নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

‘শত ফুল ফুটতে দিন\', শেখ হাসিনার গানের কলি, নাকি অতি আত্মবিশ্বাস?

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২


News Link

আমার ধারণা, আগামী নির্বাচন নিয়ে শেখ হাসিনা ভয়ংকর চাপে আছেন: আওয়ামী লীগের প্রতিটি কেন্ডিডেটকে পাশ করতে হবে উনার ও শেখ সাহেবের নামে; একজন কেন্ডিডেটও নিজের গুণে, নিজের রাজনৈতিক প্রজ্ঞার জন্য, নিজের কাজের জন্য, নিজের জনপ্রিয়তার জন্য জয়ী হয়ে আসতে পারবে না; একজনও না, হোক সে মাল মুহিত সাহেব, কিংবা উনার ভাই, অথবা ওয়ায়দুল কাদের। এখন বুঝুন এটি কত বড় চ্যালেন্জ, ইহা কি ধরণের চাপ। শুধু একটা দিক থেকে উনি চাপমুক্ত, সেটা হলো, উনাকে চ্যালেন্জ করার মত অবস্হানে কোন রাজনৈতিক দল নেই; সেজন্যই হয়তো, তিনি বলছেন, ‘শত ফুল ফুটতে দিন’; এটা হয় একটা গানের কলি, না'হয় বিশাল ও কিছুটা অতি আত্ম-বিশ্বাস।

‘শত ফুল ফুটতে দিন’ বলতে উনি মোটামুটি ড: কামাল ও ডা: বদরুদ্দোজা সাহেবের কথা বলেছেন; এই ২ রাজনীতিবিদ উনার সামনে দুর্বল যুক্তফ্রন্ট খুলেছেন; আসলে, এদের নিয়ে উনি যদি বলতেন,‘শত ঝরাফুল পঁচতে দিন’ সেটাও তেমন ভুল হতো না; উনি ৩৮ বছর রাজনীতিতে থেকে কিছু অভিজ্ঞতা নিশ্চয় অর্জন করেছেন: ড: কামাল সাহেব ও ডা: বদরুদ্দোজা পরস্পরের বিপরিতমুখী ভাবনার লোক, এরা বিপরিতমুখী স্রোত, এদের ফ্রন্ট নিজকে নিজেই অকেজো করে দেবে; শেখ হাসিনা সেটা টের পেয়ে গানের কলি সংযোজন করে দিয়েছেন।

উনার এই গানের কলি, কিংবা অহেতুক আত্মবিশ্বাস জাতির জন্য ভালো কিছু বয়ে আনবে না; সেটা বুঝা যাচ্ছে আওয়ামী লীগের সেক্রেটারীর আচরণেও; সামনে কঠিন নির্বাচন, সেটার জন্য যেই প্রস্তুতি, সেটার জন্য যেই পরিমাণ জনসংযোগ, সেটার জন্য রোড-ম্যাপ, সেটার জন্য এজেন্ডা কিছু নেই উনার থেকে, উনি সকাল বিকেল যুক্তফ্রন্ট ও বিএনপি নিয়ে গলাবাজী করে যাচ্ছেন; অথচ, উনাকেও শেখ হাসিনার নামে পাশ করতে হবে।

শেখ হাসিনার সময়ে দেশে প্ল্যানহীন উন্নয়ন হয়েছে, উৎপাদনহীন অর্থনীতি ভালোর দিকে গেছে, কিন্তু অর্থনীতির মালিকানা খুবই স্বপ্লসংখ্যক লোকের হাতে আটকা পড়ে গেছে; ফলে, নতুন কিছু ঘটছে না: বেকারত্ব, শিক্ষার প্রসার, শিক্ষার মান, বিদেশমুখী তরুণ সমাজ, রেমিটেন্সমুখী ফাইন্যন্স, দুর্নীতি, মানুষের মাঝে ভীতি, নৈরাজ্যের সমাধান হচ্ছে না; ভোটের সময়, মানুষ আশা করে পরিবর্তন, সেটা হতে পারে অন্যদলের সরকার গঠনের মাঝ দিয়ে, কিংবা ক্ষমতাসীনদলের কার্যক্রম পরিবর্তনের মাধ্যমে; ক্ষমতাসীন দল যদি ক্ষমতা নিয়ে বিশাল আত্নবিশ্বাসে থাকে, তারা নিজদের কখনো পরিবর্তন করার প্রয়োজনীয়তা বোধ করবে না, নিজেদের গানের কলি গাইতে থাকবেন।

মন্তব্য ৬২ টি রেটিং +২/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০২

সৈকত জোহা বলেছেন: একজন সিসির উত্থান হলেও আমি অবাক হব না।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

চাঁদগাজী বলেছেন:


সিসি পিসি'দের কিছুটা কন্ট্রোলে এনেছেন শেখ হাসিনা; সেটা উনার সবচেয়ে বড় সাফল্য ও অবদান; সিসি পিসিরা শক্ত থাকে বেগম জিয়া জেলে যাবার কথা নয়।

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

সৈকত জোহা বলেছেন: সিসিরা অনেক বেশি কৌশলী এখন। তারা সফল হলে হয়ত আমিও তাদের দলে যোগ দিব

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

চাঁদগাজী বলেছেন:


নিশ্চয় প্রশ্নফাঁস করে পাশ করেছেন।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

নূর আলম হিরণ বলেছেন: আওমীলীগ তাদের নির্বাচনী ইশতেহার দিলে বুঝা যাবে তাদের আত্মবিশ্বাস কেমন এবং সেই আত্মবিশ্বাস নিয়ে কতদূর যেতে পারবে।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

চাঁদগাজী বলেছেন:


আশাকরি, নির্বাচনের পরে হলেও ইশতেহার দেবেন, এবং উহাতে ২০৪১ সালের কথা থাকবে।

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: গাজী ভাই!
পোস্টে সহমত। ইদানিং আপনার লেখার মান ভালো হচ্ছে। দেশের প্রয়োজনে দলের সমালোচনা করতে হবে। বেগম জিয়ার পেছনে না লেগে, শেখ হাসিনাকে বুঝান, উনি ভুল পথে পা বাড়াচ্ছেন।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২০

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা অবধি আমার প্রবেশ নেই, ২/১ জন এমপি'কে জানি, উনারা শেখ হাসিনার কাঁধে চড়ে ভোট পার হন।

৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @লীগের একজন কেন্ডিডেটও নিজের গুণে, নিজের রাজনৈতিক প্রজ্ঞার জন্য, নিজের কাজের জন্য, নিজের জনপ্রিয়তার জন্য জয়ী হয়ে আসতে পারবে না; একজনও না, হোক সে মাল মুহিত সাহেব, কিংবা উনার ভাই, অথবা ওয়ায়দুল কাদের।
নিরেট সত্য কথা। এদের সবার বুদ্ধি হাঁটুর নীচে। X(



@শুধু একটা দিক থেকে উনি চাপমুক্ত, সেটা হলো, উনাকে চ্যালেন্জ করার মত অবস্হানে কোন রাজনৈতিক দল নেই।
শেখ হাসিনা সেটা বুঝে না। উনি সারাক্ষণ জামাত-বিম্পির জুজুর ভয়ে থাকেন। X(

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২২

চাঁদগাজী বলেছেন:


উনি জামাত-বিএনপি'কে কইছুটা ভয় করেন; কারণ, উনার বাবাকে এদের লোকেরা হত্যা করেছে; তবে, তিনি কিছুটা অভিনয়ও করেন, মানুষকে ভয়ে রাখেন।

৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২২

সৈকত জোহা বলেছেন: বাংলাদেশের রাজনীতিতে প্রশ্নফাঁস সহজ ব্যাপার । একটাই প্রশ্ন সবার জন্য ।
ভারতকে কিভাবে খুশি রাখবেন

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

চাঁদগাজী বলেছেন:


ভারতকে আমিও পছন্দ করি না; তবে, আপনারটা মানসিক রোগে পরিণত হয়েছে হয়তো; ভারত, প্রাকৃতিকভাবে প্রতিবেশী, আমরা আমাদের দেশ নিয়ে আফ্রিকায় পালযিয়ে যেতে পারবো না।

৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

আরোগ্য বলেছেন: আশা করি এক সময় এই দেশে দূর্নীতির দমন হবে।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

চাঁদগাজী বলেছেন:


এই আশার শুরু হয়েছে ১৯৭২ সাল থেকেই; এটা কি বাড়ছে, নাকি কমছে ৪৭ বছর?

৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

সৈকত জোহা বলেছেন: ইসরাইল প্রাকৃতিকভাবে শত্রুদেশ দ্বারা পরিবেষ্টিত । আমার আপনার মত মানসিক রোগী না বলেই তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:০০

চাঁদগাজী বলেছেন:



আপনার মত কমবুদ্ধিমান ইহুদী সারা বিশ্বেও নেই

৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

উদাসী স্বপ্ন বলেছেন:



এত বড় জনসমুদ্র দেখেও যারা এই কোটা চাই আন্দোলন নিয়ে ঠাট্টা করছে তারা মানুষ না, জামাতে আল কায়েদা।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:০১

চাঁদগাজী বলেছেন:



এগুলো ভুয়া মুক্তিযোদ্ধাদের প্রতিনিধি; মুক্তিযোদ্ধাদের ছেলেমেয়েরা ওদের বাবাদের মতো কিছুটা হলেও শক্ত মানুষ।

১০| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আত্মবিশ্বাস

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:০২

চাঁদগাজী বলেছেন:



অতি আত্মবিশ্বাস হওয়ার সম্ভাবনা নেই?

১১| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

মেহেদী হাসান হাসিব বলেছেন: সামনে নির্বাচনে কী অপেক্ষা করছে হয়ত আমাদের সাধারণের ধারণার বাহিরে।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৫

চাঁদগাজী বলেছেন:


জনতাই ক্ষমতার অধিকারী; কিন্তু জনতা এখন শ্রোতা

১২| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:০৫

উদাসী স্বপ্ন বলেছেন: এগুলো ভুয়া মুক্তিযোদ্ধাদের প্রতিনিধি; মুক্তিযোদ্ধাদের ছেলেমেয়েরা ওদের বাবাদের মতো কিছুটা হলেও শক্ত মানুষ

তাইলে আপ্নেও রাজাকার।


শিওর থাকেন

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৯

চাঁদগাজী বলেছেন:



আপনার অনেক ফর্মুলা আছে হয়তো; আসল মুক্তিযোদ্ধারা গ্রামের বাড়ী কষ্টে দিন কাটাচ্ছেন, ভুয়ারা সরকারে লাফাচ্ছে।

১৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:০৫

সৈকত জোহা বলেছেন: ঠিক বলেছেন। বুদ্ধির অভাবে দেশ থেকে পালিয়ে গিয়ে বড় বড় লেকচার দিতে পারছি না।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:৪২

চাঁদগাজী বলেছেন:


এখন যা করছেন, সেটা নিয়ে ব্যস্ত থাকেন; যেটা বুঝেন না, সেটা নিয়ে লেগে যাবার দরকার নেই।

১৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:১০

কাছের-মানুষ বলেছেন: আপনার পোষ্টটি ভাল হয়েছে। নির্বাচন কঠিন চলেঞ্জ, আবার দেশ অশান্ত হবে কিছুদিনের জন্য, মানুষ জ্বালাও পোড়াও করতে পারে, কিছু তাজা প্রান ঝবে যাবে মাঝে লম্ফজম্ফ করতে গিয়ে।
দেখা যাক কি হয় দেশে আগামী দিনে।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৪

চাঁদগাজী বলেছেন:


দেশে অসম উন্নয়ন, অসম মালিকানা, অসম বন্টন, বেশ হতাশা ও নৈরাজ্যের সৃষ্টি করেছে; এগুলো ভয়ংকর ব্যাপার, এখন গানের কলি গাওয়ার পরিস্হিতি নেই!

১৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:২৩

সনেট কবি বলেছেন: ভাল বলেছেন।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৮

চাঁদগাজী বলেছেন:


দেশের সমস্যা, জনতার হতাশা, উনার অতি আত্মবিশ্বাস, এক ধাঁচে পড়ছে না।

১৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তিনিও একজন মানুষ। ভেতরে ভেতরে বিবেকের দংশন হচ্ছে হয়তো। এখন তিনি 'সেফ এক্সিট' খুঁজছেন। তাই সুন্দর সুন্দর কথা...

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১০:০৫

চাঁদগাজী বলেছেন:


আমার মনে হয়, উনি এক্সিট খোঁজার মানুষ না; সরকার গঠনের জন্য রাজনৈতিক দল দরকার; উনি ব্যতিত এখন কোন দলই নেই, উনার নিজের দলও উনি ব্যতিত নেই।

১৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৯:৩০

নজসু বলেছেন: উনারা দেশ চালান।
মাথায় সুপার কম্পিউটার বসানো আছে।
কোন কথার কি মানে কিংবা কোন কথার কি ইংগিত সংশ্লিষ্টরাই ভালো বুঝে নেবেন। :)

আশা করি ভালো আছেন। প্রথম পাতায় আসতে পেরে আমিও ভালো আছি।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১০:০৬

চাঁদগাজী বলেছেন:



যে বিষয়ে আপনার ইনটারেষ্ট আছে, সেটা নিয়ে লিখুন।

১৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৬

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ চাঁদ গাজী- জনাব, আপনি কি আমাকে শুধু এই আশ্বাসটুকু দিতে পারবেন যে, আগামী নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে আমি শঙ্কামুক্ত ভাবে আমার নিজের ভোটটি দিতে পারব ?

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১০:০৮

চাঁদগাজী বলেছেন:



আমি আপনার মতই ব্লগার, আমি কোন আশ্বাস দেয়ার কেহ নই। আপনার কাছে প্রশ্ন, আপনি কাকে ভোট দেবেন, সেই রকম কাউকে কি চেনেন?

১৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৬

হাসান কালবৈশাখী বলেছেন:
কামাল-মান্না-বদুরা যুক্তফ্রন্ট করেছেন ভাল কথা।
কিন্তু আবাল বিম্পি-জামাটের লেজুরবৃত্তি কেন?
নিজেরাই করুক। বা বাম ও অন্যান্নদের নিয়ে একটা মুক্তিযুদ্ধ পক্ষের শক্তি গঠিত হওয়া উচিত ছিল।

কিন্তু কিছুই হয় নি, যুক্তফ্রন্ট শুরুতেই হোচট। আবার সেই অথর্ব বিম্পি .. ?
বিএনপি-জামাত একটা আনস্মার্ট দল।
মেকানাইজেশন ও টেকনলজি অনিচ্ছুক। ইন্টার্নেট, মোবাইল, বিদ্যুৎ উৎপাদনে বার বার সিদ্ধান্থীনতা .. অদুরদর্শি ভিতু একটি দল।
ব্যায়বহুল বলে বিদ্যুৎ উৎপাদনে পিছিয়ে আসে, যে কারনে ৭ বছর বিদ্যুৎ উৎপাদন বাড়েনি।

সে তুলনায় শেখহাসিনার দল অনেক বেশী স্মার্ট। অনেক দু:সাহসী উচ্চাভিলাষী।
উচ্চমুল্যে সত্তেও বেশীমুল্য দিয়ে বিদ্যুৎ উৎপাদন ৫ গুন বৃদ্ধি করেছে,
জনগন দেশজ শিল্প-কৃষি উৎপাদন সবক্ষেত্রেই বহুগুন বৃদ্ধি করে তার শতগুন প্রতিদান দিয়েছে।
আওয়ামীলীগ ২০০৭ এ বলে গেছে ক্ষমতায় গেলে কি কি করা হবে। ২০২১ পর্যন্ত প্ল্যান করা ছিল। বর্তমানে ২০৪১ পর্যন্ত কি কি করা লাগবে সবকিছু হাসিনার নখদর্পনে।

বিএনপি ২০২১ তো দুরের কথা, আগামীকাল কি করবে এটাও জানে না।
খালি বলে - "আগে জিত্তা নেই তারপর ভাববো"


গত দশ বছরে পৃথিবীর অন্যান্ন দেশের চেয়ে বাংলাদেশ বেশী গতিতে এগিয়েছে।
বাংলাদেশ এখন বছরে ৭১ বিলিয়ন ডলারের পন্য এক্সপোর্ট করে , রপ্তানী প্রবৃদ্ধির হার ২০- ৩১%
শুধু পোশাক না, আমেরিকা সহ ৫০ টার বেশি দেশ বাংলাদেশ থেকে মেডিসিন ইম্পোর্ট করে।
২৫ বিলিয়ন ডলারের লেদার ফুটয়্যার মার্কেট দখলের লড়াই এ প্রথম সারিতে বাংলাদেশ।
দেশজ উৎপাদন এখন বহুগুন বেড়ে ২৮৫ বিলিয়ন ডলারে, গত দশ বছর একটানা প্রবৃদ্ধি। প্রবৃদ্ধির হার প্রতি বছর কমবেশী ৭, এবছর ৭.৮%
শুধু মোবাইল ব্যাংকিংয়ে দৈনিক লেনদেন ১ হাজার কোটি টাকা, প্রচলিত ব্যাঙ্কের কথা বাদই দিলাম।
'নব্য কোটিপতির সংখা' তালিকায় বাংলাদেশ আমেরিকাকে পেছনে ফেলেছে।

প্রতিদিন শুনি শেয়ার বাজার লুট হয়ে বর্তমানে ধ্বংশ!
বাস্তবতা হচ্ছে অপপ্রচারের পরও দেশের পুজিবাজার ইতিহাসের যেকোন সময়ের চেয়ে শক্তিশালি।
২১ টি প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশী আর্থিক প্রতিষ্ঠান বিনিয়োগ করছে, দিন দিন বাড়ছে।
ঢাকা স্টক একঞ্জের একটি বড় অংশ কেনার জন্য চীন ও ভারত রিতিমত প্রতিযোগিতা করে , শেষ পর্যন্ত চীন উচ্চমুল্যে কিনে নিয়েছে।
তারা বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ ভাল, ঝুকি নেই জেনেই বিশাল বিনিয়োগ করেছে, করছে ।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১১:২৯

চাঁদগাজী বলেছেন:


আপনি বলেছেন, "'নব্য কোটিপতির সংখা' তালিকায় বাংলাদেশ আমেরিকাকে পেছনে ফেলেছে। "

এটা কি সঠি, বা খারাপ ?

-আদক্ষ শ্রমিকের দেশে, ১ বিঘা জমির মালিক চাষীর দেশে, ৪০ লাখ চাকরাণী ও ঝি'এর দেশে, সীমিত সম্পদের দেশে 'কোটীপতির' হার কিভাবে বাড়ে, সেই ফাইন্যন্স ও অর্থনীতি আপনি বুঝেন?

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৫

চাঁদগাজী বলেছেন:


যারা শেখ হাসিনাকে ১৯৮১ সাল থেকে সাপোর্ট করে আসছেন, তারা এখন ভীত যে, আওয়ামী লীগ দুষ্টদের ফিরে আসার পথ আবার রচনা করছে

২০| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ব্লগে নতুন নিকে এক মুক্তিযোদ্ধা এসেছে। উনাকে খুব পজিটিভ মনে হল।http://www.somewhereinblog.net/blog/Drruhulaminchowdhury



@দেশে অসম উন্নয়ন, অসম মালিকানা, অসম বন্টন, বেশ হতাশা ও নৈরাজ্যের সৃষ্টি করেছে; এগুলো ভয়ংকর ব্যাপার, এখন গানের কলি গাওয়ার পরিস্হিতি নেই!
যাক্! ব্যাপারটা ধরতে পারার জন্য ধন্যবাদ।

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:২৭

চাঁদগাজী বলেছেন:


কোন নিক?

২১| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন:
@হাসান কালবৈশাখী
আপনি আমার আব্বার টাইপের। আপনারা পুরান টেপরেকর্ডার বাজানো বন্ধ করেন। হাসির পাত্র হবেন না, নিজদলের সমালোচনা করতে শিখুন। মানুষকে এত বুঝানোর কিছু নেই, তারা এখন সচেতন হচ্ছে। দলের নেতা কর্মীদের উপর মানুষ বিরক্ত।

আমি নিজেও এদের কাজ কর্মে বিরক্ত।

২২| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০৯

হাসান কালবৈশাখী বলেছেন:
হিসেব করলে আপনিও একজন কোটিপতি।

আপনার আমেরিকান সঞ্চয় বাদ দিলেও দেশে আপনার গ্রামের জমি, ঢাকার ফ্ল্যাট, প্রভিডেন্ট ফান্ড, ব্যঙ্কের এফডিয়ার, সঞ্চয়পত্র সব হিসেব করলে আপনি ৪-৫ কোটির মালিক।
দেশে একটা বড় পুকুর থাকলে মাছ বেচে কোটিপতি হইছে অনেকেই।
বাংলাদেশে হাজার হাজার নতুন শিল্পকারখানা হয়েছে, এর মালিকরা ডাইরেকটররা কি কোটিপতি না?

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:২৬

চাঁদগাজী বলেছেন:


আপনাদের মতো মানুষদের জন্য শেখ হাসিনা কাজ করছেন, দিনে ১৬ ঘন্টা গা্র্মেন্টস'এ যারা কাজ করে, যারা বস্তিতে থাকেন, তাদেরকে শেখ হাসনা গণনায় নেয়ার মত বুদ্ধিমান নন।

২৩| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১৬

হাসান কালবৈশাখী বলেছেন:
@পাঠকের প্রতিক্রিয়া !

দেশে অসম উন্নয়ন, অসম বন্টন, হতাশ .. বিরক্ত
তাই সমবন্টনের জন্য অথর্ব বিম্পিকে গদিতে আনতেই হবে!

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:২৯

চাঁদগাজী বলেছেন:


১৯৭২ সালের ব্যর্থতা, ১৯৯৬ সালের ব্যর্থতা, এবারের ১০ বছরের ব্যর্থতা যোগ হচ্ছে।

২৪| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: I love Bangladesh but I don't like the ugly politicians and ugly politics.

০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৬

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের উচ্চশিক্ষিতরা রাজনীতি বুঝেন না; কারণ, তাদের শিক্ষার মান কম।

২৫| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩০

রাজীব নুর বলেছেন: গতকাল রাতে আপনার এই পোষ্ট পড়েছি। কিন্তু মন্তব্য করতে যেতেই ল্যাপটপে সমস্যা শুরু হলো। তাই আর মন্তব্য করা হয়নি।
আগামী নির্বাচনে শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবেন। সব সাজানো গুছানো হয়ে আছে। একসময়ের বড় দল বিএনপি। তাদের কিচ্ছু করার নেই। তাদের কোমর ভেঙ্গে গেছে। তাদের দোষেই তাদে রকোমর ভেঙ্গে গেছে।
তারা ক্ষমতায় থাকা কালীন সত্যিকার অর্থে দেশের জন্য ভালো কাজ করেন নি। শুধু নিজের দের পকেট ভাবী করেছেন। দেশের লোকজন সব মনে রাখে।

০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৬

চাঁদগাজী বলেছেন:


বিএনপি'কে বিলুপ্ত না করে, শেখ হাসিনা বড় ভুল করছেন।

২৬| ০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: শেখ হাসিনার সময় দেশে উন্নয়ন হয়েছে। তবে এসব উন্নয়নের প্রভাব গ্রামগঞ্জের সাধারণ মানুষদের জীবনযাত্রায় তেমন পড়ছে না। ব্লগার হাসান কালবৈশাখী'র শ্রেণির দেশের সব ভোটারদের এক করেও ওবায়েদুল সাহেবকে জেতানো যাবেনা।

০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৭

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা ব্যতিত আওয়ামী লীগের ১ জনও নিজগুণে জয়ী হতে পারবে না।

২৭| ০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৫

ফারিহা হোসেন প্রভা বলেছেন: সরকার ও বিরোধী দলীয় নেত্রীর বোঝাপড়ায় আমরা সাধারণ জনগণেরাই কিন্তু বিরাট সমস্যায় পরছি। আল্লাহ্‌ তাদের হেদায়াত দান করুক।

০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৪

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা বেগম জিয়াকে উনার প্রাপ্যটুকু ঠিক মতো দিচ্ছেন; জাতির একটা বড় সমস্যা কমেছে, আপাতত।

২৮| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৯

রক বেনন বলেছেন: সমস্যা হলো মানুষ ভোট দিবে মার্কা দেখে, মানুষ দেখে নয়। মার্কা দিয়ে একটা কলাগাছকে দাঁড় করিয়ে দিলে কলাগাছ ও পাস করে যাবে।

জনাব হাসান কালবৈশাখী, মানুষ শামীম ওসমানের মতো মানুষকে না চাইলেও নৌকা মার্কাকে চায়, আর নৌকা মার্কা ভোট জিতে এইসব বিষফোঁড়াদের নৌকার কাণ্ডারি করে নেয়। আপনি যে উন্নয়নের ফিরিস্তি দিলেন তার বিপরীতে শুধুমাত্র বাংলাদেশের একটি মাত্র জেলার অনুন্নয়নের বর্ণনা দিলে আপনার এই লিস্ট ভেস্তে যাবে। মানুষ ভোট দিয়ে নৌকাকে ক্ষমতায় বসায়নি, দায়িত্বে বসিয়েছে।

০৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৬

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার উন্নয়নের মালিকানা চলে গেছে ২/৪ লাখ পরিবারের হাতে, যা বিএনপি'র পলিসির মতোই।

২৯| ০৯ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:৫৭

ভোরের সূর্য বলেছেন: @ব্লগার রক বেবনের মন্তব্যের সুত্র ধরে উন্নয়ন, অনুন্নয়ন কিংবা বৈষম্য নিয়ে ছোট্ট উদাহরণ দিচ্ছি।
আজকের প্রথম আলোতে দেখলাম শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন আবার ক্ষমতায় আসলে প্রতিটি বিভাগে একটি করে
মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে।
এবার একটা উদাহরণ দিই। রংপুর বিভাগে ৮টি জেলা এবং জনসংখ্যা দেশের ৮ভাগের ১ভাগ। এর জন্য মাত্র ২টি সরকারি মেডিকেল কলেজ। এর মধ্যে প্রথমটি রংপুর ১৯৭০ সালে এবং পরে দিনাজপুর মেডিকেল কলেজ গঠিত হয়েছিল ১৯৯২সালে মানে প্রায় ২৬ বছর আগে। অথচ বগুড়া,পাবনা,সিরাজগঞ্জ(মাঝখানে যমুনা নদী) টাংগাইল,জামালপুর,ময়মনসিংহ,কিশোরগঞ্জ,গাজীপুর,মানিকগঞ্জ প্রত্যেকটি জেলা একটি আরেকটির সাথে লাগোয়া প্রতিটিতেই একটি করে মেডিকেল কলেজ। ২০০৯ এ আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর ১৫টি মেডিকেল কলেজ হয়েছে অথচ এই ৮টি জেলায় একটিও হয়নি। এটা কি ধরনের উন্নয়ন নাকি বৈষম্য।

০৯ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:১৫

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার লোকেরা এসে নিজ এলাকায় কিছু করে, তারা মুলত: টাকা আয় করতেই করে; তারা টাকা আয় করে, অন্যদিকে সরকারী প্রতিষ্ঠান হয়; রংপুরের লোকদের দুর্ভিক্ষ নিয়ে কেহ কোনদিন মাথা ঘামায়নি, মেডিক্যাল কলেজ নিয়ে কে মাথা ঘামাবে?

৩০| ০৯ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:৫৯

ভোরের সূর্য বলেছেন: ভাই,আর অন্য লোকেদের উপর দোষ চাপিয়ে শেখ হাসিনাকে আড়াল করবেন না।
ক্ষমতা চিরকাল থাকেনা কিন্ত আমরা এটা ভুলে যাই। একজন তার প্রাপ্য শাস্তি পাচ্ছে যদিও যদিও যেসব কারণে তার শাস্তি পাবার কথা সেসব কারণে না পেয়ে অন্য কারনে পাচ্ছে।
আমিতো খুব দুর্বল আমজনতার একজন,তাই সেই দিন দেখার অপেক্ষায় আছি যেদিন একই শাস্তি আরেকজন পাবে।

০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৬

চাঁদগাজী বলেছেন:


আমি সব সময় বিশ্বাস করি যে, শেখ হাসিনা আওয়ামী লীগ ও সরকারের মাঝে নিজেই একা সব সিদ্ধান্ত নেন; কিন্তু দলের কেহ কিছু দখল করে ধনী হতে চাইলে তিনি জেনেশুনেই ওকে ষুযোগ দেন।

৩১| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২০

খায়রুল আহসান বলেছেন: মনে আত্মবিশ্বাস থাকলেই মুখে গানের কলি ফোটে।

২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

চাঁদগাজী বলেছেন:



আপনি সঠিক; তবে, শেখ হাসিনার বেলায়, ব্যতিক্রমও হতে পারে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.