নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

তাজুদ্দিন আহমেদ-হত্যার সমর্থনকারীদের সাহায্য করছেন ড: কামাল হোসেন?

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:০২



১৯৭৫ সালে, জেনারেল জিয়া নিজ হাতে মুক্তিযুদ্ধ-চলাকালীন সময়ের প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমেদ'কে হত্যা করেননি ; কিন্তু কারা করেছে, কারা অর্ডার দিয়েছে, সবই তিনি জেনেছিলেন। আমাদের সবচেয়ে বিপদের সময়ের, সবচেয়ে গৌররবের সময়ের প্রধানমন্ত্রীকে যারা হত্যা করলো, তাদের বিচার করার দরকার ছিলো নাকি জেনারেল জিয়ার? বিচার না করে, হত্যাকারীদের বড় বড় চাকুরী দিয়ে তিনি এই হত্যাকে প্রত্যক্ষভাবে সমর্থন করেছেন, হত্যাকারীদের পুরস্কৃত করেছেন।

তিনি এই হত্যাকে সমর্থন করায়, তার দল, বিএনপি'র সবাই আজ অবধি, তাজুদ্দিন আহমেদ'এর হত্যাকারীদের সমর্থন করে চলেছে; গত ৪৩ বছরে, বিএনপি'র সভাপতি থেকে শুরু করে, একজন ভোটারও তাজুদ্দিন আহমেদ'এর হত্যার প্রতিবাদ করেনি; উনার প্রতি, উনার পরিবারের প্রতি সহানুভুতি প্রকাশ করেনি।

তাজুদ্দিন আহমেদ হত্যার সমর্থনকারীদের দলকে সাহায্য করার জন্য ড: কামাল হোসেন কোয়ালিশন করছেন, জাতীয় ঐক্য প্রক্রিয়া শুরু করেছেন? এই লোকের মাথার মগজ শুকিয়ে গেছে নাকি? শেখ হাসিনা ভোটে যদি না হেরে যায়, ড: কামাল সাহেবের কি হবে? ড: কামালকে হয়তো অনেক দোয়া খায়ের নিতে হবে, যাতে শেখ হাসিনা পরাজিত হন!

ড: কামাল হোসেন দেশের জন্য যে অবদান রেখেছেন, তার চেয়ে কোটী গুণ সুযোগ নিয়েছেন নিজের বাইওডাটাকাকে শক্তিশালী করে; এসব সম্ভব হয়েছিলো শেখ সাহেব ও তাজুদ্দিন আহমেদ উনাকে রাস্তা থেকে কুড়ায়ে নেয়ায়; সেটা তিনি ভুলে যাচ্ছেন।

এখনও সময় আছে, এখনও পথ আছে জাতিকে সাহায্য করার; উনার মতো লোক যদি জাতিকে সাহায্য করতে নামেন, মানুষের অভাব হবে না; উনার দরকার নেই পরীক্ষিতভাবে ফেল-করা ডা: বদরুদ্দোজা, বা বিএনপি-জামাত, কিংবা মান্না পান্নাদের।

শেখ হাসিনার দেশ চালনায় হাজার অপকর্ম ও ক্ষতিকর পদক্ষেপ রাস্তার টোকাইরাও দেখছে; তিনি যদি শেখ হাসিনাকে সেগুলো বুঝতে সাহায্য করেন, সেটাই হবে আসল সাহায্য; বিএনপি-জামাতীদের সাহায্য করা মানেই অপরাধের ভাগী হওয়া। শেখ হাসিনার সময়ে কেন দেশ "সুপার ধনীতে ভরে যাচ্ছে", দেশ কেন বেকারে ভরে যাচ্ছে, ৪০ লাখ শিশু (টোকাই) কেন রাস্তায়, ১৩ লাখ কিশোরী কেন চাকরাণী ও ঝি হলো, ভারতের মাটির নীচে তেল না থাকার পরও কেন তেলে কিনার জন্য পাইপ লাইন হচ্ছে, এই সবের বিহিত হওয়ার দরকার আছে; এগুলো নিয়ে উনার সাথে কথা বলার দরকার আছে!

ড: কামাল হোসেন যদি সামুতে আমার পোষ্টটি পড়েন, ভাবেন, তিনি অবশ্যই উপকৃত হবেন। ভোটের পর বুঝা যাবে, উনি আমার পোষ্ট পড়েছিলেন কিনা! শেখ হাসিনা যদি পরাজিত না হন, ড: কামাল সাহেব হয়তো আরেকটি ডক্টরেট পাবেন




মন্তব্য ৬২ টি রেটিং +১/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:১৬

দূরের যাত্রী বলেছেন: ভুল করছেন উনি। উনার উচিত ছিলো ১৫ই আগস্ট ট্যাংকের উপরে উঠে নাচা ইনুর সাথে জোট করা। আশাকরি আপনার এই লেখা পড়ে উনি নিজেকে সংশোধন করে নিবেন। এবং বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজানো মতিয়া চৌধুরীর দলে যোগ দিবেন।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:১৮

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেব উনাকে দলে স্হান দিয়ে বড় করেছেন, ডা: বদরুদ্দোজা কিংবা আপনাকে স্হান দেননি

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৩৪

দূরের যাত্রী বলেছেন: শেখ হাসিনাও অপমান যা করার ডঃ কামালকে করেছে। আপনাকে বা গাফফার চৌধুরীকে করেনি। যে কারণে তিনি আওয়ামী লীগ থেকে বের হয়ে আসতে বাধ্য হয়েছেন। শেখ হাসিনা ৮১ সালে দেশে ফেরার পর কেবল তারাই আওয়ামী লীগে টিকে থাকতে পেরেছে যারা চড় লাথি হজম করতে পারে।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৪৯

চাঁদগাজী বলেছেন:


হাসিনা আওয়ামী লীগ দখল করেছিলো '৭৫'এর হত্যাকারীদের ফাঁসী দেয়ার জন্য; সেই এজেন্ডা পুরণ হয়ে গেছে; এখন উনাকে মানুষের জন্য কাজ করতে হবে; উনি আবার কামাল সাহেবদের নিয়ে ব্যস্ত হয়ে গেলে, কাজ করার সময় পাবেন না।

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৪৭

মেহেদী হাসান হাসিব বলেছেন: কিন্তু ডা: কামালের এত বড় সৌভাগ্য হয়নি আপনার পোস্ট পরার মত। :D
এ দেশের মাথাগুলাই বড় দুর্নীতিবাজ

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৫১

চাঁদগাজী বলেছেন:


আমার পোষ্ট না পড়লেও চলবে, উনাকে চেষ্টা করতে হবে, যাতে শেখ হাসিনা জয়ী না হন।

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৫১

ঢাবিয়ান বলেছেন: ডঃ কামালের উচিৎ শেখ হাসিনাকে বুঝতে সাহায্য করা কেন দেশ সুপার ধনীতে ভরে গেছে, কেন ৪০ লাখা টোকাই ইত্যাদি ইত্যাদি।

মনে হচ্ছে উনি দুধের শিশু, কিছু জানে না, বুঝে না!! তাই ডঃ কামালের উচিৎ এই দুধের শিশুকে এসব বোঝানো!! =p~ =p~

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:০৯

চাঁদগাজী বলেছেন:


কামাল সাহেব যেই পথে চলছেন, ভোটের পর সেই পথে সরিসার ফুল ফুটবে, মনে হয়

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:১৬

নূর আলম হিরণ বলেছেন: ঢাকা শহর দিনদিন ব্যয়বহুল হয়ে যাচ্ছে। ঢাকায় থাকার মত আয় অনেকেই করতে পারছে না।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১১

চাঁদগাজী বলেছেন:


গ্রামের ভিক্ষুকেরা ঢাকা চলে গেছে, তারা থাকছে; চাকুরীজীবিরা থাকতে পারছে না; এটা একটি অর্থনৈতিক ডাইলেমা

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৩

সোনালী ঈগল২৭৪ বলেছেন: তবে একটা বিষয় সবাই একমত , দিন দিন বাংলাদেশ বসবাসের একটা অজ্ঞ দেশ হয়ে যাচ্ছে , একটা অমানবিক আর অশান্ত সমাজব্যাবস্থার দিকে যাচ্ছি আমরা

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৩

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ এই কক্ষে প্রবেশ করেছে ১৯৭৫ সালের হত্যাকান্ডের পর, এখন সময়ের সাথে উহা পুর্ণাংগতার দিকে যাচ্ছে

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৮

চিটাগং এক্সপ্রেস বলেছেন: অনেকের ধারণা এই বুড়ো শিয়ালগুলো শেখ হাসিনাকে বিপদে ফেলবেন। কিন্তু আমি তা মনে করি না। আওয়ামী লীগ ২০৪১ পর্যন্ত ক্ষমতায় থাকবে।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৫

চাঁদগাজী বলেছেন:



দেশের যেই অবস্হা, আওয়ামী লীগের যেই অবস্হা, ওরা ২০৪১ অবধি সরকারে থাকলে, দেশে মানুষ থাকবে না, থাকবে আওয়ামী লীগ।

৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ইয়িহাস বড্ড কামিনা চিজহে।।। এইটা একটা এক মুখো শাপ। যার হাতে থাকে সেই নায়ক। সেই নিজেকে নিজের ১৪ঘুষ্টিকে নায়ক হিসেবে জাহির করে।।। আর প্রতিপক্ষকে ঘায়েল করে ।।। বানাতে চায় ভিলেন।।।ভাই শুনেন ইতিহাস আর রাষ্ট্র বিজ্ঞান এই
বই গুলো এক এক লেখক এক এক ভাবে সাজায়। তা এই ২৫বছরের জিন্দেগীতে কম দেখলাম না। মন পিপাসিত ছিল। একাডেমী সিলেবাসেও ছিল এই বই গুলো। তাই আর বুঝিতে চাইনা ।।। আপনার কথায় ১০%ভিত্তি থাকলেও আপনি যেভাবে অপরাধী বানালেন তাকে। বা তাদের সেটা ঠিক নয়
।। যাই বলুন রাজনীতি ইতিহাস আর এসবের কোন ধারা নাই।

আপনি কোন চোখ দিয়ে দেই ঘটনা দেখছেন বা আপনাকে দেখাচ্ছে। আপনি ঠিক তেমনি বুঝবেন। ঘটনা ১টাই। বুঝাতে গেলে
কম্পক্ষে ১০টা বই হবে। ১০রকম হবে।।। এর নাম ই ইতিহাস।।।

দেখুন ইব্রাহিম নবী ইসলামের ইতিহাসে অথচ ইংরেজ ইতিহাস আব্রাহাম।।

আশা করি শহজ জিনিসটা আপনি বুঝবেন। না বুঝলে আমার কিছু করার নাই।।।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৯

চাঁদগাজী বলেছেন:


ইতিহাস হয়তো ঠিক আছে, বা উহাতে কিছু ভুল আছে; আপনার এনালাইসিস ক্ষমতা আছে বলে মনে হয় না।

ইতিহাসের পরীক্ষা আপনি "ফাঁসকরা" প্রশ্নে দিয়েছেন, যথাসম্ভব।

৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৭

তানভির জুমার বলেছেন: আপনার নেত্রী গত ১০ বছরে ম্যাওপেও ছাড়া কিছু করতে পারেনি। আবার ক্ষমতায় এসে ম্যাওপেও আগের চেয়ে আরো বেশী করবে। এভাবে একটা দেশ চলতে পারে না। ডা: কামালরা রাজনৈতিক গুনগত পরিবর্তেন কথা বলছে।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৬

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা সাধারণ মানুষের জন্য তেমন কিছু করেননি, চোর-ডাকাতদের ধনী বানায়েছেন; ড: কামাল ধনী হয়েছেন শেখ সাহেবের কারণে, না হয় মওদুদের মতো থাকতেন।

ড: কামালের বাসায় আপনার মতো ২০ বাংগালীর মেয়ে চাকরাণী ছিলো, ড: কামালের মেয়ে "মিলিয়ন ডলার আইনবিদ" হয়েছে, ২০টি কিশোরী ঐ মেয়েকে সাহায্য করেছে "ঝি" চাকরাণী ও ঝি হিসেবে! কোন বাংগালী মা-বাবা নিজের মেয়েকে "ঝি" হিসেবে দেখতে চাহেননি, আপনিও চাওয়ার কথা নয়।

১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৩

রাজীব নুর বলেছেন: ডায়েট শুরু করেছি। টার্গেট ৫কিলো ওয়েট লুজ ।
না হলে সেনেগাল চলে যাবো।
খাবারের অভাবে এমনিতেই শুকিয়ে শুঁট।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৭

চাঁদগাজী বলেছেন:


ওজন কমান, রংটা যেন ঠিক থাকে

১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৭

হাসান রাজু বলেছেন: আপনার মতে, শেখ হাসিনার সময়ে দেশ সুপার ধনীতে ভরে যাচ্ছে, বেকারে ভরে যাচ্ছে, ৪০ লাখ শিশু রাস্তায়, ১৩ লাখ কিশোরী চাকরাণী ও ঝি হয়েছে, ভারতের কাছে দেশটাকে বিকিয়ে দেয়া হচ্ছে। মানে শেখ হাসিনার সরকার অদক্ষ ও দুর্নীতি পরায়ন অর্থাৎ অনাকাঙ্খিত সরকার।
আবার ড: কামাল হোসেন হলেন নিমক হারাম টাইপের মানুষ।
এখন কথা হলঃ আপনি চাইছেন ড: কামাল হোসেন যেন শেখ হাসিনার নাওয়ে উঠেন । স্বাভাবিকভাবেই ড: কামাল হোসেন স্বভাবজাত কারনেই হাসিনার নাওয়ে ছিদ্র করবেন। এবং হাসিনাকে ডুবাবেন ।
*** তলে তলে আপনি খালেদা জিয়ার কড়া সমর্থক নন তো ? আপনি কনভাবেই চাইছেন না ড: কামাল হোসেন, হাসিনা ছাড়া অন্য কারো ক্ষতি করুক।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৯

চাঁদগাজী বলেছেন:


ড: কামাল নিজেই মরা ঘোড়া, তারপরও ভোটের রাজনীতিতে নেমেছেন; আপনার মতে, উনার কোন দিকে থাকার কথা?

১২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৩

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ চাঁদ গাজী- আপনার রাজনৈতিক অবস্থান সাধারণ একটি নিয়মে চলছে। You're either with us or against us.আওয়ামী লীগের পক্ষে থাকলে সব দোষ-ত্রুটি মাফ আর বিপক্ষে গেলেই যতবড় ব্যক্তিত্ব হোক শুরু হবে গালাগালি।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৪

চাঁদগাজী বলেছেন:


"You're either with us or against us." এটা বুশ জুনিয়রের উক্তি, উনি ৯/১১'কে কেন্দ্র করে, যুদ্ধ-কোয়ালিশন করার জন্য এই পরিস্হিতির সৃষ্টি করেছিলেন; আপনি উহা মুখস্হ করেছেন বলে, সব যায়গায় উহা চালিয়ে দিলে চলবে না, ও উহা ব্লগিং হবে না।

১৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০০

রক বেনন বলেছেন: সামনের নির্বাচনের পর বাংলাদেশ অস্থিত্ব সঙ্কটে পড়বে না তো? ? এখন আমাদের অবস্থাঃ জলে কুমির, ডাঙ্গায় বাঘ আর আকাশে শকুন!!!!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৭

চাঁদগাজী বলেছেন:


ড: কামাল ও ডা: বদরুদ্দোজা বিএনপি জামাতকে জিতাতে পারলে, জামাতীরা ও হেফাজত পাকিস্তানে যাবে ট্রেনিং করতে; শেখ হাসিনা জয়ী হলে, "সুপার ধনীদের" বৃদ্ধির হার ২০% অতিক্রম করবে, মানুষকে ইথিওপিয়াতেও চাকুরী খুঁজতে হবে।

১৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯

এটম২০০০ বলেছেন: SK Surindra wrote "BROKEN DREAM". Yes, BAL-Hasina broke his dream. Not only that, Hasina broke the status of Judiciary in erstwhile Democratic Bangladesh.
But now we are sure his book is going to break Hasina's dream of life long dictatorship.
Otherwise Kader did not lament saying,
WHAT MADE HIM TO WRITE THIS BOOK NOW, AND NOT AFTER ANOTHER 3/4 MONTHS?

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪০

চাঁদগাজী বলেছেন:


প্রধান বিচারপতির পদ "রাজনৈতিক পদ" উহাতে লোকজন লাভবান হয়, "BROKEN DREAM"এর লেখক বিচারপতি হয়তো "জ্যাকপট" জিতেননি।

১৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনি শিউর। =p~

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪১

চাঁদগাজী বলেছেন:


আমি শিউর, বিএনপি মরা ঘোড়ায় চড়েছে

১৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৯

সূর্যালোক । বলেছেন: সামুদে পোস্ট পড়লে ভালো হত । একমত।
পড়ার অনুরোধ

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫১

চাঁদগাজী বলেছেন:


আপনার লেখা গল্প পড়লাম; অনু, পরমাণু লেখা গল্প লেখা বাদ দিয়ে, সাধারণ গল্প লিখেন, সব মানুষ পদার্থ বিজ্ঞানী নন।

১৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০২

ব্লু হোয়েল বলেছেন: একজন মুক্তিযোদ্ধার লিখায় ইতিহাস বিকৃতি দেখা যাচ্ছে । শুরুতেই তিনি বলেছেন, “ জেনারেল জিয়া নিজ হাতে মুক্তিযু্দ্ধ চলাকালীন সময়ের প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমেদকে হত্যা করেননি ।” বিকৃত ইতিহাসটা হচ্ছে তাজুদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধ চলাকালীন অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৪

চাঁদগাজী বলেছেন:


আপনার নিজের লেখা ইতিহাস থাকলে ব্লগে লিখেন; দেখিয়েন, আবার গোলাম আজমকে ১২ নং সেক্টরের সেক্টর কমান্ডার বানায়েন না।

১৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৭

হাসান রাজু বলেছেন: মরা ঘোড়া আপনাকে এত ভাবাচ্ছে কেন ? যার আছে ইঞ্জিন চালিত হর্স পাওয়ার সমৃদ্ধ লাল একখানা ট্র্যাক্টর সে কেন মরা ঘোড়া নিয়ে টেনশন করে করে নিজের বিপি বাড়াবে। আপনি অজস্র গালাগালি বকার পরও চান যে, হাসিনার মঙ্গল হোক । আপনার উচিত হাসিনার কল্যানে ইঞ্জিন চালিত ট্রাক্টর সাপ্লাই দেয়া, মরা ঘোড়া নয়। মরা ঘোড়া নিয়ে বিপদে পড়ুক বদ 'রা ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৯

চাঁদগাজী বলেছেন:




ড: কামালের ভুল ভুমিকা বিভক্ত জাতিকে আরো বিভক্ত করবে, সেটাই আমার ভাবনার বিষয়

১৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৭

হাসান রাজু বলেছেন: ড: কামালের ভুমিকা যদি জাতিকে বিভক্ত করতে পারে, আর সেটা ভাবনার বিষয় হয় । তবে তো সে রেসের ঘোড়া, মরা ঘোড়া নয় কোনভাবেই।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৩

চাঁদগাজী বলেছেন:


রাজনীতিতে একজন রাজনীতিবিদ মরা ঘোড়ায় পরিণত হয়, যখন তিনি নিজের পথ ত্যাগ করেন।
ড: কামাল সাহেব বিএনপি'র জন্য রা ঘোড়া। ড: কামাল জাতির জন্য বিভাজকে পরিণত হবেন।

২০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শেখ হাসিনাকে হঠাতে হলে ড. কামাল একা পারবেন না। তেনাকে বিএনপি'র সাহায্য নিতেই হবে। এটা রাজনৈতিক বাস্তবতা। যেমন - বিএনপি-কে হারাতে হলে আওয়ামী লীগের জন্য জামায়াতের ভোটও লাগে কোন সময়...

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪০

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা যদি বিএনপি-জামাতের কাছে হারে, তা হারুক; তবে, শেখ হাসিনাকে হারাতে গিয়ে ড: কামাল শেষে শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেবের হত্যার বেনিফিসিয়ারী হওয়া ঠিক হবে না।

২১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিক এই বিষয় নিয়ে আমি লিখবে ভেবেছিলাম। শেখ হাসিনার জন্য কোনটা ভাল? বিএনপি জামায়াতের কাছে পরাজয় নাকি ড. কামাল গং-দের কাছে?

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৩

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, শেখ হাসিনা যদি পরাজিত হয়, বিএনপি-জামাত ক্ষমতায় আসতে পারবে না।

২২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৭

নীলপরি বলেছেন: সম্রাট আকবর ছদ্মবেশে প্রজাদের কথা শুনতেন । এখনকার রাজারাও এমন করলে ভালো হোতো ।

ভালো লিখেছেন

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৪

চাঁদগাজী বলেছেন:


সরকার ও সাধারণ নাগরিকের মাঝে কোন সম্পর্ক নেই এই মহুর্তে

২৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৫

ফারিহা হোসেন প্রভা বলেছেন: প্রতিবারের মত এবারো রাজনীতি আমার মাথার উপর দিয়ে গেলো।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৬

চাঁদগাজী বলেছেন:


ড: কামাল মানুষের জন্য রাজনীতি করছে না; আবার নিজ পায়ে কুড়ালও মারছে।

২৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৪

স্বপ্নীল ফিরোজ বলেছেন:


সুন্দর পোস্ট।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০০

চাঁদগাজী বলেছেন:


বলা মুশকিল, এগুলো আপেক্ষিক ভাবনা

২৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৫

আবু হাসান লাবলু বলেছেন: মাঝে মাঝে নিজেকে নায়ক মন চায়, দেখিয়ে দিতে মন চায় কিভাবে কি করতে হয়। কামাল সাহেবরা যদি ভোটে জিতে যায় লীগএর যে কি হবে এই ভাবনায় আছি....

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩০

চাঁদগাজী বলেছেন:


কামাল সাহেব ভোটে জিতলে, লীগ লীগই থাকবে, আপনার ও অনেকের লালনীল সুতা বের হবে

২৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:০৪

নজসু বলেছেন: রাজনীতির ব্যাপার স্যাপারই আলাদা।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৯

চাঁদগাজী বলেছেন:


রাজনীতি সাবজেক্টটা বাংগালীদের জন্য কঠিন, তাদের জন্য স হজ হলো টং দোকানের আলাপ আলোচনা

২৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৭

আবু হাসান লাবলু বলেছেন: @কামাল সাহেব ভোটে জিতলে, লীগ লীগই থাকবে, আপনার ও অনেকের লালনীল সুতা বের হবে
আমার লাল নীল সুতা বের হলেও চাঁদ গাজী সাহেবের টাক্ট্ররের জায়গায় অটো রিক্সা থাকবে।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৮

চাঁদগাজী বলেছেন:


কামাল সাহেব জিতলে, সামুতে মাদ্রাসার অন-লাইন কোর্স চালু হবে।

২৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৫

স্বপ্নীল ফিরোজ বলেছেন: সুন্দর পোস্ট। আমার ব্লগ বাড়িতে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩১

চাঁদগাজী বলেছেন:


এগুলো ভাবনার বিষয়।

২৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৫

জাহিদ অনিক বলেছেন:
আপনার ৩ টা মন্তব্য পড়ে আজ বেশ মজা পেয়েছি। আপনার অনুমতি না নিয়েই ফেসবুকে শেয়ার করেছি। এজন্য ক্ষমা চাচ্ছি।


১) চাঁদগাজী বলেছেন:
আমাদের ব্যাটমেনরা কোনদিন কি খেলবে, কেহ বলতে পারবে না; কারো খেলার কোন প্যাটার্ণ নেই। লিটন মুখ রক্ষা করলো, না হয় কি ধরণের বদনাম যে হতো, ভাবতেও কষ্ট হয়

২) চাঁদগাজী বলেছেন:
খেলাকে খেলা হিসেবে নেন; পরীক্ষার সময় প্রশ্নফাঁস করেন, আর ক্রিকেট নিয়ে ব্লগ কাঁপান, একটু শান্ত হোন!

৩) চাঁদগাজী বলেছেন:
দোয়ার কারণে যদি ক্রিকেট খেলায় বিজয়ী হওয়া যেতো হেফাজতের শফী সাহেব ও গোলাম আজম বিশ্বের সেরা ক্রিকেট খেলোয়াড় হতো!
খেলা হলো আনন্দের বিষয়।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১৫

চাঁদগাজী বলেছেন:



ভালো করেছেন, ধন্যবাদ; আপনি ফেসবুকে দিবেন জানলে, আমি হকিং'এর মতো দামী মন্তব্য করতাম।

৩০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৬

আবু মুহাম্মদ বলেছেন: এ দেশের মাথাগুলাই বড় দুর্নীতিবাজ

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১৭

চাঁদগাজী বলেছেন:


এদেশের বড় মাথাগুলো (ম্যাঁওপ্যাঁও নেতা খেতা) , সাধারণ মানুষের ছোট মাথার মতো !

৩১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২৬

অক্পটে বলেছেন: হাসিনার গণতন্ত্রে ফেরা উচিত। সময় থাকতে।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৮

চাঁদগাজী বলেছেন:



গত ৫ বছরে উনি পুরো জাতিকে গণতান্ত্রিক জাতিতে পরিণত করতে পারতেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.