![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
এটা এক সৌদী আমেরিকান তরুণীর সাথে আমার ছোটখাট বন্ধুত্বপুর্ণ ক্যাচাল। কিছুদিন থেকে আমি সকালর পরিবর্তে দুপুরের খাবার খেয়ে হাঁটতে বের হচ্ছি, সকালে মানুষ কাজে যায়, রাস্তায় অনেক গাড়ী, ধুয়া সহ্য হচ্ছে না আমার; দুপুরের দিকে রাস্তায় গাড়ী কম। আমি আমার বাসার উত্তর পাড়ায় হাঁটি, এদিকে ফুটপাতগুলো প্রশস্ত ও ভালো; দক্ষিণ পাড়ায় হেসিডিক ইহুদীরা থাকে, স্বামীগুলো কাজে যায়, বউয়েরা সারাক্ষণ রাস্তায় আড্ডা দেয়, ট্রলার ম্রলার নিয়ে হাঁটে, ফুটপাথ ব্লক করে রাখে।
সেদিন, এক ব্লকের মাথা থেকে দেখছি একটা মেয়ে সাইকেলে আমার দিকে আসছে, তার সাইকেলের সামনের চাকার কাঁপুনি ও তার শরীরের পজিশন দেখে আমি দুর থেকেই বুঝলাম যে, উহা সাইকেল শিখছে; আমি পাশ করে দাঁড়ালাম, চলে যাক। সে কাছে আসার আগের থেকেই চীৎকার করে বলছে, "আমাকে ধর, আমাকে ধর, আমি পড়ে যাচ্ছি"।
আমি ধরলাম, একহাতে বাইকের স্টিয়ারিং, অন্যহাতে তার বাহু; ভীষণ মোমেন্টাম ছিলো; যাক, সে পড়েনি; আমাকে ধন্যবাদ দিলো, তারপর আমাকে বললো,
-এই, তুমি আমার গায়ে হাত দিয়েছে কেন?
-তুমি না কাউ কাউ করছিলা, আমাকে ধর, আমাাকে ধর?
-তা তুমি বাইক ধরবা, আমার গায়ে কেন হাত দিয়েছ?
-গা বলতে যা বুঝায়, আমি সেই রকম কোন এলাকায় ধরিনি, আমি তোমার বাহু ধরেছি!
-আমি সৌদী মেয়ে, আমার বাহু ধরাও নিষেধ! জান, এজন্য সৌদীতে অনেক শাস্তি দেয়?
-এটা সৌদী না!
-শোন, আমাদের নিয়ম বদলায় না, আমরা আরব; আমরা আমেরিকা বা লন্ডনে গেলেও পরিবার চায় যে, আমরা সৌদী আরবের মতো থাকি।
-তোমার বয়কাট চুল দেখে তোমাকে মেয়ে বলে মনে হয়নি আমার কাছে!
-এখন তুমি আমাকে রাগিয়ে দিচ্ছ!
-আমি তোমার সৌন্দয্য সম্পর্কে বলছি না, তুমি অনেক সুন্দরী; তোমার চুল দেখে দুর থেকে বুঝা মুশকিল, তুমি ছেলে না মেয়ে!
-এবার কিছুটা ঠিক বলেছ; তবে, তুমি বোধ হয় চোখে কম দেখ! চুল ব্যতিতও কোন মেয়েকে মেয়ে বলে বুঝা যায়; তুমি কোন দেশী?
-বাংলাদেশী!
-অনেক ভালো, অনেক ভালো; রিয়াদে আমাদের বাসায় এক বাংলাদেশী কাজ করে, আমি তাকে ভালোবাসি, সে খুবই ভালো।
-ওকে ছেড়ে এখানে এসেছ কেন, ওকে বিয়ে করে সুখী হলে পারতে!
-শোন, ঐলোকটার বয়স ৫০'এর উপরে, আমাদের ঘরের কাজে সাহায্য করে, আমি তার প্রেমে পড়িনি, ওর স্বভাব ভালো, আমাদের সাথে সম্পর্ক ভালো, সেটা বলছিলাম।
-এখানে কি করছ?
পড়তে এসেছি; আমার চাচার বাসায় থাকি; সৌদীতে আমাকে সাইকেল শিখতে দেয়নি, আজকে শিখছি। তুমি ব্যস্ত?
-না, আমি ব্যস্ত না।
তা'হলে, আমাকে সাহায্য কর, আমি বাইকে উঠি, তুমি ঠেলে দাও; ঐ পাশে আমার কাজিন আছে, সে আমাকে সাহায্য করছে; তুমি এখানে থাক, আমি ফিরে আসবো, ফিরে এলো, দরকার হলে আবারো ধরবা।
-ঠিক আছে; বাহু ধরা যাবে তো?
-না, আমাকে ছোঁয়ার চেষ্টা করো না।
সে ৫/৬ বার আসার পর, মোটামুটি সহজ হয়ে গেছে; শেষবার কাছে আসতে আমি বললাম,
-আস্তে আস্তে ব্রেক কর।
সে কড়া ব্রক করলো, পড়ার আগে আমি তাকে ধরে ফেলেছি; সে লাফাতে লাগলো:
-আমি শিখে ফেলেছি, আমি শিখে ফেলেছি!
-এবার নিজে নিজে চেষ্টা করো।
-আমাদের বাসায় এসো, ২০২ নম্বর বাসা; আমি আমি স্প্রিং'এ স্কুলে যাবো; এখন ফ্রি আছি।
-আমি তোমাদের বাসায় গেলে, তোমার চাচা আমাকে কাবাব বানাবে!
-হেই, আমরা আরব, আমরা মেহমান ভালোবাসি, আমরা কাউকে কাবাব বানাই না।
১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬
চাঁদগাজী বলেছেন:
বাংলার বাইরে মানুষজন সহজ, এরা অন্য মানুষকে সহজভাবে নেয়
২| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২
আবু হাসান লাবলু বলেছেন: বৃদ্ধরা এমন না জানলে যুবকেরা কেমনে জানবে
১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮
চাঁদগাজী বলেছেন:
সময়ের সাথে সবাই সবকিছু জেনে যায়
৩| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩
স্বপ্নীল ফিরোজ বলেছেন:
সৌদি নারী থেকে সাবধান।
ওরা ভয়ঙ্কর দেশের নাগরিক।
১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮
চাঁদগাজী বলেছেন:
আমি নিজে সৌদী যাইনি, বিদেশে ২/৪ জনের সাথে কথাবার্তা হয়েছে, এরা ভালো
৪| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫
স্বপ্নীল ফিরোজ বলেছেন:
সাইকেল শেখাটা কি নারী কি পুরুষ সবার জন্য আবশ্যক। এটা দরকার।
১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯
চাঁদগাজী বলেছেন:
সবাই সাইকেল চালাতে চান, জীবনের একটা সময় এটা আসলেই বড় ধরণের ফান।
৫| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বুড়া বযসের ভীমরতি!!ভালোই আছো গোপীদের মাঝেকেষ্ট সেজে !!
➡ কেষ্টরা তো সব জায়গাতেই হিরো। আমরাই খালি লুল..
১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০০
চাঁদগাজী বলেছেন:
সোজা হয়ে যান, মেয়েরা মানুষ দেখলেই বুঝে ফেলে!
৬| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৬
আরোগ্য বলেছেন: বাসায় গেলে মেহমানদারীর ঘটনাটার পোস্ট দিবেন।
১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯
চাঁদগাজী বলেছেন:
আমি সাধারণত অচেনা মানুষের বাসায় যাই না, হয়তো আবার রাস্তায় বা দোকানে দেখা হবে।
৭| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭
রূপক বিধৌত সাধু বলেছেন: যাহোক কোন সমস্যা হয় নি। বন্ধুত্বপুর্ণ ক্যাচাল বটে!
১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১০
চাঁদগাজী বলেছেন:
বাহিরের মানুষ অনেক সহজ, অনেক ফ্রেন্ডলী
৮| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১১
মেহেদী হাসান হাসিব বলেছেন: তিনি মেহমান হিসেবে ভালবাসতে রাজি!
১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
চাঁদগাজী বলেছেন:
সিউর, এখানে কিছু বললে মন থেকেই বলে।
৯| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কিছুক্ষণ মেয়েটার সাইকেলের পিছনে বসে পরিশ্রমটা পুষিয়ে নিতেন !!
১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
চাঁদগাজী বলেছেন:
এখানে একমাত্র মেক্সিকানরা ছাড়া, অন্য কেহ এক সাইকেলে ২ জন উঠে না।
১০| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯
আর্কিওপটেরিক্স বলেছেন: সৌদি মেয়েরা কিন্তু দারুণ সুন্দরি
আপনার তো আবার ক্রাশ খাওয়ার দিন শেষ
তাই সাবধান থাকবেন
১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১
চাঁদগাজী বলেছেন:
প্রতিদিন নতুন দিন আসে, দিনের শেষ নেই!
আরবী মেয়েরা বেশ সুন্দরী!
১১| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬
আর্কিওপটেরিক্স বলেছেন: আরবী মেয়েরা বেশ সুন্দরী
সহমত
১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪
চাঁদগাজী বলেছেন:
এরা অন্যদের চেয়ে আলাদা, দেখলে বুঝা যায়।
১২| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪
আর্কিওপটেরিক্স বলেছেন:
১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯
চাঁদগাজী বলেছেন:
আরব, চিনতে পারা যায়।
১৩| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সৌদি আরবের পুরুষ ভৃত্য নিয়ে অনেক মিথ প্রচলিত আছে। যদিও সত্য নাও হতে পারে। তবে বেশীরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে আরবরা পাশ্চাত্যের দেশগুলোতে গেলে সাধারণত নিজেদের ঐতিহ্য ভুলে যায়। এটা ইদানিং আমাদের দেশীরাও করছে...
১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৫
চাঁদগাজী বলেছেন:
এখানে আরবদের মাঝে লেবানীজরা আমেরিকান হয়ে যায়, অন্যেরা কঠিন আরব।
১৪| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪১
আপেক্ষিক মানুষ বলেছেন: এই প্রথম চাঁদ গাজি দাদার কোন পোস্ট পড়ে হাসলাম
দাদার কাছে নাতি হিসাবে আর্জি মাঝে মাঝে খোঁচা মারা রাজনৈতিক পোস্ট ছেরে একটু রম্য লিখবেন, তাতে আপনার নাতিরা একটু হলেও রসিক দাদার স্বাদ পেয়ে হাসবে।
বি.দ্র: আপনাকে দাদা ডাকলাম। আপনার সঠিক বয়স জানিনা, তবে আমার কল্পনায় আপনি আমার দাদার বয়সী।
১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৯
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, আমার বয়স ৬৭ বছর।
আমার কিছু পোষ্ট আছে, ওগুতে এটার মত পেঁচার ছবি আছে, ২/১ টা পড়ে দেখেতে পারেন।
১৫| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৩
ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ চাঁদ গাজী- সৌদীদের নিয়ে যখন লিখেছেন , তখন গল্প না লিখে সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত ইস্তাবুলস্হ সৌদী কনস্যুলেটে নৃশংস হত্যাকাণ্ডের শিকার জামাল খাশোগী নিয়ে লিখতেন। ব্লগে এনিয়ে কোন পোস্ট দেখছি না। আপনি লিখুন।
১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৩
চাঁদগাজী বলেছেন:
এগুলো গল্ল নয়, আমার সাথে ঘটে যাওয়া ঘটনা।
সাংবাদিক খাশোগীকে হত্যা করেছে রাজার লোকেরা; আমি সংবাদগুলো অনুসরণ করছি; আপনি লিখুন ভালো যহবে।
১৬| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৪
তারেক ফাহিম বলেছেন: ভিন্ন প্রাসঙ্গিক লিখা।
গাজী ভাই’র এ ধরনের পোষ্ট বেশ উপভোগ্য।
১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৮
চাঁদগাজী বলেছেন:
আমার মনে হয়, মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো বেশ সুন্দর কাহিনী
১৭| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০৮
উদাসী স্বপ্ন বলেছেন: তার বাড়ি গিয়া কাবাডি খেলেন নাই? আরব মাইয়ার সাথে এখনও টাঙ্কি মারা হয় নাই। শুনেছি খেজুরের স্বাদ পাওয়া যায়!!
১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০১
চাঁদগাজী বলেছেন:
আমার পরিচিত একজন বাংগালী মিশরী মেয়ে বিয়ে করেছেন, উনারা খুবই সুখী
১৮| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২০
ব্লগার_প্রান্ত বলেছেন: আমার কপালটাই খারাপ।
ধরেন একজন সৌদিনীকে আপনার মতো সাহায্য করে বললাম, চলো কফি খাই।
-"তুমি কোন দেশের লোক?"
-"বাংলাদেশ"
-"রিয়াদে আমাদের বাসায় এক বাংলাদেশী কাজ করে"
.......................................................................
১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৩
চাঁদগাজী বলেছেন:
রিয়াদে অনেক বাসায় বাংগালীরা অবশ্যই কাজ করে, এটাই আমাদের জাতির অর্থনীতির মেরুদন্ড; তবে, ইহা কফি খাওয়ার জন্য সমস্যা হওয়ার কথা নয়।
১৯| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সৌদি মেয়েরা এরকমই।
১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৩
চাঁদগাজী বলেছেন:
ভালোই, সব জাতির নিজস্ব বৈশিষ্ঠ আছে
২০| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৩
রাজীব নুর বলেছেন: বাহ!!
সহজ সরল ঘটনা।
১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১:০৪
চাঁদগাজী বলেছেন:
ছোটখাট ব্যাপার
২১| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০৭
উদাসী স্বপ্ন বলেছেন: বাহ! মাশাল্লোকি.... মাশাঔডিন। খেজুর ময় দিন!!
১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১:০৩
চাঁদগাজী বলেছেন:
আরবেরা অনেক দু:খী মানুষ আজকের বিশ্বে
২২| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২৩
প্রশ্নবোধক (?) বলেছেন: আমেরিকাতে ইন্ডিয়ান মেয়েরা কেমন?
১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৭
চাঁদগাজী বলেছেন:
ভালো, এরা খুবই ভালো করছে; আমার চোখের ডাক্তার আমেরিকায় জন্ম নেয়া একজন ইন্ডিয়ান আমেরিকান মেয়ে; এই মেয়েকে দেখানোর আগে, আমি বড় বড় স্পেশালিষ্ট'এর কাছে গিয়েছি কাজ হয়নি।
২৩| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ২:২২
ঠাকুরমাহমুদ বলেছেন: গড়পড়তায় এ্যারাবিয়ান মেয়েরা খুব মিশুক হয়, আর ছেলেরা অহংকারী ।
১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৩:১৭
চাঁদগাজী বলেছেন:
আমি বরাবর যেসব আরব মেয়ে দেখি, সবগুলো হিজাব মিজাব পরা, দেখতেই নিনজার মতো দেখায়; এটা ছিল জিনস ও শার্টপরা, সাধরণ মেয়ে।
২৪| ১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ব্যক্তি জীবনের সুন্দর ঘটনা।
তবে অনেকের জন্য এমন ঘটনা দুর্ঘটনায় রূপান্তরিত হয়।
১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫০
চাঁদগাজী বলেছেন:
এসব দেশে মানুস অনেক সহজ; ফলে, এগুলো নিয়ে দুর্ভাবনার তেমন কোন কারন নেই!
২৫| ১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৫
পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ভালো ট্রেনার আপনি। তবে দুপুরবেলা ট্রেনার হিসাবেও নুতন ক্যারিয়ার শুরু করতে পারেন।
শুভেচ্ছা নিয়েন ।
১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫২
চাঁদগাজী বলেছেন:
এখানে মানুষ পরস্পরকে সাহায্য করে, আমি তাল মিলাতে চেষ্টা করি
২৬| ১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৩
মেহরাব রনি বলেছেন: গাজী সাহেব সাবধান থাকিয়েন। ‘#” এই রকম একটা অস্ত্র বাহির হইছে।
তবে লেখাটি পড়ে ভাল লাগল।
১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৮
চাঁদগাজী বলেছেন:
‘#” এই অস্ত্র কারা কিভাবে ব্যবহার করে? আমার কাছে পরিস্কার নয়
২৭| ১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৩
মোস্তফা সোহেল বলেছেন: ক্যাচাল ভালই লাগল গাজী ভাই।
১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪০
চাঁদগাজী বলেছেন:
আমি ছোটখাট এসব কিছু মনে রাখি, ইন্টারেষ্টিং
২৮| ১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২০
পুলক ঢালী বলেছেন: মজা পেলাম পড়ে। মেয়েটাও মনে হয় দুষ্টুমী করে বলেছে বোধহয় আমাকে ছোবেনা।
ওরা প্লেনে ওঠে বোরকা পড়ে তারপর বোরকা খুলে প্যাক করে রাখে লাগেজে তখন দেখা যায় শর্টস আর সার্ট পরে আছে। (তবে আরবের কোন রাষ্ট্রের তা বলতে পারছিনা)
আপনি কোন স্টেটের কোন এলাকায় থাকেন?
১৭ ই অক্টোবর, ২০১৮ ভোর ৪:৩৬
চাঁদগাজী বলেছেন:
আমি ব্রুকলীনে
২৯| ১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহা। আমার এক আরব ক্লায়েন্ট ছিলো। ব্যাটার প্রধান আগ্রহ বাংলাদেশের নারী। পারলে এখান থেকে বিয়ে করে নিয়ে সৌদি যায়। সে এক বিপদ!!
১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩২
চাঁদগাজী বলেছেন:
আরব দেশের মেয়েগুলো জন্ম থেকেই হতভাগিনী, তাদের পুরুষগুলো আসলে স্ত্রীকে পণ্য হিসেবে গণ্য করে।
৩০| ১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৬
রক বেনন বলেছেন: ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙ্গে এই সৌদি মেয়েই তার উদাহরণ!!
১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৫
চাঁদগাজী বলেছেন:
সৌদী রাজতন্ত্র এক জঘন্য সমাজ ব্যবস্হা চালু করেছে, পুরুষেরা মেয়েদের সন্মান করে না
৩১| ১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৪
হাসান রাজু বলেছেন: অপেক্ষায় থাকলাম । কোনদিন পড়ব আপনি কোন ছেলের সাথে রাস্তায় দাড়িয়ে/বসে/হাঁটতে হাঁটতে দু চারটে কথা বলেছেন ।
১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৪
চাঁদগাজী বলেছেন:
ছেলেদের সাথে আমার সময় কাটে কাজ করে, মেয়েদের সাথে কাটানো সময়গুলো মনে থাকে।
৩২| ১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৪
মিথী_মারজান বলেছেন: মেয়েটিকে টিনএজার মনে হলো।
আসলেই কি তাই নাকি আরো ছোট?
ছোটদের সাথে তো দেখি আপনি খুব বন্ধুভাবাপন্ন!
এটা সত্যিই প্রশংসনীয়।
মজার লাগে আপনার এসব কাহিনীগুলো।
স্কুল গোয়িং একটা আরব মেয়ের সাইকোলজি সুন্দর করে বর্ণনা করেছেন।
ভালো লাগলো আপনার নতুন বন্ধুত্বের ক্যাচাল।
১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৯
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ,
আরবের মেয়েরা বিশ্বের মাঝে সবচেয়ে অবহেলিত নারী সমাজ, আরবের পুরুষেরা স্ত্রীকে নিজের সম্পদ মনে করে মাত্র।
৩৩| ১৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০২
নূর আলম হিরণ বলেছেন: নুরু সাহেব কি মন্তব্য করেছিলেন যা মুছে দেওয়া হয়েছে
১৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৭
চাঁদগাজী বলেছেন:
এটা নুরু সাহেব নন, অন্য কেহ; কি লিকেছিল আমি নিজেও দেখিনি, আমি বাইরে ছিলাম, এডমিন মুছে দিয়েছেন!
নুরু সাহেব আমার পোষ্ট ভয়ংকর কিছু লেখার সম্ভাবনা নেই, উনি আমার পোষ্ট দেখলেই ভয়ে উনার হাত-পা কাঁপতে থাকে।
৩৪| ১৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
সনেট কবি বলেছেন: সাকুল্যে মন্দ লাগেনি।
১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৮
চাঁদগাজী বলেছেন:
আপনার সবকইছু ভালো তো? আপনাকে ব্লগে কম দেখা যাচ্ছে।
৩৫| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০৯
আখেনাটেন বলেছেন: কিছু আরব মনে হয় শৃঙ্খল থেকে বের হওয়ার চেষ্টা করছে। যদিও তা সহজ না। খাসোগীর হত্যা সৌদি রাজতন্ত্রের তথা সমাজের নগ্ন দিক উন্মুক্ত করে দিয়েছে।
এই মেয়েদের মতো তরুন প্রজন্ম যদি এখন কিছু করে।
১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৬
চাঁদগাজী বলেছেন:
সৌদী রাজবংশ মায়ামমতাহীন বেদুইন প্রজাতি; এরা কুটিল ও অসৎ
৩৬| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২৯
খায়রুল আহসান বলেছেন: ভাল লাগলো আপনার ক্যাচাল পোস্ট। + +
আপনি একটা ছোট মেয়েকে সাইকেল চালানো শিখতে কিছুটা হলেও সাহায্য করেছেন, তার সাথে বন্ধুসুলভ আচরণ করেছেন, এসব জেনেও ভাল লাগলো।
এখানে একমাত্র মেক্সিকানরা ছাড়া, অন্য কেহ এক সাইকেলে ২ জন উঠে না (৮ নং মন্তব্য) - ভাল বলেছেন।
১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৩
চাঁদগাজী বলেছেন:
আমেরিকানরা সহজ জীবনে বিশ্বাসী; বাংগালীরাও আগে মোটামুটি সহজ ছিলেন; সাম্প্রতিক বাংলায় সবকিছু কঠিন হয়ে যাচ্ছে।
৩৭| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৯
এস এম ইসমাঈল বলেছেন: মজাদার পো+সট।
১৬ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:১৭
চাঁদগাজী বলেছেন:
আপনার ভালো লেগেছে? দেখি, আরো কিছু মনে পড়ে কিনা!
আমি মাঝে মাঝে নিজের থেকেই এটা সেটা করে বেড়াই, সেগুলো লিখবো
৩৮| ১৬ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:৪০
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনার রাশি নির্ঘাত কন্যা রাশি !
১৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৩
চাঁদগাজী বলেছেন:
জীবনের ইন্টার-এ্যাকশন সব রকমেরই ঘটে, মেয়েদের ব্যাপারগুলো মনে রাখার মতো
৩৯| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৬
খাঁজা বাবা বলেছেন: ভাই
বাসায় যাওয়ার আগে সাবধান।
আরবের কি কি নিয়ম কানুন আছে দেখে নিয়েন।
হয়ত পায়েসের আগে সরবত খাইলে জরিমানা, কে জানে
১৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০১
চাঁদগাজী বলেছেন:
আরবদের জন্য খারাপ লাগে, আরবেরা কিভাবে মরছে সিরিয়া, ইরাক, ইয়েমেনে! ওদের কোন মাথা ব্যথা নেই
৪০| ১৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪
ফারিহা হোসেন প্রভা বলেছেন: আরব দেশের নারীরা অনেক সুন্দর। তাদের সৌন্দর্যের কোনো তুলনাই হয়না।
১৭ ই অক্টোবর, ২০১৮ ভোর ৪:৩৯
চাঁদগাজী বলেছেন:
সঠিক, তারা সুন্দরী
৪১| ১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৫
প্রশ্নবোধক (?) বলেছেন: আমি যতদুর জানি, সৌদি রাজবংশ স্রেফ একটা জাইয়নিজম লবিষ্ট। আজকে ডলার রিজার্ভ না করে গোল্ড রিজার্ভ করুক। রাজবংশ কোথায় থাকে দেখব।
১৭ ই অক্টোবর, ২০১৮ ভোর ৪:৩৫
চাঁদগাজী বলেছেন:
রাজ বংশের কাছে অনেক ট্টিলিয়ন ডলার ও সম্পদ আছে, সোনা কিনে পাহাড় বানাতে পারবে। ওরা ইসটায়েলকে কিনেছে, ওদেরকে ইরা থেকে রক্ষা করার জন্য
৪২| ১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনি বুড়ো মানুষ মেয়েদের গায়ে হাত দিলেন কেন?
ভালো থাকুন নিরন্তর।
১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩০
চাঁদগাজী বলেছেন:
ভাবার সময় ছিলো না, সে বলেছিল, "আমাকে ধরো, আমাকে ধরো"; না ধরে কি পারা যায়!
৪৩| ১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪০
অপর্ণা মম্ময় বলেছেন: আপনার রাজনৈতিক বিষয়ের বাইরের পোস্ট! ক্রমাগত রাজনৈতিক ধরণের লেখা পড়তে বোর লাগে।
গল্প পড়তে চাইছিলাম আপনার লেখা। লিখতে পারছিলেন?
১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩২
চাঁদগাজী বলেছেন:
না, গল্প লেখার কথা ভুলে গেছি! আপনি কওথায়?
৪৪| ১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪২
আর্কিওপটেরিক্স বলেছেন: আপনি বুড়ো মানুষ মেয়েদের গায়ে হাত দিলেন কেন?
কেন কেন????
১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩১
চাঁদগাজী বলেছেন:
সেই মহুর্তে সেটার দরকার ছিলো, সবকিছুর জন্য একটা সঠিক সময় আছে!
৪৫| ১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৫
অপর্ণা মম্ময় বলেছেন: অফিসে আমার কাজ নিয়া ত্রাহি ত্রাহি অবস্থা, সেই সাথে বুটিক বিজনেস, সেই সাথে অন্যান্য ব্যক্তিগত কাজ নিয়া বেড়াছেড়া অবস্থা। ব্লগের পাতায় চোখ বুলাইছি অবশ্য। শনিবার একটা গল্প দিয়েন। পড়বো।
১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৪
চাঁদগাজী বলেছেন:
আপনি তো আসলেই ব্যস্ত মানুষ!
আমার পক্ষে গল্প লেখা সম্ভব, আমি সেটা ভাবতেও ভয় পাচ্ছি।
আপনি লিখুন।
৪৬| ১৯ শে অক্টোবর, ২০১৮ ভোর ৫:১৭
জাহিদ অনিক বলেছেন: আরবি পাখির ডানায় হাত দিয়েছেন -- ঝপটা তো একটু সহ্য করতেই হবে।
চমৎকার লেগছে পড়তে।
১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:১০
চাঁদগাজী বলেছেন:
কবিদের কাছে তেলের বাড়তি পিপা না থাকারই কথা
৪৭| ১৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪১
জাহিদ অনিক বলেছেন: পিপা তো দূর কি বাত- এক ছটাকও নেই
১৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪
চাঁদগাজী বলেছেন:
অবশ্যই সত্য, কবিরা নিজের কাছে কিছুই রাখে না, সবই দিয়ে দেয় অন্যদের
৪৮| ২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
জাহিদ হাসান বলেছেন: আমি সাধারনত লেখি বেশি, পড়ি কম। কিন্তু আজকে আপনার লেখাটা খুব মনোযোগ দিয়ে পড়লাম। অনেক মজা পেলাম । আপনি আমার চাচার বয়সী না বড় ভাইয়ের বয়সী বুঝতে পারছি না। নিজেই ক্লিয়ার করে দিয়ে যান।
২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০৯
চাঁদগাজী বলেছেন:
আমার বয়স ৬৭ বছর।
আপনার কাছে ভালো লেগেছে শুনে আমার ভালো লাগছে।
৪৯| ২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:২১
ইফতেখার ভূইয়া বলেছেন: ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে অবস্থা
২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ১:২৬
চাঁদগাজী বলেছেন:
সাধারণ আরবরা কেমন, কে জানে!
৫০| ১০ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
মিরোরডডল বলেছেন: :- )
১০ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
চাঁদগাজী বলেছেন:
ভালো অনেক কিছুই ঘটে প্রতিদিন
৫১| ১০ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
ঠ্যঠা মফিজ বলেছেন: বড় চিন্তার বিষয়।
০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬
চাঁদগাজী বলেছেন:
চিন্তার কিছু নেই, ইয়ংদের কাছাকাছি থাকুন।
৫২| ০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৬
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হা হা, মজা পেলাম আপনার পোস্ট পড়ে ! আপনার বয়স সত্যিই ৬৭ বছর??
০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭
চাঁদগাজী বলেছেন:
হ্যাঁ, আমার বয়স ৬৭; আপনার কাছে ভালো লেগেছে, এটাই আনন্দের কথা
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮
মনিরা সুলতানা বলেছেন: আপনার বন্ধু ভাগ্যে ঈর্ষা