নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

‘গ্লোবাল রিডিং’ হল, আবার শেখ হাসিনার সরকার: পররাষ্ট্র সচিব

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৩


News Link

এই মহুর্তে, জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে শেখ হাসিনা নিউইয়র্কে অছেন; আপনারা অনেকেই হয়তো উনার কার্যক্রম অনুসরণ করার চেষ্টা করছেন; জাতিসংঘের চলমান অধিবেশনে প্রাইম মিনিষ্টারের বিবিধ কার্যকলাপের উপর ব্রিফ করতে এসে পররাষ্ট্র সচিব, শহীদুল হক সাংবাদিকদের বলেন, “গ্লোবাল রিডিং হল, মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের পরে তৃতীয়বারের মত সরকার গঠন করবেন; এ জিনিসটা আমরা আলোচনার মধ্যে স্পষ্ট দেখতে পেয়েছি।”

পররাষ্ট্র সচিব, শহীদুল হক সাহেবের ভবিষ্যত বাণী আমার খুবই পছন্দ হয়েছে, এবং খুবই আশা করবো যে, শেখ হাসিনা যেন উনার পররাষ্ট্র সচিব, শহীদুল হক সাহেবের কথাকে কোনভাবেই বিশ্বাস না করেন, কোনভাবেই গুরুত্ব না দেন, বরং যেন হুশিয়ারী হিসেবে গ্রহন করেন; উনি যেন নিজের বুদ্ধিমত্তার উপর নির্ভর করেন; যে কোন অবস্হায় এসব তোষামোদকারীদের কথা বাম কান দিয়ে শোনেন। শেখ হাসিনা নিশচয় জানেন এরা উনার নিযুক্ত তোষামোদকারীর দল, এদের দক্ষতা কম, কিন্ত এরা শিয়ালের মতো ধুর্ত।

তাজুদ্দিন সাহেব বুদ্ধিমান প্রধানমন্ত্রী ছিলেন না: তিনি ১৯৭১ সালের ডিসেম্বরে দেশে ফিরে, পাকিস্তান সরকারের সব ব্যুরোক্রেটকে নতুন বাংলাদেশ সরকারের প্রশাসনে নিযুক্তি দেন; এসব ব্যুরোক্রেটরা ১৯৭১ সালের ১৫ই ডিসেম্বর অবধি পাকিস্তান টিকিয়ে রাখার জন্য সর্বপ্রকার প্রচেষ্টা চালিয়ে গেছে, এরা তাজুদ্দিন সাহেব ও শেখ সাহেবকে পছন্দ করতো না; সেটার প্রমাণ জাতি পেয়েছেন; দেশে অরাজকতা, ১৯৭৪ সালের দুর্ভিক্ষ সৃষ্টিতে ব্যুরোক্রেটদের বিশাল অবদান ছিলো।

আজকে, শেখ হাসিনার সরকার শতশত ভুল পদক্ষেপ নিচ্ছেন, এগুলোর পেছনে ব্যুরোক্রেটদের বিরাট ভুমিকা আছে: ব্যুরোক্রেটদের অনেকই জাতিকে ঘোলা জলের মাঝে রেখে নিজেরা লাভবান হচ্ছেন; অনেকেই সরকারকে অসফল হতে সাহায্য করছেন; বাংলাদেশের ব্যুরোক্রেটদের ভুমিকা কখনো জাতির সাধারণ মানুষদের জন্য পজিটিভ ছিলো বলে মনে হয় না।

শহীদুল হক সাহেব উনার কথা বলেছেন, মহিদুল হকও কিছু বলবেন; কিন্তু সত্য হলো, শেখ হাসিনা ভয়ংকর চাপের মাঝে আছেন, আওয়ামী-বিরোধীতা হিমালয়ের চুড়ার সমান হয়ে গেছে; শেখ হাসিনাকে সেটার মাঝে টিকে থাকার চেষ্টা করতে হবে; টিকতে হলে, প্রকৃত পরিস্হিতি বুঝার দরকার, সেটার সমাধান বের করার দরকার; মানুষের জীবন ও মতিগতি বুঝার দরকার।

মন্তব্য ৩০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
জোতিষী বিদ্যা ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৫

চাঁদগাজী বলেছেন:


ব্যুরোক্রেটরা শেখ সাহেবকে ডুবায়েছিলেন, মেয়ের মাথায় উহা থাকলে ভালো হবে।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩১

সনেট কবি বলেছেন: তবে তাঁর কঠিন পরিস্থিতি মোকাবেলার অভিজ্ঞতা রয়েছে।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৬

চাঁদগাজী বলেছেন:


উনি নিজের অবস্হানের সামনে নিজেই ব্যরিকেড গড়ে চলেছেন, তারপর অনেক কষ্টে উহা অতিক্রম করছেন; এগুলো বুদ্ধিমানের কাজ নয়।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৪

স্বপ্নীল ফিরোজ বলেছেন:
আমলারা হলো জিনিয়াস। তারা নেতাদের /মন্ত্রীদের নাকে দড়ি দিয়ে ঘুরায়। কেননা, তারা প্রশ্নফাঁস প্রজন্ম। কিছুই জানে না। কেবল নাম দস্তখত করা শিখেছে। প্রশাসনে ৫০০ যুগ্ম সচিবের পোস্ট থাকলেও প্রমোশন পায় ১৫০০ জন। তারা আবার বিশ্বের কোথাও নেই এমন পদ সিনিয়র সচিব ও আদায় করে নেয়। জাতির ঘাড়ের চাপে খরচের বোঝা। আমালা পোষতে অনেক খরচ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৭

চাঁদগাজী বলেছেন:


এগুলোকে ব্যুরোক্রেট না বলে, জোঁক বলা দরকার।

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৮

টুটুল বলেছেন: চামবাজদের চামবাজি না করলে ভালো রাগেনা, তাই করে। আর দ্বিতীয় কথা হলো, তৈলের উপরে কোনো ওষুধ নাই। হরপ্রসাদ শাস্ত্রীর তৈল প্রবন্ধটা তার প্রত্যক্ষ প্রমাণ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৫

চাঁদগাজী বলেছেন:



আপনি আমার পোষ্টার ক্থা না বলে কোন হরপ্রসাদ শাস্ত্রীর তৈলের কথা বলছেন! আপনাদের নিয়ে সুবিধা করতে পারছি না

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৫

ঢাকার লোক বলেছেন: জানিনা শেখ হাসিনা এ ব্লগ পড়েন কিনা , তবে পড়লে আপনার সাবধান বাণী নিশ্চ্য়ই গুরুত্ব দিবেন ! আমার জানি কেন মনে হয় শেখ হাসিনাকে কেউ চালায় না, উনি নিজেই চলেন এবং অন্যদেরও চালান !!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৫

চাঁদগাজী বলেছেন:



আপনি সঠিক, শেখ হাসিনাকে কেউ চালায় না, উনি নিজেই চলেন এবং অন্যদেরও চালান !! তবে, উনি এবার ভয়ংকর চাপের মাঝে আছেন, উনি এদের ভুল প্রেডিকশানে বিভ্রান্ত হলে, উনার দফা রফা হওয়ার কথা

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৯

জাতির বোঝা বলেছেন:
আমলারা ভয়ানক প্রাণী। যেই আমলা খোন্দকার মোশকাতের শপথ পড়িয়েছে সেই আমলাই আজ উনার উপদেষ্টা। বিরাট পাউয়ারফুল লোক। প্রধানমন্ত্রী বুঝেন কিনা জানি না। তবে আমলারা ঠিকই বুঝেন। তাদের চাওয়া-পাওয়া ঠিকই আদায় করে নেন। জনগণ কি পেল না পেল তাতে আমলাদের কিছু যায় আসে না। তবে প্রশ্নফাঁস প্রজন্ম নেতারা কিন্তু ঠিকই জেলের ভাত খাবে। আমলারা থাকবে ধরা ছোয়ার বাইরে।

পোস্টে গোল্ডেন এ প্লাস।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৭

চাঁদগাজী বলেছেন:


১৯৭২ সালে, পাকী আমলাতন্ত্রের মুল উটপাটন করার দরকার ছিলো; তাজুদ্দিন সাহেব ব্লান্ডার করে গেছেন।

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শেষ প্যারাটা অবশ্যই উনার মনে দিন রাত ভেসে আসছে...

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৮

চাঁদগাজী বলেছেন:


আমার মনে হয়, সেটাই আসল পরিস্হিতি

৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৫

সূর্যালোক । বলেছেন: তিনি চাপে আছেন---একমত ।চাপ সামলে উঠতে পারবে না তো !
পড়ার অনুরোধ রাখছি ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৯

চাঁদগাজী বলেছেন:


উনি ভয়ংকর চাপে আছেন, সাধারণ মানুষ বর্তমান উন্নয়ন থেকে সঠিক ভাগ মোটেই পাচ্ছে না

৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৬

নীলপরি বলেছেন: শেষ প্যারায় বাস্তব কথাই বলেছেন । একমত ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১১

চাঁদগাজী বলেছেন:


উনি সব সময় অযোগ্য ব্যক্তিদের বড় পদে নিযুক্তি দিয়ে থাকেন; ওদের অনুমান উনাকে প্রতারিত করবে মাত্র।

১০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৫

কাতিআশা বলেছেন: উনি কি করছেন জানিনা, কিন্তু ট্রাফিক জ্যামে পরে জান বের হবার মত অবস্থা দাড়িয়েছে ম্যানহাটানে...খুব কস্টে গতকাল সাইটে গিয়েছিলাম /:)

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৪

চাঁদগাজী বলেছেন:


জাতি সংঘের দফতর লং আইল্যান্ডে সরায়ে নেয়ার দরকার, ওদিকে মানুষের যাওয়ার দরকার হয় না; দুনিয়ার বকবকেরা ওখানে আড্ডা দিলে কারো সমস্যা হওয়ার কথা নয়।

১১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৭

নাজমুল ০৭ বলেছেন: শিয়ালের মত ধূর্ত হতে গেলে তো দক্ষতা থাকার কথা

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫১

চাঁদগাজী বলেছেন:

শিয়ালের মত দক্ষতা থাকার ফলে, ওদের ছেলেমেয়েরা আমেরিকায়, লন্ডনে পড়ছে; দেশের ওদের বাচ্ছাদের সমবয়স্ক ৪০ লাখ টোকাই রাস্তায় ও বস্তিতে বড় হচ্ছে, ১২ বছরের কিশোরী হচ্ছে মানুষের বাসার চাকরাণী

১২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৩

আলআমিন১২৩ বলেছেন: শেখ হাসিনাকে ডুবানোর জন্য চামচারা ভালো ভূমিকা রাখবে।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৮

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেবকে ডুবায়েছিলো আমলা গামলারা, শেখ হাসিনাকেও চেষ্টা করে আসছে আমার মনে হয়।

১৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:১৯

ঠ্যঠা মফিজ বলেছেন: ঠিক কথা বলেছেন।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৫৫

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, ঠিক মত অনুধাবন করতে পারছি এসব শিয়াল আমলাদের চরিত্র

১৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:০২

ঠ্যঠা মফিজ বলেছেন: সারা জীবন দেখে শুনে এসেছি শিয়ালেরা পন্ডিত ।তবে বাস্তব কথা হল তাদের পন্ডিতগিরী বেশি নয় ক্ষণিক সময়ের জন্য
আর সে সময় শেষ হলে ধরা খায় আর জাতা কলে পরে যায়। ;)

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:০৬

চাঁদগাজী বলেছেন:


পাকিস্তান ও বাংলাদেশের আমলারা কখনো ধরা খায়নি; সাধারণ জনতা তাদের শিয়ালগিরি বুঝেও না; সাধারণ মানুষ শুধুমাত্র রাজনীতিবিদদের উপর ঝাল ঝাড়েন।

১৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৭

স্বপ্নীল ফিরোজ বলেছেন:

আমলারা মন্ত্রীদের চেয়ে মেধাবী কিংবা চালাক। মন্ত্রীরা বোকা লোক। তাদেরকে কানে দড়ি দিয়ে ঘোরাতে উনারা মজা পান।

১১ ই এপ্রিল, ২০১৯ ভোর ৫:৪৭

চাঁদগাজী বলেছেন:


ওরা মন্ত্রীদেরকে গাধা বানিয়ে বিক্রয় করে টাকা আয় করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.