![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
'জাতীয় ঐক্যের' নামে, ড: কামাল হোসেন ও ডা: বদরুদ্দোজা চৌ: জাতির সামনে ভয়ংকর খারাপ উদাহরণ'এর সৃষ্টি করলেন, তাদের ২ জনের মাঝেই ঐক্য নেই, তাঁরা কিভাবে জাতীয় ঐক্যের ডাক দেবেন? জাতি মোটামুটি হিসেবে ২ ভাগে বিভক্ত হয়ে আছে; ড: কামাল সাহেব, ঠিক কোন ভাগেই পড়েন না; তবে, ডা: বদরুদোজ্জা পরিস্কারভাবে জাতির দ্বিতীয়ভাগে পড়েন, যারা মিলিটারী শাসনের পক্ষে ছিলেন বরাবরই। ড: কামাল হলো বাংলাদেশের প্রফেশানেল এলিট, রাজনীতির দিক থেকে ক্লীবলিংগের লোক, কিন্তু উনার উপর শেখ সাহেবের প্রভাব আছে; আর ডা: বদরুদ্দোজা হলো, যিনি বিএনপি'র ২ নং পোষ্টে থেকেও আমাদের যুদ্ধকালীন প্রাইম মিনিষ্টার, তাজুদ্দিন সাহেবের হত্যার বিচার চাননি, শেখ সাহেবের কথা বাদ দিলাম; উনি বড় বড় পোষ্টে থাকলেও জাতি উনাকে সন্মান করে না। ডা: বদরুদ্দোজা সাহেবের ছেলেটাও ক্রিমিন্যাল মাইন্ডের লোক।
ড: কামাল বাংলাদেশের এলিট সমাজের লোক, উনি রাজনীতিবিদ নন; তবে, শেখের সংস্পর্শে থাকায়, উনি নিজকে রাজনীতিবিদ মনে করেন। তিনি কয়েক দেশের অপ্রয়োজনীয় সংবিধান দেখে, বাংলাদেশের জন্য পংগু এক সংবিধান কপিপেষ্ট করায়, অনেক উনাকে রাজনীতিবিদ মনে করেন; আসলে, উনি একজন ক্যাপিটেলিষ্ট মনোভাবের রিএ্যাকশনারী মানুষ যার কাছে টাকা আছে, আইনী বুদ্ধি আছে, কিন্তু জনহৈতিষী মন নেই, যা আসলে রাজনীতির মুল উদ্দেশ্য।
মুক্তিযুদ্ধকালীন সময়ে, ডা: বদরুদ্দোজা বাংলাদেশ চাননি, তিনি 'এক পাকিস্তানে বিশ্বাসী'; ১৯৭১ সালে উনি যদি বাংলাদেশের ভেতরে কোথায়ও মেজর জিয়ার অবস্হান জানতেন, পাকী মিলিটারীকে অবশ্যই খবর দিতেন; কিন্তু জেনারেল জিয়া যখন দেশে ক্যু করে, কেনটনমেন্টে বসে দল গঠন করলেন, সেই জিয়ার দলের ২য় ব্যক্তির পদ পেলেন, এগুলো স্বাভাবিক ব্যাপার নয়, এগুলো বাংলার রাজনীতির ক্যান্সার মাত্র।
যাক, ড: কামাল যতই এলিট মেলিট, রিএ্যাকশনারী হোক না কেন, উনার উপর শেখের সামান্য প্রভাব আছে, উনি জিয়ার শিষ্য নন; ফলে, ড: কামাল ও বদরুদোজা বিপরিত মুখী স্রোত, ওদের মাঝে ঐক্য হতে পারে না; দেশের দুর্সময়ে, উনারা কিসব যুক্তফ্রন্ট ম্রন্ট করছেন শুনে, মানুষজন হাসাহাসি করছিলো!
মানুষের হাসাহাসিই সত্য হলো, অথর্বরা আবারো নিজদের অথর্ব হিসেবে প্রমাণ করলেন; মাঝখানে 'জাতীয় ঐক্য' শব্দটি আরেকটি লাথি খেলো।
১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৭
চাঁদগাজী বলেছেন:
মানুষ বিকল্প চাচ্ছে, এটা সঠিক; মানুষকে বিকল্প চাইতে হবে মানুষের মাঝ;, ড: কামাল ও ডা: বদরুদ্দোজা আসলে মানুষ নন, এরা দুষ্ট এলিট
২| ১৩ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭
মেহেদী হাসান হাসিব বলেছেন: রাজনীতির দিক থেকে ক্লীবলিংগের লোক কথাটা ভাল লাগলো।
১৩ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০১
চাঁদগাজী বলেছেন:
আমি মাঝে মাঝে যতসব উদ্ভট বাক্য ব্যবহার করি; "রাজনীতির দিক থেকে ক্লীবলিংগের লোক" কথাটা লেখার পর, আমারো ভালো লেগেছে।
৩| ১৩ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২০
এইচ ডি মুহাম্মাদ কবির হোসেন বলেছেন: এরা সঠিক লোক, সব কিছু সীমা আছে
১৩ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
চাঁদগাজী বলেছেন:
আপনার ভাবনাশক্তি নিয়ে আমার সন্দেহ আছে, একটু বেশী করে ডিম দুধ খান, ভালো পরিস্কার পানি খান।
৪| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২৭
রাজীব নুর বলেছেন: ড: কামাল হোসেন এবং ডা: বদরুদ্দোজা তারা গিরিগিটি।
১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩১
চাঁদগাজী বলেছেন:
এরা লংকা-পোড়া হনুমান
৫| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এরা সচেতন রাজনীতিবিদ হলে রাজনীতি থেকে অবসর নিতেন। অথবা যে দলে ছিলেন সেই দলের নেত্রীকে বুঝিয়েও দল ও দেশের জন্য অবদান রাখতে পারতেন...
১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৩
চাঁদগাজী বলেছেন:
ডা: বদরুদ্দোজা জানতেন যে, জেনারেল জিয়া সেই রাতে আক্রমণের সন্মুখীন হবেন; বাকীটুকু হলো, উনি রাজনীতিবিদ নন।
ড: কামালকে শেখ হাসিনা শুনতেন, কখনো বেরও করে দেয়নি।
৬| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২১
সৈকত জোহা বলেছেন: এসব বুড়ো শেয়াল দিয়ে কোন কাজ হবে না
১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০০
চাঁদগাজী বলেছেন:
পার্ট-টাইম রাজনীতিবিদ এরা, ভোট এলে জেগে উঠে
৭| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২৮
ঠাকুরমাহমুদ বলেছেন: বদ মিয়া, কামাল মিয়া, সুদখোর গ্রাম্য ইউনুশ সহ ফজল আবেদ মিয়া গ্রেনেড হামলায় জড়িত আছে কি না, তা তদন্ত বাহিনী খতিয়ে দেখেনি - মারাত্বক ভাবে এরা জড়িত থাকার সম্ভবনা আছে ।
১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৯
চাঁদগাজী বলেছেন:
এরা যুক্ত থাকার কথা নয়; তবে, তারেকের ডাকাতী ট্রেনিং'এর ১ নং গুরু মাহী চৌধুরী
৮| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১১
আবু তালেব শেখ বলেছেন: বাংগালী রাজনিতিবিদ রা সবাই সুযোগবাদী। দেশের মায়ায় কিছুই করেনা। মাল কামানোই সবথেকে গুরুত্বপূর্ন অবদান রাখে। সেটা মানুষ বর্তমানে কিছুটা উপলদ্ধি করছে।। সবাই টাকার সুতায় বাধা
১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৭
চাঁদগাজী বলেছেন:
ড: কামাল সাহেব ৩০০ কোটী টাকার উপর বসে আছেন, অর্ধেকের বেশী হচ্ছে ডলারে; ডা: বদরুদ্দোজাকে উনার বাবা যেই পরিমাণ জমি দিয়ে গেছেন, উহা বিক্রয় করলে ১৪ গোষ্টী চলে যাবে; এদের টাকার দরকার নেই, এদের ভাবনাশক্তি সীমিত।
৯| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৫২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: একদম উচিৎ কথা লিখেছেন শিরোনামে।
আলোচনা চমৎকার,
কপি করে ফেসবুকে দিলাম শ্রদ্ধেয়
১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১২
চাঁদগাজী বলেছেন:
আশাকরি, ব্লগারদের কাছে এগুলো পরিস্কার
১০| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৫
ঠাকুরমাহমুদ বলেছেন: মাহী বি চৌ এখনো খোলা মাঠে আছে এটাই বাংলাদেশের সরকারের অযোগ্যতা প্রমাণ করে ।
১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১৫
চাঁদগাজী বলেছেন:
আওয়ামী লীগের লোকজনকে মাহী, আমান উল্লাহ আমান কিনেছে নিশ্চয়; না হয়, এট বড় বড় ক্রিমিন্যালরা কি করে রাজনীতি আছে এখনো।
১১| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২৮
রাকু হাসান বলেছেন:
জাতীয় ঐক্যফ্রন্ট কতদূর যেতে পারবে ? সফল হওয়ার সম্ভবনা আছে কি ?
১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৩:১৮
চাঁদগাজী বলেছেন:
সফলতার সম্ভাবনা শুন্যের নীচে।
১২| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১:০৯
মাহমুদ আল ইমরোজ বলেছেন: রাজনীতিতে শেষ বলে কিছু নেই ক্রিকেট বলের মতো, দেখা যাক কি হয়, তবে সাধুবাদ ড. কামাল হোসেন সাহেবকে কিছুতো তিনি করতে পেরেছেন......বাকিটা তুলে রাখলাম ভবিষ্যৎ কথা বলবে
১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৩:২৪
চাঁদগাজী বলেছেন:
ড: কামাল আমাদের ব্লগের সবচেয়ে জুনিয়র ব্লগারের চেয়ে কম বুঝেন সাধারণ মানুষকে।
১৩| ১৪ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:০৪
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: শুধু বদরুদ্দোজার ছেলেই নয়, বাংলাদেশের অধিকাংশ রাজনীতিবিদদের সন্তানরাই ক্রিমিনাল মাইন্ডেড এবং প্রতারক টাইপের |
১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৩
চাঁদগাজী বলেছেন:
দুষ্টদের সন্তানেরা ক্রমিনাল হয়ে জন্মে
১৪| ১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৫
ওয়াসীম সোবাহান চৌধুরী বলেছেন: বদরুদ্দোজ্জা চৌধুরীও আসলে ইলিট সম্প্রদায়ের লোক। রাজনীতির মূল উদ্দেশ্য থেকে উনি অনেক দূরে।
যা হলো আবার, ঐ ঐক্য কথাটি বাড়ি / লাথি খেল সেই পরিচিত ইলিট সম্প্রদায়ের লোকেদের কাছে।
১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৫
চাঁদগাজী বলেছেন:
বিএনপি মরা ঘোড়া নিয়ে গড়ের মাঠে নামছে
১৫| ১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৩
কিরমানী লিটন বলেছেন: দিনে দিনে যত বেড়েছে দেনা- শুধিতে হইবে ঋণ ...
যার যার পাপের বস্তা একদিন তাদেরই মাথায় চাপিয়ে ঘুরতে হবে। সেদিন আসবেই...
১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২০
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা যদি বিএনপি'র রাজনৈতিক ব্যবসা ছোট করে আনে, মানুষের সামনে থাকবে একা আওয়ামী লীগ; আওয়ামী লীগ ইতিমধ্যে মুসলীম লীগ হয়ে গেছে, ওদের দরকারও ফুরিয়ে যাবে; শেখ হাসিনাকে সাহায্য করেন যাতে বিএনপি-জামাতকে থামাতে পারে পুরোপুরি
১৬| ১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৯
সাদা মনের মানুষ বলেছেন: এলিট শ্রেণীর ম্যাওপ্যাও নির্বাচন পর্যন্ত চলবে, তারপর ওনারা ডুব দেবে
১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৪
চাঁদগাজী বলেছেন:
নির্বাচনের সময় ঘুম ভাংগে, তারপর ঘুমিয়ে যায়, পার্ট-টাইম রাজনীতিবিদ
১৭| ১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১২
জুনায়েদ বি রাহমান বলেছেন: দেশে বিএনপির জন সমর্থন থাকলেও নেতৃত্ব দেওয়ার- নেতা নেই। মাহি. বি চৌধুরী, ডাঃ কামাল, অলি, রব- এরা সব স্বার্থান্ধ। নিজেদের স্বার্থ ছাড়া কিছু বলে না, করে না। কমরভাঙ্গা বিএনপির কাঁধে ভর করে ক্ষমতার তুঙ্গে যাওয়ার স্বপ্ন ছিলো। পদ টদ নিয়ে ঝামেলা লেগে গেছে।
গাছে কাঁঠাল, গোফে তেল- টাইপ অবস্থা আরকি!
১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৩
চাঁদগাজী বলেছেন:
আপনি বলেছেন, "মাহি. বি চৌধুরী, ডাঃ কামাল, অলি, রব- এরা সব স্বার্থান্ধ। "
-মাহী তারেককে মারাঠায় পরিণত করেছিলো, পরে মিলিটারীর কিছু লোক তারেককে বাংলার দাউদ হায়দারে পরিণত করেছে, মাহী হাওয়া ভবন হারালো মিলিটারীর হাতে।
১৮| ১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৩
অক্পটে বলেছেন: একযুগেরও বেশি সময় ধরে ঘরে বাইরে মার খাচ্ছে বিএনপি আর এই সুযোগ সন্ধ্যানী কুলাঙ্গার বলে কিনা ১৫০ সীট তার লাগবে!
আপনার উপমাটা খুব একবারে মানানসই "ওরা ক্লীবলিংগের লোক"
১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১২
চাঁদগাজী বলেছেন:
ড: কামাল সাহেব ১৫০ সীট, ডা: বদরুদ্দোজা ১৫০ সীট, অা স ম রব ১৫০ সীট, মান্না ১৫০ সীট, জামাত ১৫০ সীট, বিএনপি ১৫০ সীট
১৯| ১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আসলে, উনি একজন ক্যাপিটেলিষ্ট মনোভাবের রিএ্যাকশনারী মানুষ যার কাছে টাকা আছে,
আইনী বুদ্ধি আছে, কিন্তু জনহৈতিষী মন নেই, যা আসলে রাজনীতির মুল উদ্দেশ্য।
............................................................................... ড: কামাল হোসেনকে কোন একসময় আমি ভালো জানতাম
বলাচলে ভক্ত ছিলাম, কিন্ত দিন দিন উনার কার্যকলাপ আর ক্যাপিটেলিষ্ট মনোভাবের প্রকাশের পর, কষ্ট পাই , উনাদের
যথেষ্ট সম্ভাবনা ছিল জনসাধারণের জন্য সঠিক দিক নির্দেশনা দেওয়া ।
তবে এখনও
দেখতে পাচ্ছি সাধারণ জনগন " হতভাগ্য ও বিভ্রান্ত " বলয় থেকে বেরিয়ে আসতে পারলনা ।
১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৯
চাঁদগাজী বলেছেন:
উনি গতকাল বিএনপি'র সাথে আঁতাত করেছেন, ভোট পেলে টুংগিপাড়া গিয়ে শেখ সাহেবের মাজার জিয়ারত করবেন ও কবরের উপর জেনারেল জিয়ার বিএনপি'র একটা পতাকা লাগিয়ে দিয়ে আসবেন; রাজনীতির দিক থেকে উনি ইডিয়ট
২০| ১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মানুষ পরিবর্তন চায়
ক্ষতি কি একটা দোলা লাগলে!!
সবসময় নেতিবাচক কথাবার্তা।
পজেটিভ হোন!
১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৮
চাঁদগাজী বলেছেন:
সাধারণ মানুষ যদি দলে স্হান না পায়, কিংবা নতুন দল না হয়, বাংগালী সাধারণ মানুষ ভয়ানক কষ্টে থাকবে; ড: কামাল হোসেন, ডা: বদরুদ্দোজারা আসলে ভালো মানুষ নন।
২১| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩
হাসান জাকির ৭১৭১ বলেছেন: কিছু অচল অথর্ব লোকের জোট কিভাবে 'জাতীয়' হয়?
বরং এটাকে 'বি-জাতীয়' বলা যেতে পারে!!
তাদের ৭ দফার ১ম দফা হল- গুলাবীর মুক্তি!!
জাতীর সাথে বড় ধরনের তামাশা আরকি!!!
১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮
চাঁদগাজী বলেছেন:
শেখ সাহেব যখন ড: কামাল সাহেবকে মানুষ বানাতে পারেননি, উহা কোনদিনও আর মানুষ হবেন না
২২| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫
ব্লগার_প্রান্ত বলেছেন: আমার বড় ভাইয়ের সাথে সেদিন আলাপ করছিলাম,
তিনি বললেন, কামাল হোসেন মনে হয় বাংলাদেশের মাহাথির হতে চান!
খুব হাসি পেয়েছিলো কথাটায়। ঠিক করেছিলাম, আপনার সাথে শেয়ার করবো।
আচ্ছা, আমেরিকায় পূজা পালন করা হয়?
১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩
চাঁদগাজী বলেছেন:
আমেরিকায় পুজা হয় বেশ ধুমধাম করে।
ড: কামালেরা আওয়ামী লীগে থাকতেও মানুষকে সাহায্য করেনি; এখন জামাতীদের সাথে গিয়ে কি করবে? হয়তো পাকিস্তান বানাতে সাহায্য করবে!
২৩| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩
আবু হাসান লাবলু বলেছেন: এনারা দেশের দুর্দিনে কোথায় থাকেন? এদের কথাতে জনগণ এখন মিঃ বিনের কথার মত মজা পায়।
১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪
চাঁদগাজী বলেছেন:
এরা ঢাকার এলিট, এরা ঢাকার বাইরে যে, বাংলাদেশ আছে সেটাও ঠিক মতো জানে না।
২৪| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতিতে কেউ কেউ মালয়েশিয়ার ৯ মে র নির্বাচনের বিষয়টি খুজেন। কেউ কেউ বাংলাদেশের মাহাথিরকে খুঁজেন। কিন্তু বাংলাদেশে কোন মাহাথির নেই।
১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০
চাঁদগাজী বলেছেন:
বাংলার মাটি এখন অনুর্বর হয়ে গেছে, কাঁটালতা ও আগাছায় ভরে গেছে
২৫| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০২
মনিরা সুলতানা বলেছেন: উনারা কেনো খারাপ উদহারন রেখে যাচ্ছে জানেন ?
আপনাদের মত রাজনীতি বোঝা ,দেশ কে নিয়ে চিন্তা করা , দেশের জন্য জীবনবাজি রেখে যুদ্ধকরা মুক্তিযোদ্ধারা দেশ গঠনের সময়ে পাশে থাকেন না ছিলেন না। ডঃ কামাল , ডাঃ চৌধুরী , ইউনুস , উনারা চেষ্টা করছেন , মাঠে আছেন। আপনারা কি করছেন ?
আপনাকে একটা কহিনী শোনাই , আমার রোকেয়া হলের এক বি এন পি নেত্রী কে গোঁট নির্বাচনের আগে টেম্পু থেকে ফেলে দিয়ে ছিল। আমার তাঁর ক্লাসমেট সহপাঠীদের দেখেছিলাম উল্লাস আর সেসব নিয়ে ট্রোল করা। তাদের ভাষায় সে যোগ্য নয় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য, সে একজন পার্লামেন্টের মেম্বার কিভাবে হল ?
আমি বলি কি !! যখন নিজেদের কে এলিট শ্রেণী মনে করে দেশ ত্যাগ , রাজপথ ত্যাগ করে নিজেদের বেশী যোগ্য ভাবারা। ঠিক তখন ই তারচাইতে কম যোগ্য রা স্থলাভিষিক্ত হয়। ক্লিয়ার করতে পারলাম ?
১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
চাঁদগাজী বলেছেন:
আপনি পরিস্কার করতে পেরেছেন।
মুক্তিযোদ্ধাদের বুঝে, বা না বুঝে, তাজুদ্দিন সাহেব ও শেখ সাহেব দুরে সরায়ে দিয়েছিলেন; মুক্তিযোদ্ধাদের যায়গাটা বিএলএফ ও ভুয়া আওয়ামী মুক্তিযোদ্ধারা দখল করে নিয়েছিলো; গ্রামের অশিক্ষিত ও নীরিহ মুক্তিযোদ্ধাদের নিয়ে, সেই হারানো যায়গায় ফেরত যাওয়া সম্ভব হয়নি।
২৬| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯
স্বপ্নীল ফিরোজ বলেছেন:
সুন্দর পোস্টে ভালো লাগা জানিয়ে গেলাম।
১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬
চাঁদগাজী বলেছেন:
ওকে
২৭| ১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৯
রক বেনন বলেছেন: এতদিন উনারা কোথায় ছিলেন? নির্বাচনের আগে আগে উদ্ভব হলেন কোথা থেকে? নির্বাচনের আগে আগে দল গঠন করে জনগণের সেবায় আত্মনিয়োগ করার পেছনের চিত্রটা এখন ভালো ভাবে না হলেও অল্প অল্প বোঝা যায়!!
১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৮
চাঁদগাজী বলেছেন:
রাজনীতি ২/৪ মাসের ব্যাপার নয়, এটা সারা জীবনের চলমান কর্মকান্ড; এই ২ লোকের সাধারণ জ্ঞানের অনেক অভাব।
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫১
বাকপ্রবাস বলেছেন: সমস্যা হচ্ছে ক্ষমতা যারা চালাচ্ছে আর যেভাবে চালাচ্ছে তাতে করে কামালরা স্পেস বের করতে চাচ্ছে দাঁড়াবার, নির্বাচন ও সংবিধান যদি সুন্দর হতো তাহলে ওরা এভাবে হম্বিতম্বি করার চান্স পেতনা। মানুষ বিকল্প চায় দুঃশাসন এর, আবার বিশদলেও ভরসা নাই তায় এরা সেই সুগোটা নিতে চায়