![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
এখন নিরপেক্ষ ভোট হলে, ড: কামাল হোসেন ২ হাজার থেকে কম ভোট পাবেন; ডা: বদরুদ্দোজা সাহেব হয়তো ৩ হাজারের কাছাকাছি ভোট পাবেন। ড: কামাল হোসেন ও ডা: বদরুদ্দোজা সাহেব, রাজনীতিতে ২ পুরাতন ক্লাউন, এদের নিয়ে বিএনপি সাফারী পার্ক, কিংবা চিড়িয়াখানা খোলার চেষ্টা করছে। এই দেশে এখন যদি নিরপেক্ষ, অনিরপেক্ষ, জাল, মাল, যে কোন ধরণের ভোট হয়, তাতে শেখ হাসিনা, কিংবা বেগম জিয়া জয়ী হবেন, এখানে ড: কামাল হোসেন, কিংবা ডা: বদরুদ্দোজা সাহেবের জন্য হাড্ডি ব্যতিত কিছুই নেই; এই ২ জন কি নিয়ে নাচার চেষ্টা করেছেন?
এই ক্লাউনদের দলে আরো আছেন, জাসদের আবদুর রব, কৃষক মৃষকদের টাংগাইলের নেতা কাদের সিদ্দীকী, মাহমুদুর রহমান মান্না, কর্ণেল অলি সাহেব; এরাও বাংলাদেশের রাজনীতিবিদ; এরা সবাই জাতির জন্য কাজ করার সুযোগ পেয়েছিলেন; কিন্তু এদের অদক্ষতা, অসৎতা জাতির ক্ষতি করেছে মাত্র। এরা নিজেদের রাজনীতিবিদ ভাবেন, কিন্তু এদের কোন রাজনৈতিক ভাবনা, রাজনৈতিক প্রজ্ঞা কোনদিন চোখে পড়েনি; বরং, এদের দ্বারা জাতি বহুভাবে, বহুবার বিশালভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিভ্রান্ত হয়েছে!
শেখ সাহেব মনেপ্রাণে ছাত্রনেতা ছিলেন; তাঁহার সর্বশ্রেষ্ট অদক্ষতার প্রমাণ ছিলো ১৯৭৪ সালের অকারণ দুর্ভিক্ষ; তেমনি তাঁহার আরেক অদক্ষতা ছিল কর্পোরেট আইনজীবি ড: কামাল সাহেবকে জাতির সংবিধান রচনা করতে দেয়া; শেখ সাহেব মনের দিক থেকে ছিলেন বাংগালী জাতীয়তাবাদে বিশ্বাসী; তিনি সংবিধান রচনা করতে দিয়েছেন ক্যাপিটেলিজমের শক্তিশালী যন্ত্র, কর্পোরেশন'এর আইনজীবিকে; ফলাফল ভয়ংকর, ড: কামাল হোসেন উনাকে তৈরি করে দিয়েছেন "দেশ চালনার ম্যানুয়েল", উহা কোন অবস্হায় বাংগালী জাতীয়তাবাদ, কিংবা জনগণের অধিকারের সনদ নয়।
জেনারেল জিয়া বেআইনীভাবে ক্ষমতা দখল করে, বেআইনী দল করার জন্য বেআইনী লোকদের জড়ো করছিলেন; সেই বেআইনীদের মাঝে উনার বেশ পছন্দ হয়েছিল ডা: বদরুদ্দোজা সাহেবকে; ডা: বদরুদ্দোজা সাহেবের বাবা ছিলেন পাকী আমলের রাজনীতিবিদ ও এলাকার জমিদার ধরণের লোক; উনারা ঢাকার কম-মগজের এলিট ছিলেন; জিয়ার দরকার ছিলো সেই ধরণের লোক, শ্রমিক মৌমাছি; জিয়া ছিলেন জেনারেল, তিনি বেআইনী সৈনিক যোগাড় করতে গিয়ে ডা: বদরুদ্দোজা সাহেবদের সংগ্রহ করেছিলেন; রাজনীতি মাজনীতি যা করার জিয়া নিজেই করেছেন।
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৯
চাঁদগাজী বলেছেন:
এদের বাসা নেই, কাকের বাসায় ডিম পাড়ে; এই কালো ডিম কারো কাজে লাগে না।
কিছু কিছু কোকিলের বাচ্চা কি আসলে কাকের মতো কা কা করে নাকি? আমাদের ব্লগার 'কাউয়ার জাত' থেকে জানতে হবে।
২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: চমৎকার আলোচনা হয়েছে, সবই সত্য বলেছেন এবার,
এদের দ্বারা দেশ জাতি কখনোই কিছু পায় নি, বরঞ্চ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের লাফালাফি কিছু ছাগলের খোরাক বিনে কিছুই নয়
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৭
চাঁদগাজী বলেছেন:
এই ধরণের লোকদের কারণে, জাতির তরুণরা, রাজনীতিকে ঘৃণা করার শুরু করেছে; এরা 'অরাজনৈতিকরণের' গুরু, কিংবা গরু
৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৪
বনসাই বলেছেন: অসাধারণ বিশ্লেষণ! এই ক্লাউনরা কেবল ভোটের সময় নয় পরেও জোকারী করে যায়। বিভ্রান্ত করাই এদের নেশা।
হাসিনার বাড়া ভাতে মই দেয়া স্বপ্নেও সম্ভব নয় এদের পক্ষে।
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩১
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা এখন মা কালির মতো শক্তিশালী, উনি চাইলে এরা ঘরে বসে চাকরাণীর হাতে চা খাবেন সকাল বিকাল; কিন্তু উনি তা করছেন না।
এরা জাতিকে সঠিক রাজনৈতিক পথ দেখানোর চেষ্টা করলে, জাতি উপকৃত হতো; কিন্তু তাদের আগের ব্যাকগ্রাউন্ড সমস্যা হয়ে আছে।
৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৪
রাজীব নুর বলেছেন: কেমন আছেন?
এই পোষ্টের মন্তব্য এখন করবো না।
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩২
চাঁদগাজী বলেছেন:
চা পানি খান, ভাবনা-চিন্তা করেন, সময় আছে!
৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৬
খায়রুল আহসান বলেছেন: ডঃ কামাল হোসেন ওনাকে তৈরী করে দিয়েছেন "দেশ চালানোর ম্যানুয়েল"! -
- ভাল বলেছেন।
পরীক্ষিত ব্যর্থদের ছুঁড়ে ফেলে জাতির উচিত নতুন মুখ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা, নতুনদেরকে প্রতিভা প্রমাণের সুযোগ দেয়া।
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৫
চাঁদগাজী বলেছেন:
ড: কামাল সাহেব আমাদের শেখ সাহেবকে মোয়া ধরায়ে দিয়েছেন।
নতুনদের শিখার আগ্রহ আছে, তারা নিজেরাই নিজের প্রয়োজনে শিখবে; কামাল সাহেব ২০০ কোটী টাকার উপর বসে আছেন, ড: সাহেব বাবার সম্পতিতেই শত কোটীর মালিক; এদের নতুন কিছু ভাবার দরকার নেই।
৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৮
হাসান জাকির ৭১৭১ বলেছেন: হ্যা, সহমত এরা ভোটের রাজনীতিতে জাস্ট ক্লাউন।
এদেশে ভোটের হিসেবে এরা মূল্যহীন, তবে ক্ষমতার পালাবদলের কিছুটা স্বাদ নিতে এরা মুখিয়ে থাকে। প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তায়....
ড. কামাল ছিলেন সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি, তাও পদাধীকার বলে আইনমন্ত্রী ছিলেন তাই। সেটাও স্বয়ং শেখ মুজিব তাকে বানিয়েছিলেন।
কমিটিতে আরো অনেক বিজ্ঞ আইনজীবিরাও ছিলেন। তবুও ড. কামালই শুধু সংবিধান প্রণেতা হয়ে গেলেন? আজও সেটা বেচেই খাচ্ছেন?? আর বাকিদের কোন অবদান বা খবর নাই??
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮
চাঁদগাজী বলেছেন:
নিজ জাতির সংবিধান বলে, খারাপ কিছু বলছি না; ড: কামাল সাহেব যা দিয়েছেন উহাতে মানুষের কোন অধিকারের কথা নেই।
৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @ভোট এলে, পুরাতন ক্লাউনেরা মানুষকে বিভ্রান্ত করার শুরু করে
বাক্যটা ঠিক করেন।
(ভোট এলে, পুরাতন ক্লাউনেরা মানুষকে বিভ্রান্ত করা শুরু করে।)
মন্তব্যঃ যাদের ঘিলু কম তারা বিভ্রান্ত হবেই।
১। অন্যদের কথা বাদ, শেখের বেটি কি সুস্থ রাজনীতি বুঝে??
২। আপনি নাকি সামুর সেফুদা??
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪
চাঁদগাজী বলেছেন:
সেফুদা আবার কি জিনিষ? আমি জানি যে, আমি ব্লগার!
শেখ হাসিনা রাজনীতি করার কথা ছিলো না; জেনারেল জিয়ার সৃষ্ট শুন্য পুরণের জন্য উনার আগমণ; উনি যা করছেন, সেটা নিজের এজেন্ডা পুরণের জন্য; জাতি যা পাচ্ছেন, উহা উনার কর্মকান্ডের বাই-প্রোডাক্ট
৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এসব বসন্তের কোকিলরা বয়সের ভারে এখন ঠিকভাবে হাঁটতেও পারে না। সবগুলোর জামানত বাজেয়াপ্ত হবে।
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮
চাঁদগাজী বলেছেন:
এদের কাছে টাকা আছে, এদের উচিত, বৃটেন বা কানাডায় গিয়ে, কোন এমপি'র অফিসে ১ বছর কাজ করে রাজনীতি শেখা।
৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০২
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: পুরো সংবিধান কি পড়েছেন??
পড়ে ঠিকমত বুঝেছেন??
কোন অনুচ্ছেদে সমস্যা???
দ্বিতীয় ভাগঃ রাষ্ট্র পরিচালনার মূলনীতি
৮৷
[(১) জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা- এই নীতিসমূহ এবং তৎসহ এই নীতিসমূহ হইতে উদ্ভূত এই ভাগে বর্ণিত অন্য সকল নীতি রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলিয়া পরিগণিত হইবে।]
ভেজাল কোথায়?
কথায় না কাজে??
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১০
চাঁদগাজী বলেছেন:
আপনি যদি বাংলাদেশের সংবিধান পড়ে থাকেন, তা'হলে, এবার বৃটেনেরটা পড়েন; তারপর, ২টাকে মিলায়ে দেখেন।
নাকি ইতিমধ্যে বৃটেনেরটা পড়ে ফেলেছেন?
১০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
বাকপ্রবাস বলেছেন: এসব ঘোলামাল। পরিস্থিতি ঘোলাটে করা ছাড়া আর কোন কাজ নাই।
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১১
চাঁদগাজী বলেছেন:
এরা রাজনীতি না বুঝে, দেশ চালানোর সুযোগ পেয়েছিলেন, সেটাই এদের সমস্যা।
১১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @ লেখকবলেছেন:আপনি যদি বাংলাদেশের সংবিধান পড়ে থাকেন, তা'হলে, এবার বৃটেনেরটা পড়েন; তারপর, ২টাকে মিলায়ে দেখেন।
নাকি ইতিমধ্যে বৃটেনেরটা পড়ে ফেলেছেন?
হাসালেন সেফুদা!!
বৃটেনের আবার সংবিধান আছে নাকি??(নেট সার্চ করেন দেখি!...
http://www.jugantor.com/old/ten-horizon/2015/06/15/279041
পুনশ্চঃ
রাষ্ট্রটি চারটি সাংবিধানিক রাষ্ট্র: ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েল্স্ এবং উত্তর আয়ারল্যান্ড-এর সমন্বয়ে গঠিত। হওয়াতে এর নিজস্ব কোন লিখিত সংবিধানের প্রয়োজনীয়তা নাই, বিধায় এটি অলখিত ।
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩
চাঁদগাজী বলেছেন:
এই কারণেই লন্ডনে পড়ালেখা-করা ড: কামাল সংবিধান লিখতে সমর্থ হননি। উনি কি লিখেছেন, এখন পড়লে, নিজেও বুঝবেন না।
১২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪
ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ চাঁদ গাজী -
অদ্ভুত আধাঁর এক এসেছে এ পৃথিবীতে আজ,
যারা অন্ধ বেশী,
আজ চোখে দেখে তারা !
পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া !!
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
চাঁদগাজী বলেছেন:
বিশ্ব ক্রমাগতভাবে ভালো করছে; ২০১৮ সাল খুবই ভালো যাচ্ছে ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার জন্য।
বাংলাদেশ ভালো করছে না; বাংলাদেশে ড: কামাল হোসেনে, কিংবা ডা: বদরুদ্দোজা সাহেবের সময় ভালো করেনি
১৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০২
জুনায়েদ বি রাহমান বলেছেন: নির্বাচন পরে তাদের আর খুঁজে পাওয়া যায় না। কেউ আর তাদের নিয়ে লিখেও না।
বলতে গেলে, তাদের জন্যই জাতি আওয়ামীলীগ বিএনপির বিকল্প ভাবার সুযোগ পাচ্ছে না।
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭
চাঁদগাজী বলেছেন:
এরা জাতিকে আধুনিক বিশ্বের নতুন রাজনীতি, নতুন দলের কথা বলেন না; সেই পুরাতন কাসুন্দী নিয়ে বকবক করেন।
১৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৩
শাহারিয়ার ইমন বলেছেন: তাদের যুক্তফ্রন্ট তাহলে মাকাল ফল ?
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৪
চাঁদগাজী বলেছেন:
তারা যুক্ত হয়েছেন; তবে, উনাদের কোন ফ্রন্ট থাকার কথা নয়
১৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৯
ঢাবিয়ান বলেছেন: বি. চৌধুরী বলছেন ‘নির্বাচনের আগে সংসদ এবং প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভা ভেঙে দিতেই হবে। নির্বাচনের এক মাস আগে এবং নির্বাচনের ৭/১০ দিন আগে সেনাবাহিনী মোতায়েন করতে হবে। ইভিএম দিয়ে কোনও ভোট গ্রহণ চলবে না।’
এই কথা শুনেই বোধহয় আপনার রাগে ব্রম্মতালু জ্বলে উঠেছে।
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৯
চাঁদগাজী বলেছেন:
উনি ৩০০০ ভোট পাবেন।
বি চৌধুরী জাতির কে হন? উনারা বাংলাদেশ চাননি, উনরা বৃহৎ পাকিস্তানে বিশ্বাসী; আপনিও কি সেই ধরণের পরিবার থেক?
১৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৪
ঢাবিয়ান বলেছেন: একই ঘোষনা দিয়েছে বিএনপিও। এইবার দেখা যাক বিনা ভোটে, বিনা রাজনৈতিক দলের উপস্থিতিতে আরেক দফা ৫ই কানুয়ারী মার্কা নির্বাচন করা সম্ভব হয় কিনা !!!
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৩
চাঁদগাজী বলেছেন:
বেগম জিয়া আপনার কথায় চলেন, সেজন্য অনেক কিছু চাইছেন।
শেক হাসিনা আমার কথায় কিছু করেন না; আমি যে আছি উহা তিনি জানেন না।
১৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাংলাদেশের রাজনীতিতে বহুদল প্রথা তুলে দিতে হবে। যেই রাজনীতি করবে ২ দলের মধ্যেই করতে হবে। তাহলে এসব বসন্তের ক্লাউনদের দেখা যাবে না হঠাৎ হঠাৎ...
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫
চাঁদগাজী বলেছেন:
ষেই ধরণের দলের কথা বললে, বাংলাদেশে এখন নতুন একটি শক্তিশালী দলের দরকার; সেটা সম্ভব, যদি শেখ হাসিনা বিএনপি-জামাতের বিলুপ্তি ঘটাতো।
১৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: চরমোনাইর পীরের দল ৩০০ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। এগুলো বলে রাজনৈতিক দল। ছোট দল সব বাতিল করা উচিত...
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬
চাঁদগাজী বলেছেন:
কোন প্রকার ধর্মীয় দল থেকে ভোট করতে দেয়া ঠিক হবে না।
১৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪২
নূর আলম হিরণ বলেছেন: ডঃ কামালের সাথে মেজর জিয়ার কেমন সম্পর্ক ছিল? জিয়া যখন উনার সংবিধান সংশোধন করেছিলেন তখন উনি কি কিছু বলেছেন?
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭
চাঁদগাজী বলেছেন:
জিয়া সংবোধান ইত্যাদি নিয়ে মাথা ঘামাতেন না, এগুলো ছিল উনার শ্রমিক মৌমাছিদের কাজ।
২০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৮
আলআমিন১২৩ বলেছেন: আলআমিন১২৩ বলেছেন: বিএনপি বা আওয়ামী লিগের সমর্থন ছাড়া ডঃকামাল বা বি চৌধুরী নিজেরাই পাশ করতে পারবেন না এদেশে। এমন কি জামানতও হারাতে পারেন। মিডিয়া এদের নিয়ে যা করছে তা একেবারেই অবাস্তব। হয়তো অন্য কোন উদ্দেশ্য থাকতে পারে। এর মধ্যে সরকারের কোন ট্রিক্সও থাকতে পারে
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯
চাঁদগাজী বলেছেন:
মিডিয়ার বেশীর ভাগ লোকজন ড: কামালের তুলনায় ইডিয়ট; ফলে, ওরা ড: কামাল ফামালদের নিয়ে ম্যাঁওম্যাঁও করতে থাকবে।
২১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১৭
হবা পাগলা বলেছেন: বাংগালী জাতীয়তাবাদ, কিংবা জনগণের অধিকারের সনদ কেমন হওয়া উচিত ছিল? অনুগ্রহ করে বিস্তারিত আলোচনা করবেন।
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪
চাঁদগাজী বলেছেন:
শাসনতন্ত্রে মানুষের ৪ মৌলিক অধিকারের নিশ্চয়তা দেয়ার কথা ছিল; যেমন, ২০ বছরের নীচে কোন মেয়ে, কোন বাসায় কাজ করতে পারবে না, সরকার তাকে পড়াবে; ২০ বছর বয়সে একটি মেয়ে বাসায় কাজ করতে গেলে, তাকে দেশের মিনিমাম বেতন স্কেলের নীচে বেতন দেয়া যাবে না। এইভাবে, শিক্ষা, চাকুরী, চিকিৎসা ও বাসস্হানের নিশ্চয়তা দোয়াই সংবিধানে থাকার কথা ছিল; ড: কামাল যা লিখেছেন উহা আবর্জনা
২২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩২
হবা পাগলা বলেছেন: “শেখ সাহেব মনেপ্রাণে ছাত্রনেতা ছিলেন; তাঁহার সর্বশ্রেষ্ট অদক্ষতার প্রমাণ ছিলো ১৯৭৪ সালের অকারণ দুর্ভিক্ষ; তেমনি তাঁহার আরেক অদক্ষতা ছিল কর্পোরেট আইনজীবি ড: কামাল সাহেবকে জাতির সংবিধান রচনা করতে দেয়া; শেখ সাহেব মনের দিক থেকে ছিলেন বাংগালী জাতীয়তাবাদে বিশ্বাসী; তিনি সংবিধান রচনা করতে দিয়েছেন ক্যাপিটেলিজমের শক্তিশালী যন্ত্র, কর্পোরেশন'এর আইনজীবিকে; ফলাফল ভয়ংকর, ড: কামাল হোসেন উনাকে তৈরি করে দিয়েছেন "দেশ চালনার ম্যানুয়েল", উহা কোন অবস্হায় বাংগালী জাতীয়তাবাদ, কিংবা জনগণের অধিকারের সনদ নয়।’’
বুদ্ধিমান জাতির জন্য লিখিত সংবিধান প্রয়োজন হয়না। উদাহরন সরুপ নিম্নক্ত বাক্য টয়লেটে লিখে রাখার প্রয়োজন নাই
“ টয়লেট ব্যাবহার করার পর টিস্যু ব্যাবহার করতে হবে, কমডের উপরিভাগ টিস্যু দিয়ে পরিস্কার করতে হবে এবং সর্বশেষে ফ্ল্যাশ করতে হবে’’
মানুষ সিদ্ধান্ত নেবে মস্তিস্কের বা প্রজ্ঞা ব্যাবহার করে।
ব্লু কলার চাকুরীজীবী এবং বুদ্ধিহীন জাতির জন্য ম্যানুয়েল প্রয়োজন।
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭
চাঁদগাজী বলেছেন:
সংবিধানের দরকার নেই, সেই রকম জাতি আছে বিশ্বে; তবে, যারা নাম লিখতে পারে না, কাজ করতে চাহে না, চুরি করে, দখল করে, মানুষ মারে, তাদের জন্য সংবিধান ও কঠিন আইনের দরকার আছে।
২৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩৯
হবা পাগলা বলেছেন: আপনি কেমন আছেন? চোখের অবস্থা কেমন?
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮
চাঁদগাজী বলেছেন:
চোখ ভালো হচ্ছে না, আমি ভালো আছি, ধন্যবাদ
২৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৫৩
স্বপ্নীল ফিরোজ বলেছেন:
সাধারণ মানুষের জন্য রাজীতিকদের কোন ভাবনা নেই। তারা ভাবে কেবল ক্ষমতা নিয়ে। এ ছাড়া তাদের কাছে আর কিছু আজ পর্যন্ত শুনিনি।
বাংলাদেশে ভোটার আর আমি নই। সর্বশেষ ভোট দিয়েছিলাম হিলারী ক্লিনটনকে। আমার ভোট আমি দিতে পেরেছি।
বাংলাদেশের মানুষ তার ভোট দিতে পারে না। যাকে ভোট দেবে সে যোগ্য নয়। তাই সামনে কোন আশা নেই। চলছে গাড়ী যাত্রা বাড়ি।
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০
চাঁদগাজী বলেছেন:
বিএনপি "ফেয়ার ইলেকশান" চাচ্ছে, কিন্তু ওদের কাছে "ফেয়ার প্রার্থী" নেই: আছে চোর, ডাকাত, ষরযন্ত্রকারী, অপদার্থ ইত্যাদি
২৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৮
নীল আকাশ বলেছেন: ঠক বাছতে গাঁ উজার অবস্থা। বাংলাদেশের রাজনীতিতে ক্লাউন ছাড়া আর কিছু নাই।
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে দুষ্টরা রাজনীতি দখল করে রেখেছে
২৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১২
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
চা পানি খান, ভাবনা-চিন্তা করেন, সময় আছে!
একদিন আমাদের প্রজন্মের কেউই বেঁচে থাকবে না। সেদিন পৃথিবীর সম্পদ আরো বাড়বে। সেদিনও মানুষ ক্ষমতা ও সম্পদের জন্য মারামারি করবে। এটাই রাজনীতি যা ইবলিশ শয়তানের কথাকেই সত্য প্রমান করবে।
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫
চাঁদগাজী বলেছেন:
ইবলিশের গল্প যদি সত্য হতো, বিশ্বে মানুষ এত কষ্ট করতো না; একা জেনারেল জিয়া ছিলো ৪ কোটী ইবলিশের সমান; জেনারেল এরশাদ ৬ কোটি ইবলিশ থেকেও দুষ্ট; বেগম জিয়া বাংলাদেশের সব ইবলিশদের মা।
২৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২১
ঠাকুরমাহমুদ বলেছেন: তারপরও নৌকা বোঝোই ভোট,
সব ভোট চলে যায় নৌকাতে !!!
ক্লাউন রা ক্লাউনই থিকে যায় !!!
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭
চাঁদগাজী বলেছেন:
কামাল সাহেব ২০০ কোটীর উপর বসে আছে, ডা: বদরুড়োদ্দোজা শ'খানেক কোটীর উপর বসে বিষাক্ত নিশ্বাস ছাড়ছে
২৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০০
লায়নহার্ট বলেছেন: {আমজনতা কথা বলার সুযোগ পায় না, ক্লাউনেরা যেহেতু পায়, তাই তাদের বলা উচিত}
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩
চাঁদগাজী বলেছেন:
দেশের রাজনৈতিক অবস্হা ভালো দিকে নেয়ার মতো চিন্তাভাবনা এদের নেই; এরা আজিবন বেঠিক কাজ করে এসেছে, যা বলে, ভুলই বলে।
২৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৯
নীলপরি বলেছেন: ভালো পর্যালোচনা করেছেন ।
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১
চাঁদগাজী বলেছেন:
এদের ভানাচিন্তা এই দেশের সাধারণ মানুষের জন্য অস্বাস্হ্যকর।
৩০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৩
স্বপ্নীল ফিরোজ বলেছেন:
সহমত। এর থেকে পরিত্রাণের উপায় কী?
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২২
চাঁদগাজী বলেছেন:
তরুণ প্রফেশানাল মানুষ ও সাধারণ মানুষ মিলে দল গঠন করতে হবে।
৩১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৫
নীলসাধু বলেছেন: সত্য কথা। এসব ক্লাউন নির্বাচন এলে মাঠ গরম করেন
সারা বছর দেখা নেই। মানুষের সাথে কোন সম্পর্ক নেই, তাদের কল্যাণে কোন কর্মসূচিতে নেই
দেশ নিয়ে দু কথা নেই
কীভাবে কি হবে তাঁর কোন দিক নির্দেশনা নেই
অথচ নেতা তারা।
ছি ছি।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২১
চাঁদগাজী বলেছেন:
জাতির অশিক্ষাকে পুঁজি করে এরা ভগবান সেজেছে
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১২
পদাতিক চৌধুরি বলেছেন: সহমত, ভোটের সময় এমন বসন্তের কোকিলদের দেখা মেলে।