![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
দুইজন ছোট ইহুদী বাচ্চার সাথে হাসিখুশী ক্যাচালের কাহিনী। দুপুরবেলায় বাসায় ফিরছিলাম, অনেক গরম, রাস্তায় গাছপালা তেমন নেই; একটি ইহুদী বাড়ীর সামনে রাস্তার পাশে, ছোট একটা গাছের তলায়, খুবই ছোট একটা টেবিলে ২ জার লেমোনেইড, গ্লাস, নেপকিন সাজিয়ে রাখা হয়েছে; গরমের সময় বাচ্চারা বাসার সামনে লেমোনেইড বিক্রি করে। বাড়ীটা রাস্তা থেকে বেশ উঁচুতে, আমি দরজার দিকে তাকালাম; ঘরের দরজা খোলা, দরজার পাশে ২ জন ছোট মেয়ে চুপ করে বসেছিল; ১জন ৮/৯ বছরের, অন্য জনের বয়স হয়তো ৭ বছরের মতো হবে; একই চেহারার, নিশ্চিত ২ বোন। আমার চোখে চোখ পড়তেই ছোটটি বললো,
-লেমোনেইড?
-ওকে। আমি লেমোনেড কেনার আগ্রহ দেখালাম।
২ জন নেমে আসলো; বড় বোনটি গোলাপী রংএর লেমোনেইড গ্লাসে ঢালতে যাচ্ছিল; আমি বললাম,
-দাম কত?
-এক গ্লাস মাত্র ১ ডলার, সে উত্তর করলো!
-আমার মনে হয়, তুমি আমাকে ডিসকাউন্ট দামে, ১ ডলারে দুই গ্লাস দিলে ভালো হবে।
-তাতে আমাদের ক্ষতি হবে, মেয়েটি উত্তর করলো।
-লেমোনেড তৈরি করতে তোমাদের কত খরচ হয়েছে?
-আমি জানি না, আমি কিছু কিনিনি, মা কিনেছেন সবকিছু!
-তা'হলে, তুমি কিভাবে লাভক্ষতির হিসেব করছো?
ইতিমধ্যে ১ জন মহিলা দরজার সামনে এসে দাঁড়ায়েছেন; দেখলেই বুঝা যায় এদের মা; মিটিমিট করে হাসছেন, আমাদের কথা শুনছেন নীরবে। লাভক্ষতির হিসেবের কথা শুনে বড় মেয়েটি কনফিুজড হয়ে গেছে; ছোট মেয়েটি বললো:
-তুমি খেয়ে দেখ, এগুলো খুবই ভালো লেমোনেইড, ফলের থেকে তৈরি। সে ঢালতে যাচ্ছিল অন্য জার থেকে, বড়বোন তাকে সাহেয্য করলো; ব্লুবেরী থেকে থেকে তৈরি, খুবই সুস্বাদু; খাওয়া শেষে আমি তাকে ১ ডলার দিলাম, সে খুশী।
-এবার আমার লেমোনেইড খেয়ে দেখো, বড়বোন বললো।
-তুমি তো আমাকে ডিসকাউন্ট দাওনি।
-ঠিক আছে, তুমি ২ ডলারে ২ গ্লাস কেনো, ৩য় গ্লাস ফ্রি!
-তুমি কি আমাকে উট ভেবেছো যে, আমি আরো ৩ গ্লাস লেমোনড খেতে পারবো? উটও ৪ গ্লাস লেমোনেইড খেতে পারবে না।
-অবশ্যই উট ৪ গ্লাস লেমোনেইড খেতে পারবে, উট এক সথে ১০/১২ গ্যালন পানি খেতে পারে, বড়বোন বললো।
-তুমি বেট ধরতে চাও, উট কখনো ৪ গ্লাস লেমোনেইড খেতে পারবে না, আমি জোর দিয়ে বললাম।
-উটের কাছে কি টাকা আছে যে, উট লেমোনেইড খাবে! ছোট বোনটি মন্তব্য করলো।
-উটকে আমি কিনে দেবো, আমি বললাম।
তুমি বেটে জয়ী হতে পারবে না, এখানে কোথায়ও উট নেই, বললো বড় মেয়ে।
-তুমি বেটে হেরে গেছ; তুমি বলেছ যে, উট পানি খায়; উট নিশচয় লেমোনেইড খায় না, ৩ গ্লাস হোক, কিংবা ৪ গ্লাস হোক, আমি বললাম।
-তুমি কি কখনো উটকে লেমোনেইড দিয়ে দেখেছে?
-আমি উট পাবো কো্থায়, উট থাকে মরুভুমিতে!
-তুমি হেরে গেছ, কারণ, মরুভুমিতে প্রাণিরা সব ধরণের পানীয় পান করার কথা, ওখানে পানীয় সহজে পাওয়া যায় না।
মেয়েগুলোর মা এসব আজগুবি কথা শুনে হাসছিলেন; বড় মেয়েকে বললেন,
-মাহালা, তুমি জেন্টেলম্যানকে লেমোনেইড ঢেলে দাও।
আমি খেলাম; ডলার বের করে দিলাম। মেয়ে আরেক গ্লাস ঢালতে যাচ্ছিল, আমি বললাম
-আমি আর খেতে পারবো না।
-এই গ্লাস ফ্রি।
- ফ্রি হলেও আজ আমি আর খেতে পারবো না; আমি কালকে আসবো, তোমাদের সবাইকে ধন্যবাদ।
-ঠিক আছে, কালকে এসো; যদি পার একটা উট নিয়ে আসিও; ভালো থেকো, বড় মেয়ে বললো।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩৩
চাঁদগাজী বলেছেন:
উল্টাপাল্টা রাজনৈতিক ক্যাচাল করতে গিয়ে পেঁচাকে ভুলেই গিয়েছিলাম।
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩৭
চাঙ্কু বলেছেন: মজার কথোপকথন!!
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪৬
চাঁদগাজী বলেছেন:
আমি এটাসেটা নিয়ে কথা বলতে ভালোবাসি।
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪৩
ঢাকার লোক বলেছেন: ভাইত দেখছি হাসিনা খালেদা ছাড়া অন্যদের নিয়েও ভাল লিখতে পারেন! বাচ্চা মেয়েদুটো আপনাকে ভয় পায়নি, অবাক কান্ড!
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪৭
চাঁদগাজী বলেছেন:
পশ্চিমের ছোট বাচ্চারাও ভয় পায় না, সংস্কৃতি
৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫২
মনিরা সুলতানা বলেছেন: পরের বার গেলে আমার এখান থেকে উট ধার নিয়েন
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৬
চাঁদগাজী বলেছেন:
দেখা হলে গল্প জুড়ে দেবো যে, উট নিয়ে রওয়ানা হয়েছিলাম, ট্রাফিক পুলিশ আটকায়ে দিয়েছে।
৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর লেখা। দারুণ উপভোগ্য।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৭
চাঁদগাজী বলেছেন:
আমি কিছু একটা নিয়ে আলাপ করতে ভালোবাসি
৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর লেখা। দারুণ উপভোগ্য। এই ধরনের পোস্ট মালয়েশিয়াতে ঘটা অসম্ভব। এরা বাংলাদেশের মানুষকে অবজ্ঞার চোখে দেখে। এমন কি মালয়েশিয়ার বাচ্চারাও তাই করে। তারা মনে করে আমরা কামলার জাত। ৭০/৮০% মালয়েশিয়ানের চিন্তাভাবনা এরকমই।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০১
চাঁদগাজী বলেছেন:
সবই শিক্ষা ও কালচার; শুনে মনে কষ্ট পেলাম।
৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০০
খায়রুল আহসান বলেছেন: "ঠিক আছে, কালকে এসো; যদি পারো একটা উট নিয়ে আসিও;" -
পরের বার গেলে মনিরা সুলতানা এর সাজেশনটা কাজে লাগতে পারে।
হাসিখুশী ক্যাচাল এর কাহিনীটা বেশ ভাল লাগলো। + +
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০২
চাঁদগাজী বলেছেন:
ছোটদেরকে বুঝে কথা বললে, অনেকক্ষণ হাসিখুশীর আলাপ করা যায়।
৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৮
মোস্তফা সোহেল বলেছেন: ছোট বাচ্চাদের সাথে ক্যাচাল করতে ভালই লাগে।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১০
চাঁদগাজী বলেছেন:
ইন্টারেষ্টিং, এরা কথা চালিয়ে যেতে পারে
৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১১
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বানানো গল্প না সত্যি??
যুক্তিমত ক্যাচাল করার মত ঘিলু আপনার মগজে আছে? মনে তো হয় না.....
শেখ মুজিবের আদর্শ ও মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে পোস্ট দেবেন। ৫-৭দিনের মধ্যে। নয়তো উল্টা পাল্টা লিখে ক্যাচাল বাধিয়ে দেব....
কথাটা মাথায় ইনস্টল মারেন।
আবার পড়েনঃ
শেখ মুজিবের আদর্শ ও মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে পোস্ট দেবেন। ৫-৭দিনের মধ্যে। নয়তো উল্টা পাল্টা লিখে ক্যাচাল বাধিয়ে দেব....
কথাটা মাথায় রাখবেন।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৭
চাঁদগাজী বলেছেন:
ওসব বিষয় আপনার জন্য কঠিন হয়ে যাবে, মনে হচ্ছে!
উট কি লেমোনেইড পান করে?
১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৫
রাজীব নুর বলেছেন: লেমোনেইড টা কি জিনিস?
লেবু দিয়ে বানানো সরবত?
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৮
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশী শরবতই লেমোনেইড, বিদেশে বিবিধ ফলের রসও মিশায়
১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৫
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: উট সব খায়।
আপনিও সব খান, খেয়ে উল্টা পাল্টা বকেন।
চাঁদগাজী লিখবে,
শেখ মুজিবের আদর্শ ও মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে চাঁদগাজী পোস্ট দেবে। এক সপ্তাহের ভেতর।
নয়তো ডলা খাবেন।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫০
চাঁদগাজী বলেছেন:
আমি শেখ সাহেবের আদর্শ নিয়ে কথা বলতে পারবো।
মুক্তিযু্দ্ধের কোন আদর্শ থাকার কথা নয়; মুক্তিযুদ্ধকে ঘিরে ছিল বিশাল আশা, আকাশ পরিমাণ স্বপ্ন, পরিকল্পনা, উৎসাহ, উদ্দীপনা
১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৬
নীল আকাশ বলেছেন: চাঁদগাজী ভাই প্লিজ আপনি এইসব রম্য লেখা শুধু লিখবেন। কি যে ভালো লাগে পড়তে ?
আপনি আমার অত্যন্ত পছন্দের একজন সিনিয়র ব্লগার। আমরা আপনার লেখা পড়ি নতুন কিছু শেখার জন্য।
আপনার উল্টাপাল্টা রাজনৈতিক ক্যাচাল আর প্যাচাল শুনতে যেয়ে আমরা আপনার পরিচিত পেঁচাকে প্রায় ভূলে গিয়েছিলাম।
আমরা আমাদের পরিচিত পেঁচাকে চাই, প্রতিদিন।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫২
চাঁদগাজী বলেছেন:
চেষ্টা করবো; জীবন কঠিন, তার উপর কঠিন বিষয় সব সময় ভালো লাগার কথা নয়; মানুষ নিজকে সহজ কিছুর মাঝে আবিস্কার করতে চান।
১৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৩
আহলান বলেছেন: এখানে ইহুদির ভুমিকা কি?
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৩
চাঁদগাজী বলেছেন:
তেমন কোন ভুমিকা নেই; ওদের বাচ্চারা ছোটকাল থেকে ফাইন্যান্স বুঝে, এটাসেটা বিক্রয় করে, মনাুষের সাথে ভালো ব্যবহার করতে শিখে।
১৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৩
যাযাবর চখা বলেছেন: আপনে কি খালি মেয়েদের (ছোট/বড়) সাথেই ক্যাচাল করেন? কোন ছেলের সাথে ক্যাচালের কাহিনি তো দেখি না, নাকি ছেলেদের সাথে ক্যাচালে ভয় পান?
এইবার ছেলেদের সাথে ক্যাচালের কাহিনি বলেন।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৬
চাঁদগাজী বলেছেন:
আসলে, জীবনে সবকিছুই ঘটে; মেয়েদের ব্যাপারগুলো স্নিগ্ধ
১৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২০
সনেট কবি বলেছেন: ওরা জন্ম থেকেই অর্থপ্রেমী। ভাল বিষয় হাইলাইট করেছেন।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৭
চাঁদগাজী বলেছেন:
ওরা অর্থের সাথে যুক্ত, ওরা ছোটকাল থেকে ব্যবসা বুঝে।
১৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৯
অপর্ণা মম্ময় বলেছেন: শিরোনামে " ইহুদী" এই শব্দ ব্যবহারের রিজন কী?
রাজনৈতিক টপিক ছাড়া অন্য ধরণের ব্লগ আপনাকে কমই লিখতে দেখি। পাঠকের প্রতিক্রিয়ার কমেন্ট দ্রষ্টব্য - আপনাকে হুমকি দেয় কেন?
অন্য টপিকে লেখেন, একটা ছবি ব্লগ পোস্ট দেন যেখানে থাকেন, আশেপাশের বিষয় নিয়ে। আমি আর টাইম লিমিট দিলাম না, এক সপ্তাহ না দুই সপ্তাহ। সময় নিয়ে লেখেন।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৪
চাঁদগাজী বলেছেন:
ঠিক আছে, আমার আশপাশ নিয়ে লিখবো। ইহুদী বাচ্চাদের জীবন অন্যদের থেকে একটু আলাদা; এরা কঠোর নিয়মের মধ্য দিয়ে বড় হয়।
ব্লগার "পাঠকের প্রতিক্রিয়া" একটু ফেসবুকীয় স্টাইলের ব্লগার।
১৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৯
ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ চাঁদ গাজী- সে কি ! আপনি ইহুদি বাচ্ছাদের কাছ থেকে লেমোনেড কিনে খেলেন ? জানেন না ইহুদি-নাসারারা মুসলিমদের শত্রু ? আপনার ঈমান ঠিক আছে তো ?
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৯
চাঁদগাজী বলেছেন:
আমার মতে ইহুদীরা খুবই ভালো মানুষ; ওরা সাধারণ কম মিশে; কিন্তু খুবই ভালো মানুষ।
১৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৬
নাজিম সৌরভ বলেছেন: আমি এ পর্যন্ত ইহুদী দেখলাম আর তাদের কথা শুনলাম, তারা সবাই ভদ্র ও ভালো, এই হালারা কেমনে ফিলিস্তিনিদের নৃশংসভাবে হত্যা করতে পারে বুঝলাম না।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৩
চাঁদগাজী বলেছেন:
ফিলিস্তিনের ইতিহাস সঠিকভাবে বুঝলে ব্যাপারটা পরিস্কার হবে। বৃটিশ কলোনীতে, ইসরায়েলের জন্মে বাধা দেয়া, ও ১৯৪৮ সালের ১৪ই মে( জন্মর দিন) ইসরায়েল আক্রমন ছিল আরবদের বড় ভুল।
১৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৮
জাহিদ অনিক বলেছেন:
ঠেকায় পড়লে উটেও লেমনাইড খায় -----------------
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৪
চাঁদগাজী বলেছেন:
মেয়ে সেটা ধরে নিয়ে, আমাকে বেটে পরাজিত হিসেবে ঘোষণা করেছে।
২০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১২
জাহিদ হাসান উঃচেঃ বলেছেন: আমাদের উচিত সকলের চিন্তাভাবনা করে সকল কাজ করা । আর লেখা হতে হবে সহনশীল পর্যায়ে ।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৬
চাঁদগাজী বলেছেন:
মানুষের চরিত্র সরল হলে, দুনিয়াটাকে সরল চোখে অবলোকন করা সম্ভব; সরলতাই জীবনের লক্ষ্য হওয়ার দরকার।
২১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৩
পদাতিক চৌধুরি বলেছেন: বেশ মজা পেলাম । তবে পরেরবার উট না পেলে আমি আপনার লেমোনেইড খেতে যাওয়ার দলের সাথী হব।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৮
চাঁদগাজী বলেছেন:
সময় যাচ্ছে, সেই রাস্তায় আর যাওয়া হয়নি; গেলে দেখা হবে, প্রতিদিন বিকেলে ওরা ঘরের সামনে সেজেগুজে বের হয়।
২২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৩
ওমেরা বলেছেন: চাঁদগাজী ভাইয়া ভাল লেগেছে।কিন্ত এটা কোন ক্লাসের লিখা, ৩য় ক্লাস নাকি ৪র্থ ক্লাস?
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০
চাঁদগাজী বলেছেন:
এগুলো ক্লাশহীন, এখানে সরল জীবন আছে, মানুষের ছোটখাট কাহিনী আছে, এটুকুই
২৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৩
মাহমুদুর রহমান বলেছেন: ভালো লেগেছে।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১
চাঁদগাজী বলেছেন:
সব মানুষই সাধারণ কিছুকে সহজে গ্রহন করেন
২৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৩
আমি ব্লগার হইছি! বলেছেন: খুব ভালো লাগলো।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫২
চাঁদগাজী বলেছেন:
এসব ছোটখাট ব্যাপারগুলো আমার কাছেও খুব ভালো লাগে
২৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৭
করুণাধারা বলেছেন: আপনার এইসব ক্যাচাল কাহিনী খুব সুখপাঠ্য হয়।
আচ্ছা, আপনি জানলেন কি করে ওটা ইহুদি বাড়ি? কোন চিহ্ন ছিল?
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৫
চাঁদগাজী বলেছেন:
ওদের কাপড় চোপড় আলাদা, ভাষা আলাদা, ওরা এক এলাকায় থাকে; ২/৪ বাড়ী পরপর সিনাগগ থাকে; সহজে চেনা যায়।
২৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১০
অচেনা হৃদি বলেছেন: আপনার ঝামেলা করার মহিলাদের বয়স দেখছি দিনদিন কমছেই। প্রথম পড়েছিলাম পুর্নবয়সীর সাথে ক্যাচালের গল্প। তারপর কিশোরীদের সাথে ক্যাচাল, তারপর ১২ বছরের মেয়ে, এখন ৭-৮ বছরের মেয়ের সাথে।
হায় আল্লাহ, পরের পোস্টে কি ৪-৫ বছরের মেয়েদের সাথে ক্যাচালের গল্প বলবেন?
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৭
চাঁদগাজী বলেছেন:
মেয়েরা কম বয়সেই ছেলেদের থেকে বেশী জানে, বেশী বুঝে
২৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৬
ঠাকুরমাহমুদ বলেছেন: উট নিয়ে যাওয়া যদি সম্ভব হতো আমি নির্ঘাত একটি উট নিয়ে যেতাম, বাচ্চাদের উট নিয়ে বলতাম তেমারা লেমনেইড খাওয়াতে থাকো আমি ডলার দিচ্ছি !!!
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮
চাঁদগাজী বলেছেন:
হাসিখুশীর কথায় রাজ উজির থাকে সব সময়
২৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা সবসময় আপনি মানুষের সাথে রসিকতা করে কথা বলেন। ভালো গুণের মধ্যে এটি অন্যতম গুণ মনে হয় আমার কাছে।
এখন উট কোথায় পাবেন!!!!
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০০
চাঁদগাজী বলেছেন:
মাইল দশেক দুরে একটা চিড়িয়াখানা আছে
২৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৬
রাতু০১ বলেছেন: দারুণ উপভোগ্য।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০১
চাঁদগাজী বলেছেন:
ছোটরা ফান পছন্দ করে, কিছু বলতে চায়।
৩০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: তাঁরা বাচ্চাকাচ্চাদের ফ্যামিলি থেকে কাজ কর্ম, ব্যবসা-ট্যবসা শেখায়। আমরা শেখাই ছোটলোকি, বড়লোকি....
বাচ্চাদের সাথে আপনার ক্যাচাল কাহিনী ভালো লেগেছে।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৪
চাঁদগাজী বলেছেন:
ইহুদী বাচ্চারা খুবই ছোটকাল থেকে পারিবারিক সব কাজে অংশ নেয়; তারা রাস্তায় বের হওয়ার সময় ভালো কাপড় পরে, মানানসই হয়ে রাস্তায় বের হয়; রাস্তায় কোন ধরণের দুষ্টামী করে না।
৩১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২১
জুনায়েদ বি রাহমান বলেছেন: পাঠকের প্রতিক্রিয়া বলেছেন: শেখ মুজিবের আদর্শ ও মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে পোস্ট দেবেন। ৫-৭দিনের মধ্যে। নয়তো উল্টা পাল্টা লিখে ক্যাচাল বাধিয়ে দেব....
@আমিও চাই, শেখ সাহেবের আদর্শ নিয়ে আপনি লিখুন।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৪
চাঁদগাজী বলেছেন:
মানুষের বড় কর্মের মাঝে তাঁদের আদর্শ প্রতিফলিত হয়; ৯৫% আওয়ামী লীগার শেখ সাহেবের আদর্শ দেখতে পায় না; প্রশ্ন করলে উত্তর দিতে পারে না
৩২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৮
আখেনাটেন বলেছেন: ছোটোদের সাথে আপনার এই মজারু খুনসুটিগুলি ভালো পাই। যাপিত জীবনে কিছু বৈচিত্র না থাকলে হয়। মরা গাছের মতো বেঁচে থাকাতে কোনো মজা আছে নাকি।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৭
চাঁদগাজী বলেছেন:
আমি হাসিখুশী লোকজন পছন্দ করি, যারা আলাপী তাদের সাথে কথা বলতে ভালোবাসি
৩৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩২
হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার!
বাচ্চাদের সাথে ক্যাচাল করা বেশ মজার, তাই না??
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৬
চাঁদগাজী বলেছেন:
ইহুদী বাচ্চারা রাস্তায় অনেকটা অফিসিয়েল ধরণের, ওরা সাধারণত মানুষের সাথে খুব একটা হাসিখুশী নয়, কথাবার্তায় অফিসিয়েল টাইপের।
৩৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৮
লায়নহার্ট বলেছেন:
{উট পেপসি, কোকাকোলা সব খায়}
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৫
চাঁদগাজী বলেছেন:
আমি জানি, বেটে আমার পরাজিত হওয়ার কথা
৩৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০২
জাদিদ বলেছেন: হা হা হা। দারুন। আপনার রসবোধের আমি একজন ফ্যান।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, ঘটে যাওয়া এটাসেটা মানুষের মনের উপর প্রভাব ফেলে অনেক সময়
৩৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৮
পুলক ঢালী বলেছেন: হা হা হা দারুন লিখেছেন খুব মজা লাগলো । ইহুদীদেরকে এমনি দেখলে চেনা যায়না। জে এফ কে এয়ারপোর্টে ইমিগ্রেশনে ঢোকার আগে অদ্ভুদ এক বাশির সুরে চমকে উঠে তাকিয়ে দেখলাম একটা টেবিল একটা ব্যনার আর দুজন বয়স্কলোক এক তরুন তরুনীর কাপলকে শঙ্ক বাজিয়ে কি বলার পরে ওরা ইমিগ্রেশনে প্রবেশ করল। ব্যানারে জেজুইট শব্দটা দেখে বুঝলাম ইহুদী বাকিটা কিছুই বুঝিনি। ওদের কি কোন চিহ্ন অাছে আপনি ইহুদী বাচ্চাদের চিনলেন কি করে। ঐদিন আমি প্রথম ইহুদী মানুষ দেখলাম।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৩
চাঁদগাজী বলেছেন:
আমি ইহুদীদের দেখলেই চিনে ফেলি; ওদের কাপড় চোপড় ও চলাফেরা আলাদা; ওরা দ্রুত হাঁটে, ছোট ছেলেমেয়েরা অফিসিয়েল কাপড়ের মতো কাপড় পরে।
৩৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাচ্ছারা দেখি খুব বুদ্ধিমান ছিল।
আপনি লিখেছেনও মজা করে।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫১
চাঁদগাজী বলেছেন:
মানুষ সম্পর্কে, ইহুদীদের বাচ্ছারা মনে হয় সব বাচ্ছাদের থেকে বেশী ধরণা রাখে, ৩ ভাষায় কথা বলে: ইংরেজী, হিব্রু ও আরবী
৩৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৩
শিখণ্ডী বলেছেন: ইহুদিরা যে ব্যবসায়ীর জাত সেটি ছোট্ট বাচ্চাদের কথাতেই ফুটে উঠেছে। লিখেছেন খুব উপভোগ্য করে।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৪
চাঁদগাজী বলেছেন:
তারা ব্যবসায়ী জাতি এবং মানুষের সাথে ভালো ব্যবহার করে।
৩৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৩
কানিজ রিনা বলেছেন: আমি একবার জার্মান ইহুদী পরিবারের
সাথে পরিচিত হয়ে ছিলাম, তাদের আলাপ
আলাচনায় স্পষ্ট বললো তারা ইসরাইলের
ইহুদীদের পছন্দ করেনা। যেমন আমরা
বাংলাদেশীরা পাকিস্তানিদের পছন্দ করিনা।
যাক আপনার এলেখায় একঘেয়েমী জিয়া
খালেদার কুৎসা নাই। আমি আবার কুৎসা
কারী মানুষ দেখতে পারিনা।
বিশেষ করে বাংলার বৃহদ দুটি দলের নিয়ে
কুৎসা অতীতের পচা ধচা তুলে এনে গন্ধ
ছড়ানো ঘৃনা করি। জাতীর পিতা ও জিয়ার
মত নেতা এ বাংলায় আর জম্ম হবেনা।
সেই সাথে খালেদা হাসীনা এই দুই নেত্রীর
দলের লোক দুইজনকে পচিয়ে দিয়েছে।
কিন্তু কেন জানি মনে হয় এই দুই নেত্রীর
পরে আর কোনও ভাল নেতা তাদের বংশে
নাই।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০৭
চাঁদগাজী বলেছেন:
আমি আপনার মেয়ের সফলতা কামনা করছি, ড: কামাল হোসেনের মেয়ের সফলতা কামনা করছি; জেনারেল জিয়া দেশকে ভুল পথে নেয়ার কারণে, ১ কোটী বেশীর মেয়ে চাকরাণী ও ঝি'তে পরিণত হয়েছে; আপনারা এগুলো বুঝতে পারছেন না।
৪০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০২
কাওসার চৌধুরী বলেছেন:
রাজনৈতিক লেখার চেয়ে আপনার রম্যগুলো আমার বেশি ভাল লাগে৷রম্যে আপনার ডায়লগগুলো খুব সাদামাটা হলেও এর গভীরতা অনেক৷শিক্ষনীয়ও বটে৷আপনার লেখাগুলো পড়ে আমার অনেক উপকার হয়, অনেক রহস্য ভেদ করার চেষ্টা করি৷এজন্য একদিন আপনাকে বলেছিলাম রম্য লেখার জন্য৷তবে আজকের বিষয়টি নিয়ে একটি কথা বলবো আশা করি কিছু মনে করবেন না ৷
আপনি যে বাক্য দিয়ে লেখাটি শুরু করেছেন তা আমার মনোপূত হয়নি; একে তো দু'টি ইনোসেন্ট বাচ্চাকে নিয়ে কাহিনী তার উপর এদের চিন্তা ভাবনা দারুণ পজেটিভ৷অন্যদিকে ধর্মীয় পরিচয়ের উর্ধে উঠে মানুষকে জাজ করা বাঞ্ছনীয়৷যদি ধর্মের পরিচয়টা লেখাটিকে আরো গতিশীলতা আনতে সহায়ক হয় তবে তার উপস্থাপনা অন্যভাবেও করা সম্ভব ৷
আশা করি, কথাটি বলার কারণটি অনুমান করতে পেরেছেন; এটি আমার মতামত মাত্র৷আপনি অনেক অভিজ্ঞ মানুষ৷আপনার বিবেচনায় যদি তা সঠিক হয়ে থাকে তাতে আমার কোন আপত্তি নেই৷শুভ কামনা রইলো আপনার জন্য ৷
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১০
চাঁদগাজী বলেছেন:
আপনি বলেছেন, "আশা করি, কথাটি বলার কারণটি অনুমান করতে পেরেছেন; "
-না, আমি অনুমান করতে পারিনি।
৪১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৪
কাওসার চৌধুরী বলেছেন: শিরোনামে একটি টাইপো আছে, "বাচ্চাদের" হবে ৷
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১৩
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, ঠিক করেছি
৪২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৭
ক্লে ডল বলেছেন: আপনার হাসিখুশী ক্যাচালের কাহিনী ভাল লাগল। হাসিখুশী ক্যাচাল হলে তো ভাল কথা। রেগে মেগে ক্যাচাল হলেই সমস্যা।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১৪
চাঁদগাজী বলেছেন:
পশ্চিমের লোকেরা সহজে রাগে না
৪৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২১
প্রামানিক বলেছেন: বাচ্চাদের সাথে কথোপোকথন খুব ভালো লাগল। মজাই পেলাম। ধন্যবাদ চাঁদগাজী ভাই।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১২
চাঁদগাজী বলেছেন:
আমি সব সময় কিছু একটা নলার চেষ্টা করি; এসব দেশে লোকজন আলাপ করতে পছন্দ করেন।
৪৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৩
ইব্রাহীম আই কে বলেছেন: ওদের কথাতেই ওদের মেধার পরিচয় পাওয়া যায়।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০৪
চাঁদগাজী বলেছেন:
অনেক দেশের বচ্চারা বেশ ধারণা রাখে অনেক বিষয়ে
৪৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৫২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনার নিজের নাতী-নাতনীর গল্প কি করা যায়?(যদি থেকে থাকে!)
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৩০
চাঁদগাজী বলেছেন:
আমি আসলে, নিজের পরিবার নিয়ে কখনো কিছু লিখিনি; নিজেদের সম্পর্কে লিখা হয়তো বেশ কঠিন।
৪৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২৯
মিথী_মারজান বলেছেন: বাচ্চাদের সাথে কি দারুণ খুনসুটি!
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১১
চাঁদগাজী বলেছেন:
বাচ্চারা স্মার্ট সব সময়
৪৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহা। কনভার্সেশনগুলো লেমোনাইডের চাইতেও সুস্বাদু ছিল 'যদি পারো আসার দিন একটা উট নিয়া এসো।' ওরাও আপনার মতোই উইটি।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১১
চাঁদগাজী বলেছেন:
ইহুদী বাচ্চারা কথা চালিয়ে যেতে পারে সমতালে।
৪৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৩
তারেক ফাহিম বলেছেন: এইতো দেখছি রসিক মানুষ।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৪
চাঁদগাজী বলেছেন:
আমি সুযোগ পেলে আলাপ টালাপ করার চেষ্টা করি
৪৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫০
জসীম অসীম বলেছেন: লেখাটি সত্যিই উপভোগ্য। আমি উপভোগ করেছি লেখার বুনন ও রস। অসাধারণ। ইহুদী বাচ্চারা জিনিয়াস হয়, এ কথা সারাবিশ্বেই প্রচলিত। অ্যানা ফ্রাঙ্কের দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডায়েরি পড়লেও তা বিশ্বাস হয়। সত্য অথবা কল্পনা সে যা-ই হোক না কেন: বিষয়টি চিত্রিত হয়েছে যথার্থভাবেই। মূলত এ জন্যই এমন ভালো লাগা। মঙ্গল কামনা করছি আপনার। ভালো থাকুন।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০০
চাঁদগাজী বলেছেন:
মানুষের জীবনের সহজ ঘটনাগুলোই বড় গল্প।
৫০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৬
সামিয়া বলেছেন: অভিজ্ঞতায় ভালোলাগা, মনে হল ভালো কিছু মুহূর্ত স্পেন্ড করেছেন বাচ্চাদের সাথে।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০১
চাঁদগাজী বলেছেন:
সামান্য ভালো সময়!
৫১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৮
শোভন শামস বলেছেন: চমৎকার আইডিয়া
শুভেচ্ছা রইল
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৪
চাঁদগাজী বলেছেন:
শুভেচ্ছা
৫২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩
hayet777 বলেছেন: জনাব, ইহুদী বাচ্চা বলতে আপনি কি বোঝেন
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৩
চাঁদগাজী বলেছেন:
উহুদী বাবা-মায়ের সন্তান
৫৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
জুন বলেছেন: আপনার লেখাটি অনেক মজার কিন্ত শিরোনামটি ভালোলাগলো না চাদগাজী । তাদের ধর্মীয় পরিচয়টি না দিলেও চলতো মনে হয়। আর দিলেও শেষে লিখতে পারতেন জাতিতে ইহুদী হওয়ায় ছোট থেকেই তারা অনেক বৈষয়িক। এটা আমার মত । আশাকরি কিছু মনে করবেন না
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৪
চাঁদগাজী বলেছেন:
না, কিছু মনে করিনি; আপনার পোষ্ট টোষ্ট নেই অনেকদিন
৫৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৪
hayet777 বলেছেন: গাজী সাহেব Ethnic complex এ আছেন,বোঝা গেলো
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৫
চাঁদগাজী বলেছেন:
সঠিক
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩২
স্রাঞ্জি সে বলেছেন:
অনেকদিন পর পিয় পেঁচা রে দেখতে পেলাম সকাল সকাল......