![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
আমি সময় পেলেই সামুর ১ম পাতায় ক্লিক করে দেখি, নতুন পোষ্ট এলো কিনা; নতুন পোষ্ট এলে পড়ার চেষ্টা করি; পড়তে না পারলে কমেন্ট করি না; গত বছরের তুলনায় এ বছর কম কমেন্ট করেছি! অবশ্য ২/৪ টা পোষ্টর বেলায়, পুরোটা পড়েও কমেন্ট করছি না আজকাল; মনে হয়, কমেন্ট করলে লেখক ব্লগারের মন খারাপ হয়ে যাবে; তারপরও ২/৪ জনের মন বেশ খারাপ হয়ে যাচ্ছে; ২ দিন আগে, এক কবি আমার কমেন্ট পড়ে, আমাকে ধোলাই করে ছেড়েছেন।
আমার কমেন্ট নিয়ে আমি হীনমন্যতায় ভুগি না; মাঝে মাঝে মনে হয় যে, কমেন্ট ভালো হয়নি হয়তো; কিন্তু কমেন্ট করে ফেললে উহা আর বদলানো যায় না। গড়ে আমার কমেন্ট খুব একটা খারাপ হচ্ছে বলে আমার মনে হয় না; গতকাল ব্লগার জাহিদ অনিক আমার ৩টি কমেন্ট ফেসবুকে দিয়েছেন; উনি বললেন যে, কমেন্টগুলো উনার পছন্দ হয়েছে; পরে আমি পড়ে দেখলাম, আসলেই, মোটামুটি মানানসই হয়েছে।
আপনি যাই লিখুন, আপনার লেখা যদি আপনার কাছে ভালো লাগে, অন্যদের কাছে ভালো লাগার সম্ভাবনা আছে; লেখা হয়ে গেলে কয়েকবার পড়ে দেখবেন, আপনি যা বলতে চেয়েছেন, তা' সঠিকভাবে ফুটে উঠেছে কিনা, লেখার মাঝে আপনার হৃদয় আছে কিনা, আপনার লেখা পড়ে আপনি নিজেই উৎফুল্ল হন কিনা!
রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, চলমান ঘটনা নিয়ে যাঁরা লিখেন, তাদের লেখা লেখকদের নিজ প্রোফাইলের সাথে মিল থাকতে হবে; তবে, কপিপেষ্টের মতো মিলে গেলে, ক্রমেই পাঠকেরা হতাশ হবেন, কম পড়বেন; ব্লগার নুরু সাহেব রবীঠাকুর ও কবি নজরুলকে নিয়ে লিখলে, ছবি না দিলে, পড়ে বুঝা যাবে না আসলে কাকে নিয়ে লিখেছেন, শেষে স্হান খুঁজে বেড়াতে হবে, জোড়াসাঁকো, নাকি পুরুলিয়া!
অনেকই নিজের ভালোবাসার অভিজ্ঞতা, বিরহের বেদনা, হারানো প্রেমের উপাখ্যান, ইত্যাদি কাঁচা পদ্যে প্রকাশ করছেন; এগুলোর আবেদন চিরন্তন হচ্ছে না অনেক সময়; ফলে, পাঠকেরা কবিতায় নিজকে খুঁজে পাচ্ছেন না। আমি ব্যক্তিগতভাবে কবিতা পড়তে পছন্দ করি; কিন্তু আজকাল কবিতায় কমেন্ট করা হচ্ছে না তেমন একটা।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯
চাঁদগাজী বলেছেন:
আসলে আমি ব্লগে গুম হয়ে আছি, এরপর কোথায় যাবো ভাবতে হবে।
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০১
রঞ্জন রয় বলেছেন:
ভাবতেছি । হাসিনা আপু হুমকি ধামকি দিছে নাকি .....
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪
চাঁদগাজী বলেছেন:
না, উনি ব্যস্ত, এমন চাপে আছেন যে, নিজে নামও ভুলে যাবেন।
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০২
আরোগ্য বলেছেন: ভালো লাগলো। সময় করে আমার পোস্টে মন্তব্য করলেও খুশি হতাম।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫
চাঁদগাজী বলেছেন:
হবে, সময় হবে; আমি মোটামুটি সময় করে নিই!
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪
কথার ফুলঝুরি! বলেছেন: হুম ঠিক বলেছেন । নিজের লেখা আগে অবশ্যই নিজের কাছে ভালো লাগতে হবে এবং পোস্ট করার আগে অনেকবার পড়ে বানান চেক করতে হবে । আমি ভালো মন্দ যেমনই লিখি অনেকবার পড়ি আগে এবং বানান চেক করি ।
আপনার কমেন্টের বিষয়ে আমি বলবো, মাঝে মাঝে কাটখোট্টা আগে এটা ঠিক কিন্তু আপনি যা বলেন সত্য বলেন তাই ভালো লাগে । তাতে নিজের লেখা আসলেই কেমন হল তা বোঝা যায় ।
কবিতার কথাও ঠিক বলেছেন আমি সেই দলে পরি । হি হি । কিন্তু তাতে কোন দুঃখ নেই । আমি সবসময়ই স্বীকার করি আমি লেখক কিংবা কবি নই। শখের বসে লিখি ভালো লাগে তাই
নিজেকে কবি কিংবা লেখক বলে দাবী করার দুঃসাহস আমার নেই
আচ্ছা চাঁদগাজী সাহেব কি আমার কোন কবিতায় মন্তব্য করেছিলো ? মনে হয় না
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭
চাঁদগাজী বলেছেন:
আপনার কবিতায় মন্তব্য করেছি কিনা, ঠিক মনে নেই! সময় করে ২/৪টা কবিতা অবশ্যই পড়বো।
৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৬
পিকো মাইন্ড বলেছেন: সঠিক সময়ে সঠিক মন্তব্য করা দুরূহ কাজ। কবিতা নিয়ে মন্তব্য করা আরও কঠিন কাজ।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯
চাঁদগাজী বলেছেন:
চাপ দিয়ে কাউকে কবি বানানো যায় না; ফলে, অনেক কবি কম-কমন্টে নিজেদের স্বাধীনতা ভোগ করছেন।
৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭
স্বপ্নডানা১২৩ বলেছেন: নুরু সাহেভ রে তো ছবি দিতে দেখি। আপনার পর্যবেক্ষণ কি ঠিকাছে?
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১১
চাঁদগাজী বলেছেন:
উনি ছবি দেন বলেই তো রক্ষা; না হলে, কোন পোষ্ট রবীঠাকুরকে নিয়ে, আর কোনটা কবি নজরুলকে নিয়ে লিখেছেন, সেটা বের করতে সময় লাগতো!
৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
আকিব হাসান জাভেদ বলেছেন: কবিতায় মন্তব্য করেন না শুনে মন খারাপ হয়ে গেলো । কবিতা বেশি করে পড়বনে । তাতে বিজন মন সাচ্ছন্দ্যবোধ করবে। আর আপনি মনে হয় রাগ করে লেখা পোষ্ট করেছেন । মনে রাখবেন বেশি রাগ আসলে বিশাল আকাশের দিকে তাকিয়ে থাকতে হয় । কারণ কবিদের আকাশ হলো কাব্য শব্দ । হাজার কবিতার শব্দ ঐ আকাশেই আছে । যাই হউক , কবিতা কাচাঁ হউক আর পাকা হউক কবিতা লেখাটা মন থেকে আসে।
আপনার সুস্বাস্থ্য কামনা করছি । ভালো থাকবেন।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
চাঁদগাজী বলেছেন:
কবিতা ও কবিরা আমার জগতে বেশ উঁচু স্হানে আছেন; কবিতায় সম্প্রতি কমেন্ট কম করা হয়েছে; তবে, পড়ছি অনেক কবিতা
৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
রঞ্জন রয় বলেছেন:
তিনের চশ্মা বদলিয়ে স্টিলের চশ্মা লাগাইলেন নাকি।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭
চাঁদগাজী বলেছেন:
না, চশমা আগেরটাই আছে; গতকাল ছিল একটি ভালো দিন, চশমা হারায়ে পুরোদিন চিন্তা করে, এক দোকানে গেলাম, সেইখানেই ভুলে ফেলে এসেছিলাম, ফিরে পেলাম।
৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
উনি ছবি দেন বলেই তো রক্ষা; না হলে, কোন পোষ্ট রবীঠাকুরকে নিয়ে, আর কোনটা কবি নজরুলকে নিয়ে লিখেছেন, সেটা বের করতে সময় লাগতো!
রতনে রতন চিনে ভোমরা চিনে মধু,
ষ্টিমারের সারেং চিনে টেংরা মাছ আর কদু !!
কাউয়া চিনে ঘাউয়া কাঁঠাল
ভ্রমরা চিনে মধু মুরুক্ষ জঞ্জালে
চিনে ডেকসি ভরা কদু
মৃগনাভি কস্তরী রাজা বাদশাদের জন্য
মালি, পেয়াদা তা ভক্ষণ করলে চিত
হয়ে পড়ে থাকারই কথা!
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
চাঁদগাজী বলেছেন:
উদাহরণ দিতে গিয়ে, আপনাকে মনোকষ্ট দিলাম নাকি?
১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় ,
আপনাদের মত সিনিয়রদের কাছ থেকে আমরা ব্লগে অনেককিছু শিখি। শিখি ক্যাচাল এড়িয়ে ধৈর্য্যের পরিচয় দিতেও। কুমন্তব্য বা কুপ্রতিমন্তব্য কেউ করলে সেটা সংশ্লিষ্ট ব্লগারের সমস্যা। সেটাকে নিজের গায়ে মাখার কারন আছে বলে আমার মনে হয়না। আপনাকেও বহুক্ষেত্রে দেখেছি এসব বিষয় বহির্ভূত ব্যাপারে না জড়াতে।
আর পোস্টের কোয়ালিটি নিয়েতো আপনি বললেন। আজ আবার দেখলাম জনৈক ব্লগার প্রথম পাতায় তিনটি পোস্ট দিয়েছেন। অপর একজন নিজের পেশার বিজ্ঞাপন দিচ্ছেন ছবি সম্বলিত করে। সবমিলিয়ে অনেকটা ফেবুর মত লাগছে। আমরা যে নান্দনিকতার জায়গা বলে ব্লগকে চিনি বা জানি , তার বেশ অভাববোধ করছি।
শুভেচ্ছা নিয়েন।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
চাঁদগাজী বলেছেন:
কিছু কিছু ব্লগার আমাদেরকে হালকাভাবে নিচ্ছেন; উনাদের স্মরণ করায়ে দেয়ার প্রচেষ্টা চলছে
১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১
রঞ্জন রয় বলেছেন:
দিনদিন ভুলামনা হয়ে যাচ্ছেন..... ডাক্তার দেখান....
কবিতা লিখেন এই সময়ে.... সুন্দর কবিতা আপনার হাতে ভূমিষ্ঠ হবে........
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
চাঁদগাজী বলেছেন:
ব্লগার অচেনা হৃদির 'মাথা ঘুরায়ে দেয়ার জন্য' একটা কবিতা লেখার কথা আছে।
১২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
রঞ্জন রয় বলেছেন:
তাই চাই.... নুরু কাকুকে পেলাতে হবে।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
চাঁদগাজী বলেছেন:
আমার পোষ্টে সনুরু সাহেবের নাম না থাকলে, কেমন যেন খালি খালি মনে হয়
১৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এসব গর্বেজ পোস্ট দেবার মানে কী??
আলোচিত অংশ দখল করার আগেই পোস্টটা ড্রাফটে নেবেন।
বস্তির ঝগড়াটে মেয়েদের মতো গালি দিয়েছেন আমাকে;
পোস্ট না পড়েই জিপিএ ৫ জেনারেশনের মতো কমেন্ট করলে গালি তো খাবেই!!!
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
চাঁদগাজী বলেছেন:
উনি অনেক বড় রূপক কবি, রুমি'র উপর দখল না থাকলে উনাকে বুঝা খুবই মুশকিল। উনার লেখা পড়েছি, উনার লেখার মাঝে আবার "বি: দ্র: " ছিল। বি: দ্র'টা পড়িনি, সেখানেই প্রমাদ
১৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩
রঞ্জন রয় বলেছেন:
আপনি সবার প্রিয় অপ্রিয় ব্যক্তি......
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
চাঁদগাজী বলেছেন:
ব্লগিং এই রকমই
১৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০০
নজসু বলেছেন: আমি নতুন ব্লগার। এখনও সেফ হইনি। এই বিষয়ে কোন কিছু বলা আমার ঠিক হবে না।
কমেন্ট করতে ভালো লাগে।
পোষ্ট পড়লেই আমি কমেন্ট করি।
আমি অনেক ব্লগে গিয়ে ভারি ভারি ব্লগার ভাইদের কমেন্টস পড়তে ভুল করিনা। তাদের কমেন্টে অনেক কিছু জানা যায়।
কমেন্ট শুধু পড়ার নয়; শেখারও।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৬
চাঁদগাজী বলেছেন:
আপনি স্বল্প সময়ে সেফ হয়ে যান, এই আশা রলো।
ভেবেচিন্তে লিখলে, খুবই কম সময়ে সেফ হওয়ার সম্ভাবনা আছে।
১৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০২
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: শেখ হাসিনার নামে হবে পদ্মাসেতু: ওবায়দুল কাদের
http://www.ittefaq.com.bd/national/2018/09/29/172793.html
এ নিয়ে দু লাইন বলুন দেখি...
@ রঞ্জন রয়
প্রথম পেজে প্রাসঙ্গিক আলোচনা করুন। অথবা গাজীকে একটা আড্ডা পোস্ট দিতে বলুন।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৪
চাঁদগাজী বলেছেন:
পদ্মাসেতুর নাম হয়ে গেছে, "পদ্মাসেতু"; ওবায়দুল কাদের মিয়া শেখ হাসিনার জনপ্রিয়তা কমায়ে, উনাকে সরাতে চাচ্ছেন; ওবায়দুল কাদের শেখ হাসিনার বিপক্ষে ষড়যন্ত্র করছে বলে মনে হচ্ছে।
১৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৭
ফারিহা হোসেন প্রভা বলেছেন: মাঝেমাঝে এমন হয় স্যার। তবে আপনার চিন্তা-ভাবনা অনেক ভালো লেগেছে আমার। এগিয়ে যান। শুভকামনা রইলো।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২১
চাঁদগাজী বলেছেন:
ওকে, সাপোর্ট শক্ত আছে, ধন্যবাদ
১৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২০
চাঁদগাজী বলেছেন:
স্যরি, ব্লগার "শাহাদাত নিরব " সাহেবের মন্তব্যটা ভুলে মুছে ফেলেছি।
১৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৩
রঞ্জন রয় বলেছেন:
@পাঠকের প্রতিক্রিয়া !
অনেকের পোস্টে দেখেছি, ইনি অপ্রাসঙ্গিক মন্তব্য করতেন। তাই ইনার এখানে কাঠখোট্টা মন্তব্য করাই শ্রেয়।
গাজী সাহেব আপনি..... ডাক্তার দেখান..... আবার বলতেছি।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩২
চাঁদগাজী বলেছেন:
আমার কাজ হলো ডাক্তারের কাছে যাওয়া ও ব্লগে পোষ্ট পড়া; ডাক্তারের কাছে যাওয়া নিয়ে আমার ২টি পোষ্ট আছে; পোষ্টগুলোতে পেঁচার ছবি আছে।
২০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৭
রঞ্জন রয় বলেছেন:
খুঁজতে পারবনা। আয়াপ্নি লিংক দেন
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪০
চাঁদগাজী বলেছেন:
ওকে, লিংক দেবো; একই পোষ্টে অনেক কমেন্ট করলে, ব্লগারেরা পছন্দ করেন না।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৫
চাঁদগাজী বলেছেন:
Click This Link
Click This Link
আরো আছে
২১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন: লেখক বলেছেন: উদাহরণ দিতে গিয়ে, আপনাকে মনোকষ্ট দিলাম নাকি?
মনোকষ্ট দেবার ক্ষমতা আপনার আছে নাকি।
আপানার মন্তব্য আমি ভষ্ণ ভেবে অবজ্ঞায় রাখি!
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১১
চাঁদগাজী বলেছেন:
আমি কি হিমালয়কে ধাক্কাছি?
২২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪১
জায়েদ হোসাইন লাকী বলেছেন: আপনার এই পোস্ট টা ভালো লেগেছে গুরু! আপনার সম্পর্কে যেটুকু জেনেছি তা হলো আপনি খুব স্ট্রেট-কাট লোক, যাকে যা বলার বা লেখার তা সরাসরি লিখেন। আর এতেই আপত্তি বাঁধে। আসলে অনেকেই সমালোচনা সহজ ভাবে নিতে পারে না, আমি অনেক সময় নিতে পারি না। আপনার একটা দিক ভালো লেগেছে যে, আপনি আপনার যায়গায় অটল থেকেছেন বা থাকেন, এটা ভালো একটি দিক। আমি ব্লগে কিছুটা নতুন, আপনার বা অন্য ব্লগারদের সাথে আমার তেমন সখ্যতা নেই বললেই চলে। আপনার কিছু মন্তব্য পেয়ে আমি খুব আহত হয়েছিলাম। আমি আমার ২৬ বছরের সাহিত্যচর্চার জীবনে কারো সাথেই বিবাদে যাইনি বা যাওয়ার ইচ্ছেও নেই। দেশের অনেক কবি সাহিত্যিক আমাকে চিনেন একজন সাধারণ মানুষ হিসেবে, আমি আসলেই খুব সাধারণ এবং খুবই সামান্য একজন মানুষ। কবি হতে পেরেছি কিনা জানি না বা হতেও চাই না কারণ আমি কবি নই, একজন শ্রমজীবী মানুষ। আপনার মন্ত্যব্বের প্রতিউত্তরে আমি আপনাকে আক্রমণ করেছিলাম, এটা আসলেই আমার করা ঠিক হয়নি। এজন্য আমি লজ্জিতও বটে। তবে আপনার উচিৎ ছিলো আমার লেখাটি ভালোকরে পড়ে মন্তব্য করা। আপনি হুদাই আমাকে ফালতু আর কি সব লিখলেন! যাহোক, আমি চাই আপনি আমার লেখায় নিয়মিত কমেন্ট করুন তাতে বরং আমি সম্মানির বোধ করবো। আর আমাদের বন্ধুতা আরো মজবুত হবে এটা আমার প্রত্যাশা। লাভ ইউ গুরু। ভালো থাকুন।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৯
চাঁদগাজী বলেছেন:
স্যরি, আপনার পোষ্টে মন্তব্যটা করার আগে "বি: দ্র:"টা পড়া হয়নি; মন্তবতা একটু খারাপই হয়ে গিয়েছিল; যাক, মন খারাপ করবেন না; আমি ব্লগের এটাসেটাকে সহজে মেনে নিই, কথা কাটাকাটির কথা ভুলে যাই।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৭
চাঁদগাজী বলেছেন:
এই পোষ্টের উপরের অংশ এডিট করে দিয়েছি।
২৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪২
রঞ্জন রয় বলেছেন:
ওকে সাহেব....
২৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মাঝে মাঝে একটু ছাড় দিয়েন কাউকে কাউকে। তবে মজার মন্তব্য বন্ধ করবেন না...
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৮
চাঁদগাজী বলেছেন:
নিজকে বদলানোর অনেক চেষ্টা করলাম।
২৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০১
কাওসার চৌধুরী বলেছেন:
গুরুত্বপূর্ণ পোস্ট। আমি আপনার মন্তব্য, প্রতি মন্তব্যগুলো মনযোগ দিয়ে পড়ি। কিছু কিছু কমেন্টে আপত্তি থাকলেও বেশিরভাগ কমেন্ট বেশ বুদ্ধিদীপ্ত। আমি এগুলো থেকে শেখার চেষ্টা করি।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১০
চাঁদগাজী বলেছেন:
সারছেন; আমাকে অনুসরণ করিয়েন না, লোকজন ক্ষেপছে
২৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৭
জায়েদ হোসাইন লাকী বলেছেন: লাভ ইউ গুরু। আমাদের বন্ধুতা আজীবন অটুট থাকুক। আপনার জন্য অনেক শুভকামনা রইলো !
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩১
চাঁদগাজী বলেছেন:
আমাদের এক পরিচয়, আমরা সবাই ব্লগার; এটাসেটা কিছুই না।
২৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কবিদের বেশি বেশি উৎসাহ দিবেন। কবিরা আবার সমালোচনা সহ্য কম করতে পারে। বিশেষ করে যারা নতুন কবিতা লিখতে হাত খসাচ্ছে।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৫
চাঁদগাজী বলেছেন:
আপনি বলতে চাচ্ছিলেন, 'নতুনেরা হাত পাকাচ্ছেন'? পড়লে, আমি কিছু একটা বলার চেষ্টা করি।
২৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪১
রাকু হাসান বলেছেন:
স্যার খুব মূল্যবান কিছু বললেন পোস্টে । বিশেষ করে এই অংশটি তো দারুণ লাগলো ।
সে দিনের বিষয়টা নিয়ে মন খারাপ না করার অনুরোধ করবো । আর আপনি যে এইসব ভুলে যান ,সেটা আগেও দেখেছি । এই দিকটা আমাকে ভালোলাগা দেয় ।
জায়েদ হোসাইন লাকী
ভাই! আপনার এই মন্তব্যে মুগ্ধ আমি । এবং প্রতি উত্তরেও শান্তির পরশ । দুইজনের প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল আমার । এ িপোস্টে আপনার আসা ও মন্তব্য করার জন্য ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি । ভালো জিনিস দেখে সুখ পেলাম তাই ।
সবাই ভালো থাকি এবং অন্যকে ভালো রাখি এই হোক কামনা ।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৭
চাঁদগাজী বলেছেন:
পোষ্ট টোষ্ট নিয়ে লেগে গেলে, উহা আমি আমার মনে ধরে রাখি না। কোন ব্লগারকে মনোকষ্ট দিলে, আমার নিজের কাছে খারাপ লাগে।
২৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৬
রাকু হাসান বলেছেন: আরেকটু বলি ,আপনার মন্তব্যের আশায় থাকি সব সময় হোক সেটা সমালোচনা বা প্রশংসা ।এত বুদ্ধিদীপ্ত মন্তব্য করতে কেমন পাঠক হতে হয় সেটা ভেবেই অবাক হই ।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৩
চাঁদগাজী বলেছেন:
সারছেন! আমার মন্তব্য বেশ উল্টাপাল্টা হয় মাঝে মাঝে; তবে, আমি পড়লে, বেশীরভাগ ক্ষেত্রে কিছু একটা মন্তব্য করি।
৩০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫১
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৮
চাঁদগাজী বলেছেন:
লোকজন মাঝেমাঝে লিজের লেখা পড়ার সময়ও পাচ্ছেন না।
৩১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৭
জায়েদ হোসাইন লাকী বলেছেন: ধন্যবাদ প্রিয় বন্ধু রাকু হাসান
৩২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫০
বাকপ্রবাস বলেছেন: আপনাকে আমি উপভোগ করি, আপনার সাথে নুরু ভাই এর মনমালিন্যটাও আমার কেন যেন ভালই লাগে। আপনার কমেন্টগুলো অনেকের কাছে কাঠখোট্টা মনে হলেও আমি ব্যাক্তিগত ভাবে সেখানে যা দেখি সেটা হল লেখার মান ভাল হবার জন্য এমনটাইপ কমেন্ট জরুরী
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০০
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, আমি ব্লগারদের ভালোবাসি, এদের কোন ভুল ইত্যাদির সমালোচনা করা খুবই দরকারী; মাঝে মাঝে সমালোচনার সময় আমারও ভুল হয়; তবে, নিজের ভুল টের পেলে আমি সেটার জন্য দু:খিত হই।
৩৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৬
মেহেদী হাসান হাসিব বলেছেন: আমার যদি ভুল না হয় আপনি সামু ব্লগের আলোচিত ব্লগার। আচ্ছা আপনাকে নিয়ে যখন কিছু খারাপ মন্তব্য বা ব্যক্তিগত আঘাত বা তিক্ত কথা ছোড়ে তখন আপনার মানসিক প্রতিক্রিয়া কেমন হয়?
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪২
চাঁদগাজী বলেছেন:
আমি আমার সমস্যটা বুঝার চেষ্টা করি; যদি বুী যে, আসলে আমার সমস্যা আছে, আমি খুশী হই; না'হয়, আমি ট্রাক্টরে উঠে বসি
৩৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২৯
নূর আলম হিরণ বলেছেন: আমার প্রথম দিককার কিছু পোষ্টে আপনি এমন কিছু মন্তব্য করেছেন পড়ে খুবই খারাপ লেগেছিলো। এমনও ভাবছিলাম আর লিখবো না। পরে নিজের লেখা পড়ে দেখি আসলেই লেখা মানসম্পন্ন ছিলো না এবং আপনার প্রতি রাগটা কমে যায়।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪০
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, লেখার মান নিয়ে কথা বলাটা কষ্টকর, তাই অনেকেই সেটা এড়িয়ে যান
৩৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:০৪
আল ইফরান বলেছেন: চাঁদগাজী বলেছেন " আমি আমার সমস্যটা বুঝার চেষ্টা করি; যদি বুী যে, আসলে আমার সমস্যা আছে, আমি খুশী হই; না'হয়, আমি ট্রাক্টরে উঠে বসি"
ট্রাক্টরে উঠে বসাটা ঠিক মাথার উপর দিয়ে চলে গেলো
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৩৫
চাঁদগাজী বলেছেন:
"আমি ট্রাক্টরে উঠে বসি" মানে একটু চাপ প্রয়োগ করি, যাতে আমাকে অকারণে আক্রমণ না করেন।
৩৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪৭
সোহানী বলেছেন: লেখক বলেছেন: উনি ছবি দেন বলেই তো রক্ষা; না হলে, কোন পোষ্ট রবীঠাকুরকে নিয়ে, আর কোনটা কবি নজরুলকে নিয়ে লিখেছেন, সেটা বের করতে সময় লাগতো!
আমি আপনার হিউমারে মুগ্ধ.................।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭
চাঁদগাজী বলেছেন:
উনি যদি ছবি না দেন, উনার লেখা পড়ে আমি বুঝতে পারি না, শেখ হাসিনাকে নিয়ে লিখেছেন, নাকি বেগম জিয়াকে নিয়ে লিখছেন।
৩৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩২
নীল আকাশ বলেছেন: আমি আপনার হিউমারে মুগ্ধ.................
আমি বিনা শর্তে আমার ব্লগের যেকোন লেখায় যা ইচ্ছা মন চায়/মন্তব্য লেখার জন্য বলে গেলাম।
আপনার মন্তব্য ব্লগের পাতায় মুক্তার মতো জ্বল জ্বল করে......।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮
চাঁদগাজী বলেছেন:
আমি সব সময় কিছু একটা বলতে চাই
৩৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৩
শিমুল_মাহমুদ বলেছেন: আপনার লেখাগুলো পড়ি কিন্তু মন্তব্য করা হয়না, আপনার নুরু সাহেবের বেশ জমে,এই খুনসুটি কোথা থেকে শুরু হল জানতে ইচ্ছা হচ্ছে।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫০
চাঁদগাজী বলেছেন:
নুরু সাহেব গত রোজার সময় আমার বিপক্ষে জ্বিহাদ ঘোষণা করে বলেছিলেন যে, রোজার পর আমাকে ধরবেন, রোজা চলে গেছে, আমি ভয়ে ভয়ে আছি
৩৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৭
নীল আকাশ বলেছেন: চাঁদগাজী বলেছেন: চরমপত্রের মতো উত্তপ্ত ভালোবাসার বাণী।
উনি আমার একটা প্রেমের কবিতায় বলেছিলেন এটা। আমি এখনও মাঝে মাঝে মন্তব্যটা পড়ি।
কি অসাধারন মন্তব্য!
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২
চাঁদগাজী বলেছেন:
ওটা আমার মন্তব্য ছিল? তা'হলে ঐ কবিতায় আসলেই কিছু একটা ছিলো, এই ব্যাপারে আমি শিওর!
৪০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৭
রক বেনন বলেছেন: হতাশ হয়ে যখন ভাবছিলাম ব্লগে কি লিখবো, কি দেয়া যায়, তখন আপনার একটি কমেন্ট ই আমাকে দিক দেখিয়েছিল। ছোট্ট একটি কমেন্ট ছিল, কিন্তু আমার জন্যে ছিল তা একটি কম্পাস। ২ বছর হিসেবে হয়তো আমার পোস্টের সংখ্যা কম, কিন্তু যা দিয়েছি তা আপনার অনুপ্রেরনায় আর যা দিয়েছি তা নিয়ে আমার নিজের যথেষ্ট আত্মতৃপ্তি বিদ্যমান।
ভালো থাকবেন নিরন্তর। আপনার জন্যে অনেক অনেক শুভকামনা রইল।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪
চাঁদগাজী বলেছেন:
আমার মনে হয়, অনুবাদে আপনার হাত আছে
৪১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৫
হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার বড়ভাই!
আপনার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।
অশেষ শুভকামনা রইল।।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৯
চাঁদগাজী বলেছেন:
আসলে আমি নিজেই সুবিধা করতে পারছি না
৪২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৫
বিজন রয় বলেছেন: এসব আর বলে লাভ নেই। এতদিন ব্লগিং করতে যেয়ে অনেক কিছু দেখেছি। এসব আর গায়ে মাখি না।
আমি শুধু এটাই জানি, ভাল লিখলে অন্যরা আসবে, কথা বলবে।
আপনি কি বলেন, আমার কবিতাগুলো কি ভাল হয়?
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০২
চাঁদগাজী বলেছেন:
আপনার কবিতা দীর্ঘ সময়ের পরে ব্লগে আসে; মনে হয়, আপনি লালনপালন করেই ব্লগে আনেন; এটাই ভালো পদ্ধতি
৪৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১০
হাসান রাজু বলেছেন: নুরু ভাই আপনারে এক্কেবারে পাত্তা দিতাছেনা ক্যা ?
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
চাঁদগাজী বলেছেন:
উনি পাহাড়ের মতই অটল, অচল
৪৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩০
আমিন রবিন বলেছেন: সামু কর্তৃপক্ষের উচিত কবিদের জন্য ব্লগের একটা আলাদা উইং খোলা।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪
চাঁদগাজী বলেছেন:
বিপদ হতে পারে; কবিরা সেই রকম কিছু চান বলে আমার মনে হয় না
৪৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৭
সাাজ্জাাদ বলেছেন: আমার মনে হয় ,অনেক নতুন ব্লগার আপনার কমেন্টে নিরুৎসাহিত হয়।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
চাঁদগাজী বলেছেন:
তাই? শুনে মন খারাপ হলো!
আমি চেষ্টা করবো উনাদের উৎসাহিত করার
৪৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি যাই লিখুন, আপনার লেখা যদি আপনার কাছে ভালো লাগে, অন্যদের কাছে ভালো লাগার সম্ভাবনা আছে; লেখা হয়ে গেলে কয়েকবার পড়ে দেখবেন, আপনি যা বলতে চেয়েছেন, তা' সঠিকভাবে ফুটে উঠেছে কিনা, লেখার মাঝে আপনার হৃদয় আছে কিনা, আপনার লেখা পড়ে আপনি নিজেই উৎফুল্ল হন কিনা!
অসাধারণ! এই অংশটা রীতিমত কোট করার মত। একটি সুখপাঠ্য পোস্ট দিতে চাইলে নতুন পুরাতন সকল ব্লগারের জন্যই কথাগুলি প্রযোজ্য ।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১০
চাঁদগাজী বলেছেন:
আমি অনুভব করেছি, যেদিন আমার পোষ্ট আমার কাছে ভালো লাগে, আমি বারবার পড়ি; পোষ্ট নিজের কাছে ভালো না লাগলে, অন্যেরা তেমন উৎসাহ দেখায় না।
অনেকদিন হলো, আপনি তো রম্য টম্য কিছুই ছাড়ছেন না
৪৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: শিরোনামের সাথে একমত।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬
চাঁদগাজী বলেছেন:
আমি জানি না, শেষে আমার নিজেরই ঘোড়ারোগ হলো কিনা!
৪৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩২
সুমন কর বলেছেন: হুম, কাল রাতেই ফেবুতে দেখেছিলাম.....
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
চাঁদগাজী বলেছেন:
ফেবুতে কি দেখেছিলেন, এই পোষ্ট? আমার তো ফেবু নেই!
৪৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯
সুমন কর বলেছেন: জাহিদ আপনার তিনটি কমেন্ট শেয়ার করেছিল...........
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৭
চাঁদগাজী বলেছেন:
আচ্ছা, আচ্ছা
৫০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৯
এস এম ইসমাঈল বলেছেন:
গাজী সাহেব, আমার ব্লগে আপনাকে মন্ত্যব্যের জন্য আমন্ত্রণ জানাচ্ছি, অবশ্যই সময় করে একবার ঘুরে আসবেন । নুরু আপনার পিছনে লেগেছে ক্যান?
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১০
চাঁদগাজী বলেছেন:
ব্লগার নুরু সাহেব মৃত বিখ্যাত লোকদের নিয়ে লেখেন, উনি মনে করেছেন যে, আমার অনেক বয়স!
৫১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৯
রাজীব নুর বলেছেন: ওস্তাদ আমার মন দিল ভালো নাই।
কি পড়ি, আর কি মন্তব্য করি আমি নিজেই জানি না।
প্রচন্ড বাজে সময় যাচ্ছে। অথচ আমার সুন্দর সময় যারা নষ্ট করেছে তারা ভালো আছে। বেশ ভালো আছে।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৮
চাঁদগাজী বলেছেন:
আপনার চাকুরী আছে তো?
৫২| ০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৫
শুপ্ত বলেছেন: আপনার লেখা আপনি লিখে যান কে কেমন কমেন্টস করলো কে না করলো তা না তাকিয়ে লিখে যান আপনার লেখা অতুলনীয়।
০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১২:২৪
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, আমি চেষ্টা চালিয়ে যা্চ্ছি
৫৩| ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৯
মনিরা সুলতানা বলেছেন: আমি ব্যক্তিগতভাবে কবিতা পড়তে পছন্দ করি; কিন্তু আজকাল কবিতায় কমেন্ট করা হচ্ছে না তেমন একটা।
আপনি কবিতা পছন্দ করেন !!!
ব্যাপার টা নিঃসন্দেহে দারুণ।
০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৬
চাঁদগাজী বলেছেন:
১৯৭১ সাল থেকে শুরু করে, আজ অবধি, আমি কবিতা পড়িনি, এমনদিন খুবই কম গেছে। সারাদিন তেমন কিছু না করলেও সামান্য কয়েক লাইন কবিতা পড়ি
৫৪| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৮
অচেনা হৃদি বলেছেন: আপনি কবিতা লিখবেন শুনলেও মাথা ঘুরায়। আসলে যদি লিখে ফেলেন কি হবে বলা যাচ্ছে না।
যাই হোক, ব্লগার নূরু সাহেবের মত আমিও আপনার ব্লগ চেক করব, কবিতার আশায়।
০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১২:২৩
চাঁদগাজী বলেছেন:
কবিতা লেখার পর, আমি নিজেই বাল্মীকির মত বন-জংগলে চলে যাই কিনা, কে জানে!
৫৫| ০৩ রা অক্টোবর, ২০১৮ ভোর ৫:৪৫
স্বপ্নীল ফিরোজ বলেছেন:
আমি আপনার লেখা পড়ি কিছু শেখার জন্য।
এখনো শিখছি।
০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩০
চাঁদগাজী বলেছেন:
আসলে, আমার পোষ্টগুলো এত ছোট যে, এগুলো তেমন কইছু ধারণ করতে পারে না
৫৬| ০৩ রা অক্টোবর, ২০১৮ ভোর ৬:২৫
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: নুরু ভাইয়ের সাথে আপনার সম্মুখ মুকাবেলা কবে হবে এবং এর ফলাফল কি হতে পারে ?
০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৯
চাঁদগাজী বলেছেন:
নুরুভাই নিজের থেকেই বাস্পীভুত হয়ে যাবেন
৫৭| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৮
খাঁজা বাবা বলেছেন: আপনার এই লেখাটা পড়ে কেন যেন ভাল লেগেছে।
তবে ভাল লাগার কারন টা বুঝতে পারছি না।
সত্যি বলছি ঠোটে এখনো একটা মুচকি হাসি
০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৭
চাঁদগাজী বলেছেন:
দিনটা আপনার ও আমার ভালো কাটছে, মনে হয়
৫৮| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৬
খাঁজা বাবা বলেছেন: সত্যিই দিনটা চমৎকার। আপনার ওখানে সম্ভবত এখন সকাল।
শুভ সকাল, আপনার জন্য শুভ কামনা।
০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:২৪
চাঁদগাজী বলেছেন:
অনেক ধন্যবাদ, সুন্দর দিন; আপনি ভালো থাকুন
৫৯| ২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৩
আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার প্রিয় কবির নামটা
২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২১
চাঁদগাজী বলেছেন:
মধুসুদন দত্ত
©somewhere in net ltd.
১|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫
রঞ্জন রয় বলেছেন:
আপনি ব্লগ ছেড়ে কয়েকদিন গুম হয়ে যান......