিকাল ৩:১২

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা এসেছেন জেনারেল জিয়া কর্তৃক সৃষ্ট শুন্যতার অবসান ঘটাতে, মিলিটারীকে রাজনীতি থেকে অবসর দিতে; এটা উনার জন্য সোজা কাজ, কিংবা সোজা পথ নয়; যারা মিলিটারী ভোট দিয়েছে, তারা সবাই আজও আছে।

৩১| ১৬ ই মে, ২০১৮ দুপুর ২:৫৮

টারজান০০০০৭ বলেছেন: তৃতীয় বিশ্বের ক্ষমতা হইল বাঘের পিঠে সওয়ার হওয়া, যতক্ষণ পিঠে আছে নিরাপদ, নামিলেই বাঘে খাইবে ! তাই কেহ নামিতে চাহে না ! টানিয়া নামাইতে হয় !

রাজনীতিকে যদি গেম বা দাবা খেলার সাথে তুলনা করেন বা মাফিয়া সমাজের সাথে তুলনা করেন তাহা হইলে আপনার বিশ্লেষণ ঠিক আছে ! প্রতিপক্ষকে ধ্বংসের বা নিরস্ত্র করার সরকারের প্রতিটা পদক্ষেপ দারুন বুদ্ধিমত্তার সাক্ষর। সরকার নিজের নিরাপত্তার স্বার্থেই নিরপেক্ষ নির্বাচন করিবে না !

গণতন্ত্রের রক্ষক হইল বুদ্ধিজীবী সম্প্রদায় ! তাহারাই রেফারীর ভূমিকা পালন করিয়া থাকে।
যে দেশে পদ, পদবি, সামান্য বিষয়-আশয়ের লোভে বুদ্ধুজীবী সম্প্রদায় নিজেদের মগজ বিক্রয় করিয়া ফেলে, প্রভাবশালীদের পদলেহন করিয়া কৃতার্থ হয়, সে দেশে গণতন্ত্র কিভাবে চলে ? বাংলাদেশে কোনকালেই গণতন্ত্র ছিল না, হইবেওনা!

রাজনৈতিক গেম খেলার জন্য যে পরিমান চতুরতা, কূটকৌশল, বুদ্ধিমত্তা,ঝোপ বুঝিয়া কোপ মারা, যেকোন মূল্যে গেম জেতার সামর্থ, ক্যাডারিজম ইত্যাদি গুন্ (!) গুলোর দরকার হয় তাহা আছে শুধু বাআলের আর ছাগু সম্প্রদায়ের ! পাঁঠা সম্প্রদায়ের আছে শুধু ইস্যু তৈরী করিয়া সামলাইতে না পারিয়া হিসু করিয়া দেওয়ার ক্ষমতা ! এই গেমে বিএনপি হইল দুগ্ধপোষ্য শিশু ! সেকারণেই ছাগু সম্প্রদায় বিনে তাহাদের উপায় নাই ! আবার ইস্যু তৈরী করার জন্য বাআলের পাঁঠা সম্প্রদায়কেও হাতে রাখা খুবই প্রয়োজন !
যেখানে গণতন্ত্রই নাই সেখানে সুষ্ঠু নির্বাচন করার দায় কাহারইবা থাকিবে !!!!

১৬ ই মে, ২০১৮ বিকাল ৩:০৯

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা মিলিটারী শাসনের (আইয়ুব খানের) প্রতিবাদ করতে করতে একদিন স্বাধীনতা অবধি পৌঁচে। সেই নতুন স্বাধীন দেশে যারা মিলিটারীকে সমর্থন দিয়ে, মিলিটারীর পার্টিকে ভোট দিয়েছে, তাদের ভোটের মুল্য কতটুকু।

শেখ সাহেব হত্যা রাজনৈতিক শুন্যতা সৃষ্টি করেছিল; সেই শুন্যতাকে ব্যব হার করেছে মিলিটারী (জিয়া, এরশাদ ও বেগম জিয়া); সেই শুন্যতার অবসান হওয়ার কথা ছিল শেখ হাসিনার সময়ে।

৩২| ১৬ ই মে, ২০১৮ বিকাল ৪:১০

ইফতেখার কিবরিআ বলেছেন: :) একটা লোক আছে না গান গায় লাল মিয়া না কি জানি! তার গানের একটি লাইন শেখ হাসিনার দলে আমি ভর্তি হতে আসি নাই! হা হা হা সব চাইতে মজার বিষয় টাই এখানে ... তারা কেন তাদের পরিচয় লুকায়! আমি শেখ হাসিনার সমর্থক নই, আমি আওয়ামীলীগ করি না ... এই টাইপের ভন্ডামী গুলো পছন্দ হয় না . . . আরে ভাই যে কোন এক পক্ষে থাকতে তো হবেই . . . তবে আমি পুতিন- মাহাথির-অ্যাঙ্গেলা এদের দেখে হিংসা বোধ করি :( তারা দেশের প্রতি নিষ্ঠাবান রাষ্ট্রনায়ক :(

১৬ ই মে, ২০১৮ বিকাল ৪:২৮

চাঁদগাজী বলেছেন:



যেহেতু, আমি শেখ হাসিনা সম্পর্কে কিছু লিখছি, উনার দলের সাথে আমার সম্পৃক্ততা আছে কিনা তা জানানোর দরকার আছে, আমার মনে হয়। এগুলো আপনার পছন্দ হওয়ার কথা নয়; কারণ, এগুলো নিয়ে আপনার লেখার সম্ভাবনা আপাতত নেই।

৩৩| ১৬ ই মে, ২০১৮ বিকাল ৫:০৯

জাতির বোঝা বলেছেন: এই নির্বাচন থেকে আমার নিজের শিক্ষা হচ্ছে - শেখ হাসিনা তার নেতা কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছেন না। বিশেষ করে নির্বাচনের সময়। তারা কোন কথা না শুনে ফ্রি স্ট্রাইলে সিল মেরে বাক্স ভরে দিয়েছে। যেটা আমার কাছে ভালো লাগেনি।

১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

চাঁদগাজী বলেছেন:


আপনি খুলনায় ভোট দিয়েছেন?

৩৪| ১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:


শেখ হাসিনাকে সাধরণ মানুষের সাথে, "সর্ব-নাগরিক" সরকার গঠন করতে হবে; এটা হবে সাধরণ আসল গণতন্ত্র, সাধরণ মানুষের ক্ষমতায়ন; মিলিটারীর প্রসব-করা বিএনপি নিয়ে মাথা ঘামাতে হবে না, সৌদীও পাকীদের জামাতও পেছনে পড়ে যাবে।


অনেক ধন্যবাদ।

১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

চাঁদগাজী বলেছেন:


উনাকে একদিন এদেশে মানুষের সরকার গঠন করতে হবে, ক্ষমতা যেন মানুষের কাছে ফেরত যায়; না হয়, উহা বিএনপি-জামাত কিংবা ওদের দোসরদের হাতে যেতে পারে।

৩৫| ১৭ ই মে, ২০১৮ সকাল ১০:৪১

মিরোরডডল বলেছেন: you wrote well about so many things but it didn't change anything so far and it wont. Then what's the point!
আপনার গ্রামের জীবন নিয়ে লিখুন
হারানো দিনগুলো নিয়ে
পাখির গল্প বা আমেরিকা নিয়ে আপনার মজার পোস্ট
এই নোংরা রাজনীতি আর ভালো লাগেনা

১৭ ই মে, ২০১৮ বিকাল ৪:৫৭

চাঁদগাজী বলেছেন:


ওকে

৩৬| ১৭ ই মে, ২০১৮ সকাল ১১:০৬

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: বব ডিলান এবং কবির সুমনের ভাষায়ই বলি, "প্রশ্নটাতে সহজ, তার উত্তরোতো জানা"।

১৭ ই মে, ২০১৮ বিকাল ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:


বিএনপি-জামাত'কে সাহায্য করার জন্য শেখ হাসিনা বাবাকে হারাননি।

৩৭| ১৭ ই মে, ২০১৮ রাত ৮:২০

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: ......এবং এজন্যই উনার অবস্থান জাষ্টিফায়েড

১৭ ই মে, ২০১৮ রাত ৮:২৯

চাঁদগাজী বলেছেন:


উনার এখন সমস্যা হলো, উনি ও মানুষের মাঝে বিশাল দুরত্বের সৃষ্টি হয়েছে; সেটাকে কমাতে হবে শীঘ্রই

৩৮| ১৭ ই মে, ২০১৮ রাত ৮:৪২

ইনাখ বলেছেন: সেলিম আনোয়ার কবি,
এঁকেছে সত্য ছবি |
নেই গণতন্ত্র নির্বাচন, দেশ হারায় ছন্দ
মোদি মোহিত কেউ তা বুঝেও আজ অন্ধ !!!

১৭ ই মে, ২০১৮ রাত ৯:১৩

চাঁদগাজী বলেছেন:




শেখ হাসিনা সবাইকে ভোটার মনে করে না, মনে হচ্ছে।

৩৯| ১৭ ই মে, ২০১৮ রাত ৯:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জিয়ার ছ‌বি ওয়ালা পোস্ট‌টি স‌রি‌য়ে নি‌লেন কেন? পড়‌তেও পারলাম না। আফ‌সোস!

১৭ ই মে, ২০১৮ রাত ৯:১২

চাঁদগাজী বলেছেন:


উহাতে ভুল ছিলো; আজকে একটু ব্যস্ত; ঠিক করে পরে পোষ্ট করবো।

৪০| ১৭ ই মে, ২০১৮ রাত ৯:২৪

ইনাখ বলেছেন: বলেছেন ভুল বটে !
উনি মনে করে ভোটে,
মোদী বাবু তার
এক নম্বর ভোটার !
বাবু চাবে যা
দিতে হবে তা !!
পেতে তাই মোদী মন
গোল্লায়ই যাক নির্বাচন !

১৭ ই মে, ২০১৮ রাত ১০:১৫

চাঁদগাজী বলেছেন:



নাগরিকদের এসব পাগলামী বুঝতে পেরেছিলেন জিয়া, এরশাদ, বেগম জিয়া ও শেখ হাসিনা; তাই তারা ছাগলের ফার্ম খুলেছে বাংলাদেশে।

৪১| ১৮ ই মে, ২০১৮ রাত ১২:১৫

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই,
আমি জানি আপনি জানেন তাই আপনাকে এই প্রশ্ন
১। আপনি কি মনে করেন বাংলাদেশ নির্বাচন করার মতো যোগ্যতা অর্জন করেছে ?
২। নির্বাচন করার যোগ্যতা যদি অর্জন না করে থাকে তাহলে দেশের, জনগনের ট্যাক্সের টাকা নির্বাচন নামক কাগজ অপচয়ের পেছনে খরচ কেনো ?

১৯ শে মে, ২০১৮ বিকাল ৫:০৪

চাঁদগাজী বলেছেন:


পাকিস্তানে, বাংগালীরাই মিলিটারী সরকারের বিরোধী ছিল; সামান্য পরিমাণ বাংগালী পাকিস্তানের সময় মিলিটারীকে সাপোর্ট করতো।
বাংলাদেশে আমলে যারা মিলিটারীকে সাপোর্ট করেছে, তাদের ভোটের কোন মুল্য নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.