নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আওয়ামী লীগ নিজের অসফলতার দায় নিচ্ছে না

২১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১০


link to Sheikh Hasina's statement
জাতি পদ্মাসেতুর জন্য ০.৭৫ শতকারা হার সুদে, ৩ বিলিয়ন ডলারের বিশ্ব ব্যাংক ও জাপানী ঋণ হারায়েছে ততকালীন ক্রিমিনাল মন্ত্রী আবুল হোসেন ও আওয়ামী লীগের কয়েকজন লোক ও কয়েকজন ব্যুরোক্রেটের দুর্নীতির কারণে; শেখ হাসিনা ও পুরো আওয়ামী লীগ সেটাকে ড: ইউনুসের ঘাঁড়ে তুলে দিয়ে, ক্রমাগতভাবে গোয়েবলসগিরি করে, জাতিকে পুরোপুরি বিভ্রান্ত করে চলেছে। ড: ইউনুস নিজেই ক্রমাগতভাবে কয়েকটি ভুল ও অন্যায় করাতে এই বিশাল দোষটি উনার উপর চাপিয়ে দেয়া সহজ হয়েছে, অশিক্ষিত জনগণও পদ্মার ঋণের জন্য ড: ইউনুসকে কালপ্রিট মেনে নিয়ে বসে আছে।

আওয়ামী লীগ নিজের অসফলতা, দুর্নীতি, অদক্ষতার দায়িত্ব স্বীকার করে, জাতির কাছে মাফ চাহেনি কোনদিন; তারা এগুলো অন্যের উপর চাপিয়ে দেয় সহজে, এবং গোয়েবলস'এর মতো একই কথা মিলিয়নবার বলে, উহাকে সত্যে পরিণত করতে চায়; এজন্য আওয়ামী লীগ বিরোধীতা সব সময় রাজনীতির একটা ধারায় পরিণত হয়েছে; যাকে শেখ হাসিনা বলেন: আওয়ামী লীগ ও "এন্টি আওয়ামী লীগ"।

সেদিন শেখ হসিনা একটি গুরুত্বপুর্ণ কথা বলেছেন; তিনি বলেছেন যে, তিনি যখন সিদ্ধান্ত নিলেন যে, পদ্মাসেতু জাতির নিজস্ব টাকায় করা হবে, তখন মুহিত সরাসরি উহার বিরোধীতা করেছে। এখানে মুহিতের ও শেখ হাসিনার কয়েকটি দিক উঠে এসেছে: শেখ হাসিনা অর্থনীতি ও ফাইন্যান্স না বুঝলেও, মুহিত, সাইফুর রহমান ও কিবরিয়া সাহেব থেকে প্রাকৃতিকভাবে বেশী ধারণার অধিকারী; এবং শেখ হাসিনা জেনেশুনে মুহিতের মতো অদক্ষ মানুষকে দেশের সবচেয়ে গুরুত্বপুর্ণ পদ দিয়েছিলেন।

শেখ হাসিনা পদ্মাসেতুর দুর্নীতি জড়িত ছিলেন না, তনু হত্যায় বা সাগর-রুনী হত্যায় জড়িত ব্যক্তি নন; কিন্তু তিনি এগুলোর বিচার না করে, দোষটুকু নিজের মাথায় নিয়ে বসে আছেন। পদ্মাসেতুতে দুর্নীতি হয়েছে, এবং হয়েছিল ততকালীন মন্ত্রী আবুল হোসেনের নেতৃত্বে; ব্যাপারটা সঠিকভাবে এনালাইসিস করলে একজন ৮ম শ্রেনীর ছাত্রও বুঝবে; আবুল হোসেনের বিচার করা হয়নি; আবুল হোসেনের বিচার না হওয়াতে, পুরো দোষটি অন্য একজন লোকের উপর চাপিয়ে দিয়ে, লোকটির চরিত্র হনন-করা সহজ হয়ে গেলো; কোথায় আওয়ামী লীগ নিজের লোকদের পক্ষে জাতির কাছে মাফ চাহিবে, সেটা না করে, পুরো দোষ অনের উপর চাপিয়ে দিলো!

মন্তব্য ৫০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

তারেক ফাহিম বলেছেন: গালি দিতে মানুষ বাপ কিংবা শিক্ষকদেরকে সমন্ধন করে গালি দেয়।

যা অপরাধ করেছে তার চেয়ে তার পিতা-মাত, কিংবা শিক্ষক (বস, গুরু, সভাপতি ইত্যাদি ;) )

২১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

চাঁদগাজী বলেছেন:


গালি মালি সমস্যা নয়, আমি নিজেও গালি দিতে পছন্দ করি।

আওয়ামী লীগ জাতির সাথে কখনো সৎ হওয়ার চেষ্টা করেনি, এটা জাতির জন্য একটি ভয়ানক সমস্যা!

২| ২১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: গাজী ভাই, ফাঁকিবাজি না করে মন্তব্যটা ভালো করে পড়বেনঃ

১. আপনার সমালোচনা/লেখার মান আগের চেয়ে ভালো হচ্ছে।
২. পোস্টে সহমত। শেখ হাসিনা দুর্নীতি মুক্ত দক্ষ প্রশাসন তৈরীতে ব্যর্থ। লীগকে টেক্কা দেবার মত বর্তমানে কোন দল নেই। দেশের যে কী হবে??

৩. আপনার গত পোস্ট কোন এক অনলাইন নিউজের সম্পাদকীয়তে দেখলাম। আপনার লেখার স্টাইল সোজাসাপ্টা/ক্লিয়ারকাট। মাঝেমধ্যে রুঢ় হয়ে যায়। সম্পাদকীয়তে দিতে হলে আরো তথ্যপূর্ণ, বিচক্ষণ ও দায়িত্বশীল হতে হবে।(প্রথম আলোর সম্পাদকীয়/মতামত দেখতে পারেন)
৪. ব্লগে হয়তো এসব লেখা নিরাপদ(মুক্তিযোদ্ধা হিসেবে সবাই সমীহ করে)। কিন্তু বাইরে প্রকাশ করলে অবস্যই সাবধান হবেন। সরকার কিন্তু সমালোচনা সহ্য করতে পারে না। লিখতে থাকুন, সাথে আছি। (আপনি দেশের বাইরে আছেন, সুতরাং নিরাপদেই থাকবেন।);)

পুনশ্চঃ এটা হুমকি নয়, সতর্ক করলাম। ক্রিকেট খেলা দেখুন....

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০১

চাঁদগাজী বলেছেন:


আমার কিছু পোষ্ট অন্যেরা বিভিন্ন অনলাইন ফনলাইন গার্বেজগুলোতে প্রকাশ করছে; ইডিয়টগুলো আমাকে না জানিয়ে এগুলো করে বেড়াচ্ছে; আমি নিজেও ২ যায়গায় দেখেছি; শুধু ১ জন আমার অনুমতি নিয়েছিলো; বাংগালী শিক্ষিত হতে পারলো না কোনদিন, ডোডোগুলো!

৩| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০০

পদাতিক চৌধুরি বলেছেন: ঠিকইতো সহমত আপনার সঙ্গে । তবে এভাবে কোনও দল প্রকাশ্যে মাফ চাহিবেনা, এতে বিরোধী দল তাদেরকে আরও হেটা করতে পারে। ভোটের আগেই যেটা হবে তাদের একপ্রকার রাজনৈতিক পরাজয়ও । পশ্চিমবঙ্গে বামেরা নন্দীগ্রাম হত্যাকান্ড ঘটিয়ে মাফ চাওয়াতো দূরের কথা উল্টে নাম দিয়েছিল ' অপারেশন সূর্যদয় '। পরে জনগনের বিচারে সে ঘটনা এখন মিথে পরিনত হয়েছে। পালাবদলে রাজ্যে তৃণমুল এখন ক্ষমতায়। কাজেই এক্ষেত্রেও বলবো জনগনই বিচার করবে।

শুভকামনা আপনাকে।

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০৩

চাঁদগাজী বলেছেন:


পশ্চিম বংগের বামরা ছিলো, আধা-ঘোড়া, আধা-গাধা।

আওয়ামী লীগ বাংগালী জাতির ঐতিহাসিক মহুর্তে উপস্হিত ছিলো, কিন্তু দলটি নিজকে সন্মান করে না।

৪| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২৬

রাজীব নুর বলেছেন: আপনার সব কথা মানলাম।
কিন্তু খালেদা জিয়ার চেয়ে তো শেখ হাসিনা অনেক ভালো। জ্ঞানে বুদ্ধিতে তা তো মানেন?

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩০

চাঁদগাজী বলেছেন:



বেগম জিয়ার জন্ম হয়েছিলো বাংগালী জাতির ক্ষতি করার জন্য, এটাই হয়তো একমাত্র সঠিক ষ্টেইটমেন্ট

৫| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৯

এস এম ইসমাঈল বলেছেন: গাযী ভাই, আর একটু সংযত ভাবে লিখুন। এদের বিস্বাস নেই, আপনার কোন বিপদ হোক তা আমরা চাই না।

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৪

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগের ঐতিহাসিক ভুমিকা থাকা সত্বেও আওয়ামী লীগ সঠিক সন্মান পায়নি কিছু কারণে; তার মাঝে, একটি বড় কারণ হলো, উদোরপিন্ডি ভুদোড়ের ঘাঁড়ে চাপানোর কারণে।

৬| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২০

ঢাবিয়ান বলেছেন: অনেকেই দেখছি সতর্ক করছে লেখার ব্যপারে। এই ব্যপারে এই ব্লগের এডমিনের সুস্পষ্ট ব্যখ্যা চাই।

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২৯

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগকে আওয়ামী লীগারেরাও আজকাল ভয় পাচ্ছে মনে হয়।

৭| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৩২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: যদ্দুর জানি দুর্নীতির কোন প্রমাণ পাওয়া যায় নি। বিশ্বব্যাংক তদন্ত কমিটি পাঠিয়েছিলো। সমালোচনা করা যেতে পারে এটা নির্মানে এত খরচ হলো কেন? জবাবদিহিতা প্রয়োজন।

ইউনুস পদ্মাসেতুতে অর্থ সহযোগিতা বন্ধ করতে সর্বপ্রকার চেষ্টা চালিয়েছিলো।

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৩

চাঁদগাজী বলেছেন:



ড: ইউনুসের কথায় বিশ্ব ব্যাংক একটা জাতির ঋণ বন্ধ করে দিতে পারে? আপনার ভাত কে রান্না করেন?

বিশ্ব ব্যাংক যা জানার জন্য লোক পাঠায়েছিলো, সেটা জেনেছে, জেনেই ঋণ দেয়নি; ওরা বাংলাদেশের লোকের বিচার করতে কাউকে বাংলাদেশে পাঠায়নি।

৮| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ড. ইউনুসের কারণে পদ্মা সেতুতে ঋণ বন্ধ হয়েছে - এটা শুধুমাত্র আওয়ামী লীগার রা মনে করে। পদ্মা সেতু নিয়ে শেখ হাসিনার জেদটা ছিল ভালো অর্থে। কিন্তু এত বেশী খরচ বেড়ে যাওয়ার জন্য একদিন স্ক্রুটিনির মধ্যে পড়তে হবে...

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫২

চাঁদগাজী বলেছেন:


পদ্মাসেতুর ঋণ না পাওয়ায়, শেখ হাসিনা ১ম বার অনুভব করেছেন যে, বাংগালীদের নিজেদের পা আছে, সেই পায়ে দাঁড়ানো যায়।

ঋণ পেলে, ঋণের সময় পরিমান টাকা চুরি হতো।
যদি বুদ্ধিমান কেহ ঋণ ব্যবহার করতেন, তখন নিজেদের টাকাগুলো সেতুতে খরচ হতো না; সেই টাকায় ১০ লাখ লোকের চাকুরী হতো।

৯| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:২৫

সোহানী বলেছেন: ভালোলাগলো গাজি ভাই একটা সত্যকে প্রকাশ করার সাহস রাখার জন্য। অবশ্য আমি বুঝতে পারি আপনি বরাবরেই অনেক সাহসী।

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৪

চাঁদগাজী বলেছেন:


ব্যাপারগুলোকে এনালাইসিস করলে, বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়: একজন ড: ইউনুস সাহেবের কথায় বিশ্ব ব্যাংক একটা জাতির ঋণ বন্ধ করবে না কোনদিন।

১০| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৯

রাফা বলেছেন: ভালোই ,এমন পোষ্ট মাঝে মাঝে কিছু বানরের জন্য উৎসাহ ব্যান্জক।আওয়ামি লীগ শতভাগ শুদ্ধ কাজ করে এটা ভাবার কোন কারন নেই।কিন্তু এমন কোন কাজ করেনা যা দেশের বিরুদ্ধে যায়।ব্যাক্তি ও দলের বিরুদ্ধ কাজ করেও পার পেয়ে যায় কারণ সত্যিকার অর্থে দেশপ্রেমিক কোন দল নেই বর্তমানে।এমনকি ব্যাক্তিও নেই।

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:২২

চাঁদগাজী বলেছেন:


স্বাধীনতার সমযয়ের দল হিসেবে, আওয়ামী লীগের নেতৃত্বের উচিত দলটিকে কলুষিত ও বিতর্কিত না করা।

১১| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৪

আবু তালেব শেখ বলেছেন: পদ্মাসেতু নির্মানে বিশ্বব্যাংক টাকা না দেয়ার দায় ইউনুসের উপর সরকার চাপাতে পারে। জনগন ও সেটা মনে করে? আপনাকে কে বললো??/

জনগন আসলে সবই বুঝে, কিন্তু বলার সাহস নাই

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:২৬

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে জনগণ বলতে আপনি কি শুধু আপনাকে বুঝেন?
আমার এলাকার গ্রামের প্রায় সব মানুষই ধরে নিয়েছে যে, ড: ইউনুস ঋণ বন্ধ করার মত শক্তিশালী।

১২| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @ঢাবিয়ান
গাজীভাই হয়তো তার জায়গায় ঠিক, আর আমি আমার জায়গায়। চাঁদগাজী যে আশায় যুদ্ধে গিয়েছিলেন, বর্তমানে সেসব না দেখে মনের আক্ষেপের কথা লিখতেই পারেন। আমি নিষেধ করি না। কিন্তু সেটা অন্য জায়গায় প্রকাশ করা যাবে কিনা...
৫ নাম্বার মন্তব্য দেখুন

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:২৮

চাঁদগাজী বলেছেন:



যুদ্ধ মুদ্ধ বাদ দিলেও, আওয়ামী লীগ কখনো নিজের ভুল-ভ্রান্তি, দুর্নীতি স্বীকার করে না; ওরা সেটাকে অন্যের ঘাঁড়ে তুলে দেয়। দুর্ভিক্ষ কেন হয়েছিলো, ওরা সেটাকে আমেরিকার ঘাঁড়ে তুলে দিয়ে বসে থাকবে।

১৩| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ২:৫৭

পিকো মাইন্ড বলেছেন: সামাজিক অস্থিরতার গ্যাড়াকলে দেশের উন্নয়ন চাপা পড়ে গিয়েছে। মানুষ চায় শান্তি। ছাত্ররা চায় নিরাপদ ভবিষ্যত। ফ্লাইওভার, স্যাটেলাইট, সেতু দিয়ে পেট ভরে না গরীবের। পদ্মা সেতু বলতে এখন আর কিছু নেই, উহা এখন 'শেখ হাসিনা সেতু'।

২২ শে অক্টোবর, ২০১৮ ভোর ৪:৩৩

চাঁদগাজী বলেছেন:


বর্তমান বিশ্বে, তৃতীয় বিশ্বের যেসব দেশে বেকার আছে, সেসব দেশ নিশ্চয়ই অদক্ষদের খপ্পরে আছে।

১৪| ২২ শে অক্টোবর, ২০১৮ ভোর ৫:২৭

অক্পটে বলেছেন: আ.লীগ বরতমানে অশুরের দলে পরিনত হয়েছে। এর অবসান দরকার। যারা মনে করে বারবার চুরি করে ভোট করিয়ে লীগকে জেতানো দরকার সেই দালালদের প্ররোচনাতেই তৃতীয় কোন শক্তির উথ্থান প্রলম্বিত হবে।

২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৮

চাঁদগাজী বলেছেন:


দেখেন, কি করলে আপনি ভালো দল গঠন করতে পারবেন।

১৫| ২২ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:৪৪

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: কিছু সংখ্যক চরম দলকানা ছাড়া সবাই খুব ভালো করেই জানে ইউনুস পদ্মা সেতুতে বিশেষ কোনো ফ্যাক্টর ছিল না | বরং যেহেতু কাউকে বলির পাঠা বানাতেই হবে, সরকার ইউনুসকে বানিয়েছে | আর বাংলাদেশের রাজনীতিবিদ/আমলা চক্র দুর্নীতির সুযোগ বা সম্ভাবনা না থাকলে স্বতঃস্ফূর্তভাবে কোনো উদ্যোগে অংশ নিতে পারে তা কোনো বেকুবও বিশ্বাস করে না |

২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৭

চাঁদগাজী বলেছেন:



স্বাধীনতার সমকালীন দল হিসেবে, আওয়ামী লীগের নিজের মানসন্মান প্রতি শ্রদ্ধা নেই।

১৬| ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৫

সৈকত জোহা বলেছেন: দুঃখের বিষয় হল, আওয়ামীলীগ ভুলগুলোকে সঠিক বলে প্রমান করতে গিয়ে অনেক নাটকীয় পরিস্থিতির তৈরি করে

২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৫

চাঁদগাজী বলেছেন:



ওরা নাটক করে করে রাজনীতিবিদ থেকে অভিনেতায় পরিণত হয়েছে।

১৭| ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এগুলো এখন রাজনীতির অংশ হয়ে গেছে।

নগরে আগুন লাগলে দেবালয়ও রক্ষা পায় না।

২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৪

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ এক সময় (১৯৭০-১৯৭১) বিপুল সন্মানী দল ছিলো, এখন তারা নিজেরা নিজদের সন্মান করে না।

১৮| ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:২০

খাঁজা বাবা বলেছেন: এদেশের মানুষ সব মনে রেখেছে
সুযোগ পেলে ঠিকই হিসেব চুকিয়ে দেবে।
তবে হাসিনা সেই সুযোগ দিতে চাচ্ছে না
পৃথিবীতে কিছুই স্থায়ী নয়।
এই পৃথিবীতে হাসিনার চেয়ে আরো অনেক শক্তিমান নেতা করুন পরিনতি নিয়ে বিদায় নিয়েছে জনগনের সেন্টিমেন্ট না বোঝার কারনে।

২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

চাঁদগাজী বলেছেন:


আপনি যা বলছেন, এগুলো শান্তনার কথা; পদ্মার দুর্নীতির কারণে, ৯ বিলিয়ন ডলার আটকা পড়ে গেছে; এতে ২০ লাখ মানুষের চাকুরী হতো; ১০ লাখ মানুষ বিদেশে চাকুরী না খুঁজলেও চলতো; মানুষকে দাসের মত বিক্রয় করছে সরকার, আর ড: ইউনুসকে দোষ দিচ্ছে।

১৯| ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:০১

কিরমানী লিটন বলেছেন: কালোকে কালো বলার স্পর্ধা থাকেনা সকলের। সবাই যখন উটপাখি হয়ে বালুতে মুখ লুকিয়ে তখন ভালোলাগলো গাজি ভাই একটা সত্যকে প্রকাশ করার সাহস রাখার জন্য। ভালোবাসা জানবেন...

২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

চাঁদগাজী বলেছেন:


শিক্ষিত ৮/৯ কোটী বাংগালীকে বাংগালী হতে হবে, বাংগালীরা আজ আফ্রিকার পেছনে-পড়া মানুষের মতো ভয়ে দাস হয়ে আছে।

২০| ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪২

শাহাদাত নিরব বলেছেন: আমাদের দেশের জনগন কে যদি আপনি মিষ্টি ভাষায় বলেন সুদ খাওয়া হালাল বিশ্বাস করেন অনেকে যাচাইও করবে না সত্যি হালাল কিনা ? সত্যি সত্য সুদ খাওয়া শুরু করবে ।
তেমনি ডঃ ইউনুস এখানে বলির পাঠা
আপনার উপর ভক্তি আরো দৃঢ় হচ্ছে ।
ধন্যবাদ ভাইজান ।

২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

চাঁদগাজী বলেছেন:



১৯৭২ সাল থেকে মানুষকে ফ্রি পড়ালেখার সুযোগ দেয়া সম্ভব ছিলো; তখনো মুহিতদের মতো বেকুবেরা দেশের টাকশালের মালিক ছিলো।

২১| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৭

পলাশবাবা বলেছেন: ভাল খবর হল আমরা বড়লোক হচ্ছি। কারণটা পদ্মা সেতু হোক , কুইক রেন্টাল হোক আর ব্যাংকিং সেক্টরকে পঙ্গু করেই হোক। ২০০৮ সালে সুইস ব্যাংকে বাংকাদেশি দের টাকার পরিমান ছিল ৮৮৯ কোটি টাকা। আর ২০১৬ সাল শেষে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থের পরিমাণ ছিল পাঁচ হাজার ৫৬০ কোটি টাকা। এটা সত্যি ইতিবাচক ।
মধ্যম ( যদি শব্দ টা হবে নিম্ন-মধ্যম ) আয়ের দেশের মানুষের একটা ইজ্জত আছে না।

২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা মুখে শেখ সাহেবের নাম নিলেও, আসলে উনার মন্ত্রী মুহিত সাহেব জেনারেল জিয়া ও এরশাদের গলাকাটা ক্যাপিটেলিজম চালাচ্ছে, ডাকাত ধনীদের সংখ্যা বাড়ছে, বিশ্বে ডাকাত ধনী প্রসবে বাংলাদেশ ১ম হয়েছে

২২| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০১

নজসু বলেছেন: পোষ্ট এবং পোষ্টে ব্লগার ভাইদের সবার মতামত গুরুত্বসহকারে পাঠ করলাম।

২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২০

চাঁদগাজী বলেছেন:


অনেক অভিজ্ঞ ব্লগার আজকাল চুপ হয়ে গেছেন, তাঁদের পোষ্ট নেই, মন্তব্যও নেই বললেই চলে।

২৩| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আবুল হোসেনের বিরুদ্ধে যখন পদ্মা সেতু কেলেঙ্কারির অভিযোগ উঠে তখন, শেখ হাসিনা এর কোন তদন্ত না করে উপরন্তু উনাকে দেশ প্রেমিক খেতাব দিয়েছিলেন।

২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১১

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা বাবার মতো একই ভুল করছেন: উনার বাবা গাজী গোলাম মোস্তফা, মিজানুর রহমান চৌধুরীর মত খারাপ লোকদের শাস্তি না দেয়াতে "এন্টি আওয়ামী" মানুষের জন্ম হয়েছে শেখ সাহেবের অনুসারীদের মাঝেই

২৪| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৪

ব্লগার_প্রান্ত বলেছেন: এই নির্বাচনের আগে বাংলাদেশের ইতিহাসে অন্যরকম কিছু হওয়ার সম্ভাবনা কতো?
আচ্ছা, আপনি কি সৌদি ইস্যুটা ধরতে পেরেছেন?

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১০

চাঁদগাজী বলেছেন:



সৌদী ইষ্যু অনুসরণ করছি।

এখন বাংলাদেশে কিছু ঘটবে না; কারণ, কোন দলে রাজনীতিবিদ নেই

২৫| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:৪৪

ডঃ এম এ আলী বলেছেন: নীজের দুশ স্বীকারের মহাত্যতা বুঝার ও সমাজে তা মানার কালচার চালু হওয়া প্রয়োজন ।
করে দুষ একজনে তালি বাজায় বহুজনে । কেও কেও দুশ স্বীকার করে নীজ গুণে আর তাকে গালি দেয় বহুজনে ।
প্রকাশ্যে দুশ স্বীকারকারীকে সাধুবাদ জানালে দুশ স্বীকারের কালচার দেশে চালু হতে পারে ।

২৩ শে অক্টোবর, ২০১৮ ভোর ৫:৩২

চাঁদগাজী বলেছেন:



জাতি মগের মুল্লুকের মানুষের মতই আচরণ করছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.