নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনা আপাতত কিছুটা বিজ্ঞতার পরিচয় দিয়েছেন

০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩



প্রথমত, পদ্মাসেতুর নামকরণ কোন একটা বিষয়ে পরিণত হওয়ার কথা ছিলো না, পদ্মাসেতুর নাম স্ভাবাবিকভাবেই পদ্মাসেতু হয়ে গেছে, মানুষ উহাকে নাম দিয়েছেন; সেতুকে কারো নামে নামকরণ করা মোটামুটি স্বাভাবিক নয়।

শেখ হাসিনা জাতিসংঘের সন্মেলনে থাকাকালীন সময়ে উনার সেতুমন্ত্রী ও আরো কয়েকজন মন্ত্রী মিলে পদ্মাসেতু মোটামুটি উনার নামে নামকরণ করে ফেলেছিলো; শুনলাম, নিউইয়র্ক থেকে ফিরে তিনি এসব গবুদের ভৎসনা করেছেন, এবং সেতুটি উনার নামে নামকরণ না করার জন্য বলে দিয়েছেন। সেতুর নামকরণ নিয়ে সামুতে আলোচনা হয়েছে, সামুর ব্লগারেরা মত প্রকাশ করেছেন যে, সেতু উনার নামে দিলে, উনি বিশাল সমালোচনার সন্মুখীন হবেন।

ব্যাপারটা খুবই ছোট, কিন্তু কিছু মানুষ সাধারণ মানুষের সেন্টিমেন্ট না বুঝে হাসির পাত্র হন; এক্ষেত্রে শেখ হাসিনা সঠিক মনোভাব ব্যক্ত করে, বেশ বিজ্ঞতার পরিচায় দিয়েছেন।

নামকরণ নিয়ে শেখ হাসিনার ভয়ংকর দুর্বলতা আছে, তিনি যা দেখেন উহাতে 'বংগবন্ধু' শব্দ লাগিয়ে দিয়ে আসছিলেন; মনে হয়, উনার বাবার মৃত্যু উনাকে বেশী বেশী দুর্বল করে দিয়েছে; এবার ১ম বার উনি ব্যাপারটা অনুধাবন করেছেন যে, নামে কিছু আসে যায় না, মানুষ সেতু থেকে নাম নিয়ে কাউকে মনে রাখার কথা নয়। উনার এই পরিবর্তন উনার সম্পর্কে ভালো ধারণার সৃষ্টি করবে।

ভোটের আগে, উনার নামে সেতুর নামকরণটা আমার কাছে মনে একটু সন্দেহের সৃষ্টি করেছিলো, কেহ কি সুক্ষ্মভাবে উনাকে সমালোচনার মাঝে ঠেলে দিচ্ছে! যাক, উনি ব্যাপারটা অনুধাবন করেছেন; উনি সামু পড়লে, উনার অনেক সমস্যা সম্পর্কে উনি কিছু পরিস্কার ধারণা পেতেন।

মন্তব্য ৭৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০১

জে.এস. সাব্বির বলেছেন: পদ্মা সেতুতে যা অবদান তা এদেশের জনগনের। তারা নিজের ঘামের টাকায় বানাচ্ছে পদ্মা সেতু। শেখ হাসিনা তার দায়িত্ব পালন করছে, জনগন দ্বারা অর্পিত দায়িত্ব।৷ এই সেতুর নামকরণ করতে হবে এদেশের জমগনের নামে।

০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

চাঁদগাজী বলেছেন:


এটাই হওয়া উচিত

২| ০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

সৈয়দ ইসলাম বলেছেন:
জ্ঞানীরাই নিজের সমালোচকদের খোঁজে বের করর নিজেদের সমস্যা তালাশ করে।

হয়ত উনি ভুলেবালে সামুতে আসছিলেন।

০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

চাঁদগাজী বলেছেন:


সামুতে সরকারী ৩ জন সরকারী ব্লগার ছিলো, সবগুলোই ছিলো ম্যাঁওপ্যাঁও; এখন অন্য নিকে আছে কিনা কে জানে!

৩| ০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

সৈয়দ ইসলাম বলেছেন:
অন্য নিকে থাকলেও ম্যাঁওপ্যাঁও থেকে ওদের পদোন্নতি হবে না, কারণ এখানে দুর্নীতি করা যায় না।

০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

চাঁদগাজী বলেছেন:


ঐ ৩ ব্লগার আসলে গাধা ধরণের ছিলেন, কি যে লিখতো নিজেরাই বুঝতো না, অন্যদের পোষ্ট পড়তো না

৪| ০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
পোস্টে এ প্লাস।

০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

চাঁদগাজী বলেছেন:



উনার শেখার সময় চলে গেছে, উনার সময়ে, জাতির সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই, মনে হয়

৫| ০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এখন অনেক চমক দেখব।

০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

চাঁদগাজী বলেছেন:


সম্ভব, ভোটের আগে সবাই ভালো হয়ে যান।

৬| ০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

সনেট কবি বলেছেন: ভাল পোষ্ট।

০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

চাঁদগাজী বলেছেন:


ভোটের আগে, উনি এক স্কান্ডাল থেকে বাঁচলেন।

৭| ০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

প্রথমকথা বলেছেন: জননেত্রী দেশ রত্ন সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। সুন্দর লেখা পোষ্ট করার জন্য চাঁদগাজী ভাইকে ধন্যবাদ জানাই।

০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

চাঁদগাজী বলেছেন:


এটা কি আসলে মন থেকেই বলছেন? "জননেত্রী দেশ রত্ন" বলাতে একটু সন্দেহ লাগছে; উনি "দেশরত্ন" নন

৮| ০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,



যদি তাই-ই বলবৎ থাকে তবে সাধুবাদ তাঁকে দিতেই হবে এবং সবার চোখে আঙুল দিয়ে সম্ভবত তিনি একটা ইতিহাসও তৈরী করে ফেলতে পারেন ।

০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

চাঁদগাজী বলেছেন:


উনি যেস্হানে আছেন, সবই সম্ভব! আপাতত, একটা স্কানডালের অবসান ঘটায়েছেন।

৯| ০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

প্রথমকথা বলেছেন: চাঁদগাজী ভাই আমি ভেবে বুঝে বলেছি, আমার কাছে তাই মনে হয়। ধন্যবাদ ভাই।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:০৭

চাঁদগাজী বলেছেন:


ঠিক আছে, উনার ব্যাপারে অনেক বিবিধ মতামত আছে অবশ্যই

১০| ০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: বিষয়টা জানা ছিলনা, জানলাম। তবে চাটুকারদের এমনভাবে হতাশ করাটা কি ঠিক হলো? ;)

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:০৯

চাঁদগাজী বলেছেন:


নিজের চারিপাশের লোকদের না বুঝতে পারায়, উনার বাবার অনেক ক্ষতি হয়েছিলো।

১১| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:১৬

নজসু বলেছেন: পদ্মা সেতুতে উনার নাম না থাকলেও সেতুতে উনার আন্তরিকতা, অবদান বিন্দুমাত্র কেউ অস্বীকার করতে পারবে না।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:১৯

চাঁদগাজী বলেছেন:


সময় আসবে, পদ্মাসেতু্তে বেশী ব্যয়ের কারনে উনাকে হয়তো জবাবদিহি করতে হবে।

১২| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:২৩

নজসু বলেছেন: কি জানি ভাই আমি রাজনীতি এবং এর সম্পর্কিত লোকজন সম্পর্কে তেমন কিছু বুঝিনা, জানিনা।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:৩০

চাঁদগাজী বলেছেন:


পদ্মাসেতু ২ থেকে আড়াই বিলিয়নে হওয়ার কথা; বিশ্ব ব্যাংক ২.৯ বিলিয়ন ধরেছিলো, উহা এখন সাড়ে ৬ বিলিয়নে চলে গেছে; বাংলাদেশে যে, 'সুপার ধনী' বাড়ছে, এদের কয়েকজনকে পদ্মাসেতু প্রসব করছে মহে হয়; সেতুর নাম হওয়ার দরকার "ধনীর মাতা সেতু"

১৩| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:৩২

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আমিই মেঘদূত, তালপাখার সেপাই - দের দেখা যাচ্ছে না অনেকদিন। নিজের ওজন বুঝে গিয়েছে উনারা। আপনার লেখার সাথে সহমত।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৬

চাঁদগাজী বলেছেন:



আরও ১ ডোডো ছিল, "স্বপ্নবীথি"; ওদের বেতন যিনি দেন তিনিও পিগমী

১৪| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এক পাত্রে আর কত ধাতুর মিশ্রণ দিবেন জনাব,
একবার বলেন তিনি অবিবেচক, আবার বলেন "বিজ্ঞ"
বারে বারে মত পথ বদলানো মানুষ বদ হয়। আপনি
বদের সংজ্ঞায় সংজ্ঞায়িত! বাচাল একটা

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৫

চাঁদগাজী বলেছেন:


এই পোষ্টে কারো মৃত্যুর সংবাদ ছিলো নাকি, আপনি কিভাবে উপস্হিত হলেন?

১৫| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:৪২

টুটুল বলেছেন: শেখ হাসিনার রাজনৈতিক পরিপক্কতা এসেছে। উনি এতো বোকা নন যে নির্বাচনের আগে পাবলিক ক্ষেপিয়ে নিজের পায়ে কুড়াল মারবেন।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৩

চাঁদগাজী বলেছেন:


৩৭ বছর রাজনীতি করার পর, আক্কেল দাঁত উঠছে, অবস্হা একেবারে খারাপ না!

১৬| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:১৮

বিএম বরকতউল্লাহ বলেছেন: গাধার পিঠে বানর বসা
হায়রে গাধার করুণ দশা!

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:২৫

চাঁদগাজী বলেছেন:


২ লাইনে অনেক কথা বলা হয়েছে, ধন্যবাদ

১৭| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:২৩

নীলপরি বলেছেন: নাম বিভ্রাট মিটেছে , এটাই শিক্ষনীয় ।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:২৬

চাঁদগাজী বলেছেন:



নিজকে বিশাল স্কান্ডাল থেকে রক্ষা করেছেন তিনি

১৮| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৩

প্রন্তিক বাঙ্গালী বলেছেন: চাঁদগাজী সাহেব মাঝে মাঝে ভাল কথাও বলে। ধন্যবাদ ভাই।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:৪০

চাঁদগাজী বলেছেন:



চেষ্টা করে যাচ্ছি, কিন্তু গোড়ায় গলদ আছে, হয়তো

১৯| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এমনও হতে পারে সবটাই স্ট্যান্টবাজি। যাই হোক, তবে এসব দিয়ে জনগণের মন আর পাওয়া যাবে না। উনার যা ড্যামেজ হয়েছে তা আর রিকভার করার সুযোগও নেই। তাছাড়া এই সেতুর কারণে অর্থনীতির কী অবস্থা তা জানা যাবে শুধু তিনি যাওয়ার পরই...

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:২৭

চাঁদগাজী বলেছেন:


সেতু হচ্ছে, সাধারণ মানুষ এতেই খুশী। নিজেদের টাকায় করাতে মানুষের আত্মবিশ্বাস বাড়বে; তবে, সেতু কিছু সুপার ধনী প্রসব করছে।

ভোটের আগে একটা বড় স্কান্ডালের জন্ম দিচ্ছিল ওবায়দুল কাদের, সেটাকে উনি থামায়েছেন, এটা মোটামুটি বুদ্ধিমানের কাজ। বেগম জিয়াকে কেহ কেহ কেক কাটতে মানা করেছিল, সেটার গুরুত্ব বেগম জিয়া বুঝেননি, এই আর কি!

২০| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:০২

রাফা বলেছেন: সঠিক সমালোচনা ,পজেটিভ মনোভাব নিয়ে গ্রহণ করতে পারাটা দিন দিন সুদূর পরাহত।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:০৯

চাঁদগাজী বলেছেন:


বিষয়টা বড় নয়; তবে, সময় ও সিদ্ধান্তটা সঠিক ছিল উনার জন্য

২১| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:২৭

জাহিদ অনিক বলেছেন:

হুম্ তিনি ভালো কাজ করেছেন অবশ্যই। নিউজটা শুনে আমারও কেমন কেমন যেন লাগছিল-- এখন ভালো লাগছে,
তবে এই সেতু কবে নাগাদ ব্যবহার করা যাবে সেকথা কেহ জানে না

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১২:১৫

চাঁদগাজী বলেছেন:


ইলেকশানের আগে যখন হয়নি, ইলেকশানের পর, কাজে কিছুটা ভাটা পড়বে, আগামী বছরের শেষের দিকে হয়তো তৈরি হবে; সোভাগ্য, যদি মেরামতের দরকার না হয়!

২২| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:২৮

প্রশ্নবোধক (?) বলেছেন: আপনার পোষ্টটির প্রত্যেকটি বক্তব্যের সাথে একমত পোষণ করছি।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১২:১৩

চাঁদগাজী বলেছেন:


বাঁচা গেলো, অনেক ম্যাঁওপ্যাঁও হতো এটা নিয়ে।

২৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১২:০৫

আলআমিন১২৩ বলেছেন: চামচাদের অতিশ্রদ্ধার গালে এই চপেটাঘাত কতটুকু দাগ ফেলবে তা জানিনা। তবে হাসিনার এ সিদ্ধান্তকে অতিস্বর্গীয় করে তোলার জন্য আবার কিছুদিন আকাশ বাতাস মুখরীত রাখার জন্য আরেক গ্রুপ চামচার কম্পিটিশন শুরু হল বলে।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১২:১০

চাঁদগাজী বলেছেন:


সঠিক, হ্য়তো এই পদক্ষেপকে নিয়ে কয়েকজন লেগে যাবে; তবে, অনেকের মাথা ঘুরে গেছে, এখনো বাকহীন।

২৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১২:৪২

আখেনাটেন বলেছেন: সামনে নির্বাচন। চাপে আছেন। এখন এমনিতেই মাথা সঠিকভাবে কাজ করার কথা। এই মাথাটা বাকি বছরগুলোতেও সঠিকভাবে চললে সিংহাসন নিয়ে আর টেনশন করতে হয় না।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৩:১৪

চাঁদগাজী বলেছেন:


উনি যেই সুযোগ পেয়েছিলেন, তার কোনটাই কাজে লাগাতে পারেননি; উনি ও শেখ সাহেব সুযোগ বুঝেননি

২৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: যেদিন সে থাকবেননা আমাদের মাঝে, সেদিন দেশের মানুষ কাঁদবে আর তাঁর মহত্বের কথাগুলো স্মরণ করবে

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৩:১৩

চাঁদগাজী বলেছেন:


যাঁরা স্বাধীনতা চেয়েছিলেন, তাঁদের অর্ধেক মানুষ উনাকে কিছুটা পছন্দ করেন।

২৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৩:৫৩

হাসান কালবৈশাখী বলেছেন:
সেদিন দেশের মানুষ কাঁদবে ?

হাসিনার সিলেক্সানও মোটামুটি খারাপ না।
মেয়র নির্বাচনে আনিসুলকে মনোনয়ন করাতে অনেকে গালমন্দ করেছিল।
এখন আওয়ামী বিরোধীরাও তার জন্য কাঁদে

০৪ ঠা অক্টোবর, ২০১৮ ভোর ৫:০৩

চাঁদগাজী বলেছেন:


আনিসুল যদি গিটার বাজাতে পারতো, আরো একটু পপুলার হতো; উনি ঢাকার জন্য কিছু করেননি

২৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ ভোর ৪:৩৪

ওসেল মাহমুদ বলেছেন: শেখ হাসিনা ভালো মানুষ !

০৪ ঠা অক্টোবর, ২০১৮ ভোর ৫:০২

চাঁদগাজী বলেছেন:


উনি ভালো মানুষ সন্দেহ নেই; উনাকে ভালো রাজনীতিবিদ হওয়ার দরকার ছিলো

২৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৭:২৬

স্রাঞ্জি সে বলেছেন:

এইসব ম্যাউ ক্যাও বন্ধ করে ভালো টপিক নিয়ে ভাবুন। অনর্থক আলোচিত পাতা দখল করে লাভ আছে।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৫

চাঁদগাজী বলেছেন:


এসব ঘটনা জাতির উপর প্রভাব ফেলে আসছে ১৯৮১ সাল থেকে; জাতিকে কোন না কোন কক্ষে নিচ্ছেন এরা; এদের বুঝার থেকে ভালো কোন টপিক আপাতত আমার ধারণায় আসছে না।

আপনার মতে ভালো টপিক কোনগুলো?

২৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৬

হাবিব বলেছেন:




রাজনীতি, সবই রাজনীতি,
কখনো নিজের জন্য, কখনো বাবার জন্য
কখনো আবার কঠিন স্বজনপ্রীতি।

জনগণ আজ কাঁঠাল রাখার পাত্র
সব খাবে নেতারা আর-
আমরা খালি চেটে যাব কাঁঠাল বিচির গাত্র।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০০

চাঁদগাজী বলেছেন:


জাতি অপরাজনীতির শিকার, এবং জাতির সাধারণ মানুষের এক বিরাট অংশ অপরাজনীতির অনুসারী হওয়াতে সবাই ক্ষতিপুরণ দিচ্ছেন।

৩০| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৩

রাজীব নুর বলেছেন: আমি আপনার এই পোষ্ট পড়েছি, মন্তব্য করেছি। এখন দেখি আমার মন্তব্য নাই !!!!
ঘটনা কি?

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০২

চাঁদগাজী বলেছেন:


আমার ভুলে একটি মন্তব্য মুছে গেছে, হয়তো সেটা আপনার ছিলো, স্যরি

৩১| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: শেখ হাসিনা ব্লগ না পড়লেও ব্লগ সম্পর্কে উনার ধারনা আছে।
আর সব কিছুতে বঙ্গবন্ধুর নাম ব্যবহার ভাল বিষয় নয়।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৭

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেবর নামে "আওয়ামী লীগের"র নামকরণ করার দরকার ছিলো, বাকীগুলো দরকার ছিলো না।

৩২| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ১০:০০

রক বেনন বলেছেন: কয়েকশ কোটি টাকা খরচ করে ঢাকা বিমানবন্দরের নাম পরিবর্তন আসলে কতটা মুর্খামির পরিচয়? এই টাকায় ফুটপাতে থাকা কতজন শিশুর ১৮ বছর পর্যন্ত দায়িত্ব নেয়া যেত? এই টাকায় কি দেশে একটা ভালো মানের ক্যান্সার হাসপাতাল করা যেত? অথবা জনপ্রতি ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিয়ে কতজন বেকার যুবককে আত্মকর্মসংস্থানের সুযোগ দেয়া যেত?

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৪

চাঁদগাজী বলেছেন:


এইসব ভয়ংকর কার্যকলাপ, ও এই ধরণের মনোভাবের ফলে, পুরো জাতি "টোকাই"দের দেখেও না দেখার ভান করছে।

৩৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ১১:০০

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভোটের আগে পাব্লিক সেতু নির্মাণের দুর্নীতি সম্পর্কে নতুন করে প্যাক প্যাক কিছুটা কম শুনবে। শেখ হাসিনা কিছুটা ছাড় পেলেন।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৫

চাঁদগাজী বলেছেন:


তিনি নিজকে সঠিকভাবে রক্ষা করেছেন, না'হয়, অকারণ সমস্যার সৃষ্টি হতো।

৩৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৩

শেখ মফিজ বলেছেন: পদ্মাসেতু শেখ হাসিনার "করতেই হবে" মনোভাবের অবদান ।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:


উনি চাইলে ১৯৯৬ সালে শুরু করতে পারতেন, উনার বাবায় চাইলে, ১৯৭২ সালে শুরু করতে পারতেন; উনারা ভালো জাকগুলো দেরীতে করেন, কিংবা মোটেই করেন না।

৩৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৫

হাসান জাকির ৭১৭১ বলেছেন: দলের কিছু চামচা চেলাদের অতিকথনে শেখ হাসিনা ও তার দল প্রায়ই বিপদে পড়ে........

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

চাঁদগাজী বলেছেন:


এই ব্যাপারে আমার একটু সন্দঝ আছে; শেখ হাসিনা বেছেবেছে কমবুদ্ধিমানদের নিযুক্তি দেন; উনি কি এদের কথায় কিছু করেন?

৩৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

প্রামানিক বলেছেন: চাটুকরদের অতিরিক্ত বাড়াবাড়ির কারণেই প্রধানমন্ত্রী মাঝে মাঝে বিব্রতকর অবস্থায় পড়েন।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১০

চাঁদগাজী বলেছেন:


হাসিনা যাদেরকে আজকাল দায়িত্ব দিচ্ছেন, তারা দলে শক্ত অবস্হানে আছে, বুদ্ধিতে কম; উনি জেনেশুনে কি ওদের কথায় কান দেন?

৩৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ভাই, পদ দখলের জন্য চলছে তেলবাজির প্রতিযোগিতা!
তাই দলের জন্য সত্যিকারের নিবেদিতপ্রাণ কর্মীটিকে খুজে বের করাই শেখ হাসিনার জন্য দুস্কর!!

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

চাঁদগাজী বলেছেন:


আমার ধারণা, বিএনপি ২০১৫ সালের পর থেকে মৃত, এখন উনার দরকার নেই পেশী, উনি দেশের প্রফেশানেলদের থেকে নিবেদিতদের নিতে পরীক্ষা নিরীক্ষা করতে পারেন; সেটা দেখা যাচ্ছে না, তিনি কলাগাছ লাগিয়ে যাচ্ছেন।

৩৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

ইব্‌রাহীম আই কে বলেছেন: প্রধানমন্ত্রীকে সামুর পক্ষ থেকে একটা নিক খুলে দেওয়া হোক, উনি সকালে যখন ডেইলি নিউজপেপার পড়েন তখন সামুতেও একটু উকি মারবেন। তাহলে জনগণের উনার এবং উনার সরকার সম্পর্কে ধারণা এবং প্রত্যাশা সব কিছু বুঝতে পারবেন।

০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৮

চাঁদগাজী বলেছেন:


এবার সবাইকে জিতাতে গিয়ে উনার কি অবস্হা হয় দেখেন; পরে না হয় উনি ব্লগিং করবেন

৩৯| ০৫ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:১৪

অক্পটে বলেছেন: আচ্ছা এমন কি হতে পারে পদ্মা সেতু তৈরীতে ২ বিলিয়নের পর বাকি ব্যয়টা যদি লালনীল সূতোর পথ ধরে একসময় দূর্ণীতিতে গিয়ে পৌঁছে! তখন কি শেখ হাসিনার জেলে যাওয়ার সম্ভাবনা আছে?

ভাবনাটা একেবারে হঠাৎ করে এলো। স্যরি এই জন্য কেউ হয়তো কষ্ট পেতে পারেন।

০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:২০

চাঁদগাজী বলেছেন:


সেতু তৈরিতে দুর্নিতি হলে, সেটার জন্য পদক্ষেপ না নিলে, উনাকে কোর্টে নেয়া সম্ভব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.