![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
শেখ সাহেব বাকশাল করে, ক্যাপিটেলিষ্ট মনোভাবের বাংগালীদের শত্রু হয়েছিলেন; আওয়ামী লীগে, শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেব ব্যতিত সবাই পেটি-ক্যাপিটেলিষ্ট মনোভাবের লোক ছিলো; সেটা প্রমাণ করার জন্য আমাকে বেগ পেতে হবে না, আপনারা নিজেরাই আমার আগে প্রমাণ করে ফেলবেন; এখন(২০০৯-২০১৮), বাংলাদেশে সুপার ধনীদের প্রকোপ ও বৃদ্ধির শতকরা হার ১৭.৩ ভাগ; শেখ সাহেব দরিদ্রদের কাছে জনপ্রিয়তা হারায়েছিলেন ১৯৭৪ সালের দুর্ভিক্ষে; পেটি-ক্যাপিটেলিষ্ট (ব্যবসায়ী, মিলিটারী অফিসার, ব্যুরোক্রেট) মনোভাবের লোকদের কাছে উনি জনপ্রিয়তা হারায়েছিলেন ১৯৭৫ সালে; মৃত্যুর আগে উনি কাহাদের কাছে জনপ্রিয় নেতা ছিলেন?
বাকশালের গুরু কি নিজের মেয়ের কাছে আদর্শ? মোটেই না, অর্থনীতি ও ফাইন্যান্সের দিক থেকে শেখ হাসিনা জেনারেল জিয়ার অনুসারী। শেখ সাহেব বাকশাল প্লাটফরম তৈরি করেছিলেন বাংগালী সংস্কৃতির সাথে মিল রেখে আধা সোস্যালিজম কায়েম করার জন্য; উনি দেখেছিলেন, রাশিয়ানরা ও চীনারা কিভাবে বড় জাতিতে পরিণত হয়েছিলেন; তিনি বাংলার হতভাগ্যদের ভাগ্য ফেরাতে চেয়েছিলেন; কিন্তু বাংলাদেশের ধনী ও এলিটরা সাধরণ বাংগালীদেরকে দাস ও তাদের মেয়েদের চাকরাণী বানানোর পরিকল্পনা নিয়ে ব্যস্ত ছিলো।
বাংগালী রিক্সা-ড্রাইবারও ক্যাপিটেলিষ্ট মনোভাবের, ওরা সোস্যালিজমকে ভয় পায়, তারা মনে করে যে, তাদের রিক্সাটা সরকারের মালিকানায় চলে যাবে, বউটা জনতার বউ হয়ে যাবে।
বর্তমান বিশ্বের মরালহীন মানুষ হলো, চীনের সরকার, চীনের ক্যাপিটালিষ্টরা; ওদের দল হলো কম্যুনিষ্ট পার্টি, নিজেরা হলো গলাকাটা জাতীয়তাবাদী ক্যাপেটেলিষ্ট; ওদের সুপার ধনীদের প্রকোপ ও বৃদ্ধির শতকরা হার ১৩.৪ ভাগ; কিন্তু বাংগালীদের হার হচ্ছে ১৭.৩; কাদের কাছে সম্পদ বেশী, জমি বেশী, পড়ালেখা বেশী, টেকনিক্যাল জ্ঞান বেশী? গড়ে একজন বাংগালী কত ঘন্টা কাজ করে, ১ জন চাইনীজ কত ঘন্টা কাজ করে? রিক্সার মত যানের পেছনে সময় দেয়ার মত অবস্হানে আছে কিনা চীনারা? সারা বিশ্বের জন্য মালামাল তৈরি করে দিচ্ছে চীন; কত শত পোর্ট আছে, কত শত কন্টেইনার জাহাজ প্রতিদিন চীনের বন্দর থেকে বের হচ্ছে? কত কোটীর জন্য প্রতি বছর এপার্টমেন্ট ও রাস্তা তৈরি হচ্ছে? তারপরও, তাদের সুপার ধনীদের প্রকোপ ও বৃদ্ধির শতকরা হার বাংলাদেশীদের চেয়ে কম; আমাদের কিন্তু বেশী।
আমেরিকার সুপার ধনীদের প্রকোপ ও বৃদ্ধির শতকরা হার ৮ ভাগ; বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় সরকারের কাছে খাস জমি ছিল ১২ লাখ একর; আমেরিকার একটা কর্পোরেশন, ইন্টারন্যাশনাল পেপারের কাছে আছে ১১০ লাখ একর জমি; টেড-টার্ণারের কাছে আছে ৩০ লাখ একর; এই ২ জাতির প্রাকৃতিক সম্পদ সম্পর্কে একটা ধরণা পেলেন? এরপর,ও যদি বাংগালার সুপার ধনীদের প্রকোপ ও বৃদ্ধির শতকরা হার ১৭.৩ ভাগ হয়, কিভাবে হিসেব মিলাবেন, বাংগালী ধনীদের হাতে সম্পদ আসছে কোথা থেকে?
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩২
চাঁদগাজী বলেছেন:
মাসে ২০ লাখ টাকা বেতন নিয়েও কেহ ২০০ কোটী টাকার মালিক হতে পারবে না, বিলিয়ন ডলারের মালিক হতে পারবে না; ধনীদের হাতে সম্পদ আসছে কোথা থেকে? কিসব অর্থনৈতিক নিয়মের ফলে, তাদের হাতে সম্পদ চলে যাচ্ছে?
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৪
আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী
দারুন বলেছন --- "বাংগালী রিক্সা-ড্রাইবারও ক্যাপিটেলিষ্ট মনোভাবের, ওরা সোস্যালিজমকে ভয় পায়, তারা মনে করে যে, তাদের রিক্সাটা সরকারের মালিকানায় চলে যাবে, বউটা জনতার বউ হয়ে যাবে।"
তার যে কোনটাই যাবেনা, একথা তখন শেখ সাহেব ঠিকঠাক জনগণকে বোঝাতে পারেন নি কিম্বা বোঝাতে চাননি । আরো অনেক ফ্যাক্টর আছে অবশ্য । যদি পারতেন তবে এই ভিখিরীর দেশে মূর্খ জনতার হাড়মাংশ চুষে ১৭% হারে বেড়ে ওঠা অতিধনীদের দেখা মিলতোনা । দেখা মিলতো নাগরিক সব অধিকার ভোগী বৃহৎ এক জনগোষ্ঠীর ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৮
চাঁদগাজী বলেছেন:
সত্যিকথা বলতে কি, এই সুপার ধনী প্রকোপে পাকিস্তানও ভুগছে না; আমাদের জাতিটাকে কিছু বাংগালী আরব ও মালয়ীদের ক্রীতদাস ও নিজেদের জন্য ঝি ও চাকরাণীর জাতিতে পরিণত করেছে।
আমাদের শেখ সাহেব ছিলেন ভালো ছাত্রলীগার, এটুকুই; সেজন্য বাকশাল সম্পর্কে মানুষকে বুঝানোর কথা ভাবেননি
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৮
অভিশপ্ত জাহাজী বলেছেন: টপিক যদি হয় শুধুই শেখ পরিবার নিয়ে তাহলে আমার খুব একটা আপত্তি নেই। তবে টপিক যদি হয় সুপার ধোনি ব্যাপারটা কিছুটা হলেও আপত্তি আছে। কারণ পক্ষপাতিত্ত হয়ে গেলো। পিতা-কন্যার সময়কাল ছাড়া বাকি সময় গুলোতে দেশের অর্থনীতি খুব বেশি স্বচ্ছ ছিল সে কথা বলতে পারবেন না। কেউ কিছুটা খারাপ আবার কেউ অনেকটাই খারাপ। তাই আমি মনে করি লিখলে সবাইকে নিয়েই লিখা উচিত।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০০
চাঁদগাজী বলেছেন:
৮ম শ্রেণীর পাটি গণিত, বীজগণিত ও জ্যামিতি পড়েন কিছুদিন; তারপর এসে পোষ্ট আবার পড়িয়েন।
৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪২
ল বলেছেন: সুন্দর ও বিচক্ষণ একটি পোস্ট দিলেন স্যার, ছোট্ট পরিসরে অনেক তথ্য পাওয়া গেল
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০১
চাঁদগাজী বলেছেন:
আমি এই ধরণের কমেন্ট পছন্দ করি; অন্যেরা এই কমেন্টেকে কপিপেষ্ট করলে উনাদের সময় বেঁচে যাবে।
৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০০
ডার্ক ম্যান বলেছেন: আমিও সুপার ধনী হতে চাই। ব্যাংক থেকে লোন নিয়ে বিদেশে পাড়ি জমাতে চাই
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৩
চাঁদগাজী বলেছেন:
মুহিত সাহেবর ভাই আসবে শীঘ্রই, সুযোগ আসবে, অপেক্ষা করেন; শেখ হাসিনা গাধার বাজার বসাবেন
৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৮
প্রশ্নবোধক (?) বলেছেন: দরবেশ বাবাদের তালিকা দেখছি বেশ দীর্ঘ হচ্ছে।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৪
চাঁদগাজী বলেছেন:
দরবেশ, বসুন্ধরা, ওরিয়ন, সামিট পাওয়াররা বাচ্ছা দিচ্ছে; দেশে ভায়াগ্রার ফ্যাক্টরী খুলেছেন এরশাদ সাহেব।
৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৮
ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই, প্রতারণা নিয়ে থিসিস করতে হলে বাংলাদেশ সাবজেক্ট প্লট হিসেবে প্রথমে আসবে ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৬
চাঁদগাজী বলেছেন:
বিশ্ব কানাচোখে দেখছে, ঝুড়ির তলা আমেরিকা গিয়ে ঠেকেছে; সুইজারল্যান্ড, কানাডায় গিয়ে লেগেছে
৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পোস্টে এত প্রশ্ন কেন??
অর্থনীতি ও ফাইন্যান্সের দিক থেকে শেখ হাসিনা জেনারেল জিয়ার অনুসারী, এটা ঠিক। তবে, সমস্যাটা হল দুর্নীতি।।
সদিচ্ছা ও সচ্ছতা থাকলে, ক্যাপিটালিজম বা সোস্যালিজমক অথবা আমাদের মত মিশ্র যে কোনটাতেই প্রান্তিক মানুষদের উন্নয়ন সম্ভব।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৮
চাঁদগাজী বলেছেন:
প্রশ্ন গুলো অর্থনীতিবিদদের জন্য, তাঁদেরকে করা হবে সামনের দিনগুলোতে; আজকে আপনার জন্য ফাঁস করা হয়েছে।
৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৩
হাসান কালবৈশাখী বলেছেন:
দেশের অর্থনীতির গতি, ভলিয়ুম গত দশ বছর জাবত ধারবাহিক ভাবে বেড়েছে।
পৃথিবীর অন্যান্ন দেশের চেয়ে বাংলাদেশ বেশী গতিতে এগিয়েছে।
বার্ষিক বাজেট বরাদ্দও প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বেড়েছে, ৩০ হাজার কোটি থেকে বর্তমানে ৫ লাখ কোটি।
মুদ্রাস্ফিতির কারনে বাড়েনি, প্রকৃতই বেড়েছে, কারন টাকা-ডলার বিনিময় ৮০-৮২-৮৪ র ভেতরে ঘোরাফেরা করেছে।
অর্থাৎ অর্থনীতির ভলিয়ুম ও আয় প্রকৃতই বেড়েছে।
গ্রামে যার ছোট একটি ছোট ছনের ঘর ছিল তার ৫ রুমের পাকা বাড়ী হয়েছে। বিদ্যুৎ লাইন এসেছে, বাসায় ফ্রিজও আছে।
ঢাকায় আমার একতালা টিনের ঘরটি এখন ৬ তলা, ১৮টি এপার্টমেন্ট।
প্রথমআলো খুব চতুরতার সাথে লিখেছে ৫% আরো বেশী দরিদ্র হয়েছে।
কিন্তু এই কথাটি এফারমেটিভ ভাবে লিখলে বলা যায় ৯৫% সাধারন মানুষের আয় বৃদ্ধি পেয়েছে।
ওয়েলথএক্স বলেছে ধনীর সংখা বেড়েছে, তাদের এই পরিসংখানে ধনের পরিমান বিবেচিত হয় নি। শুধু ধনীর সংখা বৃদ্ধি।
৯৫% সাধারন মানুষের আয় বৃদ্ধি পেলে সংগত কারনেই ধনীর সংখা বৃদ্ধি পাওয়ার কথা।
২০০৬ এ একজন গার্মেন্টস শ্রমিকের বেতন ৯০০টাকা ছিল এখন ৮০০০ টাকা।
১০ হাজার বেতন ম্যানেজারের বর্তমান বেতন হয়েছে ৩লাখ টাকা।
প্রবৃদ্ধি কমবেশী সবারই হয়েছে, নইলে এই ঈদে রাজিবনুর ভাইয়া ৪২ হাজার টাকা দিয়ে মোবাইল, একই বিকেলে আড়াই টাকা হাজার খরচ করে নাস্তা করাতে পারতো না।
অর্থনীতির ভলিয়ুম ও আয় কমবেশী সবারই বেড়েছে।
দেশের ধনী বিনিয়গকারিরা এই উচ্চহার প্রবৃদ্ধির প্রভাবের বাইরে থাকার কথা না। ধনীর সংখা বাড়বেই।
তাই বলে এদেশে দুর্নিতী নেই সে কথা বলা যাবে না। পৃথিবীর সব দেশেই দুর্নিতী আছে।
তবে সুখবর উচ্চহার প্রবৃদ্ধির পরও আমাদের দুর্নিতী প্রতি বছর ধারাবাহিক ভাবে কমে আসছে।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:৫৫
চাঁদগাজী বলেছেন:
আপনি বলেছেন, "২০০৬ এ একজন গার্মেন্টস শ্রমিকের বেতন ৯০০টাকা ছিল এখন ৮০০০ টাকা। "
-আপনার কথা মতে, গার্মেন্টস শ্রমিকদের থেকে নিশ্চয় "সুপার ধনী" কেহ হবে না; যারা হচ্ছে, তারা কারা?
আমেরিকা কেন শীর্ষ তালিকায় যেতে পারছে না; ওদের সম্পদ ও মাথা কি বাংগালীদের চেয়ে কম?
১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৬
সনেট কবি বলেছেন: এদেশের মানুষ আসলেই সমাজতন্ত্র বুঝেনা।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:৫৬
চাঁদগাজী বলেছেন:
এদর শিক্ষার মান এত নীচু যে, এরা সোস্যালিজম বুঝার অবস্হানে সহজে যেতে পারবে না
১১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২০
অভিশপ্ত জাহাজী বলেছেন: চাঁদগাজী ভাই , ৮ম শ্রেণীর গনিত পড়ার কথা বলে তো ব্যক্তিগত আক্রমণ করে ফেললেন। আমাদের সমস্যা এখানেই দাদা। ভুল হলে ধরিয়ে দিবেন তা না করে ব্যাক্তিগত আক্রমনে চলে যান। এর মানে এই ধরে যে আমি ঠিক বলেছি। আর তার উত্তর আপনার কাছে নাই বলেই রিপ্লাই ওই রকম দিয়েছন।
ধন্যবাদ
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:৫৮
চাঁদগাজী বলেছেন:
আমি প্রায়ই ব্যক্তিগত আক্রমণ করে থাকি।
১২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পৃথিবীর সব দেশেই র্দুনীতি আছে,
তবে আমাদের দেশে আইনের ফাঁক দিয়ে
অবৈধ অর্থ সম্পদ পাচার করে দিচ্ছে বিদেশে ।
আমাদের এখন প্রয়োজন মাহাথির এর মতো
একজন শক্ত প্রশাসক !!!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:৫০
চাঁদগাজী বলেছেন:
ব্লগে মাহাথির থেকে আরো অনেক দক্ষ লোকজন আছেন
১৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৪৮
শুভ্র বিকেল বলেছেন: সম্পদের বণ্টন ত্রুটির কারনে ধনিরা ধনি হচ্ছে, গরীবেরা গরীব হচ্ছে। তবে ক্যাপিটালইজমে সুসম বণ্টন খুবই কষ্টসাধ্য বিষয়।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:১১
চাঁদগাজী বলেছেন:
দেশে প্রায় ৪০% মানুষ এখন ভুমিহীন; এখন সঠিক বন্টণও সাহায্য করবে না; এখন পেছনে পড়ে-যাওয়া মানুষদের সম্পদ উৎপাদনে অংশীদের কারতে হবে; রাজনৈতিক দলসমুহের লিলিপুটিয়নাদের মাথায় এসব আইডিয়া থাকার সম্ভাবনা শুন্যের কোঠায়।
১৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:১৭
শুভ্র বিকেল বলেছেন: আপনার একই বিষয়ে মন্তব্য করার আগে আমার জানা দরকার সেটি কিভাবে সম্ভব? একজন রাজনীতিবিদ চায়লেই দারিদ্র্যদের ব্যাসায়িক অংশীদার কিভাবে করে?
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৫১
চাঁদগাজী বলেছেন:
চট্টগ্রামের মিরসরাইতে একটা শিল্পান্চল গড়ে উঠেছে, সেখানে একটা রিফাইনারী হচ্ছে, সেটাতে বাংলাদেশের সুপার ধনীরা ৯ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে; যেহেতু এটাই হবে মনিপলি বিজনেস, ১০ বছরেই এটা সম পরিমান ডলার লাভ করবে; বিনিয়োগকারী হবে হয়তো ১০/২০ জন; লাভবান হবে ১০/২০ জন।
কিন্তু সরকার চাইলে "বন্ড"এর মাধ্যমে ২/৩ কোটী মানুষ এই ব্যবসাটি পেতে পারতো; লাভটা ওদের হাতে যেতো, ২ কোটী মানুষের ঘরে লাভ যেতো।
১৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৫৯
রূপক বিধৌত সাধু বলেছেন: ধনী আরও ধনী হবে গরিব আরও গরিব হবে।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২০
চাঁদগাজী বলেছেন:
আমাদের সম্পদ সীমিত, জমি সীমিত, পড়ালেখা সীমিত; সামান্য কিছু লোক সবকিছু দখল করে বসে আছে
১৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৩
রাজীব নুর বলেছেন: আপনি বলেছেন,
''মাসে ২০ লাখ টাকা বেতন নিয়েও কেহ ২০০ কোটী টাকার মালিক হতে পারবে না, বিলিয়ন ডলারের মালিক হতে পারবে না; ধনীদের হাতে সম্পদ আসছে কোথা থেকে? কিসব অর্থনৈতিক নিয়মের ফলে, তাদের হাতে সম্পদ চলে যাচ্ছে?''
দারুন সত্য কথা বলেছেন।
শুধু সমস্যার কথা বলবেন তা তো হবে না- সমস্যা সমাধানের কথাও বলতে হবে। সরকারের লোকজনই হঠাত অতি ধনী হয়ে গেছে। তাই এদের ধরা হবে না।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২২
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে সুপার ধনী হতে হলে, কোন না কোনভাবে সরকারের সাথে লাইন থাকতে হবে; সরকার ভরে গেছে অসৎ লোকে।
১৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৭
সৈয়দ তাজুল বলেছেন:
স্যোসিয়লিজম আমার পছন্দ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৯
চাঁদগাজী বলেছেন:
ব্লগারদের মাঝে একমাত্র ব্যক্তি আপনি, যার মুখে এই কথা শুনলাম
১৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৭
রক বেনন বলেছেন: এখন গবেষণা করতে হবে এই ১৭ ভাগের মধ্যে কতজনের ব্যবসা বৈধ ও অবৈধ, কতজনের ট্যাক্স ফাইল আছে আর তাতে কি কি দেখানো আছে, তাদের ব্যবসায়ের পার্টনার কতজন ও কে কে, তাদের এই অর্থের উৎস কি এবং এই অর্থের বাইরে আরও কত পরিমান সম্পদ আছে, কি পরিমান বিদেশে পাচার করা হয়েছে, সরকার তাদের কি কি সুযোগ দিচ্ছে, তারা সরকারকে কি কি সুযোগ দিচ্ছে সর্বোপরি সি এস আর খাতে তাদের কি কি এবং কতটুকু অবদান রয়েছে।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪১
চাঁদগাজী বলেছেন:
এদের সম্পর্কে জানা মুশকিল হবে, এরা সরকারের সাথে যুক্ত আছে কোন না কোনভাবে
১৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৯
জাতির বোঝা বলেছেন:
দেশটা সিস্টেমের মধ্যে নাই। কখনো ছিলও না।
দেশ রসাতলে গেছে।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯
চাঁদগাজী বলেছেন:
বেগম জিয়া, শেখ হাসিনা কোন সিষ্টেম জানার কথা নয়; জেনারেল জিয়া একটা সিষ্টেম জানতেন, শেখ সাহেব ও তাজুদ্দনকে হত্যা করো, সেনা বাহিনীর মুক্তিযোদ্ধাদের ফাঁসি দাও।
২০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৯
টারজান০০০০৭ বলেছেন: আমাদের দেশের মতন তৃতীয় বিশ্বের দেশগুলোতে কিছু অতিধনী না থাকিলে পশ্চিমের ব্যাংক ও আবাসন ব্যাবসায় এখন আর টাকা ঢালার লোক কোথায় ?
সবই চেইন অব কমান্ডের আওতায় আছে। জনগণের টাকায় জনগনের ইয়ে মারিয়া বিদেশের ব্যাংক ভরা হয় ! ইহাতে রাজনীতিবিদ, ব্যাংকার, আইনের লোক সকলের পকেট ভরে , পশ্চিমের ব্যাংক ভরে ! একারণে পশ্চিমা প্রভুগণও চোখ বন্ধ করিয়া থাকেন ! কেবলমাত্র স্বার্থে টান পড়িলেই মানবাধিকার লইয়া চিল্লা চিল্লি করে !
জনগণ ছাড়া সকলেরই লাভে লাভ ! সুতরাং গণতন্ত্র মহান ! পুঁজিবাদ মহান !
আপনি যে বন্ড ব্যাবস্থার কথা কহিলেন যে ১০/১২ জনের জায়গায় ২/৩ কোটি লোক লাভবান হইবে , ইহাও অবাস্তব ! সমাজতান্ত্রিক অর্থনীতিতে এই প্রক্রিয়া পরীক্ষা করা হইয়াছে এবং ফেল মরিয়াছে ! কারণ , যেসব বানরের হাতে রুটি ভাগ করার দায়িত্ব দেওয়া হইয়াছিল তাহারাই রুটি খাইতে খাইতে ওই ১০/১২ জনের মতন কলাগাছ হইয়াছিল ! জনগনের রুটি মারা গিয়াছিলো ! সুতরাং সমাজতান্ত্রিক অর্থনীতির সেই বমি আর দ্বিতীয়বার গেলার প্রয়োজন দেখিনা !
আপনি বরং স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর মিশ্র অর্থনীতির কথা বলিতে পারেন ! যদিও উহাও সমালোচনা মুক্ত নহে।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৭
চাঁদগাজী বলেছেন:
রাশিয়া ও চীনে সমাজতন্ত্র ফেল করেছে; সেই কারণে, ঢাকার রাস্তায় অনেক রাশিয়ান ও চীনা ভিক্ষা করছে, দেখলাম; আপনাদের বড় ভাই, ছোট ভাইরা সরকারে চাকুরী করে, ও আওয়ামী লীগে, বিএনপি কিংবা জামাতে রাজনীতি করে।
২১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৭
শুভ্র বিকেল বলেছেন: দেখুন ভাই সাহেব, গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের নিয়মেই অর্থনীতির বণ্টন হবে। আপনি আমি কিম্বা একজন রাজনীতিবিদ চায়লেই তার পরিবর্তন করতে পারবে না। আমাদের রাজনীতিবিদরা শুধু সুসম বণ্টনের কথা বলতে পারে তার বেশি নয়। দেশে প্রায় শতেক খানের অর্থনৈতিক জোন আছে, আরো হচ্ছে, সেখানে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট হচ্ছে। এখানে দেশি বিদেশি উভয় উদ্যোক্ত আছেন। এর কোন একটি প্রতিষ্ঠানে মানুষকে সরকার ইনভেস্ট করাবে আর আমি আপনি করব, দুটোর কোনটাই যৌক্তিক নয়। আবার যারা ভুমিহীন, নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারে না তারা কি করে ইনভেস্ট করবে? সুতরাং আমরা বা আমাদের কারো মাথায় হঠাৎ একটি আইডিয়া চলে এলো আর সেভাবে দেশ চলবে তা কল্পনা করাও ঠিক নয়।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৩
চাঁদগাজী বলেছেন:
আমি মনে করি, যারা জন্ম থেকে দাস হয়ে জন্মে, আপনি তাদের মাঝে একজন
২২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৬
টারজান০০০০৭ বলেছেন: রাশিয়া ও চীনে সমাজতন্ত্র ফেল করেছে; সেই কারণে, ঢাকার রাস্তায় অনেক রাশিয়ান ও চীনা ভিক্ষা করছে,
ঢাকার রাস্তায় ভিক্ষা না করিলেও রাশিয়া আর চীনে কি করিয়াছিল তাহা একটু খোঁজ নেন ! উহারা জাবড়কাটা বলদ হইতে উন্নত হইয়াছে পুঁজিবাদের কারণে ! সমাজতন্ত্রের বমি গিলিয়া নহে !
পুনশ্চ : একটু সোভিয়েতেস্কু পড়িয়া দেখিয়েন।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৬
চাঁদগাজী বলেছেন:
এই ব্লগে আপনার মতো কম মগজের ব্লগার আর মাত্র ২/১ জন দেখেছি
২৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮
ঢাবিয়ান বলেছেন: ৩ কোটি মার্কিন ডলার বা ২৫২ কোটি টাকার সম্পদ থাকলে তাঁদের আলট্রা ওয়েলদি বা অতি ধনী হিসেবে গণ্য করা হয়।
এর কারন হিহসেবে ব্লগার কালবৈশাখি বলেছেন দেশের অর্থনীতির গতি, ভলিয়ুম গত দশ বছর জাবত ধারবাহিক ভাবে বেড়েছে।
পৃথিবীর অন্যান্ন দেশের চেয়ে বাংলাদেশ বেশী গতিতে এগিয়েছে। মুদ্রাস্ফিতির কারনে বাড়েনি, প্রকৃতই বেড়েছে, কারন টাকা-ডলার বিনিময় ৮০-৮২-৮৪ র ভেতরে ঘোরাফেরা করেছে।অর্থাৎ অর্থনীতির ভলিয়ুম ও আয় প্রকৃতই বেড়েছে।
গ্রামে যার ছোট একটি ছোট ছনের ঘর ছিল তার ৫ রুমের পাকা বাড়ী হয়েছে। বিদ্যুৎ লাইন এসেছে, বাসায় ফ্রিজও আছে।
ঢাকায় আমার একতালা টিনের ঘরটি এখন ৬ তলা, ১৮টি এপার্টমেন্ট।
জনাব চাদঁগাজী যত্রতত্র ব্লগারদের পিগমি, লিলিপুটিয়ান মগজধারী বলিয়া অপমান করে থাকেন। সত্য বলতে কি এই প্রথম এই উদাহরনের বাস্তব প্রমান দেখতে পেলাম।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৯
চাঁদগাজী বলেছেন:
"জনাব চাদঁগাজী যত্রতত্র ব্লগারদের পিগমি, লিলিপুটিয়ান মগজধারী বলিয়া অপমান করে থাকেন। "
-ব্লগিং করতে থাকুন, ১ম পাতায় লেখার সুযোগ পেয়েছেন, পাঠকেরা আপনার স্হান নির্ণয় করে দেবেন শীঘ্রই
২৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৮
তারেক ফাহিম বলেছেন: ব্লগ ও মন্তব্য পড়েছি।
কিছু বলতে ইচ্ছে করছে না।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৯
চাঁদগাজী বলেছেন:
পড়েছেন, এটাই আসল
২৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৩
টারজান০০০০৭ বলেছেন: এই ব্লগে আপনার মতো কম মগজের ব্লগার আর মাত্র ২/১ জন দেখেছি
আমার মগজ কম হইলেও খুলির মধ্যেই আছে ! আপনারটা খুলি হইতে বাহির হইয়া রাশিয়া চলিয়া গিয়াছে !!
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪০
চাঁদগাজী বলেছেন:
"এই ব্লগে আপনার মতো কম মগজের ব্লগার আর মাত্র ২/১ জন দেখেছি "
স্যরি, এই বাক্যটা ব্লগার "ঢাবিয়ানের জন্য লিখতে গিয়ে আপনার মন্তব্যের প্রতিউত্তরে চলে গেছে ভুলে; তবে, ভুলটা বেশী বড় ভুল হয়নি।
২৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯
অপর্ণা মম্ময় বলেছেন: সমস্ত অসমতা বা অন্যায় হয়ত নিয়ন্ত্রণ যোগ্য হতো যদি আইনের সুশাসন এবং জবাবদিহিতার ব্যবস্থা থাকতো। বৈষম্য এত প্রকট আকার ধারণ করতো না।
একটা গল্প লেখেন ভাই। পড়ি।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২১
চাঁদগাজী বলেছেন:
গল্পলেখার কথা আপনার আর "বারী"র; আমি গল্প লেখার চেষ্টা করিনি এখনো।
শেখ হাসিনা এসেছিলেন বাবা ও পরিবার হত্যার বিচার করতে, সেটা হয়েছে; উনার এর থেকে বেশী দক্ষতা নেই; উনার অদক্ষতার সুযোগ নিয়ে, অনেক দুষ্ট বাংগালী বাংলাদেশকে "ঝি ও চাকরাণীর" বাজার করে ফেলেছ.
ড: কামাল হোসেনের ১ জন মেয়েলে মিলিয়ন ডলারের আইনবিদ বানাতে উনার বাসায় ১২ টি কিশোরীকে চাকরাণী হিসেবে কাজ করতে হয়েছে।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১২
চাঁদগাজী বলেছেন:
আমি গল্প লিখলে উহা কেমন হবে, আমার কোন ধারণা নেই
২৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
রাকু হাসান বলেছেন: এটা শুরু হয়েছে একাত্তরের পর থেকেই তবে সংখ্যায় খুব কম ছিলো । স্বাধীনতার আগে পূর্ব বাংলায় কোটিপতি ছিলো কয়েকটা এর পরও ৫-৮ গুণ বেড়ে গিয়েছিলো । তারপর তো জিয়া-এরশাদ-খালেদা-হাসিনার আমলে বেড়েই চলেছে । এখন তো বিশ্ব রের্কড করলাম ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩১
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনার সময়ে বাংলাদেশ সুপার ধনী তৈরিতে বিশ্ব রেকর্ড করেছে, এটা শেখ সাহেবের আদর্শতে লাথি মারা সমান
২৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪২
রাকু হাসান বলেছেন: লেখক বলেছেন:
শেখ হাসিনার সময়ে বাংলাদেশ সুপার ধনী তৈরিতে বিশ্ব রেকর্ড করেছে, এটা শেখ সাহেবের আদর্শতে লাথি মারা সমান-সহমত
আমাদের শনিটা লাগছে শেখ সাহেব কে টানা ২০/৩০ বছর না পেয়ে । যদি পারতো তাহলে আমরা আজকের মালোয়েশিয়ার মত না হতে পারলেও কোনো অংশে কম যেতাম । লীগ তাদের আর্দশ চ্যুতি আমাকে মর্মাহত করেছে ,ব্যক্তিগত ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৩
চাঁদগাজী বলেছেন:
শেখ সাহেবের শুরু ছিলো ভয়ংকর; তবে, উনি থাকলে, আজকের মতো মগের মুল্লুক হতো না।
২৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৮
রাকু হাসান বলেছেন: লীগ আমাদের উন্নয়ন করছে অস্বীকার করার সুযোগ । তবে শুধু উন্নয়ন দিয়ে ক্ষমতায় থাকতে পারবে কি ? আপনার কি মনে হয় । যদিও এখন বিপক্ষ দলের সরকারের পতনের ক্ষমতা দেখছি না । তবে এভাবে তো দিন যাবে না । দল আসলে আবার নোংরা রাজনীতি করার প্রবণতা চরম দেখছি । তবে কি আমাদের চিন্তুধারার পরিবর্তন করা উচিত ! এই দু দলের বাইরে ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৭
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা এর থেকে আর ভালো করতে পারবেন না, উনি জাতির কষ্ট বুঝেন না, উন্নয়নের কঠিন ফাইন্যানসিয়াল পদক্ষেপ উনি বুঝার কথাও নয়; উনার শক্তি থাকতে বিএনপি ও জাপার বিলুপ্তি ঘটানোর দরকার ছিলো।
৩০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৯
রাকু হাসান বলেছেন: টাইপো..সরি ..........অস্বীকার করার সুযোগ
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৮
চাঁদগাজী বলেছেন:
আমি বুঝতে পেরেছি
৩১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৯
রাকু হাসান বলেছেন: দেখছি না
৩২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৫৪
অনল চৌধুরী বলেছেন: এখন দেশের জাতীয় নীতিই হচ্ছে চুরি-দুর্নীতি।
আপনি এসব কথা লিখলে আপনাকে ধরে আনার জন্য এ্যামেরিকার সাথে বন্দী বিনিময় চুক্তি করা হবে।
সুতরাং সাবধান।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:৫৭
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা যদি ব্লগে আসতেন, আমার পোষ্ট পড়তেন, ভাবতেন, উনার জন্য ভালো হওয়ার সম্ভাবনা ছিলো; উনার খামারের পালিতরা পড়লে সমস্যা হতে পারে।
৩৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৫৭
অনল চৌধুরী বলেছেন: বর্তমান বিশ্বের মরালহীন মানুষ হলো, চীনের সরকার, চীনের ক্যাপিটালিষ্টরা; ওদের দল হলো কম্যুনিষ্ট পার্টি, নিজেরা হলো গলাকাটা বর্তমান বিশ্বের মরালহীন মানুষ হলো, চীনের সরকার, চীনের ক্যাপিটালিষ্টরা; ওদের দল হলো কম্যুনিষ্ট পার্টি, নিজেরা হলো গলাকাটা জাতীয়তাবাদী ক্যাপেটেলিষ্ট;জাতীয়তাবাদী -চরম অপপ্রচার।
চীনের মতো সব দিক দিয়ে উন্নত দেশ এ্যামেরিকা কোনদিনও হতে পারবেনা,যেখানে প্রতি ১০৭ সেকেন্ড ১ টা মেয়ে নির্যাতিত হয় অার বছরে ১৪০০০ লোক নিজেদের লোকদের গুলিতেই মরে।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:৫৯
চাঁদগাজী বলেছেন:
রাস্তায় একজন আমেরিকান ও একজন চীনা হেঁটে যাবার সময় ২ জনকেই সালাম দিয়ে দেখবেন, তখন পার্থক্য বুঝতে পারবেন।
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এখনকার অর্থনৈতিক ব্যবস্থাটাই এমন যে ধনী আরো ধনী হবে, গরীব আরো গরীব হবে। ব্যাংকের চাকুরিতে কী এমন আউটপুট যে এক একজন ব্যবস্থাপক ২/৩ লাখ টাকা বেতন পান?